এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ৩১ মে ২০১১ ১২:১৭ | 124.247.203.12
  • তাও ভালো অগ্নিকন্যা ক্ষেউ সাজেস্ট করে নি।

    কিন্তু শুধুই সংস্কৃত ঘেঁষা পৌরানিক নাম কেনো থাকবে ?

    আরবী, ইজিপশিয়ান, স্প্যানিশ, আজতেক এসব নাম ও দেওয়া যায়। গুগুলদা সব জানে।
  • Kaju | ৩১ মে ২০১১ ১২:১৫ | 121.244.209.245
  • অবন্তিকা, অয়ন্তিকা, অরুণিমা, অপাবৃতা, অনন্যা, অনুপমা, অমৃতা, অরুন্ধতী, অনুরাধা, অর্চিস্মিতা
  • madhyapadalopee karmadhaaray | ৩১ মে ২০১১ ১২:০৯ | 14.96.213.254
  • অদ্রিজা, অহনা, অন্যরূপা, অনুপূর্বা, অগ্নায়ী, অগ্নিহোত্রী, অঙ্গনা।
  • Bratin | ৩১ মে ২০১১ ১১:৫৫ | 122.248.183.1
  • অনামিকা, অনুমিতা।
  • pi | ৩১ মে ২০১১ ১১:৪৯ | 72.83.97.171
  • স্মাইলিটা ইন্দ্রাণীদির পোস্টের উত্তরে ছিল।
  • pi | ৩১ মে ২০১১ ১১:৪৭ | 72.83.97.171
  • ঃ)
  • Netai | ৩১ মে ২০১১ ১১:৪৩ | 121.241.98.225
  • ইউ মিন মমতা????????
  • i | ৩১ মে ২০১১ ১১:৪২ | 137.157.8.253
  • সোমনাথের মেয়ে তো। অনুষ্টুপ-ও ভাবা যেতে পারে।
  • quark | ৩১ মে ২০১১ ১১:৩৪ | 14.139.221.81
  • এত বড় সুযোগ পেয়েও কেউ "ম" দিয়ে নাম রাখছে না? ;-)
  • kumu | ৩১ মে ২০১১ ১১:৩২ | 122.160.159.184
  • অনোহিতা-বাণী বসুর একটি চরিত্রের নাম,অদিতি নামের একজন শিল্পী ছিল প্রধান চরিত্র।কেউ লিখে দিয়েছে হয়তো এই নামটা,পিছিয়ে পড়িনি।
    অনুশ্রী,অর্পণা(অপর্ণা নয়)।

    তবে অস্মিতা নাম ও তার মানেটা ভাল লাগে।
  • quark | ৩১ মে ২০১১ ১১:১৫ | 14.139.221.81
  • বাজারে কোন অয়্যারলেস ইন্টারনেট (ইউএসবি) আছে যা লিনাক্স/ম্যাক সাপোর্ট করে?
  • i | ৩১ মে ২০১১ ১১:০৪ | 137.157.8.253
  • নতুন বাবা মা কে অভিনন্দন। নবজাতিকাকে অনেক আদর।

    অ দিয়ে নাম না এ দিয়ে?

    এ হলে আরাত্রিকা। অ দিয়ে কিছু মনে পড়ছে না।
  • de | ৩১ মে ২০১১ ১০:৫৭ | 59.163.30.6
  • ওমনাথকে অভিনন্দন! অ দিয়ে যা নাম মনে পড়ছিলো অলরেডি সবাই লিখে দিয়েছে!
  • dipu | ৩১ মে ২০১১ ১০:৩৩ | 61.12.12.83
  • সোমনাথদাকে কনগ্র্যাচু ঃ)
  • dd | ৩১ মে ২০১১ ০৯:২৪ | 124.247.203.12
  • তাইলে ওমনাথ হয়ে গ্যালো বাবানাথ? হা হা হ। এ তো বড় রংগ জাদু এ তো বড় রংগ।

    এই সেদিন দেখলে ওমনাথ হামা দিচ্ছে, সবে কথা ফুটেছে, বিস্কুটকে বলে হামাই আর গাড়ীকে হাফাই,তবে স্তানাস্লাভস্কিকে ঠিকঠাক উচ্ছারনই করতো, আর দেখুন সে এখন বাবা হয়ে গ্যালো ! চোক্ষে জল আসে।

    এক অক্ষরের নাম তো দিতে পারিস, যথা অ। কিংবা আ।

    আমার এক নাতির নাম রেখেছিলাম কঃ, কিন্তু তার মা বাপ রাজী হলো না।
  • achintyarup | ৩১ মে ২০১১ ০৩:১৫ | 59.93.255.135
  • কিন্তু ন্যাজ নেই কেন?
  • Tim | ৩১ মে ২০১১ ০৩:১৪ | 198.82.18.59
  • Test

    অবশেষে টেস্ট খেলে ফেল্লাম।
  • test | ৩১ মে ২০১১ ০৩:১৩ | 24.42.203.194
  • one more test
  • aka | ৩১ মে ২০১১ ০৩:১২ | 24.42.203.194
  • আর ডিডির মতন একটা

    TEST
  • aka | ৩১ মে ২০১১ ০২:৫৫ | 24.42.203.194
  • ওমনাথ দের অভিনন্দন।
  • nk | ৩১ মে ২০১১ ০০:৪৬ | 151.141.84.114
  • ওমবাবামা আর ওমছানা আছে কই? বড়াইয়ের কাছের হস্পিটালে বা ক্লিনিকে?
    তিনজনারেই কঙ্গ্রাচু।
  • I | ৩১ মে ২০১১ ০০:২২ | 14.99.230.135
  • কাল ওমকুচিকে দেখতে যাবো। আজ ভুলে গেলাম।
  • Nina | ৩১ মে ২০১১ ০০:১৮ | 68.84.239.41
  • ওমনাথ ও ওমনাথিকে কনগ্র্যাটস !!!
    আদিত্যবর্ণা , অপালা, অর্ণা, অনিকা আবেগ, অনুরাগ
  • pi | ৩০ মে ২০১১ ২৩:৩৯ | 72.83.97.171
  • * অ্যাডপ্টেড।

    আর ওমনাথকে কুচির হন্য তো আগাম শুভেচ্ছা জানানৈ ছিল। মিঃ অ্যান্ড মিসেসকে কনগ্র্যা।
  • Arpan | ৩০ মে ২০১১ ২৩:২১ | 112.133.206.22
  • হ্যাঁ, ওমনাথকে হার্টিয়েস্ট কনগ্রা।

    আমারও শিশুটকে কীসব যেন লেখার ছিল। ঃ)
  • pi | ৩০ মে ২০১১ ২৩:১৯ | 72.83.97.171
  • অপ্পন যেমন বল্লো, কলকাতায় মাদার টেরেসার নির্মল হৃদয় এও বোধহয় এরকম করা যায়। আমার এক আত্মীয়ের হয়েছিল। তবে সে নিজে সেখান থেকে অ্যাডাপ্টেড বলে তার জন্মদিন ওখানে ওভাবে করতে দিয়েছিল কিনা জানিনা।
  • Bratin | ৩০ মে ২০১১ ২৩:১৬ | 117.194.97.182
  • আমদের এখানে গুছিয়ে কুকুর বেড়াল বৃষ্টি হল। এখন ওয়েদার মস্ত।
  • Tim | ৩০ মে ২০১১ ২৩:১১ | 198.82.18.59
  • ওমনাথকে কনগ্র্যাটস। শিশুটকে আরেকজন ক্যান্ডিডেট বাড়লো। গুড। ঃ-)
  • Arpan | ৩০ মে ২০১১ ২৩:০৭ | 112.133.206.22
  • না, আমি তোমার পোস্টের রিপ্লাই হিসেবে বলিনি। তোমার পোস্ট পড়ে এমনি হঠাৎ মনে পড়ল তাই লিখলাম।

    নামটাও তো ভুলে গেছি, রিসিটটাও গুছিয়ে রাখিনি।
  • kd | ৩০ মে ২০১১ ২৩:০৬ | 99.38.123.8
  • এই অরুণ মুখুজ্জে কি বহুরুপীর? মানে সেই 'কাঞ্চনজঙ্ঘা'র হিরো?

    আচ্ছা, 'অভিযান'এর সেই "তুমি চাম্পিয়ান ডেরাইভার, আমি মাস্টার মেকানিক' ডায়ালগ বলা অভিনেতার নামও অরুণ, না? পদবীটা কী মনে পড়ছে না, তোমরা কেউ জানো? আমাদের ক্লাবেও আসতো - মাঝে মাঝে পার্টও করতো।
  • Paramita | ৩০ মে ২০১১ ২৩:০৫ | 202.3.120.9
  • কি নাম?
    আমি কলকাতায় খোঁজ করছি তো!
  • Arpan | ৩০ মে ২০১১ ২৩:০৩ | 112.133.206.22
  • * নিজের
  • Arpan | ৩০ মে ২০১১ ২৩:০২ | 112.133.206.22
  • একটু হটকে জন্মদিনের আয়োজন করার ব্যবস্থাও আছে। কে আর পুরমে একটা অরফানেজ আছে। সেইখানে বেলুন, কেক আর স্ন্যাক্স স্পন্সর করতে হয় সবার জন্য। বিনিময়ে সবার হাসিমুখ আর খেলাধূলো। কিছুদিন আগে জেনেছিলাম যখন ডোনেশন চাইতে এসেছিল। নামটাও মনে নেই।

    কর্পো চাকরির দিনগত পাপক্ষয়ের মাঝে ইদানীং লোভ হয় আবার ছোট হয়ে গিয়ে হঠাৎ একটা দিন, নিজে সেরা দিনটা এরকম ভাবে পেতে। শুধু আমার জন্যেই।

    {
  • Paramita | ৩০ মে ২০১১ ২২:৫১ | 122.172.32.15
  • কাল আমিও অনেক রাত জেগে জি বাংলার প্রোগ্রাম দেখলাম। সুবন্নলতাকে অনেক প্রাইজ দেওয়া হল। কিন্তু সাবিত্রীর নামটা কেউ একবারও উচ্চারণ করলো না কেন এই নিয়ে একটা ধাঁধা রয়েই গেল।
  • M | ৩০ মে ২০১১ ২২:৫১ | 59.94.2.134
  • পামিতা, থ্যাঙ্কু, ঠিক।
  • M | ৩০ মে ২০১১ ২২:৪৯ | 59.94.2.134
  • ব্যাঙ কি বৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়লো, এসে একটু চিল্লিয়ে মিল্লিয়ে ভাটের ন্যাতানো অবস্থা কিছু ঠিক করতে পারে--মিস কচ্ছি।
  • Paramita | ৩০ মে ২০১১ ২২:৪৯ | 122.172.32.15
  • অরুণ মুখোপাধ্যায়।
    নীলের বাবা আর (আজকাল) সবুজেরও বাবা।
  • Paramita | ৩০ মে ২০১১ ২২:৪৭ | 122.172.32.15
  • কলকাতায় বাচ্চাদের জন্মদিনপালনের রেডিমেড উপায় জানতে চাই। বাচ্চাদের ফানের জন্য মেইনলি। নিম্নলিখিত অপশানসমূহ সম্বন্ধে বিশদে কেউ জানালে খুব খুশী হব ঃ

    ১। চিড়িয়াখানা, নিকো পার্ক বা অন্য কোন আউটডোর ফেসিলিটি।

    ২। ইন্ডোর অ্যাকটিভিটির জায়গা যেখানে বাচ্চাদের পটারি কি বিনুনী পাকানো বা রঙ মাখা কি এন্তার লাফালাফি করতে দেওয়া হয় (সুপারভাইজড)। লুরুতে সিমিলার জায়গা হল ক্লেটোপিয়া কি মাংকি মেজ। বোলিং-ও চলবে।

    ৩। কে এফ সি, পিজ্জা হাট বা ম্যাকের জন্মদিন প্যাকেজে কি ধরণের রেডিমেড অ্যাকটিভিটি পাওয়া যায়?
  • M | ৩০ মে ২০১১ ২২:৪৬ | 59.94.2.134
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম

    যাকগে, সেদিন মহানগর @কলকাতা নাকি নাম যেন সিন্মাটা দেখলাম, সেদিন যাঁর কথা বলছিলাম, তাঁর নাম জানলাম অলোক মুখো(বোধায়), নীলের বাবা, স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব।

    নাটক নিয়ে কিছুই জানতাম না কিনা।
  • Paramita | ৩০ মে ২০১১ ২২:৩৪ | 122.172.32.15
  • সোমনাথ - অভিনন্দন তোমাদের দুজনকে।
  • nk | ৩০ মে ২০১১ ২২:১৪ | 151.141.84.114
  • অতন্দ্রিলা, অলকানন্দা, অঝোরা, অঝরা, অচিরা, অভ্যুদিতা, অঙ্কিতা, অন্বেষা
  • kd | ৩০ মে ২০১১ ২২:০৫ | 99.38.123.8
  • ""আমোদিনী''। আর খচাম খচাম করে চুমু খাওয়ার সময় "অমৃতি''।
  • siki | ৩০ মে ২০১১ ২০:৪৯ | 122.162.75.192
  • প্রাচীনকালে গেছিলাম ডালহৌসী খাজিয়ার লেক। সে ধরো, সেই ২০০১ সালে। যদ্দূর মনে পড়ে, পাহাড় ছিল। আর একটা বিশাল সবুজ মাঠ দেখিয়ে বলেছিল এইটাই খাজিয়ার লেক। এখন জল নেই, শুকিয়ে গেছে।
  • pharida | ৩০ মে ২০১১ ২০:৩৭ | 182.64.242.39
  • আসছে শনিবার ডালহৌসি খাজিয়ার যাওয়ার প্ল্যান। নেটে এতো বেশি হোটেল দেখে জেরবার - কেউ গেছিলে এর মধ্যে ওদিকে? কোনো ডিটেল পাওয়া যায়?
  • Tim | ৩০ মে ২০১১ ২০:৩১ | 198.82.18.59
  • হ্যাঁ বিষ্টির মধ্যে পড়াশুনো করা একেবারেই অনুচিত। বৃষ্টিতে পড়তে বসালে পরের বছর খরা হয়।
  • Lama | ৩০ মে ২০১১ ২০:১৫ | 117.194.236.120
  • ছেলেকে বৃষ্টির মধ্যে পড়তে বসানোর কি দরকার? বই ভিজে যাবে। ছেলেও
  • Lama | ৩০ মে ২০১১ ২০:১৪ | 117.194.236.120
  • অভিনন্দন ওমনাথ
  • M | ৩০ মে ২০১১ ১৯:৫৩ | 59.93.215.220
  • ক্ষী বিষ্টি হচ্ছে। এরমধ্যে ছেলেকে ঘেঁটি ধরে পড়তে বসাতে হবে।ভ্যাঁ
  • M | ৩০ মে ২০১১ ১৯:৪৯ | 59.93.215.220
  • সোমনাথকে কনগ্রা।
    অনহিতা।
    এই নামটা মনে হয় বানীবসুর কোনো গল্পে পেয়েছিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত