হি হি। এইটাও একটা কায়দা। একটা প্রশ্নের উত্তরে আরেক পিস ছেড়ে দাও। আমদের ম্যানেজমেন্টে শেখায় এই টেকনিক গুলো
A,B,C
A : Avoid, B: bypass, C : confuse
ঃ-)))
pinaki | ১৪ মে ২০১১ ২৩:২২ | 122.164.253.41
কিন্তু ন্যাড়াদা জমির জন্য আর জায়গা পেলেন না? শেষে কি না দমদম পছন্দ হল? ছ্যাঃ। ঃ-(
sayan | ১৪ মে ২০১১ ২৩:২১ | 115.241.34.253
রান্নার গ্যাস, তেলের দাম তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বাড়বে বলে। নাকি বামোচ্ছেদ না হলে রোল-ব্যাক করা হত! কে জানে বাবা!
nyara | ১৪ মে ২০১১ ২৩:১৯ | 122.172.20.18
অফ লেট প্রতিদিন আর গণশক্তিও চোখ বোলাচ্ছিলাম। গণশক্তি বাদ, কারণ বিভ্রান্ত করেছে। প্রতিদিন আজকালের এক কাঠি বাড়া পার্টিজানশিপের। কিন্তু বিভ্রান্ত করেনি। তাই ওটা সময় পেলে।
তবে নিরপেক্ষতার প্রচুর হ্যাপা। ও লাইনে আমি নেই। আমি তো বলেইছি, আমি সুবিধেবাদী। যখন যেমন, তখন তেমন।
bb | ১৪ মে ২০১১ ২৩:১৬ | 117.195.170.77
ব্রতীন ২ লাখ কোটির উত্তরে এটাই বলা যাক যে শ্রী অভিরুপ সরকার ভারত সরকারের অর্থনৈতিক চিত্রটা একবার প্রকাশ করুণ আর কংগ্রেসকে প্রশ্ন করুন ১৯৫০ থেকে ৬১ বছরের মধ্যে ৫২ বছর তো তার ক্ষমতায় আছে, সেখানে এই দুর্দশা কেন? তাদের তো নিরংকুশ ক্ষমতা এতদিনের। কেন ভারতের ৭৫% মানুষ এখনও দৈনিক ২০ টাকার কম পান (অর্জুন সেনগুপ্ত)।
খুব মুশকিল কিছু নেই। আমি টিভি দেখিনা, কাজেই কোন চ্যানেলই দেখব না। আপিসে গিয়ে সকালে নিয়ম করে আনন্দবাজার আর আজকাল পড়তাম, আর বাড়িতে ব্রেকফাস্ট করতে করতে টাইমস অফ ইন্ডিয়া। ও তিনটেই পড়া চলবে। বহুত বঁচ গয়ে ঠাকুর।
saikat | ১৪ মে ২০১১ ২৩:১১ | 180.215.22.225
পাইয়ের কী সাহস !
আমেরিকায় বসে চাপ নিয়েও আমেরিকার বিরোধিতা করছে !
pinaki | ১৪ মে ২০১১ ২৩:১১ | 122.164.253.41
বিবির আলটপকা দায়িত্বজ্ঞানহীন তথ্যবিকৃত কমেন্ট মাঝেমাঝেই ঝাঁটপিত্তি জ্বলিয়ে দেয়, কিন্তু শান্তভাবে সেগুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন মনে করছি। ১) ছত্রধর ভারতীয় সংবিধান মানেন না - এটা তাঁর কোনো আচরণেই প্রমাণ হয় নি। তিনি লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন। বিধানসভায় তো নিজেই দাঁড়িয়েছেন। ২) তিনি তৃণমূলের সমর্থক হলে ঝাড়গ্রাম থেকে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতেন না। তাঁদের সমস্ত প্রচারে সিপিএম এবং তৃণমূলকে সমানভাবে ক্রিটিসাইজ করা হয়েছে। ৩) ছত্রধর জেলে যাওয়ার আগে জনগণের কমিটি সিপিএম খুনের রাজনীতি করত না। সেটাকে পুরোপুরি মাওবাদীদের ফ্রন্টাল অর্গানানিজেশন বলার মত পরিস্থিতি তখনো ছিল না। বরং আমাদের মত লোকেরা মনে করি ছত্রধরকে জেলে পুরে সরকার আসলে জঙ্গলমহলের লড়াইকে সাংবিধানিক পথে দাবীদাওয়া আদায়ের রাস্তা থেকে আরো দূরে ঠেলে দিয়েছে। মাওবাদীরা সেই অবস্থায় তাদের নিজেদের অ্যাজেন্ডায় আন্দোলনকে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। ৪) আর বিবির অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য জানাই - আমেরিকাতে বসে সেদেশের সংবিধান মানি না বলার অধিকার আছে। আইন না ভাঙ্গলেই হল। আম্রিকাতে বসে ভারতের সংবিধান মানিনা বলার অধিকার তো আছেই। ভারতে রাষ্ট্রদ্রোহ আইনটা ব্রিটিশদের বানানো। সম্প্রতি বিনায়ক সেন কেসের পর এই নিয়ে কথা উঠেছে। উন্নত কোনো দেশেই রাষ্ট্রদ্রোহর নামে কাউকে জেলে পোরা যায় না। অর্থাৎ একটা দেশের সংবিধান আপনি না-ই মানতে পারেন, সেই সংবিধান পাল্টানোর জন্যে আন্দোলন করতেই পারেন। সরাসরি আইনভঙ্গ না করলেই হল। পাই যদি কিষেনজি যা করছে বেশ করছে বলে সারাক্ষণ চিল্লিয়ে যায়ও, তাতে আপনার ঝাঁট জ্বলতে পারে, কিন্তু আম্রিকার গভঃ এর জ্বলবে না। যাতক্ষণ না পাই সে দেশের কোনো আইন ভঙ্গ করছে। ৫) আর এর পরে শেষ যে কথাটি থাকে। এটা এতবার বিভিন্ন জায়গায় লিখেছি যে আবার লিখতে বোর লাগে। আপনি আম্রিকায় বসে মাওদের সমর্থনের মধ্যে একটা দ্বিচারিতার অ্যাঙ্গেল আনার চেষ্টা করেছেন। ভেবে দেখবেন, ওটা দ্বিচারিতা হলে কোনো কোম্পানিতে চাকরি করা অবস্থায় বামপন্থাকে সমর্থান করাটাও দ্বিচারিতা হয়। কারণ বামপন্থার ঘোষিত লক্ষ্য হল কোম্পানি রাজ খতম করে শ্রমিক রাজ তৈরী করা। কাজেই অন্যের চাপ নিয়ে কমেন্ট দেওয়ার আগে নিজের চাপটা একটু ভেবে দেখবেন - এই আশা করব।
Ishan | ১৪ মে ২০১১ ২৩:১০ | 14.99.233.146
পাই। তেলের দাম কেন বেড়েছে এখনই জবাব দাও। ঃ)
আর আজকাল তৃণমূলের লোকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ায় সেটা জেনে নিলাম। ঃ)
dukhe | ১৪ মে ২০১১ ২৩:১০ | 117.194.241.145
দিদি কিন্তু গড়িয়াহাটের মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিল ! আমরা একবার গাড়ি ভাড়া করে মন্দারমণি যাচ্ছিলাম । সকাল সকাল বেরিয়ে গাড়িতে রবীন্দ্রসঙ্গীত চালু করতে ড্রাইভারসাব বললেন - "সুবে সুবে রবিন্দরসঙ্গীত চালিয়ে দিলেন ? ঘুম পেয়ে যাবে তো ।" ভয়ে তক্ষুণি থামিয়ে দিতে হল । সাধে কি বলে পরিবত্তন !
bb | ১৪ মে ২০১১ ২৩:০৭ | 117.195.170.77
পাই ব্যক্তিগত আক্রমণ আমি করিনি। আপনি লিখেছেন "আপনারা পার্টি সমর্থক মানেই এই ব্যাপার গুলির সমর্থক'। এই যুক্তি বিজেপি সরকার বিনায়ক সেনের জামিনের বিরোধিতায় করেছিল। একই ভাবে আমি প্রশ্ন করলাম আপনাদের ছত্রধর মাহাতোকে সমর্থনের মানে তো আমেরিকার বিরোধিতা। তা আমেরিকায় বসে তো সেটা চাপের ব্যাপার তাই নয় কি?
আর মাওবাদী বা ছত্রধর যে তৃনমূলের লোক সেটা বাচছা ছেলেও জানে। আর সংবিধান, আমেরিকার নাগরিক হতে গেলেও তো Pledge নিতে হয় সেটা কতটা মানে লোকে। আর তেলের দাম নিয়ে কোন জবাব নেই কেন, নাকি সিপিএম বিরোধিতাই একমাত্র উদ্দেশ্য?
"বিভ্রান্ত" না হওয়ার জন্য আজ থেকে কোন চ্যানেল/কাগজ দেখবেন/শুনবেন/পড়বেন ঠিক করলেন?
nyara | ১৪ মে ২০১১ ২৩:০৫ | 122.172.20.18
নেম কলিং! এখানে কোথায় নেম কলিং হল?
Rajdeep | ১৪ মে ২০১১ ২৩:০২ | 121.245.46.223
ইশানবাবু আপনার কি মনে হয় আপনার সাইটে আমি কোনও গাইডলাইন নিয়ে প্রচার করতে এসেছি ? আদৌ কি কোনও প্রচার করেছি ?
চুপ থাকতে তো বলেছিলেন বামফ্রন্টকে , গণতন্ত্র চলছে..... কিন্তু কি আর করব ! লোকজন নেম কলিং করছে ঃ)
pi | ১৪ মে ২০১১ ২৩:০০ | 72.83.97.171
রাজদীপ, তাহলে যা দাঁড়ালো, কী বলবে না , সেটা সম্পূর্ণ তোমার 'চয়েস'। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়ী করিবেন না ঃ)
pi | ১৪ মে ২০১১ ২২:৫৭ | 72.83.97.171
আর বিবি আপনি মনে হয় সত্যি পঃবঙ্গের খবর রাখেন না। ছত্রধরের কাজ হল তৃণমূলের লেজুড় হয়ে ...? উনি তো নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের বিরুদ্ধে। দেখছেন কাণ্ড, আমেরিকায় বসেও এটা জানি !
nyara | ১৪ মে ২০১১ ২২:৫৪ | 122.172.20.18
আর এই অ্যামেরিকার জুজুটা এত পুরোনো যে পাউডার দিতে হবে। একদিকে ডাউ কেমিকালকে আতুপুতু করে ডাকব, আর বাইরে সাম্রাজ্যবাদী টাকা নিয়ে বাজার গরম করব - এই পশ্চারিং কি আর কেউ খায়?
Ishan | ১৪ মে ২০১১ ২২:৫৩ | 14.99.233.146
আজকের বাজারে গোপন করে লাভ কি, যে, সিপিএমের অনলাইন একটি ফ্রন্টও আছে। সেখানে আলোচনা করে ক্যাডাররা দিগ্বিদিকে গাইডলাইনানুসারে প্রচারে নেমে পড়েন।
এটাও গোপন করে লাভ নেই, যে, যত প্রচার করেন, ততই সিপিএমের ক্ষতি করেন। অবিকল গৌতম দেবের মতো। ঃ)
pi | ১৪ মে ২০১১ ২২:৫৩ | 72.83.97.171
ওঃ, মামু ও লিখেছে ।
Bratin | ১৪ মে ২০১১ ২২:৫৩ | 117.194.97.190
তার পরে, ভোটের ফল প্রকাশের সময় এক বাম নেতা স্টার আনন্দ বললেন ' ভোটের ফল ই সব কথা নয়, এ র ভেতরে আরো ব্যাপার আছে'।
কে জানে বাবা, কী ব্যাপার!!
pi | ১৪ মে ২০১১ ২২:৫২ | 72.83.97.171
বিবির পোস্টের মাথামুন্ডু কিছু বুঝলাম না। শুধু বুঝলাম, এবার শুরু হল ব্যক্তিআক্রমণ ঃ)
এবার কি আমি আপনাকে পঃবঙ্গের বাইরে কেন থাকেন, সেটা থাকার জন্য কী কী কথা বলতে পারেন না, সেই লিস্টি ধরাবো ? ঃ)
ভালো কথা, ছত্রধর কিন্তু এবার ঐ সংবিধানের শপথ নিয়ে বিধানসভায় যাবার জন্য ই ভোটে দাঁড়িয়েছিলেন। সেটা জানেন কি ?
Ishan | ১৪ মে ২০১১ ২২:৫১ | 14.99.233.146
আর আমি তো গুচ্ছের সিপিএম সমর্থককে আমেরিকায় বসে থেকে তৃণমূলের বিরুদ্ধে গর্জাতে দেখি। তারা খুব ভালো কারণ তারা সিপিএম। আর বিরুদ্ধে বললেই সাম্রাজ্যবাদের দালাল। পারিন্না। পারিন্না।
pi | ১৪ মে ২০১১ ২২:৪৯ | 72.83.97.171
তবে, এই ক্যালাকেলির রাজনীতি তো ভিশাস সাইকেল। এর মধ্যে 'অভ্যস্ত' ও 'নির্লিপ্ত' হয়ে যাওয়া পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 'বদলা নয় বদল চাই' টা কিন্তু জাস্ট একটা ক্যাচি স্লোগান না, একটা খুব জরুরি কথা। এটা যদি ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বা করার একটা সৎ চেষ্টা করা হয়, ঐ সাইকেলটা হয়তো ভাঙবে। হয়তো দুরাশা ই। তবু ও।
আমাদের পক্ষে বলা হয়ত অনেক সোজা, যে লোকগুলো এতদিন পড়ে পড়ে মার খেয়েছে , লিটারালি, গ্রামের দিকের নানা ঘটনা , তাদেরকে পক্ষে পাল্টা মার দেয়া থেকে আটকানো অত সোজা নয়। তবে এখানে তাতিনের ঐ বদলা নয় বিচার চাই , এই লাইনেও তো মানুষ ভাবতে পারেন। সেটাই কাম্য।
Ishan | ১৪ মে ২০১১ ২২:৪৮ | 14.99.233.146
সেকি? ছত্রধর মাহাতো সংবিধানে বিশ্বাস না করেই ভোটে লড়লেন?
অমন ধরলে সিপিএমও তো সংবিধানে বিশ্বাস রাখেনা। ঃ)
Rajdeep | ১৪ মে ২০১১ ২২:৩৮ | 121.245.46.223
আকাবাবু এই গুগাঁতে ৪০ ডিগ্রীতে "লাল" রাম একটা এখন খুলব ভাবছি । সরি, সবুজ রাম পাওয়া যায় না !
পাঁঠাও আছে ... একটা বোমে চেপেই চলে আসুন ঃ)
aka | ১৪ মে ২০১১ ২২:২৮ | 24.42.203.194
রাজদীপ পার্ক সার্কাসে বোম পড়তে হলে পিছিয়ে পড়তে হবে।
কেউ এলে গেলেই চাপ অচাপ নেই। এককালে রাজনীতি করতাম, এখন বড় হবার পরে (চোখ কান খোলার পরে) একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করি। আর চেষ্টা করি স্পেডকে স্পেড বলতে। সব সময় পারি না হয়ত।
bb | ১৪ মে ২০১১ ২২:২৫ | 117.195.170.77
সে ভাবে বললে পাই আপনি তো আমেরিকায় বসে খুব ছত্রধর মাহাতোকে সমর্থন করেন যিনি ভারতীয় সংবিধানে বিশ্বাস করেন না। তাদের তো সিপিএম মারা আর তৃণমুলের লেজুড় হওয়া। তার মানে আপনি বা আপনার দলবল মাওবাদীদের সন্ত্রাসের সমর্থক? তাহলে তো নিয়ম মত আপনার আমেরিকায় থাকাও চাপের কারণ তারা মাওবাদ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে
Rajdeep | ১৪ মে ২০১১ ২২:২৪ | 121.245.46.223
পাই "বিনয়ের সঙ্গে" বলছি গুচতে দেব না .... জাষ্ট দেব না ঃ) শক্ত মাটি বলে কতা
আর আমার সমর্থন নিয়ে যতকিছু খারাপ ভাবার স্বছন্দে ভেবে নিতে পারো ... সেটা তোমার কল্পনাশক্তির ওপর ডিপেন্ড করছে !
খবরের কাগজে ফিল্টার হবার পর যা জানবে সেটাই না হয় থাকুক ..
pi | ১৪ মে ২০১১ ২২:১৯ | 72.83.97.171
রাজদীপ, আমরা বোমার গুল্প নিয়ে খিল্লি করলে একচোখোমি হয়ে যায় আর এই অতি অবভিয়াস গুল টি নিয়ে আপনাদের কোন আপত্তি না তোলাটা একচোখোমি নয় ? ঃ) নাঃ, নয় ই মনে হয়। ওটা সময় বুঝে চোখ বন্ধ করে থাকা বলে। তাই না ? ঃ)
সে থাকতেই পারেন, কিন্তু ঐ নিয়ে কেন খিল্লি করলাম, তার জবাবদিহি চাইলে এধরণের প্রশ্নের মুখোমুখি হতেই হবে ঃ)
pi | ১৪ মে ২০১১ ২২:১৬ | 72.83.97.171
রাজদীপ , উত্তরগুলো দিলেন না কিন্তু ঃ)
ক্যালাকেলি নিয়ে আজ বলছেন, খুব ভাল কথা। আমিও বলব। কিন্তু তাহলে ও আমার একটা প্রশ্ন থাকবে। সিপিএম নিজে তো এতদিন এই ক্যালাকেলির কালচারের বাইরে ছিল না, বরং প্রচণ্ডভাবে এন্ডর্স করত। তাকে কোন আপত্তি কেন আপনাদের থেকে শুনিনি, যদি এই 'ক্যালাকেলি, সন্ত্রাস' ইটসেল্ফ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের আপত্তি থাকে ?
আর না হলে কি বুঝবো, আপনারা পার্টি সমর্থক মানে পার্টির এই ব্যাপারগুলোর ও সমর্থক ?
Rajdeep | ১৪ মে ২০১১ ২২:১৪ | 121.245.46.223
আরে পর্সোনালি নেব ক্যানো ঃ) খালি বল্লুম "বোমের কথাটা আমি কোনদিনই বলি নি " তাও আবার বলছেন দেখে একটু সন্দ হল।
আর আপনার নিশ্চই আর কোনও চাপ নেই ! সিপিএম বিদায় তার ওপর অমিত মিত্র-পার্থ -বিবেক দেবরায়-অভিরূপ .... ফাটাফাটি তো ঃ)
Bratin | ১৪ মে ২০১১ ২২:১৪ | 117.194.101.116
আমি আশুতোষ কলেজে পড়ার ছাত্র নির্বাচনের আগের দিন বললো SFI নেতা বললো ' দেখ কাল তোরা আসতে পারিস বা নাও পারিস । তোদের ভোট টা আমরাই পাবো'।
এটা কী গনতন্ত্র??
Bratin | ১৪ মে ২০১১ ২২:১১ | 117.194.101.116
ইয়ে, ২ লক্ষ কোটি.......
aka | ১৪ মে ২০১১ ২২:১০ | 24.42.203.194
এককালে রাজনীতি করতাম। এসএফাইয়ের হাতে কেলানি খাবার কম ভয় ছিল না। নির্মলদাকে পরীক্ষা দিতে যাবার সময় অটো থেকে নামিয়ে এসএফ আই বেধড়ক কেলিয়ে হাসপাতালে পাঠিয়েছিল। এসব চোরাগোপ্তা মার আজ নয় বহুদিন চলছে পার্ট অফ দা কালচার, বা পার্ট অফ দা পলিটিক্স।
saikat | ১৪ মে ২০১১ ২২:০৮ | 180.215.22.225
পশ্চিমবঙ্গের মানুষ হয়ে রাজনীতির জন্য মানুষের মার খাওয়া দেখা তো আমাদের গা সওয়া হয়ে গেছে। যায়নি? আমার যে হয়েছে সেটা বলতে কোন লজ্জা নেই।
হয়্ত অনেকেরই হয়েছে। নির্লিপ্তিটা যাদের মধ্যে দেখলাম তারা হয়্ত সরাসরি রাজনীতির লোক নয়। ফলে ভোট পরবর্তী সময়ের মারামারি নিয়েও তারা নির্লিপ্ত। হতে পারে।
কী আর করা যাবে । এখানে রাজনীতিটাই এই, killing fields তৈরী হয়ে চলেছে।
আচ্ছা তেলের আর গ্যাসের দাম বাড়ান নিয়ে আপনাদের দুপয়সা মতামত? দিদির সামনে তো এখন আর নির্বাচন নেই তা উনি কি ভাবে ওনার প্রতিকৃয়া দেবেন? উনি কি এবার WB Sales Tax কমিয়ে সাধারণ মানুষকে রিলিফ দেবেন?
Bratin | ১৪ মে ২০১১ ২২:০১ | 117.194.101.116
তো কি বলেন ?
যারা আগে পুলিশ /প্রশাসনের সুযোগ নিয়ে গরীব/মজবুর মানুষ দের কে কেলিয়েছে/হ্যারাস করেছে আজকে তারা তাদের অন্য গাল টা বাড়িয়ে দিয়ে বলবে 'বস কালকে তোমরা ক্ষমতায় ছিলে তাই ডান গালে চড় মেরেছিলে আজকে আমরা ক্ষমতায় তো কী হয়েছে? এই নাও আমর বাঁ গাল'? ঃ-))
aka | ১৪ মে ২০১১ ২২:০০ | 24.42.203.194
রাজদীপ সেইজন্যই প্রথমদিন বলেছিলাম চাপ খাইবেন না। আপ্নার বক্তব্যের ওপর বলা হলেও ব্যক্তিগত ভাবে আপনাকে বলা নয়। পার্টিকুলার বাজে রাজনীতিকে বিরোধীতা করা। আপুনি পার্সোনালি নিলে কি করতে পারি।
Rajdeep | ১৪ মে ২০১১ ২১:৫৮ | 121.245.46.223
মানে অন্য কোনও দোষ/রাগ/অ্যালার্জি থাকলে কইবেন ... কথা বাড়াব না
pi | ১৪ মে ২০১১ ২১:৫৮ | 72.83.97.171
অন্যদের অনেক কিছু বলা নিয়ে এত আপত্তি তোলেন, কই বোমের এই গল্পগুলো দিতে বারণ করতে তো কোন 'নিরপেক্ষ' কে দেখিনি।ঃ)
Rajdeep | ১৪ মে ২০১১ ২১:৫৫ | 121.245.46.223
কি মুশকিল আকাবাবু ! বলেছি তো কিছুই মেনশন করব না ... ব্যাস এটুকুই এই শান্তিকল্যানের সময়ে
আর হ্যাঁ ঐ বোমের কথা আমি কোনদিনই বলি নি । কিন্তু আপনি বারবার বলেন .... জানি না ক্যানো !
bb | ১৪ মে ২০১১ ২১:৫৪ | 117.195.170.77
সেরকম হলে তো আপনাদের স্বপ্নের দেশকেওWMD কারণে বা তারও আগে হিরোশিমার জন্য পৃথিবী থেকে নিশ্চিহ করে দেওয়া উচিত। কারুর সেই সাহস বা ক্ষমতা আছে কি।
Bratin | ১৪ মে ২০১১ ২১:৫৩ | 117.194.101.116
ও আচ্ছা। তদন্ত হোক। আমরা সত্য জানতে আগ্রহী?
আর ২ লক্ষ কোটি টাকার ঋন কীভাবে হল সে ব্যাপারে কিছু খবর পাওয়া গেছে?
pi | ১৪ মে ২০১১ ২১:৫৩ | 72.83.97.171
রাজদীপ, আমি তো প্রশ্নটা সারকাস্টিক্যালি করিনি। সারকাস্টিক উত্তর ও চাইছি না। তবে পার্কসার্কাসের বোমের গুল্প ও না ঃ)
বলুন না, কী দেখছেন, শুনছেন। তবে তার সাথে এগুলো বল্লেও ভালো লাগবে, এতদিন কী কী ঘটেছে ঃ)
সিপিএম মার খাচ্ছে, খারাপ কথা। কিন্তু সিপিএম এতদিন যে মারটা দিয়েছে, সেটা খারাপ লাগতো না ? সেটা নিয়ে 'নিরপেক্ষ' রা কেউ কিছু বলেন নি কেন ?
aka | ১৪ মে ২০১১ ২১:৫২ | 24.42.203.194
চোরাগোপ্তা মার চিরদিন ছিল। ঠিকমতন চাঁদা না পেলে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, ছোট ব্যবসায়ীদের কর্মচারীদের তুচ্ছ কারণে বেধড়ক মার (নিজের চোখে দেখেছি), পাড়ার ক্লাব দখল করে (রেলের জমির ওপর) সেখানটা প্রায় পার্টি অফিস বানানো, সেখানে পার্টির লোকজনের গ্যারাজ বানানো (নিজের চোখে দেখা)। এবারে ক্ষমতায় আসার পরে অন্যদল সেগুলোর দখল নেবে। তার মানে এই নয় ঘরে ঘরে সন্ত্রাসের বন্যা বয়ে যাবে।
bb | ১৪ মে ২০১১ ২১:৪৮ | 117.195.170.77
@ Bratin আপনার কালো টাকার প্রশ্নটা সেদিন কিন্তু headline today টে Pranjoy GuhaThakurta বলে একজন তুলে ছিলেন। উনি এমন ও বললেন যে ৫৪/৫০ লাখ ক্যাশ নিয়ে যে MPকে ধরে ছেড়ে দেওয়া হয়েছে তা যথেষ্ট সন্দেহজনক এবং ED এটা দেখেছেন। উনি ইঙ্গিত দিয়েছিলেন প্রণববাবুর জন্য ঐ ভদ্রলোক ছাড়াপান। সত্য-মিথ্যা জানা নেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন