এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ মে ২০১১ ১৮:২৭ | 115.249.42.177
  • স্টেবিলাইজার কাদের দিলো?

    আমরা প্রথমে whirlpool-এর কিনেছিলুম, সে এম্নি ঢপের মাল যে এক মাসের মধ্যে বার চারেক বদলানো হল। শেষে ওরাই হতাশ হয়ে সব ফেরৎ নিয়ে নিলো। তাপ্পর ব্যাক টু সেন অ্যাণ্ড পণ্ডিত, রানিং ফাইন।
  • aka | ০৬ মে ২০১১ ১৮:২৪ | 168.26.215.13
  • অ্যাঁ ৫০০০০ দাম? টুপি কিনতে হবে তো। ওরি শ্লা।
  • Arijit | ০৬ মে ২০১১ ১৮:২২ | 115.249.42.177
  • এলজি-ও ফাইভ স্টার বের করেছে।
  • aka | ০৬ মে ২০১১ ১৮:২১ | 168.26.215.13
  • এটা কি split?
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৮:১৮ | 115.111.126.179
  • আছে - হিটাচি ৫ স্টার

    ব্যাপক জিনিস আর দাম ৩০ থেকে শুরু
  • aka | ০৬ মে ২০১১ ১৮:১৭ | 168.26.215.13
  • আর একটা প্রশ্ন split আর ঐ দেয়াল কেটে বসানোর মধ্যে কুলিং কোয়ালিটি, এনার্জি কনজাম্পশন জনিত কোন ডিফারেন্স আছে কি?

    এনার্জি এফিশিয়েন্ট কোন এসি আছে?
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৮:১৭ | 115.111.126.179
  • আর গুগাঁর ভাড়ার ফেলাটে split লাগালে খোলার , গ্যাস রিচার্জ করার ঝামেলা ও খরচ - অগত্যা জানালা এসি
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৮:১৩ | 115.111.126.179
  • স্টেবিলাইজারের দাম ২৫০০ আর ইনস্টলেশন ১৫০০ মানে ১৬০০০ এর মধ্যে ৪০০০ ইনক্লুডেড

    এত কমে split হবে না
  • stoic | ০৬ মে ২০১১ ১৮:১৩ | 160.103.2.224
  • আমি সেইজন্যই ঐ পুরোনো প্যানাসোনিক এখনও রেখে দিয়েছি। যতদিন না পুরো কালেকশান এমপিথ্রি তে কনভার্টেড হচ্ছে।
  • aka | ০৬ মে ২০১১ ১৮:১০ | 168.26.215.13
  • split এসির দাম কত?
  • madhyapadalopee karmadhaaray | ০৬ মে ২০১১ ১৮:০৭ | 58.137.132.4
  • আর একটু পয়সা দিলে তো split এসি পাওয়া যাবে।
  • Arijit | ০৬ মে ২০১১ ১৮:০৪ | 115.249.42.177
  • আর ক্যাসেটের রিকোয়্যারমেন্টটা কাটানো যায় - শুধু একটা দোকানের খোঁজ চাই যাদের শ'খানেক ক্যাসেট দিয়ে এলে ভালো কোয়ালিটির এমপিথ্রী বানিয়ে দেবে - উইথ মেটাডেটা (মানে ইনফো ফিল্ডগুলো ঠিকঠাক ভত্তি করে)।
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৮:০০ | 115.111.126.179
  • ইলেকট্রনিক্স নিয়ে যহন আলুচানা চলতাসে তহন একটা রিসেন্ট প্রোডাক্ট নিয়ে এক্টুস বলে দি

    টাটাবাবুদের croma বলে একটি এসি বেরিয়েছে ১৬০০০ এ দেড় টন সঙ্গে ফিরি ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজার আর ফিরি ইনস্টলেশন সে জানালা ভেঙে -খুলে বা সিঁদ কেটে যেমন ভাবেই হোক ! অনেকেই নিরস্ত করার চেস্টা করেছিল কিন্তুহপ্তাখানেক আগে সাহস করে কিনেই ফেল্লুম হুহা চলতাসে আর ৫ বছরের কম্প্রেসর ওয়্যারান্টি

    আর এই হপ্তাহে মানে গতকালই দাম করে দিয়েছে ১৭৫০০ !
  • Blank | ০৬ মে ২০১১ ১৭:৫৯ | 170.153.65.102
  • আমার এক পুরনো জুনিয়র (ডাকনাম মিঠুউউউন), গেছে অনসাইটে। মাল কিনতে যাওয়ার সময় দোকানের লোকটা আইডি দেখতে চেয়েছে। কিস্যু নেই হাতের কাছে। শেষে পকেট থেকে লোকনাথবাবার ছবি বার করে দিয়ে বলেছে যে দাড়ি কাটার আগে আমি এমন ছিলাম। তারপর আর কি ...
    রনে বনে মালের দোকানে ...
    অজ্জিত দা, ভগবান তোমায় পাপ দিয়ে দেবে কিন্তু
  • d | ০৬ মে ২০১১ ১৭:৫৬ | 14.99.81.134
  • আরে উইন্ডোগুলোকে জাম্প কেডস পরিয়ে রেখেছে তো আমি কি করব! ঃ-(

    আমার ফিলিপ্সের এক পিস ছিল তাতে ভিসিডি চালিয়ে আউটপুট টিভিতে দেওয়া যেত। আমি অমনিই অরেকটা খুঁজছি।
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৫৪ | 115.249.42.177
  • আর পেল্লায় আওয়াজ চাই। যাতে হালার লোকনাথের ব্যাটা প্রতি মাসের নয় তারিখে গ্যাঁ গ্যাঁ করে তখন জানলা খুলে জোন বায়েজ চালিয়ে লোকনাথের গুষ্টির তুষ্টি করতে পারি।
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৪৯ | 115.249.42.177
  • ধুর এইগুলান তো বুমবাক্সো - ক্যাসেট আর সিডি চলবে। আমি একটা কিনবো - একটাই বস্তু - তাতে গানও শুনবো, ফিলিমও দেখবো। স্টৈকেরটা মন্দ নয়। আমার সোনিটাও অম্নি ছিলো - শুধু ডিভিডি তখনো আসেনি।
  • Rajdep | ০৬ মে ২০১১ ১৭:৪৭ | 115.111.126.179
  • অরিজিত - একটু কষ্ট করে একদিন গ্রেট ইস্টার্নে যাও । হোটেলে নয় , হোটেলের উল্টোদিকে একই নামের দোকানে

    বছরদুয়েক আগেও ওখানে এক ভদ্রলোক ছিলেন এইসব কম্বিনেশন প্রোডাক্টের ব্যাপারে এনসাইক্লোপিডিয়া - খোঁজ নিয়ে আসতে পারো
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৪৬ | 115.249.42.177
  • সিঙ্ক্রোনাইজেশন নাই, মনিটর ব্যাভার করে না;-)
  • stoic | ০৬ মে ২০১১ ১৭:৪৬ | 160.103.2.223
  • আমি যেটা কিনেছিলাম, সেটাতে ছিল, ৫ সিডি চেঞ্জার, ক্যাসেট আর রেডিও। তবে এখনকার মডেলে তো পাওয়া যায় বলছে। এই ধরণেরঃ
    http://www.panasonic.co.in/wps/portal/home/products/digitalav/homeaudio/Minihifi/scvk480
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৪৫ | 115.249.42.177
  • দমু মাল্টিথ্রেডিং করতে যায় আর রেগ্গুলার ছড়ায়;-)
  • d | ০৬ মে ২০১১ ১৭:৪৪ | 14.99.81.134
  • বোঝো এ আবার দুটো নতুন চয়েস নিয়ে এলো। ধুত এত চয়েস ভাল নয়। তবে এল জি'র ফোনের সাউন্ড কোয়ালিটি বেশ বিকট মত। আশেপাশে কেউ এল জি ফোনে কথা বললে দুপক্ষের কথাই একইরকম ভলিউমে শোনা যায়, উইত আ ক্যাঁশক্যাঁশে আওয়াজ।
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৪২ | 115.249.42.177
  • আমি এমন জিনিস খুঁজছি যাতে সিডি-ডিভিডিও চলবে, পাশে একখান ক্যাসেটের খোপও থাকবে - সেই জিনিস কারো দেখিনা।

    সোনির ভিসিডি সিস্টেমটা একদমই বিগড়ে গেছে...বড় নষ্টলজির জিনিস, টিসিএস থেকে দেছেলো, তখন পেল্লায় দাম...
  • madhyapadalopee karmadhaaray | ০৬ মে ২০১১ ১৭:৪০ | 58.137.132.4
  • ফিলিপ্সের তো পাওয়াই যায়। বাকিদের কথা জানি না।
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৭:৩৮ | 115.111.126.179
  • আরে দাদা ঃ-)) এক ম্যান ইউ ছাড়া বাকি সবই মিলে যায়!
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৩৮ | 115.249.42.177
  • ক্যাসেট প্লেয়ার এখনও পাওয়া যায়? আমি তো কোত্থাও দেখিনে। যা দেখি সবই ওই হোম থেটার টাইপ!
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৩৬ | 115.249.42.177
  • * অ্যাকিউরেসি *
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৩৫ | 115.249.42.177
  • প্যানাসনিক জানি নে, তবে সোনির যে কোনো অডিও-ভিডিও প্রোডাক্টের ভিতর একটা কাউন্ট ডাউন ঘড়ি থাকে। এক বছর হলেই (মানে গ্যারান্টী পিরিয়ড পেরোলেই) বিগড়ে যায়। আর এই ঘড়ির অ্যাকুইরেসি অ্যাটমিক ক্লককেও হার মানায়।
  • stoic | ০৬ মে ২০১১ ১৭:৩৪ | 160.103.2.223
  • আরে রাজদীপের পোস্ট না দেখেই লিখেছিলাম। জ্জিও !
    ঃ-)
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:৩৪ | 115.249.42.177
  • ফিলিপ্‌স - সস্তায় পুষ্টিকর।
  • stoic | ০৬ মে ২০১১ ১৭:৩৪ | 160.103.2.223
  • ছোট সস্তা মিউজিক সিস্টেম কিনতে চাইলে, যাতে সিডি, ক্যাসেট, এফ এম চলবে, প্যানাসোনিক রেকমেন্ড করতে পারি। ২০০১ এ কিনেছিলাম, দশ বছর বাদেও দারুণ চলছে।
  • Rajdeep | ০৬ মে ২০১১ ১৭:৩৩ | 115.111.126.179
  • দমদি - প্যানাসোনিক কিনে ফ্যালো, না হলে সোনি
  • madhyapadalopee karmadhaaray | ০৬ মে ২০১১ ১৭:৩২ | 58.137.132.4
  • ফিলিপ্স।
  • Sibu | ০৬ মে ২০১১ ১৭:৩১ | 173.128.212.87
  • না না, মুক্তোর বন হল গে উলুবন। পেঁচারা তো মুক্তোর দাম বোঝে না। তাই উল্লুবনে মুক্তো ছড়ানো থেকে অপভ্রংশে উলুবন হয়েছে।
  • d | ০৬ মে ২০১১ ১৭:২৭ | 14.99.81.134
  • আরেকটা গুরুতর প্রশ্ন হল, ছোটখাট সস্তার মিউজিক সিস্টেমের মধ্যে ফিলিপস ভাল না এল জি? মানে এই ৫-৬ হাজারের মধ্যে দাম হবে, সিডি, ক্যাসেট দুইই শোনা যাবে আর এফ এম রেডিও।
  • shrabani | ০৬ মে ২০১১ ১৭:২৬ | 124.124.244.110
  • কথাটা কি বেণুবন? মানে সেই মুক্তো ছড়ানোর কথায় যা আসে?
  • Arijit | ০৬ মে ২০১১ ১৭:২৬ | 115.249.42.177
  • "সকরুণ বেণু বাজায়ে কে যায়'-এ বেণু যদি বাঁশি হয়, তাইলে বেণুবন মানে বাঁশবন।
  • d | ০৬ মে ২০১১ ১৭:২৩ | 14.99.81.134
  • আচ্ছা বেণুবন মানে কি গাছে গাছে বেণু ফলে আছে আর তাই দিয়ে রীতিমত একটা বন তৈরী হয়ে গেছে?
  • de | ০৬ মে ২০১১ ১৭:২০ | 203.197.42.100
  • তিলুবাবুর আমাকে দর্জী বানানোর শখ? তাও যদি দুক্কু ২৫ % শেয়ার হতো!

    ফুটনোট: দর্জীর চাট্টে বৌ :))

    শিবুদা লাস্টে কুমুকে খে' ফেল্লেন? লুঙ্গীর জন্য অ্যাতোখানি!
  • d | ০৬ মে ২০১১ ১৭:১৯ | 14.99.81.134
  • যদিও লুঙ্গি তেমন খারাপ কিছু নয়, তবু এখনও ঐ না কাচা লুঙ্গিগুলোর নীচে ভাট চাপা পড়ে আছে!!? ইঁইঁইঁঃ
  • Sibu | ০৬ মে ২০১১ ১৬:৫৩ | 173.128.212.87
  • খাব তোকে-এ-এ-এ, ঘচাং ফুঃ।
    গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলগুলা ...
  • de | ০৬ মে ২০১১ ১৫:৫৬ | 59.163.30.6
  • তার্পরেই ৩ক্ষ -কে ধরে -- উ:! আর ভাবতে পাচ্ছি না!

    তবে ৩ক্ষ কুমুই মনে হয় -- ঐ অসীম লুঙ্গীবিদ্বেষই ওর কুমুত্বের পরিচয় :))
  • Sibu | ০৬ মে ২০১১ ১৫:৪৩ | 173.129.77.54
  • না না, আভেন কেন? বার্বিকিউ গ্রিলে কাঠকয়লা জ্বালাচ্ছি। একটু টাইম নিচ্ছে।
  • de | ০৬ মে ২০১১ ১৫:৩৯ | 59.163.30.4
  • এইরে! শিবুদা আভেন প্রীহিট কত্তে লেগেছেন :))
  • Sibu | ০৬ মে ২০১১ ১৫:৩৬ | 173.129.77.54
  • ক্ষ্‌ক্ষ্‌ক্ষ কি কুমুর কাঠবেড়ালীদের একটি নাকি?
  • Bratin | ০৬ মে ২০১১ ১৫:০৪ | 122.248.183.1
  • কুমু দি, আজ থেকে মনে হয় নতুন আফিসে । তাই সব বন্ধ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত