সাদা পাসপোর্ট কি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ঈস্স্স্ ঐ জিনিষটা একবার পাওয়ার ইচ্ছে ছিল।
siki | ১৭ জুন ২০১১ ০৯:১৩ | 123.242.248.130
বউয়ের সাথে লুডো খেলার আবার একটা অন্যরকম গভীর তাৎপর্য আছে।
বুলাদি জানে ঃ-))
siki | ১৭ জুন ২০১১ ০৯:১২ | 123.242.248.130
অ শিবুদা, দিদির থেকে অনেক বড় ঠেক আমাদের আছে দিল্লিতে ঃ-) চাইলে সাদা পাসপোর্টে বউকে বিদেশ পাঠিয়ে দিতে পারি, নিজে সাথে ডার্ক বুলু পাসপোর্টে ল্যাজ ধত্তি পারি। সবই কানেকশনের ব্যাপার, নেহাৎ এক্ষুনি যাবার ইচ্ছে নেই, তাই যাই নি।
(দেখলে? দিল্লির দিখাবা কালচারটা ক্যামন রপ্ত করিচি? শুধু রাজমাটাই এ জন্মে খেয়ে উঠতে পাল্লাম না)
Sibu | ১৭ জুন ২০১১ ০৯:১০ | 193.247.250.15
সেই জন্যেই তো সাপ-লুডু, নয় গাধা পেটাপেটি খেলতে বললাম। ব্রীজের পার্টনার নেই তো নেই।
Bratin | ১৭ জুন ২০১১ ০৯:০৮ | 117.194.96.103
দুঃখের কথা কি আর বলবো শিবু দা, এখন ব্রিজ খেলার চার জন লোক পেতে প্ল্যানিং করতে হয়। অথচ এক সময়... । ভাবলে চোকে জল আসে মাঝে মাঝে ঃ-((
Sibu | ১৭ জুন ২০১১ ০৯:০৪ | 193.247.250.15
আপিস কাটিয়ে দে। তোদের বয়েসে এরকম হলে আমরা ঘারে বসে বৌয়ের সাথে সাপ-লুডু কি গাধা পেটাপিটি খেলতাম।
Bratin | ১৭ জুন ২০১১ ০৯:০২ | 117.194.96.103
তাই বলো!! ঃ-))
বুঝলে শিবু দা, আজকে এখনে হুলিয়ে কুকুর,বেড়াল বৃষ্টি হচ্ছে। খিচুড়ির জন্যে আদর্শ দিন। জমিয়ে তাস খেলা মাঝে মাঝে গরম পেঁয়াজি আর চা। জমে যাবে। কিন্তু 'যে দিন গেছে , তা একেবরে গেছে'। এক্ষুনি স্নান করে আপিস যেতে হবে। ভেউ ভেউ ঃ-((
Sibu | ১৭ জুন ২০১১ ০৮:৫৭ | 193.247.250.15
ঃ)
আমার সাধ্য কি বোতীন আমি তাকে টেনে আনি। তিনি নিজেই সর্বভূতে বিরাজমানা।
Bratin | ১৭ জুন ২০১১ ০৮:৫১ | 117.194.96.103
শিবু দা, কথায় কথায় দিদি কে টেনে আনা কেন? নাহয় তিনি বুদ্ধ দেবের থেকে অনেক ভালো,তবে তিনি তো ভগবান নন।
Sibu | ১৭ জুন ২০১১ ০৮:৪৪ | 193.247.250.15
সিকি, দিদির কাছে শসড়া প্রস্তাব পাঠাও। তেনার কৃপায় দাড়ি গজায়, ভাল্লুকে খায় শাকালু। একটা ইউরোপ ট্যুর আর এমন কি?
siki | ১৭ জুন ২০১১ ০৮:২৪ | 123.242.248.130
আমার কবে অ্যামন ব্যথা হবে? কে আমায় ইউরোপ ট্যুর করাবে?
আজ জেনিভা চলে যাব, সোমবার থেকে শুক্রবার নেকস্ট উইক জুরিখ থাকব। আড্ডা দিতে এক পায়ে খাড়া। siburay জিমেলে এক লাইন ড্রপ করে দাও প্লীজ।
Ishan | ১৭ জুন ২০১১ ০০:৩৭ | 117.194.41.238
পিপির জুরিখে ব্যথা আছে? ;)
pipi | ১৭ জুন ২০১১ ০০:১১ | 66.205.171.184
ভেউ। বড় ব্যথা। জ্যুরিখ। ভেউঃ-(
Fevi | ১৭ জুন ২০১১ ০০:০৩ | 82.130.98.70
জুরিখ এর জায়গাপত্র নিয়ে কথা হচ্ছে। আমি আছি তো। ঠেক হবে নাকি ?
siki | ১৬ জুন ২০১১ ২৩:৩০ | 122.162.75.163
অচিন্ত্যরূপ,
ইস্নিপ্সে আপলোড করে গুরুতে লিং দিয়ে দ্যাও।
Bratin | ১৬ জুন ২০১১ ২৩:২৬ | 117.194.101.73
হ্যাঁ, ব্যাঙ বাবাজী আবার ফুল ফর্মে।ঃ-)) অনেকক্ষন কথা হল।
achintyarup | ১৬ জুন ২০১১ ২৩:১৮ | 121.241.214.38
pdf কিভাবে আপলোড করে তার লিং গুরুতে দেওয়া যাবে?
nk | ১৬ জুন ২০১১ ২২:৩৪ | 151.141.84.114
আরে বাঃ ব্যাঙ, ভালো খবর। বর্ষা আসছে, এসময় ব্যাঙের কি কষ্টে থাকা চলে? এ যে তার নৃত্যগীতের কাল। ঃ-)
nk | ১৬ জুন ২০১১ ২২:৩২ | 151.141.84.114
প্রশ্ন যা থাকে করে ফ্যালো কাজুবাদাম। তবে নিশিকান্তকে। ঃ-)
Sibu | ১৬ জুন ২০১১ ২২:১৭ | 193.247.250.15
আচ্ছা, এই যে বাজার থেকেই পুরো জমি কিনতে হবে শিল্প সংস্থাকে, এটার ফল কি হতে পারে মনে হয়? জমি মাফিয়া তৈরী হবার একটা সম্ভাবনা থাকছে কি?
Sibu | ১৬ জুন ২০১১ ২১:৪১ | 193.247.250.15
হ্যাঁ, বিয়ারহলে মাতালদের আমি আমার জানালা থেকে দেখতে পাই ঃ))।
স্টোইককে মেল ভেজেছি।
siki | ১৬ জুন ২০১১ ২১:৪০ | 122.162.75.163
শালা, দিল্লির এই লোকদেখানো কালচারটা এত জঘন্য লাগে! সেরেফ দিখাওয়া। দিল্লির আকাশের মেঘও কোনও অংশে কম নয়।
কাল লেবার দিয়ে জেগে রইলাম, চাঁদটা জাস্ট খেতে শুরু করল, একরাশ মেঘ এসে সেই যে ঢেকে দিল চাঁদ, সাথে সে কী শন্শন্ হাওয়া, বড় বড় ফোঁটা চড়বড় করে, সব্বাই ছাদ থেকে ভেগে এলাম, আর সাথে সাথে বিষ্টি থেমে গেল। মেঘ জমে রইল আকাশে। একবার নতলায় নেমে টিভি দেখছি, একবার পনেরোতলায় উঠে আকাশ দেখছি। শেষমেশ সোয়া একটা নাগাদ ঘুমিয়ে পড়তে হল। আকাশে লোকদেখানি মেঘ জমেই রইল। এক ফোঁটা বিষ্টি হল না আর, যেমনকার তেমনি ভ্যাপসা গুমোট, একটানা।
byaang | ১৬ জুন ২০১১ ২১:৩৬ | 122.167.214.162
হ্যাঁ নিশিকান্ত, কাঁধের ব্যথা আগের থেকে কম।
Kaju | ১৬ জুন ২০১১ ২১:১৭ | 59.93.205.136
আচ্ছা, খেয়ে এসে লিখো না হয়। বৃষ্টি ততক্ষণে থামার কোনো চান্স নাই। আচ্ছা একটা প্রোশ্চেন ছিল ট্যানিনীদির কাছে। করি?
nk | ১৬ জুন ২০১১ ২১:১৬ | 151.141.84.194
কাজুবাদাম রে, আমি এখন খাইতে চল্লাম। ঃ-)
Kaju | ১৬ জুন ২০১১ ২১:১৫ | 59.93.205.136
ট্যানিনীদি, তুমি-ই লেখো না এক খান।
এখন এলাম কুমুদি নিশ্চয়ই বকু বকু করবে না। করলেই কিছু করর নেই। ঃ-)
nk | ১৬ জুন ২০১১ ২০:৫৭ | 151.141.84.194
গুরুতে এত কবি, কিন্তু আজকে এমন কালিদাসি দিনেও কেন কেউ কবিতা টইয়ে টাপুরটুপ্পুর বৃষ্টির কবিতা লেখে না????
nk | ১৬ জুন ২০১১ ২০:৫৫ | 151.141.84.194
ব্যাং, এখন ঘাড়ের অবস্থা কি ভালোর দিকে?
byaang | ১৬ জুন ২০১১ ২০:৫৪ | 122.167.214.162
ব্রতীন, আজ আমি বাড়িতেই ফোনটা ভুলে ফেলে চলে গেছিলাম। এখন একটু আগে বাড়ি ফিরে দেখি তোর মিসড কল আর এসেমেস। তোকে এখন ফোন করছি, কিন্তু এখন তোরটা সুইচড অফ বলছে।
কুমু, সিএমের সঙ্গে মোলাকাত এখনো হয় নি। পরের হপ্তায় হওয়ার কথা।
nk | ১৬ জুন ২০১১ ২০:৫৪ | 151.141.84.194
রেইন ফেলে দাও বিয়ের হালে। ঃ-)
stoic | ১৬ জুন ২০১১ ২০:৫৪ | 160.103.2.224
হ্যাঁ, কেবল্ কার (Polybahn) ধরে নিচে নেমেই বাঁ দিকে নিডারডর্ফ। ঃ-) Rheinfelder Bierhalle তে একা যাবেন না। কাউকে সঙ্গে নিয়ে যাবেন। মাঝে মধ্যে লোকাল মদ্যপ রা আসে। ঃ-)
nk | ১৬ জুন ২০১১ ২০:৫৩ | 151.141.84.194
রেইনফেল্ডার বিয়েরহাল্লে ও ভালো। ঃ-)
Sibu | ১৬ জুন ২০১১ ২০:৫৩ | 74.125.57.33
সিওর। এপাড়ায় মাঝে মাঝে আসা হবে এখন।
ইন ফ্যাক্ট, অন্য জায়গাটাও আমার হোটেল থেকে খুব দুরে না।
এই উইকেন্ডে চান্স নেই। ফ্রেঞ্চ আল্পসে একটা ট্রেকে যাচ্ছি। পরেরবার আসলে একটু আগাম নোটিশ দেবেন। dipban অ্যাট জিমেইল।
Sibu | ১৬ জুন ২০১১ ২০:৪৯ | 74.125.57.33
Rheinfelder Bierhalle তো দেখছি আমার হোটেলের থেকে দু মিনিট।
Chillon-তে আশ্বে নাকি?
stoic | ১৬ জুন ২০১১ ২০:৪৮ | 160.103.2.224
ওয়েলকাম। রেস্তোরাঁর নামগুলো নোট করে নিন। আপনার হোস্ট বা কলীগদের বলবেন নিয়ে যেতে। Zeughauskeller রেস্তোরাঁ টা প্যারাডেপ্লাৎসে (Paradeplatz)। মেন স্টেশনের সামনের রাস্তা Bahnhofstrasse দিয়ে সিধে লেকের দিকে হাঁটলে মিনিট দশেক।
Sibu | ১৬ জুন ২০১১ ২০:৪৬ | 74.125.57.33
রবিবার Château de Chillon যাব। বন্ধুটি থাকবে না। ফাঁকা থাকলে, আর না দেখে থাকলে আসবে নাকি?
Sibu | ১৬ জুন ২০১১ ২০:৪৩ | 74.125.57.33
থ্যাঙ্কু স্টৈক।
মনে হচ্ছে তোমার সাজেশন দুটো সোমবারই ট্রাই করব ঃ))))।
stoic | ১৬ জুন ২০১১ ২০:৩৫ | 160.103.2.224
বাকিদের বোর করার জন্য দুঃখিত।
stoic | ১৬ জুন ২০১১ ২০:৩৩ | 160.103.2.224
আমার এখান থেকে জেনিভা দেড়-দু ঘন্টা।
জুরিখে, ডিনারে যদি পারেন অবশ্যই একবার ৎসয়েগহাউসকেলার Zeughauskeller এ যাবেন। এটি একটি ১৪০০ সালের অস্ত্রাগার কনভার্টেড টু রেস্তোরাঁ। এদের স্পেশালিটি হল সসেজ। আমি যখন জুরিখে থাকতাম তখন অন্তত ৭৫ রকমের সসেজ ছিল মেনুতে। সব কটা হোম-মেড hausgemacht। অ্যাম্বিয়েন্স দারুন। খাইয়ে লোক হলে একটা সসেজ বাই মিটার পাওয়া যায়, ওটা নিতে পারেন। সঙ্গে বিয়ার নিন। বিয়ার এন্থ্যুসিয়াস্ট হলে ওদের মেনু তে অ্যাভেন্তিনুস Aventinus ট্রাই করতে পারেন। গেলে অবশ্যই সকালে ফোন করে টেবিল রিজার্ভ করবেন (ইংরাজি বোঝে, আর আপনি জার্মান জানলে তো কথাই নেই)। নয়ত জায়গা পাওয়া যায় ন।
নিডারডর্ফে Niederdorf একবার হাঁটবেন, এ মুড়ো থেকে ও মুড়ো। তেষ্টা পেলে প্রতি পদেই বার বা পাব আছে। বিখ্যাত বিয়ারহালে bierhalle হল রাইনফেল্ডার বিয়ারহালে Rheinfelder Bierhalle। ওখানে র্যোস্তি আর কাল্বগেশ্নেৎজেল Rosti mit Kalbgeschnetzel khaaben. বুক করার দরকার নেই। এই খাবার টা জুরিখের স্পেশ্যাল। হাল্কা করে ভাজা আলুর টিক্কা, সঙ্গে মাশরুম আর ক্রিম দেওয়া সসে বাছুরের মাংসের ছোট ছোট টুকরো। নিডারডর্ফে ব্রিটিশ পাবে যেতে ইচ্ছে করলে অলিভার টুইস্ট ভাল পাব। সবথেকে ভাল হত যদি Zeughauskeller রেস্তোরাঁর পথেই জেমস জয়েস পাবে যেতে পারতেন। অসাধারণ পাব ছিল। যদ্দুর শুনেছি এখন ঊঠে গেছে। নিডারদর্ফে হাঁটার পথে বাঁ দিকে ছোট্ট গলি spiegelgasse তে ঢুকবেন। ১৪ নং বাড়িটা দেখবেন। ওখানে লেনিন থাকতেন। আর ETH এর সে¾ট্রাল ক্যাম্পাস যেখানে, সেই Sonnegstrasse তে জেমস জয়েসের বাড়িটাও দেখে আসবেন।
chintito aami | ১৬ জুন ২০১১ ২০:২১ | 122.179.106.3
মাঝে সাঝে একদিন আজিনামটো খেলে কিছু হবেনা । আজিনামটো দেয় বলে কখনো চাইনিজ রেঁস্তোরা তে যাবোনা,এমন হলে তো মহা মুশকিল ।সব কিছুই বেশি খেলে বিপদ।
chintito aami | ১৬ জুন ২০১১ ২০:১৬ | 122.179.106.3
হুঁ ওটা গামছা
Sibu | ১৬ জুন ২০১১ ২০:১৩ | 74.125.57.33
তোমার পাড়া থেকে তো জেনিভা বেশ কাছে।
Sibu | ১৬ জুন ২০১১ ২০:১১ | 74.125.57.33
হ্যা১ন, ফিরব। চটপট সাজেশন দাও।
stoic | ১৬ জুন ২০১১ ১৯:৫৯ | 160.103.2.224
শিবুদা কি জেনিভা থেকে আবার জুরিখে ফিরবেন? তাহলে কয়েকটা সাজেশান দিতাম, খানা-পিনা সংক্রান্ত বিষয়ে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন