এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৮ জুন ২০১১ ২২:০০ | 198.82.18.156
  • ক্যানো রাগ কত্তো ক্যানো? পচা ক্ষীর?
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৫৮ | 122.172.243.173
  • আমার একটা মিষ্টি খুব ভালো লাগত ছোটবেলায়, কিন্তু খেতে চাইলে মা খুব রাগারাগি করতো সেটা হচ্ছে তবক দেওয়া পটল মিষ্টি, ভিতরে ক্ষীরের পুর দেওয়া থাকত।
  • kk | ০৮ জুন ২০১১ ২১:৫৮ | 71.236.36.122
  • এই যে নিশিকান্ত ভায়া, আমি তো এখুনি গুরু খুললাম। দেখলাম তুমি আমাকে খুঁজে গেছো। তা তুমি তো আমাকে আগে এমন 'আপনি আজ্ঞে' করতে না হে। বিস্মরণ হয়েছে বুঝি? আর লিখিনা কেন জিজ্ঞেস করছিলে .... তা লিখেছি তো মাঝে মধ্যে। এর বেশি আর আমার দ্বারা হয়ে উঠছেনা রে ভাই।
  • pi | ০৮ জুন ২০১১ ২১:৫৭ | 128.231.22.150
  • উফ্‌ফ ! কীসব লিখেছি ঃ(
    নিনাদি ঃ((

    আর আমি মুলোর ধোঁকা ও খাইনি। মুলোতে ধে্‌হাঁকা খেয়েছিলুম।

    যাই হোক, আমি তেমন মিষ্টি খোর নয়, কিন্তু এলাচ-চোখো হাঁস সন্দেশ আমার ও ভারি পছন্দের। হাঁস , আপেল, এমনকি ইলিশ মাছ অব্দি !! আমার বিয়েতে মাছের বদলে মাছ সন্দেশ পাঠানো হয়েছিল, নথ পরিয়ে ঃ)

    কিন্তু, হিন্দুস্থান সুইটসে এগুলো আর পাওয়া যায় না ?
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৫৭ | 122.252.231.10
  • হুচি নলেন গুড়ের রসগোল্লা খাইস? আর নলেন গুড়ের আইসক্রিম?
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৫৬ | 122.172.243.173
  • হুঁ, ঐ ইলিশের পেটি সন্দেশটা আমার এক ছাত্তরের বাড়িতে আমাকে প্রায়ই খেতে দিত, আর ওটা দেখলেই আমার কেন জানি না খুব গা গুলোত। আরেকটা সন্দেশও দিত, আধখানা ডিমসিদ্ধ সন্দেশ।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৫৬ | 198.82.18.156
  • নাহ অত সন্দেশ ভালো না। বরং কিছু ভাজা মিষ্টি বেটার।
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৫৪ | 122.252.231.10
  • ইলিশের পেটি সন্দেশ তো বিয়ের তঙ্কÄ সাজাতে এসেনশিয়াল আইটেম।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৫০ | 12.34.246.72
  • গরমকালে আম সন্দেশ বলে সবুজ রঙের একরকম আমের গন্ধওলা সন্দেশ বানাতো। সেটা এখন আর দেখি না। তার বদলে আম তালশাঁস খেলাম। বেশ উপাদেয়।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৫০ | 198.82.18.156
  • সবাই হাঁস সন্দেশ ভালোবাসে। অথচ কোনো ভাটে হাঁস সন্দেশ আনা হয়না। ক্যানো?
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৪৯ | 198.82.18.156
  • ইলিশ মাছের পেটি খেয়েছি, গাজর ইত্যাদি দেখেছি। নিরামিষ বলে খেতে ইচ্ছে করেনি।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৪৮ | 12.34.246.72
  • আমাদের ওখানে আবার ইলিশ মাছের পেটি সন্দেশ হত। তাছাড়াও আপেল সন্দেশ, গাজর সন্দেশ এসব তো ছিলই।
  • siki | ০৮ জুন ২০১১ ২১:৪৭ | 122.162.75.85
  • এই ... হাঁস সন্দেশ তো আমি গেলবারের পুজোতে গিয়ে খেয়ে এসেছি! আমার হেব্বি ফেভারিট।
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৪৬ | 122.252.231.10
  • মাছ সন্দেশও হত। ওই এলাচদানা দিয়ে চোখ বানাত।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৪৫ | 12.34.246.72
  • ঐ হাঁস সন্দেশ আমাকে খেতে দেওয়া হত না। সরস্বতীর বাহন বলে। কত অত্যাচার যে সয়েছি!!
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৪৪ | 198.82.18.156
  • স্যার নির্ঘাৎ সি এল নিয়ে গেছিলেন।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৪৪ | 198.82.18.156
  • হাঁস সন্দেশটা আমারো ভালোই লাগে। আমাদের ওদিকে এখনও পাওয়া যায় তো।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৪৩ | 12.34.246.72
  • কদিন আগে উডান নামে একটা সিনেমা দেখলাম। তাতে এমন চারবন্ধু হস্টেল থেকে পালিয়ে সিনেমা গেছে। সেখানে এক স্যারের সাথে দেখা। তারপর ছেলেদের রাস্টিকেট করে দিল। টিচারের কিছু হল না।
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৪২ | 122.172.243.173
  • ঐ হাঁস সন্দেশ আর কোত্থাও পাওয়া যায় না, আমি প্রতিবার গেলেই খুঁজি, কিন্তু কোনো দোকানেই দেখতে পাই না। হাঁসের চোখগুলো হত এলাচদানা দিয়ে।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৪১ | 12.34.246.72
  • হুঁ! আঙুরফল টক। আমার তো ঐ কিটকিটে মিষ্টি হাঁস সন্দেশ, মাছ সন্দেশ, নারকোল সন্দেশ স-অ-ব খুব ভালো লাগে। বাড়ি সন্দেশও খুব ভালো হবে সন্দেহ নেই।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৪০ | 198.82.18.156
  • অপ্পন, বায়োলজি শিখতে। ইশকুলে নির্ঘাৎ পুরোটা পড়েন্নি। ;-)
  • nk | ০৮ জুন ২০১১ ২১:৪০ | 151.141.84.194
  • আম্মো কাটান দিই। শুধু কৃষ্ণকলিকে পেলাম না, এই যা দুঃখু রয়ে গেল।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩৯ | 12.149.39.84
  • পালাই রে , তোদের সঙ্গে কথা বলে মনটা ভাল হয়ে গেল--পায়ের ব্যাথাও কমে গেল--বড় ভাল তোরা
    বাব্বাই সব্বাই
  • nk | ০৮ জুন ২০১১ ২১:৩৯ | 151.141.84.194
  • তার উপরে কল খুললেই কোকাকোলা!
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৩৯ | 112.133.206.18
  • বায়োলজির স্যার তো বুঝলাম। অঙ্কের স্যার কী বুঝতে গেছিলেন? ;-)
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৩৮ | 198.82.18.156
  • না লম্বা হওয়ায় মারতে সুবিধে হতো বোধয়, বেশি নিচু হতে হতোনা। মাঝবয়েসী বঙ্গবাসী স্যারের্দের কোমরের কথা আর ক্ষি বলবো!
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৩৮ | 122.172.243.173
  • বাব্বাঃ, সন্দেশের বাড়ি হলে পিঁপড়ে তাড়াতে তাড়াতেই প্রাণ জেরবার!
  • siki | ০৮ জুন ২০১১ ২১:৩৭ | 122.162.75.85
  • আমাদের হুগলি ব্রাঞ্চ স্কুলে তো আবার শুক্কুরবার নমাজ পড়ার জন্য পৌনে দু ঘণ্টার টিফিন ছুটি দেওয়া থাকত। তো সেই শুক্কুরবার টিফিনের ঘণ্টা পড়তেই সাইকেল নিয়ে সো-জা কৈরি সিনেমা। বেসিক ইনস্টিংক্ট, ফাস ডে ফাস শো। ইন্টারভ্যালে হলের ভেতর আলো জ্বলতেই দেখি দুই রো সামনে বসে আছেন আমাদের বায়োলজির স্যার আর অঙ্কের স্যার। সঙ্গে সঙ্গে ঝুপ করে মাথা নিচু চেয়ারের পেছনে। ইন্টারভ্যাল শুরু হল, শ্যারন স্টোন পুনরাবির্ভূতা হলেন, তবে মাথা তুলে বসতে পারলাম। ঃ)
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩৬ | 12.149.39.84
  • টিম্ভাই তোকে বুঝি খুব কান ধরে টানতো--ইয়া লম্বা হয়ে গেছিস তাই ;-)
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৩৬ | 122.172.243.173
  • কেডা তারে আলুনি কইলো! এমনকি সে একবার আমাকে খুশি করতে আমার দাবি মেটাতে নন্দনের চাতালে ফরওয়ার্ড রোল-ব্যাকরোল শুদ্ধু দিয়েছিল।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৩৫ | 198.82.18.156
  • সন্দেশের বাড়ি অতি ভয়াবহ জিনিস। ভাবুন তো, স্রেফ শস্তা বলে ডে ইন ডে আউট সন্দেশ খেয়ে থাকতে হচ্ছে, এদিকে ইঁটের বাড়ির লোকজন পোলাউ কালিয়া কোর্মা কিছুই বাদ্দিচ্ছে না, প্রাণে সইবে? সন্দেশের ওপর বিরাগ জন্মাবে না?
  • nk | ০৮ জুন ২০১১ ২১:৩৫ | 151.141.84.194
  • গঙ্গা সাঁতরে সিনেমা যাওয়া ছেলেগুলিকে সুইমিং এর স্পেশাল ট্রেনিং দিলে এরা তো এশিয়াড থেকে কি অলিম্পিক থেকেও মেডেল আনতে পারতো! ঈশ!
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৩৫ | 122.252.231.10
  • কলে আছি। টিমের পোস্টটা ঠিক করে পড়িনি।

    হ্যাঁ, আমাদের বাংলা বয়েজ ছিল না। বাংলা কো-এড। ;-)
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩৪ | 12.149.39.84
  • এন কে, ওরে কচি কাঁচার দল , আমাদের বিতে হুয়ে কল লম্ব হো গিয়া তাই--আনেওয়ালি র ভরোসা কি বল? সে যে ক্রমশঃ ছোট্ট হচ্ছে--বেচারা ছোট্ট-
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৩৩ | 198.82.18.156
  • আমাদেরো বেধড়ক মারতো। দেয়ালে মাথা ঠুকে দিতো, থাবার মত হাত দিয়ে চড়চাপাটি, কিল। সে অবশ্য ইঙ্গ মিডিয়ম নার্সারি ইশকুলেও মারতো। ছেলেমেয়ে নির্বিশেষে।
  • nk | ০৮ জুন ২০১১ ২১:৩৩ | 151.141.84.194
  • আরে ব্যাং, আমি বাঙালি মতে শুনতাম ওসব রূপকথা। আমাদের নিয়তি দিদিমণি কইতেন কেজি ওয়ানে। সেখানে রাজা মিডাস তেল মেখে কাঁধে গামছা নিয়ে স্নান করতে যেতেন। ঃ-)
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৩৩ | 12.34.246.72
  • বদমায়েসী করলে মারত। যেমন আমার বাবার স্কুলে ছেলেপিলে পাঁচিল টপকে গঙ্গা সাঁতরে সিনেমা দেখতে যায়। তারা ধরা পড়লে উত্তম-মধ্যম খায়। কিন্তু খাতা না আনার জন্য কেউ মার খেত না। এটা পড়ে খুব খারাপ লাগল।
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩২ | 12.149.39.84
  • ধ্যুস! আলুনি প্রেমিক, ঝাল নেই টক নেই নোনতা নেই--গেছে ভাল হয়েছে কেয়ং যেন স্যাকারিনের মতন লাগছে শুনতে
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৩২ | 122.172.243.173
  • অ্যাই এনকে, ওটা তো চকোলেটের বাড়ি ছিল।
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:৩১ | 122.252.231.10
  • একেবারে। রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়।
  • nk | ০৮ জুন ২০১১ ২১:৩১ | 151.141.84.194
  • আর নিনা, কল হো না হো আবার কী! কল হো জরুর হো। নইলে জল পাবে কোথা থেকে??? ঃ-)
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩০ | 12.149.39.84
  • অপ্পন ঃ-))
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:৩০ | 198.82.18.156
  • অপ্পন বাংলা বয়েজ না। তাই ভাবি, এত বুদ্ধি কিকরে হলো।
  • hu | ০৮ জুন ২০১১ ২১:৩০ | 12.34.246.72
  • এনকে সন্দেশের বাড়ি লেখা ইস্তক মনটা উদাস হয়ে গেল।
  • byaang | ০৮ জুন ২০১১ ২১:৩০ | 122.172.243.173
  • নাঃ, সেই প্রথম প্রেমিকটা ভারি ভালো ছিল, নিজের থেকেই ক্ষমাটমা চাইতো ছড়িয়ে ফেললে। বেশি মেজাজ-টেজাজ ছিল না তার। হাতছাড়া করার বিশেষ ইচ্ছে ছিল না। ঃ-(
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:৩০ | 12.149.39.84
  • সিকিটা ভাল রাজমার প্রিপারেশন খায়নি যা মন হচ্ছে--এই যেমন ব্যং কি আমর হাতের ;-)
  • nk | ০৮ জুন ২০১১ ২১:২৯ | 151.141.84.194
  • হুচি চিলি খেলে তারে কয় হুচিলি। ঃ-)
  • Nina | ০৮ জুন ২০১১ ২১:২৮ | 12.149.39.84
  • না মারধোর একেবারে ঠিক নয়--প্রোটেস্ট কর--এ আবার কি?
  • Arpan | ০৮ জুন ২০১১ ২১:২৮ | 112.133.206.18
  • আমাদের তো মারত। ধরে ধরে বেধড়ক মারত। অবশ্য মেয়েদের গায়ে হাত তুলত না। তবে মেয়েদের গায়ে কেউ কেউ হাত দিত।
  • Tim | ০৮ জুন ২০১১ ২১:২৮ | 198.82.18.156
  • না না, পেঁয়াজ তো নেই। শশাতেও কিসব অসুখবিসুখ।

    তব মুকুট পড়িলো পদতলে, হায় একি ধুলো
    চাউমিনে আজ শুধুই আলু, নেই মুলো

    ইত্যাদি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত