এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১১ মে ২০১১ ১১:৫৮ | 203.99.212.54
  • সইকত, শ্রাবনীদি, ঃ-))
  • saikat | ১১ মে ২০১১ ১১:৪৮ | 202.54.74.119
  • না হাসলে লোকে বুঝবে কী করে যে এরা একে অপরকে চেনে?
  • shrabani | ১১ মে ২০১১ ১১:৪৬ | 124.124.244.110
  • হাসির উত্তরে হেসেছে এতো ভালো কথা,শান্তির কথা, না হাসত যদি (চিনে বা না চিনে যে করেই হোক) সেটা কি ভালো হত!আশেপাশের লোকেরা তাকিয়ে দেখত, সন্দেহ করত।
  • h | ১১ মে ২০১১ ১১:৩৯ | 203.99.212.54
  • হাড়ে হাড়ে লোকে যাতে চিনে না যায়, তাই তো এত আয়োজন করে ঢেকে রেকিচি, চিনিলে ক্রন্দন তবে ;-)
  • sinfaut | ১১ মে ২০১১ ১১:৩৭ | 203.91.201.57
  • হ্যাঁ, আমরা সার্ভে পার্ক, অজয়নগরে থাকি। জিজ্ঞেস করব চিনে হেসেছে কিনা। সাহানা অবশ্য অনেকসময় বাস থেকে নেমে কন্ডাক্টর বা ড্রাইভারকেও টাটা করে আসে। এতই বিশ্বভ্রাতৃত্ব বোধ। ঃ-))
  • saikat | ১১ মে ২০১১ ১১:৩৫ | 202.54.74.119
  • হনু কী এমন করেছে যে লোকে চিনতে পারলে হাসে না?
  • Bratin | ১১ মে ২০১১ ১১:৩৩ | 122.248.183.1
  • ইয়ে, চিনে এমনিতেই লোকজন কম হাসে।
  • h | ১১ মে ২০১১ ১১:২৯ | 203.99.212.54
  • ১।ইমরান, তোরা কি দক্ষিনে মুভ করেছিস? আজ সাহানারে দেখলাম, আমাদের ওদিকের বাস এ।
    ২। অন্য বাস থেকে হাত নেড়ে হাসলাম, সাহানা-ও হাসলো। জিগ্যেস কোরিশতো চিনে হেসেছে কিনা। আমি একটু বেড়ে ওঠার পর থেকে লোকে সবসময়ে চিনে হাসে না, প্রগতিশীল মানবতার স্বার্থে হাসে।

    --

    সংবাদ ব্যাপারটা পুরো ঈশ্বর অথবা ডিটারজেন্ট এর মত হয়ে গেছে, ব্যক্তিগত 'বিশ্বাস' অনুযায়ী বেছে নিন বা ঢলে পড়ুন।
  • dd | ১১ মে ২০১১ ১১:২৭ | 124.247.203.12
  • ঠিক আছে। সভাতে যখন সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে তখন আর ভোটের রেজাল্ট ফেজাল্টেরও দর্কার নেই।

    মমতা এক্কেবারে জিতে গেছে।

    তাইলে লাল শালু,লাল আবীরের বিক্রীবাটা কমবে। সেল বাড়বে হাওয়াই চপ্পল আর সবুজ আবীরের।

    আজকাল খুব পড়বে লোকে, বর্তমান "ভগমানকেও ভয় পাই না, কিন্তু প্রতিদিনকে পাই" এই শেষ কথাটুকু বলে বন্ধ হয়ে যাবে।

    প্রথম স্পীচেই মমতা কইবেন বত্রিশ বছরের জমানো জঞ্জাল আর শুণ্য ভাঁড়ার, এট্টু সময় দিন,লংডং ঐ এলো বলে। ঐ একই কথা বলে বলে পাঁচ বচ্ছর আরামসে যাবে।

    লাশ ওয়াচাররা শকুনের মতন অপেক্ষা করবেন, ফার্স্টে কোন দলের শহীদ হয়। প্রতিবেদকেরা সুখে আছেন, তাদের "প্রত্যক্ষদর্শন" লেখাও হয়ে গ্যাছে। এখন ঢিপ করে লাশ পরলেই হলো।
  • sinfaut | ১১ মে ২০১১ ১০:৪৯ | 203.91.201.57
  • দেবেশ রায়ের লেখাটা কী ও কেন? আজকাল কী গাঁজা সাপ্লাই করছে নাকি লেখকদের?
  • dukhe | ১১ মে ২০১১ ১০:৪৫ | 122.160.114.85
  • অষ্টম বামফ্রন্ট যদি সত্যি সত্যি না হয়, তবে এই আম্রিগান ভোটারদেরও দেখে নেবেন ।
  • Bratin | ১১ মে ২০১১ ১০:৩২ | 122.248.183.1
  • আর আমেরিকার টিভি চ্যানেল ?

    সেদিন দেখলাম গৌতম দেব সুমন কে আঙুল উ ঁচিয়ে বলছেন 'এই সব আমেরিকার টিভি চ্যানেল কে আমি দেখে নেব'। ঃ-))
  • aka | ১১ মে ২০১১ ১০:৩২ | 24.42.203.194
  • এই ভর দুকুরে ঝড়, গতিক সুবিধার নয় গো মাঝি।
  • saikat | ১১ মে ২০১১ ১০:৩২ | 202.54.74.119
  • কালকে একজিট পোল।
    আজকে ঝড় উঠল।
    উফ্‌ফ, প্রকৃতিও যাকে বলে পরিবর্তনপন্থী।
  • dd | ১১ মে ২০১১ ১০:১৯ | 124.247.203.12
  • কাল দাদা সেঞ্চুরিটা মাত্র ৬৮ রানের জন্য কান ঘেঁষে মিস কল্লো তায় একঝিট পোলের গুবগুবানী , আপ্নেদের সন্ধ্যাটা তাইলে ভালোই কাটলো।

    বিজয় মিছিলে কেমন শাড়ী পরবেন, মমতা ঠিক করে গুছিয়ে রেখেছেন তো?

    আর তাইলে ঐ কথাই রইলো, ডিবাকলের জন্য দায়ী (১)মিডিয়াদানব (২)সাম্রাজ্যবাদী পিচাশ আর (৩) বৃহৎ পুঁজিবাদী বেম্মোদত্তি।
  • Bratin | ১১ মে ২০১১ ১০:১৭ | 122.248.183.1
  • লোকজন কি ভাটিয়েছে রে। পড়তে পড়তেই দিন কাবার?

    আচ্ছা 'নরেন দে' সম্পর্কে কী বলছে?
  • I | ১১ মে ২০১১ ১০:১১ | 14.96.165.176
  • আবার এসেছে আষাঢ় ঃ-)
  • byaang | ১১ মে ২০১১ ০৯:৫৯ | 122.172.248.45
  • তাইলে সার্চান ক্যান?
  • I | ১১ মে ২০১১ ০৯:৫৩ | 14.96.165.176
  • না; আমি নাকুগামা দিয়ে কি করবো ! বইয়ের গাদায় শোভা পাচ্ছে।
  • byaang | ১১ মে ২০১১ ০৯:৪৯ | 122.172.248.45
  • আপনার নাকুগামা চাই?
  • I | ১১ মে ২০১১ ০৯:৪৭ | 14.96.165.176
  • আর মনে হয় হুতো এখন মাল্যবান পড়তেসে।
  • I | ১১ মে ২০১১ ০৯:৪৭ | 14.96.165.176
  • গুগুল হাকু-তে নাকু গামা দিয়ে সার্চ মাল্লে কিছু আসে না। মনে হয় হাকু জাপানী জানে না।
  • byang | ১১ মে ২০১১ ০৯:৪০ | 122.172.248.45
  • ঃ-))))
  • SS | ১১ মে ২০১১ ০৯:৩৯ | 99.120.125.223
  • বেশি অ্যাটেনশন দিয়ে সাপের সাথে এক খাঁচায় রাখলেই চিত্তির।
  • byaang | ১১ মে ২০১১ ০৯:২০ | 122.172.248.45
  • এসেসের জন্যে একটা লাইন তুলে দেওয়ার লোভ কিছুতেই সামলাতে পারলাম না - ""How far you want to carry on your mission to save our mother nature and extend your love for animals or beyond? Dont you think even mankind is also waiting for your kind attention? '' ঃ-))
    আর এরপরে কেউ যদি এসে আমাকে বকুনি দেয়, কেন আমি ব্যক্তিগত চিঠি খোলা পাতায় তুলে দিলাম, তার সব দায় এসেসের।
  • byaang | ১১ মে ২০১১ ০৯:১৬ | 122.172.248.45
  • ঃ-)) হুঁ, লিখতে লিখতে আমারও হুতোর ছবিটার কথাই মনে পড়ছিল।
    আর এসেস, আমি একটি ছেলেকে চিনতাম শমিত নাম ছিল তার, কলেজে পড়ার সময়ে চিনতাম, তার বাড়িতেও গেছিলাম নানা কাজে। কয়েক বছর বাদে খবরের কাগজে দেখলাম সত্যি তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। সে নাকি কোন সাইটে বাঙালীদের সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছিল সমানে, এই অপরাধে।
  • Abhyu | ১১ মে ২০১১ ০৯:১০ | 141.225.243.93
  • হুতোর সেই ছবি মনে পড়ল।
  • SS | ১১ মে ২০১১ ০৯:০৭ | 99.120.125.223
  • দুয়েকটা নমুনা এখানে দিলেও তো পারো। একটা প্রেমপত্রের টই ছিল না?
  • byaang | ১১ মে ২০১১ ০৯:০৫ | 122.172.248.45
  • অভ্যুবাবু এবং এসেস আপনারা আর কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না, আমার ইয়াহু অ্যাকাউন্ট টা আমি খুলতে পারি না, ভট্টাচার্য্যার উদ্দেশ্যে পাঠানো প্রেমপত্রের জন্য। আর সেইসব প্রেমপত্রের কীসব মর্মস্পর্শী ভাষা, পড়লে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি লাল আবীরে ভরে যায় ! প্রকাশ্যে বলতে পারি না, পুলিশ এসে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে সেই ভয়ে।
  • M | ১১ মে ২০১১ ০৯:০১ | 59.93.195.159
  • আর তোমাগো ছেলেপিলেরা বই পড়ে? আহা! আমি তো ছেলের জন্য যা কিনি আমি ই পড়ি। সেতো খালি দেখে, ক্ষী বলবে বলো!
  • Abhyu | ১১ মে ২০১১ ০৯:০০ | 141.225.243.93
  • শৈব্যা নয়?
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৫৯ | 122.172.248.45
  • এক্ষুনি মনে পড়লো, আমার নিজেরই একটা কিশোর জ্ঞানবিজ্ঞানের মোটকা সংকলন আছে কোলকাতার বাড়িতে, কিন্তু সেটা তো আমার ছোটোবেলার বই। ছোটোবেলার বই বলতে, ক্লাস টুয়ে পড়তে আমি জেনেছিলাম খোকা কাকের ল্যাটিন নাম বলতে পারে। ঐ সংকলনটা পড়েই আমার কিশোর জ্ঞানবিজ্ঞান পড়ার ইচ্ছে বাড়ে। কিন্তু আমি আগের পোস্টে যে সংকলনটার কথা বললাম, সেটা নতুন, মানে গত পাঁচ-সাতবছরের মধ্যে বেরিয়েছে। কিন্তু কোন দোকানে দেখেছি কিছুতেই মনে করতে পারছি না।
  • M | ১১ মে ২০১১ ০৮:৫৯ | 59.93.195.159
  • আমার কত বিজ্ঞ মতামত দেবার ছিলো, কিন্তু এ হালার নেট আমায় নেট জ্বালায়ে মারলো।মহানগর @কলকাতা দেখে আমার দুটো ডায়ালগ সবসময়ের করে নিতে ইচ্ছে হলো,'কি বলবে বলো? দূর ***'ক্ষী অসাধারন প্রয়োগ, সত্যি বলতে কি গোটা সিনিমায় ঐ টুকুই যা আনন্দ দিলো।
  • SS | ১১ মে ২০১১ ০৮:৫৬ | 99.120.125.223
  • না-না এখন ভট্টাচার্য্য হলে মুশকিল আছে।
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৫৪ | 122.172.248.45
  • কিশোর জ্ঞান বিজ্ঞানের কিছু লেখা একত্র করে একটা সংকলন বেরিয়েছিল, কিন্তু কারা বার করেছিল এখন মনে পড়ছে না। চর্চাপদের বইগুলো অসম্ভব ভালো, খালি মনে হবে কোনটা ছেড়ে কোনটা কিনি! চর্চাপদ কিন্তু ব্যাঙ্গালোরের ক্রসওয়ার্ডে নিয়মিত বই পাঠায়, অধিকাংশ চর্চাপদের বই আমি ব্যাঙ্গালোরে বসেই কিনেছি। তুমি বম্বের ক্রসওয়ার্ডে খোঁজ করতে পার।
  • Abhyu | ১১ মে ২০১১ ০৮:৫৩ | 141.225.243.93
  • শৈব্যা প্রকাশনী
    খুদে বৈজ্ঞানিক
  • Abhyu | ১১ মে ২০১১ ০৮:৫২ | 141.225.243.93
  • dutta? যাঃ ! আমি আশা করছিলাম ভট্টাচার্য হয় বুঝি ঃ)
  • de | ১১ মে ২০১১ ০৮:৫০ | 223.191.106.83
  • ব্যাং, প্রথমটা নেই কিন্তু দ্বিতীয়টা আছে! আরেকটা বই ছোটবেলায় বেরতো "কিশোর জ্ঞান -বিজ্ঞান" --ওটারো কোন পুরানো এডিশন পাই কিনা দেখতে হবে!
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৪৬ | 122.172.248.45
  • দে, suchetana.dutta
  • de | ১১ মে ২০১১ ০৮:৪৫ | 223.191.106.83
  • অভ্যু,
    আমি তো ক্যাশই নিয়ে গেছিলাম -- অনেক খুঁজেপেতে আমি গোটা দুয়েক এটিএম পেয়েছি যেনারা আমারে সহ্য করেন, কিন্তু সেতো ফুরিয়ে গ্যালো :(( বইপাড়ার আশেপাশে এটিএম আমিও খুঁজে পেলাম না! চর্যাপদের কালেকশন দেখতে হবে পরেরবার যখন যাবো --

    ব্যাং,

    আমার কাছে জিমেলে তোমার মেলাইডি নাই, তোমারটা দাও এখানে, করছি মেল! আপিসেরটা কানেকশান পাচ্ছি না!

    না মানুষী -- দেজ এর!

    আমি এখন একটু বাজারে যাচ্ছি, মেল আইডি দিয়ে রেখো, মেল করবো ফিরে!
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৪৪ | 122.172.248.45
  • অভ্যুবাবু একটু বলুন না, নামানুষী বিশ্বকোষ কাদের?
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৪৪ | 122.172.248.45
  • দে, পরেরবার লালমাটি গেলে লীলা মজুমদারের বাবার লেখা বনের খবর টা কিনে নিও। আর গয়নার বাক্সে ভরা পদিপিসির বর্মীবাক্স। মেয়ে মজা পাবে।
  • Abhyu | ১১ মে ২০১১ ০৮:৩৯ | 141.225.243.93
  • অচিনবাবা, সাথে এই গানটাও শুনুন -
    সুন্দর মুখ তব, দেএখি, দেএএখি নয়ন ভরি।
    ওয়াহ
    http://www.hummaa.com/music/song/E+Maha-aabaran/87778#
  • byaang | ১১ মে ২০১১ ০৮:৩৭ | 122.172.248.45
  • কলেজ স্ট্রীটে কেউ ক্রেডিট কার্ড নেয় না, এটা আমারও খুব বিরক্তিকর লাগে, কত ক্যাশ নিয়ে যাওয়া সম্ভব!! এমনকি বইপাড়ার আশেপাশে চট করে কোনো এটিএমও খুঁজে পাই না। আর বইয়ের পোঁটলা বয়ে এটিএম খুঁজতে হাঁটাহাঁটিও পোষায় না।
    দে, আমাকে একটা মেল করবে, একটু দরকার ছিল? আর তোমার লিস্টি প্রায় আমার কভার করা আছে, নামানুষী বিশ্বকোষটা বাদে। ওটা এবার কিনতেই হবে, কোন প্রকাশনীর ওটা?
  • Abhyu | ১১ মে ২০১১ ০৮:৩৩ | 141.225.243.93
  • সিভিয়ার প্রবলেমের সলিউশন -
    (১) এটিএম থেকে ক্যাশ তুলুন, (২) কলেজ স্ট্রীটে ক্যাশ দিয়ে বই কিনুন ও ২০-২৫% ডিস্কাউণ্ট পান।
  • Abhyu | ১১ মে ২০১১ ০৮:৩১ | 141.225.243.93
  • না মানুষী বিশ্বকোষটা ভালো বই। বিশেষ করে পার্ট ওয়ানটা। চর্চাপদের একটা ত্রৈলোক্যনাথের কালেকশন আছে দেখতে পারেন, দামী, কিন্তু ভালো।
  • de | ১১ মে ২০১১ ০৬:৫৮ | 223.191.90.101
  • দুটো সিভিয়ার প্রবলেম --

    ১)কলেজস্ট্রীটে যেখানে ২০%-২৫% ইত্যাদী দেয় --সেখানে কার্ড চলে না :((
    ২) কোলকাতার টাচস্ক্রীন এটিএমগুলো আমায় মোটে পছন্দ করে না -- সবকটা আমি ঢুকলেই গন্ডগোল শুরু করে :((
  • de | ১১ মে ২০১১ ০৬:৫৪ | 223.191.90.101
  • "ন্যাড়া--" ১৬০০ টাকা দাম করেছে -- আমি এইগুলো কিনে পয়সা ফুরিয়ে গ্যালো--আবার যেতে হবে, আমার আর মেয়ের জন্য এইগুলো কেনা হলো--

    দ্য ম্যান হু নিউ ইনফিনিটি --কানিগেল
    ডু অ্যান্ড ডাই --মানীনি চ্যাট্যার্জী
    অস্কার ওয়াইল্ড --কমপ্লিট স্টোরিজ
    দ্য স্টোরি অব মাই লাইফ -হেলেন কেলার
    কমপ্লিট শর্ট স্টোরিজ অব মার্ক টোয়েন
    ও হেনরি-- হান্ড্রেড সিলেক্টেড স্টোরিজ
    কমপ্লিট শার্লক হোমস
    মেকার্স অব মডার্ন ইন্ডিয়া -- রামচন্দ্র গুহ
    দ্য লাইফ অ্যান্ড ট্রায়াল অব ভগত সিং - কুলদীপ নায়ার
    অ্যাডভেঞ্চারস অব টিনটিনের বাকি চাট্টে পার্ট
    কতগুলো ন্যান্সি ড্রু আর প্রিন্সেস ডায়ারি ইত্যাদী কি কি য্যানো --

    লীলা মজুমদার -- চারখন্ড --লালমাটি
    শঙ্কু সমগ্র
    কেয়াপাতার নৌকো
    নবনীতার নোটবই
    দেশ-এর কবিতা -- ১৯৮৩-২০০৭
    বঙ্গনারীর গল্পশতক
    না-মানুষী বিশ্বকোষ -- দুই খন্ড

    আর কিছু উদয়ন, মন্দিরা ইত্যাদী --
  • achintyarup | ১১ মে ২০১১ ০৫:৪১ | 59.93.255.66
  • কিনেই ফেল্লাম শেষে। "ন্যাড়া বটতলায় যায় ক'বার?' গৌতম ভদ্র-র লেখা। প্রকাশক ছাতিম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত