ব্যাঙ বোধহয় ঘুমিয়েই ছাড়ল-- হ্যাঁ লম্বা চওড়া হতেন নিশ্চই। তবে ২০ লহর মুক্তো আঁটবে কোথায় --
nk | ১৯ মে ২০১১ ০০:০২ | 151.141.84.194
আগের পোস্টে ব্যাঙ না, ওটা নিনাদি। :-)
nk | ১৯ মে ২০১১ ০০:০০ | 151.141.84.194
ব্যাঙ, আমারো মনে হয় ওনারা বেশ লম্বাই চওড়াই হতেন। ধনেজনে পরিপূর্ণ সংসার কি আর বেশ ভারিক্কী না হলে সামলানো যায়? হয়তো ছেলেমেয়েই ডজনখানেক, এদিকে গোলাভরা ধান গোয়ালভরা গরু পুকুরভরা মাছ-এসব দেখাশোনার শ'খানেক কর্মচারী তারাও সন্তানতুল্য, এতকিছু সামলানো কি যার তার কম্মো? মোটামুটি কত্তামার স্কিল প্রায় একজন সিইও র মতন। :-)
Nina | ১৮ মে ২০১১ ২৩:৫৪ | 12.149.39.84
বালাই ষট! কভি অলবিদা না কহনা কভি অলবিদা না কহনা
Nina | ১৮ মে ২০১১ ২৩:৫৩ | 12.149.39.84
আরে সেইকালে যারা এইসব পরত, তাদের পরিয়ে দিতে, খুলে রাখতে আবার কত্তকত্ত সখীরা থাকত তো--আর তা ছাড়া মার মনে হয় অনেক ল্ম্বা চোড়াই হত তারা --আমাদের মতন ক্ষয়া নয় রে, এন কে।
nk | ১৮ মে ২০১১ ২৩:৫৩ | 151.141.84.194
তবে মুক্তার হারের কিন্তু বেশ কয়েক লহর প্রায় ২০ লহর অবধি বাঙালি কাঠামোতেও সহ্য হবে। বেশ হালকা। ক্যালসিয়াম কার্বোনেট, ফুরফুরে জিনিস, গোল্ডের মতন হেভি মেটাল তো না!
byaang | ১৮ মে ২০১১ ২৩:৫২ | 122.167.65.192
অলবিদা।
byaang | ১৮ মে ২০১১ ২৩:৫০ | 122.167.65.192
ঃ-))
nk | ১৮ মে ২০১১ ২৩:৪৯ | 151.141.84.194
নতুন কাপড়ও হোলো বেশ ফুরফুরেও লাগলো। :-)
byaang | ১৮ মে ২০১১ ২৩:৪৮ | 122.167.65.192
হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম কোলকাতায় গিয়ে নতুন কিনে নেব। এটা ভালো আইডিয়া।
byaang | ১৮ মে ২০১১ ২৩:৪৭ | 122.167.65.192
নারে আকা, সত্যি সত্যি এবার মাথাটা বেশ বনবন করছে, মাঝেই মাঝেই সামনে পিছনে এসএইচএমে দুলছি, নিজেই টের পাচ্ছি। রিহ্যাবে পাঠাস নি বাপু, ওখানের খাওয়াদাওয়াটা কেমন হবে কিছুই জানি না।
nk | ১৮ মে ২০১১ ২৩:৪৭ | 151.141.84.194
আরে নিনাদি, আমি অ্যাকাডেমিকালি জানতে চাইছি। প্র্যাকটিকাল করতে গিয়ে কটা কানের দুল আনালুম, কিন্তু ঘুমানো যায় না, ঘুমের আগে খুলে রাখতে হয়। :-( এখন ভাবি সুবন্নরা এই ঝোলা ঝোলা এত বড় বড় কানের গয়না পরে আলগা হয়ে রাবণের মতন সাবধানে চিত হয়ে শুয়ে ঘুমাতো নিশ্চয়! :-)
Nina | ১৮ মে ২০১১ ২৩:৪৬ | 12.149.39.84
কোল্কেতায় নতুন নতুন কিনবি
Nina | ১৮ মে ২০১১ ২৩:৪৫ | 12.149.39.84
আকা, যত ভরি তুমি চাও ঢাল না
byaang | ১৮ মে ২০১১ ২৩:৪৫ | 122.167.65.192
প্যাকিং না করলে কোলকাতায় গিয়ে জামাকাপড় কোত্থেকে পাবো? ভাটিয়ে ভাটিয়ে হেজিয়ে গেলাম সেই কাল থেকে। আর কত ভাটাবো রে বাবা!
Nina | ১৮ মে ২০১১ ২৩:৪৪ | 12.149.39.84
সত্যি ই তো কি এত প্যাকিং করবি--যাবি তো মায়ের কাছে , ব্যাঙ। আসার সময় গুচ্ছ প্যাকিং থাকবে
aka | ১৮ মে ২০১১ ২৩:৪৪ | 168.26.215.13
এমা ব্যাং ঘুমোতে চলল। লুরুতে শীত এল নাকি?
aka | ১৮ মে ২০১১ ২৩:৪৩ | 168.26.215.13
এক লহরী মানে কত ভরি?
byaang | ১৮ মে ২০১১ ২৩:৪২ | 122.167.65.192
আমি চললুম।
nk | ১৮ মে ২০১১ ২৩:৪২ | 151.141.84.194
দুইজনে নিশ্চয় ভাগাভাগি করে ছিঁড়ে এগারোলহর আর সাতলহর করে নিয়েছিলো। :-) কৌরব পান্ডবের মত। :-)
RATssss | ১৮ মে ২০১১ ২৩:৪১ | 63.192.82.30
ব্যাংদি, এত্ত প্যাকিং করে করবে কি? দু-চারটে জিনিষ না নিয়ে গেলে কে কীই বা বলবে? তারচে বরং ভাটাও, মা-র কাছে গেলে তো গুরু-র টাইম পাবে না
Nina | ১৮ মে ২০১১ ২৩:৪১ | 12.149.39.84
আরে আরে nk এত গয়নাগাঁটির খপর চাও ক্যান? রতনচুড় --পাঁচ আঙুলে আঙটি আর চেন দিয়ে জুড়ে হাতের মাঝখানে কারূকার্য্য করা চক্র আবার চেন দিয়ে জুড়ে হাতের বালা।
মানতাসাও হাতের বেশ চওড়া বড়সড় গয়না --বেশ রিস্টব্যান্ড চওড়া মতন
আর আঠারো লহরীহার--ওরেব্বাস! পাঁচে দেখেই তো চোখ ঠিকরে যায় --১৮ ও হয় তাই জানিনা
nk | ১৮ মে ২০১১ ২৩:৪০ | 151.141.84.194
আঠারো লহর রত্নহার পরতে চেয়েছিলো অজাতশত্রু, কিন্তু ওটা ওর দুই হাফব্রাদার হল্ল আর বেহল্ল নিয়ে পালিয়ে গেছিলো। :-)
aka | ১৮ মে ২০১১ ২৩:৩৯ | 168.26.215.13
আমার কোন রাগ নাই, শুধু ঘুম আছে।
nk | ১৮ মে ২০১১ ২৩:৩৮ | 151.141.84.194
মানতাসা কী?
byaang | ১৮ মে ২০১১ ২৩:৩৮ | 122.167.65.192
আর আঠারোলহরী রত্নহার পরতে হলে বাঙালী কাঠামোয় কুলোবে না। পাঠান সর্দার হতে হবে।
nk | ১৮ মে ২০১১ ২৩:৩৭ | 151.141.84.194
"শুধু একজোড়া রতনচক্র বিধি আজ তোর বড়ই বক্র"
এইরকম লিখেছিলো রবি। সে ছিলো জমিদারের ঘরের ছেলে, সে জানতো । :-)
byaang | ১৮ মে ২০১১ ২৩:৩৫ | 122.167.65.192
ওরে বাবা নিশি ডাকে কেন আমাকে? মানতাসাটা জানি, বাকিগুলো জানি না। আমি এবার প্যাকিং করতে যাই। আর ওটা রতনচক্র নাকি রতনচূড়?
এর পরেরটা চাইলে দেব কিনা ভেবে দেখব। পামিদির পেরাইজটা আমার জন্য কিন্তু।
siki | ১৮ মে ২০১১ ২২:৩৫ | 122.162.75.227
বড়মার প্রবলেম আমারো। এই পশ্শু দিনই ট্রেনে চাপবো মেয়েকে নিয়ে, আবার শুনতে হবে এটা আমার ভাইঝি, আমি দিল্লির কলেজে কোন ইয়ারে পড়ি ইত্যাদি।
আমার মায়ের মা গতকাল গত হলেন। জাস্ট তিনদিনের ডিফারেন্সে দেখা হল না।
Paramita | ১৮ মে ২০১১ ২২:৩১ | 202.3.120.9
তা ভালো, সব আছে, হারায় নি তা হারায় নি। এক পিস বাদে। কিন্তু অত জিপ টিপ করে সুন্দর বাক্সবন্দী, ওখান থেকে বের করে ধুলো ঝেড়েঝুড়ে পড়া খুব ঝামেলার। থাক্।
Nina | ১৮ মে ২০১১ ২২:০৯ | 12.149.39.84
উফ! এই মেয়েদুটো দিলে আমায় কাঁদিয়ে ঃ-(( কিন্তু শোন চটকরে একটা ভাল কথা বলে পালাই আবার----জানিস তো পরে গিয়ে মেয়েরা আবার সেই জায়গাটা পুর্ণ করে রে---সত্যি বলছি এখন আমার মেয়েটা ঠিক আমাকে মায়ের মতন করে আগলায় ঃ-) zআরা গোর কিয়া যায় মেরে বাঁতো পর---টাটা।
byaang | ১৮ মে ২০১১ ২১:৪০ | 122.167.65.192
সত্যি বড়ম, ঐ যে বলে না দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। এখন পুরনো কথা যখন ভাবি, তখন মনে হয় কত অন্যায় করেছি মায়ের সঙ্গে। মা চাইতো আমি একটু মায়ের পাশে পাশে থাকি, মায়ের কাছে কাছে ঘুরঘুর করি। অথচ আমি আবার মায়ের থেকে দূরে থাকবো বলেই সবসময় চেষ্টা চালিয়ে গেছি, মা আমার কোনো কিছু করবে না, কোনো জিনিসে হাত দেবে না, আমি নিজেই নিজের মালিক গোছের হাবভাব ছিল আমার। আর এখন সবসময় মনে হয় সব কিছু ছেড়েছুড়ে নিজের মায়ের কাছে দৌড়াই। আর যেদিন ঐ মহিলাটি থাকবে না, বাড়ি ফেরার জন্য এই আকুলিবিকুলিও থাকবে না আমার।
M | ১৮ মে ২০১১ ২১:৩০ | 59.93.193.35
ব্যাঙ, একদম।বিয়ের আগে আমিও জ্বলে পুড়ে যেতাম,কিন্তু দুরে গিয়ে বুঝলাম মুল্য কত খানি।বিশেষ করে অসুখ করলেই সবাই যখন দুদ্দুর করে তাড়িয়ে দিতো, আর সে দুহাত বাড়িয়ে টেনে নিতো।তার আগে ভাবতাম এটা বোধহয় আমার প্রাপ্যই।মানে যত্ন ,আদর, ভালোবাসা।পরে বুঝেছি এগুলো কত দুÖপ্রাপ্য।
M | ১৮ মে ২০১১ ২১:২৫ | 59.93.193.35
দিদিয়া, দুঃখু আর রাখি কোথায়?বয়স হয়ে গেলো, এটা লোককে বোঝাতে পারিনা, এদিকে লোকে কয় মেয়েরা নাকি বয়স কমায়, আমার বয়স বললে লোকেরা ভাবে বাড়িয়ে বলি।ফোঁস!!
সেদিন লাইফ সেভিং সোসাইটিতে গেসলাম, লোকটা সব শুনে শেষে বলছে, বাচ্চার বয়স কত?তার গার্জেন কোথায়?দাঁত কিড়মিড় করে বলে এলাম, আমার ই ছেলে , বয়স বারো।শুনে বলে কিনা আপনার বিয়ে হয়ে গ্যাচে? উঃ
তাই আমার ছেলে ক্ষেপে গিয়ে বলেছে, আর চুল কাটবে না, খোঁপা বাঁধবে আর শাড়ী পড়বে, তবে যদি খানিকটা মা দেখতে হও।ভ্যাঁক।
এদিকে সাঁতরে ক্ষী গাত্রে ব্যাথা, আমি ভাবলাম বুঝি গ্রোথ পেন,আশায় ছিলুম ফুট খানেক বেড়ে যেতে পারি,হিংসুটে লোকজন সেসব শুনে ক্যামন হ্যা হ্যা করে হাসলো।
না যাই, ঘুমাই।
byaang | ১৮ মে ২০১১ ২১:২৪ | 122.167.65.192
বড়ম, নীনাদি, জানো তো এই সেদিন অব্দি আমি আমার মাকে একদম পছন্দ করতাম না। আমি ছিলাম আমার বাবার মেয়ে। বিয়ের পরে যখন চোখে সর্ষেফুল দেখতে আরম্ভ করলাম, তখন প্রথম বুঝলাম মায়ের প্রয়োজনীয়তা। থাকুক না সেই বুড়ি অন্য শহরে, কিন্তু আছে তো।
Nina | ১৮ মে ২০১১ ২১:১৮ | 12.149.39.84
সিকি, ১০০০০ থ্যাঙ্কু ঃ-)
M | ১৮ মে ২০১১ ২১:১৭ | 59.93.193.35
ব্যাঙ........... উফ্হ্হ্হ,ব্যাপারটা কল্পনা করে ক্যামন একটা অনুভুতি হলো, হি হি।
দ্রি কে নিয়ে আর পারা যাচ্ছে নাতো!রবীন্দ্রনাথ দেখে আমি ক্ষী খুশী হয়ে গেসলাম,উনি সেখানেও চাট্টি সন্দেহ ঢুকিয়ে দিলেন।জ্বালাতন হয়েছে বাবা!!!
Nina | ১৮ মে ২০১১ ২১:১৭ | 12.149.39.84
চুরি করে আবার এট্টুস ভাটাতে এলুম--এসে তো হাঁ --ইয়াব্বড় হাঁ ---বড়ম বলে কিনা বড়দের কতা শুনতে হয়--এইবার বুইলাম কেম বড়M লেখে--এইকরে এট্টুস বড় হতি চায়--ছোট্টো মিত্তি মেয়েটা ;-))
ব্যাঙ রে খুব সে আদর খেয়ে আয় মার কাছে--খুব গরম কল্কেতায় , সাবধানে থাকিস।
byaang | ১৮ মে ২০১১ ২১:১৩ | 122.167.65.192
বড়মর কথা শুনতে গেলে তো ডায়াপার পরে আসতে হয় আমাকে!
M | ১৮ মে ২০১১ ২১:০৬ | 59.93.193.35
হ্যাঁ , অত লোড নিয়ে হাঁফাতে হাঁফাতে কলকাতায় নামবে, তাপ্পর ভাজা, সেঁকা আর পোড়া হয়ে মার কাছে পৌঁছাবে, তারপর মাকে দেখে নিশ্চিন্তে নিজেকে ছেড়ে দেবে আর দুম করে অসুখে পড়বে।তারথেকে একটু বিশ্রাম নাও। আর বেশ কিছু গ্লুকন ডি সঙ্গে নিয়ে এসো, সারা রাস্তা জলে গুলে খেতে খেতে,তবে সোজা থাকবে।বড়দের কথা শুনতে হয়। বুঝলে।ঃ)))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন