এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ৩০ মে ২০১১ ১৯:০৪ | 122.162.75.192
  • দে@ 5:12,

    ডিট্টো। ব্যান্ডেলেও। এমনকি আগে যারা প্রকাশ্যে ঝান্ডা লাগাত না, তারাও এখন সগৌরবে (নাকি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স?) ঘাসফুল ঝান্ডা টিকির ডগায় বেঁধে নিয়ে চলছে রাস্তায়।
  • kumu | ৩০ মে ২০১১ ১৮:২৯ | 122.160.159.184
  • নতুন অতিথিকে স্বাগত।
    অস্মিতা,,অমৃতা,অনন্যা।
  • Bhuto | ৩০ মে ২০১১ ১৮:২৪ | 203.91.193.5
  • সোমুদা (ওমনাথ) র মেয়ে হয়েছে আজ সকাল ৮ঃ১৫ ঘটিকায়। 'A'\অ দিয়ে নাম খুঁজছে। সবাইকে জানিয়ে দিতে বলেছে, তাই এই ঘোষণা ঃ)
  • kumu | ৩০ মে ২০১১ ১৮:০০ | 122.160.159.184
  • ধম্মে সইবে না অচিনবাবা,খেটে খেটে সবাই মুখে রক্ত (সবুজ)তুলে ফেলচে,আর আপনি পায়ের ওপর পা তুলে হযবরল পড়চেন?ছিল পত্রকার, হয়ে গেল ল্যাদখোর,এই কাজু আর নেতাইএর মত?
    ধিক !
  • achintyarup | ৩০ মে ২০১১ ১৭:৪৬ | 59.93.240.108
  • কি ভাট বাবা! অনেগদিন পর বেশ মন দিয়ে হ য ব র ল পড়ছিলুম, ভাটে ঢুকে মনে হল সেই নেশাটা এখনো কাটেনি। যাই, একটু ঘুমুই গিয়ে।
  • kumudini | ৩০ মে ২০১১ ১৭:৪৩ | 122.160.159.184
  • হরিয়ে দিয়ে যাও,যাও গো এবার যাবার আগে ইত্যাদি

    বেশ এট্টা ইয়ে মতন ইয়ে হোলো না,বেশীগ্রীন?
  • bahubrihi | ৩০ মে ২০১১ ১৭:৩৭ | 194.126.37.78
  • সব্জী আমি খাবই।
  • Kaju | ৩০ মে ২০১১ ১৭:৩৭ | 121.244.209.245
  • কিন্তু লালজামা পরা কাউকে দেখে 'সবুজ্জামা পরিচিস কেন রে' বল্লে সে তো কালার ব্লাইন্ড বলে ফাউল করে দেবে। তহন?
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:৩৩ | 122.248.183.1
  • হুমমম !!!
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মে ২০১১ ১৭:৩২ | 122.248.183.1
  • ভাবুন একবারটি- সব্‌জে হাসি রাশি রাশি অশোকে পলাশে/সব্‌জে নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে।
  • de | ৩০ মে ২০১১ ১৭:৩০ | 59.163.30.6
  • কমরেডের অপোসিট -- বেশীগ্রীন ঃ))

    এই যেমন বেশীগ্রীন ব্রতীন ঃ))
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মে ২০১১ ১৭:২৬ | 122.248.183.1
  • আমাদের জন্য কিছুই নেই। এখন তো "সবুজ" বলা যাবে না (এই যেমন আমি বললাম না)। "সবুজ" দেখলে "সবুজ"কে সবুজ বলতে হবে। কাজেই যেখানে "সবুজ" নেই এবং যেখানে সর্বত্র সবুজ, সেখানে "সবুজ" নিয়ে গান হবে কি করে?
  • de | ৩০ মে ২০১১ ১৭:২৫ | 59.163.30.6
  • হরা দুপাট্টেওয়ালী তেরা -- ঃ))

    "রাঙিয়ে দিয়ে যাও" এর যে কি দশা হবে?

    নেতাই কে কেউ উনপঞ্চাশের কোলে বসিয়ে দাও তো!
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:২৩ | 122.248.183.1
  • ধুর বাবা এটা তোমাদের জন্যে .... ঃ-))
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মে ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • এই গানটা আবার তৃণুরা গাইছে না। গাইলেই গাইতে হবে- ইয়ে হরা রং কব মুঝে...। ক্ষি ক্ষেলো!
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:১৮ | 122.248.183.1
  • ইয়ে লাল রং কব মুঝে ছোড়েগি......
  • madhyapadalopee karmadhaaray | ৩০ মে ২০১১ ১৭:১৮ | 122.248.183.1
  • সেদিন আমাকে পাড়ার একজন বলল সিপিএমের দাসবুজ। আমি বললাম- ভুল করচেন কমগ্রিন। আমি সবুজও নই, আবার সবুজও নই, আমি বেসিকালি ফ্যাকাশে। সবুজটুদা বিশ্বেস করল না। ফ্যাচ করে সবুজ পিক রাস্তায় ফেলে বলল- মেরে হরা, তুমি চলো ডালে ডালে তো ম্যয়ঁ চলা লিফে লিফে। বলে লাফাতে লাফাতে চলে গেল। আমি শুনে এতো হাঁ হয়ে গেলাম যে খেয়ালই করি নি যে মুখ দিয়ে সবুজা প্রায় পড়োপড়ো।
  • de | ৩০ মে ২০১১ ১৭:১৪ | 59.163.30.3
  • * লাল
  • Kaju | ৩০ মে ২০১১ ১৭:১৩ | 121.244.209.245
  • গাওয়াঙ্গি-কে মনে আছে তো? সে যদি কোলে নিয়ে যায়, তাহলে অবশ্য ঠিক আছে। উভয়পক্ষেরই ভালো।
  • de | ৩০ মে ২০১১ ১৭:১২ | 59.163.30.3
  • সিকি ঃ))

    এবার কোলকাতা গিয়ে যা দেখলাম সমাজের বেসমেন্টের (নীচুতলা কইলে লোকে কান মলে দেবে!) একটা বিশাল ট্রান্সফরমেশন! আগে প্রত্যেকটা অটো, ট্যাক্সি, রিক্সা-স্ট্যান্ড থেকে আরম্ভ করে বাজার-কমিটি অব্দি সর্বত্র দেখতাম লাক-পতাকা -- এখন যেখানে দ্যাখো সেই লাল-পতাকা পাল্টে সব সবুজ ঘাসফুল! রঙ লাল হোক বা সবুজ -- ঝান্ডা আর ঝান্ডাধারীদের হাত থেকে বোধহয় পশ্চিমবঙ্গের মুক্তি নাই! (কি জানি কি লিখলাম -- মামুর কল আমাদের দক্ষিণদিকে তাকাতেই দেয় না ঃ(()
  • Netai | ৩০ মে ২০১১ ১৭:১০ | 121.241.98.225
  • ব্রতীনদা ঃ-))
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:০৭ | 122.248.183.1
  • এই গান টা কী বড় কোন ছেলে, কচি কোন ছেলে বা মেয়ে কে দেখে গাইছে অ্যাঁ?
  • Kaju | ৩০ মে ২০১১ ১৭:০৬ | 121.244.209.245
  • গুল বলে একটা টই আছে না? এখানে তো হারিয়ে যাবে, সিকি উবাচ4:58 টা ওখানে তুলে দেয়া গেলে ভালো হত। ডায়রেক্ট কপি পেস্ট তো হয় না আবার ঃ-)
  • Netai | ৩০ মে ২০১১ ১৭:০৫ | 121.241.98.225
  • ঃ)
    সবাই তো কোলে যেতে চায়
    তবু কেউ যেতে পায় কেউ পায়না
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:০২ | 122.248.183.1
  • /খুকু রা
  • Bratin | ৩০ মে ২০১১ ১৭:০২ | 122.248.183.1
  • এই খোকা/খু রা, তোমরা লাল/সবুজ নিয়ে বেশী বাজে ভাট দিও না। ঃ-))
  • Kaju | ৩০ মে ২০১১ ১৬:৫৮ | 121.244.209.245
  • সেকি, নেতাইদা এটা কি কইল? কোলে যাওয়া মানে ! চাপের তো হবেই ! যে কোলে চাপবে তার চেয়ে যার কোলে যাবে তার তো দশগুণ বিড়ম্বনা। এই এত বয়েসে...খবর্দার অমন করবেন না। বাপরে !
  • siki | ৩০ মে ২০১১ ১৬:৫৮ | 122.162.75.192
  • আর বোলো না দেবযানী। মহাত্মা গান্ধি রোড থেকে বিখ্যাত ছাতার দোকান উঠে গিয়ে বলছে বিহার চলে যাবে। কে বা কারা নাকি হুমকি দিয়ে বলেছে ওদের কোংপানির নাম বদলে মহেন্দ্র সবুজ দত্ত করে দিতে হবে।

    পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে সুদূর মুর্শিদাবাদেও। লালগোলার নাম বদলে হয়ে গেছে সবুজগোলা। আমাদের পাড়ায় একজন চপ বিক্রি করত। পরিবর্তনের আগে তার বিশেষ কোনও রঙের প্রতি ভক্তি দেখা যায় নি, কিন্তু পরিবর্তনের পরে দেখলাম সে চপে প্রচুর ধনেপাতা লাগাচ্ছে, আর দোকানের নাম পাল্টে করে দিয়েছে দুসবুজ চপ সেন্টার। ওদিকে চকবাজারে খাসির মাংসের দোকান, তারাও দোকানের মাথায় তিনোমুলের পকাতা লাগিয়ে দিয়েছে, টিনের ঝাঁপের ওপর আলকাতরা দিয়ে লিখে রেখেছে, এখানে হাসবুজ মাংস পাওয়া যায়। ব্যান্ডেল স্টেশনে বিহারি চা-ওয়ালা নাম পাল্টে হয়ে গেছে ভজনহরা। শুনে কেমন পুদিন হরা টাইপের শুনতে লাগল, তো ভজন বলল, ঠিকই পাকড়া আপনে। বো হরা রং কি গোলি হ্যায় না? ম্যায় ভি উসিকে তরা ভজন হরা হো গয়া হুঁ। মেরা পুরা নাম প্যহলে ভজনলাল থা না ...
  • de | ৩০ মে ২০১১ ১৬:৪০ | 59.163.30.4
  • আর লালিমা, লালিত্য, লালসা -- এসবও কি বদলে দেবে বলছে?
  • Netai | ৩০ মে ২০১১ ১৬:৩৭ | 121.241.98.225
  • আমিও তো দীঘা যেতে চাই। টিকিট তো কই আর পাইনা। কোলে যাওয়া বহুত চাপের। এই জুনে।
  • quark | ৩০ মে ২০১১ ১৬:০৮ | 14.139.221.81
  • এইটা আম্মো পেলাম!
  • siki | ৩০ মে ২০১১ ১৬:০৬ | 122.162.75.192
  • দোলের সময়ে গুলাল-এর নামও কি বদলে দেবে? দোল খেলতে তাইলে ক্যামন ঘেন্না করবে।
  • dd | ৩০ মে ২০১১ ১৬:০০ | 124.247.203.12
  • লালবাজারের নাম সবুজবাজার কর্বে কইছে। লালন ফকিরের নাম ও বদলে দেবে শুনলাম।
  • Bratin | ৩০ মে ২০১১ ১৬:০০ | 122.248.183.1
  • বাহ। চাপ নিয়ে দেখে নিও । হালকা বয়েস। এটাই তো ঘোরার সময়। তোমাদের মতন বয়েসে কত ঘুরেছি।ঃ-))

    আমরা ৫ টা ফ্যামিলি ১০/১১ জুন। দীঘা যাচ্ছি। ভালো ই সময় কাটবে আশা করি।
  • siki | ৩০ মে ২০১১ ১৫:৫৭ | 122.162.75.192
  • আমি একটা মেল পেলাম।

    আগাগোড়া সবুজ রঙে রাঙানো রাইটার্স বিল্ডিং, ওপরে বুদ্ধদেবের ছবি ইনসেটে, সঙ্গে একটা কবিতাঃ-

    আবার আসিব ফিরে রাইটার্সের নীড়ে এই বাংলায়
    হয়তো-বা বাম নয়, হয় তো বদলে যাওয়া বাল্মীকির বেশে
    হয়তো চিত্তশুদ্ধির কাক হয়ে ফের তিনটি দশক শেষে
    মানুষের কথা ভেবে একদিন আসিব সিঙ্গুরের শিল্প ছায়ায়।

    হয়তো বা প্যাঁক খাবো, মা-মাটির ঘুঙুর বাজিবে লাল পায়
    সারাদিন কেটে যাবে আলিমুদ্দিনের স্মৃতিগন্ধে ভেসে
    আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
    মানুষের রক্তে ভেজা কোলশূন্য নন্দীগ্রামের করুণ ডাঙায়।

    হয়তো দেখিবে চেয়ে লাল শালু কাঁদিতেছে সন্ধ্যার বাতাসে
    হয়তো শুনিবে পলিট বুড়োরা ডাকিতেছে শিমূলের ডালে
    হয়তো করুণার পাত্র হাতে বসে আছি ধর্মতলার আশেপাশে
    ক্যাডার নয়, পুলিশ নয়, গৌতম দেবদের ঔদ্ধত্যের ছেঁড়া পালে
    কিশোর ডিঙা বায় বলে, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে
    দেখিবে যেখানে হেরে-যাওয়া মুখ; আমারে পাবে তুমি তাহাদের ভিড়ে।
  • kumudini | ৩০ মে ২০১১ ১৫:৫২ | 122.160.159.184
  • কী অপপ্রচার!!কুমুদি এট্টা শান্তশিষ্ট,সরলপ্রাণা,গোলগাল মহিলা,সোসনের চোটে কাঁদোকাঁদো মুখে বসে আছে,সে কিনা হুমকি দিয়েচে!বলো যার যার আপিসে কাজ পড়েচে,তাই ভাট খালি।
    ব্রতীন,৩/৪ যাব,তবে স্বর্ণমন্দির যাওয়ার কি সময় হবে?আগে দেখেছি অবশ্য।
  • quark | ৩০ মে ২০১১ ১৫:৪৮ | 14.139.221.81
  • একটা গরুর রচনা চেইন মেল এ ঘুরছে। তার একটা লাইন হেব্বি লাগলো - হিন্দুরা গরুকে ভগবান মনে করেন, ভগবান হিন্দুদের গরু মনে করেন।
  • Bratin | ৩০ মে ২০১১ ১৫:৩১ | 122.248.183.1
  • কুমু দি কি স্বর্ণ মন্দির দেখতে গ্যালো??
  • dd | ৩০ মে ২০১১ ১৪:৫১ | 124.247.203.12
  • একমাত্র আত্মমর্যাদা হীন কিছু পোকায় খাওয়া হুলো বেড়াল ছাড়া আর কেউ মাছের কাঁটা নিয়ে বাড়ী ফেরে না।

    গল্পের নাম ফ্যাট ক্যাট অ্যান্ড দ্য সী হলো জমতো। হেমিংদার সাথে দেখা হলে পষ্টাপষ্টি বলে দিও।
  • ru | ৩০ মে ২০১১ ১৪:৩৮ | 125.20.13.82
  • ishan besh kare pathos diye ekta serious cinema banan na keno? bhalo comedy movie habar chance ache :-D
  • Ishan | ৩০ মে ২০১১ ১৪:৩০ | 122.248.183.1
  • ধরল একটা আস্ত মাছ, আর বাড়ি নিয়ে এল শুধু কাঁটাটা। এইটাই প্রিসাইজলি হাসির কারণ। ঃ)
  • dd | ৩০ মে ২০১১ ১৪:২৪ | 124.247.203.12
  • একটা খুব gory হরর মুভী দেখেছিলাম সপরিবারে,দুটি দশমবর্ষিয়াও ছিলো। সে প্রায় বছর বিশেক আগে।

    সেই বিভৎস সীন গুলো, আরে সেই যে জিভ বেড়িয়ে আসছে, আসছে তো আসছেই, ঘাড়ের উপর দিয়ে মুন্ডুটা ঘুড়ে যাচ্ছে, সাথে ক্যাঁচ ক্যাঁচ করে মুন্ডু ঘোরার আওয়াজ। চোখ গুলো সাদা। ছ্যার ছ্যার করে রক্ত বেরুচ্ছে।

    গা গুলিয়ে ওঠে আরে তেম্নি পিলে চমকানো ভয়ের।
    অথচ সেই সব দৃশ্য দেখে দুই দশমার সে কি লুটোপুটি খেয়ে হাসি। অথচ,বড়োরা সবাই জানে ওটি নিযযস ভয়ের সিনিমা ছিলো।

    কিন্তু ইশেনের ছানার হাসিটা এলো কেনো? পুরো মাছ একা একাই খেয়ে ফেলার মধ্যে আমি বীরত্ব বা হাসিত্ব কিছু ই দেখি না। বোধয় রেসিপিটা পছন্দ হয় নি।
  • Ishan | ৩০ মে ২০১১ ১৪:১৪ | 122.248.183.1
  • শিশুটক টা খুঁজে পাইনা। এখানেই লিখি।

    কালকে ছেলেকে ওল্ড ম্যান অ্যান্ড দা সির গপ্পোটা বল্লাম। ছোটো করে। বেশ প্যাথোজ ট্যাথোজ দিয়েই বলেছিলাম, মাক্কালী, কিন্তু যত শেষের দিকে আসি, দেখি সে হেসে চলেছে। শেষ হবার পর তো হেসে কুটিপাটি। "গোটা মাছটা খেয়ে ফেলল আর রইল শুধু কাঁটাটা? হি হি হি হি।'

    গপ্পোটা আদতে কি তাঅলে হাসির? আমিই ভুল বুঝেছি। আমি খুব কনফিউজড।
  • Netai | ৩০ মে ২০১১ ১৪:১১ | 121.241.98.225
  • কুমুদির উপর্যুপরি হুমকিতে ভেগেছে সবাই।
  • dd | ৩০ মে ২০১১ ১৪:০৮ | 124.247.203.12
  • Test

    আসলে না আমার টেস্ট করার কিছুই নেই। কিন্তু সকলেই করেন। কেনো তা জানি না। তাই আমার ও সখ চাগলো। আর দিলাম ঠুকে একটা test মেইল।

    হেঃ
  • sinfaut | ৩০ মে ২০১১ ১৩:২০ | 217.212.230.85
  • Test
  • Bratin | ৩০ মে ২০১১ ১১:০৮ | 122.248.183.1
  • মার্কেট ফাঁকা কেন?
  • Arya | ৩০ মে ২০১১ ০৯:৫৮ | 125.16.82.195
  • মোবাইল ইন্টারনেট আর মোবাইল ব্রডব্যান্ড এর মধ্যে পার্থক্যটা কি?
  • achintyarup | ৩০ মে ২০১১ ০৪:২৮ | 59.93.240.87
  • কেউ নাই দেখচি
  • nk | ২৯ মে ২০১১ ২৩:৩৩ | 151.141.84.194
  • আমাদের এক বুড়ো রসায়ন স্যর ছিলেন, তাঁকে "কেমন আছেন স্যর?" জিগালে উনি বলতেন, ম টা বাদ দিয়ে বল্‌, বল্‌ "কেন আছেন স্যর?"
    চারিদিকের খবরগুলো যতো দেখছি, সেই বুড়ো ভদ্রলোকের কথাটা মনে হচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত