এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • stoic | ০৯ জুন ২০১১ ১৩:২৩ | 160.103.2.224
  • মকবুল ফিদা হুসেন মারা গেলেন।
  • siki | ০৯ জুন ২০১১ ১৩:২২ | 122.162.75.85
  • ফ্রিতে টমক্যাট ইত্যাদি সার্ভারে war ফাইল ডিপ্লয় করা যায়, এ রকম কোনও সাইট আছে?
  • Netai | ০৯ জুন ২০১১ ১৩:১৭ | 121.241.98.225
  • পরশু আমিও যাচ্ছি। কান্ডারিতেই। ঃ)
    কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার
  • Bratin | ০৯ জুন ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
  • কালকে ৫ টা ফ্যামিলি মিলে দীঘা যাচ্ছি। প্রথমে ভেবেছিলম গাড়িতে তে যাবো। তারপরে কাটিয়ে দিয়ে দিদি র 'দুরন্ত' এ যাচ্ছি। ৩ ঘন্টা লাগবে।
  • w | ০৯ জুন ২০১১ ১২:৩৩ | 61.12.12.83
  • হুম্ম!
  • Arpan | ০৯ জুন ২০১১ ১২:৩০ | 204.138.240.254
  • গুগলের আজকের হোমপেজটা জাস্ট টু মাচ!
  • Arpan | ০৯ জুন ২০১১ ১১:০৩ | 112.133.206.22
  • হ্যাঁ, মোবাইলে দারুণ দারুণ সব গানের রেকর্ডিং ছিল। সন্ধেবেলা অনেকক্ষণ শোনাল।

    আর অনেক জিনিস নিয়ে ভাটালাম। মনেই হচ্ছিল না মাত্র কয়েক ঘন্টার আলাপ।
  • Bratin | ০৯ জুন ২০১১ ১১:০০ | 122.248.183.1
  • আচ্ছা। ইন্দ্র দা খুব ভালো গান গায় আর খুব জমাটি ছেলে।
  • Arpan | ০৯ জুন ২০১১ ১০:৩৫ | 112.133.206.22
  • হ্যাঁ, উনিই।
  • Bratin | ০৯ জুন ২০১১ ১০:৩৪ | 122.248.183.1
  • প্রেসি র কি? চমৎকার দেখতে? আর আগে WBCS সার্ভিস ছিল? তাহলে চিনি তো।

    ব্যাঙ কেন রে? বেশ কিছু মহারজ কে চিনি তো?
  • Arpan | ০৯ জুন ২০১১ ১০:২৫ | 112.133.206.22
  • বোতিন, তুমি কি ইন্দ্রাশিস ব্যানার্জি বলে কাউকে চেনো? বেলুড় বিদ্যামন্দিরে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এইবার ট্রেনে লুরু ফেরার সময় আলাপ হল। ভারি ভালো মানুষ, পুরো পরিবারটাই।

    তোমাদের চেনেন তো বললেন।
  • Arpan | ০৯ জুন ২০১১ ১০:২৩ | 112.133.206.22
  • পাইয়ের যাবতীয় প্রশ্নের উত্তরে একটা কথাই বলার আছে। সারাবছর ধরে সার্ভাইভালের জন্য কম্পিটিশন চললে সেই চাপ বংশদণ্ড হয়ে ছাত্রছাত্রী অভিভাবক সবার ঘাড়েই (বানাম ভুল নয়) নেমে আসে। সে স্কুল ভালো পড়াক আর নাই পড়াক। এনিয়ে অলরেডি লেখালেখি হয়ে গেছে বলে আর বিস্তারিত টাইপানোর প্রয়োজন দেখছি না।

    বাকি প্রশ্নের উত্তর পেতে সময় লাগবে। ছয়-সাত-আট বছর। তদ্দিন ডেটা পয়েন গ্যাদার করার পালা। যদ্দিন সেটা না চুকছে কোন প্রশ্ন নয়। নো কোশ্ন প্লিজ। ঃ)
  • q | ০৯ জুন ২০১১ ১০:০৭ | 61.12.12.83
  • অকদা, হুম্ম।
  • siki | ০৯ জুন ২০১১ ০৯:৫৭ | 122.162.75.85
  • সক্কাল সক্কাল উঠে সমস্ত ব্যাকলগ কিলিয়ার করে যারপরনাই শিহরিত হলাম।

    ব্যাংকে বলি, ঐ বিরিয়ানি দিদিমণিকে টপকে একবার প্রিন্সিপালের কাছে দরবার করা যায় কি? হতেও তো পারে তিনি এসবের কিছু জানেন না?
  • byaang | ০৯ জুন ২০১১ ০৯:১১ | 122.178.235.181
  • আমি এবার পাড়ি দিই , বেরনোর সময় হল। টা টা।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৯:০১ | 122.178.235.181
  • ঃ-)))
  • aka | ০৯ জুন ২০১১ ০৯:০০ | 24.42.203.194
  • হ্যাঁ হ্যাঁ আয় আয় বাপ। এর মানে হল আগামীকাল কোন একটি বংশদণ্ড কপালে নাচিতেছে। কি সেটাই ভাবি, ক্যাপিটালটা একবার পড়ে দেখি সেখানে কিছু লেখা আছে কিনা। হা ভগমান দেখো এট্টু।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৫৪ | 122.178.235.181
  • ফিরে আসি এবার?
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৪৮ | 122.178.235.181
  • আমি একটু টই থেকে ঘুরে আসি, পাই আর ব্রতীন তোরাও আমার সঙ্গে আয়।
  • aka | ০৯ জুন ২০১১ ০৮:৪৫ | 24.42.203.194
  • কে কার কাছে ঘুরঘুর করত সে কি করেই বা বোঝা যায়। ;)
  • pi | ০৯ জুন ২০১১ ০৮:৪৫ | 72.83.97.171
  • সেটা আবার কার বাবার থেকে জানলে ? ঃ)
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৪৫ | 122.178.235.181
  • অ্যাই ব্রতীন বেলুড় মঠে কি তুই প্রায় সব মহারাজকেই ভালোমতন চিনিস? তাহলে একখান কথা ছিল।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৪৩ | 122.178.235.181
  • লজ্জায়- ভালোলাগায় আকা ক্যামোন বাকরুদ্ধ হয়ে পড়েছে! ঃ-))
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৪৩ | 122.178.235.181
  • আকার হাবভাব এখনো ঐরকমই আছে।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৪১ | 122.178.235.181
  • অ্যাঁ, আকা ঐ বয়স থেকেই মেয়েদের বাবাদের সামনে ঘুরঘুর করে বেড়াত কেন?

    আমার এক বন্ধু ছিল, সে এখন একজন কেউকেটা হয়েছে, সে কোনো মেয়েকে পছন্দ হলেই মেয়েটার অনুপস্থিতিতে মেয়েটার বাড়িতে গিয়ে বাজার করে দিয়ে, রেশন তুলে দিয়ে, গ্যাসের দোকানে নাম লিখিয়ে দিয়ে মেয়ের মাবাবাকে পটিয়ে ফেলত। তখন মেয়ের বাবামাই মেয়ের সামনে আমার বন্ধুকে প্রোমোট করত - ওর মত ছেলে হয় না বলে।
  • pie | ০৯ জুন ২০১১ ০৮:৪০ | 72.83.97.171
  • এইবার কানেকশনটা পাওয়া গেল। আকাদা, (গলে)জল, নৌকাডুবি, যীশু।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:৩৭ | 24.42.203.194
  • আরে চেহারার কথা কই নাই, হাবভাব ঐরকম ছিল, বেজায় ভালোমানুষীমাখা, আর সে কি ভদ্র ব্যবহার মাইরি! ক্লাসের মেয়েদের বাবারা (ইনক্লুডিং আমার বাবা) আকাকে দেখলেই গলে জল হত ইত্যাদি ইত্যাদি ঃ-)
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:৩৪ | 122.178.235.181
  • প্লিজ রিমি, এইটা হজম করটা একটু চাপের হয়ে গেল ঃ-)))। আকার ছোটবেলার ফটো আমি তোর অ্যালবামে দেখেছি। রোগা ছিল ঠিক-ই, তাই বলে যিশু?
  • Bratin | ০৯ জুন ২০১১ ০৮:৩৩ | 117.194.96.193
  • মেয়ে গুলো র কি হল। সেদিন মানসীর ব্যথা আজকে ব্যাং র ঃ-))
  • pidu | ০৯ জুন ২০১১ ০৮:৩২ | 72.83.97.171
  • দুটো মাথা হলে কী ভাল ই না হইতো।
    একটি যেত ভাট মারিতে
    অন্য যীশু দরশন।
  • Bratin | ০৯ জুন ২০১১ ০৮:৩২ | 117.194.96.193
  • উফ। লোকে কি ভাটিয়েছে আমার দুটি কথা।

    ১। আকা আর ব্যাং সমবয়সী ।মাধ্যমিকের হিসেব অনুযায়ী। কাজেই দুজনের কারুর ই রং নেওয়া ঠিক নয় ঃ-))

    ২। আমি যদিও ইউনিয়নের বিপক্ষে। কিন্তু এক্ষেত্রে ছাত্র/ছাত্রী বাবা/মা রা কি ইউনিয়ন গড়ে কোন কালেক্টিভ ডিশিসন নিতে পারেন না? বা প্রতিবাদ জানাতে? অবশ্য তাতে ছেলে পিলে দের ভিক্টিমাইজড হবার চান্স আরো বাড়ে।। ঃ-((
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:৩১ | 24.42.203.194
  • যিশু, মানে, ইয়ে... আসলে আকা ছোটোবেলায় খানিকটা যিশু যিশু টাইপ ছিল কি না ;-)
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:২৫ | 122.178.235.181
  • আমার আবার টিনটিন আর যিশু দুজনেই ব্যথা। নৌকাডুবি দেখে যিশুর উপর ব্যথা আরো বেড়ে গেছে।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:২৩ | 122.178.235.181
  • আমি আর সোমবার থেকে রাত দশটা থেকে এগারোটা ভাটাবো না। টিভির সামনে সিট বুকড।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:২২ | 122.178.235.181
  • সিরিয়ালের নামটা এখন মনে পড়ছে না। তবে ওটার প্রোমো দেখে বুঝলাম, ওটায় টিনটিন সুন্দরবন অঞ্চলের জলদস্যু। ও হ্যাঁ মনে পড়েছে অদ্বিতীয়া।
    আর যিশুরটার নাম অপরাজিত।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:২০ | 24.42.203.194
  • আরে টিনটিন নায়ক? আমি তো টিনটিনের প্রেমে পাগল। কি সিরিয়াল বল শিগ্গির।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:১৯ | 122.178.235.181
  • হ্যাঁ, আমিও বুড়োদের ঝগড়া দেখে দেখে তিতিবিরক্ত হয়ে গেছি। এর থেকে কুচোদের সঙ্গে ভাটানো ভালো।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:১৭ | 122.178.235.181
  • আর আকাবাবু আপনার জন্য দুটো নতুন চিরিয়াল আসছে স্টার জলসায়। তার একটা আবার আপনার প্রসেনজিতের কোম্পানির। টিনটিন নায়ক। আর অন্যটায় যিশু সিঙ্গল পেরেন্ট।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:১৭ | 24.42.203.194
  • হ্যাঁ, মন্দ না ব্যপারটা। আর আমিও সেই গ্রুপে থাকতে চাই, কুচোদের সঙ্গে ভাটাতে চাই। বুড়োদের ভাটে এই মার্কিস্‌জম আর মমতা দেখে দেখে হেদিয়ে গেলাম মাইরি।।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:১৫ | 24.42.203.194
  • ব্যাং ভাটে আসবে অথচ টাইপাবে না, এটা অনেকটা রসোগোল্লার চপ এর মতন ব্যপার।

    ঘাড়ে ভোভেরান লাগা। কিম্বা ম্যাসাজ করিয়ে নে কারুকে দিয়ে।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:১৫ | 122.178.235.181
  • আচ্ছা, রিমি যখন এখন এখানেই আছে, তখন একটা কথা হাল্কা করে হাওয়ায় ভাসিয়ে দি। বলছিলাম যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, কুচোগুলোর জন্য একটা কচি গুরুর মত কিছু থাকলে মন্দ হত না। আমাদের ছানাপোনাগুলো নিজেদের মধ্যে ভাটালে আমরাও একটুআধ্‌টু টের পেতাম তাদের ব্যাপারসাপার।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:১৩ | 122.178.235.181
  • না, এখন আমি টাইপাচ্ছি, কারণ এখনও সহ্য করা যাচ্ছে ব্যথাটা। কিছুক্ষণ বাদেই খুব বেশিরকম বেড়ে যাবে ব্যথাটা, তখন আর ভাটাবো না।
  • aka | ০৯ জুন ২০১১ ০৮:১১ | 24.42.203.194
  • বোঝো! ভাগ্যিস ব্যাঙের ঘাড়ে ব্যথা, ভাগ্যিস ব্যাঙ আজ টাইপাবে না।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:১১ | 122.178.235.181
  • কোথায় হাওয়া। এই তো আমি আস্ত।
    মাথা একটাই। দুটো হলে কী ভালৈ না হত, একটায় ব্যথা হলে সেটা খুলে রেখে অন্যটা দিয়ে কাজ করা যেত।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৮:০৯ | 24.42.203.194
  • হ্যাঁ, ব্যাং নাকি টাইপাবে না!!!
    এদিকে ব্যাং-এর বিরিয়ানির গপ্পো শুনে আমি পড়িমরি করে ভাটে এলাম, আর এখনই ব্যাংবাবু হাওয়া।
  • pi | ০৯ জুন ২০১১ ০৮:০৯ | 72.83.97.171
  • বোঝো।
  • pi | ০৯ জুন ২০১১ ০৮:০৮ | 72.83.97.171
  • যাই হোক, উত্তর পেণ্ডিং রইলো। ক'টা মাথা গুণে রাখবেন। কিন্তু এখন মোটেও টাইপাতে হবেনা।

    ঘাড়ের যত্ন নিন ঃ)
  • byaang | ০৯ জুন ২০১১ ০৮:০৮ | 122.178.235.181
  • এদের স্কুলেও অ্যাদ্দিন মাঝে মাঝেই অসবোর্ন-স্কলাস্টিকের বুক ফেয়ার হত, কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এই জুতো আর ইউনিফর্মের ব্যাপারটা এইভাবে ইম্পোজ করায় খুব খারাপ লাগছে রে, রিমি। বেসিক্যালি স্কুলের এই গাজোয়ারি ব্যাপারটায়। কিন্তু আমি বেশ কিছু গার্জেনের সঙ্গে কথা বলে দেখেছি, বেশ কয়েকজন খুব সহজভাবেই ব্যাপারটা নিচ্ছেন। তাদের বক্তব্য - হ্যাঁ এ আর নতুন কি, অমুক অমুক স্কুলে বহুদিন থেকেই এইসব জুতো কমপাল্‌সারি।
  • pi | ০৯ জুন ২০১১ ০৮:০৬ | 72.83.97.171
  • ঘাড়ে কটা মাথা শুনি যে ব্যথা হয়ে গেল ?
  • aka | ০৯ জুন ২০১১ ০৮:০৪ | 24.42.203.194
  • সেতো সেলস প্রোমোশন। আইনের মধ্যেই। কিন্তু এর সাথে বিরিয়ানির সম্পক্কো কি? বিতংস বাবু বলেছিলেন বিরিয়ানি টা হল প্রিমিটিভ অ্যাকুমুলেশন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত