হ্যাঁ, পারমিতা, আমিও কুমারনেই চেষ্টা করবো ভাবছি। কিন্তু কে জানে ক্লাস ফোরে কি আর নেবে?
aka | ০৯ জুন ২০১১ ০০:০৩ | 168.26.215.13
তবে ব্যাঙ্গালুরুটা মনে হয় থ্রি মাচ। অন্য শহরেও এমন? লোকে বাঁচে কি করে? দাও ফিরে সে শ্যামনগর।
Tim | ০৯ জুন ২০১১ ০০:০২ | 198.82.17.3
পাই যে ক্ষি বলে! সব অভিভাবকরা মিলে এসব বন্ধ কল্লে তো ভারত কবেই জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতো। একটাই সেট তো রে বাবা, অত বৈচিত্র্য কোত্থেকে আসবে।
Paramita | ০৯ জুন ২০১১ ০০:০১ | 122.172.17.25
ব্যাঙ, কুমারনটা একবার দেখো, শুনেছি ভালো। তোমার বাড়ির কাছেই হবে।
byaang | ০৯ জুন ২০১১ ০০:০১ | 122.172.243.173
ডিপিএসে আবার আরেকটা কায়দা আছে, মাবাবার মোবাইলে রাতবিরেতে এসেমেস করে পরের দিনের স্টাডিপ্ল্যান জানানো। আমাদের পাড়ার থেকে প্রায় দুশো বাচ্চা ডিপিএসে যায়, তাদের বাবামাদের থেকে শুনি রাত নটায় নাকি এসেমেস এল, কালকেই সায়েন্স প্রোজেক্ট জমা দিতে হবে, সায়েন্স টিচার পরশু দিন থেকে ছুটিতে যাচ্ছেন। পরে আর তাই জমা নেওয়া হবে না। অথবা, কালকের পরীক্ষা হবে শুক্রবারে, আর বুধবারের পরীক্ষা হবে আগামীকাল।
Arpan | ০৯ জুন ২০১১ ০০:০১ | 112.133.206.18
বলিস কী! কী হয়েছে। আমাকে ফোন করিস দরকার হলে।
pi | ০৯ জুন ২০১১ ০০:০১ | 128.231.22.150
পিকনিকে শিক্ষকের মদ্যপান কি খুব খারাপ ?
Zzzz | ০৯ জুন ২০১১ ০০:০০ | 216.94.113.242
উরে বাবারে! এগুলো স্কুল না অন্য কিছু? আমরা তো ঐ কালো জুতো সাদা কেডস পোরেই চালিয়ে দিয়েছিলাম গোটা স্কুলজীবন। আর একি?
hu | ০৯ জুন ২০১১ ০০:০০ | 12.34.246.72
আমাদের স্কুলের দিদিমনিরা তো উল্টে গরীব মেয়েদের বিনে পয়সায় বই দিতেন।
a | ০৯ জুন ২০১১ ০০:০০ | 208.240.243.170
উফ অর্পণদা তোমার মেমোরি বটে!! সেখানেই স্কুলটা। তবে খুব ভিতরেও নয়, হার্ব এন্ড স্পাইস থেকে অটোয় ৫০ টাকা ঃ)
কাল এসেমেস করছি। খুব চাপ চলছে, এই পোস্টগুলো সেন্ট জনসএর ওয়ার্ড থেকে, বাবা ভর্তি আছে ঃ)
Paramita | ০৯ জুন ২০১১ ০০:০০ | 122.172.17.25
ডিপিএসের অন্য প্রবলেম। তিরিশ হাজার টাকা পার চাইল্ড ডোনেশান দিতেই হবে। ক্যাশে, নো রিসিপ্ট।
প্লাস ৫০ জন ছাত্র ছাত্রী ক্লাসে।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:৫৯ | 117.194.237.123
বাদ কেন ? এসব মালের জন্য নিজে একখান ম্যাকাফি বানিয়ে দিলেই তো হয় । যেটা সাতদিন অন্তর চুপচাপ মেশিন ফর্ম্যাট করে দেবে ।
pi | ০৮ জুন ২০১১ ২৩:৫৯ | 128.231.22.150
কিন্তু আমার অবাক লাগছে, সব অবিভাবকেরা মিলে একসাথে এটা বন্ধ করতে পারেন না ? তাঁরা বিনা বাক্যব্যয়ে দ্যান ক্যানো ? পিটুনি, সে তো শুনলাম, এমনিও দ্যায়, ওমনি ও দ্যায়।
nk | ০৮ জুন ২০১১ ২৩:৫৮ | 151.141.84.194
সেই জন্য আরো মনে পড়লো, এরা তো টাকাওয়ালা হয়েও মানসিক ভাবে আরো অনেক বেশী দরিদ্র ও তার উপরে লোভী!
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:৫৭ | 112.133.206.18
*বাদ
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:৫৭ | 112.133.206.18
ওকে ডিপিএস বাস লিস্ট থেকে। ঃ)
রায়ানে এরম কল্লেই ছাড়িয়ে দেব। প্রমিস। এইখানে প্রচুর স্কুল আছে।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:৫৭ | 122.172.243.173
হ্যাঁ, এনকে আমারও ওগুলো মনে পড়েছিল সেই সময়ে, কোন একটা গল্পে পড়েছিলাম, পন্ডিতমশাইয়ের জন্য রোজ কলাটা, মুলোটা আর মৌলবিসাহেবের জন্যে ডিম নিয়ে যেতে হত। কিন্তু তারা সব ছিলেন হতদরিদ্র হিমসিম খাওয়া মানুষ। কিন্তু এখানে তো শহরের ঘ্যামা স্কুলের চোখ কপালেতোলামাইনে পাওয়া টিচার সব।
Bratin | ০৮ জুন ২০১১ ২৩:৫৬ | 117.194.98.76
মিঠু, যে কোন দিন। মোস্ট ওয়েলকাম।
আরে বেলুড়মঠের ঝন্টু দার ভেলপুরী নিয়ে কোন কথা হবে না। বিদ্যামন্দির ছাড়ার পরে ও কত দিন আমকে কনসেশান রেটে খাইয়েছে। ক'দিন আগে দেখা হল ঝন্টু দার সাথে। সব চুল পেকে গেছে।
ব্যাঙ অন্য জায়গায় সম্ভব হলে সেখানে ভর্তি কর। এভাবে কী পড়াশোনা হয়?
এন কে,শোনাবো অখন। এখন কিচ্ছু মাথায় আসেনা, এলে পরে নিশ্চয়ই শোনাবো।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:৫৫ | 117.194.237.123
পাঠভবনের উঁচু ক্লাস নিয়ে অনেকেই নিরুৎসাহ করেছে । টিউশনির র?য়াকেট । ইস্কুলের পিকনিকে শিক্ষকদের মদ্যপান । ইত্যাদি ।
nk | ০৮ জুন ২০১১ ২৩:৫৫ | 151.141.84.194
ব্যাং, এ যে ডাকাত ইস্কুল!!!!
aka | ০৮ জুন ২০১১ ২৩:৫৫ | 168.26.215.13
ঊঃ বাবারে কেমন জানি অসুস্থ লাগছে।
আর কোথায় আমাদের পাঠশালার মাস্টারমশাইরা। কার বাবার চাকরি গেছে, ছেলের শরীর খারাপ, এসব সামলেও যা পড়িয়েছেন, শিখিয়েছেন সেগুলই মাথায় আছে। এখানেও ছেলেকে পড়িয়ে, টীচারদের সাথে কথা বলে আমরা খুবই খুশী। প্রাণপাত চেষ্টা করব এই পাগলের পড়াশোনার সিস্টেমের মধ্যে যাতে না যেতে হয়।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:৫৪ | 122.172.243.173
পাই, আমাকে খাবার পাঠাতে বলেছিল। অনেক বাবামাকে ফোন করে শাড়ি, সালোয়ার সুট, উইলিয়াম পেনের পেন এইসবও চায়। এবং বাবামারা ছেলেদের পিটুনির হাত থেকে বাঁচাতে পাঠিয়েও দেয়। আর ডিপিএসে আমার বন্ধুর ছেলে পড়ে, তার বাবা ওর্যাকলে হাইফাই কাজ করে জানার পরে, তার ক্লাসটিচার ছেলেকে বলেছিলা, ম্যাকাফির লাইসেন্স্ড ভার্সন অ্যান্টিভাইরাস নিয়ে যেতে লেটেস্ট টা।।
লুরুর জনতার হোয়াইট ফিল্ডের দিকে ডীনস academy নামক স্কুল সম্পর্কে কোন ভালো,মন্দ ফিডব্যাক আছে? বা খরচাপাতি সংক্রান্ত?
pi | ০৮ জুন ২০১১ ২৩:৪৮ | 128.231.22.150
ব্যাংদি, এটা কি খালি তোমাকেই বলেছিল ?
byaang | ০৮ জুন ২০১১ ২৩:৪৮ | 122.172.243.173
দুখে ঃ-)))। এটা কিন্তু ভালো আইডিয়া, আগে কেন আমার মাথায় আসে নি?
nk | ০৮ জুন ২০১১ ২৩:৪৮ | 151.141.84.194
না না আমি রাগ করি নি। আমি নিশিকান্ত। আমি কেবল অবাক হয়ে আছি আর আরো অবাক হয়ে যাচ্ছি এতো গল্প শুনে। ঃ-) কিন্তু কেকে, তোমার রূপকথাগুলি আজকাল তো আর শোনাও না!
hu | ০৮ জুন ২০১১ ২৩:৪৮ | 12.34.246.72
ব্যাঙদির গল্প পড়ে পুরো হাঁ। আজ আর কিছু হজম হবে না।
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:৪৮ | 122.172.17.25
কোথায় একটা আর্টিকল পড়লাম, যার মোদ্দা কথা, ভারতে যেভাবে ইউটিলিটি ভিত্তিক ও সায়েন্স কি এঞ্জিনিয়ারিং-এ একলব্য তৈরী করা পড়াশুনো হয়, সেটাই নাকি সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক রাস্তা। বাকিসব অদরকারী। কেউ নিশ্চয়ই এই নিয়ে একটা পি এইচ ডি করে ফেলেছে।
ব্যাপারটা বাপ-মার পক্ষে খুব চাপের। ফাইনালি গিয়ে সেইসব পরীক্ষাগুলো এদেরও দিতে হবে ভাবলেই পেটের মধ্যে কেমন গুড়গুড় করে ওঠে।
m | ০৮ জুন ২০১১ ২৩:৪৬ | 117.194.43.1
টিনটিনের স্কুলে একজোড়া লোগো লাগানো টিশার্ট ওদের থেকে কিনতে হয়েছে।জুতো নিয়ে কোনো দাবী নেই।হাওয়াই চপ্পল ছোটোরা না পরলেও বড়রা দিব্যি পরেঃ)
(সেটা অবশ্যি ফ্লিপফ্লপ,দিদিচপ্পল নয়)
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:৪৬ | 117.194.237.123
খুব অখদ্দে কিছু একটা পাঠিয়ে দেখুন না । বা তীব্র ঝাল । তাতেও কাজ না দিলে রোজ একবাটি করে মুড়ি পাঠাবেন ।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:৪৫ | 122.172.243.173
পাই, না আগের বছর ব্র্যান্ডেড জুতো ছিল না।
pi | ০৮ জুন ২০১১ ২৩:৪৫ | 128.231.22.150
দিল্লি, লুরুতে সরকারী স্কুলের রেজাল্ট পত্র কেমন ? ওগুলোতে কেউ যাবার কথা ভাবেই না ক্যানো ?
kk | ০৮ জুন ২০১১ ২৩:৪৫ | 71.236.36.122
ওগো এন কে, তোমার এই নামের ফুলফর্ম নিশিকান্ত নয়? তবে আমি কি কিছু ভুলভাল লিখলাম নাকি রে বাবা!! অমন রাগ কল্লে কেন?
byaang | ০৮ জুন ২০১১ ২৩:৪৪ | 122.172.243.173
ছেলের তখন ক্লাস ওয়ান থেকে টুয়ে ওঠার ফাইনাল পরীক্ষা শুরু হবে, আগেরদিন রাত্তিরবেলায় ক্লাসটিচারের ফোন, "হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? হাউ ইজ মাই লিটল এঞ্জেল ডুইং? অল সেট ফর টুমরোজ পেপার?' এইসব বলেটলে হেজিয়ে সে যেটা বললো - আমাদের যখন পরীক্ষার ডিউটি চলে খুব সকালে আসতে হয় আর ইনভিজিলেশনের পরেও অনেকক্ষণ স্কুলে থাকতে হয়। অত সকালে আসতে হয়ে বলে আমরা কিছু খাবার বানিয়ে আনারও সময় পাই না, অতক্ষণ খালি পেটে থাকতে হয়। তুমি কি আমাদের জন্য একটু কিছু স্ন্যাক্স পাঠাতে পার?
আমি একদম ভ্যাবাচ্যাকা। ভাবতেই পারছি না, কেউ এরকম ভাবে বলতে পারে। মিনমিন করে বললাম, স্ন্যাক্স মানে? তিনি বললেন , নর্ম্যাল স্টাফ - চিকেন স্যান্ডুইচ আর পেস্ট্রি পাঠিও। আমার তখনো হাঁ বন্ধ হয় নি, মন্ত্রমুগে্ধর মত বললাম - ঠিক আছে। ছেলের বাপকে বললাম, পেস্ট্রি নিয়ে বাড়ি ফিরো। সে বললো, তুমি পারবে না বললে না কেন? আমি ভাবছি, কেউ খাবার চাইলে তাকে কেমন করে মুখের উপর পাঠাবো না বলা যায়। যাই হোক, ছেলে নিয়ে গেল পরের দিন টিচারের খাবার। তার পরের পেপারের আগের রাত্তিরে ফোন করে বললেন, কাল প্লিজ চিকেন বিরিয়ানি পাঠিও তো। তখন আর আমার না বলার কোনো উপায় নেই। বাড়ির সামনের রেস্টুর্যান্ট থেকে আনিয়ে সকালে মাইক্রোয় গরম করে পাঠালুম। শেষদিনে তিনি অর্ডার করলেন চিকেন চাউমিন। আর এই প্রতিটা অর্ডারের সঙ্গে প্রচ্ছন্ন হুমকি, জানো তো আমাদের নোটিস এসে গেছে, আমি পরের বছর ক্লাস টুর টিচারই হচ্ছি, তোমার ছেলে আমার সেক্শনেই আসবে। (মানে, ভেবে দেখ, পাঠাবে কি পাঠাবে না)। চিকেন চাউমিন পাঠানোর পরে আসল সর্বনাশটা হল, ফোন করে থ্যান্কইউ জানিয়ে বললেন - তুমি এক্সেলেন্ট কুক, আমার কয়েকজন বন্ধু তেস্ট করেছে আমার থেকে নিয়ে, ওদের খুব ভালো লগেছে তোমার রান্না, ওরা এখন সবাই ট্রিট চাইছে। তুমি আমার সব বন্ধুদের জন্য করে কাল পাঠিয়ে দিও, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি অনেক সময় পাবে, তোমার কোনো অসুবিধেই নেই। আমরা তো রোজ স্কুলে যাচ্ছি পেপার চেক করতে। বাড়িতে এবার লাগলো তীব্র অশান্তি। ছেলের বন্ধুর মারাও বললো, কিছুতেই পাঠাস না অতজনের খাবার। তো আমি শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ, এখন সময় নেই বলে কাটালাম। তারপর এক বছর ধরে তিনি যখনতখন আমাকে ফোন করে বলে গেছেন - আমার বন্ধুরা আমাকে জ্বালিয়ে মারছে ট্রিটের জন্য, তুমি কবে পাঠাচ্ছ? শেষে এইবছরের রেজাল্ট যেদিন বেরোল, সেইদিনও উনি একই প্রশ্ন করায় আমি বললাম, না আমার পক্ষে আর পাঠানো সম্ভব নয়। কেন সম্ভব নয়, তোমার শাশুড়ি এখনো অসুস্থ? না, আমাকে রোজ সকালে সাড়ে সাতটায় বেরোতে হয় আজকাল, আমি আর সময় পাই না। উনি খুব বিরক্ত হয়ে বললেন , ঠিক আছে ক্লাস থ্রিতে আমি-ই হয়তো ওর ক্লাসটিচার থাকবো, তুমি কোনো এক সময়ে পাঠিয়ে দিও।
nk | ০৮ জুন ২০১১ ২৩:৪৩ | 151.141.84.194
আহা হুচি, বিনয় করে বলতো! নিজমুখে কীকরে বলে সে উচ্চ! বুঝে নিতে হয়। ঃ-)
pi | ০৮ জুন ২০১১ ২৩:৪২ | 128.231.22.150
পামিতাদি, পাঠভবন কেমন ?
আমার ভাসুরপো, সে অবশ্য ডানকুনির পাঠভবন, কিন্তু যেটুকু যা দেখেছিলাম, বেশ লেগেছিল। স্কুলেই সব করায়। ছোটোবেলায় তো স্রেফ টিপিনবাক্স ব্যাগে করে স্কুলে যেত। এদিকে দিব্বি সব ভালোমতই শিখছে। কোনো কেত-কায়দা ও নেই।
hu | ০৮ জুন ২০১১ ২৩:৪২ | 12.34.246.72
কি মুশকিল! যারা পড়ত তারা নিজেদের মধ্যবিত্তই বলত তো! অবশ্য আমার স্কুলের মত বছরে পঞ্চাশটাকা মাইনে নয় সেটা জানতাম।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:৪১ | 117.194.237.123
ব্র্যান্ডেড ব্রাউজার, না ওপেনসোর্স ?
nk | ০৮ জুন ২০১১ ২৩:৪১ | 151.141.84.194
টিম, তোমাদের কি সামারে ছুটি নাকি কাজ কচ্ছো?
nk | ০৮ জুন ২০১১ ২৩:৪০ | 151.141.84.194
টিম, কোথাও তবে আটকে গেছিলো রিল। ঃ-)
Tim | ০৮ জুন ২০১১ ২৩:৩৯ | 198.82.17.3
হুঁ ব্রাউজার রিস্টার্ট করতে হলো। এসবই ঐ ইন্টারন্যাশনাল ইশকুলের চক্রান্ত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন