এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ০৮ জুন ২০১১ ০১:১১ | 151.141.84.194
  • আরে ও আনন্দমেলা টানন্দমেলা শুকতারা টুকতারা এমনকি দেশ টেশও তো কালক্রমে সবই উর্ধরৈখিক গ্রন্থাগারে চলে যাবে, ও নিয়ে ভেবে কী হবে? তখন সবই নামিয়ে নেবার ওয়াস্তা।
    আসল কথায় এসো। বলি লাফঝাঁপ গপ্পোগাছা খানাপিনা দেখাশুনা এসব কীরকম করলে?
  • byaang | ০৮ জুন ২০১১ ০১:০২ | 122.178.200.238
  • কোলকাতায় কী করলাম?
    হ য়ে হ্রস্ব উ-কার ত য়ে ও-কারের মুখে ঝামা ঘষে দিয়ে ১৯৮২র পঁচিশটা আনন্দমেলা তুলে আনলাম।
  • byaang | ০৮ জুন ২০১১ ০০:৫৮ | 122.178.200.238
  • তাহলে
    হ্নং টা কেমন?
  • nk | ০৮ জুন ২০১১ ০০:৫৭ | 151.141.84.194
  • হেই ব্যাং, কোলকাতায় কী কী করলে?
  • nk | ০৮ জুন ২০১১ ০০:৫৫ | 151.141.84.194
  • হক্ষ??? সে তো বিরহী যক্ষ পাবে! ঃ-)
  • byaang | ০৮ জুন ২০১১ ০০:৫৪ | 122.178.200.238
  • সবসময় শুধু একটা অক্ষরই বা কেন দিতে হবে? আমি ডবল দেব।
    হক্ষ
  • nk | ০৮ জুন ২০১১ ০০:৫৪ | 151.141.84.194
  • লামা লামা, নোটের কয়েক পাতা দেখলাম, অনুবাদ না, ইংরেজীতেই। আমাজন থেকে। একদম থেরনের ক্লাস নোট, কিন্তু দুঃখী থেরন। ম্যানড্রেক নাই ডেরেক নাই, লুইজিও নাই এর। ঃ-(
    লোকটার এ কী হয়েছে??? আগে যখন লেজার এর প্যাটেন্ট নিতো তখন এরকম তো ছিলো না?????
  • byaang | ০৮ জুন ২০১১ ০০:৫১ | 122.178.200.238
  • কি মুশকিল! আমি ইউ পেতে যাব কেন? আমাকে শুধু ""ছেলেমানুশি'' করতে মানা করা হয়েছে। আমি মোটেই স্নেহদৃষ্টি থেকে বঞ্চিত হই নি। বাকি সবাইকে ইউ দেওয়া হয়েছে। তাদের মধ্যে হুতো-ও আছে।
  • nk | ০৮ জুন ২০১১ ০০:২১ | 151.141.84.194
  • বীতংস যে কী মিষ্টি এক টাইপো করেছেন! ফাইনমন। আহা। পালিশ ষষ্ঠীও এমন নাম দিতে পারতো না। ঃ-)
  • nk | ০৮ জুন ২০১১ ০০:১০ | 151.141.84.194
  • আচ্ছা ডাব্লু পায় না কেউ? ????
  • nk | ০৮ জুন ২০১১ ০০:০৯ | 151.141.84.194
  • তবু ভালো ঙ ছিলো না। ঃ-)
  • r2h | ০৮ জুন ২০১১ ০০:০৮ | 198.175.62.19
  • ব্যাঙদি ইউ পেয়েছে। হ্যাঃহ্যাঃহ্যাঃহ্যাঃ
  • siki | ০৭ জুন ২০১১ ২৩:৫৯ | 122.162.75.10
  • কিছু করার নাই। খুব বেশি কষ্ট হলে যেদিন আঁধি হবে, বাইরে গিয়ে আঁধিতে একটু ভিজে এসো।

    ইয়ে দিল্লি হ্যায় ...
  • Netai | ০৭ জুন ২০১১ ২৩:৫১ | 182.64.71.107
  • ক্ষি কান্ড বল দেখি সিকিদা। ভাল্লাগে এমন করলে। কোথয় বৃষ্টিতে ভিজে নেত্য করব তা না, বসে বসে শুকনো বিয়ার চিবুচ্ছি।
  • siki | ০৭ জুন ২০১১ ২২:২৭ | 122.162.75.10
  • নেতাই, মরুভূমির দেশে বসে বৃষ্টির খোয়াব দেখছো? সাহস তো কম নয়? সালোয়ার কামিজ পরিয়ে লাঠি নিয়ে তাড়া করব, ফের এমন স্বপ্ন দেখোছো তো ....
  • Netai | ০৭ জুন ২০১১ ২১:২২ | 121.241.98.225
  • স্যার, আফনার শিবরাম পাইসেন ত?
  • Netai | ০৭ জুন ২০১১ ২১:১৯ | 121.241.98.225
  • শন শন হাওয়া বয় ফুরফুরে মন
    মেঘে চেপে হেসে খেলে ঘোরে তিন বোন
    এরম?
  • nk | ০৭ জুন ২০১১ ২১:১৬ | 151.141.84.194
  • শন শন বা ফুরফুরে বা ঝোড়ো করে দিন। ঃ-)
  • Netai | ০৭ জুন ২০১১ ২১:১৫ | 121.241.98.225
  • ফুস ই হোক বা ফুসফুস, চাইলেই কি বদলানো যায়। সবই কি সিপিয়েম?
  • pinaki | ০৭ জুন ২০১১ ২০:৫৫ | 122.164.69.229
  • পাই এর সাথে ব্যক্তিগত আলাপচারিতা এখন থেকেই নোট করে রাখা হোক। নেচারে যখন মশা নিয়ে এর পরেরবার যুগান্তকারী প্রচ্ছদকাহিনী বেরোবে তখন যাতে পিছিয়ে পড়তে না হয়।
  • aka | ০৭ জুন ২০১১ ২০:৪৬ | 168.26.215.13
  • ফুস ফুস হাওয়া শুনে তো ভিকির কথা মনে পড়িল। এই নিয়ে কাব্য। না বাছা বিষয় বদলাও, কোত্থেকে কি হয়ে যায়।

    G, আমারও অনেক কিছু নোট করার ছিল, আত্মজীবনীতে লিখতে কাজে লাগত। ;)
  • Netai | ০৭ জুন ২০১১ ২০:৪১ | 121.241.98.225
  • *বসে আছি আজ
  • Netai | ০৭ জুন ২০১১ ২০:৪০ | 121.241.98.225
  • এই প্রসঙ্গে নিজের কাব্যপ্রতিভা খানিক ঝালিয়ে নিলাম-
    নোট বুকে জমা আছে বিস্তর কাজ
    তবু চাতকের মত বসে আছি কাজ
    আসি আসি বৃষ্টির দেখা কই পাই
    ফুস ফুস হাওয়া বয় আর কিসু নাই
  • Netai | ০৭ জুন ২০১১ ২০:৩২ | 121.241.98.225
  • এখানে কি কোনোদিন বারিষ হবেনা? ফুস ফুস করে হাওয়া বয়ে যায় শুধু। ধুস।
  • M | ০৭ জুন ২০১১ ২০:০৬ | 59.93.192.174
  • M | ০৭ জুন ২০১১ ১৯:৫৯ | 59.93.192.174
  • লোকেদের বলিহারি কান্ডজ্ঞান, খালি বেড়াতে যায়। হুঁ

    আমার রঞ্জনদাকে প্রশ্ন করে করে বিরক্ত করতে ইচ্ছে করছে,মাথা গরম হলে আমার অমন কারোকে না কারোকে বিরক্ত করতে ইচ্ছে করে।আজ রঞ্জনদার নাম মনে হচ্ছে। মহা মুস্কিল।
  • Lama | ০৭ জুন ২০১১ ১৯:৫৬ | 117.194.240.122
  • পুরী ঘুরে এলেম
  • G | ০৭ জুন ২০১১ ১৯:৪৮ | 136.142.168.156
  • এই ভাট নিয়ে হয়েছে এক মুশকিল। পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আকাবাবু একটা কতা লিকলেন, পাইমণি ফোনে জানালেন - তাপ্পর আমি খুঁজে খুজে হয়রান। শেষপর্যন্ত দশপাতা পিছিয়ে পেলাম। খুঁজতে অবিশ্যি বেশ লাগছিলো, মনে হচ্ছিল কোনো রিসার্চ আর্কাইভ হাঁটকাচ্ছি।

    এখন মুশকিল - সেই কথার সুতো পাড়লে মনে হবে বুড়োমানুষ আড্ডার ব্যঘাত ঘটাচ্ছে - ওদিকে আকাবাবুকে কথাটা বলতে ইচ্ছেও করছে বড্ড।

    হ্যাঁ, আজকের নেচার-আবাপ-কাঁপানো বিজ্ঞানী আনন্দশংকর রায়'এর সাথে এককালে অনেক ধাপি গরম করেছি। আনেক আড্ডা এবং আনেক কাজিয়া (এটা আকা হয়ত বেটার বুঝবে)। রাঁচির লোক বলে আওয়াজও অনেক দিয়েছি। শেষকালে এই লেভেলে চলে যাবে জানলে quoteগুলো সব টুকে রাখতুম - পরে biography লিখতে সুবিধে হত।

    ইন ফ্যাক্ট, আনন্দের সাথে গতবছর অনেকদিন বাদে এক বন্ধুর বিয়েতে দ্যাখা হয়েছিল। ঠিক ঐরকমই আছে।
  • Netai | ০৭ জুন ২০১১ ১৯:০২ | 121.241.98.225
  • উঁহু। পহলে শুনি নাই।
    আফনে বলবার পর দিব্যি প্রত্যক্ষ করছি। নিজের প্রতি তাকিয়ে।
  • Netai | ০৭ জুন ২০১১ ১৮:৫৯ | 121.241.98.225
  • কুমুদির পোস্নগুলোর একটারও উত্তর যদি জানতাম। ঃ(
  • nk | ০৭ জুন ২০১১ ১৮:৫৬ | 151.141.84.194
  • আরে নেতাই, ডিমোক্লিজের তরবারি শোনেন নাই? ডিমোকে সিংহাসনে বসিয়ে রাজা উপর থেকে ঝুলিয়ে দিয়েছিলো একটা তরবারি তাও আবার সরু সুতা দিয়ে বেঁধে? কখন পড়ে কখন পড়ে কেস????
  • kumu | ০৭ জুন ২০১১ ১৮:৫৪ | 122.160.159.184
  • নেতাইএর বিয়ে সামনে?কবে?কোথায়?কখন?কার সাথে?সে কী করে?

    এট্টু ঘুরে এসে বাকী কোশ্নোগুলো করচি।
  • nk | ০৭ জুন ২০১১ ১৮:৫৩ | 151.141.84.194
  • আর আকা? সে আবার পুরানো বিয়ে ও নাল অ্যান্ড ভয়েড করতে চায়! কী অবস্থা! মানে গাছের আর গোঁফের দুই ই তার চাই। ঃ-)

    সে বহুকাল আগের কথা, তখন আমাদের অল্পবয়স, মনে আদর্শবাদ। ব্রহ্মচর্যকল্পনা। পৃথিবীর মঙ্গলসাধনের কল্পনা। কুমার সিদ্ধার্থ আর মহাবীর জিন দুজনেই বিয়ে টিয়ে করে টরে ছেলেপিলে হবার পরে সংসার ছাড়েন এটা পড়ার পরে আমার এক বন্ধু মহা নিরাশ হয়ে কইলো " হায়, হায়। এরকম সব করে টরে তারপরে গেল? আরে তারপরে তো বৈরাগ্য আসতেই পারে।" ঃ-)
  • Netai | ০৭ জুন ২০১১ ১৮:৫১ | 121.241.98.225
  • খাইসে!!!!
    ডিমোক্লিজ টা কি জিনিষ। জানা না থাকলে বলি কেমন করে আমি তাই কিনা।
  • nk | ০৭ জুন ২০১১ ১৮:৩৯ | 151.141.84.194
  • নেতাই কি আসোলে ডিমোক্লিজ? অ্যাঁ????
  • saikat | ০৭ জুন ২০১১ ১৮:২০ | 202.54.74.119
  • বিয়ে ব্যাপারটা খুব ইয়ে মত।

    তুলে দিলেই হয়।

    কোন দেশে বিয়ে-থা হয় না? পরজন্মে সেখানেই জন্মাতে চাই।
  • Netai | ০৭ জুন ২০১১ ১৮:১২ | 121.241.98.225
  • ভয়ে এবং ভক্তিতে থেমে গেসলুম। মাথার উপর খাঁড়া ঝুলিয়ে ওয়াইল্ড কল্পনা ছোটানো কি ঠিক?
  • aka | ০৭ জুন ২০১১ ১৮:১০ | 168.26.215.13
  • আইনস্টাইন কয়েছেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। ওয়াইল্ড সম্বন্ধে কিছু কন নাই, কিন্তু ওটা ইমপ্লিসিট।
  • Arpan | ০৭ জুন ২০১১ ১৮:০৮ | 216.52.215.232
  • আকা দেখি কল্পনার প্রতি বহুত ঝোল। তাও ওয়াইল্ড রূপিনী।
  • de | ০৭ জুন ২০১১ ১৮:০৩ | 203.197.42.100
  • নেতাই আরেকটা এক্‌স্‌ট্‌রীম ভুলে গ্যালো নাকি ছেঁচকি হওয়ার ভয়ে এরম বলছে!

    কুমু :))

    বম্ম, বাচ্চা দুটোকে বাড়ি যাওয়ার সময় হুইসিল বা ট্যামটেমি টাইপের কিছু কিনে দিতে পারতে :))
  • aka | ০৭ জুন ২০১১ ১৭:৫৭ | 168.26.215.13
  • কল্পনাকে আর একটু ওয়াইল্ড করা যায় না?
  • Netai | ০৭ জুন ২০১১ ১৭:৫৭ | 121.241.98.225
  • সকলেরই বিয়ে উঠে গেলে কেমন হবে এ ধরা??
    ভুবন ভরা ব্রহ্মচারী।
  • aka | ০৭ জুন ২০১১ ১৭:৫৪ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ বিয়ে উঠুক, এদ্দিনের সমস্ত বিয়ে নাল অ্যান্ড ভয়েড হোক, অনেকদিনের ইচ্ছে।
  • M | ০৭ জুন ২০১১ ১৭:৪৬ | 59.93.162.184
  • ইয়ে, হ্যাঁ আমিও, তবে কিনা বিয়ে উঠে গেলে,হাজার হোক একটা বোকা ছেলের মা কিনা।তাই খালি মেয়েদের বে উঠলে হবে না, হগ্গলের উঠতে হবে।

    ডিডিদাদা........... হি হি

    আর এইযো দে, আজকাল আমার ফোস্কা ত্যামন পরেনাকো, তেল ছিটলেই বাতাস না লাগার ব্যবস্তা করে দি, এট্টুস লাল হয়, পরে যেটা কালো হয়ে যায়।তো সেদিন কি হলো, আমার এক চঞ্চল দাদার আরো চঞ্চল পরিবার এলো, সে কি বলবো, পুরো দক্ষ যজ্ঞ ।দাদা আর বৌদি, ও মাম এটা কি রে? ওটা কিরে? বলে আমার ফ্রিজ, আলমারি সব হাঁটকে ফেললো,এমনকি মাইক্রোটা দুবার ভিতরে কিছু না রেখেই চালিয়ে দিলো।আর তাদের মেয়ে ঋভুর সিডি কালেকশন নিয়ে প্রবল টানাটানি শুরু করে ঋভুকে চাট্টি খামচে খুমচে দিলো।বেচারী জিনিস এত যত্ন করে রাখে যে আমাকেও ধরতে দেয় না। প্রবল শকড।আর তার কুঁচো ছেলে আমার শোফার লেদার ফোম কেটে দিয়ে গেলো। তা এ হেন সময় আমি ওদের জন্য আলু পরাঠা ভাজছিলুম, আর তেল ফচাৎ করে ছিটকে হাতে এলো, আর দিশেহারা আমি সেটা নাকে আর গালে মুছে আবার পরাঠা ভাজায় মন দিলুম। আর তাতেই এই.........
  • kumudini | ০৭ জুন ২০১১ ১৭:৩৫ | 122.160.159.184
  • দে-কে একশোটা চুমু,মেয়ের বিয়ে উঠে গেলে আমার চে খুশী এই পৃথিবীতে কেউ হবে না।

    তবে বিয়ের নেমন্তন্ন চাইছিলাম এই জন্য,যে ধরো মেয়ে ও তার বাবা-মা সকলেই বিয়ের সপক্ষে,তখন বাঙালী মতে বিয়ে দেখতে আমার খুব ভাল লাগবে।
  • arindam | ০৭ জুন ২০১১ ১৭:২৬ | 14.139.193.50
  • আপশোসের বদলে আপস হবে--আমিও যাইনি, তুমিও এসোনা...
    ঃ)
    কী গরম মাইরী এখানে!
  • Netai | ০৭ জুন ২০১১ ১৭:২৬ | 121.241.98.225
  • আম্নাদের এই সুখবরটা দিয়েই দি। আমার ছেঁচনের খাঁড়া এখোনো খাড়িয়ে আছে। আর আমি নিত্য প্রহর গুনচি।
  • arindam | ০৭ জুন ২০১১ ১৭:২৪ | 14.139.193.50
  • কৃপা
  • arindam | ০৭ জুন ২০১১ ১৭:২৪ | 14.139.193.50
  • de
    এ কী কথা তব মুখে...
    মা- ষষ্টীর কপা হলে কত "সাধ' পূর্ণ হয়!
    ঃ)
  • de | ০৭ জুন ২০১১ ১৭:১৪ | 59.163.30.4
  • নেতাই, ছ্যাঁচনের ব্যাথা আছে না গ্যাছে? :)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত