এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ২৯ মে ২০১১ ২১:৩৬ | 121.241.214.38
  • মিনুরা যে জায়গায় থাকে -- ঝোড়োর বস্তি -- সে জায়গা ছিল সিপিয়েমের স্ট্রংহোল্ড। বস্তির প্যাট্রিয়ার্ক ঝোড়ো কয়েক বছর হল মারা গেছে। চোলাই মদের ব্যবসাই ছিল ওখানকার অধিকাংশ মানুষের জীবিকা। সিপিয়েম আসার আগে থেকেই। এবং পরেও। অন্য ব্যবসা রিক্সা চালানো। অনেকে টুকটাক অন্যান্য কাজ করত হয়ত। প্রায় প্রতি ঘরে বোমা ইত্যাদির সংস্থান থাকত। কিছু বছর আগে পর্যন্তও এলাকায় বোমাবাজি হত প্রায়ই। সিপিয়েম ছাড়া অন্য দলের অস্তিত্ব ছিল না এই বস্তিতে।

    বছর দুই আগে, হাওয়া ঘুরতে শুরু করলে, ঝোড়োর বস্তির কিছু লোকও তৃণমূলে যোগ দেয়। তারপর এক রাত্রে স্থানীয় আর একটি বস্তির থেকে বেশ কিছু লোক ঝোড়োর বস্তি আক্রমণ করে। মহিলাদেরও মারধর করা হয়, অনেকে বস্তি ছেড়ে চলে যায়, বস্তির মূল সিপিয়েম নেতার দোতলা বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তার দোতলা বাড়ি কি করে হয়েছিল জানি না। তারপর থেকেই মাঝে মাঝেই গণ্ডগোল হয় ওখানে। সিপিয়েম সমর্থক পরিবারগুলির পুরুষরদের অনেকেই বেশ কিছু দিন ঘরছাড়া। ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন মহিলারাও অনেকে পালিয়ে ছিল। তবে আরও ডিটেলস হয়ত সুকন্যা মিনুর কাছ থেকে জানতে পারবে।
  • Bratin | ২৯ মে ২০১১ ২১:২৭ | 117.194.102.195
  • যাক, বেছে বেছে সি পি এম দের লোকদের তুলে নিয়ে যাচ্ছে না দেখে বেশ ভালো লাগলো।ঃ-))
  • rh | ২৯ মে ২০১১ ১৮:৪৭ | 68.37.142.124
  • *অবিশ্বাস্য
  • rh | ২৯ মে ২০১১ ১৮:৪৬ | 68.37.142.124
  • অস্ত্র উদ্ধার সংক্রান্ত... এখনো খুব ডিটেল বুঝতে পারছিনা, অস্ত্র সত্যি পাওয়া গেছে কিনা জানিনা, পাওয়া যাওয়াটাও খুব অবিশ্যাস্য নয়। কেন এরা বহুবছর ধরেই বস্তিতে জায়গা, বাড়ি এইসবের প্রতিশ্রুতি পেয়ে আসছিল। তবে স্থানীয় তৃণমূল নেতাও সহৃদয় ব্যবহার করছেন, সিপিয়েমের নেতারা ধাঁ।
  • I | ২৯ মে ২০১১ ১৭:২৬ | 14.99.22.83
  • হুতো, আপডেট শুনতে আগ্রহী রইলাম।
  • r.h | ২৯ মে ২০১১ ১২:৩৯ | 68.37.142.124
  • না স্যরি, মনে হচ্ছে এতোটা সহজ নয়, উত্তেজনার বশে অতিসরলীকরন করেছি, আপডেট দিচ্ছি পরে
  • rh | ২৯ মে ২০১১ ১২:১৮ | 68.37.142.124
  • মিনু আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করে। টালিগঞ্জের ঝোড়ো বস্তি থেকে সে তার তিন ছেলে মেয়ে সহ আরো অনেক বস্তিবাসী সহ যাদবপুর থানায় আটক। খুব সম্ভবত তার সিপিয়েম পরিচয়ের কারনে। এখনো বিস্তারিত জানি না, সুকন্যা থানায় যাচ্ছে, এলে জানতে পারবো। স্যরি ভাটে লিখলাম, এই ঘটনায় যেকোন মহলে প্রভাব বিস্তার করার মত কেউ থাকলে ইমিডিয়েটলি খোঁজ নিক সেই আশায়, কোন লংটার্ম বা আদর্শগত দাবী এই মুহুর্তে নেই।
  • M | ২৯ মে ২০১১ ০৯:২৩ | 59.93.195.21
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=29raj2.htm

    ওহ! তিল, তালে ওটা ঘাগরা ধরনের নয়, লুঙ্গী ধরনের হবে।থ্যাঙ্কু।কিন্তু চুরিদার কিভাবে হলো? ব্লাউজের পিসটা দিয়ে তো কামিজ হতে পারে না এত ছোট্ট,ওড়নাটা দিয়েই কি?
  • til | ২৯ মে ২০১১ ০৬:৫৯ | 136.153.2.6
  • বড়ম স্যার,
    মেখলা? তা ভাল কথা। লুঙ্গি নিয়ে অনেক ভাট হচ্ছিল না কদিন আগে, তো আপনিও লুঙ্গির দলে।
    নাগাল্যান্ড না মণিপুরের মেখলা টাইপের চাদর দিয়ে মম বিবিজান বেশ জম্পেশ সালাকামিজ বানিয়েছেন গতবার। মন্দ হয়নি।
    (আইডিয়ার কপিরাইট আমার)
    --
    আজকাল কলেজ পালিয়ে সিন্মা দেখা হচ্ছে? বাড়ীতে বলে দেব কিন্তু!
  • achintyarup | ২৯ মে ২০১১ ০৩:৫৯ | 59.94.2.174
  • আমায় বাঁধবে যদি কাজের ডোরে কেন পাগল কর এমন করে
  • Sibu | ২৯ মে ২০১১ ০৩:১৮ | 173.129.30.87
  • অচিন্ত্য, বেজিং-এ এক হপ্তা কাটাব। আড্ডার খোঁজ চটপট দাও। siburay জিমেলে।
  • kd | ২৯ মে ২০১১ ০১:৫৭ | 99.38.123.8
  • আর আমি এখন স্মির্নফ ম্যাঙ্গো। এর আগে একটা অরেঞ্জ, তার আগে স্ট্রবেরি।
    তবুও হিমসাগর হিমসাগরই। জুনের শেষে তো উঠে যাবে। ঃ(
  • Bratin | ২৯ মে ২০১১ ০১:১৪ | 117.194.96.2
  • কাবলী দা, আমেরিকায় বসে আছেন। এদিকে আমরা গুছিয়ে হিমসাগর খাচ্ছি!! ঃ-))
  • kd | ২৯ মে ২০১১ ০১:০২ | 99.38.123.8
  • শিয়ালদা ইস্টিশন তো এখন বেশ সাফসুতরো। ঃ)
  • I | ২৯ মে ২০১১ ০০:২৬ | 59.161.180.255
  • মল্লিকা সেনগুপ্ত মারা গেলেন। শুভ মৃত্যুদিন, মল্লিকা !
  • pi | ২৯ মে ২০১১ ০০:২৫ | 72.83.97.171
  • কোন খেলায় যে কে খেলতে নেমেছে কে জানে ! ঃ)
    তবে যাই হোক, জিন থেকে রোগ প্রেডিক্ট কোরার ব্যাপারটা আজ্জোদা সেমসাইড করে দিলো।
    আমি জেনেটিক ডিসর্ডার এর কথা কয়েছিলাম। ও কী জিনিস আর লিখতে পারছিনা। টইতে লিখে আর রান্না করে হাত ব্যথা। ঘরের এই শিয়ালদা প্ল্যাটফর্ম সম দশা যে কীকরে ঘোচাবো ভাবতে মাথাও ব্যথা হয়ে যাচ্ছে ঃ(
    ওদিকে আজ একখান মিনি ভাট মতন। তার উপর নৌকাডুবি। বম্মার কথা শুনে মনে হচ্ছে ছড়াটা মোটেও ঠিক হবেনা।

    এখানে দেখে নাও।
    http://en.wikipedia.org/wiki/Genetic_disorder

    এগুলো প্রেডিক্ট করা আর ট্রাইগ্লিসারাইড থেকে হার্ট অ্যাটাক প্রেডিক্ট করা মোটেও এক না।

    টাটা।
  • siki | ২৮ মে ২০১১ ২৩:৫৮ | 122.162.75.220
  • আজ ওমনাথের জন্মদিন ছিল বুঝি? ওমনাথ হ্যাবাড্ডি।
  • Bratin | ২৮ মে ২০১১ ২৩:০৮ | 117.194.97.173
  • আহা গো বাচ্ছা মেয়ে টা মনে বড় চোট পেয়েছে।আমরা যখন ছোট ছিলাম আমাদের ও এমন চোট লাগতো।

    আমার সাজেসশানঃ
    ১। আয়োডেক্স
    ২। মুভ

    এতে কাজ না করলে ভোলিনি। ব্যথা একদম ভুলিয়ে দেবে। ঃ-))
  • M | ২৮ মে ২০১১ ২২:৩২ | 59.93.254.133
  • এদিকে আমি ছেলেকে রিক্সা চড়িয়ে বাড়ী ভাগিয়ে একা একা নৌকা ডুবি দেখে এলুম।এতদ্বারা এমন ভাবার কারন নেই, ছেলেকে নিয়ে যেতে চাইনি, সেই ধোবিঘাট দেখার পর থেকেই আমারসঙ্গে সিন্মার দেখার কথায় আঁতকে ওঠে।জিগিয়ে ছিলাম, বললো তোমার সিনেমা তুমি নিজে দেখো গে।

    তো কি বলবো,পুরো কেমন হয়ে গেলাম। একে তো যীশু আমার পোবোল ব্যাথা, তারপর ধৃতিমান ও পোবোল ব্যাথা, সবার উপর রবীঠাকুর ও , কাজেই ব্যাথায় ব্যাথাময় হয়ে সিনিমা হল থেকে বেরিয়ে সব ভুলে সেই অশোকা থেকে ঠাকুরপুকুর হেঁটেই চলে এলুম।

    আহা! ওহো!উফ!
  • q | ২৮ মে ২০১১ ২২:৩২ | 59.164.189.197
  • পাইরেটবে ছাড়াও fileserve.com-এ সিকিম পাওয়া যাচ্ছে। তবে এখানে লিঙ্ক দোবোনা।
  • nee paa | ২৮ মে ২০১১ ২০:৩৬ | 14.96.10.251
  • ব্রতীন দা, বইমেলা তে পাই দি, কেডি র সুমেরু দা র দেখা পেয়েছিলাম । আপ্নি তখনো আপিসে সোসিতো হোচ্ছিলেন।

    বানান ভুল এর জন্য Sorry । বান্‌গ্‌লা নেই ডান্দিকে ।
  • kumu | ২৮ মে ২০১১ ১৯:৪০ | 59.161.102.75
  • সোমনাথের জন্মদিনে অনেক শুভেচ্ছা।
    জীবন সোসনমুক্ত হোক।
  • Bratin | ২৮ মে ২০১১ ১৯:০০ | 117.194.100.15
  • হ্যাঁ, সেটা নিয়ে ভেবে না। ভেতর থেকে ব্যবস্থা করে দেব।ঃ-))
  • achintyarup | ২৮ মে ২০১১ ১৮:৫৭ | 121.241.214.38
  • তারপর ছেড়ে দেবে তো?
  • Bratin | ২৮ মে ২০১১ ১৮:৫৪ | 117.194.100.15
  • ও ই রকম ভাবে সিকিম চাইবে না অচিন্ত্য দা, রাষ্ট্র দ্রোহিতার দায়ে ধরা পড়বে। ঃ-))
  • achintyarup | ২৮ মে ২০১১ ১৮:৫২ | 121.241.214.38
  • আমার সিকিম চাই। কেউ দাও।

    সোমনাথের সঙ্গে আলাপ হয় নাই, কিন্তু জন্মদিনে অনেক শুভেচ্ছা। ঃ-)
  • Bratin | ২৮ মে ২০১১ ১৮:৫১ | 117.194.100.15
  • উফ, টই তে ঢোকা যাচ্ছে না । এত গরম!!

    নিতাই,ঠিক!! ঃ-))

    আজকে আমেরিকা বাসীদের শক্ত শত প্রশ্নের উত্তর দিচ্ছেন দিদি সরাসরি। স্টারানন্দে।
  • aka | ২৮ মে ২০১১ ১৬:০৩ | 24.42.203.194
  • পাই, ভূমিকম্পটাও কি কি দেখে নাকি বলা যায়। কি কি রোগ হবে, কোথায় কোথায় ভূমিকম্প হবে সবই রিসেশনের মতন, হবার আগে প্রোবাবিলিস্টিক মডেল, যেমন রক্তে বহুদিন ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকলে কোন একসময়ে হার্ট অ্যাটাক হবার প্রোবাবিলিটি খুব হাই, এরকম অনেকের হলে একক্ষেত্রে মহামারী হবার প্রোবাবিলিটি খুব বেশি, তেমন ডেট টু ইনকাম রেশিও বাড়তে থাকলে একসময় বাড়ি ফোরক্লোজড হবার প্রোবাবিলিটি খুব বেশি, এবং খুব বেশি লোকের হলে ইকনমি রিশেসনে যাবার প্রোবাবিলিটি খুব বেশি। চিকিৎসা বিজ্ঞান থেকে সমাজ বিজ্ঞান মোটামুটি সবাই ভবিষ্যতের ক্ষেত্রে প্রোবাবিলিস্টিকি। পাইকে দশ গোল আপাতত। ঃ))
  • Netai | ২৮ মে ২০১১ ১৫:৩৮ | 182.64.70.25
  • নাকি আমিই ছড়ালাম??????????????
  • Netai | ২৮ মে ২০১১ ১৫:৩৬ | 182.64.70.25
  • ব্রতীনদা আবার গুলিয়েছে। ভাটের পোস্ট তপ্ত টইতে ছেড়ে এসেছে।
  • bb | ২৮ মে ২০১১ ১৪:৫৩ | 223.223.139.118
  • মাধ্যমিকে এক এক জন কৃতীর ১০ জন শিক্ষকের পাশাপাশি লালমোহন টুডুর মেয়ের মাথায় করে কাঠ বয়ে আনতে আনতে অসাফল্যের খবরটা পড়ে মন টা ভীষণ খারাপ হয়ে যায়। কেন এই বৈষম্য, যারা প্রান্তিক তাদের নেই কোন সম্বল ঃ(
  • Bratin | ২৮ মে ২০১১ ১৩:৫৩ | 117.194.98.42
  • ওফ, টিম জ্বালিয়ে দিলে ঃ-))। যেহেতু আমি কবিতা তেমন পড়ি না। আমর কাছে বই দুই প্রকারঃ কবিতার বই আর অন্য বই। ক্লিয়িয়ার?? ঃ-))

    ম, ক'দিন ওয়েট করলেই বুঝতে পারবে।কেমন শাড়ী। ও ই যে বলে না 'সবুরে মেওয়া ফলে'।
  • nee paa | ২৮ মে ২০১১ ১৩:০৫ | 14.96.58.117
  • kc কই ? নী পা হলেও kc বড্ড পছন্দের ।। miss কর্ছি সরস post গুলো।।
  • omnath | ২৮ মে ২০১১ ১২:৫৯ | 117.194.193.165
  • সব্বাইকে ধন্যযোগ।
    সিফোঁ, সিকিম বাংলাটরেন্ট থেকে নামানো আছে। ঃ-)
  • sinfaut | ২৮ মে ২০১১ ১২:২৮ | 117.194.243.36
  • সোমনাথ-ওমনাথ কে অনেক শুভেচ্ছা। পাইরেটবেতে সিকিম পাওয়া যাচ্ছে।
  • dipu | ২৮ মে ২০১১ ১২:০৪ | 59.164.188.51
  • সোমনাথদা কে হ্যাবাড্ডে ঃ)
  • hu | ২৮ মে ২০১১ ১০:৪১ | 98.223.88.150
  • নড়বড়েকে শুভ জন্মদিন ঃ-)
  • M | ২৮ মে ২০১১ ১০:৩৬ | 59.93.218.59
  • এইমাত্র দোরে আসা ত্রিপুরা হ্যান্ডলুমের নোকেদের থেকে একটা কী মুগার মেখলা কিনলুম, তিনহাজার দুশো, না কি চাইলো আর একহাজারে দিয়ে গেলো, ঠকলুম কিনা শিওর হতে পাচ্ছিনা।ঃ(
  • M | ২৮ মে ২০১১ ১০:৩২ | 59.93.218.59
  • সোমনাথকে, শুভ জম্মোদিন।
  • Tim | ২৮ মে ২০১১ ১০:৩১ | 173.163.204.9
  • সোমনাথকে হ্যাপি বাড্ডে। ঃ-)

    প্রশ্ন হলো, কবিতা আর বই দুটো আলাদা করে পড়বে? সত্যিই ভালো অব্যেস। ;-)
  • pi | ২৮ মে ২০১১ ১০:২৬ | 72.83.97.171
  • ওমনাথ, একটা অফুরান স্টোরেজ স্পেস ওয়ালা হার্ড ড্রাইভ হউক ঃ)

    তোর জন্মদিনের শুভেচ্ছা ও আরেকটি জন্মদিনের আগাম শুভেচ্ছা রইলো ঃ)
  • m | ২৮ মে ২০১১ ১০:০৯ | 117.194.33.104
  • সোমনাথ কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • Bratin | ২৮ মে ২০১১ ১০:০৫ | 117.194.101.17
  • সোমনাথ কে জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। বই আর কবিতা পড়ার সুন্দর অভ্যেস টা যেন কাজের চাপে হারিয়ে না যায়।
  • pi | ২৮ মে ২০১১ ০৯:৪৭ | 128.231.22.150
  • মামু, একটা ফোন কোরো।
  • pi | ২৮ মে ২০১১ ০৯:৪৬ | 128.231.22.150
  • জিন থেকে রোগের ব্যাপারটা তো কিছুটা বোঝা যায়।
  • aka | ২৮ মে ২০১১ ০৯:১৭ | 24.42.203.194
  • বা ধরুন আজ থেকে এক বছরের মধ্যে কোথায় কোথায় ভূমিকম্প হবে কি করে জানব?
  • aka | ২৮ মে ২০১১ ০৯:১৪ | 24.42.203.194
  • আচ্ছা বিজ্ঞানিদের কাছে একটা প্রশ্ন আছে। আমার ভবিষ্যতে কি কি রোগ হবে কেমন করে জানব। পাতি প্রশ্ন বলে উড়িয়ে দেবেন না, এরমধ্যে এক গভীর ডিসকোর্স আছে। বিজ্ঞানিদের জন্য সাধারণ মানুষের প্রশ্ন।
  • m | ২৮ মে ২০১১ ০৭:৪৪ | 117.194.33.104
  • ৫১ বছর।ক্যান্সার হয়েছিলো, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন ।
  • aka | ২৮ মে ২০১১ ০৭:৪১ | 24.42.203.194
  • কত বয়স হয়েছিল? বেশি নাতো বোধহয়।
  • m | ২৮ মে ২০১১ ০৭:৩৬ | 117.194.33.104
  • মল্লিকা সেনগুপ্ত মারা গেলেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত