এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rimi | ০৯ জুন ২০১১ ০৭:৫৮ | 24.42.203.194
  • আরে সাম্পানদের ইস্কুলে চিকফিলে নাইট হয় মনে নেই? চিকফিলের প্রফিটের কিছু অংশ তো স্কুল পায়। এছাড়া বার্ন্স অ্যান্ড নোব্লসে বুক ফেয়ার হল। তবে একটা তফাৎ, কোনো বাধ্যবাধকতা নেই। গেলে যাবে, না গেলে না যাবে।
  • aka | ০৯ জুন ২০১১ ০৭:৫৩ | 24.42.203.194
  • ও দেফু গেল বছরেও এমনই একটা ভিডিও ছিল না। একি তার থেকেও বেশি?
  • aka | ০৯ জুন ২০১১ ০৭:৫১ | 24.42.203.194
  • একে বাংলায় করাপশন বলে, পুঁজিপতিদের দেশে এসব করলে এবং প্রমাণ থাকলে সোজা জেলে।
  • w | ০৯ জুন ২০১১ ০৭:৪৪ | 59.164.191.95
  • #at=89
  • byaang | ০৯ জুন ২০১১ ০৭:৪৪ | 122.178.235.181
  • হ্যাঁ, আমিও এই ব্যাপারে রিমির সঙ্গে একমত। আর আমি দেখেছি, যে স্কুলে ছাত্রছাত্রীসংখ্যা বেশি সেইসব স্কুলকে আগে টার্গেট করে, কারণ বেশি বিক্রি হবে।
  • rimi | ০৯ জুন ২০১১ ০৭:৪১ | 24.42.203.194
  • আরে বীতংসবাবু খানিকটা ঠিকই বলেছেন কিন্তু। আমাদের স্কুলে, মানে আমাদের রহড়া ভবনাথ স্কুলে বড়দি (রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত ) নতুন স্কুল ড্রেস চালু করলেন শুধু তাই নয়, ঐ স্কুল ড্রেস শুধু মাত্র সোদপুর রেডিমেড সেন্টার থেকেই কিনতে হবে এটাও বলে দিলেন। স্কুল খড়দায়, কিন্তু ড্রেস কিনতে যেতে হল সোদপুরে। কেন? কারণ, কানাঘুষোয় শুনেছি যে রেডিমেড সেন্টারের মালিকের সঙ্গে বড়দির বেশ দহরম মহরম, এবং ঐ ড্রেস কেনার প্রফিটের জন্যে বড়দি নিজে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৭:৪০ | 122.178.235.181
  • আকা ঃ-)), সক্কাল সক্কাল গুরু খুলেই হেসে কুটিপাটি।
    কিন্তু আজ আর আমি পাইয়ের উস্কানিতে মোটেই টাইপাবো না। ঘাড়ে বিতিকিচ্ছিরি ব্যথা শুরু হয়েছে, ঘাড় ঘোরাতে পারছি না।
  • aka | ০৯ জুন ২০১১ ০৭:২৬ | 24.42.203.194
  • ডিপেন্ডস। কতকগুলো বেশ খারাপ, আবার অনেকগুলো খুব ভালো। আমরা বাড়ি চেঞ্জ করছি সাম্পানকে একটা বেটার পাব্লিক স্কুলে দেব বলে। আমাদের বাড়ির কাছের যেটা সেটা ভালো না। এদ্দিন ও প্রাইভেট স্কুলে যেত। কিন্তু কেলাস ওয়ান থেকে পাব্লিকে যাওয়াই ভালো, বাপ মায়ের সুবিস্থা হয়। ঃ)

    তবে খুব খারাপটাও কিন্তু দেশের ভালোর সাথে তুলনীয়। খাওয়া দাওয়া ভালো, টয়লেট ঝাঁ চকচকে, পড়াশুনো হয় (এর থেকেও ভালো হয়)। সমস্যা হল কিছু কিছু স্কুলে ড্রাগ প্রবলেম আছে। সেটা ভালো করে খবর নিতে হয়।
  • pi | ০৯ জুন ২০১১ ০৭:১৬ | 128.231.22.150
  • আকাদা, এখানকার পাবলিক স্কুলগুলোর পারফর্ম্যান্স কেমন ?
  • aka | ০৯ জুন ২০১১ ০৬:৫১ | 24.42.203.194
  • এনকে প্রায় অমাবস্যার রাতে জ্যোৎস্নারাতে গাইছে।
  • aka | ০৯ জুন ২০১১ ০৬:৫০ | 24.42.203.194
  • কিন্তু শুরু হয়েছিল যে বিরিয়ানি দিয়ে আর প্রিমিটিভ অ্যাকুমুলেশন দিয়ে। বিরিয়ানি থেকে প্রিমিটিভ অ্যাকুমুলেটেড হয়ে প্রিন্সিপালের মেদ বৃদ্ধি হল বলেই না ব্যাং ও ব্যাংপতি এত শোষিত হল। তা বিতংস বাবুর ক্যাপিটাল ও মার্ক্স প্রেম কদ্দিনের?
  • nk | ০৯ জুন ২০১১ ০৬:৪৭ | 151.141.84.194
  • এমনকি বিতত বীতংস পর্যন্ত হাওয়া! ঃ-)
    আম্মো পালাই। বাই।
  • nk | ০৯ জুন ২০১১ ০৬:৩৭ | 151.141.84.194
  • সবাই চলে গেল নাকি? জ্যোৎস্নারাতে সবাই গেল বনে? ????
  • nk | ০৯ জুন ২০১১ ০৬:৩০ | 151.141.84.194
  • বীতংস, আপনার নামখানি বড়ই ছন্দময়। এর মানে কী?????
  • nk | ০৯ জুন ২০১১ ০৬:২৭ | 151.141.84.194
  • একে বলে জুতানো। বা জুতে দেওয়া ও বলা যায়। সংসারের জোয়ালে এভাবে জীবাত্মাকে জুতে দিয়েই কিনা উপরের ওনার লীলা! এ দেখেই পরমভক্ত নারদ বলেছিলেন, ওগো মোর লীলাময়! কিন্তু লীলাময় তাঁকে ট্রিক্স করে জগতে নামিয়ে দিলেন। তিনি মার্ক্স হয়ে নামলেন আর বিশ্বময় ঝগড়া বাধিয়ে দিয়ে ফিরে গেলেন। এখন পাঁচিলে বসে তেঁতুলের টকঝাল আচার দিয়ে মুড়ি মেখে খাচ্ছেন।
    ঃ-)
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৬:২১ | 98.201.111.24
  • আরে বাবা, ওনারা তো আর টেনশনে ঘরে বসে নেই । হন্যে হয়ে শহরময় সেই ব্রান্দের সেই দোকানের জুতৈ খুজে চলেছেন। এতে ওয়ার এন্ড টেয়ার কিসের হচ্ছে? সেই জুতো।
    এটা একরকম জুতোর একটা বিষিয়াস সাইকেল বলতে পারেন।
  • prateek | ০৯ জুন ২০১১ ০৬:১৫ | 128.138.65.254
  • মাঝেমাঝে গুরু তে নানা রকম থিওরি দেখে হতবাক হয়ে যাই।।আজকের মতন গুরু থেকে বিদায় ঃ)
  • aka | ০৯ জুন ২০১১ ০৬:০৭ | 24.42.203.194
  • কিন্তু বিতংসবাবু এটা খেয়াল করলেন না যে এই টেনশনে ব্যাঙ ও ব্যাং পতির মতন কত লোকের টেনশন হ্যানা ত্যানায় ক্যালোরি খচ্চা হল। আর ক্যালোরি খচ্চা মানেই মেদ কমা, মানে জিমে কম যাওয়া, মানেই ট্রেডমিলে কম দৌড়নো মানেই জুতোর ডিমাণ্ড কম। এবারে হিসেব কষে দেখুন স্কুলে কজন মাস্টার আর কটা ব্যাঙ ও ব্যাঙপতি পেয়ার। এবারে পাল্লায় ভারী হয়ে হরে দরে জুতোর ডিমাণ্ড কিন্তু কমে গেল। এ সম্বন্ধে ক্যাপিটালে কি বলা আছে?
  • aka | ০৯ জুন ২০১১ ০৬:০৪ | 24.42.203.194
  • দুখে অ্যারাউন্ড ১০০০০ ডলার বছরে।
  • dukhe | ০৯ জুন ২০১১ ০৬:০১ | 117.194.227.137
  • আগে পাবলিশাররা প্রিন্সিপালদের ঘুষ দিয়ে নিজেদের বই ইস্কুলে ঢোকাত । জুতূয়ালারা পিছিয়ে থাকবে কেন ?
  • dukhe | ০৯ জুন ২০১১ ০৫:৫৭ | 117.194.227.137
  • আম্রিগার পেরাইভেট ইস্কুলে খচ্চা কেমন ?
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৫:৫১ | 98.201.111.24
  • আকা বাবু, খাবার গুলো লক্ষ্য করুন চিকেন প্যটিস , বিরিয়নি আর চাউমিন। তিন্টেই হাই ক্যালরি , লাক্সারি ফুড । খুব অল্প দিনের ব্যবধানে। যর জন্য প্রিন্সিপালের তরফ থেকে শুন্য শ্রমশক্তি খরচ হল । উদ্ব্রিত্তো শ্রম উদ্বৃত্ত মেদ হয়ে জমা হল। উনি এরকম চালাতে থাক্লে জিমে যান নিশ্চয়। জিমে কি করেন, ট্রেডমিল, আশা করা যায় -(ফ্যাট কমানোর কমন উপায়)
    তাতে ওনার পরিচ্ছদের কোন আংশর সবচেয়ে বেশী ওয়ার এন্দ টেয়ার? জুতো বা স্নিকার। ওনার সেটা ঘন ঘন দরকার । একটা ব্রান্ড সিলেক্ট করে যদি উনি বাধ্য করেন ছাত্রদের কিনতে তাহলে নিজের জুতো কেনার সময় ডিসকাউণ্ট পেতে পারেন, এই আর কি।
    ঘটনাক্রম এরমি এটা আমি দাবী কর্ছি না। এটা একটা সম্ভাব্য path । টয় এগজাম্পল হিসেবে ভাবে দেখতে পারেন। তাই বলেছিলাম সব কিছুর সাথে সব কিছু নোন-লোকালি ইন্তারেক্ত করছে। আর প্রিনসিপাল সচেতন ভাবে চক কশে এগোছেন, এটও হয়্‌ত না। আমরা সবাই সিস্টেমের নাট-বল্টু।
    মানে, আল্টিমেটলি জুতো কোম্পানির ব্যব্‌সায়িক লাভ, কিন্তু তার প্রাথমিক ধাপ হচ্ছে, মানুষের দেহের এক নিচু আদিম নোংরা জায়্‌গায় দেদ লেবরের জমা হওয়া থেকে ।
  • aka | ০৯ জুন ২০১১ ০৫:৩৮ | 24.42.203.194
  • আম্রিগায় টপ স্কুলগুলোর মাইনে কর্পোর সাথে কম্পায়েরবল। আমি গ্র্যাজুয়েট স্কুলের কথা বলছি। খাসা মাইনে, অনেক ফ্লেক্সিবিলিটি, অটোনমি ইত্যাদি ইত্যাদি।
  • achintyarup | ০৯ জুন ২০১১ ০৫:৩৫ | 59.93.193.203
  • এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী কান্তি বিশ্বাস মশায়ের বলা কয়েকটি কথা মনে পড়লঃ

    এ গুড টিসার টিসেস। এ বেটার টিসার ইনিসট্রাক্টস। দি বেস্ট টিসার ইনিস্পায়ারস।
  • aka | ০৯ জুন ২০১১ ০৫:৩৪ | 24.42.203.194
  • আরে ওয়েবসাইটটা জানি, একটু বুঝিয়ে বলে দেন না।
  • Sibu | ০৯ জুন ২০১১ ০৫:১৭ | 66.102.14.1
  • যে লোকটা ভাল পড়ায় তার গুটি-তিনেক গুন থাকে।

    ১। সাবজেক্টটা বোঝে।
    ২। গুড কমিউনিকেটর।
    ৩। রিজনেবলি প্লীজ্যান্ট পার্সোনালিটি।

    সে লোক কর্পো জগতের পয়সা ছেড়ে ইস্কুলে পড়াতে আসবে কেন?
  • aka | ০৯ জুন ২০১১ ০৪:৫৩ | 24.42.203.194
  • পাগল? তবে যারা পড়েছে তাদের প্রতি বিরাট শ্রদ্ধা। তাই জানতে চাইলাম?
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৪:৪৮ | 98.201.111.24
  • আপনি ক্যাপিটাল ভলিউম ওয়ান পড়েছেন?
  • aka | ০৯ জুন ২০১১ ০৪:৪৬ | 24.42.203.194
  • না না আমি কিছু বলছি না, শুধু জানতে চাইলুম, ব্যাংয়ের দুর্দশায় মার্ক্সীয় থিওরির প্রয়োগ।
  • achintyarup | ০৯ জুন ২০১১ ০৪:৩৯ | 59.93.241.252
  • কেন, আদিকালে বিরিয়ানি ছিল না বলতে চাও?
  • aka | ০৯ জুন ২০১১ ০৪:৩৬ | 24.42.203.194
  • বিরিয়ানির কেসটা কেমন করে প্রিমিটিভ অ্যাকুমুলেশন?
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৩:৪৯ | 98.201.111.24
  • পুজিবাদের দুটো রুপ আছে, একটা স্বাভাবিক শোষন যা, ফি, ব্রান্ড ইত্যদির মধ্যে প্রকাশ পাই। আর একটা একটু নির্মম, নির্লজ্জ।
    এই শেষ টাকে মার্ক্স ক্যাপিটালে বলেছিলেন 'প্রিমিটিভ একুমুলেশান'
    এই বিরিয়ানি আনার ব্যপারটা এই শেষোক্ত ক্যাটিগরিতে পড়ে।
  • prateek | ০৯ জুন ২০১১ ০৩:৪৭ | 128.138.65.254
  • কৃতিত্ব এটুকুই যে কেউ যদি ক্লাসে ভালো করে পড়ায় তালে সেই বিষয়ে ভালোলাগা তৈরি হয় inspiration আসে,ভিত তৈরি হয়।।সেটাই অনেক।।competitive exam র কথা আলাদা কিন্তু মাধ্যমিক/উচ্চমাধ্যমিক এয় ওর থেকে বেশী লাগেনা
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৩:৪২ | 98.201.111.24
  • টিচারদের পড়ানোতে এখনো কিছু হয় না, এ¾ট্রন্স পরীক্ষা গুলো আগেও পুরো টিউশন নির্ভর ছিল।
    তাহলে এই ছোট ক্লাসে চাপ নেওয়ার দরকার কি? কোনরকমে পাস কর্লেই তো হল। তাতে দুটো সমস্যা, বাবা মা রা এরকম মনে কর্লেও, ছেলেমেয়েদের একচুয়ালি প্রতিযোগিতার বাতাবরনে থাকতে হয় বেশীর্ভাগ সময়, সেখানে কম্পিট করাটা বড় ব্যাপার, বাবা মা কোন চাপ না দিলেও।
  • pi | ০৯ জুন ২০১১ ০৩:৩৪ | 128.231.22.150
  • হ্যাঁ প্রতীকদা, এটা হলে ভালো খবর।
    আমিও ঐ আগে থেকে ছেঁকে নিয়ে ভালো রেজাল্ট দেখানোতে কোন কৃতিত্ব দেখিনা।

    কিন্তু আগে তো শুনলাম টিচারদের স্কুলের পড়ানোতে কিছু হত না। সেক্ষেত্রে এখন এই ভাল করানোতে টিচারদের কতটা কৃতিত্ব ?
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৩:৩০ | 98.201.111.24
  • হ্নু আমি আই-সি-এসি র সাথে কম্পেয়ার কারে বলছিলাম।
    সিবিএসি সাইন্স স্ট্রিমের জন্য বেস্ট। অন্তত আমাদের সময়ে।
  • prateek | ০৯ জুন ২০১১ ০৩:২৯ | 128.138.65.254
  • পাই, আগের মত মারকাটারি না হলেও খুব খারাপ ও হয় না।। তাছাড়া এক্টু কম নম্বর নয় পেল তাতে কিসু যায় আসেনা।।আমি সব সময় homogenous mix য় বিলিভ করি।।বিডি র এখন্‌কার টিচার রা এদের থেকেই ভালো আউট্‌পুট বের কর্তে পার্ছেন।।।সেটাই ভীষ্‌ন ভালো লাগলো এবার গিয়ে
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৩:২৯ | 98.201.111.24
  • পাই কে ক দিচছি এই ইসুতে। চাপের অনেকটাই অনর্থক। ৭ ৮ থেকেই এদের বিভিন্ন বিষয়ে প্রোজেক্ট ওয়ার্ক শুরু হয়ে যায়। ওপোর ওপ্র মনে হবে বাঃ এ তো খুব ইন্তারেস্টিং ভাবে বিষয়্‌টা পড়ানো।
    কিন্তু আসলে ছেলেপুলে (ও তার বাবা-মা) গলদ্‌ঘর্ম হয়ে যায়।
  • pi | ০৯ জুন ২০১১ ০৩:২৮ | 128.231.22.150
  • মধ্যশিক্ষা পর্ষদের উঁচু ক্লাসের সিলেবাস নিয়ে আমার বিস্তর অভিযোগ আছে। অনেক ফালতু জিনিস নিয়ে হ্যাজানো আছে ( যেমন ঐ উপপাদ্য নিঁখুত করে রিপ্রেসেন্ট করা, তাই নিয়ে কম সময় অপচয় হয়েছে ! ) , অনেক রিডান্ডেন্সি আছে, অ্যানালিটিকাল কম, ইনফো ভিত্তিক বেশি , এদিকে অনেক কিছু ঠিকমত কভার করাই নেই। cbse তো আমার বেটার লাগতো।
    ইন ফ্যাক্ট কেন্দ্রীয় বিদ্যালয় গুলোর পড়াশুনো ও বেশ ঠিকঠাক লাগতো। যতটা যা জেনেছি, শুনেছি। এখন কী হাল, জানিনা।
  • pi | ০৯ জুন ২০১১ ০৩:২৩ | 128.231.22.150
  • আমার নিজের মনে হয়, স্কুলের চাপ অনেক বেশি বেড়ে গেছে। এটাই সবচে বড় ফ্যাক্টর।
    আর অনেক ক্ষেত্রেই অনর্থকভাবে। তোমরা হয়তো বেটার বলতে পারবে । কিন্তু যেটুকু যা দেকেহ এলাম ... নার্সারিতে ঐ অতগুলো কবিতা একহপ্তার মধ্যে মুখস্থ না করলে কী অশিক্ষিত টা হবে !
    ক্লাস থ্রীর যা সিলেবাস দেখে এলুম, এরা নাইন টেনে মনে হয় আমাদের বি এ , এম এ র পড়াশুনা করবে।
    আর এই চাপের বড় অংশটাই ইনফো ভিত্তিক পড়াশুনো থেকে , যেটা অনেকাংশেই অপ্রয়োজনীয় মনে হয়।

    আম্রিগার এলিমেন্টারি সিস্টেম, যা মনে হয়, সত্যি অনেক বেটার। পরের লেভেলগুলো নিয়ে কারুর অভিজ্ঞতা জানতে ইচ্ছুক রইলাম।
  • bitongsho | ০৯ জুন ২০১১ ০৩:২০ | 98.201.111.24
  • যেমন সিলেবাস তেমন চাপ হবে। মূল্‌তঃ এটা বোর্ড স্পেসিফিক ব্যপার। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের ডিসাইন্টা সেদিক থেকে খুব ভাল। অন্যদিকে আমার ভাইদের রোজ ক্লাস টেস্ত টর্মিনাল এইসব লেগে থাকত । আর দিল্লি বোর্ডের বৈ গুলোতে দেখেচি গ্রুপ থিওরি থেকে কোয়ন্তম সবি থাকে কিন্তু নমো নমো করে। এতে একটা সুপারইসিয়াল জিকে তৈরি হবে কিন্তু গভীরতা বাড়বে না। উল্টোদিকে ব্যাগের বোঝা বৃদ্ধি।
    এখন তো অনেক নতুন বোর্দ বেরিয়েছে। তারাও হয়্‌ত ওরকম।
  • pi | ০৯ জুন ২০১১ ০৩:১০ | 128.231.22.150
  • অর্পণ, সে তো আমি বুঝেছি। আমি তো বল্লাম, ঐ নার্সারীর টিউশন দেখে এসেছি।

    আমি বুঝতে চাইছিলাম, আমাদের ছোটোবেলা থেকে এখন কোথায় কোথায় বদলে গেছে, যার ফলে এত ছোটো থেকে টিউশন লাগে বা তাদের দেখা নিয়ে এত সমস্যা হয়।
    স্কুলের চাপ বেড়েছে, বাচ্ছাদের পড়ার জন্য সময় কমেছে, মা বাবার দেখার সময় কমেছে -এই সব কটাই কাজ করছে, বুঝলাম।
    স্কুলে তেমন করে না পড়ানো কি বাবা মায়ের বেশি সিরিয়াস হয়ে যাওয়া, এগুলো ও কি কিছুমাত্রায় হলেও আছে ?
    মানে আমাদের ছোটোবেলার সরকারী, আধা সরকারী স্কুলগুলোর তুলনায় এই তোমাদের ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ছে, পড়ানো নিয়ে তুলনা করলে কী দাঁড়াবে ?
    পামিতাদি যে পয়েন্টটা তুলেছিল, স্কুলের টিচাররা এনাফ কেন নন, আম্রিগাতে পারলে এখানে কেন না, সেটা নিয়েও একটু ধাঁধা লাগছিল।
  • byaang | ০৯ জুন ২০১১ ০৩:০৬ | 122.172.243.173
  • গুন্নাইট
  • byaang | ০৯ জুন ২০১১ ০৩:০৬ | 122.172.243.173
  • হুঁ, আমিও ঘুমোতে গেলাম। স্ক্র্যাপ বুক আর আরো তিনটে নতুন খাতায় মলাট দেওয়া শেষ হল এই।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০৩:০৪ | 112.133.206.22
  • আমেরিকাতে ক্লায়েন্টের কাছে প্রোপোজাল জমা পড়ে গেছে। মেল এসছে। এইবার ঘুমুতে যেতে পারি। গুডনাইট।

    জালিম কর্পো লাইফ। ঃ(
  • byaang | ০৯ জুন ২০১১ ০৩:০৩ | 122.172.243.173
  • হ্যাঁ, আমরাও ছেলেকে ঐভাবে আসকারা দিয়ে দিয়ে মাথায় তুলে দিয়েছি, ওর কোনো ইচ্ছেতে বাধা না দিয়ে। এখন যেটা হয়েছে সেট হচ্ছে, আমরা ছেলের বাধ্য, ছেলে আমাদের বাধ্য না। কোথাও হয়তো গেলাম, ছেলে বলে দিল এক্ষুনি বাড়ি চল সাতটার সময় আইপিএলের এক্সট্রা ইনিংস শুরু। আমরা পড়িমড়ি করে দৌড়ে এলাম। এরকম সব ব্যাপারসাপার আর কি।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০২:৫৯ | 112.133.206.22
  • নাঃ, ডোরেমন দেখতে দেব। তারপরে দেখি ওইরকম স্বীকার করার সৎসাহস দেখায় কিনা। ঃ)

    আসলে আমরা মেয়েকে বড় আস্কারা দেই। কোন কিছুতেই না করি না। আমাদের সময়ে বাবার রক্তচক্ষুর দিকে চোখ তুলে তাকানোর সাহস ছিল না।

    সবেরই ভালো আর খারাপ দিক আছে।
  • Arpan | ০৯ জুন ২০১১ ০২:৫৭ | 112.133.206.22
  • না, ডিজএগ্রি করব না। আমি সিপিয়েমের কোটার ব্যপারটা লিখতে গিয়েও কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু ক্লাসে পড়ানো হত। পড়ানো হত না বললে সত্যের অপলাপ হবে।

    কিন্তু মেরিট লিস্টে নাম উঠত তার দুইটি কারণ - ১) ছেঁকে ছেঁকে ভালো ছেলেমেয়ে তোলা হত (সেটি গিয়ে অনেকদিন হল লটারি চালু হয়েছে বলে জানি) আর ২) সব টিচারেরা ব্যাচের পরে ব্যাচ পড়াতেন। ডিটেলসে নোট দেওয়া থেকে প্রশ্ন বাই প্রশ্ন তৈরি করে দেওয়া, টেস্ট পেপার ধরে ধরে সলভ করা সবই হত ওই টিউশনের আসরে।

    স্নেহাংশুকে পুরোপুরি ক।
  • byaang | ০৯ জুন ২০১১ ০২:৫৫ | 122.172.243.173
  • থ্যাংকিউ অর্পণ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত