এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৯ মে ২০১১ ২২:০৩ | 115.184.4.59
  • কারণ আমার স্টেট অফ রেসিডেন্স কোলকাতা নয় ঃ-)

    আমি এল-১, কিন্তু অপশন পাচ্ছি সিলেক্ট করার। চেন্নাই থেকে আগে দুটো স্ট্যাম্পিং হয়েছে সাকসেসফুলি। এবং চেন্নাই জুন এন্ড পর্যন্ত ওভারক্রাউডেড এবং কোনও ডেট নেই। কিন্তু অতদিন ওয়েট করলে চাপ আছে। তাই ভাবছিলাম হায়দরাবাদ কি কোলকাতা নেবো। আগেকারের ডিএস ১৫৬/১৫৭ অবসোলিট করে এখন ডিএস ১৬০ অনলাইন সেল্ফ সার্ভিস করে দিয়েছে। এবং সেখানে কোলকাতা অপশন পাচ্ছি। যাগ্গে মরুগ্গে যা হবে দেখা যাবে।
  • SS | ১৯ মে ২০১১ ২১:৫০ | 131.193.196.214
  • এই ছোঁড়াটা আবার আমাকে আপনি বলছে কেন?

    আমি খুব একটা কনফিডেন্ট নই এই ব্যাপারে। কোনো কোনো ভিসার ক্ষেত্রে অপশন থাকে অন্য কনসুলেট সিলেক্ট করার, যেমন এইচ-১। কিন্তু অনেক ভিসার ক্ষেত্রে লেখা থাকে যে অ্যাপ্লিক্যান্টকে তার নিজের রিজিয়নই সিলেক্ট করতে হবে।

    কোলকাতা কনসুলেট সিলেক্ট করছোনা কেন?
  • sayan | ১৯ মে ২০১১ ২১:৪৪ | 115.184.4.59
  • ভালো মানে কি রিজেকশন এর চান্স কম, সেটা?

    এই যে --> https://www.vfs-usa.co.in/ApplnForms/EarliestDate.aspx -- স্টেট অফ রেসিডেন্স কোলকাতা সিলেক্ট করলে আমাকে চেন্নাই, হায়দ্রাবাদ আর দিল্লী - তিন্টে অপশনই দেখাচ্ছে। চেন্নাইয়ে অ্যাভেইলেবল ডেটের আকাল দেখা দিয়েছে। তাই জানতে চাইছিলাম এটার কোনও ওয়ার্ক অ্যারাউন্ড আছে কিনা। এনিওয়ে ধইন্যবাদ! কেমন আছেন? ঃ-)
  • SS | ১৯ মে ২০১১ ২১:২৯ | 131.193.196.214
  • সাধারণত যে যেখানের বাসিন্দা (পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী) সেখানের নিয়ারেস্ট কনসুলেটে অ্যাপ্লাই করলেই ভালো।

    http://newdelhi.usembassy.gov/consular.html

    নিচে একটা ম্যাপে দেওয়া আছে কোন স্টেট কোন রিজিয়নে পড়ে।

    কনসুলেটে একটা ফোন করে দেখলেও পারো।
  • sayan | ১৯ মে ২০১১ ২১:১৪ | 115.184.4.59
  • কেউ একটু জ্ঞান দেবেন?
    কোংপানির যে বেস ব্র্যাঞ্চে আপনি ডেপুটেড, ভিজার ইন্টারভিউ ডেট ফিক্স করার সময় বেস ব্র্যাঞ্চের নিয়ারেস্ট আম্রিকান কনসুলেট লোকেশন সিলেক্ট করতে হবে - এটা কতটা সত্যি? ফরেকজাম্পল, ধরুন আমার বেস ব্র্যাঞ্চ কোলকাতা। তো, আমাকে কি কোলকাতা কনসুলেট নিতেই হবে, না কি আমি দিল্লী কনসুলেটের জন্যও অপ্ট করতে পারি?
  • Nina | ১৯ মে ২০১১ ২০:০৪ | 12.149.39.84
  • ন্যাড়া, এর মানে এখনকার বরেরা--খালি বর্তন টা যা একটু মাজে

    মিটিং এ যাচ্ছি--
  • M | ১৯ মে ২০১১ ২০:০১ | 59.93.213.61
  • ভালো বলেছো, এটা শেষ হলেই রবীন্দ্র সঙ্গীত। কিন্তু ছেলে এসে যাবে। সে হতচ্ছাড়া আবার আমার মোবাইলের রিং টোন ভালবাসি ভালবাসি শুনে আমায় বলেছে , মা তুমি বুড়ি হয়ে গেলে।
  • nyara | ১৯ মে ২০১১ ২০:০০ | 122.172.20.18
  • সব বিরাট গেনো - বলুন তো 'দিন খালি খালি বর্তন হ্যায়" ইত্যাদির মানে কী?
  • M | ১৯ মে ২০১১ ১৯:৫৭ | 59.93.213.61
  • মেরা কুছ সামান, তুমহারে পাশ পরা হ্যায়......... ওয়া!!!!
  • Nina | ১৯ মে ২০১১ ১৯:৫৪ | 12.149.39.84
  • দিল ঢুঁড়তা হ্যায় ফির ওহি ফুর্সত কে রাত দিন --
    এইটা বল্লে আকা?

    কিকিয়া---আহা এমন দিনে তারে বলা যায়--গাইছিস না?
  • M | ১৯ মে ২০১১ ১৯:৫১ | 59.93.213.61
  • আকা ঃ)
  • M | ১৯ মে ২০১১ ১৯:৫০ | 59.93.213.61
  • ছোটি সি কাহানি সি..............
  • aka | ১৯ মে ২০১১ ১৯:৪৫ | 168.26.215.13
  • এর পরের গানটা হল দিল ঢুন্ডতা হ্যায় ফির কোহি।
  • M | ১৯ মে ২০১১ ১৯:৪৩ | 59.93.213.61
  • হুম্ম।
  • achintyarup | ১৯ মে ২০১১ ১৯:৪১ | 121.241.214.38
  • আহা, চাঁদ না থাকলে আর ডুববেই বা কি করে
  • M | ১৯ মে ২০১১ ১৯:২২ | 59.93.213.61
  • কলকাতা বোদায় লন্ডন হয়েই গেলো।ক্ষী আবহাওয়া, আর আমি বেষ্ট অফ গুলজার শুনচি।

    তুম যো কহে দো তো, আজ কি রাত চাঁদ ডুবে গা নেহি।

    মেঘলা আকাশে চাঁদ কই বলে কেউ বাগরা দেবেন্না।
  • prateek | ১৯ মে ২০১১ ১৭:৪৭ | 24.162.193.229
  • jyothi gas ছারা গতি নাই।।তবু ভালো লুরু তে full time day care আছে নৈলে আরো চাপ হতো
  • quark | ১৯ মে ২০১১ ১৭:০৮ | 202.141.148.99
  • উঁহু! নামটি বেশ ঃ-)
  • l | ১৯ মে ২০১১ ১৭:০৬ | 115.252.69.167
  • কোয়ার্ক কি আনন্দ ? অরুনিতাকে মনে আছে ?
  • Arpan | ১৯ মে ২০১১ ১৭:০২ | 122.162.42.227
  • প্রতীক তো জেপি নগরের (মানে লুরুর) কানেকশনের কথা বলছিলেন। ঃ)

    নাম পাল্টায়নি। যাদিও রাস্তার ধারে ধারে মাঝে মাঝেই সবুজ প্ল্যাকার্ডে "মা-মাটি-মানুষ' লেখা।
  • quark | ১৯ মে ২০১১ ১৭:০১ | 202.141.148.99
  • একটা প্রশ্ন আছে। রাস্তায় আমার গাড়ি কোন দুর্ঘটনায় পড়লে পুলিশকে জানানো (থানায় গিয়ে FCR করা) কি অবশ্য কর্তব্য?
  • til | ১৯ মে ২০১১ ১৬:৫৬ | 114.198.37.241
  • আমি জে বি নগরের কথা বলছি।
    নাম পালটে যায়নি তো ইতোমধ্যে?
  • Arpan | ১৯ মে ২০১১ ১৬:৫১ | 122.162.42.227
  • কবেকার কথা? এখন লাগে। কর্ণাটক আর তামিলনাড়ুতে। ইন্ডেনের সাইট পশ্য।
  • til | ১৯ মে ২০১১ ১৬:৪৭ | 114.198.37.241
  • অর্পণ,
    কই আমি তো লোক্যাল রেশন কার্ড ছাড়াই পেয়েছি। তুমি তো আমার চেয়ে বেশী লোক্যাল।
  • til | ১৯ মে ২০১১ ১৬:৪৪ | 114.198.37.241
  • কুমুবেন,
    আপনার সকল গহনার দায়িত্ব লইতে প্রস্তুত, মম অফিসের আলমারীতেই রাখিব, অন্যান্য দু এক রতি ওজনের ছুটকার সহিত কারণ তাহাই safe!
    আমাকে ভল্টের চার্জের অর্ধেক দিলেই চলবো।
  • Arpan | ১৯ মে ২০১১ ১৬:৩৯ | 122.162.42.227
  • উফ্‌ফ্‌ফ, এতক্ষণে ভাটের ব্যাকলগ ক্লিয়ার হল। যাকে যাকে রিপ্লাই দেবার ছিলঃ

    ১) সামরানদিঃ আমরাও ২৮ তারিখে লুরু ফিরছি। ফোং কোরো যাবার আগে। আমার নং তো তোমার কাছেই আছে।

    ২) পামিদিঃ ভর্তুর রোডের ফোরাম ভ্যালু মলের এমটিআর হলে আমি আছি। আসার আগে একবার খেয়ে এইচি। ফাটাফাটি।

    ৩) প্রতীকঃ লোকাল রেশন কার্ড ছাড়া ইন্ডেন/হেইচপি/ভারত ইত্যাদি গ্যাস কানেকশন পাবা না। এই অ্যাক নতুন ফিকির। আমরা প্রাইভেটে মাস কয়েক চালিয়ে কলকাতার কানেকশন ট্রান্সফার করে নিয়েছিলাম।
  • Bratin | ১৯ মে ২০১১ ১৬:২০ | 122.248.183.1
  • কুমু দি দিনকাল কেমন কাটছে?

    আমাদের এখানে হুলিয়ে বৃষ্টি হচ্ছে
  • kumu | ১৯ মে ২০১১ ১৬:১৪ | 122.160.159.184
  • প্রতিটি গয়নার সাথে নিজের নাম লেখা লেবেল ঝুলিয়ে পরিষ্কার ফটো তুলে ফাইলে রাখা উচিত-নইলে নিজের গয়নাদের সাথে দেখা হলেও হয়তো চেনা যাবে না।

    গুরুতে আসার পর এই প্রথম কুমু এট্টা প্র্যাকটিকাল কথা কইল।
    হাত্তালি।
  • anaamik | ১৯ মে ২০১১ ১৫:১৮ | 196.15.16.20
  • স্যান কি আমাকে ফোন করেছিলি ? দু ঘন্টা পরে মিটিং থেকে বেরিয়ে রিং ব্যাক করে পেলুম না।
  • Bratin | ১৯ মে ২০১১ ১২:১৯ | 122.248.183.1
  • হি হি প্রায় মেরে এনেছি। আরো গোটা দুই টই ডোবাতে পারলেই একেবারে চিত্তির !! ঃ-))

    তিল দা, অর্কুটে দেখো।

    আর টই তুলে দিয়েছি বাকি দের লেখার জন্যে।
  • til | ১৯ মে ২০১১ ১২:১৪ | 210.193.178.129
  • ধ্যুস, কি বানান!
  • til | ১৯ মে ২০১১ ১২:১৩ | 210.193.178.129
  • দে-দির সম্মানে যে ভাট হলো তার বর্নণা কই? অন্ততপক্ষে, মেনু কি ছিল?
  • quark | ১৯ মে ২০১১ ১২:০২ | 202.141.148.99
  • PIP (Post Independence Patriot : সূত্র - যমদত্তের ডায়েরী) আবার সে এসেছে ফিরিয়া

    http://tinyurl.com/5rukraf
  • de | ১৯ মে ২০১১ ১১:৫২ | 223.179.180.119
  • আহা! কি ভালো কাজ! দইয়ের মাঠা-তোলার মতো করে টই-তোলা :))
  • Bratin | ১৯ মে ২০১১ ১১:২৬ | 122.248.183.1
  • অভ্যু , একদম ঠিক করেছে। ৩৪ বছর শাসনে থাকা দল টা কে ধুয়ে মুছে দেওয়া গেছে। আর রাজনীতি র কচাকচি ভালো লাগে না।

    আমি ক'টা ইন্টারেস্টিং টই কে টেনে তুলছি।
  • Bratin | ১৯ মে ২০১১ ১০:৪৮ | 122.248.183.1
  • ব্যাঙ , আমার বাড়িতে আসবি বলেছিস। যদি না আসিস কপালে দুঃখ আছে।
  • kumu | ১৯ মে ২০১১ ০৮:৫৭ | 121.245.6.173
  • ব্যাঙ মায়ের কাছে যাচ্ছে!আচ্ছা,ছেলে নিয়ে সাবধানে যাও।মাসীমাকে আমাদের কথা বোলো।
  • Lama | ১৯ মে ২০১১ ০৮:২৯ | 117.194.224.221
  • ফ্লাইট মিস করার আশায় এতটা উৎফুল্ল হতে জীবনে কাউকে দেখি নি
  • byaang | ১৯ মে ২০১১ ০৭:০২ | 122.178.252.108
  • ১০ঃ০০টয় ফ্লাইট, হয়তো সেটা মিস করবো।
  • byaang | ১৯ মে ২০১১ ০৭:০১ | 122.178.252.108
  • এসে গেছি, এসে গেছি।
  • aka | ১৯ মে ২০১১ ০৪:০৬ | 24.42.203.194
  • আমি আবার সেটাকেই নামিয়ে দিলাম। ঃ)
  • Abhyu | ১৯ মে ২০১১ ০৪:০০ | 80.221.63.206
  • একটাকে ছাড় দিয়েছি।
  • pi | ১৯ মে ২০১১ ০৩:৫৫ | 128.231.22.150
  • অভ্যু কি সবকটা টই ই নামাবে নাকি ? খেপে গেলে ক্যান ? ঃ)
  • Abhyu | ১৯ মে ২০১১ ০৩:৩৯ | 80.221.63.206
  • আর লাল চামড়ার থেকে নীল চামড়া বেটার, অন্ততঃ কানের কাছে।
  • Lama | ১৯ মে ২০১১ ০৩:৩২ | 117.194.226.133
  • ওয়েবস্টারের ডিকশনারি সবচেয়ে ভালো। এই অ্যাত্তখানি মোটা আর লাল চামড়া দিয়ে বাঁধানো
  • sayan | ১৯ মে ২০১১ ০১:৩৭ | 115.184.93.84
  • পামিদি এমটিআর নিয়ে একটা প্রশ্ন করেছিলে, আমি আছি। তবে বেশিদিন নেই। মেলামেলি শুরু করা যাক? ডিডিদাকেও ধরে বেঁধে আনা যাবে ঃ-)
  • nk | ১৯ মে ২০১১ ০১:২৩ | 151.141.84.194
  • কেডি, মানতাসা বুঝলাম এতক্ষণে। অনেক চুড়ির কম্বিনেশন করে আর্টিস্টিকালি ভার্টিকাল বার দিয়ে দিয়ে এঁটে দেয়া। :-)
    রতনচূড় ও কম্বিনেশন। তবে অনেক কমপ্লেক্স। চেইন বার শেল রিং সবকিছু দিয়ে। দেখেছেন, কম্বিনেশন করলেই জিনিস কত খোলতাই হয়? :-)

    এক অণুজীববিদ মাইক্রোসকোপে নানা ব্যাকটেরিয়া ফাঙ্গাস দেখতেন, ভারী চম্‌ৎকার সব দেখতে নাকি আর সেই থেকে গয়নার ডিজাইন দিতেন। :-)
  • kd | ১৯ মে ২০১১ ০০:১৬ | 99.38.123.8
  • মান্তাসা হ'লো চওড়া চুড়ি, মানে গোটা দশেক রেগুলার চুড়ি একসঙ্গে পরলে যেমন হয় তেমন আর কি। আর রতনচুড় (রতনচক্রের ডাকনাম) হ'লো একটা রিস্টলেটের সঙ্গে কয়েকটা চেন দিয়ে কানেক্টেড একটা থালা মতন জড়োয়া গয়না হাতের পিঠে পরে - তার থেকে পাঁচটা চেন দিয়ে পাঁচ আঙুলে আংটি। আমার বৌএর ছিলো এ'গুলো - এখন ছেলের বৌএর জিম্মায় (বিয়ের পর একবারই পরেছিলো একটা দিশী বিয়েতে - ও সোনা রং পছন্দ করে না বলে ব্যাঙ্কেই পড়ে থাকে)।

    আর হ্যাঁ, রোজ গোল্ড আমি বানিয়েছিলুম '৭৫ সালে মনে হয় - অ্যাক্সিডেন্টালি। পার্কার পেন কোম্পানির একটা গোল্ড-স্ট্রাইপ কলমের জন্যে লাল, সবুজ, হলদে, পিঙ্ক আর সাদা পাত। কিন্তু পিঙ্কটা অন্যগুলোর থেকে একটু বেশী শক্ত বলে ফেটে যাচ্ছিলো - সেটা নরম করার জন্যে এই রোজ গোল্ড বানিয়েছিলুম। ওটা আবার কানের গয়না আর পেন্ড্যান্ট হিসেবে বেশ পপুলার হয়েছিলো (আমি দেখেছি চুনি বসানো)।

    আর ঐ কলম পার্কার কটা বেচেছিলো জানিনা (হেব্বি দাম করেছিলো জানি) তবে চার্চ স্প্রিঙ্কলারের কাটতি ছিলো (চার্চ ছাড়া অত টাকা আর কার আছে - ওই সময়েই ২২ না ২৫ হাজার দাম ছিলো মনে হয়)।
  • Nina | ১৯ মে ২০১১ ০০:০৬ | 12.149.39.84
  • পলাইলাম! টাটা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত