এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৫ মে ২০১১ ১১:৪২ | 72.83.97.171
  • আপনি একটু অনুবাদটা শেষ করলেও তো পারেন ঃ)
  • kc | ১৫ মে ২০১১ ১১:৪০ | 194.126.37.78
  • পাই একটু ঘুমালেও তো পার।
  • dukhe | ১৫ মে ২০১১ ১১:৩৯ | 117.194.232.37
  • kc, বললাম ভীমনাগের কথা - সেটা কি কানে গেল না ? আপনি নিজের কান মুললে আমার কী ?
    অথবা ইলিশ । এসব ট্রাই করে দেখতে পারেন - প্রায়শ্চিত্ত হবে - তাছাড়া কানে কানে বলি, দুর্বলচিত্ত মানুষ - চাই কি সামনের বার সিপিয়েমকে ভোটও দিয়ে দিতে পারি ।
  • pi | ১৫ মে ২০১১ ১১:৩৫ | 72.83.97.171
  • সুলতান সিংহ দুষ্টু ছেলেদের কানমলা দিতেন কিনা,সেই প্রশ্ন করে পোস্ট ও কেসিদার 'অপছন্দের' ? :o
  • kc | ১৫ মে ২০১১ ১১:৩২ | 194.126.37.78
  • ওহো সরি সরি, ইদানিং এমন হয়েছে যে কোনও পোস্ট পছন্দ না হলেই মনে হয় ওটা দুখের পোস্ট। মানে যাকে বলে দুখেফোবিয়া টাইপের ব্যাপার।ঃ-) এই এই নিন নিজেই নিজের কান মলে নিলাম। আর বোতীনের প্রাপ্য জমিয়ে রাখলাম। সুদে বাড়ুক।
  • dukhe | ১৫ মে ২০১১ ১১:২৬ | 117.194.232.37
  • ই কী রে ! দুখে কোথথেকে এল ? ভীমনাগ কি ইলিশ খেতে কেউ কোনদিন ডাকল না - কানমলা খাবার বেলায় দুখেকে ধরে টানাটানি ! অর্বাচীনের দল ।
  • x | ১৫ মে ২০১১ ১১:২৩ | 59.164.99.184
  • পশ্চিমবাংলায় নাকি এই প্রথম কোনো পিএইচডি ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
  • kc | ১৫ মে ২০১১ ১১:২১ | 194.126.37.78
  • দুখের একবার সুলতান সিংএর সামনে যাওয়া উচিত। তাহলেই প্রমান হয়ে যাবে দুখে দুষ্টু কিনা।
  • Bratin | ১৫ মে ২০১১ ১১:১৭ | 117.194.96.63
  • ইয়ে, ওনার কাজ কি দুষ্টু ছেলে দের কানমোলা?
  • kc | ১৫ মে ২০১১ ১১:০৪ | 194.126.37.78
  • এবার সেকেন্ড কোশ্নো, আজ্জো কি সাপ কে সাঁপ বলে?

    শান্তনুদা কি কখনো কুম্ভামেলায় গেছিলে? ঐ সুলতান সিংএর কানমলা আমিও খেয়েছি। তখন উনি বহরমপুরে এসপি ছিলেন। ঃ-)
  • Bratin | ১৫ মে ২০১১ ১০:৫৬ | 117.194.96.63
  • খেজুর। চন্দ্রবিন্দু নেই।
  • Bratin | ১৫ মে ২০১১ ১০:৫৬ | 117.194.96.63
  • বালী র খবর টা জাস্ট টু গুড। এখানে এখন শশ্মানের স্তব্দতা।

    বেলুড়মঠে গিয়ে হল্লা করছিলে ? তুমি ভালো লোক। ইভ টিজিং করবে না জানি। তবে তখন বয়েস কম ছিল আর বন্ধু দের পাল্লায় পড়ে লোকে বিগড়ে যায়।তাই.....

    আমরাও রোজ বেলুড়মঠে মেয়ে দেখতে যেতুম। আহা কী সব দিন ছিল।
  • kc | ১৫ মে ২০১১ ১০:৫৫ | 194.126.37.78
  • কথাটা কী? খেজুর নাকি খেঁজুর? আজ্জো? অপ্পন, স্যান এরা বলতে পারবে।
  • santanu | ১৫ মে ২০১১ ১০:৪৫ | 82.112.6.2
  • আহা, মজা করে লিখলে তে বালির খবরটা দেবে, বালিগ্রাম তো আমার শৈশবের বিচরন ভুমি।

    ঐ ব্যাটা সুলতান সিং আমার কান মুলে দিয়েছিল - বিদ্যামন্দির এ পড়ার সময় কি একটা উৎসবে বেলুরমঠে গিয়ে হল্লা করার জন্য।

    হ্যা সে সব মিটেছে।
  • santanu | ১৫ মে ২০১১ ১০:৪১ | 82.112.6.2
  • প্রাপ্তবয়স্ক মেয়ের ইচ্ছে অনিচ্ছে কে সম্মান জানিয়ে, প্রাপ্তবয়স্ক বাপের ইচ্ছে অনিচ্ছে টা কে ঝেড়ে কাটিয়ে দেবার প্রবনতা টা দোষ।
  • Bratin | ১৫ মে ২০১১ ১০:৩৭ | 117.194.96.63
  • না না । আমি মজা করেই লিখলাম। ঃ-))

    আচ্ছা আগের বারে তোমার সাথে যে ব্যাপরে অনেক কথা হয়েহিল সেই সমস্যা শেষ অবধি মিটিছে?
  • santanu | ১৫ মে ২০১১ ১০:৩৩ | 82.112.6.2
  • আরে ও ব্রতীন তাতে আমি কি করব? তুমি কি আমায় সত্যি সত্যি CPM এর সদস্য বা সাপোর্টার ভেবে বসে আছো নাকি?

    আমি ঐ সুবিদাবাদী গোষ্ঠির - কসবায় শতরুপ আর কাশীপুরে মালা সাহা - এ ছাড়া আমার আর কোন চাহিদা ছিল না। যাক ৫০% মিটেছে। আমি খুশী।

    তবে এই বড়ো বড়ো ব্যাপারে, আমার দুটো জানার ইন্টারেস্ট আছে
    ১। বুদ্ধবাবু কি এখনো ঐ সরকারী ফ্ল্যাটে থাকবেন?
    ২। মমতাদিদি কি ভাবে আর কাদের কে ঐ ৪০০ একর জমি ফেরত দ্যান?
  • pi | ১৫ মে ২০১১ ১০:১৫ | 72.83.97.171
  • এই কেসটা আমি ঠিকঠাক জানিনা। অন্যের জীবন নিয়ে কিছু অযাচিত পরামর্শ বা সুচিন্তিত মন্তব্য ও রাখতে চাই না। কিন্তু, একটা প্রশ্ন মনে এল। এই কেসের কনটেক্সটে না, ইন জেনেরাল জানতে চাইছি।
    কারুর আর্থিক অবস্থা ভালো না থাকা, দামী হাসপাতালে দেবার সামর্থ্য না থাকাটা দোষ ?
    আর, সরকারি নিখরচার হাসপাতালেই তো নিরাপদে প্রসব করানোর পরিষেবা পাবার অধিকার আছে। না পাওয়া গেলে দোষটা যে মহার্ঘ্য নার্সিংহোম অ্যাফোর্ড করতে না পেরে শস্তার হাসপাতালে দিল, নাকি সেই হাসপাতালের , বা স্বাস্থ্য ব্যবস্থার ?
  • Bratin | ১৫ মে ২০১১ ১০:০৮ | 117.194.96.63
  • তিল দা, ইলিশ নয়, কালকে একেবারে টাটকা বাটা মাছ আর চিংড়ি এনেছি।আজকে বাটার ঝাল হবে। ঃ-))
  • madhyapadalopee karmadhaaray | ১৫ মে ২০১১ ১০:০৮ | 14.99.26.245
  • পরিবর্তন ও প্রত্যাবর্তনঃ

    এয়ারপোর্টে নেমে প্রথমেই চোখে পড়ল ময়লা আর ছেঁড়া কাগজ। দমদম এয়ারপোর্ট এমনিতেই অপরিচ্ছন্নতা বজায় রাখতে বেশ মনোযোগী। তেরো তারিখ রাতে যেন একটু বেশিই মনে হল। মাল নেওয়ার জায়গায় যেতে গিয়ে দেখলাম লাগেজ এক্স-রে করার বাতিল একটা ঘরের মধ্যে এক নেড়ি কুকুর আহ্লাদে লেজ নাড়ছে। লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করছি যখন, বিহারের এক ভূমিপুত্র ফস্‌ করে সিগারেট জ্বালালেন। আপত্তি জানাতে বললেন- তিনি যেখানে যেটা মানা সেখানে ঠিক সেটাই করেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে! রাস্তা ফাঁকাই। একটু অস্বাভাবিক রকমের ফাঁকা। শুধু তৃণমূলের পার্টি অফিসে এবং ক্লাবঘরের আশপাশ সবুজ লাইটে মোড়া। দশ পনেরো ছেলে জটলা করে আছে। চিংড়িহাটার মোড়ের ক্লাবে গান বাজছিল। রবীন্দ্রগীতি বা নজরুলসঙ্গীত নয়- কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তারপরে বিক্ষিপ্ত পটকার আওয়াজ ছাড়া আর কোনো সাড়াশব্দ নেই। কামালগাজির মোড়ে প্রথম দেখলাম সবুজ আলো মেখে উদ্দাম নাচ- মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। রাত সাড়ে দশটায় মূলতঃ বোরিং মোড়টাকে সবুজ আলোয় বেশ আধিভৌতিক লাগছিল। পরিবর্তন?
  • til | ১৫ মে ২০১১ ১০:০৪ | 114.198.34.82
  • দে-দিও শেষমেষ তিত্থ কত্তে চল্লেন?
    ব্রতীন ওদিকে ইলিশ কিনতে বাজারে গেছে, জানাবেন কেমন লাগলো।
  • Bratin | ১৫ মে ২০১১ ১০:০৪ | 117.194.96.63
  • ও শান্তনু দা, উত্তরপাড়া তে ও অনুপ ঘোষাল জিতে গেল তো!!....
  • santanu | ১৫ মে ২০১১ ১০:০০ | 82.112.6.2
  • রন্‌জনদা বন্ধুকে বলবেন, যে মুসলমান জামাই নিজের মেয়ে আর বৌকে মেরে ফেলার বন্দোবস্তো করেছিল বাজে হাসপাতালে দিয়ে, সে জামাইকে বাড়িতে ঢুকতে না দেওয়াই ভালো।

    আর আপনারাই বা ক্যনো শত চেষ্টা করছিলেন? তার মেয়ে প্রেম করেছে - বেশ করেছে, বর যখন আর্থিক অনটনে মেরে ফেলার বন্দোবস্ত করেছিল তখন বাবাকে খবর দিয়েছে - আরো ভালো করেছে।

    তা বাপের ও তো কিছু সাধ আহ্লাদ আছে, বাপ বলেই তো আর সে চাকর নয়। তার যদি মনে হয় ঐ **** বাচ্চা জামাইকে বাড়িতে ঢুকতে দেবো না - তার প্রাপ্তবয়স্ক ইচ্ছেঅনিচ্ছে কে সম্মান জানানো উচিত।
  • de | ১৫ মে ২০১১ ০৮:৫৫ | 223.191.113.98
  • দমদি,

    আপিসের আইডিতে ব্যাটে-বলে হচ্ছে না, অনেক হ্যাপা করে দেখতে হয়, তুমি কর্মকার ডট দেবযানী জিমেলে একটু মেলটা ফরওয়ার্ড করবে প্লিজ? বাবুঘাটের ইনফোর জন্য ধন্যযোগ!
  • d | ১৫ মে ২০১১ ০৮:৪৬ | 14.96.74.246
  • দেবযানী, বাবুঘাট থেকে পাওয়া যায়। প্রিন্সেপ ঠিক জানি না।

    তোমার অফিসের আইডিতে মেল করেছিলাম। তুমি বোধহয় এখন দেখছো না।
  • de | ১৫ মে ২০১১ ০৮:০৮ | 223.191.113.98
  • এট্টা ইনফো চাই -- কেউ কি জানো প্রিন্সেপ ঘাট থেকে বোটে/লঞ্চে বেলুড় মঠ যাওয়া যায় কিনা? নাকি বাবুঘাট থেকে যেতে হয়?
  • pi | ১৫ মে ২০১১ ০৭:১৩ | 72.83.97.171
  • স্থানীয় সংবাদ দেখেছে(ন) কেউ ?
  • Netai | ১৫ মে ২০১১ ০৪:২৪ | 182.64.71.56
  • আজ সিনেমা দেখে এলাম। Priest। পারলে না দেখার চেষ্টা করুন। এর আগের সিনেমা হলে গিয়ে দেখেছিলাম ইয়ে শালী জিন্দেগী। হালার পয়হাতো গাছে ফলে।
  • Netai | ১৫ মে ২০১১ ০৪:১৪ | 182.64.71.56
  • তা ঠিক। যত ডিম পাড়ার সামর্থ্য তার থেকে বেশী ডিম পাড়ার চেষ্টা করলে এরম সুনীল গঙ্গো বাবুর দশা হওয়া স্বাভাবিক।
  • nk | ১৫ মে ২০১১ ০৪:০৯ | 151.141.84.194
  • মীরার বাড়ী ভালো না, জোলো সাবান অপেরা। তাও ভালো সাবান না। কিন্তু বাদশাহ নামদার লিখলো হু আ, সেটাতে তো ঐতিহাসিক রমঝমানির সুযোগ ছিলো, সেটাও একেবারে কাদা করে ফেলেছে। এই লোকের তওবা করে লেখা ছেড়ে দেওয়া উচিত। একটা লোকের সার্ভিস দেওয়ার তো সীমা আছে!
  • Netai | ১৫ মে ২০১১ ০৪:০৬ | 182.64.71.56
  • কমেডি সো পছন্দ হলে দেখতে পারেন জয় হিন্দ।
    http://www.youtube.com/user/jayhindtv
  • nk | ১৫ মে ২০১১ ০৪:০৫ | 151.141.84.194
  • পরিবর্তিত রূপ? কার রূপ????
  • Netai | ১৫ মে ২০১১ ০৪:০৩ | 182.64.71.56
  • মীরার বাড়ী খারাপ লাগলো? ভালো লেখা হুমায়ুন সাহেব অবশ্য কমিয়ে দেছেন। এইটে তাও এট্টু পড়তে পারলাম।
  • Netai | ১৫ মে ২০১১ ০৪:০০ | 182.64.71.56
  • পরিবর্তন হয়ে গেছে। এবার দেখুন পরিবর্তিত রূপ।
  • nk | ১৫ মে ২০১১ ০৩:৫৮ | 151.141.84.194
  • তা নেতাই,অ নেতাই, পরিবর্তন তো হোলো। এবারে?????
  • nk | ১৫ মে ২০১১ ০৩:৫২ | 151.141.84.194
  • আজকাল হু আ কী রাবিশ যে লেখে! এই মীরার বাড়ি পড়ে আমার লেখকের টাকে লাঠি মারার বাসনা হয়েছিলো। এমন রাবিশ মানুষে লেখে!
    আমি এখন "বক্সার রতন" পড়ছি। :-)
  • Netai | ১৫ মে ২০১১ ০৩:৩৩ | 182.64.71.56
  • তারপরে সবাই মিলে কুট্টুসের মাথায় জল ঢালতে লেগেছে?
  • nk | ১৫ মে ২০১১ ০৩:০৯ | 151.141.84.194
  • আরে সবাই দেখি হাওয়া! :-)
    টিনটিন একবার মই দিয়ে উঠেছে সবে, সামনে সাংবাদিকে ফোটোগ্রাফারে ছয়লাপ, হঠাৎ দেখে সবাই নোটবুক ক্যামেরা ফেলে দৌড়। বিলকুল ভো ভা। কী হোলো? মই দিয়ে টিনটিনের পরে উঠেছে এক বিরাট গোরিলা। :-)
  • nk | ১৫ মে ২০১১ ০২:৫৭ | 151.141.84.194
  • আর ওনাকে বলবেন মুসলিম জামাইকে বাড়ীতে ঢুকতে দিলে যে ভাইদের সঙ্গে সম্পর্ক শেষ হয়, সেরকম ভাই না থাকাই ভালো।
  • nk | ১৫ মে ২০১১ ০২:৫১ | 151.141.84.194
  • দারুণ! রঞ্জন, এতদিনে আপনার বন্ধু খানিকটা ভালো কাজ করলো। বিশেষ করে নাতনিকে আর মেয়েকে বাঁচানোর কালে। একটা প্রায়শ্চিত্ত হলো লোকটার। ধাপে ধাপে কাজ হচ্ছে। ভালো ভালো। কনগ্রাচুলেশন ওনাকে।
  • ranjan roy | ১৫ মে ২০১১ ০২:৪৮ | 122.168.202.20
  • NK,
    সেই মেয়ের প্রথম সন্তান হবার সময় সেপ্টিক হয়ে মরমর অবস্থা। ওদের আর্থিক অবস্থা তেমন নয়, বাজে হাসপাতালে দিয়েচিল। শেষে মেয়ে বল্লো-বাবাকে খবর দাও।
    বাবা, মানে আমার বন্ধুটি, চেষ্টা করে ভাল জায়গায় চিকিৎসা করিয়ে মেয়ে, নাতনি দুজনকেই বাঁচালো।
    মেয়েকে বল্লো-- ডাক্তার না হয় নাই হলি, বায়োসায়েন্স নিয়ে প্রথমে স্নাতক, তারপর পিজি করে নে।
    মেয়ের শ্বশুরবাড়িতে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপত্তি করেছিল।
    কিন্তু সব ব্যব্‌স্‌থা হয়ে গিয়ে মেয়েটি এবার বিএসসি প্রথম বিভাগে পাস করেছে। আবার একটি বাচ্চা হল গত মাসে, নর্মাল।
    ওরা বাপ-মা-মেয়ে-জামাই মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে কোন হোটেলে একত্রিত হয়, খাওয়াদাওয়া করে। কিন্তু মা-মেয়ের ইচ্ছে সঙ্কেÄও বাবা ( আমার বন্ধু) মেয়েজামাইকে নিজের বাড়ির মধ্যে ঢুকতে দিতে রাজি নয়। তাতে অন্য ভাইদের সঙ্গে সম্পর্ক ছেদ হবে।(ঃ। আমরা শত চেষ্টা করেও পারলাম না।
  • nk | ১৫ মে ২০১১ ০২:৪৭ | 151.141.84.194
  • হ্যাঁ ভালো কথা রবাহুতো, সেই যাদবপুরের বাঁদর কবির কী হোলো? সেটাকে উলটোগাধায় তুলে দেওয়া হয়েছে আশা করি।
  • nk | ১৫ মে ২০১১ ০২:৪২ | 151.141.84.194
  • না না সর্বক্ষেত্রে অস্ত্র ধরিতেও হয় না, তেমন তেমন কায়দা জানলে কুট করে উনি বলেন "কুইট ইন্ডিয়া", অমনি সায়েব ব্যাটারা সুট সুট করে কেটে পড়ে। :-)
  • pi | ১৫ মে ২০১১ ০২:৪২ | 72.83.97.171
  • পিনাকীদা, এখানে লিং দেবো ?
    নেট ডেকোরাম যদি ভঙ্গ হয়ে যায় ? ঃ(
    ওরে বাবা, আর অত ধক নাই ঃ((
  • r.h | ১৫ মে ২০১১ ০২:৩৯ | 67.96.80.214
  • হুম।
  • ranjan roy | ১৫ মে ২০১১ ০২:৩৮ | 122.168.202.20
  • রবাহুতো,
    তোমার কথাটা সত্যি, কিন্তু NK র পোস্টের স্পিরিটটা বোধহয় আলাদা। যেমন মহামতি কমরেড লেনিন বলেছিলেন-- "" যে নিপীড়িত জাতি অস্ত্র ধরিতে জানেনা, তাহারা দাসের ন্যায় জীবন যাপনের যোগ্য।''ঃ)))))
    কোথায় বলেছিলেন জিগ্যেস কোর না, ভুলে গেছি। ঈশান বা প্রো বৈ চ হয়তো বলতে পারে, বা ডিডি, বা কল্লোল।
  • nk | ১৫ মে ২০১১ ০২:৩৫ | 151.141.84.194
  • আর হেইচ, আরে "অন্যায় যে করে আর অন্যায় যে সহে" ভুলে গেলেন? এদিকে বুড়ো ভদ্রলোকের সার্ধশত জয়ন্তী চলছে ঘটা করে। :-)
    রঞ্জন, সেই উদ্ধত বাপের নাকে ঝামা ঘষে মুসলিম ছেলে বিয়ে করে চলে যাওয়া সাহসী তরুণীর খবর কী? সংসার করছে তারা?
  • ranjan roy | ১৫ মে ২০১১ ০২:৩৩ | 122.168.211.158
  • একটা বুড়োমার্কা কথা বলি।
    যাঁরা ১৯৬৯ সাল থেকে ৭৫ অব্দি বাংলার যেকোন দৈনিক পত্রিকা নেটে বা কোথাও আর্কাইভে দেখতে পারবেন , তাঁরা সত্যাসত্য মিলিয়ে নেবেন।
    ১৯৬৯ সালে দ্বিতীয়বার যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে সিপিএম এরিয়া বাড়াতে গিয়ে নিজের ফ্রন্টের শরিকদের সঙ্গেই মারামারি শুরু করল। যেমন জলপাইগুড়ি ও নর্থ বেঙ্গলে ফরওয়ার্ড ব্লক ও আর এস পি; দক্ষিণ চব্বিশ পরগণায় এস ইউ সি এবং আর এস পি। তখন এস ইউ সি বাম জোটের উগ্র অংশ ছিল। সুবোধ-প্রতিভা মন্ত্রী ছিলেন। এমনকি খড়গপুর-মেদিনীপুর-হুগলী-চব্বিশ পরগণায় সিপিআইয়ের সঙ্গে। এটাকে বলা হত "" শরিকী সংঘর্ষ''। এতে বাম্‌দলগুলোর বহুলোক প্রাণ হারিয়েছিলেন।
    এই শরিকী হত্যা ও সংঘর্ষের বিরুদ্ধে একবার মুখ্যমন্ত্রী অজয় মুখুজ্জে স্বয়ং নিজের সরকারের বিরুদ্ধে ভুখহরতাল করেছিলেন।
    জরুরী অবস্থার পর এসব বন্ধ হল। তখন সবাই মেনে নিয়ে্‌ছ যে আসলী বাম সিপিএম।
    তবু দেখুন এবারের নির্বাচনে ছোট শরিকেরা তত খারাপ করে নি।
    কাজেই আজ যাঁরা পাড়ায় পাড়ায় হিংসার ( অত্যন্ত নিন্দনীয় এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয় এসে এসব বন্ধ করে সভ্য নাগরিক জীবন সুনিশ্চিত করতে হবে।) প্রকাশে চিন্তিত তাঁরা একবার পুরনো ঐতিহ্য কে স্মরণ করুন। ছেলেমানুষী ভরা দেয়াল লিখনের জন্যে অর্থহীন আগাম বুকিংমনে করুন।
  • nk | ১৫ মে ২০১১ ০২:২৭ | 151.141.84.194
  • রঞ্জন, আপনার উদাহরণের মহিলার সামাজিক অবস্থা কী ছিলো জানি না, তাই জোর দিয়ে কিছু বলা উচিত না আমার। কিন্তু আমি যা দেখলাম তা বলি। উচ্চ শিক্ষিতা চাকুরিরতা এক মেয়ে সব জেনেশুনে এক সাতচাখুনে লম্পটকে পেরেম করে বিয়ে করলো, নিজের চাকরি ছেড়ে দিলো। এরপরে কী হইলো জানে শ্যামলাল। এদের ক্ষেত্রে আমি বলি ডিসিশান এদের, কনসিকোয়েন্স এদেরই ফেস করতে হবে। পরিণতবয়স্ক মানুষ, তার নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেরই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত