এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৪ মে ২০১১ ১৬:০৪ | 89.203.49.18
  • ঈশান, কেমন লাগছে?
  • Ishan | ১৪ মে ২০১১ ১৫:৫৬ | 14.99.125.234
  • বিমানবাবু খুব খুব সাধারন জীবন যাপন করেন। সৎ। কিন্তু মোটেও ১৬০০ টাকায় জীবন চালান না। খাওয়া-দাওয়া-থাকা-যাতায়াত-ফোন সবেরই দায়িত্ব পার্টি নেয়। আমি যদ্দুর জানি।

    তাতে এমনিতে কোনো দোষ নেই। পার্টির হোলটাইমারকে পার্টি কি দেবে না দেবে, সেটা পার্টির ব্যাপার। অন্যদের নাক গলানোরও কোনো মানে নেই। তবে ঐ "আমি ১৬০০ টাকায় জীবন যাপন করি' এই কথাটা, যারে কয়, ঠিক নির্জলা সইত্যকথন নয়। ঃ)
  • til | ১৪ মে ২০১১ ১৫:৪৯ | 114.198.34.82
  • এখনও পার্টি! হায় কপাল, গর্বাষেফও এরকম বলবেন না আজ কা তারিখ মে! আমার কাছে ভাই পশ্চিমবঙ্গই শেষ কথা, পার্টি নয়। জনগণ কভু দেহাতমে পদধূলি দিয়া? রাস্তার হাল- চাঁদের মত!
    এরপর কি? বিপ্লব আসবে? তা ভাল, দূর থেকে বিপ্লব দেখতে মন্দ লাগে না। আমার গায়ে, আমার ফ্ল্যাটে, আমার পে প্যাকেটে আঁচ না লাগলেই হল!
    একটু বিরিয়ানি অর্ডার করি এবার।
  • bb | ১৪ মে ২০১১ ১৫:৩০ | 117.195.170.77
  • রাজদীপ, ঐ কথা নিয়ে মনে করার কিছু নেই। অনেক সময় অনেকে আলটপকা মন্তব্য করে থাকেন।
    এমনিতেই আমাদের ভারতীয় চিন্তাধারায় আমরা আশা করি সমস্ত ত্যাগ স্বীকার করবেন রাজনীতির লোকজন আর আমরা পায়ের ওপর পা দুলিয়ে তাদের সমালোচনা করব।
    তাই এই প্রশ্ন উঠবে ১৬০০ টাকায় বিমানবাবুর কিভাবে চলে বা পার্টির হোলটাইমার নীতি নিয়ে প্রশ্ন যাতে তার খুৎ ধরে নিজেকে আরও বেশী বোদ্ধা প্রতিপন্ন করা যায়।
    আজকে সিপিএম জিতলেও কিছু লোক মমতা কে নিয়ে কিছু উল্টোপাল্টা বলত। সুতরাং No hard Feelings
  • Rajdeep | ১৪ মে ২০১১ ১৫:১৬ | 121.245.46.223
  • শোক বা শক কোনোটাই নেই । ভোটে হারজিত আছে এটুকু ই .... ব্যাস এই আর কি

    ন্যাড়াদার নেম কলিং এর জন্য এখনই আসতেই হল ! মনে তো পড়ছে না কোন টই বা কোথাও কিছু প্রেডিক্ট করেছিলাম ....বরং গণনার আগে ভাটে অর্পণকে বলেছিলুম বর্দ্ধমানের রিপোর্ট খুব খারাপ। কাল থেকে তো টই- ভাটে আপনাদের বিজয়মিছিল চলছে , তাই সাইডে থাকা ছাড়া কিই বা করব ঃ)

    আর পাকিস্তানি মেন্টালিটির সঙ্গে আমার তুলনাটা বেশ ইন্টারেস্টিং এবং ঐতিহাসিকও বটে , সেই তো কবে কংরেসি দিকপালরা বলে গেছেন চীনের চিহ্ন কাস্তে হাতুড়ি /পাকিস্তানের তারা - এর পরেও কি বলতে হবে ....
  • bb | ১৪ মে ২০১১ ১৪:৪৩ | 117.195.170.77
  • @ ন্যাড়া হাজিরা দিয়ে গেলাম। গত তিনদিন একটু শারীরিক দুর্বলতার জন্য WFH এর দৌলতে ভোটের খোঁজ নিয়মিত রেখেছি। এই পরাজয়ে দুঃখিত কিন্তু মর্মাহত নই।
    কমিউনিষ্ট পার্টিতে দলবদ্ধ হয় দ্বায়িত্ব নিতে হয় তাই শুধু নেতৃত্বকে দোষ দিয়ে লাভ নেই এটা সার্বিক ব্যর্থতা।
    এই জয়ে তৃণমূলের দ্বায়িত্ব বাড়ল, কারণ এবার বিরোধিতা ছেড়ে শাসকের আসনে বসতে হবে।
    আর সিপিএম এর জন্য চিন্তা নিশ্চয় করব, পার্টির যাতে ভাল হয়। যদি পার্টির কোন কাজে লাগতে পারি তারও চেষ্টা করব। অন্ততঃ অরিজিৎ যেমন ভাবে করছে সেই ভাবে হলেও। কোলকাতা যাচ্ছি সেই সময়ই খোঁজখবর নেব।
  • til | ১৪ মে ২০১১ ১৪:১৯ | 114.198.34.82
  • YMCA অর্থ্যাৎ গুরুদ্বারা বাঙলা সাহাব থেকে আপনার বাটী কদ্দুর?
  • til | ১৪ মে ২০১১ ১৪:১৭ | 114.198.34.82
  • কুমুবেন, এত আবিষ্কার করে হইব টা কি, তাও শনিবারের বাজারে? কডা পেটেন্ট নিয়েছেন?
    জীবন ক্ষণস্থায়ী, পদ্মপত্রে নীর; যান বাড়ী যান আর ছোটি বহু দেখুন সিরিয়ালে!
  • kumudini | ১৪ মে ২০১১ ১৪:১১ | 122.160.159.184
  • তিলস্যার,আমাকে এখন রাত আটটা অব্দি আপিস কত্তে হবে,আর আপনি কইচেন সিআর পার্কে রসগোল্লা?
    অবশ্য সিআর পার্ক আমার এরিয়া থেকে দূরও আছে,একঘন্টার ড্রাইভ।
  • til | ১৪ মে ২০১১ ১৪:০০ | 114.198.34.82
  • ঠিকই কইছেন লামাসাহেব।
    কাইত হইলেই গন্ডগোল!
  • til | ১৪ মে ২০১১ ১৩:৫৮ | 114.198.34.82
  • আরে আরে কুমুবেন, আপনার সিয়ার পার্কে কেষ্টোর দোকানে ফ্রী রসগোল্ল বিলোচ্ছে, গেলেন কি?
  • kumudini | ১৪ মে ২০১১ ১৩:৪৯ | 122.160.159.184
  • X কি লামার কথা বিশ্বেস কল্লেন নাকি?
  • x | ১৪ মে ২০১১ ১৩:১৩ | 113.21.70.28
  • থ্যাংকু।
  • Lama | ১৪ মে ২০১১ ১৩:১০ | 117.194.224.120
  • ভালবাসা কাইত অয় না
  • x | ১৪ মে ২০১১ ১৩:০৫ | 113.21.70.28
  • 'পেয়ার ঝুকতা নেহী'র বাংলাদেশের ডাব সংস্করণে কী নাম ছিল?
  • dukhe | ১৪ মে ২০১১ ১৩:০২ | 117.194.237.52
  • সাধে কি আর kc গুরুদের ঘাড়ধাক্কা দিতে চাইছেন ?
  • dukhe | ১৪ মে ২০১১ ১৩:০১ | 117.194.237.52
  • চোখ কান খোলা রাখাটাই তো গুরুদের বারণ । ওগুলো খোলা রাখতে গেলে বিভ্রান্ত হবার সম্ভাবনা । চারদিকে সিয়ার চর গুরছে, কেউ যদি ফস করে মাথায় কিছু ঢুকিয়ে দেয় । বুরা মাৎ দেখো বুরা মাৎ শুনো ইত্যাদি ।
    এই যেমন আমি বিমান বোসের কথায় বেস্পতিবার রাতে রেজাল্ট নিয়ে আপাদমস্তক বিভ্রান্ত হয়ে গেসলাম ।
  • madhyapadalopee karmadhaaray | ১৪ মে ২০১১ ১২:৪৭ | 14.99.243.61
  • চোখ কান একটু খোলা রাখলেই তো এত শক এবং শোক- কোনোটাই পেতে হয় না।
  • dukhe | ১৪ মে ২০১১ ১২:৩২ | 117.194.244.32
  • আরেঃ! গণশক্তিতে তো ইমেজ নেই - বাঃ ।
    তবে জয়দেব, দেবেশও নেই । হায় ।
  • nyara | ১৪ মে ২০১১ ১২:১৮ | 122.172.20.18
  • সেটাই আমার পয়েন্ট। এনাদের মতন বুদ্ধিমান, শিক্ষিত, হাই এক্সপোজার লোকেরা গুরুদের ওপর এরকম অন্ধ বিশ্বাস রাখবেন কেন? ধর্মগুরুতে বিশ্বাস আর রাজনৈতিক গুরুতে বিশ্বাসের মধ্যে তালে তো কোন তফাৎ রইল না।
  • dukhe | ১৪ মে ২০১১ ১২:১৭ | 117.194.244.32
  • আমি কোন গুরুভাইয়ের নয়, জয়দেব বসু আর দেবেশ রায়ের বাণী শুনতে অধীর আগ্রহে বসে আছি । আজকাল তো হতাশ করল । গণশক্তির সাইট দেখি গে (যদিও অখদ্দে সাইট, সব ই শালার ইমেজ) ।
  • dukhe | ১৪ মে ২০১১ ১২:১২ | 117.194.244.32
  • ওনাদের টানাটানি করে লাভ কী ? ওনারা গুরুদের দেখানো স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন, গুরুরা ডুবিয়েছেন । বিশ্বাস - যথারীতি - সরল এবং অন্ধ । হারের দায় তো ওনাদের নয়, গুরুদেবদের । পাড়ায় পাড়ায় উৎসাহী সিপিয়েমরা (যাঁরা নিজেদের স্বার্থে পার্টিকে ব্যবহার করেন, তাঁদের কথা বলছি না) নিশ্চয় শোকার্ত । কিন্তু তাঁরা এখনও গুরুদের দিকেই তাকিয়ে বসে থাকেন না নিজের মত করে ভাবা প্‌র্‌যাক্টিস করেন - এটুকুই দেখার ।
  • nyara | ১৪ মে ২০১১ ১১:৫৩ | 122.172.20.18
  • অ্যাকচুয়ালি শুধু রাজদীপ নন, রাজদীপ আর অয়ন।
  • nyara | ১৪ মে ২০১১ ১১:৫২ | 122.172.20.18
  • কেসি, মনীশ এনাদের দেখেছি। তবে আমার কাছে রাজদীপ তো নতুন সিপিয়েমের রিপ্রেজেন্টেটিভ - একদম লড়কে-লেঙ্গে-পকিস্তান টাইপ লালসুতো বিপ্লবী। সিপিয়েমের সব ভাল, বিরোধীরা না থাকলেই ভাল। তাই ওনার কিছু বাণী পেলে ভাল হত। যেমন এখন বিমানবাবুর বাণী শুনতে চাইছি।
  • Bratin | ১৪ মে ২০১১ ১১:৪৫ | 117.194.100.101
  • kc কিন্তু আসছে.....
  • nyara | ১৪ মে ২০১১ ১১:৪৪ | 122.172.20.18
  • আমি অন্ততঃ আশা করেছিলাম bb, রাজদীপ প্রমুখ যারা এখানকার ভোকাল সিপিয়েম তারা আসবেন। অরিজিতকে ফেসবুকে দেখেছি।
  • Bratin | ১৪ মে ২০১১ ১১:৪০ | 117.194.100.101
  • না খুঁজে পেতে দেখলাম উত্তর সম্পাদকীয় নেই!!
  • Bratin | ১৪ মে ২০১১ ১১:৩৭ | 117.194.100.101
  • দেখেছো কান্ড !! সব কাগজ বলছে ২৭ মন্ত্রীর হার আজকালে মাত্র ২২।

    হেডলাইন ঃ ক্ষমতায় মমতা, দায়িত্বশীল ভূমিকা পালন করবো ঃ বুদ্ধ,বিমান
  • dukhe | ১৪ মে ২০১১ ১১:৩৪ | 117.194.244.32
  • অনলাইন আজকালে আজ উত্তর-সম্পাদকীয় নেই ! কাগজে আছে কি ?
    ভবিষ্যতে থাকবে কি ?
  • amritalal | ১৪ মে ২০১১ ১০:৫৪ | 14.99.65.112
  • তো কে কি প্রেডিকশন করেছিল তার একটা হিসেব হোক এবার। ;-)
  • til | ১৪ মে ২০১১ ১০:৪১ | 114.198.34.82
  • টুক করে গুরুর কর্তাব্যক্তিদের কে একটা ছোট্ট থ্যাঙ্কু দিই,ভোটগাথার জন্য। বেশ জমলো।
    আগে দূরদর্শনে প্রণয় রায়ের কভারেজ দেখতাম, গুরু কম ইন্টারেস্টিং নয়।
    আর পাইদির, টই খোলার রেকর্ড দেখবার মতো, মিনিটে মিনিটে নতুন টই।
  • Bratin | ১৪ মে ২০১১ ১০:১৯ | 117.194.100.101
  • আমাদের বাড়িতে আসে আনন্দবাজার, TOI আর ET
    এখন বাজার থেকে কিনে আনলাম
    ১। একদিন
    ২।প্রতিদিন
    ৩।বর্তমান
    ৪।আজকাল
    ৫। দৈনিক স্টেটসম্যান ( বাংলা)

    এখান মজা করে চা খেতে খেতে পড়বো!!

    তবু দুঃখ গণশক্তি পেলাম না। ঃ-((
  • Bratin | ১৪ মে ২০১১ ১০:১৭ | 117.194.100.101
  • পিপি কে কিচ্ছু খাওয়াবো না। আমাকে জলভরা খাওয়াবে বলে ভয় দেখিয়েছিল ঃ-(((
  • pipi | ১৪ মে ২০১১ ১০:০৯ | 173.165.69.225
  • জনতা, সব্বাই আমায় এক এক হাঁড়ি রাবড়ি খাওয়াবে। আফটারল, আমার "প্রেডিকশন'এর জোরে দিদি জিতেছেন। বল্লে হবে?
  • pinaki | ১৪ মে ২০১১ ০৯:৪৩ | 122.164.253.41
  • বাদল সরকারের মৃত্যুর খবর পড়লাম আজ সকালে। মনটা ভারি হয়ে গেল। কলেজে থাকতে ওনার 'মিছিল', 'চড়ুইভাতি', 'হট্টমালার ওপারে' - এই তিনটে নাটক করেছি। সেইসব সুখস্মৃতিও ভীড় করে এল। ভুলতে পারব না প্রথমবার 'এবং ইন্দ্রজিৎ' পড়ার অভিজ্ঞতাও।
  • SS | ১৪ মে ২০১১ ০২:২০ | 131.193.196.214
  • আমাকে লোকে ভয় পাচ্ছে? হা-হা-হা......

    কঃ ম্যা দেখলে কেমন কম্যান্ডার বলে মনে হয়।
  • pi | ১৪ মে ২০১১ ০২:১৬ | 128.231.22.150
  • নির্ঘাত কন্ডেন্সড ম্যাটার।
  • Tim | ১৪ মে ২০১১ ০২:১৫ | 198.82.21.111
  • কন্ডেসড ম্যাটার ঃ-)
  • sayan | ১৪ মে ২০১১ ০২:১৪ | 115.241.126.206
  • আমিও ভয়ে এতক্ষণ জিজ্ঞেস করিনি ঃ-@
  • SS | ১৪ মে ২০১১ ০২:০৬ | 131.193.196.214
  • কঃ ম্যা জিনিসটা কী?
  • Tim | ১৪ মে ২০১১ ০১:৩৮ | 198.82.21.111
  • লেজার গাইডেড মিসাইলে এসেসের কিস্যু হবেনা। এসেস নিজেই কঃ ম্যা'র লোক, লেজার বিকল করে দেবে।
  • sayan | ১৪ মে ২০১১ ০১:৩২ | 115.241.126.206
  • মিসাইল ফাটে না তো কি সুড়সুড়ি দেয়!
    কালিপটকার কাজ অন্য। সে আমি তোমাদের উপর করতে পারি না। ছি ছি। না না। ঃ-)
  • byaang | ১৪ মে ২০১১ ০১:৩১ | 122.172.242.78
  • ঃ-))
    বচ্চেলোগ গুন্নাইট।
  • SS | ১৪ মে ২০১১ ০১:২৯ | 131.193.196.214
  • ওটা কালিপটকাই ছিল। দিব্বি বেঁচে আছি।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:২৬ | 122.172.242.78
  • মিসাইল ফাটে, তাই বল!
    আমি ভাবলুম কালিপটকা!
  • sayan | ১৪ মে ২০১১ ০১:২৫ | 115.241.126.206
  • ওহ্‌ টিজিআইএফ। ডায়মন্ড ডিস্ট্রিক্টের উল্টোদিকেরটায় আপিসফেরতা টাইমপাস মাঝেসাঝে হ্যাপী আওয়ার্স। আজ সে আর নেই। ফোঁস! ঃ-(
  • sayan | ১৪ মে ২০১১ ০১:২৩ | 115.241.126.206
  • সুঁইইইইইইইই ধম্‌ম্‌!
    ফিঁইইইইইইইইই ধড়ড়ড়াম্‌ম্‌।

    এসেসের চপারে ব্যাক টু ব্যাক দুটো লেজার গাইডেড মিসাইল ঝেড়ে দিলাম।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:২০ | 122.172.242.78
  • সান্দা, আজ নতুন টিজিআইএফটায় খেলাম, বানেরঘাটা রোডেরটায়। পুরো ঝুল। কক্ষনো খাস নি এই নতুনটায়। আমি খাওয়ার পর মন্তব্যের কার্ড চেয়ে নিয়ে খুব খারাপ খারাপ কথা লিখে এলাম।
  • sayan | ১৪ মে ২০১১ ০১:২০ | 115.241.126.206
  • আরেবাহ্‌, দেশোয়ালি নেমন্তর্তরিকা এমনই তো হয়! কুনো চাপ নেই। ফোঙ্কোরে আসবো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত