এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২০ জুন ২০১১ ১০:২৭ | 123.242.248.130
  • হুঁ, ভাটিয়ালি তাও খুলছে, টই একেবারেই খোলা যাচ্ছে না। কী কেস কে জানে।
  • Bratin | ২০ জুন ২০১১ ১০:২৬ | 117.194.101.90
  • টই তো টানাটানি করেও খোলা যাচ্ছে না। ঃ-((
  • siki | ২০ জুন ২০১১ ১০:১৮ | 123.242.248.130
  • গুরুর কী হৈল অন্তরে ব্যথা? সকাল থেকে দুঘন্টা লড়ে তবে খুলল।
  • siki | ২০ জুন ২০১১ ১০:১৬ | 123.242.248.130
  • আকাও যেমন! আমি কি বলিচি পরিবত্তোনের জন্য কলকাতায় জল কম জমেছে? ঃ) নাকি আমি পরিবত্তোনবিরোধী? ঃ-))
  • Bratin | ২০ জুন ২০১১ ১০:১৫ | 117.194.101.90
  • অয়ন, দুঃখিত। আমার ই ভূল।
    এই hno আবার কেডা?
  • hno | ২০ জুন ২০১১ ০৭:১৫ | 59.164.188.43
  • "ধরি ধরি মনে করি ধরিতে নারি রে'
  • nk | ২০ জুন ২০১১ ০৬:৩২ | 151.141.84.194
  • জ্যামে জলে ঘামে
    কেহ নাহি থামে,
    চিঠি এসে নামে
    স্বপ্নের খামে।
    মায়া মিঠে হাসে
    মমতার বামে-
    পাশাপাশি ঢোলে
    শ্যামে আর রামে।

    ঃ-)
  • achintyarup | ২০ জুন ২০১১ ০৬:১০ | 59.93.244.250
  • পরিবত্তোন বলে থেমে থাকবে নাকি? সে তো হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে রেকারিং ডেসিমালের মতো
  • aka | ২০ জুন ২০১১ ০৫:৫০ | 24.42.203.194
  • আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় যিনি কিনা ঘোরতর পরিবত্তোনপন্থী তিনি ঐদিন কলকাতায় জ্যামে, জলে, ঘামে ঘন্টা ছয়েক আটকে থাকার পরে বললেন মমতার যত বড়বড় কথা।
  • achintyarup | ২০ জুন ২০১১ ০৫:০৫ | 59.93.244.250
  • শিবুদা, ব্যাপার ঘোড়ালো মনে হইতেছে
  • nk | ২০ জুন ২০১১ ০০:০৫ | 151.141.84.194
  • হেই কাজুবাদাম, ওম্নাথের কথা বিশ্বাস করিস না। এর পরেই বলবে ঐ কাব্যোপন্যাসে এর পরেই ছিলো তুলসীবাবুর নাচ, "ধরি ধরি মনে করি ধরিতে পারি না" গাইতে গাইতে উনি নাচছিলেন। ঃ-)
  • nk | ২০ জুন ২০১১ ০০:০২ | 151.141.84.194
  • ঘোড়া ভাজার সাথে কী ছিলো? সস? ঘোড়ামুগের সুপ? হর্সর‌্যাডিশ?
  • Sibu | ১৯ জুন ২০১১ ২৩:৩১ | 193.247.250.61
  • কাল ঘোড়া ভাজা খেলাম। বেশ খেতে।
  • siki | ১৯ জুন ২০১১ ২২:৪৬ | 122.162.75.163
  • ঃ))))
  • hno | ১৯ জুন ২০১১ ২২:৩৫ | 59.164.188.43
  • ঘাবড়ে গেলে হবে না। বৃষ্টি আমরা সবাই চাই। স্পোর্টিংলি নিতে হবে।
  • siki | ১৯ জুন ২০১১ ২১:০৭ | 122.162.75.163
  • বাড়ি পৌঁছতে গিয়ে জানলাম কী ঝড় গেছে সারাদিন ধরে কলকাতা সমেত দক্ষিণবঙ্গে। জীবনে প্রথম দেখলাম ব্যান্ডেল স্টেশন রোডে গাছ উল্টে পড়ে আছে। কলকাতাতেও দু একটা গাছ উল্টে পড়ে থাকতে দেখেছি, কিন্তু তার জন্যে ট্র্যাফিক চলাচলে কোনও অসুবিধে হয় নি। মোটের ওপর, কলকাতা পুরসভা অন্তত পরশু দিনের জন্য, খুব খুব ভালো সার্ভিস দিয়েছে। যে বৃষ্টিটা হয়েছে, তারপরে কলকাতা সম্পূর্ণ অচল হয়ে যেত, অন্তত কয়েক বছর আগেও সেও রকমই হত।

    সেদিন নাকি কলকাতা এবং সংলগ্ন এলাকায় সবশুদ্ধ ১৩৮খানা গাছ পড়েছে।
  • siki | ১৯ জুন ২০১১ ২১:০১ | 122.162.75.163
  • আবার ব্যাক টু দিল্লি।

    জল জমার কথা যদি বলি, আমি যে পরিস্থিতিতে কলকাতায় নেমেছিলাম পরশু, অন্য সময় হলে আমার পক্ষে হাওড়া স্টেশন পৌঁছনো সম্ভব হত না। অন্তত কলকাতার রাস্তায় জল জমা সম্পর্কে আমার যেটুকু অভিজ্ঞতা আছে। কিন্তু পরশু দেখলাম অন্যরকম চেহারা। এয়ারপোর্ট থেকে তো ট্যাক্সি ধরলাম শেয়ারে। ভিআইপি রোডে একটু খানি জমা জল পেলাম, সে এমন কিছু নয়, মানে কলকাতায় যেমন জল জমে তার তুলনায় সেটা জল জমা বলা যায় না। এগোচ্ছি এগোচ্ছি, বিবেকানন্দ রোডে আবার খানিক জমা জল পেলাম, তো দেখি আপাদমস্তক সাদা রেইনকোট পরে চার্চের ফাদারের মত দেখতে গোটাকয় ট্র্যাফিক পুলিশ ছাতা জুতো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটা নর্দমার মুখে জমে থাকা ইঁট পাটকেল প্লাস্টিক সরাচ্ছে, আর বেরোনর মুখ পেয়ে জমা জল হু হু করে নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে। এমন কিছু জল জমে নেই সেখানে।

    লাস্টে এম জি রোড। হ্যাঁ, এখানে জল জমেছিল বটে। বড়বাজারের মধ্যে। তো, শুক্রবারের রাত বলেই কিনা জানি না, রাস্তা বিলকুল ফাঁকা, কোথাও গাড়ি দাঁড়িয়ে নেই, স্মুথ এলাম, আটটা কুড়িতে ট্যাক্সিতে চেপেছিলাম, নটা বাজতে তিনে হাওড়া স্টেশন।

    জল জমা কলকাতায় আটকে পড়ার অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, এবারের অভিজ্ঞতা সেই তুলনায় স্বর্গীয় বলা যায়। ও হ্যাঁ, কোথাও কোনও ট্রেন ক্যানসেল নেই, লেট নেই ... মানে, আছে, তবে সেটা নামমাত্র। নটা পাঁচের ব্যাণ্ডেল লোকাল ছাড়ল নটা পনেরোয়, ব্যান্ডেল ঢুকল দশটা কুড়িতে। ব্যান্ডেল স্টেশনে যারা গেছেন, তারা জানেন, স্টেশনের নিচে একটা সাবওয়ে আছে। সেখানে এক মানুষ জল, জল সাবওয়ে ছাড়িয়ে বেশ কিছুদূর পর্যন্ত দাঁড়িয়ে। রিক্সা অটো কিছুই নেই, তা হোক, বাড়ি মাত্র এক কিলোমিটার দূরত্বে, লাগেজও ছিল না, হেঁটে মেরে দিলাম। ও হ্যাঁ, সাবওয়েকে বাইপাস মারতে গিয়ে লাইন পেরিয়ে উল্টোদিকে নামতে হয়েছিল।
  • aka | ১৯ জুন ২০১১ ১৯:৩৯ | 24.42.203.194
  • বোতিন কেমন কড়া টাইপ হয়ে গেছে। সময়কালের খ্যাল থাকছে না। ঃ)
  • hno | ১৯ জুন ২০১১ ১৩:৩১ | 59.164.99.86
  • বোতিন?
  • a | ১৯ জুন ২০১১ ০০:০৬ | 14.99.126.160
  • মাসখানেক কিরকম? পুরসভা তো গত বছর থেকে চলছে না?
  • Bratin | ১৮ জুন ২০১১ ২২:০২ | 117.194.103.43
  • অয়ন, সত্যি লোক গুলো একেবারে অপদার্থ। জল নিকাশী ব্যবস্থা র টা ঠিক করতে পারলো না এর মধ্যে? প্রায় মাস খানেক সময় পেল!! ছি ছি।
  • a | ১৮ জুন ২০১১ ২১:৫৬ | 208.240.243.170
  • তা বিষ্টির কলকেতার কিছু পরিবত্তন হইল না? পুরসভার তো আর হানিমুন পিরিয়ড চলছে না
  • Bratin | ১৮ জুন ২০১১ ১৮:০৮ | 117.194.98.86
  • বাহ । খুব ভালো তো শান্তনু দা। কত দেশ ঘোরার সুযোগ পাচ্ছো। কত নতুন নতুন ব্যক্তিত্ব । নতুন কালচার। নিজেকে আরো সমৃদ্ধ করে নেবার সুযোগ।
  • santanu | ১৮ জুন ২০১১ ১৮:০৩ | 82.112.6.2
  • শেষ হয়ে এলো এই কাজাকিস্তানের খেলা। আর কটা দিন। সব ফাইল আর কাগজ ছিঁড়ে ফেলে, কম্পিউটার খালি করে চলো অন্য কোথাও। যেতে খুব আগ্রহ, সাড়ে তিন বছর ধরে সেই এক মুখ গুলো আর দেখা যাচ্ছিল না। সমস্যা হলো, আবার আলজিরিয়া না তানজানিয়া, কোথাও একটা গিয়ে দোকান খুলে বসতে হবে। নতুন লোক, নতুন কায়দা, চ্যাংড়া ক¾ট্রাকটার্স, ফিচেল সাপ্লায়ার্স - আবার তাদেরকে বাবা বাছা বলে লাইনে আনা, অনেকবার হলো, বয়স হয়ে যাচ্ছে, ক্লান্ত লাগে।
  • kumu | ১৮ জুন ২০১১ ১৬:৫৮ | 122.160.159.184
  • হ্যাঁ,জলের মতো।
  • til | ১৮ জুন ২০১১ ১৬:৫৪ | 124.168.3.190
  • আমি যেখানে গোলামি করতাম তার দুটো মেন বিভাগ। কেমিস্ট্রি, ফার্মাসিটিক্যাল, বাওটেক- সবই হেক্সাগোনাল C এবং H এর কারবার। মুরগীর খামারে অমনি বেড়া দেয়া হয় কিনা। অন্যটা মিস্ত্রী বিভাগ- এরোপ্লেন থেকে মিসাইল টু চুলের কাঁটা। তো এদিককার লোক ওদিকের নামে প্যারসে চিকেন মেশই বলতো, সব তো তাই!
    বোঝা গেল?
  • kumudini | ১৮ জুন ২০১১ ১৬:৪৫ | 122.160.159.184
  • ধ্যুস,এই তিলস্যারকে নিয়ে পারি না।
    কেমিস্ট্রীরে চিকেনমেশে কয় নাকি?কে কয়?ক্যানো?
    পন্ডিত নই,সেটাই তো সত্যি কথা।এর চেয়ে বড় সত্যি কথা এই শতাব্দীতে কেউই কইতে পারে নাই।
  • til | ১৮ জুন ২০১১ ১৬:৩৪ | 124.168.3.190
  • ধ্যুস, এই কুমুবেনকে নিয়ে আরা পারা গেল না! কেমিস্ট্রি তাতো জানি, কিন্তু পন্ডিত নই বলে যে বিনয় করছিলেন!
  • kumudini | ১৮ জুন ২০১১ ১৬:২২ | 122.160.159.184
  • চিকেনমেশে- কি জিনিস?কেমিস্ট্রী?
    বিনয় কোথায়,সত্যি কথা তো!
  • til | ১৮ জুন ২০১১ ১৬:১৫ | 124.168.3.190
  • কুমুবেন, আমি জানতাম আপনি চিকেনমেশে পি হেইচ ডি, বিনয়ের ওপর তা তো জানতাম না!
  • til | ১৮ জুন ২০১১ ১৬:১২ | 124.168.3.190
  • বড়মদি,
    কলকাতায় নর্দমা উপচানো বৃষ্টিতে ভেজবার অভিজ্ঞতা একবারই; কালীঘাট ষ্টেশন থেকে বাসে ঘেমে নেয়ে- চারিদিকে অথৈ জল। বালিগঞ্জ স্টেশনের ওপারে বন্ধুর বাড়ী, বেদেডাঙ্গা; এখন নাম নিউ বালিগঞ্জ! ২০০০ সাল নাগাদ।
    উফ, ওভারব্রীজের তলায় সে কি নরক, এক রিকশা ভাই দয়া কেরে বাড়ী পৌঁছালো। নর্দমার জল, বাজারের আবর্জনা, কি নেই তাতে, হাঁটুসমান। এখনও ভাবলেই গা গুলিয়ে ওঠে। সে কি কান্ড। কোনক্রমে বাড়ী পৌঁছে গায়ে, মাথায় জল ঢেলেই চলেছি, autoclave এ নিজেকে সেঁকতে পারলে বোধহয় ভাল হতো।
    থু থু তো পবিত্র বস্তু, নিউ বালিগঞ্জের নর্দমা! ওয়াকঃ।
    মরুদ্যানই বটেক।
  • Bratin | ১৮ জুন ২০১১ ১২:১৮ | 117.194.103.204
  • ধুর ধুর!! সিনেমা দেখতে গেলে এত ভাবলে চলে। আর বর নেই তো মার্কেটে ঃ-))
  • hno | ১৮ জুন ২০১১ ১২:১৭ | 59.164.99.126
  • নারকোল নিয়ে কিছু একটা বলার ছিল, এখন মনে পড়ছে না।
  • M | ১৮ জুন ২০১১ ১২:১৫ | 59.93.170.28
  • এই ব্রতীন, বুড়ো বয়সে কেস খাইয়োনা বাপু, গেলে যাবো, তাতে তোমার ক্ষী হে! তুমি এখন উজিয়ে এসে আমার সাথে ব্যায়লায় সিন্মা দেখলে তাতে এট্টা ক্যামন গন্ধ বেড়োবে না? বুড়ো বয়সে বর তাড়িয়ে দিলে যাবো কোথায়, অ্যাঁ?
  • M | ১৮ জুন ২০১১ ১২:১৩ | 59.93.170.28
  • চন্দবিন্দুটা বেশী হয়ে গেলো
  • Bratin | ১৮ জুন ২০১১ ১২:১৩ | 117.194.103.204
  • এই যে বললে তুমি যাবে । তাই ঃ-)
  • M | ১৮ জুন ২০১১ ১২:১১ | 59.93.170.28
  • তিল,
    আর সাঁতরাতে লেকে যেতে হচ্ছে না। এখন কাল বাড়ী গেলাম প্রায় সাঁতরে। তাও আবার একজন অভ্যাস বসত থু করে থুতু ফেললো আর আমি চোখ বড় বড় করে দেখলাম সেটা ভেসে ভেসে আমার দিকেই আসছে , সেই ধাক্কা সামলাতে হুড়মুড় করে ছেলে নিয়ে অন্যদিকে দৌড়, আর জলে দৌড় মোটেই ভালো জিনিস নয়, আমাদের দুজনের প্যান্ট ই হাঁটু অবধি সেও ভিজে গেলো। তারপর এক সুমোর ধাক্কায় ভেজা কমপ্লিট হলো।আমি এখন ও খাঁড়া আছি, ছেলে জ্বরে পড়েছে।
  • M | ১৮ জুন ২০১১ ১২:০৭ | 59.93.170.28
  • অ ব্রতীন!
    ক্ষী হয়েছে? বেহালা সিনিমা দেখতে আসবে ক্ষেন? ক্ষী ক্ষেলো!!!
  • kumudini | ১৮ জুন ২০১১ ১১:১৬ | 122.160.159.184
  • সিকি,সরি,সরি।কাল দিল্লীতে ভালরকম বিষ্টি হয়েচে,কাগজেও নিকেচে।
    তবে আমি যাদের জিগালাম,হ্যাঁরে, বারিষ হুয়া থা?তারা কেন তোম্বা মুখে মাথা নাড়ল!
    তবে গরম তেম্নি বিচ্ছিরি।
    তিলস্যার,আমি নিতান্ত সাধারণ মানুষ,পন্ডিত নই মোটেই।দেখছেন না,গুরুতে কোন ভারী বিষয় এসে পড়লেই চুপ করে যাই।
  • Bratin | ১৮ জুন ২০১১ ১০:৪১ | 117.194.99.60
  • প্রি পেডে এয়ার পোর্ট থেকে বেলুড় লাগে ২২৫-২৫০ মতো।
  • til | ১৮ জুন ২০১১ ১০:২৯ | 124.168.3.190
  • তবু রক্ষে; আমার তো হাতে literally হেরিকেনই ধরিয়ে দিয়েছিল।
  • Arpan | ১৮ জুন ২০১১ ১০:২৫ | 112.133.206.18
  • * মিটার
  • Arpan | ১৮ জুন ২০১১ ১০:২৫ | 112.133.206.18
  • কিসুই হয় নাই। টেম্পোরারি মোটার দিয়ে কাজ চালাচ্ছি। এক বন্ধু দেখছে ব্যপারটা। সেও চাকরি বাকরি সামলে যখন সময় পাবে নাক গলাবে। ঃ)
  • til | ১৮ জুন ২০১১ ১০:১৮ | 124.168.3.190
  • ভাই অর্পণ, শেশ অবধি কি হৈল?
  • til | ১৮ জুন ২০১১ ১০:১৭ | 124.168.3.190
  • কৈখালি (এয়ারপোর্টের পরের স্টপ) থেকে হাওড়া প্রিপেড বা এঅনিতেও ১৫০/১৬০ লাগে।
  • Arpan | ১৮ জুন ২০১১ ১০:১৬ | 112.133.206.18
  • হয়ে যাবে। ৬ই অগাস্ট তো দেরি আছে। দিন দশেক আগে একবার রিমাইন্ডার দিও।
  • Abhyu | ১৮ জুন ২০১১ ০৯:৩৪ | 97.81.84.95
  • এই সপ্তাহে আমার রাশিফল:
    অন্তভাগে পায়ের হাড় বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা, নৃত্যনাটকাদির অনুশীলনে শান্তির সন্ধান।
    একই সঙ্গে?
  • Bratin | ১৮ জুন ২০১১ ০৯:১৫ | 117.194.96.131
  • TKN র ২ পিস কবিতা প্রকাশিত হয়েছে এবারের দেশে। আমাকে মেসেজ করেছে। উৎসাহী ব্যাক্তি রা পড়ে নেবেন।
  • siki | ১৮ জুন ২০১১ ০৮:৩৫ | 117.194.1.177
  • পিপি, ভালো দেখে অ্যান্টিভাইরাস লাগা। আপাতত avira নামিয়ে নিয়ে চালা। ফ্রি-তে পুষ্টিকর।
  • siki | ১৮ জুন ২০১১ ০৮:৩৪ | 117.194.1.177
  • পটাশম্যাম কি দিল্লিতেই অপিস করেন? আমি তো কাল হুলিয়ে বিষ্টি দেখে এলাম। বিষ্টির কারণে পেলেনটাও একটু পরে উড়ল আকাশে। খুব ভালো বিষ্টি হয়েছে গুরগাঁও মহিপালপুর সাইডে। এমংকি সে¾ট্রাল দিল্লিতেও। এমংকি গাজিয়াবদেও।

    এয়ার ইন্ডিয়ার পেলেন ঢিকির ঢিকির কত্তে কত্তে কলকাতায় নামলো রাত পৌনে আট্টায়, মাত্র পঁয়তাল্লিশ মিনিট লেট। অ্যারপোটের ভেতরে ট্যাস্কি ইউনিয়ন একটা বোর্ডে আলতা দিয়ে লিখে দেছে Taxi will not for heavy rain। কিউবিকলের ভেতরটা বিলকুল খালি।

    বাইরে বেরোলাম। যেমন ক্যাওস সবসময়ে থেকে থাকে, ঠিক তেমনই। একজন গায়ে পড়ে জিজ্ঞেস করল, ট্যাস্কি নেবেন দাদা? আমি বল্লাম হ্যাঁ নেবো, বালী যাবো, কত নেবেন? সে ভাবল, নতুন মুর্গি, কী আপ্যায়ন, আসুন দাদা, এইদিকে প্রিপেইড বুথ, আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এদিকে আমি তো ঐ বাইরের প্রিপেডের গল্প জানি, জিগালাম, আগে বলুন, কত ন্যান বালী যেতে। লোকটা খুব বিনয়ী হয়ে বলল, জাস্ট পাঁচশো টাকা দেবেন।

    মুখ দিয়ে জাস্ট মাতৃভাষা বেরিয়ে পড়ছিল, বাবার লুঙ্গি ইত্যাদি, সামলে নিয়ে বললাম, পাঁচ টাকা দেবো, যাবেন? লোকটা অমনি তেরিয়া হয়ে বলল, হেঁটে যান না। আমিও ছাড়বো না, বললাম, তোমার কোলে চড়ে যাবো ভেবেছিলাম হে।

    পরক্ষণেই দেখি একটা খালি হলুদ ট্যাস্কি যাচ্ছে। সে দাবি করল চারশো টাকায় বালী যাবে। তো যাও, আমি কি আটকেছি নাকি?

    হাঁটতে শুরু করলাম। লাগেজ নাই, খালি হাত, মেন রোডে গেলেই বাস পাবো। একটু এগোতেই পেছনে আরেক ট্যাস্কির প্যাঁক প্যাঁক। যাবেন নাকি বালী? বলেই দেখলাম ভেতরে প্যাসেঞ্জার। ডেরইভার মুখ বাড়িয়ে বলল, হাওড়া যাচ্ছি, দুশো টাকা দেবেন। বার্গেনিং না কল্লে আমার ভালো লাগে না, বললাম, দেড়শো। ক্কী আশ্চর্য, ডেরাইভার রাজি হয়ে গেল, দেড়শো ট্যাহায় হাওড়া চলে এলাম শেয়ার ট্যাস্কিতে।

    ব্যান্ডেল স্টেশন থেকে অবশ্য হেঁটে হেঁটে বাড়ি আসতে হল, অনেকটা রাস্তা জলের নিচে, রিস্কাও নাই, অটোও নাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত