এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ২০ জুন ২০১১ ২২:১৭ | 122.162.75.163
  • ঃ)
  • aka | ২০ জুন ২০১১ ২২:১৬ | 168.26.215.13
  • আর আমি নিজে বুড়ো বয়সে কালেজে পড়াকালীন দেখেছি।
  • aka | ২০ জুন ২০১১ ২২:১২ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ দিব্যি পারে। গেল ডিসেম্বরে ব্যাংয়ের প্ররোচনায় ট্রাই মেরেছিলাম। সময়ে কুলাল না। ডিমাণ্ড এখনও বেশ বেশি। ভালো সিটের টিকিট পেতে গেলে দিন দশ পনেরো আগে কাটতে হয়।
  • m | ২০ জুন ২০১১ ২২:১০ | 117.194.44.29
  • কেউ কি জানো, মহাজাতি সদনে পিসি সরকারের ম্যাজিক আপিশের লোকজন ছাড়া এমনি লোক টিকিট কিনে দেখতে পারে কিনা।
  • nk | ২০ জুন ২০১১ ২২:১০ | 151.141.84.194
  • আরে সিনেমাটা কী? পিছিয়ে পড়ে দেখলাম না তো সিনেমার নাম!!!! সবাই কি টেলিপ্যাথি প্র্যাক্টিস করে করে খেলছে নাকি???? ঃ-?
  • nk | ২০ জুন ২০১১ ২২:০৮ | 151.141.84.194
  • হেমন্তের এই গানে বসন্ত জেগে ওঠে। ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৫৭ | 117.194.101.168
  • হেমন্ত ঃ-))
  • aka | ২০ জুন ২০১১ ২১:৫৬ | 168.26.215.13
  • খাইছে এটা আবার কার গান?
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৫৫ | 117.194.101.168
  • এই মরেছে!!! আকা কি গান ও শোনাবে নাকি? হয়তো গাইবেঃ

    ' আমি গান শোনাবো একটি আশা নিয়ে এ গান যেন তোমার ভালো লাগে'।

    তখন না ভালো বলেও উপায় নেই ঃ-((
  • aka | ২০ জুন ২০১১ ২১:৫০ | 168.26.215.13
  • ভারঅতবঅর্ষ সূর্য্যেএর এক নাআআম

    মধ্যের এক্সট্রা অ আ গুলো সুরের জন্য দেওয়া।
  • Arpan | ২০ জুন ২০১১ ২১:৪৯ | 112.133.206.18
  • ওয়ার্ল্ড মুভিজ চ্যানেলেই এখন দেখাচ্ছে। ঃ)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৪৯ | 117.194.101.168
  • সব আছে।

    চতুর্থ অধ্যায়ঃ গর্ভাবস্থায় অনুষ্ঠেয় লোকাচার

    পঞ্চম অধ্যায়ঃ জন্ম সংস্কার

    ষষ্ঠ অধ্যায়ঃ শিশুর বাল্য সংস্কার

    সপ্তম অধ্যায়ঃ বিবাহে লোকাচার

    অষ্টম অধ্যায়ঃ বাঙালী রমনী দের ব্রতানুষ্ঠান

    নবম অধ্যায়ঃ জীবন-কেন্দ্রিক কয়েক্টি অনুষ্ঠানে লোকাচার

    দশম অধ্যায়ঃ অন্তিম সংস্কার।
  • q | ২০ জুন ২০১১ ২১:৪৮ | 59.164.189.41
  • আমিও দেখিচি। এই ওয়ার্ল্ড মুভিজ চ্যানেল প্রায় প্রতি হপ্তায় দেখায়। ওদের সিনেমার স্টক বেশ কম।
  • q | ২০ জুন ২০১১ ২১:৪৭ | 59.164.189.41
  • বোতিন্দা, ভালো।

    কাছাকাছির মধ্যে কোলকাতা যাবার চান্স নেই।
  • Tim | ২০ জুন ২০১১ ২১:৪৫ | 198.82.22.80
  • বোতিন্দা অখন্ড আইটি সাম্রাজ্যের কথা ভেবে বলেছে। ;-)
  • Tim | ২০ জুন ২০১১ ২১:৪৪ | 198.82.22.80
  • এইটা ভালো সিনিমা। আমি দেখিচি।
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৪২ | 117.194.101.168
  • ইয়ে সে টি কি শেষ হয়েছে? ঃ-))

    ও ই যে কনগ্রা র উত্তরে আমাকে বকে দিলে ঃ-(
  • nk | ২০ জুন ২০১১ ২১:৪১ | 151.141.84.194
  • ব্রতীন, কাঁদতে হবে না। ভারতবর্ষ বলতে চাইলে তাই বোলো। আমরা ভেবে নেবো অখন্ড ভারতের স্বপ্নের এক যাদুকর তুমি (যদিও ব্যাপারটা খুব কঠিন আর বর্তমানের নিরিখে প্রায় অসম্ভব, তবে চিরকাল তো সমান যায় না)। ঃ-)
  • m | ২০ জুন ২০১১ ২১:৪১ | 117.194.44.29
  • ক্যান ব্রতীন
  • nk | ২০ জুন ২০১১ ২১:৩৯ | 151.141.84.194
  • এই লোকাচার গুলোর মধ্যে কি ব্রতকথা ও আছে? নাকি এমনি পালাপার্বণ ও পূজা আচ্চা?
  • Arpan | ২০ জুন ২০১১ ২১:৩৮ | 112.133.206.18
  • আমিও একটা কটিন বই শুরু করেছি কাল থেকে। ১৯৮৪।
  • nk | ২০ জুন ২০১১ ২১:৩৭ | 151.141.84.194
  • নিশিকান্ত মোটেই ভালো মেয়ে না। সে ভালো যদি বলো তো ছিলো চন্দ্রকান্তা। ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৩৬ | 117.194.101.168
  • হ্যাঁ ইন্টারেস্টিং। সবে তৃতীয় অধ্যারে। 'লোকাচারের উপকরণ এবং অনুষঙ্গ'।

    ইয়ে, মিঠু কি আজ রেগে আছে?
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৩৩ | 117.194.101.168
  • আচ্ছা। তুমি ভালো মেয়ে মিথ্যে কি আর বলবে। এখন থেকে ভারত ই বলবো নাহয় ঃ-((
  • m | ২০ জুন ২০১১ ২১:৩৩ | 117.194.44.29
  • আকা,সাবটাইটেল আছে, এটা আমরা আগেও দেখেছি। তবে টিভির ভলিউম বেশ বেশি,জার্মান শিখছিঃ)
    দীপু,নাম The lives of others
  • nk | ২০ জুন ২০১১ ২১:৩২ | 151.141.84.194
  • ব্রতীন, বই টা কি ইন্টারেস্টিং? লোকাচারের বইটা?
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:৩১ | 117.194.101.168
  • সিকি, কত জানে । কিন্তু একটুও গর্ব নেই। দেখেও তো আজকাল কার ছেলে পুলে রা শিখতে পারে!!
    ঃ-))
  • nk | ২০ জুন ২০১১ ২১:৩১ | 151.141.84.194
  • সেই জননী ভারতবর্ষ তো পুরো বর্ষই, সুনীল জলধি হইতে গোটা উপমহাদেশই উঠলো তো! ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:২৯ | 117.194.101.168
  • বলতে বলতে দ্বিতীয় উইকেটের পতন!!
  • nk | ২০ জুন ২০১১ ২১:২৯ | 151.141.84.194
  • আলেকজান্ডারের বিশ্বজয়ের মতন প্ল্যান। দাঁড়াও না কালক্রমে কিরিবাতি, টিয়েরা ডেল ফিউগো, জিবুতি, পাপুয়া নিউগিনির সিনেমাও দেখবো। ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:২৯ | 117.194.101.168
  • তাই? আমি ভেবেছি বর্ষ মানে দেশ। কিন্তু তাহলে ও ই গান টা?

    ' যে দিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ'
  • Sibu | ২০ জুন ২০১১ ২১:২৮ | 193.247.250.45
  • @siki

    তার মানে হতভাগারা ক্যাশ কুকি ইউজ করছে। এইটা মাথায় আসে নাই। আমি ভাবছিলাম রেগুলার পারসিসটেন্ট কুকি দিয়ে এই মালটা কি করে করছে ঃ((।
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:২৭ | 117.194.101.168
  • বাব্বা!! হেব্বি প্ল্যানিং তো!! ঃ-))

    দীপু , কেমন আছো? এর মধ্যে কলকাতায় আসছো নাকি?
  • nk | ২০ জুন ২০১১ ২১:২৬ | 151.141.84.194
  • ব্রতীন, "বর্ষ" মানে উপমহাদেশ। ভারতবর্ষ বললে টেকনিকালি পুরো উপমহাদেশ বোঝায়, নেপাল ভুটান পাকিস্তান বাংলাদেশ শ্রীলংকা বার্মা আর কিছু বাদ পড়ে থাকলে তাও, সব নিয়ে।
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:২৫ | 117.194.101.168
  • না । বইমেলায় কিনলাম। ইন্টারেস্টিং হতে পারে ভেবে।
  • q | ২০ জুন ২০১১ ২১:২৫ | 59.164.189.41
  • উইকি বলছে তৃছাপু-র রাজ্য সভাপতি হুল ফোটায়।

    http://en.wikipedia.org/wiki/Shankudeb_Panda
  • nk | ২০ জুন ২০১১ ২১:২৪ | 151.141.84.194
  • আসলে হয়েছে কি জার্মান সিনেমা দেখে গলাটা শুকনো শুকনো হয়ে যাবে তো, তখন চিনিজলের মতন চীনা সিনেমা(অনেক ছবি আঁকাজোকা বড়ো বড়ো পর্দা ঢাক্‌না দেয়ালে ভালো ভালো ঝোলানো ফাইবার আর্ট, খুব ভালো ভালো সব খাবার) দেখে গলাটা ভিজিয়ে নেওয়া। তারপরে জাপানি, সুশি। ঃ-)
  • nk | ২০ জুন ২০১১ ২১:২১ | 151.141.84.194
  • ব্রতীন, বইটা কি সফটানো আছে? উপরে তোলা আছে? পিডিএফে পাওয়া যায়?
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:২০ | 117.194.101.168
  • কেন কেন? অর্ডার টা ও ই রকম কেন? ঃ-))
  • q | ২০ জুন ২০১১ ২১:২০ | 59.164.189.41
  • বোতিন্দা কনসিস্টেন্টলি "ভারতবর্ষ' বলে, খেয়াল করেছি।
  • nk | ২০ জুন ২০১১ ২১:২০ | 151.141.84.194
  • আম্মো দেখবো জার্মান সিনেমাটা। তারপরে একটা চীনা সিনেমা, তারপরে জাপানি সিনেমা। ঃ-)
  • Bratin | ২০ জুন ২০১১ ২১:১৭ | 117.194.101.168
  • অ। তাই বলো ঃ-))

    আর আমি একট কঠিন বই পড়ছি। 'বাঙালী জীবনে লোকাচার'।

    এদিকে ভারতবর্ষ ২৫/১, ৯.২ ওভারে।
  • aka | ২০ জুন ২০১১ ২১:১৬ | 168.26.215.13
  • সকাল থেকে সেদ্ধ হচ্ছি, এসি উইকেন্ডে বন্ধ করে দিয়েছিল যদিও অফিসিয়াল ভার্সন হল খারাপ হয়েছিল, বিশ্বাস করি না।
  • q | ২০ জুন ২০১১ ২১:১৬ | 59.164.189.41
  • কী সিনেমা?
  • siki | ২০ জুন ২০১১ ২১:১৬ | 122.162.75.163
  • শিবুদা,

    গল্পটা এই রকমঃ

    আপনি প্রথম যখন লিংটা খুলছেন, দেখুন urlএর শেষে লেখা আছে lang=en। মানে, পেজটা এমনিতে আপনি যেখানে আছেন সেখানকার locale ধরে লোড হবার কথা, সেটাকে ফোর্সফুলি ইংলিশে লোড করা হচ্ছে।

    যেমন জার্মানিতে বসে গুগুল খুললে, গুগলের জার্মান পাতা খোলে, ইউকে তে বসে খুললে গুগুল ডট কো ডট ইউকে খোলে, জাপানে বসে খুললে জাপানি গুগুল খোলে, ইত্যাদি।

    আপনার এই পেজে lang=en করার ফলে এটা টেম্পোরারিলি আপনার পেজ ল্যাঙ্গোয়েজ ইংরেজিতে সেট করে দেয়, সেটা আপনার ক্যাশেতে স্টোর হয়ে থাকে কিছুক্ষণের জন্য। বাকি কোনও পাতায় কিন্তু এই lang=en পাবেন না, ফলে খানিক পরে যখন ঐ ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সটা cache থেকে হাওয়া হয়ে যায় কালের নিয়মে, আপনার পেজ নিজস্ব প্রোগ্রামিং অনুযায়ী লোকেল তুলে জার্মানিতে দেখাচ্ছে পরের পেজ।

    খানিকক্ষণ আইড্‌ল ছেড়ে দিলে ওটা cache থেকে উড়ে যায়। একটানা ব্রাউজ করে গেলে প্রেফারেন্সটা থেকে যায়।

    এই যেমন গুরুতে আপনি ইউনিকোডে ব্রাউজ করছেন। খানিক আইডল ছেড়ে রাখার পরে যদি আবার ব্রাউজ করেন, দেখবেন ওটা বাংলাপ্লেনে চলে গেছে, মানে cache থেকে ইউনিকোডের সেট করা অপশনটা উড়ে গেছে। তখন আবার ওপর থেকে ইউনিকোড সিলেক্ট করতে হবে।
  • aka | ২০ জুন ২০১১ ২১:১৫ | 168.26.215.13
  • ইংরিজি সাবটাইটেল আছে তো?
  • m | ২০ জুন ২০১১ ২১:১৪ | 117.194.44.29
  • আমি একটা কঠিন কুটিল গ্লাসনস্ত পূর্ববর্তী জার্মান সিনেমা দেখছিঃ)
  • stoic | ২০ জুন ২০১১ ২১:০৬ | 160.103.2.224
  • আমি লিংকে গেলে ইংলিশ পাচ্ছি তো। ওপরে বাঁ দিকে দুটো অপশন দেখাচ্ছে, জার্মান (de) আর ইংলিশ (en)।
  • nk | ২০ জুন ২০১১ ২০:১৯ | 151.141.84.191
  • এর পরে জাপানি আসবে। ঃ-)
  • aka | ২০ জুন ২০১১ ১৯:২৫ | 168.26.215.13
  • আমি তো দু একটা লিংয়ে জার্মানি ছাড়া কিছুই দেখতে পেলাম না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত