এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১১ মে ২০১১ ২৩:২৫ | 128.231.22.150
  • আর কেসিদা, তার চেয়েও সহজ হল আপনাকে ইন্টারভিউ করা। আপনি তো বলেছিলেন ,উত্তরগুলো সব জানেন ই । কিম্বা বুবুভা লিখে দিন, আমাদের জন্য আরো সহজ ঃ)
  • kc | ১১ মে ২০১১ ২৩:২৩ | 89.203.49.18
  • বিমান বসুকে নিয়ে এত প্রশ্ন যখন, তখন ওনাকে একটা ইন্টার্ভিউ করনা কেন। একটা বুবুভার জন্য? ভোটের হাওয়াটা একটু কমলেই করে ফেল। খুব সহজেই অ্যাপ্রোচেবল লোক।
  • pi | ১১ মে ২০১১ ২৩:২২ | 128.231.22.150
  • সব হোলটাইমারদের চিকিৎসা, যাতায়াত, যোগাযোগ বাবদ সব খরচ পার্টির দায়িত্ব?
  • aka | ১১ মে ২০১১ ২৩:১৮ | 168.26.215.13
  • উনি তো হোল টাইমার। নিজে বেড়াতে গেলে গাড়ি নেন কিনা, নিলে সেই গাড়ির তেলের খরচ কে দেয়। এসব জানা নেই। কিন্তু সাধারণ ভাবে বিমান বাবুর লাইফ স্টাইল নিয়ে এখনও এমন কিছু শুনি নি যাতে ১৬০০ বা ২০০০ টাকায় চলবে না এটা মনে হয়। ডেডিকেটেড টু সিপিএম, মুখটা খারাপ, রাজনীতি বোঝেন না, কিন্তু অসৎ বলে মনে হয় না।

  • pi | ১১ মে ২০১১ ২৩:১৭ | 128.231.22.150
  • কেসিদা আজ সব পেন্ডিং উত্তর দেবেন, মনে বলছে ঃ)
  • pi | ১১ মে ২০১১ ২৩:১৫ | 128.231.22.150
  • আর অসুখ বিসুখ হলে ডাক্তারবদ্যি ? সব সরকারি হাসপাতালে ফ্রি ? ওষুধ পত্তর ও ?
  • pi | ১১ মে ২০১১ ২৩:১২ | 128.231.22.150
  • যাতায়াত, ফোন - এগুলোর খরচা কি পার্টি আলাদা ক'রে দ্যায় ?
  • kc | ১১ মে ২০১১ ২৩:১১ | 89.203.49.18
  • মামুকে একটা নির্দোষ প্রশ্ন করলাম, তাতেও মামু কু দেখল। এই কু কিন্তু স্টোয়িকের কুএর মত নয়।
  • nyara | ১১ মে ২০১১ ২৩:০৯ | 203.83.248.37
  • জীবন সিম্পল মানে কী? বিমানবাবুর তুলনায় আমার জীবন কমপ্লিকেটেড কেং কয়ে?
  • aka | ১১ মে ২০১১ ২৩:০০ | 168.26.215.13
  • বিমান বাবু কি পাঞ্জাবী গিলে করান? মানে এগুলো আমি শুনেছি, বিমান বাবু, বুদ্ধবাবু এনাদের জীবনযাত্রা খুবই সিম্পল।
  • nyara | ১১ মে ২০১১ ২২:৫৬ | 203.83.248.37
  • ১৬০০ টাকা শুধু চা-সিগারেটের জন্যে - এটা তো উত্ত মেলানোর জন্যে আমাদের গোঁজা। আসল হিসেবটা কী?

    কমরেড আকা দিন-কে-দিন অ্যামেরিকান হয়ে পড়ছেন। পাঞ্জাবী গিলে করাতেই বিমানবাবুর মাসমাইনে চলে যাবে।
  • dukhe | ১১ মে ২০১১ ২২:৫৪ | 117.194.242.173
  • ১৬০০ তো শুধু চা-সিগারেট বাবদ । তাই তো কথা হল ।
  • M | ১১ মে ২০১১ ২২:৫৩ | 59.93.199.95
  • সেই জন্যই তো, রাজনীতি নিয়ে এই বিটকেল লড়াইটা শেষ হলে বাঁচি।

    যাকগে ঘুনু কত্তে যাই।এদিকে আজ ও আমার লাইন ঠিক হলো না।দু মিনিট থেকেই টা টা করে দিচ্ছে। এই গৌড়নগর আর জোকার নিজেদের ঝামেলায় আমি সব সময় ফেঁসে যাই।কাল আরেকবার চিল্লে আসতে হবে।
  • aka | ১১ মে ২০১১ ২২:৫৩ | 168.26.215.13
  • বিমানবাবুর খুবই সিম্পল জীবন যাপন। মানে সারাদিনে কয়েকটা সিগ্রেট, অজস্র বিড়ি, চা, আর দুবেলা দুইমুঠো খাওয়া দাওয়া। এতে করে হয়ে যাবে। কলকাতায় এখনও ১৫ টাকা ভরপেট খাওয়া যায়।
  • pi | ১১ মে ২০১১ ২২:৫২ | 128.231.22.150
  • এই প্রশ্নগুলো সহ আরো কিছু প্রশ্ন নাকি খুব সহজ। উত্তর ও জানা। কিন্তু কেবল কেসিদার । আর উনি কিছুতেই উত্তর বলবেন না। ঃ(
  • pi | ১১ মে ২০১১ ২২:৫১ | 128.231.22.150
  • এই যে, ডেটা।

    This claim of the CPM does not stand the trial of facts. Before going into the performance of their Government let us see what their leaders had said or estimated as the surplus land. Their PBM and ex-Land and Land Revenue Minister, Mr. Binoy Krishna Chowdhary, had stated ?In the 1950s at the time of Estate Acquisition Act and Land Reform Act, estimate was that the amount of ceiling surplus land will be 18-20 lakh acres. At that time ceiling was quite high and ceiling was individual based. After 1972, when the ceiling was lowered and ceiling made family based, then estimate was that the amount of total vest land will be 30-35 lakh acres.? After five years of LF rule in 1982 at the time when they moved the 2nd amendment to Land Reform Act, they claimed that by virtue of that amendment another 10 lakh acres of surplus land would be available. So according to their own pronouncements the total surplus land should be 40-45 lakh acres.

    But from 1950s up till now the total amount of vest land under the possession of various governments is 12.47 lakh acres and amount distributed is 9.95 lakh acres. And out of this also the bulk of the land vested and distributed was before 1977 when the present LF Government came to power.

    Upto June 1977 After LF Govt. coming to power in

    June 1977 till now

    Taken Possession 10.80 lakh acres 2.39 lakh acres

    Distributed 6.12 lakh acres 3.83 lakh acres

    So CPM has only distributed only 3.83 lakh acres and taken possession of only 2.39 lakh acres of land in its 20 years of uninterrupted rule. As against their claim of taking 10 lakh acres of land through 2nd amendment, according to the present Land and Land Revenue Minister Surya Kant Misra, they have acquired only 95,000 acres of land. Up till now distributed land constitutes 7.31% of total cultivable land area of 1 crore 36 lakh acres.

    From this it is clear that performance of the CPM is not only far below the promises they made but that whatever ?reforms? occurred were mainly prior to the fortification of their ?red? fort in West Bengal.

  • nyara | ১১ মে ২০১১ ২২:৫০ | 203.83.248.37
  • কিন্তু যে জিনিসটা আমাকে এখনও অহরহ ভাবাচ্ছে তা হল বিমানবাবু মাসে ১৬০০ টাকায় চা-সিগারেটসহ সংসার চালান কেং কয়ে? আর কাউকে ভাবাচ্ছে না?

    যে দল অ্যাসেটের হিসেবে ভারতে তৃতীয় না চতুর্থ ধনী, তারা তাদের রাজ্য-সম্পাদককে ১৬০০ টাকার বেশি দিতে পারে না?
  • Ishan | ১১ মে ২০১১ ২২:৪৬ | 117.194.32.167
  • এই তো পোস্ট করলাম। লেখা যাচ্ছে তো।
  • aka | ১১ মে ২০১১ ২২:৪৩ | 168.26.215.13
  • এ কেমন অভদ্রতা, আমাকে টইতে লিখতে দেওয়া হচ্ছে না কেন?
  • Ishan | ১১ মে ২০১১ ২২:৪১ | 117.194.32.167
  • অপারেশন বর্গাও বললাম না। কারণ, ডেটা বলে ৬৭র পর ৭৭ সালে ও নিয়ে আর খুব বেশি এগোনো হয়নি। যা হবার তার ৮০% ৬৭তেই হয়ে গিয়েছিল। (ডেটা হাতের কাছে নেই।)
  • Bratin | ১১ মে ২০১১ ২২:৩৯ | 117.194.97.43
  • ওহো!!ঃ-))

    তাহলে আমরা করবো কী? মানে ঝগড়া টা হবে কী নিয়ে শুনি??
  • Ishan | ১১ মে ২০১১ ২২:৩৮ | 117.194.32.167
  • সিপিএমের ঘাঁটি শক্ত হয় আসলে ৭৮ সালে।

    ১। পঞায়েতি রাজ চালু হয়।
    ২। প্রবল বন্যা হয়। তাতে ঐতিহাসিকরকম রিলিফ দেওয়া হয়।
    ৩। ইশকুলগুলোকে আধা সরকারি করা হয়। শিক্ষকদের বেতন বাড়ে। এবং এবং এবং প্রাইমারি ইশকুলে বিপুল চাকরি দেওয়া হয়।

    ১ এবং ২ ভিত্তি তৈরি করে। ৩ তৈরি করে নেতা ও সংগঠন।

    পন্ডিতেরা মারবেন, কারণ বন্দিমুক্তি ইত্যাদি বললাম না। ওগুলো খুবই ভালো কাজ। কিন্তু ওতে, সত্যি বলতে কি ভোটের ভিত্তি তৈরি হয়না।
  • M | ১১ মে ২০১১ ২২:৩৪ | 59.93.199.95
  • সিপিএম আর তিনো কেন জোট নয় সেটাই তো ছাই এই মোটা মাথায় ঢোকেনা, দুটো তো একই লাগে।আর ইসে জোট ই বা হতে যাবে কেন? নতুন নাম নিয়ে একটাই পার্টি হয়ে যাওয়া উচিৎ।যত্ত জ্বালাতন।
  • Bratin | ১১ মে ২০১১ ২২:৩৩ | 117.194.97.43
  • আজকে ' নিউজ টাইমস '(?) নামে একটি চ্যানেলে উনি বাণী দিচ্ছিলেন!!
  • Arpan | ১১ মে ২০১১ ২২:৩১ | 112.133.206.18
  • ও, বুইলাম।
  • Ishan | ১১ মে ২০১১ ২২:৩০ | 117.194.32.167
  • আজ ফর আ চেঞ্জ আমি টিভি দেখিনি। ঃ(
  • Ishan | ১১ মে ২০১১ ২২:২৯ | 117.194.32.167
  • নানা হাওয়া বোঝা গিয়েছিল। লোকসভা নির্বাচন তো তার আগেই হয়ে গিয়েছিল। কিন্তু সিপিএম একা একাই জিতবে এটা কেউই বিশ্বাস করতে পারেননি।
  • Bratin | ১১ মে ২০১১ ২২:২৮ | 117.194.97.43
  • তবে আজকে গৌতম দেব যা বাণী দিয়েছেন তাতে আমি ওনার পাখা হয়ে গেছি। বলে কিনা ' ওহে এ হল রাজনীতি বুঝলে ? এখানে সবই হতে পারে। এক দিন হয়তো দেখবে সি পি এম আর তৃণমূল মিলে জোট হচ্ছে' ঃ-))
  • Arpan | ১১ মে ২০১১ ২২:২৪ | 122.252.231.10
  • হ্যাঁ, কোশ্নটা আমার ছিল। তাহলে তুমি বলছ ৭৭-এ হাওয়া বোঝা যায়নি আগে থেকে?
  • Ishan | ১১ মে ২০১১ ২২:২১ | 117.194.32.167
  • কে যেন ৭৭ নিয়ে কোচ্চেন করছিলেন, সেটাও কয়ে দিই। ৭৭ এ সিপিএমের জয় অচিন্ত্যনীয় ছিল। বহু জায়গায় সংগঠন ছাড়াই জয় এসেছিল। এমনকি জেলবন্দি নকশাল সন্তোষ রানা অবধি জিতেছিলেন। পুরোটাই অ্যান্টি কংগ্রেস হাওয়া।

    সিপিএম জনতা পার্টির সঙ্গে জোট করতে চেয়েছিল। ৪৯% শতাংশ পর্যন্ত সিট ছেড়ে দিতে রাজি ছিল। কিন্তু জনতা পার্টি আরও বেশি সিট চায়। (এই শতাংশটা ৪৯ ই নাও হতে পারে, তবে ঐ রকমই)। তখন জোট ভেঙে যায়।

    বাকিটা তো ইতিহাস।
  • Arpan | ১১ মে ২০১১ ২২:১৮ | 122.252.231.10
  • তুমি বরম এইবার পাশ ফিরে শোও। ঃ)
  • Ishan | ১১ মে ২০১১ ২২:১৭ | 117.194.32.167
  • পার্টির ভাট হয়না? ঃ)

    (কেসি আমায় বাড় খাওয়াচ্ছে আমি কিন্তু বুঝতে পেরেছি)
  • Arpan | ১১ মে ২০১১ ২১:৫৮ | 122.252.231.10
  • হুঁ, বুইলাম।
  • kc | ১১ মে ২০১১ ২১:৫২ | 89.203.49.18
  • পার্টির ক্লাসে পড়ানোর জন্য মামুকে যদি কেউ ডাকে, মামু যাবে?
  • saikat | ১১ মে ২০১১ ২১:৪৭ | 116.203.191.86
  • অর্পণ, উত্তর দিয়ে দিলাম।
  • Ishan | ১১ মে ২০১১ ২১:৪৬ | 117.194.32.167
  • মার্ক্সবাদ বিজ্ঞান -- এটাও লিখত। কিন্তু সেটা মনে হয় বানিয়ে। ওটা কোনো কোট না। সোভিয়েতের পতনের পর লেনিনের কোটটা প্রচার করা শুরু হয়েছিল।
  • nyara | ১১ মে ২০১১ ২১:৪৩ | 203.83.248.37
  • বিজ্ঞান আর সত্য নিয়ে একটা causal statement-ও ছিল।
  • Ishan | ১১ মে ২০১১ ২১:৪৩ | 117.194.32.167
  • ধুত। কথাটা লেনিনের। "মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহা সত্য।'
  • kc | ১১ মে ২০১১ ২১:৪১ | 89.203.49.18
  • ""মার্ক্সবাদ সর্বশক্তিমান, কারণ ইহা সত্য।''
  • Arpan | ১১ মে ২০১১ ২১:৩৩ | 112.133.206.18
  • এইরকম ছিল - "মার্ক্সবাদ বিজ্ঞান, তাই সর্বশক্তিমান'।
  • nyara | ১১ মে ২০১১ ২১:২০ | 203.83.248.37
  • কিন্তু কবি ও বিজ্ঞানমনস্ক বিমান বসু বলেছেন এক্সিট পোল বিজ্ঞানসম্মত নয় - ওসব জনগণকে বিভ্রান্ত করার কল।

    BTW, কথাটা কী ছিল 'মার্ক্সবাদ বিজ্ঞান, তাই সত্য' নাকি 'মার্ক্সবাদ সত্য, তাই বিজ্ঞান'? আমার প্রথমটা মনে হচ্ছে।
  • Bratin | ১১ মে ২০১১ ২০:৫০ | 117.194.96.92
  • এটা kc,রাজদীপ এবং উৎসাহী দের জন্যে,

    ২৪ ঘন্টার এক্সিট পোলে বলছে, ওদের প্রকাশিত

    ২১৯ র মধ্যে, ১১১- বাম, বিরোধী জোট ৮৩, অনিশ্চিত ২০
  • Rajdeep | ১১ মে ২০১১ ১৯:৪৭ | 115.111.126.179
  • ওমনাথ গুগাঁ চলবে ? EPC দোকানগুলোতে বেশ কিছু রেফারেন্স দিতে পারি
  • aka | ১১ মে ২০১১ ১৯:৪২ | 168.26.215.13
  • আমার বন্ধু ভিসুভিয়াসে চাকরি করে। সেও কেমিকাল ইঞ্জিনিয়ার।
  • Rajdeep | ১১ মে ২০১১ ১৯:৪০ | 115.111.126.179
  • মট ম্যাকও নাকি আবার খুলতাসে
  • Rajdeep | ১১ মে ২০১১ ১৯:৩৯ | 115.111.126.179
  • ওমনাথ কলকাতা ফহু তো উঠে গ্যালো - কলিতে এল এন্ড টি পাওয়ার বড় আপিস নিয়ে এসে গ্যাছে , ওখানে কিছু হলেও হইতে পারে
  • omnath | ১১ মে ২০১১ ১৯:৩৪ | 85.154.255.46
  • যেটা চাইবো সেটা বাদ দিয়ে লোকে সব দেবে, জানি তো। কনগ্রা হ্যানো ত্যানো। আরে সে সবের এখনো দেরি অছে।

    অবিশ্যি যা যা চাইবো সব কেউ দিতেও পারবে না। এই ধরো কলকাতায় ৮ বছর অভিজ্ঞ কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি কেউ দিতে পারবে?

    এই সব মিলিয়ে নিদারুণ মনোকষ্টে অছি। হাঁসে কামড়ালে কি এর চেয়ে খারাপ কিছু হয়? ঃ-(

    তবু হানুদাকে ক দিয়ে গেলাম।
  • r.h | ১১ মে ২০১১ ১৯:২৫ | 198.175.62.19
  • "হাঁস তুই হাশিশ"
  • aka | ১১ মে ২০১১ ১৮:৫২ | 168.26.215.13
  • ভ্যাট কিছু কিছু হাসের হেবি ধারালো দাঁত থাকে। ইসে কামড়ালে আর দেখতে হবে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত