এ বাবা!এ-ই-টুকু টুকু ছেলেমেয়ে সব,এত অলস!এত ল্যাদখোর!
s | ১৬ মে ২০১১ ১৭:৪৮ | 117.194.101.96
ল্যাদ কি এমনি এমনি আসে? একে তো দুইখান টাউন ডিঙানো, তায় ঐ অঞ্চলের কিস্যু চিনি না। আগেরবার ঐ বিবি নেশনে পৌছুনোর জন্যি কাব্লিদা সারথী ছিলেন। প্ল্যানমাস্টার ব্রতীনকে ভাটের প্ল্যান শোনামাত্রই বলেছিলাম, কলকাতায় কোথাও করতে। টু শব্দটি না করে হাজির হয়ে যেতাম। সল্লেক শুনলেই ক্যামন যানি লাগেঃ-(
দিন কতক আগে, পোলার পরীক্ষা ছিল একখান, সেক্টর টু-তে। কি জায়গা রে বাবা। একে প্রশ্নপত্র লিক করে পরীক্ষা পেছুলো তিন ঘন্টা। গরম তো আছেই, সে নিয়ে কমপ্লেন নেই। এককাপ চা খাওয়ার কোনো ঠেক নেই আশে পাশে সে এমন এক টাউন! রেলিং দেওয়া সাজানো বাগানে ঘেরা বড় বড় সব বাড়ি কেবল। হুঁস হাশ সব বড় বড় সব গাড়ি বেরোয় সেসব বাড়ি থেকে। দূর দূর থেকে আসা পরীক্ষার্থী সব বাচ্চারা আর তাদের মা-বাবারা। দূরবস্থার চুড়ান্তঃ-(
kc | ১৬ মে ২০১১ ১৭:৪৫ | 89.203.49.18
শান্তিতে ল্যাদ খেলেও লোকের চোখ টাটায়। যত্তসব হিংসুটে। আমার একটা ওরকম দোকান দেওয়ার খুব শখ। n+1 এর চক্করটা কাটাতে পারলেই নেমে পড়ব।
dukhe | ১৬ মে ২০১১ ১৭:২৪ | 122.160.114.85
আর কত ল্যাদ দোকানদার আছে । বাড়িতে থাকলে অশান্তি, তাই একটা দোকান খুলে বসেছে । উদ্দেশ্য চাট্টি ঠেক মারা ও এট্টু শান্তিলাভ । এর মধ্যে আবার খদ্দের এসে জ্বালাতন করলে মেজাজ তিরিক্ষি হয়ে যায় ।
Bratin | ১৬ মে ২০১১ ১৭:২৩ | 122.248.183.1
সামরান।
til | ১৬ মে ২০১১ ১৭:২১ | 114.198.34.82
নাহ, ঘুমোতে যাই। এলেকটারি কম্বলে এত সুখ! হি হি শীতে, আহ! শীতের দেশে খাট ছ ফুটের জায়গায় তিন ফুট করলেই কত রিসোর্স বেঁচে যায় এই পৃথিবীর, এইটা কেন অ্যাক্টিভিষ্টরা ভাবেন না, গ্রীন সল্যুশান। সেই তো foetal পজিশানে কুঁকড়ে মুকড়ে শোয়া। কত ওয়েষ্টেজ! তবে হ্যাঁ, এরা ঘরগুলো ছোট করে এনেছে, একেবারে বাঙলা কামরা (হিন্দী নয়)! -- নতুন বাজেটে paid parental লীভ চালু হল। পেরেন্টদের যে কেউ নিতে পারবেন। হায় বেল পাকলে কাকের কি!
til | ১৬ মে ২০১১ ১৭:০৫ | 114.198.34.82
ডিডি, আমি চব্বিশ পরগণার কথাই বলছি, এক্কেবারে আঁখো দেখা হাল। বর্ধমান, মালদার কথা জানি না, শপথ করে বলতে পারবো না। সে তো আগে কলকাতার ছেলেরাই বাইরে চাকরী পেলে যেতে চাইতো না। ব্যাঙ্গালোর, সে তো সুদূর, কালাপানি প্রায়! আর্লি ৮০ তেও ব্যাঙ্গালোরে মোট বাঙ্গালী পরিবার ( নাকি লোক) ২০০০ ও ছিল না! ব্যাঙ্গালোরে ডাইরেক্ট ট্রেন তো সপ্তাহে একদিন তাও মেরেকেটে চালু হল। পশ্চিম বাঙলার গ্রাম? কলকাতা থেকে মাত্র ৪০-৫০ কিমি ও দূর নয়; এই ২০১১ সালেও বর্ষাকালে অগম্য। মেন মোটোরেবল রাস্তা (যদি থাকে) তো একটা গাড়ী কোনক্রমে যেতে পারে (খানাখন্দ ছেড়েই দিলাম)! শহরে যাওয়াটাই এক মারপিঠ ধস্তাধস্তির ব্যাপার, একদিন গেলে চারদিন লাগে ক্লান্তি ছড়াতে। আর গ্রামের রাস্তা? বর্ষাকালে সেই কাদা, হাঁটুসমান না হোক, গোড়ালি ডুবে যায়। তবে হ্যাঁ, পিওর কাদা, কলকাতার রাস্তার মত কালো নয়! আপনি কি লিখলেন আর আমি কি উলটো পালটা উত্তর দিলাম। সে যাউকগ্গা!
P | ১৬ মে ২০১১ ১৭:০২ | 193.28.178.61
তিল , স্বরাজ দত্ত খুব চেনা নাম কিন্তু আর কিছুই মনে কত্তে পচ্ছি না । তবে খোঁজ নিয়ে বলে দিতে পারি খুব সহজেই। উইকেন্ড পজ্জন্ত সাথে থাকুন।
আমি সোনামুখীর ছেড়েছি ৯৩ এ। তারপর শুদু "ছুটি কাটাতে" যাই , আর বিদিশি স্নবারির খোলোসটা ছেড়ে একটু হাম্বল হয়ে ফিরি !
P | ১৬ মে ২০১১ ১৭:০০ | 193.28.178.61
এইচ কি বোধি ? সব্বাই এত্ত নাম চেঞ্জ করে ! তুমি ভালো ? আমাদেরো সব ভালো , দুই কুচো আজ হাত কাটায় তো কাল মাথা ফাটায়। আমা হেন লকখি মায়ের এমন বাঁদুরে বাচ্চা হয় কি করে কে জানে !
siki | ১৬ মে ২০১১ ১৬:৫৩ | 123.242.248.130
এরা অতি ল্যাদখোর। আমি রোজ দুটো রাজ্য পেরিয়ে চাকরি করতে আসি। দিনের বেলায় আমরা তিনজন তিনটে আলদা আলাদা রাজ্যের তিনটে আলাদা আলাদা শহরে থাকি। সন্ধ্যের পরে থাকি চতুর্থ আরেকটি শহরে। এরা দুটো টাউন ডিঙোতে চাপ খেয়ে যায়।
dd | ১৬ মে ২০১১ ১৬:৫১ | 124.247.203.12
তিল, বুঝলেন গাঁ গঞ্জে মানে মালদা কুচবিহার বর্ধোমানে দেখলাম তো। ইশ্কুলের ভালো ছাত্র কিন্তু কলকাতায় কিছুতেই পড়তে যাবে না। যদিও রেসাল্ট চটকদার।
তারপর কিছু একটা পাস করেই সরকারী চাকরীর ধান্দা, খুব নীচু পোস্টেও রাজী। শহুরে ছেলেরা অমন পোস্টে সহজে যাবে না। কিন্তু মফঃস্বলের ছেলেরা মাটী কামড়ে পরে থাকতো। ঐ কুয়োতেই থাকতে হবে।
চল্লিশ বছর আগে।
আর এখন? বাপরে বাপ। কলকাতার থেকে স্পেসাল ট্রেন আসে লুরুতে, ছেলেরা তো বটেই মেয়েরাও আসে দলে দলে। হায়ার সেকেন্ডারী দিয়েই। লুরুতে এসে পড়বে।
আর যদি বা গ্র্যাজুয়েট হলো কলেকেতা থেকে অম্নি আবার দল বেঁধে আসে এম্বিয়ে করতে বা কিছু একটা পড়তে/শিখতে। ফ্যাশন ডিজাইনিং,কেটারিং,... এনিথিং।
জানি না তাদের কতোজনে গাঁ বা মফঃস্বল থেকে আসে। না কি এটা শুধুই কলকেতার চল।
আগে যেটা লিখলাম সেটা আশী সাল পর্যন্ত্য - যা দেখেছি।
a | ১৬ মে ২০১১ ১৬:৪১ | 125.16.135.194
ছোট এস কে? স্যান না সইকত(দা)
til | ১৬ মে ২০১১ ১৬:৩৬ | 114.198.34.82
dd ও কুমুবেন হিসেব কি এতই সোজা। কে চায় না ভাল থাকতে! শহরে বললেই কি যাওয়া যায়। আমি নিজেই ঐ করে কাটিয়েছি বেশ কয়েক মাস। এখন তো ইন্টারনেট কত কি, কাগজও পাওয়া যেত না। বাই পোষ্টে দু দিন বাদ। ইয়েস, দিস ইজ ( বা ওয়াজ) বেঙ্গল! তাও তো আমার একটা মিস্ত্রীর ছাপ্পা ছিল। শুধু বি এ, বি কমের জন্যে! এরকম কত কত শুধু বি এ সারা জীবন ঐ করেই কাটিয়ে দিল। তাদের কি ইচ্ছে ছিল না, ছিল, ছিল। আমি এরকম অনেককেই চিনি।
s | ১৬ মে ২০১১ ১৬:৩৫ | 117.194.101.96
সত্যিই চাপ বস। চেষ্টা করব বলেছি তো। তবে যাইতে পারার চান্স কম।
Bratin | ১৬ মে ২০১১ ১৬:৩৩ | 122.248.183.1
একি রে ভাই। এ ই বললো আসার চান্স ভালো ই।
আমি রোজ ২ টো জেলা টপকে DLF আপিস করতে আসি। আর তুমি এক দিন চাপ নিয়ে ভাট করতে আসতে পারবে না?? ঃ-((
s | ১৬ মে ২০১১ ১৬:২৭ | 117.194.101.96
ব্রতীন খালি ছড়ায়ঃ-( যাবই বলি নাইক্যা, চেষ্টা করব বলেছি। দুইখানা টাউন ডিঙ্গাইয়া যাওয়া চাপ! ব্রতীনেরে কইলাম যে মাঝামাঝি কোথাও একটা করো। খালি নিজেগো সুবিধা দ্যাখে। না গেলে দে-র সঙ্গে সাক্ষাৎ হইবে না এইটাই দুঃখের বিষয়ঃ-(
পারমিতা অফ সোনমুখী স্বরাজ দত্ত বলে কাউকে চেনেন, বা তার পতা? সে ও সোনামুখীর (মেটালার্জিষ্ট)। এমনি কুতুহল!
h | ১৬ মে ২০১১ ১৬:১৯ | 203.99.212.54
এই যে মূলতঃ ডাবলিন, কি কেস, হাউ আর দ্য বনি বনি ছানাজ অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড ওনলি পরের ছেলে?
P | ১৬ মে ২০১১ ১৫:৪০ | 193.28.178.61
দে , থ্যাংকু। পুরোটা করে দেখলুম হালার ল্যাপিতে আমার অ্যাডমিন অ্যাকসেস নাই। হায় রে করপোরেট স্লেভারি !
P | ১৬ মে ২০১১ ১৫:৩৪ | 193.28.178.61
এমন ম্যাড়মেড়ে পোড়া ডুবলিনের সকালে কুমু আর বোতীন আমাকে এক্কেরে লাল করে দিলে গা !
P | ১৬ মে ২০১১ ১৫:৩৩ | 193.28.178.61
ডিডিদা , ভালো আছেন ? আমার জৈবনের প্রিয় শহর চেন্নই এ ? আপনার মতন আমিও বহুবার ভোট দেখেছি চেন্নই এ আর প্রতিবার ই অবাক হয়েছি সেখানের লোকজনের সংযমে ( আনলাইক বাংলা)।
আর এই ছবিটা যেটাতে এগ্রী কল্লেম , গ্রামবাংলায় আরো প্রকট , আর ডিপ্রেসিং। সেখানে না আছে কনট্রাকটরির হোপ না আছে বিজনেস স্কোপ। আছে শুধু ভোট আর অপার ভ্যাকুয়াম বিফোর আর আফটার ! আর দু একজন যারা অস্তিত্বের সংগ্রামে জিতে যায় বাঁকড়ো সদর আর দুর্গাপুরের কারখানার চাগ্রিতে , কিম্বা ডিফেন্স ফোর্সে !
kumu | ১৬ মে ২০১১ ১৫:১৬ | 122.160.159.184
বুজেচি,বুজেচি,তবে আমারে কেউ দোষ দিও না,আমি খুবই সাবধানে বড়পি লিখছিলুম,মাঝের থেকে পাল্লিন সব গুইলে দিলো। হ্যাঁ,পাল্লিনের লেখা কত পড়িচি।এমন সোনা বাঁধানো হাত,অদ্দূরে পড়ে থাকার দরকার কী?ফিরে এসো ঘরে পরবাসী।
শয়ে শয়ে কর্মক্ষম যুবক সারাদিন গুলতানি করে। শহরে যাবার ধক নেই, বাড়ীর ভাত খায়। সারাদিন তাস খেলে, মাছ ধরে, স্রেফ আড্ডা মেরে সময় কাটায়।
জিগেশ করলে বলে অর্ডার সাপ্লায়ের ব্যবসা আছে। মানে কালে ভদ্রে পার্টীর দৌলতে একটা দুটো ছোটো খাটো সিভিল কাজে বালি আর ইঁট গায়ের জোরে সাপ্লাই করে।
সংসার চলে জমি জিরেতের ইনকামে, এর পরের প্রজন্মে তাতেও টান পরবে বা এখন ই পরেছে। কিন্তু এদের হুঁস নেই।
দৈবাত এককন দু জন ঐ চোরাবালির থেকে নিজেদের ইচ্ছায় বেরিয়ে আসে।
শংখ ঘোষ এদের নিয়েই লিখলেন কি বাবরের প্রার্থনা ?
pi | ১৬ মে ২০১১ ১৫:০০ | 72.83.97.171
কুমুদি মেইল দেখো।
kumudini | ১৬ মে ২০১১ ১৪:৫৮ | 122.160.159.184
পারমিতা,তাই মনে হচ্চিল। আচ্ছা,সেই তোমাদের শিলং(?)বেড়াতে যাওয়ার আগের রাতে আলমারীতে কে কথা কইচিল?
P | ১৬ মে ২০১১ ১৪:৫৪ | 193.28.178.61
কুমু , বলে বলে , খুব বলে। পাশের বাড়ির বৌঝিরা পাইখানার পেছনের দেওয়ালে কান পেতে শোনেও সে সব ঝগড়াঝাঁটী।
কিন্তু সেই পোড়া পেটের দায়। দেখেচে এই করে করে অমুকদার ছেলের মিউনিসিপাল্টিতে গ্রুপ ডি এর চাগ্রি , অমুকবৌদির ছেলের ইরিগেশানের ক¾ট্রাকটরিতে লালে লাল, তুসুকদার ছেলের হার্ডোয়ারি বিজিনেস গরমেন্টের অর্ডারে ফুলে ঢোল , তুসুঅবাড়ির ছেলের পেরাইমারি ইশকুলে চাগ্রি। ড্যাংগলিং ক্যারট।
P | ১৬ মে ২০১১ ১৪:৪৭ | 193.28.178.61
কুমু , থ্যাংকু। আমার এ পোড়ার আপিসে কম্পুওয়ালা কেহ নাই হায় রে। শুদু ব্যাংকিংওয়ালা ঃ(
btw , আমি পারমিতা। লোকে ডাকে পাল্লিন বলে।
kumudini | ১৬ মে ২০১১ ১৪:৪৭ | 122.160.159.184
বড়পি,কবে বাবামায়েরা বলতে শিখবে রোজগার করো,নইলে খাওয়া বন্ধ।
kumudini | ১৬ মে ২০১১ ১৪:৪২ | 122.160.159.184
বড়পি,আমি কী করেছিলাম বলছি।আবাপর প্রথম পাতায় বাঁদিকে দেখুন "বাংলা না এলে 'বলে একখান বাক্সো রয়েচে,সেইখানে ক্লিকিয়ে আপিসের কম্পুওলাকে ডেকে বল্লুম,ভাই,তুমি না খুলিলে ইহারে খুলিবে কেবা। বাংলা পড়ে পড়ে বলে দিলুম,ওস্তাদ ছোকরার কেরামতিতে একটু বাদেই আবাপ ওয়াজ জ্বলজ্বলিং।
a | ১৬ মে ২০১১ ১৪:৩৯ | 125.16.135.194
অপ্পনদা, বিজে থেকে এখন ৮ নং দিয়ে সো ও ও জা রাস্তা যাচ্ছে ডিএলএফর দিকে। অটো পেয়ে যাবে মনে হয়। ৮ নং থেকে রিক্শাও পেয়ে যাবে। করুণাময়ী হয়ে গেলে অফিস টাইমে যেও না, ডিএলেফের লাইনে অসীম ভীড় হয়
P | ১৬ মে ২০১১ ১৪:৩৭ | 193.28.178.61
কুমু, খাওয়ায় সব বাপে আর মায়ে। সোহাগের গোপালরা সব , ঘরের ভাতু আর মাছুর ঝোলু খায় আর বাপের গ্র্যাচুইটির তাকায় কেনা মটোরসাইকেলে ভটভটিয়ে গাঁয়ে গাঁয়ে ভোট কত্তে যায়।সারা দিনমান ধরে সেসব সারা টারা হলে কেলাবহাউসে বসে দাদার পয়্সায় একটুখানি ঢুকুঢুকু। মাঝরাতে আবার ভটভটিতে বাড়ি। কাঁচাঘুম ভাঙ্গা মায়ে থুরথুরিয়ে উঠোন পেরিয়ে দরজার খিল খুলে দে তবে মুক্তি পায় সেদিনের জন্যে।
তাই রেজান্টের পরে এখন শুদু খাওয়া আর ঘুম। নো ভটভটিয়া , নো দাদার পয়্সার ইয়ে , নো নাথিং।
P | ১৬ মে ২০১১ ১৪:৩১ | 193.28.178.61
সাহায্য চাই -
অমি আগের ল্যাপিতে সুন্দর আবাপ পত্তুম। এই ল্যাপিত্তে আসে শুদু ইংরিজি হিজিবিজি। বিট স্ট্রীম ইন্সটল করার কোনো পপ আপ পেয়েছে বলে মনে পড়ে না। আর ইউনোকোড না থাকার দরুন সেখানেও চৌকো বাক্সো। সো এখোন কি করন কাম ?
Bratin | ১৬ মে ২০১১ ১৪:৩০ | 122.248.183.1
আরে ঘুম হল খুব নেশার জিনিস। আমাকেই দেখো না। যত ই ঘুমো ই আরো ঘুম পায় ঃ-))
Bratin | ১৬ মে ২০১১ ১৪:২৯ | 122.248.183.1
আমাদের বালী তে ৩৬ বছরে দ্বিতীয় পরাজয় ।
kumu | ১৬ মে ২০১১ ১৪:২৮ | 122.160.159.184
"সুদু খায় আর ঘুমোয়?"কে খাওয়ায়?এত ঘুম আসে কোথা হতে?
P | ১৬ মে ২০১১ ১৪:২২ | 193.28.178.61
হ গেল বলে গেল। সাথে নে গেল বাঁকড়ো আর পুরুলে ! কঠিন লালদুগ্গো চুরচুর। আমাগো পাড়ার সব বাঘাবাঘা ক্যাডাররা নাকি মোটরসাইকেল বারান্দায় তুলে রেখে ঘরে বসে সুদু খায় আর ঘুমোয়। পার্টি আপিস এ কুকুর আর ছাগলের কচি কচি বাচ্চারা ইয়ে করে বেড়াচ্চে , শুনেই কেমন কান্না কান্না পাচ্চে।
Bratin | ১৬ মে ২০১১ ১৪:১১ | 122.248.183.1
সোনামুখী ও তো গেল !!ঃ-))
P | ১৬ মে ২০১১ ১৪:০১ | 193.28.178.61
মধ্যপদলোপীর একটা মন্তব্যের উত্তরে এক লাইন লেখার ইচ্ছে হল। এই জগন রেড্ডী হবে কংগ্রেসের সবচেয়ে বড় কাঁটা , ভেরি সুন। যদি না সোনিয়া নিজে আগ বাড়িয়ে সামলায়। ওয়াই এস আরের ঐ পপুলারিটি আর ওরকম ট্র্যাজিক মৃত্যুর পরে কাংগ্রেস কেন যে জগনের কন্ডোলেন্স মার্চের এগেইনস্টে কেন যে ঐ গাঁটামোটা কত্তে গেল। বহু বহু ভোট খসবে তার ট্রিকল ডাউন এফেক্টে। জগনের নিজের পোলিটিক্যাল বেস খুব স্ট্রং , ছাত্ররাজনীতি করার জোরে। আমি খুব মুখিয়ে আছি সোনিয়ার এই ড্যামেজ ক®¾ট্রাল স্ট্র্যটেজি দেখার জন্যে।
Kaju | ১৬ মে ২০১১ ১২:৩০ | 121.244.209.245
আজকে হাই টেনশন নিতে কোনো গুরু-অগ্রজ বা অগ্রজা আসছেন নাকি? রঞ্জন্দা, কাব্লিদা, কল্লোলদাকে ছবি দেখার সূত্রে চিন্তাম, হঠাৎ চেনামুখ দেখে দিব্যি লেগেছিল। সিকিট্টা তো দেখেইছিলাম। আর কেউ আসছেন নাকি? আগাম খবরটবর আছে?
siki | ১৬ মে ২০১১ ১২:০৮ | 123.242.248.130
পটাশম্যাম, আপিসে কোনও কারণে গুরু ব্লক করা থাকলে, গুরু খোলার জন্যে আমার সাথে যোগাযোগ করুন।
d | ১৬ মে ২০১১ ১২:০৮ | 14.99.105.207
অর্পণ, করুণাময়ী থেকে নিউ টাউন ডিপোর অটো নিলে ডি এল এফে নেমে পড়তে পারবে। করু?ণাময়ী থেকেই নিয়ে নিও, তার পরে কলেজ মোড় বা উইপ্রো মোড় থেকে অনেকসময়ই নিউ টাউনের অটো ঠিকঠাক পাওয়া যায় না। করুণাময়ী থেকে ৮-১০ মিনিট অন্তর অন্তরই ছাড়ে।
আর যদি নিউ টাউন ইলেকট্রিক অফিসে যেতে চাও তো নিউ টাউন ডিপোয় নেমে রাস্তা পেরিয়ে ভিবজিওর টাওয়ারের দিকের মোড় থেকে একটা সাইকেল রিকশা নিয়ে নিও। এমনিতে ৭-৮ মিনিট হাঁটা, কিন্তু এই গরমে রিকশা নেওয়াই ভাল।
kumudini | ১৬ মে ২০১১ ১১:৫৯ | 122.160.159.184
ব্যাং,এই যে আমি,চিঁড়েচ্যাপ্টা।লিং-এর জন্য অনেক থাংকু। মাঝে মাঝে গুরু খুলে যায়,যেমন এখন।কিন্তু তখন দেখি তিরিশ/চল্লিশ পাতা পিছিয়ে রয়েচি,তাই ভয়ে ভয়ে আর লিখি না। ডিডিদার কোং মান্দ্রাজে না হলে এট্টা কিউসির চাগরী চাইতাম।
Bratin | ১৬ মে ২০১১ ১১:৫৭ | 122.248.183.1
আচ্ছা কলি ভাট টই তে করা আমার প্রশ্নের উত্তর কেউ দিল না কেন?
Bratin | ১৬ মে ২০১১ ১১:৫৭ | 122.248.183.1
আগে লোকে ট্যাক্সি নিতি এখন ক্যাব নেয়। সবই পরিবর্তন !!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন