এই বোধয় একমাত্র ধরনের হিংসা, যেখানে অত্যাচারীর সঙ্গে অত্যাচারিতকেও কিছু দোষারোপ শুনতে হয়। কি আশ্চর্য, দুর্বলতা কি অপরাধ? লাথি ঝাঁটা মেরে যাওয়ার জায়গা ওঁর ছিল আমরা কি তা জানি?
আগেও যাদবপুরের কবির টইতে এইসব বলে তিরস্কৃত হয়ে মার্জনা চেয়েছি, তবে আমি একটু দু'কান কাটা কিনা, আবার বকলে আবার সরি বলে নেবো।
ranjan roy | ১৫ মে ২০১১ ০২:১৯ | 122.168.211.158
NK, ব্যাপরটা এত লিনিয়ার নয়, বেশ ইন্টারেস্টিং বন্ধু ওই ওয়ার্কশপেই শুধরে যায়, যেচে সব মেয়েদের সঙ্গে সমান ভাবে, বন্ধুভাবে কথা বলে এবং সুখী পরিবার। খালি অনেস্ট রাগি লোক। পেটের দায়ে একটি চোর এন জি ও তে খেটে যাচ্ছে। অন্য জায়গায় যেতে চাইছে, আমি কোন সাহায্য করতে পারছি না। ধৈর্য্য ধরুন, ওর গল্পটা ওই টইতে বিস্তারিত বলব।
nk | ১৫ মে ২০১১ ০২:০১ | 151.141.84.194
তবে দোষ আপনার বন্ধুকে দিই না রঞ্জন, দোষ মহিলাটিরও কম না। প্রথম অ্যাসল্টের পরেই মহিলাও ওকে পাল্টা লাত্থি বা ঝাঁটা মেরে চলে যেতে পারতেন। তা তিনি যান নি, অন্য কোনো ডীল করে থেকে গেছেন। সুতরা দায়িত্ব কিছুটা তেনার উপরেও বর্তায়।
nk | ১৫ মে ২০১১ ০১:৫৭ | 151.141.84.194
রঞ্জন বাবুর সেই বৌ পেটানো বন্ধুকে কিছুদিনের জন্য লোথারের কাকীমা গোত্রের কয়েকজনের সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক, বছর দুইয়ের শিক্ষাসফরের মতন আরকি। তারপরে উদ্ধার করে আনা হবে। :-)
nk | ১৫ মে ২০১১ ০১:৫৩ | 151.141.84.194
"বারে বারে মহারাজে আশিস করিয়া/ দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে" বলতে না বলতেই "আবার সে এসেছে ফিরিয়া" বলে দাশু হাজির! মানে তক্কোটক্কর এর ফিরে ফিরে আসা কϾট্রবিউটার দের দেখে মনে হচ্ছে। :-)
Bratin | ১৫ মে ২০১১ ০১:৪৯ | 117.194.98.3
যাক। সব্বাই কে দ্বিতীয় বার গুড নাইট/ ডে জানিয়ে আমি কাটলাম!!
r.h | ১৫ মে ২০১১ ০১:৪৫ | 67.96.80.214
আরে না না। ঃ)
ranjan roy | ১৫ মে ২০১১ ০১:৪৪ | 122.168.212.16
আকা এবং দুখে, ইয়ার্কি না , ধক্ লাগে সত্যিই। আমার আইস্যাব এর অ্যাডভান্সড হিউম্যান ল্যাবে দেখলাম একজন আমার প্রিয় সাথী অকপটে বল্লেন-- আমি আমার ধর্মবিশ্বাস অনুযায়ী মেয়েদের সদস্য মনে করি, ইক্যুয়াল পার্টনার নয়।( ধক্ লাগে, বিশেষ করে মেয়েদের সামনে বলতে)। অনেক নিস্ফল আলুচানা করার পর ফেসিলিটেটর বল্লেন- মাফ কীজিয়েগা। আপনি বৌকে পেটানো ছেড়েছেন কি না? ( হেব্বি ধক্ লাগে। আমার তো ভেতরে ধক্ ধক্)। কিন্তু সাথীটি দশ সেকেন্ড চুপ থেকে বল্লো--- পাঁচবছর আগে শেষ মেরেছি। আর মারিনা। আমি-- সেকি, তুমি গিন্নিকে পেটাতে? রেগুলার পেটানো যাকে বলে? --- হ্যাঁ, যথেষ্ট জোরে মারতাম। আমার কথামত কাজ না হলেই। বড্ড অথরিটেরিয়ান ছিলম। আজকাল ও যা বলে সব মেনে নেই। ওর কথাই গেরস্তির ব্যাপারে শেষ কথা। ( একশ' গুণ ধক্ লাগে।) এইসব গল্প "" আলো-অন্ধকারে যাই '' সূতোয়্ম লিখব, ভোটের বাজার একউ ঠান্ডা হলেই।
Bratin | ১৫ মে ২০১১ ০১:৪২ | 117.194.98.3
হুতো মনে হয় বৌ পাশে নেই বলে হেব্বি মজায় আছে আর পানের মাত্রা বাড়িয়ে দিয়েছে!!
Bratin | ১৫ মে ২০১১ ০১:৪১ | 117.194.98.3
ঃ-))
r.h | ১৫ মে ২০১১ ০১:৪০ | 67.96.80.214
ইশ ছি ছি, অপ-র পরাকাষ্ঠা করে ফেলছি। এট্টু হুইস্কি বানাই।
r.h | ১৫ মে ২০১১ ০১:৩৯ | 67.96.80.214
এখন হলে কোথায় লাগতো? ঃ০
r.h | ১৫ মে ২০১১ ০১:৩৮ | 67.96.80.214
দাবী জানালেই হবে? জানো না আমি গুচপন্থী সুতরাং এখন ক্ষমতার কাছাকাছি? বিনম্রতার সঙ্গে বললে ডাইরীতে লিখে রাখবো। অবশ্য তুমিও যদি ক্ষমতার কাছাকাছি হও তাইলে অন্যকথা।
তবে আমি এতো প্যাঁচার ছবি আঁকি, আমার কিন্তু কোন একটা কমিটিতে জায়গা পাওয়া উচিত। চাকরী বাকরি আর পোষায় না।
Bratin | ১৫ মে ২০১১ ০১:৩৭ | 117.194.98.3
এক দম বুকে। তখন বয়েস কম ছেল কিনা!!
pinaki | ১৫ মে ২০১১ ০১:৩৭ | 122.164.253.41
আচ্ছা এই অর্কুট ফেসবুকের মণিমুক্তোগুলোর লিং দেওয়া হোক জনস্বার্থে।
pi | ১৫ মে ২০১১ ০১:৩৭ | 72.83.97.171
সৈকতদা , সেটাই বলছিলাম। এদের লাইনের সাথে নেতাদের লাইনের কোন তফাত দেখিনা। তাই মনে হয় এই ধরণের অ্যাটিচিউড নেওয়া, এই স্ট্যান্ড নেওয়া ও পার্টির অঘোষিত লাইন মেনেই ।
aka | ১৫ মে ২০১১ ০১:৩৭ | 24.42.203.194
'হেব্বি' টা কোথায় 'লেগেছিল" বোতীন?
saikat | ১৫ মে ২০১১ ০১:৩৫ | 180.215.22.225
অপসংস্কৃতিকে অপসংস্কৃতি না বল্লে দ্বিচারীতা হত। ঃ-)
Bratin | ১৫ মে ২০১১ ০১:৩৩ | 117.194.98.3
সে তো তোমরা 'হোপ ৮৬' কে এক সময় অপসংস্কৃতি বলেছিলে। মনে নেই ভেবেছো??
saikat | ১৫ মে ২০১১ ০১:৩২ | 180.215.22.225
হুতোর কাছ থেকে ২-টো ছবির দাবী জানালাম।
১)দ্বিচারী ২)নিরপেক্ষ
r.h | ১৫ মে ২০১১ ০১:৩১ | 67.96.80.214
অপ ঃ) তার বেশী ধক নাই
Bratin | ১৫ মে ২০১১ ০১:২৯ | 117.194.98.3
যাই বলো তোঅমরা। সেই সময়ে 'ধক ধক করনে লাগা' দেখে হেব্বি লেগেছিল। অনন্যা তে দেখেছিলাম।
saikat | ১৫ মে ২০১১ ০১:২৮ | 180.215.22.225
হুতো কী নিরপেক্ষ না অপসংস্কৃতির পক্ষে?
Bratin | ১৫ মে ২০১১ ০১:২৭ | 117.194.98.3
আচ্ছা। বাঁদর টা না হয় বোঝা গেল । কিন্তু আকা কাবলী ছোলা কে কেন ভয় পায়?
r.h | ১৫ মে ২০১১ ০১:২৬ | 67.96.80.214
কিন্তু... ধক ধক? আমি কি দ্বিচারী?
r.h | ১৫ মে ২০১১ ০১:২৪ | 67.96.80.214
আমি কিম কার্দাশিয়ানের পক্ষে।
saikat | ১৫ মে ২০১১ ০১:২১ | 180.215.22.225
যাই বল, অর্কূট, ফেসবুকে কিন্তু পার্টি লাইন মেনে চলা হয়।
কালকে বিকেলের দিকে শতরূপ ঘোষ তাচ্ছিল্য করে বল্লেন - "হেরে গেলে আমরা তো আর সায়েন্টিফিক রিগিং-এর অভিযোগ করি না" - আর তার পরে বিমান বসু সংবাদিক বৈঠকে ইভিএম-এ জালির দিকে ইঙ্গিত করলেন। তখন থেকে এটাই কী পার্টি লাইন?
কিস্যু হইব না।
কেসিই হক কথা বলেছিলেন। ওপরটা না বদলালে কিছুই হবে ন
pi | ১৫ মে ২০১১ ০১:১০ | 72.83.97.171
সৈকতদা, অর্কুট, ফেসবুকে ঘোরাঘুরি করলে সারাদিন ই শুয়ে থাকতে হবে ঃ)
আমার তো মনে হয় ঐসব দেখে খেপে গিয়ে সায়ন্তন ঐ থ্রেড খুলেছে। এবং ওর খোলা থ্রেডে অর্কুটেও কমরেডরা যা সব মণিমুক্তো দিয়েছেন ! ঃ)
saikat | ১৫ মে ২০১১ ০১:০৭ | 180.215.22.225
টইএর পোস্টটা পড়ে আর নিতে পারছি না।
জল খেয়ে শুয়ে পড়ি।
ঢক ঢক করে।
aka | ১৫ মে ২০১১ ০০:৫৫ | 24.42.203.194
আমাদের কালে দেখতে গেলেও ধক লাগত। ;)
saikat | ১৫ মে ২০১১ ০০:৫১ | 180.215.22.225
ধক ধক । মানে মাধুরী?
হ্যাঁ, ঐ রকম নাচতে গেলেও ধক লাগে।
aka | ১৫ মে ২০১১ ০০:৪৭ | 24.42.203.194
খেঁজুরের চাটনিটা কি নেমেছে। আহা।
pi | ১৫ মে ২০১১ ০০:৪৭ | 72.83.97.171
বিবিকে যে কী বলবো, ভেবে পাইনা। নার এক্টা স্টেটমেন্ট , স্ট্যান্ডের সাথে অন্যটার এত স্ববিরোধ থাকে! এত কিছু উনি মিস করে যান ! বলতে গেলে এত কিছু পয়েন্ট আউট করতে হয় ! মুশকিল হল, বলেও কি লাভ আছে ? সেই তো না বুঝে পাল্টা একটা আরো অবুঝ প্রশ্ন করবেন।
খালি একটা কথা বলি। ঘোড়ায় হাসলে চিন্তা নেই। মানুষে হাসাহাসি করলে কিন্তু আছে ঃ)
aka | ১৫ মে ২০১১ ০০:৪৭ | 24.42.203.194
মানে ধক ধক।
বিবি চলে গেলেন আমার উত্তর না দিয়ে। ধক নেই।
saikat | ১৫ মে ২০১১ ০০:৪২ | 180.215.22.225
"রোজ" বসিয়ে উত্তর দিন। বেশী বেশী ধক লাগবে।
pi | ১৫ মে ২০১১ ০০:৪২ | 72.83.97.171
এখনো কোন আত্মসমীক্ষা নেই, বিভিন্ন ফোরামে দেখছি সেই অন্যদের আক্রমণ, তড়পানি, এমনকি,এ ও বলা, এখনো, 'জনগণ ভুল করেছে'।
সায়ন্তনের প্রশ্নগুলো কিন্তু আর তুলতে শুনছিনা। নিজেদেরকে ও পার্টিকে এই প্রশ্নগুলো সিরিয়াসলি করার সময় কি এখনো আসেনি ? অন্যদেরকে এত মাথামুণ্ডুহীন প্রশ্ন না করে ?
aka | ১৫ মে ২০১১ ০০:৪০ | 24.42.203.194
আর একটা কূট প্রশ্ন
আপনি কি বউয়ের কাছে মার খান।
হ্যাঁ বা না তে উত্তর দিন। এটায় আরও বেশি ধক লাগবে।
saikat | ১৫ মে ২০১১ ০০:৩৯ | 180.215.22.225
আজকালে "জানি না" অপশান থাকে। এখানেই চাই।
dukhe | ১৫ মে ২০১১ ০০:৩৮ | 117.194.241.145
টিভিতে আইটেম বয়কে মিস করছি । কূট প্রশ্ন - আপনি কি এখনও রোজ আপনার বৌকে পেটান ? হ্যাঁ বা না তে উত্তর দিন দিকি। ধক থাকলে ।
saikat | ১৫ মে ২০১১ ০০:৩৬ | 180.215.22.225
এ বাবা। দুখে মোহনবাগান। মানে দ্বিচারী।
pi | ১৫ মে ২০১১ ০০:৩৫ | 72.83.97.171
মাইরি, নানা অনলাইন ফোরামে কথা বলার আগে সিপিএম এত বিরোধী ছিলাম না। আলোচনা করতে গিয়ে এনাদের দিক থেকে যে ফর্মে আক্রমণ দেখলাম, কিছু সমালোচনা করতে গেলেই আক্রমণ, ব্যক্তি আক্রমণ, কুৎসা, আর তিনোমুলী বলে ব্র্যাণ্ডিং করে দেওয়া, আর আমেরিকা নিয়ে কটাক্ষ তো আছেই । শুধু আমি না, আরো বহু লোক ভুক্তভোগী। এবারেও টিভিতে গৌতম দেব এটা আলের শো দেখা আগে, সত্যি বলছি, সিপিএম কে লেখালেখি করতে ইচ্ছে যায়নি। তবে মজা হল, এই আচরণ, কথাবার্তাঅগুলোর সাথে গৌতম দেব,বিমান বসু , এমনকি , হ্যাঁ, অনিল বসুর বলা কথার ও এত্ত মিল পাই ! ভাবছিলাম, এই পার্টি করা কি একরকম মৌলবাদের পর্যায়ে ই পৌঁছে যায় , যাতে করে স্বাভাবিক বিচার বুদ্ধি বোধ যুক্তি সবকিছু বিসর্জন দিতে হয়, সমর্থনে অন্ধ হতে হয় আর পার্টি আনুগত্যের কালো চশমা পরে বাকি সব কিছু থেকে, জনসাধারণের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় ? কোন সত্যিকারের 'সংশোধন' ই আর তাই হয় না।
তবে এতে করে আল্টিমেটলি আর কী হয়। ঐ একরকমের গাঁট গাম্বাট কি খোরাক এ প্রতিপন্ন হতে হয়। এবং ঐ, জনসাধারণের থেকে বিচ্ছিন্ন। পার্টি কে ভোট না দেবার পরিণাম সম্পর্কিত 'ভয়' টা কেটে গেলেই জনগণ ব্যালটে তার উত্তর ও দিয়ে দেন। এবারের মত। এবং এনারা এতটাই বিচ্ছিন্ন যে সেটা আগাম আঁচ অব্দি করতে পারেন না। ১৭০-৮০-২০০ পাচ্ছি বলে সেলিব্রেশনের মুর্গীর ঝোল রেডি করে নিজেরাই এরকম মুর্গী বনেন ঃ)
dukhe | ১৫ মে ২০১১ ০০:৩৪ | 117.194.241.145
লাও । আকা এবার আমাকে জিগাবেন আমি কেন মোহনবাগানের দলে । বলব না । বলতে পারবও না । যা খুশি করুন ।
saikat | ১৫ মে ২০১১ ০০:৩৩ | 180.215.22.225
এ কী প্যাঁচ।
আম্রিকায় থাকা মাওবাদীদের সমর্থকদের সমালোচনা করলেন অথচ ভারতে বসে সিপিএম সমর্থক হয়ে বুশপন্থী।
dukhe | ১৫ মে ২০১১ ০০:৩১ | 117.194.241.145
bb, এই প্রথম একজন বুশপন্থী সিপিয়েম দেখলাম । কনগ্রাটস । আমার অত ধক নাই - জানেনই তো দাদা ।
saikat | ১৫ মে ২০১১ ০০:২৯ | 180.215.22.225
কোন দিকে হেলে পড়ব বুঝছি না।
je keu | ১৫ মে ২০১১ ০০:২৮ | 122.162.75.227
আরেকটু সংশোধন করি। "বাম' নয়। সিপিএমকে সমর্থন করি নি। অতএব নিরপেক্ষ নই।
অন্যদিকে তৃণমূলকে সমর্থনও করি নি, বিরোধিতাও করি নি। মানে "সমর্থন করি, বা করি না'-র বাইরে। এইবারে আমি নিরপেক্ষ?
aka | ১৫ মে ২০১১ ০০:২৮ | 24.42.203.194
এবারে বিবিকে একটা ধকের প্রশ্ন জিগ্যেস করি। একটু বুঝিয়ে বলুন তো আপনি কেন সিপিএমকে সমর্থন করেন?
aka | ১৫ মে ২০১১ ০০:২৬ | 24.42.203.194
'ভেবে দেখতে হেলে' - এখানে কোন হেলের কথা বলা হইছে 'কেউটে হেলে' না 'কাইত হেলে'?
aka | ১৫ মে ২০১১ ০০:২৪ | 24.42.203.194
কিস্যু ধক লাগে না। আমি ভোট দিতে পারলে বামফ্রন্টের বিরুদ্ধে দিতাম।
পার্টি কর্মী ও পাতি ভোটারের মধ্যে পার্সপেক্টিভের দিফারেন্স আছে।
je keu | ১৫ মে ২০১১ ০০:২৩ | 122.162.75.227
ওকে, তা হলে ফাইন প্রিন্ট হল বামেদের সমর্থন করেন নি বলা মানে নিরপেক্ষ নই।
ঠিকভাবে যদি বুঝে থাকি, তা হলে রিফ্রেজ করি। আপনি হয় অপরাধীকে সমর্থন করেছেন অথবা করেন নি। এর বাইরে হলে নিরপেক্ষ।
আপনি আইনের সাহায্যে জমি অধিগ্রহণ সমর্থন করেছেন বা করেন নি। এর বাইরে হলে নিরপেক্ষ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন