যা করেছে তার হিসেব এখনএই চুকিয়ে যেতে হবে । কর্মফল না কী যেন বলে। বংলা কথা
মারামারি অনভিপ্রেত আগেই বলেছি। আমি আবার বামেদের মতো মনে মুখে দু রকম নয় কী করা যাবে?
aka | ১৪ মে ২০১১ ২১:৪৬ | 24.42.203.194
আটলান্টা নয় কলম্বাস - ১০০ মাইল সাউথ অফ আটলান্টা। আবার করব, 'পার্ক সার্কাসে বোম' অত্যন্ত পরিকল্পিত সিপিএমিয় প্রচার যা খিল্লিযোগ্য। ৭২-৭৭ এর সন্ত্রাসের কথা ভেবে এখন কেউ ট্রমাটাইজড হলে নেতাজীকে তোজোর কুকুর বলার জন্য সিপিএমকে ব্যান করা উচিত। সময় বদলায়, দল বদলায়, সন্ত্রাস বদলায় এটুকু না বোঝার মতন সরলমতি এখানে কেউই নয়।
bb | ১৪ মে ২০১১ ২১:৪৩ | 117.195.170.77
কিছুটা মারামারি হবে। সিপি এম জিতলেও হত এই অবধি ঠিক। আশংকটা সেটা যেন বাড়াবাড়ির দিকে না যায়।
bb | ১৪ মে ২০১১ ২১:৪০ | 117.195.170.77
ন্যাড়া , আপনার কথা হয়নি। আর্য কা হাসি কেউ আতা হ্যায় এর উত্তর এটা। যারা নিরপেক্ষ নন বলে দাবী করেন না, তারা কেন অন্যকে accuse করবেন সেটা ছিল প্রশ্ন।
Rajdeep | ১৪ মে ২০১১ ২১:৩৯ | 121.245.46.223
ওকে ..... পেইড ব্যাক - জ্জিও
সাধে কইছিলুম পাই কারুর আনন্দও হতে পারে
রেজ্জাক কি আর এমনি এমনি বলেছেন "গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়"
Bratin | ১৪ মে ২০১১ ২১:৩৯ | 117.194.101.116
আর যারা হেলিকেপ্টারের খরচ পেতে উদগ্রীব তাদের কাছে আগে আমি ২ লক্ষ কোটি টাকা ধারের হিসেব চাইবো? কী ভাবে এবং কেন?
Bratin | ১৪ মে ২০১১ ২১:৩৪ | 117.194.101.116
একটু অন্য ভাবে দেখা যাক। মারামারি কাম্য না ধরে নিয়েও,
এত দিন যারা মার খেয়েছে সময় পেলে কি তারা কিছুই করবে না? কত'টা বিশ্বাসযোগ্য? আর এটা কে 'ফিরিয়ে দেওয়া' হিসাবে দেখুন দেখবেন কষ্ট টা তত টা হচ্ছে না। এত অত্যাচারিত মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটবে না? তা কি সম্ভব ??
nyara | ১৪ মে ২০১১ ২১:৩১ | 122.172.20.18
কল্লোলদার প্রেডিকশন ছিল ইলেকশনের পরের দুবছর প্রচুর ক্যালাকেলি হবে এবং মোস্টলি সিপিয়েম মার খাবে।
আর মুশকিলটা এখানেই, মার খাবেন অধিকাংশ ক্ষেত্রে সিপিয়েমের ভাল লোকের। ধান্দাবাজেরা অলরেডি দলবদল করে ফেলেছে অথবা এখন কিছুদিন লাইং লো।
je keu | ১৪ মে ২০১১ ২১:৩১ | 122.162.75.227
দিস ইজ টিপিক্যাল সিপিএম। টি-পি-ক্যা-ল সিপিএম।
একমাত্র সিপিএমের চোখেই কেউ নিরপেক্ষ থেকে সিপিএমের সমালোচনা করলে সেটা "নিরপেক্ষতার ভেক' লাগে। তাদের তরমুজ লাগে। একমাত্র সিপিএমের চোখেই।
গুরুতে কোনও ঘোষিত বা অঘোষিত তৃণমূল সমর্থকের কী বোর্ড থেকে কিন্তু এই ধরণের অনুযোগ অভিযোগ কখনও বেরোয় নি। কোনও সো-কল্ড নিরপেক্ষ লোক এখানে তৃণমূল বা মমতাকে নিয়ে খিল্লি করলে তার বিরুদ্ধে বিষোদ্গার করলে তাকে ছদ্ম-নিরপেক্ষ বলে নি, নিরপেক্ষতার ভেক বলে নি, গুরুচন্ডালিকে "সিপিএমের সাইট' বলে গাল দেয় নি। অথচ তৃণমূল আর মমতাকে নিয়েও যথেষ্ট পরিমাণে সমালোচনা হয়েছে সময়ে সময়ে, গুরুর পাতায়। গত পাঁচ ছ বছরের পাতা ওল্টালে দেখা যাবে সেসব।
দিস ইজ টিপিক্যাল সিপিএম। চৌত্রিশ বছরের সযত্নলালিত অভ্যেস।
Rajdeep | ১৪ মে ২০১১ ২১:৩০ | 121.245.46.223
না পাই - সিরিয়াসলি সেরকম "বড়সড়" কিছু নেই আর "ছোটোখাটো" যেগুলো শুনেছি গুচর পাতার জন্য তো সেগুলো একদমই নয় !
আটলান্টা থেকে কেপটাউন অব্দি বোমের শব্দ যাচ্ছে যেখানে ... সেখানে আর এইসব বলে লাভ আছে যারা শুনবে তাদেরও ঘেন্না বা বিরক্তি অথবা আনন্দও হবে
সওব শান্ত-সুন্দর-নির্লিপ্ত .....একদম ঠিক আছে।
Bratin | ১৪ মে ২০১১ ২১:২৮ | 117.194.101.116
প্রবাসী জনগনের জন্যে আমি চাপ নিয়ে আজকের বিভিন্ন কাগজের হেড লাইন তুলে দিচ্ছি।
আনন্দবাজার ঃ বাম বিদায় , বদলের ঝড়ে ভাঙল তিন দশকের দুর্গ
দৈনিক স্টেটসম্যান ঃ মাহাকরণে ক্ষমাতয় মমতা , ৩৪ বছরের বাম শাসনের অবসান
বর্তমানঃ বাংলা মমতার , পরিবর্তনের ঝড়ে সি পি এম সাফ
প্রতিদিন ঃ বাংলা মমতার
nyara | ১৪ মে ২০১১ ২১:২৮ | 122.172.20.18
কে আবার নিরেপেক্ষ বলে নিজেকে জাহির করল? আইডিয়াল strawman argument। ব্যক্তিগতভাবে আমি এই নির্বাচনে সম্পূর্ণ সিপিয়েম-বিরোধী ছিলাম।
ধেড়েদের ঠোঁট ফোলানোটা মাইরি আর নেওয়া যাচ্ছে না।
pinaki | ১৪ মে ২০১১ ২১:২৮ | 122.164.253.41
নিউব্যারাকপুরে আমার বাড়ীর ঠিক উল্টোদিকের বাড়ীর সিপিএম নেতা প্রহৃত। এলসিএস ছিলেন। নিউব্যারাকপুরেই অন্য অনেক আখের গোছনো সিপিএম নেতা আছেন। ইনি কিন্তু সেরকম ছিলেন না। দুর্ভাগ্যক্রমে মারটা ইনি খেয়ে গেলেন। শুনলাম এপিসি কলেজ ইউনিয়ন রুম দখল করতে গিয়েছিল তিনোর লোকজন। লোকাল এসেফাই দের সাথে ঝামেলা বাধে। তারা আক্রান্ত হয়ে এনাকে ডেকে পাঠায়। ইনি আর একজনকে নিয়ে অটো করে যাচ্ছিলেন ঘটনাস্থলে। সেখানে পৌছোনোর আগেই অটো থেকে নামিয়ে বেধড়ক মারা হয়। আমার পাড়ার বন্ধুরা, যারা সিপিএম করে, এই ঘটনায় বেশ সন্ত্রস্ত। একজনের সাথে কথা হল। কয়েকদিনের জন্য এলাকা ছাড়া হওয়ার কথা ভাবছে। আসলে আমাদের এলাকায় কংগ্রেসীগুলো এক্কেবারে রটেন মাল। সেই ছোটোবেলা থেকে দেখছি। আবার তাদের দাপাদাপি বাড়বে।
আমি জানি না বাকী জায়গায় কি ঘটছে। আমার সিপিএম বন্ধুটা বল্ল খড়দা ব্যারাকপুর রিজিয়নে লোকসভার পর থেকেই চোরাগোপ্তা মার শুরু হয়েছে। এবার সেটা এদিকে ছড়াচ্ছে। অন্যদের অভিজ্ঞতা জানতে চাই। এই রাজনৈতিক মারামারির কালচার সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করা উচিৎ। এটা কোনো শ্রেনী সংগ্রাম নয়। পিওর দাদাগিরির কালচার। এখান থেকে বেরোতেই হবে।
aka | ১৪ মে ২০১১ ২১:২৬ | 24.42.203.194
কে নিরপেক্ষতার ভেক দেখাল?
bb | ১৪ মে ২০১১ ২১:২২ | 117.195.170.77
@aka যারা নিরপেক্ষ নয় তারা অন্ততঃ সৎ তাদের দৃষ্টিভঙ্গী নিয়ে কারণ তারা নিরপেক্ষতার ভেক দেখায় না। উদাঃ এখানে ব্রতীন - নিজেকে তৃণমূলের সমর্থক সব সময় বলেছেন এবং বামেদের বিরোধীতায় কথা বলেন। তাতে কোন প্রবলেম নেই কারণ সেটা তার বিশ্বাস বা দৃষ্টিভঙ্গী। গণশক্তি বা জাগো বাংলা তারা পার্টি মুখপত্র, তাদের নিরপেক্ষ হওয়ার দরকার নেই। কিন্ত নিরপেক্ষ এর ভেকটা খারাপ, অন্যথা যে কেউ কে বিরোধ বা সমর্থন ব্যক্তিগত ব্যাপার।
Abhyu | ১৪ মে ২০১১ ২০:৫৬ | 97.81.111.42
আমার এক প্রত্যাবর্তনকামী বন্ধু অর্কুট প্রোফাইল ডিলিট করে দিয়েছে ঃ(
aka | ১৪ মে ২০১১ ২০:৪৮ | 24.42.203.194
যারা নিজেরা নিরপেক্ষ নয় তাদের নিরপেক্ষতার দাবী দেখলেই হাসি পায়, প্রচণ্ড হাসি পায়।
আমি তো বাড়ি আর নানা জায়গায় যা কথা বল্লাম, কোন টেনশান পত্তর নেই। (সব ক'টা জায়গাতেই সিপিএম হেরেছে।) মানে, লোকজন তাতে অবাক ই হয়ে যাচ্ছে, সেরকম কোন উচ্ছ্বাসের প্রকাশ নেই। মাইকে মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে।
সব মিলিয়ে ঐ কে একজন লিখলেন না, মোটামুটি এক নির্লিপ্তির পরিবেশ, কিম্বা কাল ঐ বড় ম যেমনটি লিখলেন।
রাজদীপদা, দেদি , স্টোয়িকদা আর বাকিরা যাঁরা চিন্তা করছিলেন, বাড়ির এলাকার কী রিপোর্ট ?
aka | ১৪ মে ২০১১ ২০:০২ | 24.42.203.194
ন্যাড়াদা এসেমেসের কথা মনে করিয়ে দিলাম। ঃ)
Bratin | ১৪ মে ২০১১ ১৯:৩১ | 117.194.100.128
না সি পিএম র লোকজন এখনও হারের ধাক্কা সামলাতে পারেন নি। সময় লাগবে। ২৩৫ থেকে ৬২।
তা গৌতম বাবু র আনা কালো টকার অভিযোগ সম্পর্কে কী বলেন আপনারা? সে টা প্রমাণ করা গেল নাকি? নাকি আরেক পিস 'পর্বতের মূষিক প্রসব' ? ঃ-))
ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট টেক ইট। আর ডিফেন্ড কর্রর দরকার নেই। ক দিন একটু ভাবুন কেন এমন হল ? সব টাই কি মিডিয়া হাইপ আর আমেরিকার চক্রান্ত। আপানাদের সংশোধনের জায়গা কী কিছু নেই?
কালকে আপিস থেকে সোয়া পাঁচটার সময়ে বেরিয়ে ২১৫A ধরে করুণাময়ী এলাম। তখন তো পালাবদল হয়ে গেছে। বাসে যথেষ্ট ভিড় এবং বাসে উঠে যাত্রীদের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম তাদের মনোভাব। কিছুই পেলাম না। না উচ্ছ্বাস, না শোক। একটা নির্লিপ্তি। এদের মধ্যে অনেকেই তো ভোট দিয়েছেন, কিন্তু সেটার পর আর যেন চিন্তিত নয় পরবর্তীতে কী হবে সেটা নিয়ে। ভাবখানা এমন, এখন যাদের কাজ করার কথা তারা করবে, পছন্দ না হলে আবার চুপচাপ ভোট দিয়ে আসব।
আজকে বেলার দিকে আনোয়ার শা-র দিকে গেছিলাম, সাউথ সিটি, লর্ডস-এর মোড় ছাড়িয়ে ঢাকা কালীবার্ড়ী। কিছুই অন্য রকম দেখলাম না, বাস-অটো-চায়ের দোকান যেটা যেমন চলার তেমনি চলছে। শুধু লর্ডসের মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির চারিধারে কিছু বেশী তেরঙা পতাকা। একটা মাত্র অটোতে চোখে পড়ল, আবার ঐ তেরঙা পতাকা। এর বেশী কিছু নয়।
যেন যা হওয়ার ছিল, তাই ঘটেছে, ফলে সেই নিয়ে আবেগ প্রকাশের কোন দরকারই নেই।
কিন্ত আমি কী এমনই ইনোসেন্ট যে বাংলার রাজনৈতিক ঐতিহ্যের কথা, তার ভায়োলেন্সের কথা জানি না? কিছুই হবে না বলছি না, হচ্ছেও না বলছি না (২৪ ঘন্টা ক্কিংবা আজকের গণশক্তি দেখলে তার প্রমাণ পাওয়া যাবে, যদি তাদের সত্যতাতে সন্দেহ না করি), কিন্তু বড়সড় কিছু হবে কী? সময় বলবে।
তবে হ্যাঁ, রবীন্দ্রগীতি কিন্তু অল্প হলেও চলছে। লর্ডসের মোড়েও শুনলাম, আমাদের পাড়ার কাছেও শুনলাম। ঃ-)
bb | ১৪ মে ২০১১ ১৮:৪৫ | 117.195.170.77
আরেকটু যোগ করি রাজদীপের সঙ্গে, ব্যক্তিগত ভাবে কেউ নেবেন না। কাল দেখ্লাম কমেন্ট টইতে,"সোনামুখীর লোকেরা দলে দলে হেলিকপ্টার দেখে এসে সেই মাংস ভাত খেয়ে সিপিএমকেই ভোট দিল'। পরে য্খন জানা গেল যে সেখানেও তৃণ জিতেছে, তখন মাংস ভাতের গল্প নেই"। অর্থাৎ সিপিএম কে দিলে মাংসের জন্য আর বিপক্ষকে দিলে বিবেকে ভোট।
Rajdeep | ১৪ মে ২০১১ ১৮:৩৪ | 121.245.46.223
আরে অয়নবাবু ওটাই তো বেড়ে মজার ইকুয়েশান ! আপনি হেলিকপ্টারের টাকা নিয়ে পোশ্নো করলেই বা কল্যাণের সুভাষিতাবলী নিয়ে কথা বল্লেই সিপিএম ... কিন্তু ন্যাড়াবাবু জ্যোতিবাবুর সিঙ্গলমল্টপ্রীতি বা ওনার শোকমিছিলকে "মৃত্যু উৎসব" বল্লে বা সিপিএম সমর্থক হলেই "পাকিস্তানি" বল্লেও উনি কোনও দলের নন উনি হলেন "শ্রীনিরপেক্ষ" ঃ)
হয় তুমি আমাদের .... নয় তুমি
bb | ১৪ মে ২০১১ ১৮:৩৪ | 117.195.170.77
লিটার প্রতি ৫ টাকা করে বাড়ছে তেলের দাম। শুরু হয়ে গেছে কংগ্রেসী খেলা। ৫ রাজ্যের ভোটের দিকে তাকিয়ে এতদিন আটকে রেখেছিলেন ঃ(
a | ১৪ মে ২০১১ ১৮:০৭ | 208.240.243.170
ন্যড়া বাবু, আছি তো। সিপিয়েমের হারছে জানতামই, লিখেওছিলাম কোনো টইতে।
আমাকে "ভোকাল সিপিয়েম" বলে ভেবে নিলেন দেখে আশ্চর্য লাগছে, কারণ আমি এখানে অন্তত সিপিয়েমের পক্ষে কিছু বলেছি বলে মনে পড়ছে না, কিছু ক্ষেত্রে ভোটের প্রচারের অংশবিশেষ তুলে ধরা ছাড়া।
যেটা বারবার বলেছি সেটা হল মিডিয়া আর আমার আপনার নিরপেক্ষ সমালোচনা করা। এইবার সেটা বোঝা যাবে যে এখানকার জনতা কতটা নিরপেক্ষ ছিলেন আর কতটা সাজেন।
যদি মমতা পঃবঃএর ভালো করতে পারেন, ওনাকে ধন্য ধন্য করব। যদিও আমি মনে করিনা কোন ভিসিবল/ট্যানজিবল পরিবর্তন আসবে। উনি প্রতিটি কেন্দ্রে গিয়ে অসীম আশা আর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। সেগুলো সত্যি সম্ভব কি না, সেটা দেখার জন্যে উদগ্রীব হয়ে রইলাম।
d | ১৪ মে ২০১১ ১৭:৫৫ | 14.96.222.253
টই আপডেট হচ্ছে না।
bb | ১৪ মে ২০১১ ১৭:৩৮ | 117.195.170.77
সে রকম ভাবে বলতে গেলে গত তিরিশ বছরে পুরুলিয়া বা বাঁকুড়ায় কোন উন্নতি হয় নি। কোন শিল্প (আয়রণ ফাউন্ড্রী ছাড়া) কিছু হয় নি বেসরকারী উদ্যোগে। সরকারী কিছু চাকরী ছাড়া কোন চাকরী নেই।
dukhe | ১৪ মে ২০১১ ১৭:২৪ | 117.194.235.182
bb, হ্যাঁ । কিন্তু হাল খুবই খারাপ ।
bb | ১৪ মে ২০১১ ১৭:২২ | 117.195.170.77
রাজা বা গজা তো হতেই পারা যায় কিন্তু ঐ দিকে অনেক প্রতিযোগি। @Dukhe পুরুলিয়ায় কি এখনও সাহেব বাঁধের জলই পরিশোধিত করেই সরবরাহ করা হয়?
Ishan | ১৪ মে ২০১১ ১৭:২১ | 14.99.125.234
কেন পিনারাই বিজয়ন মন্দ কি? বিশেষ করে সঙ্গে যদি এনডিটিভি পরিবারের ব্যাকিং থাকে। ঃ)
dukhe | ১৪ মে ২০১১ ১৭:১৫ | 117.194.235.182
বয়ে গেছে আমার অচ্যুতানন্দনের জায়গায় বসতে । ভদ্রলোক সম্পর্কে বিশেষ কিছু জানি না। আমার রোল মডেল রাজা বা কালমাডি । নিদেন লালুপ্রসাদ । বসতে হলে এদের জায়গায় বসব ।
Ishan | ১৪ মে ২০১১ ১৭:১৫ | 14.99.125.234
অচ্যুতানন্দন বুঝলাম। কিন্তু প্রণব মুখার্জি কেন? ঃ)
nyara | ১৪ মে ২০১১ ১৭:০৮ | 122.172.20.18
১৬০০ টাকায় মাস প্রসঙ্গেঃ যে জিনিস ডিফেন্ড করতে পারেন না বা চান না - সে নিয়ে পাবলিকলি পাঙ্গা নেন কেন? বিমানবাবুর পার্টি আমাকে ১৬০০ দেয় শুনে মনে হয় শুধু ১৬০০-ই দেয়। তার সঙ্গে যে আরও অনেক পার্ক্স আছে সেটা না বললে 'ইতি গজ' কেস হয়ে যায়। ম্যাংগো পাবলিক হাল্কা আওয়াজ দেবেই। যেমন দিত যদি স্টিভ জবস পাঙ্গা নিতেন যে আমি তো বছরে মোটে ১ টাকা মাইনে পাই।
bb | ১৪ মে ২০১১ ১৭:০৮ | 117.195.170.77
@ Dukhe নিজেকে একবার প্রণব মুখার্জীর জায়গায় বসিয়ে বা অচুত্যানন্দের জায়গায় বসিয়ে ভাবুন ত্যাগস্বীকার করতে হয়, না হয় না। বাড়ীতে বসে আর হিন্দী সিনেমা দেখে তাদের অসৎ বলা অনেক সহজ। রাজনীতি করতে গেলে অনেক ধক লাগে অনেক কষ্ট করতে হয় অনেককেই।
til | ১৪ মে ২০১১ ১৬:৫৬ | 114.198.34.82
"হেলে ধরতে পারেন না কেউটে ধরতে গেছেন"- Quote of the year! উফ, কি হাসি যে পাচ্ছে, একা একাই হাসছি।
til | ১৪ মে ২০১১ ১৬:৫৩ | 114.198.34.82
...... (ত্যাগ স্বীকার করবেন) বা করেন!
dukhe | ১৪ মে ২০১১ ১৬:৫০ | 117.194.235.182
দেখেছ - আগেই বলেছিলাম ১৬০০ টাকার প্যাকেজ শুনতে যত খারাপ, আসলে ততটা নয় । তব্বে? আর bbই বোধহয় আমার দেখা একমাত্র ভারতীয় যিনি আশা করেন রাজনীতির লোকেরা ত্যাগ স্বীকার করবেন ।
d | ১৪ মে ২০১১ ১৬:৪৪ | 14.96.222.253
হুঁ। ভেতর দিয়ে দিয়ে আমি প্রায় নারকেলবাগান অবধি যাই। যাত্রাগাছি, নারকেলবাগানের দিক থেকেই আসে।
til | ১৪ মে ২০১১ ১৬:৩৯ | 114.198.34.82
কুমুবেন, যখন আমার ভোট ছেল আমিও দু একবার লুরু থেকে গেছি। বুথে পৌঁছে দেখি অন্য কেউ আমার হয়ে সেই কার্য্যটি আগেই সেরে রেখেছে! নতুবা পরিবর্তন আসতে ৩৪ বছর লাগতো না।
Ishan | ১৪ মে ২০১১ ১৬:৩৭ | 14.99.125.234
পাঁচটার সময় আমাকে শোনাতে গেলে অ্যাটম বোম ফাটাতে হবে। ঃ)
তবে শুনি বা না শুনি এ জায়গা যে গোলমেলে তাতে কোনো সন্দেহ নাই।
d | ১৪ মে ২০১১ ১৬:৩৫ | 14.96.222.253
ঈশান তোমরা ভোরবেলা কখনও পাইপগানের আওয়াজ পাও? বা হাত বন্দুকগুলোর মত শব্দ? আমি ভোরে পাঁচটা নাগাদ উঠে সোয়া পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হাঁটতে বেরোই। তখন দুই একদিন যেমন গত সপ্তাহে ৭ তারিখে পেয়েছি। বেশ ডিস্টার্বিং। অত সকালে কাদের কেন ঐসব চালাতে হয়?
যে কদিন শুনেছি সাড়ে পাঁচটার আগেই শুনেছি।
Ishan | ১৪ মে ২০১১ ১৬:৩৫ | 14.99.125.234
আর আমি যে আম্রিগা থেকে এইজন্যই ফিরলাম, এবং ভোট দিলামনা, তার বেলা? ঃ)
kumudini | ১৪ মে ২০১১ ১৬:৩২ | 122.160.159.184
২০১১- ভোটের অনেক কথা অনেকে অনেক ভাবে মনে রাখবে,আমিও। কিন্তু বিশেষভাবে মনে থাকবে কেসির কুয়েত থেকে এসে ভোট দিয়ে যাওয়া।দলমতনির্বিশেষে একজন নাগরিকের এই দায়বদ্ধতাকে টুপি খুলে সেলাম।
Ishan | ১৪ মে ২০১১ ১৬:৩০ | 14.99.125.234
ধুর। সিঙ্গুরের তৃণমূলের ঐটুকুই দৌড়। ওখানে ওর বেশি কিছু হবেনা।
কিন্তু আরামবাগ, খানাকুল, ধনেখালি, হরিপাল, আর স্পেশালি পঃ মেদিনীপুর, পুরুলিয়া-বাঁকুড়ার জঙ্গলমহল নিয়ে চিন্তায় আছি। আর লোকালি রাজারহাট নিয়ে।
kc | ১৪ মে ২০১১ ১৬:১৮ | 89.203.49.18
সেতো সিঙ্গুরেও কাল অনেক লোক জড়ো হয়ে কারখানার পাঁচিল নাকি বাবরি মসজিদের স্টাইলে ভেঙ্গে দিয়েছে।
Ishan | ১৪ মে ২০১১ ১৬:১০ | 14.99.125.234
কেষ্টপুর ব্রিজের নিচে কিছু জবর-দখল দোকান ছিল, রাস্তার উপরে বাঁশের মাচা পাতা থাকত। মাচাগুলো শুনলাম কাল রাতে ভেঙে দিয়েছে। যদিও শান্তিপূর্ণভাবে।
এছাড়া আর কোনো গোলমালের খবর শুনি নি। কিন্তু লোকজন বেশ টেন্সড। আম্মো। ঝড়ের আগের মতো চুপচাপ মনে হচ্ছে। মনে হচ্ছে একটু আধটু আক্রমনাত্মক মিটিন-মিছিল হলে বরং চাপা বারুদগুলো বেরিয়ে যেত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন