আকাকে যীশুর মতন দেখতে? রিমি তাই আকাকে বে করেছে????
m | ১৪ জুন ২০১১ ২১:৪১ | 117.194.38.6
যিশুপাগলদের জানাই,ওকে দেখতে ভালো কিনা জানিনা,তবে যখন বাইক উড়িয়ে ব্যাকপ্যাক চাপিয়ে হুউশ করে এসে থামে(যা কিনা আমি মাঝেমাঝেই দেখি)-দেখে আমার এক বাংলাদেশি বন্ধু বলেছে,আরেকটু মাংস হলে ভালো লাগতোঃ))
Nina | ১৪ জুন ২০১১ ২১:৩৯ | 12.149.39.84
এই, এটাই ভয় করছিলুম! ব্যাং ঠিক না ঘুমিয়ে ভাটাবে--আর এটাই দেখতে এলুম--ঠিক তাই !! ব্যাং মাথাটাকে ঐ ঘাড় বহন করে --ঘাড়টাকে রেস্ট দে--বাংলা রেস্ট ( বতীন বেশ বলেছে ঃ) )
byaang | ১৪ জুন ২০১১ ২১:৩৯ | 122.167.123.37
আকা, যীশু বেশ ভালো ক্রিকেট খেলত, গোপাল বোসের ছাত্তর ছিল আর বাংলা ব্যান্ডে ড্রাম বাজাত।
aka | ১৪ জুন ২০১১ ২১:৩৮ | 168.26.215.13
১। লেবু মানে সরবতী, কমলা ইত্যাদি।
২। বোঝো!!! (ট্যাগ বিগেম)
M | ১৪ জুন ২০১১ ২১:৩৭ | 59.93.197.60
আমারো, ক্লাস ফোরের পর আর জ্বর হতোনা। এদিকে আমার সেপটিক টনসিল ছিলো।
ক্লাস ইলেভেনে কিছু পড়াশুনা করিনি, ক্ষী চাপ। পুরো ভিজে পড়তে গেলাম। স্যর বললেন জ্বর আসবে, বাড়ী চলে যাও। কিন্তু তবু পড়বোই।গায়ে জল শুকালাম,তাও জ্বর ও এলোনা, আর গার্জেন কল ও হলো।ঃ(
hu | ১৪ জুন ২০১১ ২১:৩৭ | 12.34.246.72
বাহ! ব্যাঙদি এসে গেছে! গুড!
Bratin | ১৪ জুন ২০১১ ২১:৩৫ | 117.194.97.50
M, পুরো হাই লেভেলে খেললো এটা ঃ-))
Bratin | ১৪ জুন ২০১১ ২১:৩৪ | 117.194.97.50
ইয়ে, চাপ দিলে একটু কমবে? ঃ-))
Arpan | ১৪ জুন ২০১১ ২১:৩৩ | 122.252.231.10
ইটিভির রিয়ালিটি শো-টার অ্যাড দেখে মেয়ে দেখি গাইছে "চ্যালেঞ্জ নিবি না থালা'।
কাল একটা নতুন শব্দ শিখে খালি আউড়াচ্ছে। দারকাদিস। অনেক ছানভিনের পরে বোঝা গেল সেটা হল দ্বারকাধীশ। কার্টসি কৃষ্ণা বলরাম।
ঃ(
byaang | ১৪ জুন ২০১১ ২১:৩৩ | 122.167.123.37
হুঁ বম্মা, তাইই করছি। নীনাদিও ফোন করে একটা দারুণ টোটকা বললো।
ইকিরে! রিমি সেদিন আকার সাথে যীশুর মিল খুঁজে পেলো আর আমি তাই দেখে আকার ছবিটা খুঁটিয়ে দেখে এলুম ।:P
আর মেয়েরা এবং মহিলারা অমন সিদেসাধা ভ্যাবলাকান্ত মুখ পছন্দ করে। এনি প্রবলেম? অ্যাঁ?
byaang | ১৪ জুন ২০১১ ২১:৩৩ | 122.167.123.37
লেবু মানে পাতিলেবু?
Bratin | ১৪ জুন ২০১১ ২১:৩২ | 117.194.97.50
ব্যাঙ তুই কি লক্ষী ছিলি? শিগ্গির বল!! ঃ-))
aka | ১৪ জুন ২০১১ ২১:৩১ | 168.26.215.13
আমার বউ কষে লেবু খাওয়ায়। সত্যি বলতে কি আগে তুড়ি মেরে উড়িয়ে দিলেও এখন দেখছি কাজে লাগে।
M | ১৪ জুন ২০১১ ২১:৩০ | 59.93.197.60
ব্যাঙ বোধায় জানোই, তবু..... একটা ফ্ল্যাস্কে গরম জল রেখে দাও। আর জল খেতে চাইলে ঐ উষ্ণ জল দাও। গলায় আরাম হয়ে যাবে।এই সময় এই ইনফেকশনটা খুব কমন। আমারটি সবে উঠলেন।
aka | ১৪ জুন ২০১১ ২১:৩০ | 168.26.215.13
লক্ষ্মী মেয়েদের জ্বর হয় না। ভাইরাস, ব্যাকটেরিয়াদের সাথে মোলাকাতই হয় না। ছেলেবেলায় জ্বর টর হল ম্যানলি ব্যপার স্যপার।
Bratin | ১৪ জুন ২০১১ ২১:২৭ | 117.194.97.50
নারে আকা ঠিক বলেছে। আকার মতোন বয়েসে আমার ও ঘন ঘন জ্বর হত। আর স্কুল মায়া করে দিয়ে গল্পের বই পড়তাম। এখান আর ও ই সব দিন পাওয়া যাবে ? বল ঃ-((
aka | ১৪ জুন ২০১১ ২১:২৬ | 168.26.215.13
আরে একে তো চিনি, আবহমানে ছিল। একে দেখে মেয়েরা পাগল, বোঝো!
byaang | ১৪ জুন ২০১১ ২১:২৫ | 122.167.123.37
ডাক্তারের কথামতন বিশ্রামই নিচ্ছিলাম। বেসিক্যালি ওষুধ খেয়ে নেশা করে পড়ে থাকা। কিন্তু আজ যখন ছেলের জন্য বিশ্রামে ব্যাঘাত ঘটলো ই, তখন আর গুরুই বা বাদ থাকে কেন?
byaang | ১৪ জুন ২০১১ ২১:২৪ | 122.167.123.37
আমারও জ্বর হয়ই না। না ছোটবেলায়, না এই বুড়োবেলায়। কি দুঃখ! অবিশ্যি মা পাশে না থাকলে জ্বর হয়েই বা কী লাভ!!
Arpan | ১৪ জুন ২০১১ ২১:২২ | 122.252.231.10
যাক ব্যাং এসে গেছে। আবার নিশ্চয় ডাক্তারের পরামর্শ শুনছে না।
byaang | ১৪ জুন ২০১১ ২১:২২ | 122.167.123.37
যীশু সেনগুপ্ত দিয়ে গুগল ইমেজেসে সার্চ দে।
Bratin | ১৪ জুন ২০১১ ২১:২২ | 117.194.97.50
ও মেয়ে টা যীশু যীশু করে গেল!! ঃ-))
সিকি, দারুন গল্প। আলাদা লেভেল তো!! ঃ-))
aka | ১৪ জুন ২০১১ ২১:২২ | 168.26.215.13
ছেলে সেরে যাবে, ঐ বয়সে আমার মাসে তিনবার জ্বর হত। নতুন নতুন ভাইরাস, ব্যাকটেরিয়ায় এক্সপোজড হতে হতে আজ মহেন্দ্র দত্ত। কদ্দিন যে জ্বর হয় না।
byaang | ১৪ জুন ২০১১ ২১:২১ | 122.167.123.37
ছ্যা ছ্যা যীশুকে চেনে না। এম্মা! বললুম না, সোমবার থেকে অপরাজিত শুরু হয়েছে স্টার জলসায়।
aka | ১৪ জুন ২০১১ ২১:২০ | 168.26.215.13
বাই দা ওয়ে হু ইজ দিজ যীশু গাই?
byaang | ১৪ জুন ২০১১ ২১:২০ | 122.167.123.37
হ্যাঁ রে আকা, বেঁচেই আছি। তবে ছেলেটা বিচ্ছিরি রকম থ্রোট ইনফেক্শন আর খুব জ্বর নিয়ে আজ ফিরেছে। তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে গিয়ে ব্যথার নাম করে আমার ল্যাদ খাওয়া মাথায় উঠলো।
siki | ১৪ জুন ২০১১ ২১:১৮ | 122.162.75.192
আহা নেতাই, ঝম্পুর কথা মনে করিয়ে দিলি, বহুযুগের ওপার হতে। ঝম্পুর কথা এখানে লিখি নি, ও জিনিসকে অভিনয় করে না দেখালে লোকে বুঝতে পারবে না।
-- "আরে তোমরা ক্ষী চাকরি চাকরি করছো, আমি শঙ্করকে একটা ফোন করে দিব'নে, শঙ্কর এসে এখান থেকে ট্রাক ভর্তি করে ইঞ্জিনীয়ার নিয়ে zআবে, ক্ষী?
পেছন থেকে মুদলিভাই, শঙ্কর কে স্যার, শঙ্কর সেন?
-- আরে না হে, শঙ্করদয়াল শর্মা হে। তোমাদের রাষ্ট্রপতি হন। ক্ষী?
আরেকবার অন্য উপলক্ষ্যে বলেছিলেন, রতুকে একটা ফোন লাগাব, রতু এসে এক ট্রাক ইঞ্জিনীয়ার নিয়ে যাবে, ক্ষী?
রতু কে? না, রতন টাটা। আমায় খুব শ্রদ্ধা করে ছেলেটা। ক্ষী?
ঝম্পু ছাড়া জলুর গল্প হয় না। ক্ষী?
aka | ১৪ জুন ২০১১ ২১:১৭ | 168.26.215.13
ব্যাং বেঁচে আছিস, ভালো ভালো।
byaang | ১৪ জুন ২০১১ ২১:১৭ | 122.167.123.37
দু, ব্রতীন, এখন পেনকিলার খেয়ে খেয়ে বেশ আছি, নেশা নেশা ঘোর ঘোর মতন।
M | ১৪ জুন ২০১১ ২১:১৫ | 59.93.197.60
দেকেচো! ব্যাঙ যীশুকে দেখতে গেলে আমায় সাথে করে নিয়ে যেও কিন্তু।ঃ))))
byaang | ১৪ জুন ২০১১ ২১:১৫ | 122.167.123.37
আছি, বেঁচেই আছি। তবে তোদের হাহুতাশ পড়ে মনে হচ্ছে আমি বোধ হয় মরেই গেছি।
Du | ১৪ জুন ২০১১ ২১:১৫ | 117.194.201.58
সাংঘাতিক ঘটনা, ব্যাং। এখন কেমন আছ?
byaang | ১৪ জুন ২০১১ ২১:১৩ | 122.167.123.37
মিঠু কোন সময় বাড়ি থাক, আর অ্যাড্রেস, ফোন নং সব জানিয়ে মেল করে দাও আমাকে।
Bratin | ১৪ জুন ২০১১ ২১:১৩ | 117.194.97.50
ব্যাঙ কেমন আছিস রে? পাকামি করে বেশী বেশী কাজ করিস না। রেস্ট নে।। বাংলা রেস্ট।
M | ১৪ জুন ২০১১ ২১:১২ | 59.93.197.60
ব্যাস, একে ক্ষী বলবে।যাকগে বাপু ঘাড়ের সাথে হাত এঁটে থাকে, সেটা ভেবেই টাইপিও।
M | ১৪ জুন ২০১১ ২১:১১ | 59.93.197.60
হায়! আমার টিভি নাই, এখন বাড়ী ছোটাও যাবে না।
দাঁড়াও তোমার জন্নে ডেউয়া খুঁজতে বেরৈ.....:P
byaang | ১৪ জুন ২০১১ ২১:১০ | 122.167.123.37
ব্যাঙ হাজির হয়ে গেছে বম্মা। ঃ-)
byaang | ১৪ জুন ২০১১ ২১:০৯ | 122.167.123.37
মিঠুকে আমি এক গাছ ভর্তি ডউয়া খাওয়াতে পারি। মিঠুর ঠিকানাটা আমাকে মেল করে দাও।
M | ১৪ জুন ২০১১ ২১:০৯ | 59.93.197.60
হাসার ক্ষী হলো? আমার সব কিছুই এখন যীশুময়।
অ কুমু, ব্যাঙকে এখন কিছুদিন ডিস্টার্ব না করাই ভালো গো। একটু চুপ করে শুয়ে থাকুক।
এই দ্যাখো আমি আবার হাজির। উঃ এই নেটের নেশা খুব বাজে নেশা রে.........
m | ১৪ জুন ২০১১ ২১:০৮ | 117.194.38.6
আর যদি তুমি ডেউয়া দাও-তাইলে আমি তোমাকে যিশুর সঙ্গে দেখা করিয়ে দিত পারিঃ)
Bratin | ১৪ জুন ২০১১ ২১:০৮ | 117.194.97.50
ইয়ে যাদের একবার মধু-চন্দ্রিমা হয়ে গেছে তাদের কে কি সুযোগ দিচ্ছে? ঃ-)
m | ১৪ জুন ২০১১ ২১:০৬ | 117.194.38.6
এম,দেখি এ পোড়োবাজারে পাই কিনা। আর যিশুকে গতকাল থেকে স্টার জলসাতে বোধহয় দশটা থেকে দেখা যাচ্ছে। ক্যামেরা ওর ঐ চন্দ্রবদনখানি যত্ন করে কাছ থেকে দেখাচ্ছেঃ) দেখো।
ঐদিকে ইটিভিতে স্টারেরা কেউ ঘুঁটে দিচ্ছে,তো কেউ ছিপ,জাল দিয়ে মাছ ধরছে-চ্যালেঞ্জের কোনো শেষ নাই।অন্যদিকে মীর আবার লোকজনকে খেলিয়ে হনিমুনে পাঠাচ্ছে।
কি আনন্দ আকাশে বাতাসেঃ)
Bratin | ১৪ জুন ২০১১ ২১:০৫ | 117.194.97.50
মানসী র যে কী হল? কাল টাও বসন্ত নয়। তবু যীশু যীশু করে পেগলে গেল!! ঃ-))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন