এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৮ মে ২০১১ ০০:৩১ | 122.167.78.14
  • তা বটে, সেই যে কোন একটা চ্যানেল আগের জন্ম থেকে ঘুরিয়ে আনত লোকজনকে শুইয়ে দিয়ে। তবেই না জানলাম মনিকা বেদি নাকি পর্তুগিজ ছিলেন আগের জন্মে আর ওনার তড়পে তড়পে মিত্যু হয়েছিল।
  • aka | ১৮ মে ২০১১ ০০:৩০ | 168.26.215.13
  • কোন এক বিজ্ঞানী নাকি আবার আঁক কষেছেন যে ব্ল্যাক হোলের মধ্যে নাকি প্রাণ সম্ভব। অ্যাট লিস্ট থিওরেটিকালি, কোথায় জানি দেখলাম।
  • pi | ১৮ মে ২০১১ ০০:২৮ | 72.83.97.171
  • হ্যাঁ, আমিও ঘাবড়ে গেছিলাম।

    কিন্তু তৃতীয় খণ্ডে কী ছিল ?
  • nishikanto | ১৮ মে ২০১১ ০০:২৮ | 151.141.84.194
  • নিজেকে কীরকম বৃদ্ধ মনে হচ্ছে! এই না সেদিন পথিক লিখলো হাইবারনেশন নিয়ে রবিবারে, মুগ্‌ধ হয়ে পড়লাম! ২০ বছর হয়ে গেলো????? লোকটা এখনো সেইসব লিখে যাচ্ছে????? নতুন কিছু লিখতে পারে না? কত সব নতুন জিনিস তো বেরলো! এনট্যাঙ্গলমেন্ট, ডার্ক এনার্জী, সুপারস্ট্রিং---
  • rimi | ১৮ মে ২০১১ ০০:২৬ | 168.26.215.135
  • আমিও প্রবীর ঘোষের বিশাল ফ্যান ছিলাম, তৃতীয় খন্ড পড়ার আগে পর্যন্ত। তৃতীয় খন্ড পড়ার পরে মোহভঙ্গ হয়।

    পাই, কি সাংঘাতিক, আমি তো এগুলো কিছুই জান্তাম না।,
  • nk | ১৮ মে ২০১১ ০০:২২ | 151.141.84.194
  • নানারকম ম্যাজিক নিশিডাকা ভুত পুনর্জন্ম উফো বেগুনকেটে রক্ত কালাযাদু ডাকিনি হাকিনী বিদ্যেধরী লেভিটেশন এসবের এনটারটেইনমেন্ট ভ্যালু অনেক বেশী যুক্তির থেকে, টিভি তো এগুলৈ নেবে। :-)
  • byaang | ১৮ মে ২০১১ ০০:২১ | 122.167.78.14
  • সত্যি কথা বলতে কি, ওনার অলৌকিক নয় লৌকিক দ্বিতীয় খণ্ড অব্দি হজম করা গেছিল, তারপরেরগুলো অতি অখাদ্য।
  • aka | ১৮ মে ২০১১ ০০:২১ | 168.26.215.13
  • লোলিটা দেখে মনে পড়ে গেল। আমার এক বন্ধুর ভায়ের পৈতেতে কে একটা লোলিটা উপহার দিয়েছিল। আমরা ঝেড়ে দিয়েছিলাম। ;)
  • pi | ১৮ মে ২০১১ ০০:২০ | 72.83.97.171
  • উনি নাকি প্রচুর লোকের লেখাপত্তর নিজের নামে চালিয়েছিলেন। সেদিন ফেসবুকে একটা গ্রুপে আলোচনা চলছিল, যাঁদের লেখা ঝেঁপেছেন, তাঁরাও অনেকে সেখানে ছিলেন।
  • byaang | ১৮ মে ২০১১ ০০:১৭ | 122.167.78.14
  • হ্যাঁ, আমিও অনেক বছর আগে যুক্তিবাদী সমিতির থেকে একটা পোস্টকার্ড পেয়েছিলাম প্রতারণার অভিযোগে প্রবীর ঘোষকে তাড়ানো হল বলে। আমি প্রবীর ঘোষের জন্যেই সদস্য হয়েছিলাম স্কুলে পড়ার সময়ে।
  • nk | ১৮ মে ২০১১ ০০:১৬ | 151.141.84.194
  • আকাজী, ধন্যবাদ, দেখলাম বুভুনিস্ত মারা গেছেন ২০০৪ সালে।
  • byaang | ১৮ মে ২০১১ ০০:১৪ | 122.167.78.14
  • সান্দার মাথাখারাপ হয়েছে। দুবারে গেছিলাম দুবছর আগে। হাম্পি গেলাম গত বছরে। সব জায়গা একসঙ্গে দেখতে হলে যত লম্বা ছুটি পেতে হয়, তাতে কোলকাতা চলে যেতে হয়। কর্নাটক, তামিলনাড়ু, কেরালা যতটুকু ঘুরেছি সব-ই হপ্তান্তের ট্রিপ। রোসো, কাসারগোডের অ্যালবামটা লোডাই।
  • aka | ১৮ মে ২০১১ ০০:১৪ | 168.26.215.13
  • বুভুনিস্তে মারা গেছেন।
  • pi | ১৮ মে ২০১১ ০০:১৩ | 72.83.97.171
  • প্রবীর ঘোষ নিজেই তো ভণ্ড, প্রতারক বলে অভিযুক্ত !!

    http://gurubuster.livejournal.com/546.html
  • nk | ১৮ মে ২০১১ ০০:১২ | 151.141.84.194
  • জলের স্মৃতি নিয়ে তো আগেও গুহ বাবু লিখেছেন, সে প্রায় বছর কুড়ি আগে। স্মৃতিভ্রংশ জল। :-)
    সেই বুভুনিস্তের আমলে। বুভুনিস্ত সাহেবেরা জল দিয়ে কীজানি করেছিলেন। ভালো কথা বুভু এখন কোথা? রন্ডি ই বা কোথা?
  • byaang | ১৮ মে ২০১১ ০০:১২ | 122.167.78.14
  • কে জানে তিনি কোথায়? আমি ২০০৩য়ের বইমেলায় ওনার অলৌকিক নয় লৌকিকের পঞ্চম খণ্ডটা কিনেছিলাম। তারপর থেকে আর খবর রাখি না। অর্কুটে ওনার একটা কমিউনিটি ছিল, ওনার ছেলে সেই পিংকি বা পিনাকী জুনিয়র সাইঁ বাবার কয়েকটা ভিডিও র লিং দিয়েছিল। তবে আমি প্রবীর ঘোষের খুব ভক্ত ছিলাম, আমার কাছে এক কালে প্রবীর ঘোষের সব কটা চ্যালেঞ্জের পেপার কাটিং ছিল। ঃ-)
  • sayan | ১৮ মে ২০১১ ০০:০৮ | 115.242.203.254
  • ওভারল কেমন বেড়ালে? বৃষ্টি তো ভালোই পেয়েছ মনে হল। নাগারহোলে'টা ওভারহাইপড। তবে ভরপুর হাতি চতুর্দিকে। হাম্পিও মেরে দিয়েছো! কতোদিনের ট্রীপ বানিয়েছিলে!
  • aka | ১৮ মে ২০১১ ০০:০৫ | 168.26.215.13
  • কত কিই তো হয় এবারের রবিবাসরীয়তে পথিক গুহ প্রবন্ধ লিখেছেন জলের নাকি স্মৃতি শক্তি আছে।

    না না আমাদের টিভি শোপিস হয়ে পড়ে আছে।
  • byaang | ১৮ মে ২০১১ ০০:০৫ | 122.167.78.14
  • সান্দা ঃ-) । কাল হাম্পির অ্যালবাম লোডিয়ে দেব।
  • rimi | ১৮ মে ২০১১ ০০:০৫ | 168.26.215.135
  • প্রবীর ঘোষ এখন কোথায়? তিনিও তো ইটিভির প্রতিযোগী চ্যানেলে পাল্টা অনুষ্ঠান করতে পারেন! বেশ জমত তাহলে।
  • sayan | ১৮ মে ২০১১ ০০:০২ | 115.242.203.254
  • আরে আবার ঠোঁট ফোলায়। ওটা তো এমনি বলা ঃ-)

    ব্যাঙদির সাথে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প আবার ঘুরে এলাম। ঃ-)
  • byaang | ১৮ মে ২০১১ ০০:০২ | 122.167.78.14
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু, এইটি দিব্য, হাল্কাফুরফুরে।
  • byaang | ১৮ মে ২০১১ ০০:০১ | 122.167.78.14
  • অকোমান সাহেব আপনারা কি ওখানে ইটিভি দেখতে পান? তাহলে শোনেন, সেই যে এক ডাইনি ছিল না, ঈপ্সিতা নামে (পাইবাক্সের সঙ্গে গোলাবেন না আবার)! সেই যে যিনি বেগুন কেটে রক্ত বার করে যুক্তিবাদী সমিতির প্রবীর ঘোষকে চমকাতে গেছিলেন! তিনি তাঁর আধিভৌতিক সব কান্ডকারখানা নিয়ে ইটিভিতে একটি অনুষ্ঠান শুরু করতে চলেছেন শিগ্গিরিই।
  • aka | ১৮ মে ২০১১ ০০:০০ | 168.26.215.13
  • ওটা পছন্দ না হলে এটা শোনেন।

  • aka | ১৭ মে ২০১১ ২৩:৫৫ | 168.26.215.13
  • কেন লালন ব্যাণ্ডের গানটা তো দিব্য। মেয়েটার কি পাওয়ারফুল ভয়েস।
  • byaang | ১৭ মে ২০১১ ২৩:৫২ | 122.167.78.14
  • অ অকোমান সাহেব, মোলায়েম করে একটা চাইমন গারফুঙ্কেল শোনান না ক্যানে?
  • sda | ১৭ মে ২০১১ ২৩:৫১ | 117.194.200.249
  • সায়নদা প্রকৃতপক্ষে আমাকে ঝগড়ুটে বলে দেগে দিলো। দুঃখ।
  • aka | ১৭ মে ২০১১ ২৩:৫০ | 168.26.215.13
  • সদার মতন বাচ্ছা ছেলের থেকে সাহস ধার নিতে হল, হায় ব্যাঙের ও পরিবত্তোন।
  • byaang | ১৭ মে ২০১১ ২৩:৪৯ | 122.167.78.14
  • সদা সত্য কথা বলায় আম্মো এট্টু সাহস পেলাম। আমারও জেমসের একা হওয়ার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল, দশ-বারোটা স্ট্রেপসিল্‌স ঠুসে দি জেমসের গলায়।
  • sayan | ১৭ মে ২০১১ ২৩:৪৫ | 115.242.203.254
  • দ্রি তঙ্কÄ আওড়ান, সদা তক্কো (অলমোস্ট) করে, অকোমান গান (!) শোনে। কিস্যু পরিবত্তোন হয়নি।
  • aka | ১৭ মে ২০১১ ২৩:৪৩ | 168.26.215.13
  • অমন বলতে নেই, বলতে হয় ভয়ংকর সুন্দর।
  • sda | ১৭ মে ২০১১ ২৩:৪১ | 117.194.200.249
  • জেমসের গানটা কি ভয়াবহ !
  • aka | ১৭ মে ২০১১ ২৩:২৭ | 168.26.215.13
  • ভুল হল সান্দা কবতে লেখে।
  • aka | ১৭ মে ২০১১ ২৩:২৭ | 168.26.215.13
  • নাঃ কেউ গানও শোনে না, তক্কোও করে না, তঙ্কÄও কপচায় না, এমনকি কবিতাও লেখে না। বাঙালীরও পরিবত্তোন হইল।
  • aka | ১৭ মে ২০১১ ২৩:১৮ | 168.26.215.13
  • এইটা কেসি আর বিগাইরে শুনতে দিলাম।

  • aka | ১৭ মে ২০১১ ২৩:০৯ | 168.26.215.13
  • অবশেষে জেনেছি মানুষ একা, নিজের কাছে নিজেই একা। শুনুন বলে বোঝানো যাবে না।

  • r.h | ১৭ মে ২০১১ ২০:০২ | 198.175.62.19
  • টইভুত
  • Manish | ১৭ মে ২০১১ ১৯:৪৮ | 59.90.135.107
  • Corporation Bank ৩ বছরের উপর থেকে ৫ বছরের কম এই পিরিওডের জন্য ৯।২৫% সুদ দিচ্ছে।এটার সুদ কোয়ার্টারলি পাওয়া যাবে। Int.Rate MIS থেকে বেশী
  • amit | ১৭ মে ২০১১ ১৯:৪৩ | 128.103.93.171
  • ভিকি দেশ এ লিখেছে বুঝি?
  • santanu | ১৭ মে ২০১১ ১৮:২৯ | 82.112.6.2
  • @Arya ওটা Matuirity Value নয় Matuirity Value of interest। ওর সাথে ৯ লাখ যোগ করলে তব্বে Matuirity Value

    @BB সে তো ঐ ওয়েব্‌সাইটেই দেওয়া আছে, ১০।৯৪%

    যেটা দেওয়া নেই সেটা আবার বলছি, ঐ ৫৪৬,০৪৮ টা ট্যাক্সেবল।
  • bb | ১৭ মে ২০১১ ১৮:১৩ | 117.195.160.226
  • @Santanu ওটাকে আরো বাড়ানো যায়।একটা Post office Savings Account খুলুন। এবার Interest টা মাসে মাসে ঐ খানে Route করুন। এবার ওর থেকে Recurring Deposit খুলুন সম মানের। অথাৎ ৮।৫% প্রায় ৯।৫% হয়ে যাবে।
    এটা একবার গিয়ে Instrauction দিয়ে দিলে পরে অটোমেটিক হয়ে যেতে থাকে। ৬ মাসে একবার Update করে নিলে হয়ে যায়।
  • Arya | ১৭ মে ২০১১ ১৮:০৮ | 125.16.82.195
  • কিন্তু শমীক Maturity Value in INR টা কি ঠিক দেখাচ্ছে?
    ৫৪৬০৪৮ টাকা ৯০০০০০ এর জন্য
  • somnath | ১৭ মে ২০১১ ১৭:৩৬ | 117.194.33.95
  • হুম। এবারের দেশ টা কিনেই ফেললাম বিক্রম পাকড়াশী দেখে। কিনলাম, তা প্রায় আড়াই বছর বাদে সম্ভবত।
  • santanu | ১৭ মে ২০১১ ১৭:০৯ | 82.112.6.2
  • তবে ভদ্র আছে, At Source কাটে না, চাইলে গুপি করে দেওয়া যায়।
  • santanu | ১৭ মে ২০১১ ১৭:০৭ | 82.112.6.2
  • ঐ মাসে মাসে ৬০০০ টাকা ইন্টারেস্ট (৯ লাখ রাখলে) কিন্তু ট্যাক্সেবল
  • Arya | ১৭ মে ২০১১ ১৫:২৮ | 125.16.82.195
  • পোষ্ট অফিসে MIS স্কীমে কিরকম রিটার্ন পাওয়া যায় ?
  • Kaju | ১৭ মে ২০১১ ১৪:৫৭ | 121.244.209.245
  • এই সবে খুল্লাম আর এসেই 'আর্য্য', 'সূর্য্য' - য- ফলা গুলোতে চোখে বালি কিচকিচ করে উঠল। যাই এট্টু জলের ঝাপটা দে আসি।
  • kumu | ১৭ মে ২০১১ ১৪:৪৯ | 122.160.159.184
  • সিকি,থাংকু, কাল গুরু খোলার জন্য হেল্পাতে চেয়েছিলে।গুরু এখন খুলে যাচ্ছে,যখনই চাই,কিন্তু নতুন আপিসে চাপ বেশী,তাই আগের মত খুলতে পারি না।

    খাচ্ছিল তাঁতী তাত বুনে--ইঃ
  • siki | ১৭ মে ২০১১ ১৪:৩৫ | 123.242.248.130
  • স্প্রাউট
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত