এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৩ জুন ২০১১ ১৮:২৩ | 112.133.206.22
  • হ্যাঁ, অতি উত্তম।
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৮:২২ | 122.160.159.184
  • সামান্য নুন ও লাল মির্চ পাউডার মাখিয়ে হাল্কা মাইক্রো করে দিই?
  • Arpan | ০৩ জুন ২০১১ ১৮:১৮ | 112.133.206.22
  • কাজু গোটা খাওয়াই ভালো। একটু নুন মাখিয়ে হাল্কা ভেজে দিতে পারো অবশ্য।
  • Netai | ০৩ জুন ২০১১ ১৮:১৩ | 121.241.98.225
  • এখোনো হইনি। প্রহর গুনছি। বড়দের কথা না শুনলে যা হয়।
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৮:১২ | 122.160.159.184
  • এই যে আমি,নেতাইএর ছেঁচকি নামাচ্চি,এট্টু সর্ষের তেল ছড়িয়ে দিই।

    ততক্ষণ কাজুকে টুকরো টুকরো করে রেখেচি,খাও।
  • de | ০৩ জুন ২০১১ ১৮:০৪ | 203.197.42.100
  • নেতাইয়ের ছেঁচকি হয়ে গ্যাছে? রাঁধলো কে?
  • aka | ০৩ জুন ২০১১ ১৭:৫২ | 168.26.215.13
  • একি কাকে ফ্যালা হচ্ছে? ফেললে লাগবে তো।
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৭:৪৭ | 122.248.183.1
  • হ্যাঁ হ্যাঁ একে ফ্যালো। প্লেন টা নীচু করো। মই টা বেশী বড় করো না কুমু দির চাপ নেমে যাবে। ঃ-))
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৭:১৩ | 122.160.159.184
  • হুতো/লামা কি কুমুদিদির মই বেয়ে পেলেনে ওঠার ছবিটা এঁকে রাখবে?
  • Netai | ০৩ জুন ২০১১ ১৬:৫৫ | 121.241.98.225
  • নাহ। অদ্দুর জানা নাই। যদ্দুর জানা ছিল তদ্দুর বলা হয়ে গিয়েছে।
  • sayan | ০৩ জুন ২০১১ ১৬:৫১ | 115.184.101.3
  • কবির সুমনের কেউ হন বুঝি?
  • Netai | ০৩ জুন ২০১১ ১৬:৪৮ | 121.241.98.225
  • ওহ। সে তাহলে কেউ না। কবির কল্পনা।
  • sayan | ০৩ জুন ২০১১ ১৬:৪৭ | 115.184.101.3
  • উরিত্তারা! সে কে? না। গাছ, পাখি, গিটার প্রভৃতি নিয়ে আমার কোনও ইন্টাঃ নেই।
  • sayan | ০৩ জুন ২০১১ ১৬:৪৫ | 115.184.101.3
  • নেট্‌স, পরি'রা এম্নিতেই পক্ব। মানে ট্রাইগ্লিসারাইড। মানে ব্যাড কোলেস্টরল। এই বয়সে কে আর চাপ নেয়!
  • Netai | ০৩ জুন ২০১১ ১৬:৪৪ | 121.241.98.225
  • এই সায়ন কি সেই যাদবপুর 8B র সায়ন? রেডিফ এর গেছোদাদা? গীটারবাদক? দোয়েলপাখির দোস্ত?
  • Netai | ০৩ জুন ২০১১ ১৬:৪০ | 121.241.98.225
  • এক সিকি ন্যাজে কি হবে? তার চে পক্ষীরাজের থেকে চেয়ে নিলেই হয়। পরিপক্ক একখানা পূর্ন ন্যাজ।
  • sayan | ০৩ জুন ২০১১ ১৬:৩৮ | 115.184.101.3
  • প্যাঁজ গোল্মোরিচ সব দিয়েছি।
    সসেজ নাই। তোর ল্যাজের খানিকটা দিবি? কুঁচিয়ে দিতাম। তোর আবার পরে গজিয়ে যাবে।
  • Netai | ০৩ জুন ২০১১ ১৬:৩৭ | 121.241.98.225
  • হাতে না মেরে ভাতে না মেরে ভাটে মারার চেষ্টা।
  • siki | ০৩ জুন ২০১১ ১৬:২১ | 123.242.248.130
  • প্যাঁজ কুচিয়ে দিয়েছিলি ভাজার আগে?
  • sayan | ০৩ জুন ২০১১ ১৬:১২ | 115.184.101.3
  • একটা মেইল ভেজেছি।
  • siki | ০৩ জুন ২০১১ ১৬:০৭ | 123.242.248.130
  • দ্যাখ কাজু, ফাঁকা আওয়াজ দিস না। আজ পজ্জন্ত প্রায় কেউই গুরুতে আসা "চিরদিনের মত' বন্ধ করতে পারে নি। তোরাও পারবি নি।
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৬:০৩ | 122.248.183.1
  • bratin.das @ জিমেল.কম
  • sayan | ০৩ জুন ২০১১ ১৫:৫৫ | 115.184.101.3
  • ব্রতীন্দা মার্কেটে আছো? তোমার মেইল আইডি'টা দাও।
  • kd | ০৩ জুন ২০১১ ১৫:৫১ | 99.38.123.8
  • চোপ্‌প! বাচ্চা ছেলেগুলো বড্ডো মাথায় উঠেচে!

    কুমুদিদি, এদের সত্যিই একটু শায়েস্তা করা দরকার।
  • Kaju | ০৩ জুন ২০১১ ১৫:৪০ | 121.244.209.245
  • কুমুদির নিষেধাজ্ঞা মানছি না মানব না (মানছি না মানব না)
    আমাদের ল্যাদার্জিত ভাটাধিকার কেড়ে নেয়া চলবে না চলবে না (চলবে না চলবে না )
    জরুরী অবস্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে করতে হবে (করতে হবে করতে হবে )

    তিন দফা দাবী না মানা হলে নেতাই এবং কাজু গুরুতে আসা চিরদিনের মত বন্ধ করবে বন্ধ করবে (বন্ধ করবে বন্ধ করবে)।
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৫:৩৬ | 122.160.159.184
  • ব্রতীন অত্যন্ত ভাল ছেলে,তাকে ছেঁচার প্রশ্নই নাই।

    নেতাই আর কাজু-এই দুটো-ই হল মহা ফাঁকিবাজ।
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৫:৩১ | 122.160.159.184

  • ধ্যাত্তেরি,খালি এক কথা।বলছি যে অমৃতসর আগেও গিয়েছি কয়েকবার-সবই দেখা।জালিয়ানওয়ালাবাগ অবশ্য কালও গেছিলাম,কিন্তু ওখানে যেতে আমার ভাল লাগে না।
    শহর থেকে ফেকটরী এক ঘন্টা মোটর ড্রাইভ,কেনাকাটার সময় বা ইচ্ছা ছিল না।আর স্যুট কার জন্নি কিনবো,অ্যাঁ?

    তবে জেটলাইটের ব্যাভারে দুঃখু পেলুম-ফ্লাইট দেড় ঘন্টা লেট,কোন সরি/এসেমেস নেই।আর পেলেনে ওঠার জন্য যে সিঁড়ি দিয়েছিল,সেটা জাস্ট একটা মই।আমাদের বয়েস ও ওজন নিয়ে ঐ মই বাওয়া প্রায় অসম্ভব-সেও দুগুণ ভাড়া গোনার পর।
  • siki | ০৩ জুন ২০১১ ১৫:২৮ | 123.242.248.130
  • পুউরো বাঁশ তুমি ক্যানো ঝাড়ে -কেস! ঃ-)
  • Arpan | ০৩ জুন ২০১১ ১৫:২৭ | 202.91.136.71
  • বাহ, এই তো বোতিন গলা বাড়িয়ে দিয়েছে। ছেঁচকি হতে।

    বাকি সবাই নিশ্চিন্তে থাকো। ঃ)
  • Netai | ০৩ জুন ২০১১ ১৫:২৭ | 121.241.98.225
  • জানিনা। তবে আমাকে ছেঁচবে। এইটা জানি।
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৫:১৯ | 122.248.183.1
  • বা ব্যাপক তো!! শুধু শুধু তুমি দাদা কে দোষারোপ করো!!

    কবি বলেচেন ইহাই নারী জাতির জ্বলন্ত সমস্যা ঃ-))
  • siki | ০৩ জুন ২০১১ ১৫:১৮ | 123.242.248.130
  • কেন? তুমি কি থানকুনি পাতা? না সুপুরি?
  • Netai | ০৩ জুন ২০১১ ১৫:১৭ | 121.241.98.225
  • আজকে আমাকে ছেঁচবে।
  • siki | ০৩ জুন ২০১১ ১৫:১৬ | 123.242.248.130
  • জাস্‌ ভাবা যায় না।

    বাঘা বর্ডার যান্নি? সালোয়ার সুট কেনেন্নি?

    স্বর্ণমন্দিরের চেয়েও বড় এক দর্শনীয় স্থান আছে, স্বর্ণমন্দিরের ঠিক পাশেই। সেখেনে ঢোকেন্নি?
  • kumu | ০৩ জুন ২০১১ ১৫:০৯ | 122.160.159.184
  • ব্রতীন,অফিসিয়াল ট্যুর তো।গতকাল সকালে এয়ার ইন্ডিয়াতে গেলুম,রাত্রে জেটলাইটে ফিরলুম।
    স্বর্ণমন্দির যতবার দেখি,ততবারই মন ভরে যায়,বিশেষতঃ মানুষের আকুল, নিঃশর্ত ভক্তি বড় নাড়া দেয়।তোমার অত তাড়া দেয়াতেই এবারের যাওয়াটা হল।
    আর একটা কথা না বল্লে অন্যায় হবে।কর্তা দিল্লীতে আছেন এখন।""যাবে নাকি সঙ্গে?""একবার বলতেই নিজের উদ্যোগেই টিকিট কেটে সঙ্গ নিলেন,এমনকি আমি যতক্ষণ কাজ করলাম,চুপচাপ বসে পেপার পড়লেন।ভাবাযায়?
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৫:০৬ | 122.248.183.1
  • কেন চোখ মারা সারানোর দরকার কি? ভলো রোগ তো। ভিসিবিলিটি আছে ঃ-))
  • dd | ০৩ জুন ২০১১ ১৫:০৩ | 124.247.203.12
  • কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি বোঝেন ?
    সেই সুবাদে আজ একটি গাঁয়ে গিয়ে সেখানকার প্রাইমারী স্কুলের বাচ্ছাদের দিয়ে জোর জবরদস্তি করে, বৃক্ষ রোপন করা হোলো।। আমি ও পুঁতলাম একটা,সেটা ফনিমনসা না জলবিছুটি সে আমি কিছুটি জানি না। বাচ্চাদের আর তাদের মা বাবাদের আচ্ছা করে চানাচুর আর খিচুরিও খাওয়ানো হলো।

    বেশ বর্ধিষ্ণু গ্রাম।মোবাইল কানেকটিভিটি আছে, ডিশ অ্যান্টেনা,পাকা বাড়ী কিন্তু বাচ্চাগুলো কি প্যাঁকাটি মার্কা রোগা ভোগা।

    অনুষ্ঠান শেষে ইশ্‌কুলের বাচ্চারা একটা গান গাইলো, মোটামুটি পরিচিত সুর আর কথা গুলো ও কেমন চেনা চেনা বোধ হচ্ছিলো, পরে টের পেলাম ওটা আমাদের টেগোর বাবুর জনগনোমনো, বিশুদ্ধ তামিল উচ্ছারন অমন এঁকে বেঁকে গেছে।
  • de | ০৩ জুন ২০১১ ১৪:৫৮ | 203.197.42.100
  • যোগবলে কনটিন্যুয়াস চোখ-মারা সারাতে পারেন কেউ? :))
  • Kaju | ০৩ জুন ২০১১ ১৪:৪৬ | 59.163.201.173
  • বাঃ রে, কুমুদি বকু বকু করবে বলে আমি গুরুমুখো হব না? ইউয়ারেলের সন্ধান পাওয়া ইস্তক গুরুতে আসা আমার ল্যাদগত অধিকার। স্বাধীন গণতান্ত্রিক দেশে এইটুকু মানবাধিকার ক্ষুণ্ন করতে কেউ আসুক তো দিকি।
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৪:৪৪ | 122.248.183.1
  • রামদেব কে এমনি তেই সবাই ভয় পায়। এছাড়া অনেক দিন আগে ভোটে দাঁড়াবেন বলেও ভয় দেখিয়েছিলেন।
  • dd | ০৩ জুন ২০১১ ১৪:৩৬ | 124.247.203.12
  • কিন্তু রামদেবের ব্যাপারটা কি? নিশ্চয়ইসংগে আছে। কিছু রহস্য রয়েছে।
    কংরেসের সব কটা বড়ো বড়ো নেতা প্রায় হত্যে দিয়ে পরেছে,বিজেপিও আনমনা। এমন কি শারুখ খান ও,কিসের মধ্যে কি,পান্তা ভাতে ঘি,উনি ও রামদেবকে বকে দিয়েছেন। সুদু আর এস এস সাপোর্ট দিচ্ছে।

    কে জানে ,হোয়াট ইজ দা বিকজ?
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৪:৩৩ | 122.248.183.1
  • /কাজু
  • Bratin | ০৩ জুন ২০১১ ১৪:৩২ | 122.248.183.1
  • বাহ। দারুন। এর মধ্যে ফিরে এলে?

    সাধু সাবধান নয় কজু সাবধান ঃ-))
  • Kaju | ০৩ জুন ২০১১ ১৪:৩০ | 121.244.209.245
  • আর ঘি চপচপে পুরি হালোয়া খান্নি?
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৩:৫২ | 122.160.159.184
  • স্বর্ণমন্দির দেখেছি তো আগেও।
    ব্রতীন এতবার বল্ল,তাই কাল আরেকবার দেখলাম,এট্টু পুণ্য হল।গুরুর সক্কলের জন্য প্রার্থনা করলাম।
    আকবা,এখন এইসব দিকে মন দেয়া উচিত।
  • siki | ০৩ জুন ২০১১ ১৩:৪৩ | 123.242.248.130
  • অ্যাদ্দিন দ্যাখেন নি কেন?
  • kumudini | ০৩ জুন ২০১১ ১৩:৩৩ | 122.160.159.184
  • ব্রতীনকে অনেক থান্‌কু,ও এত করে বলল বলেই কাল অনেক কাজের মধ্যেও উদ্যোগ নিয়ে স্বর্ণমন্দির দেখে এলাম।
  • Kaju | ০৩ জুন ২০১১ ১৩:০৬ | 121.244.209.245
  • *ফোলা চোখে
  • Kaju | ০৩ জুন ২০১১ ১৩:০৩ | 121.244.209.245
  • আমি যেটা বুঝলাম, চোখে ঐ বামটা লাগালে জনসংখ্যা ক®¾ট্রাল হবে, তার জন্যে টালিগঞ্জে গিয়ে বুকে পিঠে রোদ লাগিয়ে মারপিট করতে হবে। চিনে ললিতা পাওয়ারের একটা মডেল তৈরী হচ্ছে একই কারণে। কী বুঝলাম কে জানে, বম্ম বলবে।
  • dukhe | ০৩ জুন ২০১১ ১২:৪৪ | 122.160.114.85
  • বুকে রোদ লাগিয়ে চোখের ফোলা কমবে বলছে না ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত