এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০২ জুন ২০১১ ১৩:১৯ | 216.52.215.232
  • কাল সারাদিন ট্রেনিং আছে। সাড়ে চাট্টেতেই বাড়ি কাটবো। ঃ)
  • Bratin | ০২ জুন ২০১১ ১৩:১৮ | 122.248.183.1
  • সত্য কইছস!!

    বয়েস হয়ে যাচ্ছে!! ঃ-))
  • Arpan | ০২ জুন ২০১১ ১৩:১৬ | 216.52.215.232
  • ১৫৬৪০ পাতা দেখো, তারপরে বাড়িতে বোলো চাট্টি ব্রাহ্মীশাক টিপিনে দিতে।
  • Bratin | ০২ জুন ২০১১ ১৩:১২ | 122.248.183.1
  • আজ নয়। কাল আর পরশু বললো না?
  • Bratin | ০২ জুন ২০১১ ১৩:১১ | 122.248.183.1
  • আমাকে আবার বাড়ি থেকে টিপিন দিয়েছে তাই বাইরে খেতে যেতে পারছি না ঃ-((
  • Arpan | ০২ জুন ২০১১ ১৩:১১ | 216.52.215.232
  • কুমুদি তো ভগলবা। স্বর্ণমন্দির গেছে।
  • Kaju | ০২ জুন ২০১১ ১৩:১০ | 121.244.209.245
  • আমি আছি ধারেপাশে, কিন্তু কুমুদির ভয়ে আসতে পারছি না।
  • Arpan | ০২ জুন ২০১১ ১৩:১০ | 216.52.215.232
  • খিদেতে পেট চুঁইচুঁই করছে। ওদিকে ছাগল ভেড়ার গল্প যত।
  • Bratin | ০২ জুন ২০১১ ১৩:০৯ | 122.248.183.1
  • লোকজন গেল কোথায়? কেউ ভাটায় না কেন?
  • Netai | ০২ জুন ২০১১ ১২:৩০ | 121.241.98.225
  • Netai | ০২ জুন ২০১১ ১০:৪৫ | 121.241.98.225
  • হ্যাঁ হ্যাঁ। অতি প্রয়োজনীয় কালজয়ী ছাগল রচনা।
  • kd | ০২ জুন ২০১১ ১০:২২ | 99.38.123.8
  • ওই বলে না 'সবুরে মেওয়া ফলে' - অ্যাদ্দিন ধরে টইতে ছাইপাঁশ পড়া সার্থক হ'লো।

    ফিরে গিয়ে একটা করার মতো কাজ পাওয়া গ্যালো - পয়সা রোজগার প্লাস রোজ ফিরি মাংস, ক্ষীর।
    বুককিপিংএর জন্যে শান্তনু তো আছেই।

    তবে ওয়াই কেন এই টইটা সিলেক্ট করলেন, বোঝা গ্যালো না। হোয়াই? তবে নো কমপ্লেন (গোবর, পদ্মফুল ইত্যাদি)।
  • siki | ০২ জুন ২০১১ ০৮:৩৯ | 123.242.248.130
  • দেখবো। এখানে তো গান সংক্রান্ত সমস্ত সার্চও ব্লক করা।

    না পেলে কেটে দেব।
  • Binary | ০২ জুন ২০১১ ০৮:৩৬ | 70.76.78.47
  • পুরোটা আমারো আছে, খুব সম্ভব তুমি-ই দিয়েছিলে। কিন্তু আমি সুধু ঐ গানটা চাইছি। আর একটু স্লো টেম্পো তে হলে ভাল হয়। যদি, পুরোটা থেকে কেটে দিতে পারো, তাহলেও চলবে। থ্যাঙ্কু ইন অ্যাডভান্স।
  • siki | ০২ জুন ২০১১ ০৮:১৯ | 123.242.248.130
  • বাইনারি, আমার্কাছে আছে। কেবল সুন লো সুন লো নয়, টোটাল ভানুসিংহের কালেকশন আছে, দুটো পার্টে। সৌমিত্রর পাঠসমেত।

    কিন্তু এখন আমি আপিসে, বাড়ি না যাওয়া পর্যন্ত দিতে পারব না। যদি অভ্যু এর মধ্যেই দিয়ে দেয় তো আলাদা কথা।
  • Binary | ০২ জুন ২০১১ ০২:৪৮ | 198.169.6.50
  • অভ্যু গেল কৈ ?
  • nk | ০২ জুন ২০১১ ০২:১৮ | 151.141.84.194
  • অভ্যুর কাছে আছে, মানে থাকার সম্ভাবনা ৯৯%। ঃ-)
  • Binary | ০২ জুন ২০১১ ০২:১৫ | 198.169.6.50
  • ঐ হল, আছে ? এম্পি৩ ?
  • nk | ০২ জুন ২০১১ ০২:১৩ | 151.141.84.194
  • ছাগল চরতে দেখলেই কষানোর জন্য সেদিকে এগোতো, এরকম লোকও গুরুতে রেগুলার ছিলো এককালে। সে গুরুও নাই, সেই ...
  • Netai | ০২ জুন ২০১১ ০২:০৬ | 182.64.70.87
  • ওকে এনকে
    পাইদির পোস্নে আমিই পাগল হইয়া গেনু। কামড়াবো। ছাগল চাই। রান্না করা পাঁঠা হলেও চলবে।
  • nk | ০২ জুন ২০১১ ০২:০২ | 151.141.84.194
  • "শুনলো শুনলো বালিকা" না? ঃ-)
  • Binary | ০২ জুন ২০১১ ০২:০১ | 198.169.6.50
  • উঃ অনেক পিছিয়ে পড়ে এলাম। সোমনাথ-কে কঁগ্রা।

    বিটিডাব্লু, আমাকে কেউ 'সুনালো সুনালো বালিকা' -র এম্পি৩ দিতে পারবে ? রেজওয়ানা বা কনিকা ? বা অন্য কোনো গায়িকার ?
  • pi | ০২ জুন ২০১১ ০১:৫৩ | 128.231.22.150
  • টিম, ঃ)
  • pi | ০২ জুন ২০১১ ০১:৫০ | 128.231.22.150
  • নেতাই , ঃ)

    কিন্তু পাগল ছাগলেও কি কী না খায় ?

    সুস্থ মস্তিষ্ক আর পাগল ছাগলে কী কী তফাত ? কী দেখে যায় চেনা ? দাড়ি নিশ্চয় নয়। তবে কি গোঁপ ?
  • nk | ০২ জুন ২০১১ ০১:৪৯ | 151.141.84.194
  • চাপ নিবেন না, ছেড়ে দ্যান নেতাই।
    গল্পোটা পরে বাড়ী গেলে পেয়ে যাবো। ঃ-)
  • Netai | ০২ জুন ২০১১ ০১:৪৮ | 182.64.70.87
  • টিম
    ঃ))
  • Netai | ০২ জুন ২০১১ ০১:৪৭ | 182.64.70.87
  • নাহ। ঘরে নাই। আপিস থেকে করাতে হবে। একটু চাপের। গল্পটা কি চাই ই চাই?
  • Tim | ০২ জুন ২০১১ ০১:৪৭ | 198.82.19.7
  • এরকম একটা একটা করে জিগ্যেস না করে ইফ এলস দিয়ে একটা কোড লিখে দিলেই তো হয়। অনেকটা এরকম দেখতে হবেঃ
    স্ক্যানার আছে?
    উত্তর হ্যাঁ হলে, ইস্নিপস আইডি আছে?
    উত্তর হ্যাঁ হলে, স্ক্যান করার ইচ্ছে/সময় আছে?
    উত্তর হ্যাঁ হলে.... ইত্যাদি।
    ঃ-)
  • nk | ০২ জুন ২০১১ ০১:৪২ | 151.141.84.194
  • আর স্ক্যানার?
  • Netai | ০২ জুন ২০১১ ০১:৩৪ | 182.64.70.87
  • আমার কাছে হার্ড কপি আছে। লিন্‌ক নাই
  • nk | ০২ জুন ২০১১ ০১:২৫ | 151.141.84.194
  • থ্যাংকু নেতাই। ঃ-)
    কিন্তু গল্পোটা কোথায়? লিংক?
  • Netai | ০২ জুন ২০১১ ০১:০৭ | 182.64.70.87
  • ঐ কবিতাটা লিখে হর্ষবর্ধন ওমর মুড়কিজাম হয়েছিলেন।
    ছাগল পাগল হলে-
    তলায় এক পাল পাগল ছাগল খায় কাঁথা
    দেখে উপরে এক ছাগল পাগল দোলায় মাথা
  • pi | ০২ জুন ২০১১ ০০:৫৭ | 128.231.22.150
  • আর ছাগল যদি পাগল হয় ?
  • Netai | ০২ জুন ২০১১ ০০:৫৪ | 182.64.70.87
  • তলায় এক পাল ছাগল
    আর উপরে তুই এক পাগল।
    ঃ))

    মুখখানা তার থ্যাবড়া
    নাম তার গোবরা
  • Tim | ০২ জুন ২০১১ ০০:৫২ | 198.82.19.7
  • ঃ-))
  • Netai | ০২ জুন ২০১১ ০০:৫১ | 182.64.70.87
  • হর্ষবর্ধনের কাব্য চর্চা
  • nk | ০২ জুন ২০১১ ০০:৩৮ | 151.141.84.194
  • কালকে সোনার কেল্লা দেখছিলাম। আহা সেই লালমোহনী হিন্দি দুর ধর্ষ্‌ দুশ্‌ মন, ভারী চমৎকার। ঃ-)
  • nk | ০২ জুন ২০১১ ০০:৩২ | 151.141.84.194
  • এইসব, ওঃ কী টাইপো! ঃ-)
  • Bratin | ০২ জুন ২০১১ ০০:৩১ | 117.194.99.78
  • যাক অনেক রাত হল। এই বার আমি কাটি। সকলকে গুড নাইট/ডে।
  • nk | ০২ জুন ২০১১ ০০:৩১ | 151.141.84.194
  • আমার আবার তখন ওসব খাওয়া বারণ ছিলো আইসক্রিম দই কাঁচা আম কুল সব বাদ। টনসিল হাঁপানি এইস দুর্ধর্ষ শত্রুসৈনিকের সম্মিলিত ব্যুহ চারিদিকে। সেসব ভেদ করে ওসব খাবার থ্রিল্ল, ওঃ। ঃ-)
    পরে সব সৈনিক মারা গেল, কিন্তু থ্রিল্লটিও পালালো। ঃ-(
    সাধে কি দাড়িবুড়া কন, "যাহা পাই তাহা ভুল করে পাই/যাহা চাই তাহা পাই না। "
  • Bratin | ০২ জুন ২০১১ ০০:২৯ | 117.194.99.78
  • ও সবের স্বাদ শহরের ছেলে রা বুঝবে না !! ঃ-))
  • Tim | ০২ জুন ২০১১ ০০:২৭ | 198.82.19.7
  • গুড গুড।
  • Bratin | ০২ জুন ২০১১ ০০:২৭ | 117.194.99.78
  • nk মনে হয় আম ছেঁচার কথা বলছে। কাঁচা আম থেঁতলে নুন,লঙ্কা,সর্ষে,চিনি এই সব দিয়ে করতে হয়। তারপরে কলা পাতায় করে খেয়ে হয়। ও স্বর্গীয় জিনিস!!
  • nk | ০২ জুন ২০১১ ০০:২৬ | 151.141.84.194
  • টিম, ব্রতীনের আছে বলছে।
  • Tim | ০২ জুন ২০১১ ০০:২৫ | 198.82.19.7
  • কোথা থেকে খুঁজবো! শিব্রাম কি আর হাতের কাছে আছে? এমনকি হিব্রামও নেই।
  • nk | ০২ জুন ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • ব্রতীন, আগাম থ্যাংকু। ঃ-)
    গল্পের নাম আর যদি কোনো লিংক পাও, সেও দিও। ঃ-)
  • Arpan | ০২ জুন ২০১১ ০০:২৪ | 112.133.206.22
  • পেয়ারাফুলি খেয়েছি। অনেক বছর আগে। ভালো বেশ। সাইজের জন্যই মনে আছে।
  • nk | ০২ জুন ২০১১ ০০:২৩ | 151.141.84.194
  • আমের ব্যাপারে ছোটোবেলার সেই গাছ থেকে কাঁচা আম চুরি করে ধুয়ে কেটে নুন সর্ষের তেল আর কাঁচা লংকা সহযোগে খাবার থ্রিল এর জায়্‌গা কেউ কোনোদিন নিতে পারবে না। একেবারে যারে কয় থ্রিল্ল, চোরাই আম ছাড়া সে হবার নয়। ঃ-)
  • Arpan | ০২ জুন ২০১১ ০০:২৩ | 112.133.206.22
  • লুরুতে লিচু যেখানে সেখানে মেলে না। আম অবশ্য মেলে। হিমসাগর নয়, তবুও আছে কিছু।
  • Bratin | ০২ জুন ২০১১ ০০:২২ | 117.194.99.78
  • অর্পন যাতা করছো তো!! ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত