এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১৩ মে ২০১১ ২২:১২ | 59.93.195.230
  • কিন্তু এক্ষি এয়ার্কি? চোদ্দপাতা আপডেট?টই তো ছয়লাপ।এদিকে আমার পোচ্চুর ঘুম্পাচ্ছে।

    তবে আমি যতটুকু দেখলাম, বয়স্ক মানুষেরা বেশ গম্ভীর ,মাঝবয়সীরা টেন্সড,নীচুতলার মানুষেরা পুরো সাইকো স্টেটে, যেটা আমার সবথেকে খারাপ লাগে, বেচারিদের এদল ওদল খালি ভুলভাল জিনিস খাওয়ায়,আর ওরাও বিশ্বাস করে,মানে উপায় নেই ওদের, একটু ভালো থাকবো বলে এই বিশ্বাসটা ওরা করে নেয়,আর যখন সেই স্বপ্ন প্রায় হাতের নাগালে তখন ই না পাওয়ার ঘন্টা শুনতে পায়।আমি যাস্ট এটা নিতে পারিনা,দমাদ্দম সব ভেঙ্গে দিতে ইচ্ছে করে।আর কম বয়সী ছেলেমেয়েরা বয়সের ধর্মেই মজাও করছে আর সমবয়সী দুঃখী বন্ধুদের ও মানসিক সাপোর্ট দিচ্ছে।সব থেকে সুইট দল।
  • nyara | ১৩ মে ২০১১ ২২:১২ | 122.172.20.18
  • আমি ওনার থার্ড থিয়েটারের থেকে প্রসেনিয়ামের বেশি ভক্ত। তার একটা কারণ হয়তো আমি নিজে শতাব্দীর কোন নাটক দেখিনি।
  • Nina | ১৩ মে ২০১১ ২২:০৯ | 12.149.39.84
  • এক গৌরব-ইতিহাসের পতন--বাদল সরকার চলে গেলেন!
  • santanu | ১৩ মে ২০১১ ২২:০৮ | 95.141.130.90
  • তবে ওনার নাটক পড়া বা শোনার থেকে ওনার টিম কে মাঠে ময়দানে করতে দেখা, সে অদ্ভুত ব্যাপার
  • nyara | ১৩ মে ২০১১ ২২:০৭ | 122.172.20.18
  • নামটা ভুল লিখেছি - বল্লভপুরের রূপকথা।
  • santanu | ১৩ মে ২০১১ ২২:০৬ | 95.141.130.90
  • বল্লভপুরের রুপকথা
  • nyara | ১৩ মে ২০১১ ২২:০৫ | 122.172.20.18
  • বলতে গেলে সব নাটকই বলতে। তবে ভোমা ডেফিনিটলি একদম ওপরের দিকের নাটক। খালি রেডিওয় বাজিয়ে বাজিয়ে অল্প বোর করে দিয়েছে।
  • santanu | ১৩ মে ২০১১ ২২:০৩ | 95.141.130.90
  • আর 'ভোমা'?
  • Tim | ১৩ মে ২০১১ ২২:০৩ | 198.82.21.111
  • হুতোদার পোস্টে ক। ঃ-)

    মানুষ সিপিএমের ওপর কত বিরক্ত ব্রতীন্দার কোনো ধারণাই নেই।
  • saikat | ১৩ মে ২০১১ ২২:০২ | 116.203.135.41
  • অমিত মিত্র-র পুরো সাক্ষাৎকার কোনোটাই দেখিনি। তবে মন্ত্রী হবেন কিন জিগ্যেস করলে বারবার করে বলছিলেন সেটা হওয়ার জন্য তিনি ভোটে দাঁড়াননি। বুঝতে পারছিলেন, বঙ্গে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের একজন সৈনিক হিসেবে মমতার হয়ে কাজ করেছেন।
  • Tim | ১৩ মে ২০১১ ২২:০১ | 198.82.21.111
  • ইপিস্তা, নতুন সরকারের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নীতি নিয়ে আলোচনা হবে এরকম একটা টই খুল্লে হয়না? তাইলে কিছু কাজের আলোচনা হতো।
    বাংলা লেখার কল কাজ করতাসে না, নইলে আমিই শুরু করতাম।
  • M | ১৩ মে ২০১১ ২২:০০ | 59.93.195.230
  • পাই,
    এক্কেবারেই না। আজ সারাদিনে চোদ্দবার রাস্তায় বেরিয়েছি, কোনো ঝামেলা দেখিনি, শুনি ও নি।ইনফ্যাক্ট দেখলাম বামেদের জায়গাগুলোর সামনে দিয়ে ছেলেরা যখন যাচ্ছে,বেশ সাবধান থাকছে।

    আরো বাড়ী যাবার সময় পাড়ার মোরে দেখলাম লালেদের ঠেকে ছেলেপিলেরা মুখ কালো করে বসে আছে, আর সবুজেরা আবীর মেখে এসে তাদের পিঠে হাত রাখছে।সবাই আমাদের বা আমাদের আশেপাশের ব্যাচ, একসাথেই বড় হয়েছে বলে কিনা কে জানে।

    আর ইলোরার সামনে দেখলাম এক ছোঁড়া সবুজ আবীরে রাঙা দুই ছোঁড়াকে গোলাপী আবীর মাখাচ্ছে আর বলছে,কিনে ছিলাম কি এমনি নাকি? তোদের ই মাখাবো, আর তারাও তেড়ে গাল পারছে।কিন্তু কেউ রেগে আছে মনে হলো না।

    এগুলো সব ই সত্যি।

    খালি খুব খিদে নিয়ে গাঙ্গুরাম ফাঁকা দেখে মানে সবাই এত কিনেছে যে আর কিছুই বাকি নেই খান কয়েক সিঙ্গারা ছাড়া, এক রাস্তার স্টলে দাঁড়িয়ে ছিলাম চাউমিন আর চিকেন লালিপপের জন্য(মাত্র ছাব্বিশ টাকায়,দুটো জিনিস,ভাবতে পারো?আমি পাখা হয়ে গেলাম দোকানদারের,কিছুটা চাউ আবার কাল বেরেক ফাস্টোর জন্য ও রয়ে গেলো)তখন দেখলাম একটা ফ্রাস্টু লোককে কে খুঁচিয়ে দিলো আর সে গোলমাল বাধাবার তাল কত্তে লাগলো, বাকিরা আবার গোল বাধাতে দেবেনা পন করেছে, আবার এ পাবলিক সেই তাদের থেমে থাকাকে দুব্বলতা ভেবে আরো চিল্লাচ্ছে, আর চারপাশ থেকে লোক হাঁ করে খোরাক দেখছে কিন্তু কেউ তেতে উঠছে না।আমি তাই দেখে নিশ্চিন্ত হয়ে চলে এলাম।
  • nyara | ১৩ মে ২০১১ ২২:০০ | 122.172.20.18
  • পাগলা ঘোড়া, সুখপাঠ্য ভারতের ইতিহাস, বাকি ইতিহাস, সারারাত্তির - কী সব নাটক লিখে গেছেন! 'এবং ইন্দ্রজিৎ' ছেড়েই দিলাম। এমনকি 'বড়পিসিমা' আর 'বল্লভপুরের ইতিহাস' - কি এনটারটেনমেন্ট ভ্যালু!
  • r.h | ১৩ মে ২০১১ ২১:৫৯ | 198.175.62.19
  • হুম। সিপিয়েমের বিকট পরাজয়ে আমি অত্যন্ত খুশি। কিন্তু তৃণমূলের জয়ে?
    সিপিয়েম আর তৃণমূল ছাড়া আর কোন অপশন না থাকাতে আমি অন্তত খুশি হতে পারিনা। অবশ্য আমি বোধয় একটু নিরাশাবাদী। দেখাই যাক। ভালোই হবে হয়তো।

    তার ওপর আমি আবার ত্রিপুরায় পাঁচ বছর কংগ্রেস জমানা দেখেছি।

    কিন্তু সূর্যকান্ত মিশ্র জিতে গেলেন? যাহ।
  • Bratin | ১৩ মে ২০১১ ২১:৫৮ | 117.194.100.222
  • দিদি র এটাই প্লাস পয়েন্ট হবে। অনেকে ধরেই নিয়েছে দিদি কিছু পারবেন না। তাদের কাছে উনি কিছু করলেই সেটাই অনেক ঃ-))

    নেগেটিভ ভোটিং আছে মানছি কিন্তু পজেটিভ ভোটিং ছাড়া এই রকম ক্লিন স্যুইপ সম্ভব কি??
  • pi | ১৩ মে ২০১১ ২১:৫৮ | 128.231.22.150
  • অমিত মিত্রর ইন্টার্ভিয়ুর ডিটেইল্‌স কেউ দাও।
  • santanu | ১৩ মে ২০১১ ২১:৫৭ | 95.141.130.90
  • ওনার সুখপাঠ্য ভারতের ইতিহাস - সে আমার বড়ো সুখের সময় ছিল।
  • dukhe | ১৩ মে ২০১১ ২১:৫৬ | 117.194.238.39
  • বাদল সরকারের খবরটা একটা চ্যানেলে স্ট্রিপ দিল । কিন্তু চলছে তো 'বিশ্লেষণ' । ডিটেল দেওয়ার অবসর কোথায় ?
    অনেকদিন আগে সিন্ধি ভবন বলে একটা বাড়িতে (লিন্ডসে স্ট্রিটে) ওনার নির্দেশনায় 'গণ্ডি' দেখেছিলাম । 'আয়না' বলে একটা গ্রুপ করেছিল । আহা ।
  • I | ১৩ মে ২০১১ ২১:৫৫ | 14.96.40.103
  • তবে তাঁরা কী সত্যি উৎসবে আগ্রহী? কি জানি! অনেকেই হয়তো তৃণমূলকে চিমটে দিয়েও ছুঁতে চাইবেন না। যদিও নিরুপায় হয়ে দিদিকে ভোট দিয়েছেন।
  • nyara | ১৩ মে ২০১১ ২১:৫৪ | 122.172.20.18
  • বাংলার শ্রেষ্ঠ নাট্যকারের মৃত্যু কেমন নিঃশব্দে ঘটে গেল।
  • Bratin | ১৩ মে ২০১১ ২১:৫৩ | 117.194.100.222
  • হ্যাঁ । সরি এগেন। আসলে আজকে খুব উত্তেজিত!! ঃ-))
  • Bratin | ১৩ মে ২০১১ ২১:৫২ | 117.194.100.222
  • NDTV টি ভি থেকে প্রণয় রায় অমিত মিত্র কে শক্ত শক্ত প্রশ্ন করছিল এই নিয়ে....
  • I | ১৩ মে ২০১১ ২১:৫১ | 14.96.40.103
  • গুরুতে বাম বিরোধী লোক খুব বেশী পাওয়া যাবে না, বোতিন। সিপিয়েম বিরোধী পোচুর পাবে।
  • pi | ১৩ মে ২০১১ ২১:৫১ | 128.231.22.150
  • এটা নিয়ে তো রেজ্জাক আগে অনেকবার ই মুখ খুলেছেন।
  • dri | ১৩ মে ২০১১ ২১:৪৯ | 117.194.237.122
  • রেজ্জাকের ইন্টারভিউ থেকে বোঝা যায়, এই শিল্পনীতি নিয়ে বামেদের মধ্যেও কতটা রিজেন্টমেন্ট ছিল।

    মমতার শিল্পনীতি কি হয় সেটা দেখার। কিছু ইঙ্গিত দিয়েছে কি?
  • Bratin | ১৩ মে ২০১১ ২১:৪৯ | 117.194.100.222
  • ও হো টেকনিক্যালি ভূল বললাম। গুরু তে যে সব বাম বিরোধী জনগন আছে তাদের!!
  • Tim | ১৩ মে ২০১১ ২১:৪৭ | 198.82.21.111
  • যাক, প্রশ্নটা পাই করলো। আমি করলাম না, কেজানে আবার সিপিএম বলবে কেউ।
  • Tim | ১৩ মে ২০১১ ২১:৪৬ | 198.82.21.111
  • লং টার্মে ভালো হলো। লং মানে ভেরি ভেরি লং। এখন থেকে মাঝেমধ্যেই হাতবদল হবে, এক খুঁড়িয়ে খুঁড়িয়ে দু চার পয়সার ডেভলপমেন্ট হবে, এইটুকুই পাওনা। ধরা যাক, ২০ বছরের টার্ম ধরলে দেখা যাবে পঃবঃ অনেক বেটার জায়গায় দাঁড়িয়ে।
  • pi | ১৩ মে ২০১১ ২১:৪৬ | 128.231.22.150
  • 'গুরু' র বিজয় সমাবেশ কেন হবে ?
  • pi | ১৩ মে ২০১১ ২১:৪৫ | 128.231.22.150
  • কিন্তু বম্মা, তৃণমূলের ছেলেপিলেরা কি পাড়ায় সিপিএম দের ভয় টয় দেখাচ্ছে নাকি ? এটা নিয়ে তো অনেকের খুব ভয় ছিল।

    আর, মমতা বলেছিলেন না, বিজয়মিছিল হবে না ? তাহলে হচ্ছে কীভাবে ?
  • youtube | ১৩ মে ২০১১ ২১:৪৪ | 122.162.75.129
  • রেজ্জাক মোল্লা ইউটিউবে -

  • Bratin | ১৩ মে ২০১১ ২১:৪২ | 117.194.100.222
  • সৈকত, গুরু র একট বিজয় সমাবেশ হবে না? ১৭ তারিখে ই চলো সেলিব্রেট করা যাক!!
  • pi | ১৩ মে ২০১১ ২১:৪১ | 128.231.22.150
  • অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তো। চিকিৎসা নিয়ে একটা আপীল ই ঘুরছিল , যদ্দুর মনে পড়ে।
  • dri | ১৩ মে ২০১১ ২১:৩৮ | 117.194.237.122
  • তা নয়। রিইলেক্টেড হতে গেলে তৃণমুলকে এক্সেপশানালি ভালো কাজ করতে হবে, যেটা এই দেউলিয়া অবস্থায় করা খুব কঠিন। ওরা যদি 'মোর অফ দা সেম' হয় পরের টার্মে বামেদের চান্স আবার আসবে। কিন্তু তার জন্য পার্টিটাকে গৌতম দেবের মত লোকের হাত থেকে বার করা দরকার।
  • M | ১৩ মে ২০১১ ২১:৩৭ | 59.93.195.230
  • @পাই, আমি সাতটা পজ্জন্ত গুনতে পেরেছি। আওয়াজে মনে হলো সত্তরটাও হতে পারে।ঃ)))
  • M | ১৩ মে ২০১১ ২১:৩৬ | 59.93.195.230
  • তবে কিনা আমি বিজয়মিছিলের প্রস্তুতি সকাল ছটা থেকে দেখলাম,তখন ঐ বাইক খোকারা হাই তুলতে তুলতে পতাকা ঘারে করে বেরোচ্ছে,আর নিউআলিপুরের কাছে একটা পর্টি অফিসে সবাই স্নান করে যেমন পুজোবাড়ী যায় তেমন ভাবে দাঁড়িয়ে ছিলো।আর হাতে হাতে কিসব বিতরন করা হচ্ছিলো।ঐ সারাদিনের কর্মসুচি টাইপ কিছু।

    আর এগারোটাতে আবার বেরোলাম যখন তখন একটা বিরাট পোষ্টারে সিপিয়েমের বিদায় না কি লেখা ছিলো, সেটা পেরে ফেলে ছেলে পুলেরা সবুজ আবীর মেখে ড্যাড্যাং ড্যাড্যাং করে বাজনা বাজিয়ে আর বোম ফাটাতে ফাটাতে চলছিলো।আমি ঋভুকে বললাম দ্যাখ দুর্গাপুজা শুরু হয়ে গেলো। ব্যাটা বড় বড় খানিক চেয়ে বলে কিনা দূর্গাপুজো,কালীপুজো,হোলি ,সবই তো হয়ে গেলো মা।

    আবার সে ব্যাটাকে দাদুন বাড়ী গচ্ছিত রেখে ফিরছি যখন, দেড়টা দুটো হবে, দেখি ট্রামডিপো(বেহালা)তে দিদিপ্রতিমা স্থাপিত,আর কে যেন যাত্রা পালা করে চলেছে ভয়ানক আবেগে।ওমা শুনি কিনা তা হার্মাদ বাহিনীর অত্যাচারের পালা।

    তারপর রাস্তায় কোথাও টুনির মা, কোথাও জয়হো,এসব শুনতে শুনতে পাড়ায় এসে রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলাম।আর আমার রিক্সাওলা, পুরো খালি গায়ে, গায়ে একটা তোয়ালে, খালি খুলে যাচ্ছে। জিগালাম এত রোদ্দুরে খালি গা কেন গো? বলে মাত্র দুটো জামা আমার, খালি রং লাগিয়ে দিচ্ছে। তো বাড়ী এসে বললাম দাঁড়াও,আমি জামা দিয়ে দিচ্ছি, এভাবে ঘুরোনা শরীর খারাপ করবে।ফিক করে হেসে চলে গেলো।নিলোনা।
  • I | ১৩ মে ২০১১ ২১:৩৫ | 14.96.40.103
  • ওঁর যোগ্যই হল। ভোটের এই ভরা বাজারে আনসাং মৃত্যু।
  • I | ১৩ মে ২০১১ ২১:৩৪ | 14.96.40.103
  • যাঃ !
  • saikat | ১৩ মে ২০১১ ২১:৩৪ | 116.203.135.41
  • কী হয়েছিল?
  • dukhe | ১৩ মে ২০১১ ২১:৩৩ | 117.194.238.39
  • বাদল সরকার চলে গেলেন ।
  • pi | ১৩ মে ২০১১ ২১:৩২ | 128.231.22.150
  • সাতটা/সত্তরটা জাহাজি ডেক বোলে তো ?
  • santanu | ১৩ মে ২০১১ ২১:৩২ | 95.141.130.90
  • আলিমুদ্দিনের মিষ্টির ব্যাপারে কিচ্ছু জানিনা। তবে আজকের কালিঘাটের মেনু ছিল, যেতেই লস্যি আর তারপর বসিয়ে পোলাও, আলুর দম, ছানার ডালনা।
  • Tim | ১৩ মে ২০১১ ২১:৩০ | 198.82.21.111
  • এতদিনের অসুখ একটা টার্মে সারে না। দেখা যাক কী কী পাল্টায়।
  • Bratin | ১৩ মে ২০১১ ২১:২৭ | 117.194.100.222
  • তবে এর মধ্যে বিমান বসু গোলা দিয়েছেন।

    আপানারা কি জানেন হরিপালে কে একজন বলেছিল ২৩০০০ ভোটে জিতবে। সে ২২০০০ কত ভোটে জিতেছে। এট কী করে হয়? আমাদের তদন্ত করে দেখতে হবে!! ঃ-)))))
  • dri | ১৩ মে ২০১১ ২১:২৭ | 117.194.237.122
  • কেরালার এল ডি এফকে নিয়ে চিন্তা নেই। দে উইল কাম ব্যাক।

    কিন্তু বাংলার বাবুরা হেরে যাওয়ার পর কম্পোজার ঠিক রাখতে পারবেন কিনা কে জানে।
  • M | ১৩ মে ২০১১ ২১:২৪ | 59.93.195.230
  • এক্ষুনি একটা বিজয়মিছিল গ্যালো বাড়ীর সামনে দিয়ে,প্রথমে মাইকে বলতে বলতে যাচ্ছিলো, যেটা শুনে আমার পরান আকুল হলো তা হলো,"এতদিন ধরে হার্মাদ সিপিএমের হাতে বাংলার সমস্ত মা বোনেদের(সব বাক্যেই এই বাংলার সমস্ত আসছিলো,ইনারসিয়া আর কি!)শ্লীলতা হানি হয়েছে।:Oআর এরা আমি খেয়াল করেচি খালি সিপিয়েম ই বলে বেশী , কে জানে কোন কারনে বামফ্রন্ট বাদ হয়ে যায়।

    তারপর আমি যখন ছুটে গিয়ে জানলা খুললাম দেখি একটা সাইকেল ভ্যানে চাট্টে পতাকা লাগানো চার সিমানায়, মাঝে দিদির ছবি নাকি ঘাসফুল খেয়াল কত্তে পাল্লামনা,মালা টালা দেওয়া, সেই সাইকেল ভ্যান থেকে এক মোটা দড়ি, ও হরি! দড়ি নয় তার চলে গেছে তার পিছনে একটা বড় ম্যাটাডোর ভ্যানের মাথায়, সেখানে এক প্যাংলা যুবক বেচারী টালমাটাল হয়ে এক হাতে সেই তার আরেকহাতে সেই তারের কিছু অংশ গোল করে পাকানো ধরে বসে আছে।সেটা সেখান থেকে ম্যাটাডোরের পিছে গেছে, যেখানে গামা সাইজের চারখানার মতো জেনারেটর আছে। সেখান থেকে আবার এক রজ্জুপথ, যেটা গিয়ে পৌঁচেছে এক পাঞ্জাব লরির পিছনে, যেটায় সাতটা/সত্তরটা জাহাজি ডেক।সেথা থেকে এমন এক গান না মিউজিক বেরোচ্ছে,ঝিঁক ঝিঁক ঝিঁক,প্যারাম প্যারাম প্যারাম,ঢিকচিকি ঢিকচিকি ঢিকচিকি,আর তার পিছনে বিবিধের মাঝে দ্যাখো মিলনো মহান।কে নেই, খোকা খুকু, মাসীমা, মেসো,দিদা,ঠাম্মা,রিক্সাকাকু, চাক্কুদা।সব্বাই,সবাই পুরো সাইকো স্টেটে,কেস বোঝা গ্যালো না, কে যে খুশী, কে যে ভয়ে গুটিয়ে থাকার থেকে মুক্তি পেলো সেই আনন্দে লাফিয়ে ঝাপিয়ে এর ওর পায়ের কাছে চকোলেট বোম ফেলে আরো ভয়ে গুটিয়ে আবার চাদ্দিকে গোল গোল করে তাকাচ্ছে, কেউ কেউ ভজগৌরাঙ্গ স্টাইলে নেচে চলেছে।মোট কথা কী এক ঘোর যেন। তারমধ্যে কে যেন বিড়ি ধরালো আর এক দমুর বাইক তবে জামা পরা,এসে সেটা ফুঁকে আবার হুস করে উল্টো রাস্তা দিয়ে উল্টো ভাবে কোথায় চলে গেলো।

    আমি জীবনে এই প্রথম বিজয়মিছিল দেখলাম আর পুরো ঘাবরে ঘ হয়ে গেলাম।
  • dri | ১৩ মে ২০১১ ২১:২২ | 117.194.237.122
  • ভালো হয়েছে। এই হারের দরকার ছিল। একটা টার্ম বিরোধী সীটে বসলে ভালো বৈ খারাপ কিছু হবে না।

    একটাই প্রবলেম, এখনকার নেতারা অধিকাংশই হার কাকে বলে জানে না। ৩৪ বছর জিতলে যা হয়। হেরে মাথা ঠান্ডা রেখে পার্টিকে কম বাজেটে অর্গানাইজ করতে যে স্কিল লাগবে সেটা এটা পারবে কিনা কে জানে।

    জ্যোতি বসুকে এই ডিব্যাক্‌ল দেখে যেতে হল না।
  • pi | ১৩ মে ২০১১ ২১:২০ | 128.231.22.150
  • কংগ্রেস ও এত সিট পায় মানে লোকজন সিপিএমের উপর কতটা চটা !
  • dri | ১৩ মে ২০১১ ২১:১৭ | 117.194.237.122
  • ফরওয়ার্ড ব্লক অ্যাজ আ গ্রুপ ভালো করেছে।
  • saikat | ১৩ মে ২০১১ ২১:১৭ | 116.203.135.41
  • যেটা হোল, কং - ৪২, সিপিএম - ৩৯ !!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত