এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • prateek | ১১ জুন ২০১১ ১১:৫৬ | 128.138.65.254
  • কুমুদি আর যাই করুন Dell কিনবেন না।।আমার বিনীত অনুরোধ।।দেশে দেখি লোকে DELL,Chevy,GM এর ল্যাপি,গাড়ি কেনে।।কি সুখে কে জানে বাবা!

    Sony,Asus,Apple এগুলো সত্যি ভালো।।দাম একটু বেশি হলেও
  • kumudini | ১১ জুন ২০১১ ১১:৪৬ | 122.160.159.184
  • নীনার পায়ে কী হয়েছে?ক্রাচ কেন?উপস্থিতদের মধ্যে কেউ জানো/জানেন?
  • kumudini | ১১ জুন ২০১১ ১১:৩৫ | 122.160.159.184
  • 25 thousands বলছে।
  • Arpan | ১১ জুন ২০১১ ১১:২৮ | 112.133.206.18
  • ব্যাঙের সাথে কিছুক্ষণ আগে কথা হল। আবার বললাম অ্যাসাপ ডাক্তার দেখাতে যেতে। সেসব বিশেষ কানে তুলল না। বলল আবার গেটে প্রচুর পুলুশ নাকি এসেছে। তো, সেইখানে যাচ্ছে।
  • Arpan | ১১ জুন ২০১১ ১১:২৬ | 112.133.206.18
  • ফ্রিতে গছাতে চাইলে না কোরো না!

    অথবা বল এক বছর পরে পারফর্ম্যান্স অনুযায়ী পেমেন্ট করবে। ;-)
  • kumudini | ১১ জুন ২০১১ ১১:২৩ | 122.160.159.184
  • সবাইকে একসাথে-
    সায়ন,সিকি,টিম,
    ওটা টাইপো ছিল,DELLহবে।আমি এখন ল্যাপি কিনতে চাই না মোটেই।কিন্তু এক বন্ধু এই DELL VOSTRO কিনেছে,একদম নতুন আছে,প্যাক খোলা হয় নি।এদিকে তার ভাই তাকে আর একটা এনে দিয়েছে।
    তাই সে রোজ একঘন্টা ফোন করে আমাকে এইটা গছাতে চায়,দেখতে বোকাসোকা হলে যা হয় আর কী।কিন্তু তোমাদের কথা শোনার পর ওকে খুব কটিন করে "না"করে দিচ্চি।
    ব্যাংএর সাথে তো খুব মধুর করে কথা কওয়ার চেষ্টা করলাম,সেটা কঢ়া লাগল?মানে হল,যেটা অন্যের কাছে কড়া/হেঁড়ে লাগে,সেটাই আমার সবচেয়ে কোমল স্কেল।

    যাই হোক,ব্যাং,অবিলম্বে ডাক্তার দেখিয়ে এসো।বিভীষণের চাদর কেড়ে নাও,এত চাদর উনি পাচ্ছেন কোথায়? সব চাদর কাচতে দাও বা আলমারিতে রাখো তালাবন্দকরে।
  • paritosh | ১১ জুন ২০১১ ১০:৫৪ | 59.93.199.210
  • ববা
  • prateek | ১১ জুন ২০১১ ০৩:৫৫ | 128.138.65.254
  • ব্যাঙ, আপ্নার বাড়ির ছাদ থেকে জল পরলে আপ্নি কি নিজে সারান না মিস্ত্রি ডাকেন? ডাক্তারের কাজ তার ওপর ছেড়ে দিলেই তো ভালো।।
  • Tim | ১১ জুন ২০১১ ০৩:৪০ | 198.82.17.92
  • ভালো করে যোগব্যায়ামটা শিখলেও কাজে দিতো। অ্যাদ্দিনে রিটায়ার করতে পারতাম।
  • aka | ১১ জুন ২০১১ ০২:০১ | 168.26.215.13
  • জ্বালা কোথায় ব্যথা তো, মিতাদির গুলিয়ে গ্যাছে।
  • mita | ১১ জুন ২০১১ ০১:৪৭ | 71.191.42.195
  • লজ্জা করে না? মেয়েটা মরছে নিজের জ্বালায়, তোরা ফাজলামি মারছিস?
  • aka | ১১ জুন ২০১১ ০১:২৯ | 168.26.215.13
  • যাঃ ব্যাঙ চলে গেল? বিভীষণের জন্য বড্ড চিন্তা হচ্ছে।
  • achintyarup | ১১ জুন ২০১১ ০১:২৫ | 121.241.214.38
  • কত কি করা হল না জীবনে। রোড রোলার চালানোর শখ আমার এখনও রয়ে গেছে
  • Lama | ১১ জুন ২০১১ ০১:১৪ | 117.194.231.64
  • এককালে জে সি বি চালানো শেখার জন্য অপারেটরকে (আজাদ ভাই) কতো চা খাইয়েছি। ব্যাটা কোনোদিন পুরোপুরি শেখালো না। তবে ওই হাতের মতো জিনিসটা নিয়ে নানান ক্যারদানি করতে পারি
  • Jay | ১১ জুন ২০১১ ০১:১১ | 90.217.112.217
  • ক্ষী মাই নেম ইজ শিলাবৃষ্টি হল! মেয়েতো স্নোম্যান স্নোম্যান বলে ক্ষেপে গেল!
  • nk | ১১ জুন ২০১১ ০১:০২ | 151.141.84.194
  • চাদর মুড়ি দিও। ভুলো না। গুড নাইট।
  • nk | ১১ জুন ২০১১ ০১:০০ | 151.141.84.194
  • ব্যাং, ঘুমাতে গেলে?
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৫৯ | 122.167.64.212
  • ওগুলোর গায়ে লেখা জেসিবি।
    ঃ-)) গুন্নাইট ।
  • achintyarup | ১১ জুন ২০১১ ০০:৫৮ | 121.241.214.38
  • বুলডোজারদের জন্যেও আমার খুব চিন্তা
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৫৪ | 122.167.64.212
  • অ, এইবারে বুঝলাম। ঃ-)
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৫৩ | 122.167.64.212
  • যাহ বাবা। বুলডোজার দিয়েই তো ভাঙ্গলো। ছবি দেখিস নি?
  • achintyarup | ১১ জুন ২০১১ ০০:৫১ | 121.241.214.38
  • অ, বুলডোজার ভাঙ্গেনি তাহলে
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৫১ | 122.167.64.212
  • ঘুমোতে গেলাম। গুন্নাইট সব্বাইকে।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৪২ | 122.167.64.212
  • আর টি আই
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৪১ | 122.167.64.212
  • কিছুই দাঁড়ালো না। আজ আর্টিআই অ্যাপ্লাই করা হয়েছে। কাল সেকেন্ড স্যাটরডে। রোব্বারের মধ্যে একশোটা মত বড় বড় গাছ হাওয়া হয়ে যাবে। (আম, কাঁঠাল, জারুল, কৃষ্ণচূড়া, নিম এইসব আর কি) অলরেডি ষাটটা গাছ লরিতে চেপে হাওয়া হয়ে গেছেন।
  • r2h | ১১ জুন ২০১১ ০০:৩৫ | 198.175.62.19
  • আহা, আমি বুলডোজারের কথাই বললাম। এখন তাহলে কি দাঁড়ালো?
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৩৪ | 122.167.64.212
  • দুটো কম্বিফ্ল্যাম খেলাম বলে কেমন ঘোর ঘোর লাগছে, কিন্তু এই খতরোঁ কে খিলাড়িটা শেষ না হলে ঘুমোতেও পারছি না।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:৩২ | 122.167.64.212
  • হুতো এবারে আমি কিচ্ছু ভাঙি নি। মাক্কালি। বুলদোজার দিয়ে গাছ ভেঙ্গেছে, আর হাওয়ায় কাঁচের পাল্লা ভেঙ্গেছে। আমি শুধুই নির্মম পরিস্থিতির শিকার। ঃ-(
  • r2h | ১১ জুন ২০১১ ০০:২৯ | 198.175.62.19
  • কিন্তু ব্যাঙদির ব্যাপারটা শেষ পর্যন্ত কি হলো? ভাঙাভাঙি থেমে গেছে?
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:২৫ | 112.133.206.18
  • আরে আমি রাষ্ট্রসঙ্ঘ ভেবে সঙ্ঘ বললাম। তারপরে দেখি রাজ্য নিয়ে কথা হচ্ছে। ঃ)
  • nk | ১১ জুন ২০১১ ০০:২৪ | 151.141.84.194
  • ব্যাং কেবল বিভীষণের নিন্দে করে, আসলে এটা হলো ব্যাজস্তুতি। ঃ-)
    বিভীষণের সেই বিদেশ থেকে দড়ি, কাঁচকলা ভাজার প্যাকেট, বন্ধ ঘড়ি এসব অনবদ্য উপহার গুলো আনার কথা কি আমাদের মনে নেই? ঃ-))))
  • byaang | ১১ জুন ২০১১ ০০:২৪ | 122.167.64.212
  • ডিডিদা, টইটা হেব্বি জমেছে, ওয়েট করে থাকলাম। ঃ-))) চালিয়ে যাও।
  • pi | ১১ জুন ২০১১ ০০:২২ | 128.231.22.150
  • ফ্ল্যাগগুলো দিতে উটপাখিদের আপত্তির কারণটা বুঝছি না। বাসায় টাঙাবে ঠিক করেছে নাকি ? নাকি ঐ মুড়ি দিয়ে ঘুমুবার প্ল্যান ? নাকি গলার মাফলার করার ?
  • nk | ১১ জুন ২০১১ ০০:২০ | 151.141.84.194
  • কার্ককে একজন গ্যালাক্সির সাদার্নমোস্ট সেক্টরের গ্রহের লোক জিগ্গেস করছিলো "আপনাদেরটা ইউনাইটেড স্টার ফ্লীট না? "
    কার্ক রেগে কাঁই, বলে, "ফ্লীট না, ফেডারেশন।"
    ঃ-)
  • kk | ১১ জুন ২০১১ ০০:২০ | 71.236.36.122
  • ঠিক তাই ব্যাঙ। ঐ জন্যই তো অর্পণকে দিয়ে এখন মানে খোঁজাচ্ছি ঃ)।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:২০ | 122.167.64.212
  • এবারের প্রতিযোগীগুলো অতি ঝুল। বেস্ট ছিল সিজন ওয়ানে। ওদিকে আবার এই মাস থেকে ইমোশনাল অত্যাচার আবার শুরু হচ্ছে। ঈ জে করি!
  • byaang | ১১ জুন ২০১১ ০০:১৯ | 122.167.64.212
  • কেকে, পাই বুঝি তোমাকে শক্ত শক্ত ট্রানস্লেশন দিয়েছে? ও তুমি অর্পণকে ট্রান্সফার করে দাও। ও ছোটবেলা থেকে ট্রানস্লেশন করে করে পোক্ত হয়ে গ্যাছে।
  • Tim | ১১ জুন ২০১১ ০০:১৮ | 198.82.21.136
  • এইজন্য কবিরা উটপাখি নিয়ে কাব্যি করেছে। অ্যাদ্দিনে বুঝতে পারলাম।
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:১৮ | 112.133.206.18
  • খতরোঁ কে খিলাড়ির এইটা সিজন ৪ হচ্ছে তো। গতবার প্রিয়াঙ্কা চোপড়াকে এনে টিআরপি ঝুলে গেছিল।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:১৭ | 122.167.64.212
  • কে ডিসেϾট্রর কথা কইলো? ঃ-X আমি বলে কিনা বিভীষণের হাত ভাঙ্গার পর থেকেই ভগবানে বিশ্বাসী হয়ে উঠেছি। ভাগ্যিস হাত ভেঙ্গেছিল! পা ভাঙ্গলে আমকে নির্ঘাত বেডপ্যান ধরতে হত। সেই ভেবে ভেবে আমি ভগবানকে কত ধন্যবাদ দিই।
  • kk | ১১ জুন ২০১১ ০০:১৭ | 71.236.36.122
  • হুঁ, সংযুক্ত বেশ ভালই শোনাচ্ছে। সমবায়....এটা একটু ভেবে দেখি। রাজ্যমন্ডল একটু বেশি লেখ্য ভাষা হয়ে যাচ্ছে না?
  • pi | ১১ জুন ২০১১ ০০:১৫ | 128.231.22.150
  • কিন্তু আমি ডিডিদার পরামর্শটার কথা ভাবছিলাম। ডিপ্রেশন হলে তাও ঠিক আছে। কিন্তু ডিসেϾট্র হলে চোখে চোখে রাখাটা কি ঠিক সু-পরামর্শ হইল ?
  • nk | ১১ জুন ২০১১ ০০:১৪ | 151.141.84.194
  • ব্যাং এর এই "আমাড়ঁ কোঁল ঠেঁকে নাঁমুন" একটা ক্লাসিক ব্যাপার। ঃ-)))))
  • byaang | ১১ জুন ২০১১ ০০:১৪ | 122.167.64.212
  • আচ্ছা কেউ কি এখন খতরোঁ কে খিলাড়ি দেখছো? অদ্ভুত একটা খেলা হচ্ছে। সুন্দরী নায়িকারা সব দৌড় দৌড়ে উটপাখী ধরে তাদের ডানা তুলে তুলে ডানার নীচ থেকে ফ্ল্যাগ বার করছে টেনে টেনে। উটপাখীগুলোর খুব আপত্তি, তারা খুব দৌড় করাচ্ছে নায়িকাদের।
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:১৪ | 112.133.206.18
  • বিভীষণের লগে দেহি হগ্গলের পিরিত হৈসে। ;-)
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:১৩ | 112.133.206.18
  • সংযুক্ত দিয়ে কাজ চলবে?
  • nk | ১১ জুন ২০১১ ০০:১২ | 151.141.84.194
  • কেকে, সমবায় বা রাজ্যমন্ডল বলা যায়?
  • achintyarup | ১১ জুন ২০১১ ০০:১২ | 121.241.214.38
  • হুঁ। বেচারি বিভীষণের বড় দুর্গতি দেখতে পাচ্ছি
  • Tim | ১১ জুন ২০১১ ০০:১২ | 198.82.21.136
  • না না চোখ কান খোলা রাখতে হয়। একদিকে তাকিয়ে চলাফেরা করতে নেই। প্লাস সর্বক্ষণ মনে হবে এই বুঝি মলের রাস্তাটা (পান্নিয়ে ভাব্বেন্না) পেরিয়ে গ্যালো, এই বুঝি .... তার চে দেখাই ভালো।
  • pi | ১১ জুন ২০১১ ০০:১১ | 128.231.22.150
  • ডিডি দা, সত্তি। এটা তো জান্তাম ই না !! কেউ কখনো বলে অব্দি নি। এ কেমনতর অন্যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত