এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২০ মে ২০১১ ২৩:৫৬ | 168.26.215.13
  • কবে ডুমস ডে? ২০১২?
  • dri | ২০ মে ২০১১ ২৩:৫৪ | 117.194.228.55
  • আচ্ছা ডিডিদা, ডুমসডেতে কী হয় জেনারালি? মানে ইজ ইট লাইক আ মহাপ্রলয় অর সামথিং?
  • dd | ২০ মে ২০১১ ২৩:২৯ | 122.167.8.239
  • আর টইপারে হাঁটা যাচ্ছে না।
    বহুরুপে পশ্চাতে তোমার লেকিন পাব্লিক খাচ্ছে না।
    ক্ষি সব অদ্ভুত ঘটনা হটছে হোথায়।
    ব্রহ্মাও এদানী হাঁচ্ছে না।
    অলৌকিক। ক্ষি সব কিক।

    আচ্ছা,এই যে এইসব ঢক্কা নাদ,
    নিজের পিঠ চাবরানির ধাপ্পাবাদ
    সাত মন তেল পুড়লো
    বাট, রাধিকা মোটেও নাচ্ছে না।

    তাইলে ?
  • aka | ২০ মে ২০১১ ২৩:২২ | 168.26.215.13
  • শুক্কুরবারের অ্যাট্রাকশনই ছিল ডিডির কবিতা। সেটা বন্ধ হতেই ভাট খাবি খাইতাছে।
  • r.h | ২০ মে ২০১১ ২৩:১৭ | 198.175.62.19
  • হুঁঃ, এতো সোজা না।
    কাব্লীদাও অনুরূপ হুমকি দিয়েছিলো ক'দিন আগে।
  • nyara | ২০ মে ২০১১ ২৩:১৫ | 122.172.20.18
  • দীর্ঘ, প্যানপ্যানে, অর্থহীন প্রবন্ধ-মাফিক কবিতা - আজকাল যার খুব আকাল পড়েছে।
  • nyara | ২০ মে ২০১১ ২৩:১৩ | 122.172.20.18
  • আমি ভাবছি এবার কবিতা লেখা শুরু করব।
  • r.h | ২০ মে ২০১১ ২৩:১২ | 198.175.62.19
  • আবার বড় গলায় বলছেন?
    পীড়ের দরবারে কী আপ্নের বিচার নাই?
  • dd | ২০ মে ২০১১ ২৩:১০ | 122.167.8.239
  • শুক্কুরের সাঁঝবেলার(IST) থেকে ভাট খাবি খায়। চোখ কপালে। শরীলের তাপমান হিমাংকের কাছাকাছি। ফিসফাস করে গরিবী নিঃশ্বাস, নেহাৎ যেটুকু না নিলেই নয়। অনেকক্ষন পরপর মৃদুতম হেঁচকি।

    অথচ দেখুন, আমি তো শুক্কুরের পদ্দো ল্যাখা বন্ধো করে দিইছি, সে ও প্রায় বছর খানেক হলো?
  • d | ২০ মে ২০১১ ২২:৩৮ | 14.96.39.143
  • ঃ))
  • nk | ২০ মে ২০১১ ২২:৩২ | 151.141.84.194
  • টইয়ে খুব খারাপ অবস্থা, গেলেও ছিটকে বেরিয়ে আসতে হচ্ছে। :-(
  • nk | ২০ মে ২০১১ ২২:৩১ | 151.141.84.194
  • কালকের গান খুব ভালো ছিলো অভ্যু। :-)
    কবিতাটা তেমন ভালো লাগাতে পারলাম না। :-(
    তবে গানের যে সুবিধা থাকে সুরেতালেলয়ে, কবিতার সেটা তো নাই, তাই কোনো কিছু বলাও যায় না। পরে হয়তো এই কবিতাই আবার শুনলে ভালো লাগবে ঠিকঠাক সময়ে ও পরিবেশে।
  • nk | ২০ মে ২০১১ ২২:২৮ | 151.141.84.194
  • বড়াই, কান্দো ক্যানো?
  • nishikanto | ২০ মে ২০১১ ২২:২৬ | 151.141.84.194
  • Daaktaar, kaando kyaano?
  • I | ২০ মে ২০১১ ২২:২৩ | 14.96.0.235
  • ভেউ
  • Bratin | ২০ মে ২০১১ ২২:০৪ | 117.194.102.111
  • একি, আজকে বাজারের এই হাল কেন?? লোকজন গেল ক'ই?
  • Du | ২০ মে ২০১১ ১৯:৪৯ | 216.110.92.7
  • wwII ডিভিডিটা ওয়ালমার্টে দেখলাম।
  • aka | ২০ মে ২০১১ ১৯:১১ | 168.26.215.13
  • গুপ্ত সমিতি হলে আম্রিগা থেকে কিছু করার প্রভূত চাপের। আইপি নিয়ে ভুলভাল ডাউনলোড নিয়ে এখানে চেটে শেষ করে দেয়। কে জানি কোত্থেকে গান ডাউনলোড করেছিল তাকে জানি কত শত হাজার ডলারের ফাইন করেছে। এসব বউ আমাকে বলে। তাই এখন পয়সা দিয়ে আই টিউন থেকে গান কিনতে হয়। ঃ(
  • r.h | ২০ মে ২০১১ ১৯:০৩ | 198.175.62.19
  • হ্যাঁ, মর্মপীড়ের ওপর ভরসা রাখুন। আজ শুক্রবার।
  • dd | ২০ মে ২০১১ ১৯:০১ | 122.167.34.95
  • world ar war BBC'র ডকু। দেখেছি। আর ৩৬০ ডিগ্রী নাম বেশ কয়েকটা ডকু করেছিলো হিস্ট্রি চ্যানেল, ও গুলো দেখা, also the rise and fall of third reich, বাকী একটাও দেখিনি।

    দেখতে ইচ্ছে করে অতো নতুন ডকুগুলো কেননা নতুন ডিজিটাল টেকনিক ছাড়াও অনেক নতুন তথ্য জানা গেছে, স্পেশালি রাশান সেক্টরে। এখন রাশান archive পশ্চিমা হিস্টোরিয়ানেরা সহজেই অ্যাকসেস করতে পারে।

    ঐ লিস্টে প্যাসিফিক থিয়েটার তো ফাঁকা দেখলাম, অ্যাটম বোমা চাড়া। বড্ডো ইউরোসেϾট্রক কালেকশন।

    যদি সম্ভব হয় তো, নতুন গুলো মানে ২০০০ সালের পরের ডকু গুলো দেখবার ইচ্ছে।

    সবই তো তাঁর ইচ্চে।
  • saikat | ২০ মে ২০১১ ১৮:৩৪ | 202.54.74.119
  • গুপ্ত সমিতি।
  • aka | ২০ মে ২০১১ ১৮:১৫ | 168.26.215.13
  • এই কারাগার্গায় ঠিক কি হয়? সিনেমা ডাউনলোড? এটা কি লিগাল?
  • sinfaut | ২০ মে ২০১১ ১৭:৫৭ | 14.96.66.120
  • না আমাকে দীপন্‌করদা টেনেছিল।
  • ranjan roy | ২০ মে ২০১১ ১৬:৫২ | 122.168.229.168
  • আপনারা কেউ অনুগ্রহ করে ""অথ নকশালবধ কথা'' টইটি তুলে দেবেন? সার্চ মেরে পাচ্ছিনে। কিছু হতে গরম লিখতে চাই।
  • Netai | ২০ মে ২০১১ ১৬:৩৯ | 121.241.98.225
  • ব্রতীনদা ঠিকই বলেছে। উইকি তো দেখেইছি। আমার একটু শুরু থেকে পড়ার ইচ্ছা অথবা সংগ্রহে রাখার জন্য।
  • Somnath | ২০ মে ২০১১ ১৬:০০ | 117.194.203.14
  • বললাম তো ঢোকাটাই চাপের। এক্সিস্টিং মেম্বারদের ধরে ইনভিটেশন চেয়ে চিন্তে ঢুকতে হয়। আমার ঢোকার ব্যবস্থা করেছিল সৌভ। সে এখন পাওয়ার ইউজার, মোস্টলি সিফো-কেও ওই টানে। সিওর নই। দীপু আর বুনান কে আমি টেনেছি।

    irc.brokensphere.net:6667 #KaraGarga
    এখানে গিয়ে মেম্বারশিপ ইনভাইটেশনের জন্যে ঘ্যন ঘ্যান করতে পারো । irc টা mibbit দিয়ে খোলে । বা mIRC টেম্পোরারি ইন্সটল করে ও খুলবে।

    আমার আর ইনভিটেশন নাই । আর এখানে অ্যাকটিভ থাকাটা খুব জরুরি। আমার cinematic.net আর cinemageddon.org এর মেম্বারশীপ এই ইন-অ্যাকটিভিটির জন্যে গেছে। এবার demonoid.me টা যাবে।

    ডাউনলোড আপলোড করার জন্য ভালো ও সস্তা কানেকশন না থাকলে রেশিও মেন্টেন করা যায় না। ঃ-(
  • Bratin | ২০ মে ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
  • না নিতাই মনে হয় একটু ডিটেলসে চাইছে। উদাহারন সমেত ইত্যাদি।
  • nyara | ২০ মে ২০১১ ১৫:৩৫ | 203.110.238.17
  • উইকিপিডিয়া - টেকনিকাল আন্ডারস্ট্যান্ডিং শুরু করার পক্ষে ওর থেকে ভাল রিসোর্স আমি এখনও খুঁজে পাইনি।
  • Bratin | ২০ মে ২০১১ ১৫:২৮ | 122.248.183.1
  • নিতাই,এক্ষুনি মনে পড়ছে না। বই নাহলেও অনেক সাইট আছে; বেশ ভালো। আমি আজকে রাতে একটু খুঁজে তোমাকে দেব।
  • de | ২০ মে ২০১১ ১৪:৪৮ | 223.191.64.77
  • ওমনাথ, রেজিস্টার করা যাচ্ছে না তো!
  • Netai | ২০ মে ২০১১ ১৪:০৩ | 121.241.98.225
  • ব্রতীনদা, নেট এ পাওয়া এমন একটা বইয়ের লিংক দিতে পারবে যেখানে প্রোবাবিলিটির বেসিক জিনিষগুলো- গসিয়ান ডিস্ট্রিবিউসন, স্ট্যান্ডার্ড ডেভিয়েসন এইসব থাকবে?
  • Arya | ২০ মে ২০১১ ১৪:০১ | 125.16.82.195
  • রেজিস্টার করব কোথা দিয়ে?
  • omnath | ২০ মে ২০১১ ১৩:৫৪ | 117.194.199.13
  • http://karagarga.net
    এখানে এনট্রি পাওয়াটাই বিশাল চাপের। সেটার একটা ব্যবস্থা হয়ে গেলেই লাইফ কুল।
  • Netai | ২০ মে ২০১১ ১৩:৫৪ | 121.241.98.225
  • ভোটের অনেক অগের ঘটনা। ২০১০ এর।
    অটোগ্রাফ আমি চেয়ে উঠতে পারিনি। কাছাকাছি পৌঁছেছিলাম। তবে আরো কাছাকাছি যেতে হত। ঃ-)
  • de | ২০ মে ২০১১ ১৩:৪৭ | 223.191.64.77
  • অটোগ্রাফ চাওয়ার টাইমিংয়ে ভুল ছিলো -- ভোটের আগে আগে চাইলেই পেতেন!

    একটা কোচ্চেন -- আমাকে কি গুরুর কেউ ফোন করেছিলেন? আমার কানেকশানটা কলকাতায় একটু বেগড়বাঁই করছে --তার ওপরে গাঁক-গাঁক করে গান আর রাস্তার হর্ন -- কিচ্ছু শুনতে পাই নি, কল-ব্যাক কত্তে গিয়ে হচ্ছে না!
  • Netai | ২০ মে ২০১১ ১৩:৪৪ | 121.241.98.225
  • এদিকে নয়ডাতে উত্তাল ধোঁকা চলছে। কাঠ ফাটা গরমের পর সন্ধে বেলায় থমথমথমে ভাব। অন্ধকার একটু গাঢ় হতে দু ফোঁটা বৃষ্টি। আশায় বুক বেঁধে বোতল নিয়ে এসে বসেছেন যেই- হাওয়া কি ঝোঁকা এসে উড়িয়ে নিয়ে যায় সব। রেখে যায় শুধু ধুলিকণার ঝাঁক।
    কাল অবিশ্যি হাওয়া চললো রাতভর। বৃষ্টির বদলে। নাকের বদলে যেমন নরুন।
  • madhyapadalopee karmadhaaray | ২০ মে ২০১১ ১৩:৩৯ | 14.96.149.136
  • মমতার মন্ত্রিসভার এক মন্ত্রী, এই যে প্রথম দিনেই বুদ্ধের নামে শপথ নিলেন, এটা কি ভালো হল? ঃ-P
  • Netai | ২০ মে ২০১১ ১৩:১৮ | 121.241.98.225
  • অটোগ্রাফ নিতে চাওয়ার জন্য বলছো?
    ইয়ে ... ভদ্রলোক সেলিব্রিটি তো। এজন্যই। আমার ছোট্ট অটোগ্রাফ বইতে তসলিমা নাসরিনের অটোগ্রাফ ও রয়েছে। সাহিত্যিক হিসেবে পছন্দ না হলেও। আর বলতে কি, নাটকটা আমার ভালোই লেগেছিল।
  • lcm | ২০ মে ২০১১ ১৩:১৭ | 69.236.162.248
  • বেশ, ৩টে ম্যাচ। এই সিজনে কি অবসর ঘোষনা করবে নাকি?

    ওদিকে ব্রাত্য রাইসু-র থ্রেডকে ব্রাত্য বসু পড়ে ফেলেছিলাম।

    কিন্তু, সোমনাথ এত সিনেমা/ডকু পায় কোথা থেকে?
  • Bratin | ২০ মে ২০১১ ১৩:১৫ | 122.248.183.1
  • কাবলী দা, কেমন আছেন? অনেক দিন থেকে আপনার সাথে ব্যাটে বলে হচ্ছে না?
  • Bratin | ২০ মে ২০১১ ১৩:১০ | 122.248.183.1
  • LCM দা, দ্বিতীয় ম্যাচে ঃ দুই বলে শুণ্য।
    তৃতীয় ম্যাচে ২২ বলে ১৮ ।
  • kd | ২০ মে ২০১১ ১৩:০৯ | 99.38.123.8
  • হয়ে গ্যালো।
  • omnath | ২০ মে ২০১১ ১৩:০৬ | 117.194.192.241
  • ডিডিদা, আমিই।
    ডাউনলোড তো করতেই হবে। ব্যঙ্গালোরবাসী কোনো যোয়ান আগুয়ান হলে আমি টরেন্ট পাঠিয়ে দেবো, সে আপনাকে DVD বা হার্ড ডিস্কে করে সিনেমাগুলো দিয়ে আসবে এমত অ্যারেঞ্জমেন্ট করতে হবে।

    আপনি শুধু যেগুলো দেখেন নি বা দেখতে চান সেগুলোর লিস্টি বানিয়ে রাখেন।
  • dukhe | ২০ মে ২০১১ ১২:৪৫ | 122.160.114.85
  • সাদা পাতায় অটোগ্রাফ নিয়ে লাভ কী ? পারলে অটোগ্রাফওয়ালা বেয়ারার চেক জোগাড় করুন ।
  • lcm | ২০ মে ২০১১ ১২:২৮ | 69.236.162.248
  • সৌরভ কেমন খেলছে? প্রথম ম্যাচে একটা ৩২ বলে ৩২, না এরকম কিছু একটা.... তারপর?... ফলো করা হচ্ছে না...
  • Bratin | ২০ মে ২০১১ ১২:২২ | 122.248.183.1
  • নিতাই , আর কাউকে পেলে না? ঃ-))
  • Netai | ২০ মে ২০১১ ১১:৫২ | 121.241.98.225
  • আকাদার মত আমিও ভেবেছিলাম মার্কেটে ব্রাত্য বসু এসে গেছেন!!!! আমি একবার রুদ্ধসংগীত দেখতে গিয়ে ব্রাত্য বসুর অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করেছিলাম। পারিনি। ঃ(
  • d | ২০ মে ২০১১ ১১:৩২ | 14.96.61.17
  • ঢ়ৈষু আইসে, অহন দ্দীণু আইলেই হয়
  • dd | ২০ মে ২০১১ ১১:১৭ | 115.184.29.157
  • WW2'র ডকুর লিস্ট দিলো সুমনাথ কি আমাদের ওমনাথ?
    হ্যাঁ হ্যাঁ, ও গুনো দেখতে চাই। তবে ডাউন লোদ ফাউনলোড করতে বললেই মেজাজ বিগড়ে যায়।

    ইউ ট্যুবে ফাসক্লাস সব ডকু আছে, আছে খোদ জার্মান নিউজরীল। সব দেখিচি।
  • de | ২০ মে ২০১১ ০৭:৪৯ | 223.191.74.109
  • অভ্যু, গান শুনে খুব ভালো লাগলো! কি ভালো কালেকশান তোমার!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত