শমীক, ব্যাঙ খুব অসুস্থ, এইমাত্র ফোনালাম,ভালো করে কথা বলতে পারছে না।ব্যাথাকে গ্রাহ্য না করে কাজ করেছিলো, ফলে অনেক বেড়ে গেছে ব্যাথা, আর ফুলে গেছে। ডক্টর দেখিয়েছে।আমার লাগলো যে ফোন করলেও ওর অ্যাটেন্ড করতে কষ্ট হচ্ছে । খুব কষ্ট করে কথা বলছিলো।
Bratin | ১৩ জুন ২০১১ ১১:৩০ | 122.248.183.1
ব্যাঙ এক্ষুনি ফোন করেছিল। কাঁধ অনেকটা ফুলে গেছে। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। ডাক্তার বলেছেন পরে আরো ভোগাবে।
siki | ১৩ জুন ২০১১ ১১:০০ | 123.242.248.130
ব্যাংয়ের খবর চাইলেই সবাই কেমন চুপ হয়ে যায় কেন? কালও টানা বারো ঘন্টা কেউ কথা বলে নি।
siki | ১৩ জুন ২০১১ ০৯:৫২ | 123.242.242.16
ঃ-))
ব্যাংয়ের কোনও খবর পাওয়া গেল?
suku | ১৩ জুন ২০১১ ০৯:৪৯ | 115.241.17.30
দু, ls -l /dev/ttyUSB? করলে কিছু দেখাচ্ছে কি? যদি না দেখায় তবে usb-modeswitch ব্যবহার করতে হবে। যদি ttyUSB0/1/... থাকে অথচ মোডেম রেসপন্ড না করে তবে মোডেমটা রি-ইনসার্ট করলে অনেক সময় কাজ দেয় (অ্যাট লিস্ট আমার ল্যাপিতে)।
Nina | ১৩ জুন ২০১১ ০৯:৩৭ | 68.84.239.41
সিকি, থ্যাঙ্কু। এই ফিডব্যাকই চাইছেন সুমিতদা। সুমিতদা বল্লেন উনি গুরু পড়েন, তাতে একজন জলপাইগুড়ি কলেজের কথা লেখে সেটা খুব ভাল লাগছে ওনার ঃ-))
siki | ১৩ জুন ২০১১ ০৯:২২ | 123.242.248.130
নীনাদি, দুটো লিংকই দেখলাম।
দুটোর একটাও ইউনিকোড ব্যবহার করে বানানো হয় নি। ফলে ফায়ারফক্সে বাংলা পড়া যাচ্ছে না। কেবলমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারে পড়া যাচ্ছে, তাও সুমিত রায়ের সাইটে বেশির ভাগ পাতাই বাংলা পড়া যাচ্ছে না।
Du | ১৩ জুন ২০১১ ০৮:১০ | 117.194.201.97
কেউ একটু হেল্প করতে পারবে?
Du | ১৩ জুন ২০১১ ০৮:১০ | 117.194.201.97
টাটা ফোটোন কানেক্ট করার জন্য sudo wvdial দিয়ে modem not responding
Nina | ১৩ জুন ২০১১ ০৬:০৩ | 68.84.239.41
চিন্টুবাবু উদ্ধার করে দিয়েছে , সেকেন্ড লিঙ্কটি হল
দারুন লিঙ্ক ---
gitabitan.net ও দারুন।
চিন্টুবাবু মিলিয়ন থ্যাঙ্কস
Nina | ১৩ জুন ২০১১ ০৪:৫১ | 68.84.239.41
উপ্স! সরি, শুধু gitabitan.net লিঙ্কটি দেখুন । অন্যটি লিঙ্ক নয় আমার ভুল --হে হে আমার বোকামি ঃ-(
Nina | ১৩ জুন ২০১১ ০২:৪৫ | 68.84.239.41
বন্ধুরা, একটা অনুরোধ আছে।
Gitabitan.net
SumitRoy@Sumitroy.com
এই দুটি লিঙ্কে সময় করে যদি একটু ঘোরাফেরা করে নিজস্ব মতামত জানান--প্লিজ।
r2h | ১৩ জুন ২০১১ ০২:০৮ | 67.96.80.214
পাইসাইকেল থিফ আর জলপাই এর অশ্রূত কাহিনী
siki | ১২ জুন ২০১১ ১২:২৭ | 122.162.75.192
ব্যাংয়ের কী খবর?
pi | ১২ জুন ২০১১ ১১:২৩ | 72.83.97.171
আমার সাইকেল চালানো ? থাক সে কথা। আর, জল ? সেও থাক নাহয়।
til | ১২ জুন ২০১১ ১০:৩২ | 60.241.253.184
ইনিই কি সেই পারমিতা, স্ব দত্তর খবর দেবেন বলেছিলেন। নাকি অন্য পারমিতা তিনি।
til | ১২ জুন ২০১১ ১০:৩০ | 60.241.253.184
ওহ বড়মদি, অত ভাবলে কি চলে? সুইমিং পুলে কি পায় না পায় বেশী ভাবলে শেষ নেই কিন্তু। তবু যাহোক দেশে লোকে মগ ইস্তেমাল করে, বিদেশের পুলে? তা যখন শুরু হয়েছে তো একটু বিশদেই বলি, ধরুন কেউ আস্ত জিরে বা সরষে ফোড়ন দেয়া ডাল খেয়েছে, সুইমিং পুলে সেই সরষে ভেসে বেড়াতেও পারে, পারে না? আর বদ্ধ A/C অফিসে, প্লেনের মধ্যে যে কি উৎকৃষ্ট বায়ু circulate করে তা না বলাই শ্রেয়। বেশী ভাববেননি, বাঁচাই দুষ্কর হয়ে পড়বে!
একটা ইঁট রাখতাম। সাইকেলে ওঠার জন্য। ইঁটে বাঁ পা রেখে দিব্যি সড়াৎ করে উঠে পড়তে পারতাম, তারপরে কাফি। কিন্তু ইঁট তো পাওয়া যাবে না সবখানে, তাই হিতৈষিণী বন্ধুনি টেকনিক শেখালো, ডাইনের প্যাডেল্টা ঘুরিয়ে সর্বোচ্চ অবস্থানে রেখে ডান পা সেখানে প্লেস করে দিলেই কাফি। বাকীটা অটোমেটিকালি হয়ে যাবে, ডাইনামিক একুইলিব্রিয়াম। সত্যি তাই। ঃ-) হুঁ হুঁ এরে কয় ম্যাক্সিমা মিনিমা, হবে না মানে? ঃ-) আজ অভ্যু এখানে থাকলে বড়ো আনন্দ পেতো। ঃ-)
Arpan | ১১ জুন ২০১১ ২৩:৩৬ | 122.252.231.10
ঃ)
আমি এইবার কলকাতায় গিয়ে ট্রাফিক দেখে স্টিয়ারিঙে হাত দেওয়ার সাহস পেলাম না। বন্ধুর নতুন শেভ্রলে। এখনো গায়ে একটাও আঁচড় পড়েনি।
Paramita | ১১ জুন ২০১১ ২৩:৩৩ | 202.3.120.9
বাবা বলেন, শুভস্য শীঘ্রম অ্যান্ড অশুভস্য কালহরণম। সেই কথা বেদবাক্য করে লুরুর রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে এখনও কালহরণ করে যাচ্ছি।
dd | ১১ জুন ২০১১ ২৩:২০ | 122.167.19.51
বছর খানেক ব্যাঙালুরু কাঁপিয়ে গাড়ী চালিয়ে অবশেষে রিটায়ার কল্লাম। কেউ বেনিফিট ম্যাচ দিলোনা। গাড়ী যদিও কোনো রকমে চালাতাম পার্ক করতে পারতাম না বিজি রাস্তায়। তাই আমি শুধু গাড়ী চালিয়েই যেতাম, যতোক্ষন না কোনো বড়সড় মাঠ না পাচ্ছি অথবা ঘুড়ে টুরে আবার বাড়ীতে না ফিরছি।
বেশ কয়েকবার ফাইন দিলাম সিগন্যাল জাম্প করার জন্য, তারপর ভাবলাম একটা থোক টাকা অ্যাডভান্স দিয়ে রাখি, ওটার থেকেই পুলিশ কেটে কেটে রাখবে।
কিন্তু কোনো অ্যাকসিডেন্ট করি নি,প্রায়। একবার একটু এগিয়ে রাস্তায় বসা এক তরকারীওলার একটি পুরুষ্টু বাঁধাকফিকে চ্যাপটা করে দিয়েছিলাম আর একবার অমনই এক লাল প্লাস্টিকের বালতিকে প্রচন্ড আহত করেছিলাম। এ বাবদ বেশ নিষ্কলঙ্ক আমার ড্রাইভিং জীবন।
Paramita | ১১ জুন ২০১১ ২৩:০৪ | 202.3.120.9
উঁচু বারান্দাটা আমারও প্রবলেম ছিল। নামা ও ওঠা দুই-এরই জন্য। সেই প্রবলেম সঙ্গে নিয়ে খড়গপুর পর্যন্ত গেছিলাম। একদিন রাত একটার পর ল্যাব থেকে বেরিয়ে ঘুমচোখে উঠতে চেষ্টা করছি আর পা ঘুরিয়ে ব্যালান্সটা হচ্ছে না। এদিকে কেউ নেই যে বলবো সাইকেলের পেছনটা চেপে ধরতো। একবার উঠে পড়লে জানি হস্টেল অবধি গড়গড়িয়ে চলে যাবো। তো উঠছি, ব্যালান্স করতে না পেরে পাঁচ হাত পরে নেমে যাচ্ছি। এরকম বার পঁচিশেক হওয়ার পর দেখি হস্টেলে পৌঁছে গেছি। আরেকদিন বড় গেট খোলা ছিল না, নেমে পাশের গেট দিয়ে সাইকেল বের করে নিয়ে আবার ওপাশে গিয়ে চাপা। অতবার নামবে কে? ধাঁ করে গিয়ে বড় গেটে ভিড়িয়ে দিলাম। পড়ে গেলেই নামাটা খুব সহজ হয়ে যেত। একটু ঘাস থাকলে সোনায় সোহাগা।
লেখাপড়া শেষ করে বেরোবার আগে ওঠানামা রপ্ত হয়ে গিয়েছিল। ওদিকে সাঁতারটা আর হোলো না। তিন হাত তড়পে গিয়ে কোনোমতে বুড়ি ছোঁয়া। ঐটুকুই। ওদিকে রুদ্রা সাঁতারটা পারল, সাইকেলটা ওর হোলো না। বেরোবার সময় বলল, এই ভালো। তুই একটা শিখলি আমি একটা। একজনে দুটো শিখে গেলে অন্যজনের কষ্ট হত না?
M | ১১ জুন ২০১১ ২৩:০০ | 59.93.255.28
কালবেলা দেখে এলুম।শেষে কিনা পরমব্রত অনি আর পাওলি মাধবীলতা!খুব দুঃখু পেলাম যাহোক।
nyara | ১১ জুন ২০১১ ২২:১৮ | 122.172.17.25
আমার গিটার শেখা হল না, কারণ আমি গিটার শিখতে শুরু করার পরই মাস্টারমশাই ড্রাগ নিতে শুরু করলেন।
আমার তবলা শেখা হল না, কারণ শিখতে শুরু করার পর এই মাস্টার পাগল হয়ে যান।
গান শেখা হল নাম কারণ সেই মাস্টার আত্মহত্যা করেন।
আমি মনের মত মাস্টার পেলাম না।
Lama | ১১ জুন ২০১১ ১৮:৫১ | 117.194.239.20
উঁচু ঢিপি দেখে সাইকেল চাপাটা আমার সঙ্গে কমন পড়ছে
M | ১১ জুন ২০১১ ১৮:৩৭ | 59.93.246.241
আবার আমি ছোটবেলার গপ্প বলেছিলাম।আমি গান শিখতে শুরু কল্লাম, আমার গানের দিদিমনি প্রায় গান ভুলে গেলো, আমি কিছুতেই হারমোনিয়াম বাজালে সুরের দিকে ধ্যান দিতে পাচ্ছিনা,সুরের দিকে তাকালে তবলা ভুলে যাচ্ছি, সে এক কেলোর কীর্তি, আমার পায়েও টুনটুন পিসি চাপড় মেরে তাল বোঝাতে গিয়ে প্রায় কেঁদে ফেলে আরকি, সেই দেখে আমি ই ছেড়ে দিলাম।
সাইকেল শিখলাম,আর এক কেলো,উঁচু ঢিপি দেখে উঠি, আর লোকজনের উঠোন, দোকানের দাঁড়ানোর জায়গা দেখে নেমে পড়ি,একবার কিছু না পেয়ে এক পাঁচিল ধরে সাইকেল নিয়ে ঝুলছিলাম।
এবার সাঁতার,সে যে কী চাপ বুড়ো বয়সে।এদিকে আগেরবার ট্রিপে গিয়ে কি লস, চাদ্দিকে খালি সমুদ্দুর, বাপ ছেলে ঘটা করে জলে লাফাচ্ছে আর আমি গালে হাত দিয়ে বসে আছি। তখন থেকেই ঠিক করেছি সাঁতার শিখবোই।
তো সে ক্ষী অবস্থা,ট্রেনার যাচ্ছেতাই করে, একবার মুন্ডু ডুবিয়ে ধাঁ করে ঠেলে দেয়, একবার পাড়ে তুলে দুম করে ঠেলে ফেলে দেয়।আর আমি খালি জল খাই।এদিকে জলে নামলেই কি একটা পায়।আমার আবার সব কিছুই মানকেকে না বললে ভাত হজম হয় না।বলে একিরে জানিসনা ও সবাই করে, এ বলে না থেমে বলে বারে বারে করে।সেকিরে! হাজার হাজার লোকজন ঐ করছে? তারপর অনেকেই দেখেছি জল খাওয়ার পর নাকে সিকনি বার করে ফেলে।আর সে জল রোজ খাচ্ছি।তাও ঠিক ছিলো, এদিকে আগের দিন আমার ট্রেনার ঘেঁটি ধরে ঝিলে নামিয়ে দিলো।সে আরেক বাজে জায়গা।বাঁশ ধরে দাঁড়িয়ে থাকা যায় না, পা খালি ভেসে উঠতে চায়।আর দম শেষ হলেই আমার মাটি চাই।
তো এসব কথা বলা চলছিলো, বলে কিনা আর ড্রাইভিং শিখতে যাসনা।আমায় একটু শান্তিতে থাকতে দে। তোর ট্রেনারকে আমার হয়ে দুঘা দিয়ে আসিস।আর যেখানে হাঁটু পজ্জন্ত জল সেখানে যা পারবি করবি। লোকে আগে ব্রেক নেওয়াটা শেখে,আর ইনি চলতে শেখেন থামতে শেখেননা।ওরে লোকে খালি সাঁতার কেটেই চলে ? মাঝে মাঝে ভেসে দম নেয় তো(কে বোঝাবে আমি ভাসা মানে মাথা ডুবিয়ে রাখতে হয় জানি, তাতে করে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্তা থাকে না),সাইকেল চালিয়েই চলেছে যতক্ষন না ধাক্কা মারছে, গাড়ী চালাতে গিয়ে দেখা গেলো তেল ফুড়ানো পর্যন্ত্য চালিয়েই চলেছে, কি না ব্রেক কোনটা ভুলে গেছে।
আর আমি এসব কিছু করতে পাবো না কেন? না তেনার তাতে অশান্তি হয়।
M | ১১ জুন ২০১১ ১৮:২১ | 59.93.246.241
মিটার ঘরের ছাদ
M | ১১ জুন ২০১১ ১৮:২০ | 59.93.246.241
উপস! প্রোগ্রাম, চার্জড
M | ১১ জুন ২০১১ ১৮:১৮ | 59.93.246.241
আর এদের সাথে কিছু বলা চাপ।
একবার, তখন সবে বিয়ে হয়েছে।সে এক অবাক শ্বশুরবাড়ী,কোথাও কোনো বইয়ের চিহ্ন নেই।এদিকে আমায় নিয়ে গল্প আছে যে আমি একবার নাকি কিছু না পেয়ে শর্টহ্যান্ড বই ব্যাগে করে ঘুরতাম।সে যাকগে,বাচ্চাকাচ্চাদের সাথে তখন আমার খুব ভাবসাব হয়ে যেত।আমাকে বৌদি বললেও তারা আমাকে বন্ধু মনে করতো। তো জানলাম সে পাড়ায় কোনো কিছুই হয় না, না স্পোর্টস না ফাংসান , কিচ্ছুনা। এদিকে আমার পাশের বাড়ীর বৌ(সেও নতুন)দারুন গান গায়, এদিকে আমাদের বিয়ে হবার পরপর আমাদের শ্বাশুমাদের ঝগড়া হয়ে গেলো আর আমাদের লোকের সামনে কথা বলা বারন হয়ে গেলো, তাতে কি ছাদ তো ছিলো।হে হে।তো আমরা ছেলে মেয়েদের নিয়ে প্রগ্রাম নামানো ঠিক কল্লাম। আর পাড়া পলিটিক্সে ভীত আমার কর্তাটির সে কি ধমক। এছাড়া অসহোযোগ তো পুরো বাড়ী শুরু কল্লো।তাও সে প্রোগ্রাম হৈ হৈ করে নেমে গেলো।আর দেখা গেলো পাড়ায় সবাই চার্গড হয়ে গেছে। তো তিনি ও দেখতে গেলেন আর লজ্জার চোটে(প্রবল ছড়াবো ভেবে)বিশুদাদের মিটার ঘরে গাছের আড়ালে লুকিয়ে দেখলেন।আর বাড়ী এসে দাঁত কেলিয়ে বল্লেন ভালো প্রোগ্রাম হলো তো।
M | ১১ জুন ২০১১ ১৮:০৯ | 59.93.246.241
ব্যাঙ , তোমার ঘরের মানুষটার কেস ধরতে পাচ্ছি,আমারো হয়,নিজের শান্তি বিঘ্নিত না হবার জন্য এসব করে,আর দেখায় আহা তোমাকে নিয়ে পাচ্ছিনা, কত ভেবে ওল্টাই। তাও কিনা মৌলিবাবু চাদরমুড়ি দে ঘুমাচ্ছে,আমারটিতো তুলকালাম ঝগড়া করে বাড়ী থেকে হাওয়া মেরে দিতো।একবার এয়ারপোর্টের মাঠে গিয়ে ঘুমিয়েছিলো,যত্তসব। ফিক।শিগ্গিরি সেরে ওঠো, নিনাদিদি ঠ্যাং ঠিক করে নিক,কুমু নিশ্চয় জ্বর সারিয়েছে, তারপর আমরা সব বৌরা বরেদের বিরুদ্ধে আন্দোলন করবো।(বানামটা ক্যামন দেখাচ্ছে।)
M | ১১ জুন ২০১১ ১৮:০৩ | 59.93.246.241
আমাদের এখেনে ঝমঝমিয়ে বিষ্টি হলো আর আমি গান শুনচি।
til | ১১ জুন ২০১১ ১৭:৪১ | 114.198.43.68
ধ্যুস কুমুবেন, আপনিও না! একটু রাগচ্ছিলাম আর কি।
kumudini | ১১ জুন ২০১১ ১৭:৩৫ | 122.160.159.184
আমি উচ্চমার্গে,আপনি অধম? কেন?? আমি কি আপনার কোন কোশ্নের জবাব দিই নি?তাই রেগে আছেন? তার জন্য তো অগ্রিম ক্ষমা চেয়ে রেখেছি,আবারও সরি বলছি।
তিলস্যারের মেয়ের কথা শুনে ভাল লাগল,আগে কখনো শুনিনি।
আগে আমার একটা ডেল ইন্সপিরন ছিল,ভালই চলেছিল।
til | ১১ জুন ২০১১ ১৬:৩৬ | 114.198.43.68
Dell কাভি নেহি। মেয়ের জন্যে কিনলাম; হাজার ঝামেলা। ওরা refund দিতে রাজী হয়েছে, সেও তিন সপ্তাহা হয়ে গেল, নো পাত্তা। মেয়ের অবশ্য Toshiba ল্যাপটপ ছিলই, এটা জন্মদিনের উপহার; আসলে আমার অফিসের কম্প্যু নিয়ে নিয়েচে, ল্যাপিটা টারগেট ছিল আর কি। --- ডেভলপাররা সর্ব দেশেই সমান। এদের সঙ্গে পলিটিশিয়ানদের আঁতাত সর্বত্র, এখানেও।
prateek | ১১ জুন ২০১১ ১৬:২৪ | 128.138.65.254
না হে manza ফাটফাটি,Aria ও,rave reviews আছে।।আমার বন্ধুর Manza টায় চড়লাম।।।ঐ segment এর যে কোনো গাড়িকে challenge করতে পারে
Aran | ১১ জুন ২০১১ ১৪:২০ | 112.133.206.18
টাটার চারচাকা না কেনাই ভালো।
Arpan | ১১ জুন ২০১১ ১৪:১৯ | 112.133.206.18
গো ফর আই ২০। ভালো গাড়ি।
prateek | ১১ জুন ২০১১ ১৪:০৮ | 128.138.65.254
আমারো টার্গেট Maruti-AStar
prateek | ১১ জুন ২০১১ ১৪:০৬ | 128.138.65.254
সরি।।dodge বলতে গেছিলাম।।Indigo Manza টাও অদ্ভুত ভালো
Arpan | ১১ জুন ২০১১ ১৩:৫৩ | 112.133.206.18
Chevy আলাদা নাকি? GM-এর মধ্যেই আসে তো নাকি? ট্যাভেরা একসময় অনেক দেখতাম। এখন হয় কোয়ালিস নয় ইনোভা।
Arpan | ১১ জুন ২০১১ ১৩:৫০ | 122.252.231.10
দেশে মারুতিকে বিট করা মুশকিল আছে। আর হুন্ডাইয়ের বাজারও বেশ ভালো।
Arpan | ১১ জুন ২০১১ ১৩:৪৬ | 122.252.231.10
আমি কী জানি! আমার তো GM না! ঃ)
prateek | ১১ জুন ২০১১ ১২:৫৫ | 128.138.65.254
আর তার্পর? GM -- generally malfunctions!
chevy?
kumudini | ১১ জুন ২০১১ ১২:৩৫ | 122.160.159.184
ব্যাং,একজোড়া গ্লাভস(পাতলা,চামড়ার) রেখো বাড়ীতে,ভাঙা কাঁচ তুলতে হলে ঐটা পরে নিও হাতে।
Arpan | ১১ জুন ২০১১ ১২:০৮ | 112.133.206.18
GM-এর গাড়ি কেনে তার কারণ প্রথম ৩ বছর নো মেইনটেনন্স কস্ট।
kumudini | ১১ জুন ২০১১ ১২:০৪ | 122.160.159.184
প্রতীক, না,আমার তো এখন ল্যাপি কেনার প্ল্যান নাই।বন্ধু জ্বালিয়ে মারছে তাই জিগালাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন