২৫শে মে চলে যাচ্ছে। দু বছর আগে এই দিনে ভয়ঙ্কর ঝড়ে সুন্দরবনের চেহারা উল্টেপাল্টে দিয়েছিল।
@ ম.ক.ঃ ক্যাসেট থেকে সিডি বানানোর সে দোকান ওয়েলিংটনে। তবে সিকি বা অরিজিৎকেও অত্যাচার করা চলতেই পারে।
aka | ২৫ মে ২০১১ ২৩:৪০ | 168.26.215.13
এমনকি আম্মো করি। ঃ)
Du | ২৫ মে ২০১১ ২৩:৩১ | 216.110.92.7
অজানা লোকদের মানুষ শি বলছে দেখে খুব ই খুশি হলাম। এদেশে দেখি চাইল্ড এর সর্বনাম হিসেবে শি ব্যবহার করা হয় বাই ডিফল্ট , এখন তাহলে আমাদের দেশেও হচ্ছে বড় মানুষদের ক্ষত্রেও।
M | ২৫ মে ২০১১ ২৩:১০ | 59.93.244.94
হুম্ম্ম, আমি কত ভেবে চিন্তে আমার দামী মতামত দিলাম। তা এরা মমদিদির কাছে পাঠানো লিষ্টিতেও দিলে না, উল্টে খিল্লি কর্লে।
নেতাই, সমস্যা মিটল? না মিটলে .mozilla/firefox/res ফোল্ডারে ফন্টটা ফেলে দাও।
hu | ২৫ মে ২০১১ ২১:৪৫ | 12.34.246.72
স্যর নৃপেনকেও কত লোকে চেনে। অথচ চারুশীলা দেবীর কথা জিজ্ঞেস করে দ্যাখো! জগত রহিবে নিরুত্তর ছবি। নিশি, তোমার কোন ইশকুল?
nk | ২৫ মে ২০১১ ২১:৪০ | 151.141.84.194
"বারো ভুতের মেলা" আমার খুব পছন্দ হলো। আহা যদি যেতে পারতাম এমন মেলায়! একটা ছোটোখাটো সাধ্যমত দামের ভুত কিনে আনতে পারলে আরো ভালো হতো। :-)
Tim | ২৫ মে ২০১১ ২০:০৫ | 198.82.19.61
এইবারে বিভিন্ন এলাকায় এক একটা গুরুর শাখা সংগঠন (পড়ুন ভাট) খুল্লেই হয়। আমাদের ওদিকটায় পোচ্চুর লোক পাওয়া যাবে।
আমারে বিচ্ছিন্নতাবাদী বলে গাল দিয়েন না। ঃ-)
kumu | ২৫ মে ২০১১ ১৮:২৩ | 122.160.159.184
দেবযানীকে আমার ছোটবেলার এক টিচারের মত দেখতে একেবারে,তাই ওকে দেখলেই কেমন ভয় ভয় করছে।
Kaju | ২৫ মে ২০১১ ১৭:৪০ | 59.163.201.173
কিন্তু কবি যে বলেছেন, "পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়"। অবশ্য এটাও ঠিক, "কবিরা মশাই মনগড়া অনেক কথা বলেন", সে তো হেমন্তজ্যেঠু কবেই কয়ে গেছেন।
de | ২৫ মে ২০১১ ১৭:৩২ | 59.163.30.6
অ্যাতো পিছিয়ে পড়ার ধৈর্য্য নাই -- শুধু টিমকে লিখি --
আমি চিনি নৃপেন্দ্রনাথ স্কুল -- তুমি তো মনে হচ্ছে আমাদের ওদিক্কার -- আমার এক আত্মীয় পড়াতেনও ওখানে!
কলকাতা থেকে ঘুরে এসে খালি মন খারাপ হয় --
রোব্বারের আবাপ পড়ে আবার একটা নষ্ট-লজিকে আক্রান্ত - বারো ভূতের মেলা, শ্রীকলোনী ঠাকুরবাড়ির মাঠে, ছোটবেলা খুব যেতাম ওখানে, পিসীমণির বাড়ি, এবারো শ্রীকলোনী ঘুরে এলাম!
pi | ২৫ মে ২০১১ ১৭:২৭ | 72.83.97.171
সর্বশেষ আপডেট হওয়া বিষয় বাড়িয়ে অন্তত তিরিশ করে দেওয়া যায় না? এক তো নতুন নানা টইতে আলোচন শুরু হলে কয় ঘণ্টা আগের আলোচনার টই ও ডুবে যায়, তার উপর লোকজন কিছু না লিখে লিখেও টই বাম্প করে দ্যায় ঃ( নতুন খোলা টই হলে তাও প্রথম পাতায় থাকে , পুরানো টই তে আলোচনা হলে তো গ্যালো।
Netai | ২৫ মে ২০১১ ১৭:২৬ | 121.241.98.225
জ্জিও পাগলা
Kaju | ২৫ মে ২০১১ ১৭:২০ | 121.244.209.245
শিং বাগিয়ে ছুট লাগাল মত্ত দানব গন্ডার কব্জা করা এতই সোজা ভাবছ লুচি মন্ডা? বনবাদাড়ে নেতাই একা ভরসা মা চামুন্ডা সঙ্গে যদি থাকত কিছু শিকারী আর ষন্ডা কখন এসে মুখ বাড়াবে জ্যান্ত অ্যানাকোন্ডা সাবধানে তাই চালিয়ো দাদা নতুন হিরো হন্ডা।
Netai | ২৫ মে ২০১১ ১৬:৪৮ | 121.241.98.225
গন্ডারের ব্যাপাট্টা পুরো বলা যাচ্ছেনা। শুধু এটুক বলতে পারি একাজে বুকের পাটা লাগে। গন্ডায় গন্ডায় সবাই বেরিয়ে পড়লেই তো হয়না। গন্ডার মারতে গিয়ে গলতি করলে হিসেব কড়ায় গন্ডায় চুকিয়ে আসতে হবে। সব জিনিষ সবার জন্য না।
Kaju | ২৫ মে ২০১১ ১৬:৩৯ | 121.244.209.245
লাও ঠেলা ! আমি আর চৌপাট কল্লুম কই? নামটাই তো সব মাটি করে দিচ্ছে। আপনি দেবু বা কাজুতে ঐরকম বহুমাত্রিক সাউন্ড এফেক্ট আন্তেই পার্বেন্না। তবে গন্ডার মারার ব্যাপাট্টা কী? সেদিন হাই টেনশনেও কে যেন গন্ডার মার্বে বলে এসিচিল। শেষে 'শূন্যহাতে ফিরি হে নাথ ইটিভি হতে' করে গোমড়ামুখে চলে গেল।
Netai | ২৫ মে ২০১১ ১৬:৩৬ | 121.241.98.225
ডিডিদা আমার একটি শ্বেতপত্র গ্রহণ করুন। ------------------
-------------------
Netai | ২৫ মে ২০১১ ১৬:৩৪ | 121.241.98.225
ঐটি বলা যাবেনা পাইদি। গুরুদেব বারন করে দিয়েছেন। পই পই করে। ঃ)
pi | ২৫ মে ২০১১ ১৬:৩১ | 72.83.97.171
নেতাইয়ের প্ল্যানটা ঠিক কী ? ঃ)
dd | ২৫ মে ২০১১ ১৬:৩১ | 124.247.203.12
নাঃ, অনেকক্ষন ভাবলাম, ইদিক সিদিক বিবেচনা করলাম। কিন্তু একমত হতে পারলাম কই।
নেতাই বাংলাদেশের এক অভুতপুর্ব সোসিও রিলিয়াজিয়াস ইসে। অমন নামে চিল চেঁচালেই শ্রোতাদের মনে একটা প্রেম প্রেম অহিংস ভাবের উদ্রেক হওয়া স্বাভাবিক (তবে বেশী কফি খেলে নাও হতে পারে)। মহাত্মা বলে চেঁচালে হয়তো এফেক্ট টা একই রকম হতো কিন্তু গলা ভেঙে যেতো।
নামটি চেঁচানোর পক্ষে চমৎকার, গান ও আছে (নেতাই, তোমার যে ফুল ফোটে ফুলবনে)।
কাজেই, ঐ নামটাই বহাল রাখতে বাধ্য হলাম।
Netai | ২৫ মে ২০১১ ১৬:২৫ | 121.241.98.225
কাজুভাই, প্লুতস্বর না খুলে সুর খেলান। খোলা মাঠে গলা খুলে। ভীড়ের মাঝে চেঁচিয়ে আমার প্ল্যান চৌপাট আর করেন না।
কৌশিক হল সেফ চয়েজ, একশজনে অন্তত সাড়ে ছয় জন পাওয়াই যাবে। যেকোন গ্যাদারিংয়ে অন্তত ২৬ জন।
Netai | ২৫ মে ২০১১ ১৬:১৭ | 121.241.98.225
আপনার সুবিধে হলেই আমার নাম নিয়ে টানাটানি। তারপরে আমাকে নিয়ে কানাকানি শুরু হলে কে থামাবে? আর আমার গন্ডার মারা? মাঠে মারা যাবেতো আয়োজন। জনতার জঙ্গলে আমাকেই যুপকাষ্ঠে চড়ানো কি ভালো জিনিষ হবে আমার পক্ষে? প্রতিবাদ জানিয়ে গেলাম। হুঃ
Kaju | ২৫ মে ২০১১ ১৬:১৫ | 59.163.201.173
হ্যাঁ প্লুতস্বরটা খোলে ভালো।
নে - তা - আ - আ - ই- ই - ই - ই !!!
kumudini | ২৫ মে ২০১১ ১৬:০৯ | 122.160.159.184
নেতাই নামটা চ্যাঁচানোর্জন্য বেশ সুবিধের।
Netai | ২৫ মে ২০১১ ১৫:৫৫ | 121.241.98.225
নেতাই বলে চেঁচাবেননা ডিডিদা। আমার নামে ঢিঢি পড়ুক তা আমি চাইনে। তা সে জালনাম হোক।
dd | ২৫ মে ২০১১ ১৫:৪৭ | 124.247.203.12
না। ডিডিদা চলবে না। লোকে ভাববে কোনো জাবানী বা ইতালীয়ান সাহেবের কথা হচ্ছে,তারা নিশ্চিন্তে পিটে যাবে।
নেতাই নামে আপত্তি? তাইলে দেবাশীস বা দেবু বলে চিল্লাতে পারেন। শ খানেক লোক থাকলে গোটা পাঁচেক দেবাশীস থাকবেই। অন্ততঃ তারা কেটে পর্বে।
Bratin | ২৫ মে ২০১১ ১৫:৪৫ | 122.248.183.1
ইয়ে, বলছিলাম কী কাতুকুতু দিয়ে দেখতে পারো!! ভারী ভালো জিনিশ
Netai | ২৫ মে ২০১১ ১৫:৪১ | 121.241.98.225
নেতাই নেতাই না চেঁচিয়ে ডিডিদা ডিডিদা বললে কাজ হবেনা?
M | ২৫ মে ২০১১ ১৫:৪১ | 59.93.166.37
কাঁচুমাচু স্মাইলী
কিন্তু আর ক্ষী করা যেতে পারে?মানে বন্ধ হবার উপায় নাই তালে? মানে বেশিরভাগ লোক খিঁচে থাকবে আর চান্স পেলে পিটে দেবে আর বাকিরা ঝামেলায় যাবার ক্ষী দরকার বলে কেটে যাবে।
dd | ২৫ মে ২০১১ ১৫:৩৪ | 124.247.203.12
অমন ভীড়ভাট্টার মধ্যে পরিত্রাহি চেঁচাতে হয় "নেতাই নেতাই, ভুলেও ছুরি মারিস না, বিন্দাবনের মেসো কিন্তু লালবাজারে এ সি পি।' এবং "ঐ দ্যাকো, ঐ দ্যাকো, ফটো তুলে লিলে রেঃ"।
আমার মনে হয়, এতে কাজ দিবে। তবে গলাটা বাজখাঁই হওয়া উচিৎ।
M | ২৫ মে ২০১১ ১৫:২১ | 59.93.166.37
এই রোববারে, জায়গায় জায়গায় দেখলাম মঞ্চ বেঁধে আর বিয়ে বাড়ীর মতো বাড়ী ভাড়া করে আর আলোর মালা দিয়ে উইদ রবীন্দ্রসঙ্গীত বিজয়ৎসব পালিত হলো, মানে ইন্সট্যান্ট কিছু না হলেও সবই হবে।খুব চোখে লাগলো যাহোক। আর এই সবসময় রবীন্দ্রসংগীত বাজানো এবার বন্ধ হলে বাঁচি।
আর আমি বেশ কয়েকবার দেখেছি, কোনো ঝামেলা বাঁধলেই দুরে কোথাও চুপ করে বসে আছে বা কোনো কাজ কর্ছে, এমন নিপাট খেঁকুটে দেখতে কিছু লোকজন যারা আদেও ব্যাপারটা দেখেই নি, মার মার করে তেড়ে আসে আর ওস্কাতে থাকে। আর কিছু গুন্ডা টাইপ লোকজন আছে যারাও এমন ঝামেলা বাধিয়ে প্রথমেই পিটতে যায়, আসল উদ্দেশ্য থাকে পেটানো।আগে এগুলোকে বাছাই করে নিলে বা এদের ভয় পাইয়ে দিলে, কারন বেসিকালি এরা খুব ভিতু তাই দলের মাঝখানে যেখানে কেউ নজরে আসেনা আলাদা করে সেখানে থেকে পেটায়, গনপেটানি থামানো যাবে কি?
siki | ২৫ মে ২০১১ ১৫:১৯ | 123.242.248.130
নেতাই,
মোজিলাতে বাংলাপ্লেন এমনি এমনি আসে না। কম্পুতে ইনস্টল করতে হয়। তব্যে আসে।
kumudini | ২৫ মে ২০১১ ১৪:৪৭ | 122.160.159.184
ডিডিদা,ঃ-)))
dd | ২৫ মে ২০১১ ১৪:২৭ | 124.247.203.12
আর যুদ্ধু? হায়। I have run out of battles। আর যুদ্ধুও তেমন হয় না। যেমন সব প্রলয়ংকর মারণাস্ত্র বেড়িয়েছে আর আছে সব দেশেই, মনে হয় না, আর কখুনো দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মতন দীর্ঘস্থায়ী total war হবে।
আর হলে? মিনিট তিনেক টিঁকবে। সবাই অক্কা পাবে।
বোমাবাজী,পেটোবাজী, টেরোরিজম ও কমেই আসছে। আমার দাদা আম্রিগায় পড়ায় সাবজক্ট টেরোরিজম। সে ভয়ে ভয়ে থাকে, টেরোরিজম আরো কমে গেলে খাবে ক্ষি? বিন লাদেন ধরা পরায় আন্তরিক ভাবে ক্ষুব্ধ হলো দাদা। এরম করলে কে আর ডাকবে ইন্টারন্যাশনাল সেমিনারে? কে দিবে গ্রান্ট?
ঐ বিটি বেগুন ছাড়া আর কিছু নেই মোমবাতি জ্বালানোর জন্য।
a | ২৫ মে ২০১১ ১৪:১২ | 125.16.135.194
আর যুদ্ধু? সেইটা নিয়েও কি ডিডির অনীহা?
Netai | ২৫ মে ২০১১ ১৪:১০ | 121.241.98.225
ঘুম পাড়ানোর ছেলে ভোলানো ছড়া আছে। ঘুম তাড়ানোর কিচু নেই???
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন