রাজদীপ, আর বোতীন, মার্কেটে বড়রা ঘুরে বেড়াচ্ছেন। ওটা ইসেই থাকুক।
shrabani | ১১ মে ২০১১ ১৭:৪৭ | 124.124.244.110
আমি জানিনা, তবে ঐ মেয়ের নাম অরণি, "অ" অবশ্য আ উচ্চারণে কিন্তু "ণ" এর উচ্চারণ টা "ণ" ই, "ন" নয়।ঃ) আমি আর কাউকে অরণি নামে চিনিনা।
Rajdeep | ১১ মে ২০১১ ১৭:৪৪ | 115.111.126.179
কেসিদা ই টা কে কি করেই দাও !
Bratin | ১১ মে ২০১১ ১৭:৩৩ | 122.248.183.1
কিন্তু অরণি ছেলে দের নাম হয় না? আর kc, ইসের ঠোঁট খারাপ কিসে?
shrabani | ১১ মে ২০১১ ১৭:২৮ | 124.124.244.110
নামের টইতে অরণি দেখে মনে পড়ল, অনেককাল আগে মানে আমার স্কুলবেলায়, দিল্লীর এক বিয়েবাড়ীতে এক ভদ্রমহিলার সাথে আলাপ হয়। উনি তেলুগু কিন্তু বাংলা বলতে পারেন অল্পস্বল্প, কারণ ওনার বাবা সিপিআই এম পি ছিলেন, দিল্লীতে বাঙালীদের সঙ্গে ওঠাবসা। কোলে ওঁর কয়েকমাসের মেয়ে, কেউ বাচ্চাটার নাম জিজ্ঞেস করলেই বলছিলেন "শি ইজ অরণি, অরণি মীনস...."। ঐভাবে নাম মানে সহ বলাটা তখন আমার বেশ মজা লেগেছিল আর নামটা অনেকদিন মনে ছিল।
পরে তখন কলেজে, শুনলাম ভদ্রমহিলা স্বামী, দুই মেয়েকে ছেড়ে অন্য কার সঙ্গে চলে গেছেন, কেউ তার খবর রাখেনা। দিল্লী এসে কোন একটা ব্যাপারে ওর স্বামী রেড্ডি ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল, উনি খুব উচ্ছসিত আমি সেই মেয়ে এই হয়েছি শুনে,আর আমিও যখন শুনলাম সেই অরণি তখন কলেজে পড়ছে।
kc | ১১ মে ২০১১ ১৭:২৫ | 194.126.37.78
যত্তসব অপপ্রচার। হাঁসেরা মোটেই কামড়ায়না, হাঁসেরতো দাঁতই নেই। ঠোঁট দিয়ে চেপে ধরে থাকে, অনেকটা ইসের মতন। ;-)
kumu | ১১ মে ২০১১ ১৭:১৬ | 122.160.159.184
ব্রতীন আমারটা বলে দিলো।যে হাঁসেরা কামড়ায় তারাই তো হ্যাঁকার,মতান্তরে হ্যাকার।
শ্রাবণী বাংলা জানে না?তাইলে জানে কে/ক্ষে?
shrabani | ১১ মে ২০১১ ১৭:০৯ | 124.124.244.110
হাঁস যদি আওয়াজ না করে কামড়ায় (এরকম একটা কাজ চুপচাপ সারাই তো ভালো) তাহলে হাঁসের আওয়াজটা বাদ, হাতে রইল কামড়ানোর আওয়াজ, ইয়ানি কী খ্যাঁক।
stoic | ১১ মে ২০১১ ১৭:০২ | 160.103.2.224
ষ্ণ্যাক, ঞ্জ্যাক অথবা জ্ঞ্যাক এর কোন একটা হবে। এখন ঠিক মাথায় আসচে না।
Netai | ১১ মে ২০১১ ১৭:০০ | 121.241.98.225
এটা তো ঐ ধাঁধাটার মতন। খিলাড়ী নম্বর ওয়ানের নায়ক কে হবে। গোবিন্দা না অক্ষয় কুমার।
shrabani | ১১ মে ২০১১ ১৭:০০ | 124.124.244.110
এখানে এলেই বাংলা ঠিকমত না জানা বা তার সুফল কুফল ইত্যাদি বেশী করে অনুভব করি!ঃ(
ও ই রকম বিয়োগান্তক ছবি মোটে ভলো নয়। বাংলা হিসেব । যত পিস নায়ক তত পিস নায়িকা। এবার এর সথে তার / তার সাথে এর ইন্টু মিন্টু যা হবার হোক। শেষে নায়ক/নায়িকা কম না পড়লেই হল।
aka | ১১ মে ২০১১ ১৬:৫৬ | 24.42.203.194
ও কেসি তাইলে পুরো অপটিমাইজঅড হল না। ;)
dd | ১১ মে ২০১১ ১৬:৫৪ | 124.247.203.12
ভালো করে বলতে গেলে, কান খুলকে শুনুন, হাসের আওয়াজকে প্যাঁক বলে, কামড়ানোর আওয়াজকে খ্যাঁক বলে।
সকালে আজ্জো একটা পোস্ট করে পটি কত্তে যায়, তারপর একটা পোস্ট করে দৌড়তে যায়। ব্রেকফাস্টের সময় শুধু পড়ে। তার্পর আপিসে এসে মেলফেল চেক করে তিন চারটে পোস্ট করে।
Bratin | ১১ মে ২০১১ ১৬:৪৭ | 122.248.183.1
প্যাঁক মানে হল বাংলা আওয়াজ দেওয়া।
aka | ১১ মে ২০১১ ১৬:৪৭ | 24.42.203.194
বোঝো! ভাষাদাঙ্গা শুরু হল বলে। পার্ক সার্কাসে বোম পড়ুক বা না ইন্টারনেটে র্যাডিয়েশন চলবেই, এই দৃঢ় অঙ্গীকার থাকল। লাল সবুজে বেগুনী আবীর, জিন্নাবাউ জিন্নাবাউ।
Bratin | ১১ মে ২০১১ ১৬:৪৬ | 122.248.183.1
না না। গান টা হল এইরকমঃ
'খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব উঁকি মেরে চায়' ঃ-))
ম,ঃ-)) । আমি কবি দ্বারা কৃত মেয়েদের যে শ্রেনীবিভাগ টা দিয়েছিলাম সেটা দেখে নাও ঃ-))
shrabani | ১১ মে ২০১১ ১৬:৪৫ | 124.124.244.110
প্যাঁক? সেটা কী জিনিস? আমি ওসবের মানে টানে জানিনা। ঐ যে ডিডিদা বলল মান্দ্রাজে ভীষণ সব পদ্দো লিখবে।
kumu | ১১ মে ২০১১ ১৬:৪০ | 122.160.159.184
ডিডিদার পদ্যের একটি লাইনও যেন না হারায়,লুরু থেকে কাউকে depute করা হোক,কমা-দাঁড়ি সব ধরে রাখতে।
h | ১১ মে ২০১১ ১৬:৩৯ | 203.99.212.54
শ্রাবনীদি ইকি, একি প্যাঁকার্থে না ই অনুপ্রাসমাত্র ঃ-)
shrabani | ১১ মে ২০১১ ১৬:৩২ | 124.124.244.110
ভালোই হল, এই শুক্রবারে dd ও didi দুজনেরই ভয়ানক সব ঐতিহাসিক পদ্য পাবে দেশবাসী, আকাশ বাতাস ভরে যাবে!
Kaju | ১১ মে ২০১১ ১৬:২৭ | 121.244.143.246
১৭-১৮ তো উইক ডে, ঘোরতর সোসনের দিন তো... কিছুই স্থির করে বলা মুস্কিল। তার ওপর আজকাল যা শুরু করেচে।
Netai | ১১ মে ২০১১ ১৬:২৭ | 121.241.98.225
প্রেমের কাহিনীতে যীশুও ছিল। সিনেমাটাতে একটা সুঃস্থ প্রতিযোগিতা চলছিল। কার কত বড় মন। শেষ পর্যন্ত যীশুই জয়লাভ করে। মালাবদলের দ্বারপ্রান্ত থেকে প্রান্ত বদল করে মালা ধরিয়ে দেয় দেবের হাতে। এতততত্তো বড় মনের পরিচয় দিয়ে। এরম মিলনান্তক পরিনতির মধ্যে দিয়েই সিনেমার যবনিকাপাত।
dd | ১১ মে ২০১১ ১৬:২৬ | 124.247.203.12
"ইচ্ছে করে সব ব্যাটাদের কান দুটো দি পেঁচিয়ে" ....... কবি কয়েছেন।
M | ১১ মে ২০১১ ১৬:১৬ | 59.93.195.180
আমিও আজ চেষ্টা চরিত্তির করে তখন তেইশ দেখে ফেলেচি, নেহাত যীশুর উপর একটু ট্যান আছি........
আর ন্যাকা ব্যাপার নিয়ে অত নাক সিঁটকোনোর ক্ষী আছে, আমার ন্যাকা ব্যাপার খুব ভাল্লাগে,তাই আমি স্লাইট ন্যাকা মতন।
Netai | ১১ মে ২০১১ ১৬:১০ | 121.241.98.225
সিনেমাটা কেমন ন্যাকা ন্যাকা ধরনের। আমার অবিশ্যি খারাপ লাগেনি। ঃ) সেদিন দেখা হয়েছিলটা বরং সিনেমাহলে দেখে পোষায়নি। গানগুলোই দিব্বি ছিল। খোকাবাবু যায়, ঢিকচাক ঢিকচাক।
Bratin | ১১ মে ২০১১ ১৬:০৫ | 122.248.183.1
না না। দেবযানী আর অর্পনের কলকাতা আসা উপলক্ষ্যে।
Rajdeep | ১১ মে ২০১১ ১৬:০৩ | 115.111.126.179
সেলিব্রেশন ভাট নাকি ঃ)
Bratin | ১১ মে ২০১১ ১৫:৪৮ | 122.248.183.1
সে কী ?? চাপ তো!!
কাজু, ১৭ বা ১৮ তারিখে একটা কলি ভাট হবে। সন্ধ্যের সময় ৬ঃ৩০ পরে। আসতে পারবে?
Kaju | ১১ মে ২০১১ ১৫:৪১ | 59.163.201.173
ওতে নাকি দেবের নিত্যসঙ্গী খরগোশটার নাম ছিল দেবদাস !
Bratin | ১১ মে ২০১১ ১৫:৪১ | 122.248.183.1
কুমু দি, কেমন করে? সিস্টার্স বা ব্রাদার্স কনসার্ন নাকি?
Bratin | ১১ মে ২০১১ ১৫:৩০ | 122.248.183.1
আমি সিনেমা টা দেখিনি তবে গান টা শুনেছি। চিত্রায়ন টা একটু বড়দের যদিও। তবে সুর টি বেশ।
ভয়ানক ডার্ক মুডে আছি। এই উইকেন্ডটা বোধয় মান্দ্রাজেই কাটাতে হবে।
যখন তখন হাত চলবে, বিশ্রী সব পদ্দো লিখে ফেলবো।
খুব ইচ্ছে চেগেছে কাউকে, যে কাউক্কে একটা খ্যাঁক করে কামড়াতে।
kc | ১১ মে ২০১১ ১৫:০৫ | 194.126.37.78
ঐসব পোতিবাদ টতিবাদ মাঠে নেমে কল্লে যা বাকী আছে তাও গোল্লায় যাবে। তবে পোবোল পোতিবাদ হব্বেই, আর সেটা হবে ইন্টারনেটে দেয়াল লিখে, রঙবেরঙের ছবিছাবা আর লিং দিয়ে। এক্কেবারে ডিডির সেই রান্নার মত, "" যেমন অস্বাস্থকর, তেমনি ভালো খেতে''।
kumudini | ১১ মে ২০১১ ১৫:০০ | 122.160.159.184
ক্যানো,সবাই দোকান চেঞ্জায়,কুমুদি পারবে না ক্যানো?তাও তো পুরো চেঞ্জাইনি।
dd | ১১ মে ২০১১ ১৪:৫১ | 124.247.203.12
বোধহয় আজকালেই পড়লাম সিটুর বার্ত্তা।
পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ হবে। মানে বন্ধ আর হট্টোগোল।
বত্রিশ বছর ছিপিএম একটাও কবজী ডুবিয়ে প্রতিবাদ প্রতিরোধ করতে পারে নি। সেই লেটেন্ট ক্ষুধায় মোটা হয়ে গেছে।
এইবারে জমবে। একটা ফাটাফাটি প্রতিরোধ, ভাবলেই জিভে জল আসে। বাস পুড়বে,লাশ পরবে। হাজরা রোডে গর্ত্ত খুঁড়েছিলো মমতা এবার ট্রেঞ্চ চলবে চৌরংগীতে।
আমি মান্দ্রাজের সেফ আভেনে বসে খপর পাবো।
লিখে রাখুন।
kc | ১১ মে ২০১১ ১৪:৫০ | 194.126.37.78
কুমুদির এই আপিস চেঞ্জের ফান্ডাটা কী? ইন্দো ডাক্তারইবা কেন ভরদুকুরে বাণী ছড়ায়? ইন্দেক্তান দিছে কেউ নাকি?
kumudini | ১১ মে ২০১১ ১৩:৪৮ | 122.160.159.184
এটা কি নাট্যশালা?অ্যাঁ?
saikat | ১১ মে ২০১১ ১৩:৩২ | 202.54.74.119
ইয়াক ! ইয়াক !
I | ১১ মে ২০১১ ১৩:২৩ | 14.96.155.125
ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস
I | ১১ মে ২০১১ ১৩:২২ | 14.96.155.125
আমি হসিনি। কাশুচি।
Bratin | ১১ মে ২০১১ ১৩:১৭ | 122.248.183.1
কই হাসি নি তো!!
তুমি নতুন আপিসে গুপি করে গুরু খুলে ফেললে? যাতা তো!!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন