এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Neta | ০১ জুন ২০১১ ২১:৩১ | 121.241.98.225
  • আমি বিড়ি খাইনা। বাড়াবাড়ি রেটে টান মারি সিগারেটে। এর উপরে বিড়ির বেড়াজালে আটকালে আবার। কাবার হওয়া কে আটকাবে আর।
  • Tim | ০১ জুন ২০১১ ২১:২৭ | 198.82.19.7
  • আর ফুল? ফুলকে পুষ্প বলবে না?
  • Bratin | ০১ জুন ২০১১ ২১:২৬ | 117.194.99.78
  • এই যে শ্রীমান হুতো, দিন কাল কেমন কাটছে শুনি?
  • Tim | ০১ জুন ২০১১ ২১:২৫ | 198.82.19.7
  • ধুর আমি তো বিড়ি খাইনা তবুও হাঁফ ধরে যাচ্ছে আজকাল। ঃ-(
  • r2h | ০১ জুন ২০১১ ২১:২২ | 198.175.62.19
  • আমি এখন থেকে ঘাসকে তৃণ আর ঘি কে ঘৃত বলবো। পরবর্তী পরিবর্তনের শুরু।
  • Bratin | ০১ জুন ২০১১ ২১:২১ | 117.194.99.78
  • বিড়ি খেও না অনেক দিন দম থাকবে।
  • Netai | ০১ জুন ২০১১ ২১:১৯ | 121.241.98.225
  • ক্ষি দারুন। ঃ))
    আমিও লেফ্‌ট ব্যাক। তবে ন্যাচরাল না। ডান পায়ের হয়েও পজিসনটা বেছে নিয়েছিলাম কলেজের সময় থেকেই। টিমে থাকার জন্যে ওটাই সবচেয়ে সেফ ছিল। এখোনো সুযোগ পেলে খেলি। তবে আর বেশীদিন মনে হয় না টানা যাবে।
  • Tim | ০১ জুন ২০১১ ২১:১৫ | 198.82.19.7
  • পরিবত্তন ঃ-)

    না না লিখবো। চাপে আছি একটু।
  • Bratin | ০১ জুন ২০১১ ২১:১৪ | 117.194.99.78
  • টিম, তুমি আজকাল কবিতা লেখো না কেন?
  • Tim | ০১ জুন ২০১১ ২১:১১ | 198.82.19.7
  • ঃ-)
    স্তৈকদার এই টুকরো লেখাগুলো ভালো হচ্ছে। কলকাতা ময়দানের খেলাধুলোর গল্প মানেই রত্নভান্ডার।
  • stoic | ০১ জুন ২০১১ ২১:০৫ | 160.103.2.224
  • কসমস নয়, কাস্টমস। মিশটেক, মিশটেক।
  • stoic | ০১ জুন ২০১১ ২১:০৩ | 160.103.2.224
  • তাও তো আই আই টির মাঠ ভাল ছিল, খেলাধুলো মোটামুটি ঠিকঠাক হত। মস্তি হত যখন প্রেসিডেন্সির কলেজ টিমে খেলতাম। প্রায় সব ম্যাচেই হেরে ভুত। ড্র করলে নিজেকে কি না কি মনে হত। আর ন-মাসে ছ-মাসে একবার জিতলে সেদিন বিরিয়ানি। আর বেশির ভাগ ম্যাচগুলো হত ময়দানের বিভিন্ন মাঠে, তাই শুধু আমরাই জেতাম, কোন সাপোর্টার নেই, হেরে টেরে কলেজে ফিরে সোজা ক্যান্টিনে। ফান্ডে পয়সা থাকলে কলাবাগানে গিয়ে বিফ ভুনা আর পরোটা। বেশির ভাগ কলেজগুলো জালি করে বিভিন্ন ডিভিশনের প্লেয়ারদের খেপ খেলাত কলেজ টিমে। একবার শ্যামাপ্রসাদ না জয়পুরিয়া কলেজের সাথে খেলা। খেলা প্রায় শেষ, আমরা ৫-০ হারছি। পুরো খেলাটাই হয়েছে আমাদের পেনাল্টি বক্সের আশেপাশে। ওদের গোলকীপার সেন্টার লাইনে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। আর ওদের কোচ আমাদের গোলের পেছনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে "ছ গোল দিতে পারলে সব্বাইকে ডিম-পাঁউরুটি'.....
    একবার ম্যাচ ছিল কসমসের মাঠে। আমি লেফ্‌ট ব্যাকে খেলতাম। ও বাবা, মাঠে নেমে নিজের পজিশনে দাঁড়িয়ে দেখি উল্টো দিকের রাইট ব্যাকের কোমর অবধি দেখা যাচ্ছে। কেসটা কি হল? আমাদের ক্যাপ্টেন বুধুদাকে জিগেস করতে বল্ল ও কিসু না, মাঠের মাঝখানটা বেজায় উঁচু, আর গোলপোস্টের দিকগুলো নীচু। ঃ-)
  • Netai | ০১ জুন ২০১১ ২০:০০ | 121.241.98.225
  • ২০০৬ ঠিক নয়। ৫ এর শেষের দিক। ডিসেম্বর। খড়গপুর কে তিনগোল মেরে ফাইনালে ওঠা হল। তারপর হেলে গেলাম চেন্নাই এর কাছে। আমি অবশ্য একটাও ম্যাচ খেলিনি। সাইডলাইনে বসেই কেটেছিল পুরো সময়। প্রবল হতাশায় টিম থেকে আলাদা হয়ে গিয়ে আরো দুই বন্ধুর সাথে মিলে মুসৌরি ঘুরতে বেরোলাম। আই এস বি টি থেকে অটো ধরে হোস্টেলে ফিরেছিলাম। কি ঠান্ডা কি ঠান্ডা। ঠক ঠক করে কাঁপছিলাম। পরদিন পেপারে দেখলাম তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রী। দিল্লীতে এর থেকে কম তাপমাত্রা আর দেখিনি।
  • stoic | ০১ জুন ২০১১ ১৯:৫৬ | 160.103.2.224
  • খেলাধুলো যদ্দিন পার চালিয়ে যাও। আমি এই বুড়ো বয়সেও এখনও উইকেন্ডে ড্রপ-ইন গেমে হাঁপাতে হাঁপাতে খেলার চেষ্টা করি। ;-)
  • Netai | ০১ জুন ২০১১ ১৯:৫১ | 121.241.98.225
  • এমনি এমনি জিগিয়েছিলাম। আম্মো খেলেছি। দিল্লীর হয়ে। অনেক পরে। ২০০৬। ঃ))
  • stoic | ০১ জুন ২০১১ ১৯:৪৮ | 160.103.2.224
  • দিল্লী নয়, খড়গপুর। বোধহয় '৯৩ এ। কেন?
  • Netai | ০১ জুন ২০১১ ১৯:৪৪ | 121.241.98.225
  • স্টোইকদা আই আই টি দিল্লী র টিমে ফুটবল খেলেছিলেনা? কোন বৎসর?
  • Netai | ০১ জুন ২০১১ ১৯:৩২ | 121.241.98.225
  • ম্যানইউ কে সাপোট করে ইচ্ছে করে ল্যাজে গোবর মাখলাম। এই বাজারে বার্সা কে হারাবার খ্যামতা শুধু রিয়েলের ই ছিল। তারাই এত্তোবার হেরেছে। ঃ((
  • stoic | ০১ জুন ২০১১ ১৯:২০ | 160.103.2.224
  • সবাই খালি কর্পো, সেন্টু, একরৈখিক, বহুরৈখিক, আঠারো না আঠাশ এই নিয়েই মোলো। ওদিকে আমরা যে ন্যাজেগোবরে হলাম বার্সেলোনার কাছে, তা নিয়ে কারুর হেলদোল নেই। ঃ-)
  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:৩৬ | 216.52.215.232
  • হালার কর্পো পলিসি। বাড়ি গিয়া দেখুম।
  • aka | ০১ জুন ২০১১ ১৮:৩৪ | 168.26.215.13
  • এই ন্যান দ্যাখেন দ্যাখেন।

  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:২৯ | 216.52.215.232
  • কেঁদে কেঁদে ঠোঁট ফুলিয়ে গলা কাঁপিয়ে কন দিকি "পেইড ব্যাক ইন দেয়ার ঔন কয়েন'।
  • aka | ০১ জুন ২০১১ ১৮:২৬ | 168.26.215.13
  • ঠিক এখানেই কবি কেঁদেছেন। লিখে লিখে গলার মডিউলেশন বোঝানো যায় না। "হ্যাঁ আমার পোস্ট আমার" বলার সময়ে গলাটা একটু কাঁপবে, চোখে একটু জল, ঠোঁটটা একটু ফুলবে, এইসব।
  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:২২ | 216.52.215.232
  • একটায় দলদাসের ছায়াবাজি, আরেকটায় ঔদ্ধত্যের পরাকাষ্ঠা।

    কোনটা ভালো? কোনটা খারাপ?
  • aka | ০১ জুন ২০১১ ১৮:২০ | 168.26.215.13
  • এর উত্তরে হবে, কমরেড অপ্পন এমনটা আপনি বলতে পারলেন, আপনাকে যে আমি দলতন্ত্রে সঙ্গে নিলাম। (এটা হল ডেসি)।

    কিম্বা ধরুন এর উত্তরে বললাম হ্যাঁ আমার পোস্ট আমার (তাহলে হল মিলি)
  • aka | ০১ জুন ২০১১ ১৮:১৯ | 168.26.215.13
  • এই তো একদম ঠিক সেন্টু হয়েছে।
  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:১৮ | 216.52.215.232
  • সেন্টু খাবার কথা কমরেড আকা লিখেছেন। আমি নই। আকার পোস্ট আকার। আমার নয়।

    ইত্যাদি।
  • kumudini | ০১ জুন ২০১১ ১৮:১৪ | 122.160.159.184
  • আদ্ধেক কথা আজকাল মাতার ওপর দিয়ে বেইরে যায়।
    ক্যানো,আজ সেন্টু খাবার দিন ক্যানো,ও অর্পণ,এট্টু ধরতাই দাও না।
    কাল অমৃতসর যেতে হবে ভোরবেলা উঠে-বুড়োবয়েসে এই কী ভালে ছিল রে লিখা?
  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:১২ | 216.52.215.232
  • হ্যাঁ, এই রোব্বার ফিরলাম।
  • de | ০১ জুন ২০১১ ১৮:০৩ | 59.163.30.6
  • কমের দিকে চলবে না? মিলি, মাইক্রো, ন্যানো, পিকো? :))

    অপ্পন কি লুরুতে ফিরে গ্যাছেন?
  • Arpan | ০১ জুন ২০১১ ১৮:০০ | 204.138.240.254
  • কী যে কন কমরেড। জানেন না আমাদের পছন্দ অপছন্দ কিসুই ব্যক্তিগত নয়? অ্যাদ্দিনে এই শিখলেন?

    (না না, পড়া করতে কই নাই)
  • aka | ০১ জুন ২০১১ ১৭:৫৯ | 168.26.215.13
  • আরে এটা আউটসোর্স করে দিক। ডেটাবেস তৈরি করে, পেরোল সেটাপ করে দেবে। প্রাইস ওয়াটার হাউস এমন কাজ বাজ করে। নিজেরা করতে গেলে অথৈ জলে পড়বে।
  • Arpan | ০১ জুন ২০১১ ১৭:৫৭ | 204.138.240.254
  • আফনের আগের পোস্টের উত্তরে কইলাম আর কী!
  • Arpan | ০১ জুন ২০১১ ১৭:৫৬ | 204.138.240.254
  • হক কথা।

    তার ওপরে এই লিংটা দিলে ক্ষী হয় ক্ষী না হয় সাতপাঁচ ভেবে আর দিলাম না।

    http://www.anandabazar.in/1raj8.html
  • aka | ০১ জুন ২০১১ ১৭:৫৫ | 168.26.215.13
  • কমরেড অপ্পন আপনি আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে খোঁটা দিচ্ছেন কিন্তু।

    *এসব পড়েও ভাববেন না খচে গেছি, আজ সেন্টি খাওয়ার দিন, তাই সেন্টি দিলাম, সেন্টুর বদলে ডেসি দিন, কিলো দিন, ডেকা, হেকা যাহোক দিন, কিন্তু ফিরিয়ে দিন।
  • aka | ০১ জুন ২০১১ ১৭:৫২ | 168.26.215.13
  • আজ কোন টইতে লিখব বুইতে পারছি না, খুব জটিলস হয়ে গেছে। আরবিআইয়ের রিপোর্ট না পড়ে সিল্প হবে না, কিন্তু ওটাই এখন হট টপিক, না লিখলে ব্রাউনি পয়েনও গেল। ক্ষী দোটান।
  • Arpan | ০১ জুন ২০১১ ১৭:৫০ | 204.138.240.254
  • আবার আপনি কর্পোতে ফিরতে চান শুনে।

    * আপনি শুনে ভাববেন না খচে গেছি। আজ একে অন্যকে আপনি-আজ্ঞে করারই দিন। ঃ-)
  • de | ০১ জুন ২০১১ ১৭:৪৫ | 59.163.30.6
  • সেকিরে, তোর আপিসে আবার আনন্দ কম পল্লো কিসে?
  • aka | ০১ জুন ২০১১ ১৭:৪৪ | 168.26.215.13
  • কেন আমাকে ভূতে কেলাবে কেন?
  • Bhuto | ০১ জুন ২০১১ ১৭:৩৯ | 203.91.193.7
  • ব্রতীনদা,
    আমি মেল করিলে পাত্তা দিচ্ছনা ভেবে খচে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখি ঘুমোচ্ছিলে , আহা ঘুমাও ঘুমাও। কি আনন্দ তোমাদের আপিসে ।
  • Netai | ০১ জুন ২০১১ ১৭:৩৪ | 121.241.98.225
  • মিউজিকাল চেয়ার খেলা চলছে?
  • Arpan | ০১ জুন ২০১১ ১৭:৩০ | 216.52.215.232
  • আকাকে কি ভূতে ক্যালায়?
  • kumudini | ০১ জুন ২০১১ ১৭:২৩ | 122.160.159.184
  • আকা যথার্থ কয়েচে।
    আর বোতীন আসুক আমার চেয়ারে।
  • aka | ০১ জুন ২০১১ ১৭:১১ | 24.42.203.194
  • মাইরি বোতীনের আপিসে চাকরি নেব।
  • Bratin | ০১ জুন ২০১১ ১৬:৪৮ | 117.194.99.78
  • আমি দিবা নিদ্রা দিয়ে এই উঠলাম। এখন চা পান করছি।
  • dd | ০১ জুন ২০১১ ১৬:২৩ | 124.247.203.12
  • না, আপুনেদের লেখার পরেই তুমুল বৃষ্টি হলো। তার সাথে ক্ষ্যাপা পবন করিছে হা হা।
    একেবারে হাড় কাঁপানো পাড়া জুড়ানো।
    এখনো পরছে, তবে ঢিমে তালে।
  • de | ০১ জুন ২০১১ ১৬:১১ | 59.163.30.2
  • হাড়ে দুব্বো গজালে জল পড়লে ঘাস-বন, চাইকি ঘাস-ফুলও হতে পারে, জুড়ানোর সব রকমের সম্ভাবনা শেষ তখন!
  • Arpan | ০১ জুন ২০১১ ১৬:০৮ | 204.138.240.254
  • ঐ যে বলে হাড় মাস ভাজা ভাজা হয়ে যায় (মান্দ্রাজের গরমকে উপলক্ষ করেই বোধহয় কবি লিখেছিলেন) তা সেসব সারা হলে শুধু হাড়টাই জুড়িয়ে ঠাণ্ডা হল। মাসের যা দফারফা হবার সে তো হয়েই গেছে তাই আর তাহার কথা বলিয়া কেহ বেদনা জাগায় না।

    এছাড়া এক্ষট্রিম কেসে কখনো কখনো হাড়ে দুব্বোও গজায়। সে বড় সুখের সময় নয়।
  • Arpan | ০১ জুন ২০১১ ১৬:০৪ | 204.138.240.254
  • আজ ছুটি কে কইল?! দিব্বি অফিসে বসে ঢুলছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত