এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৩ জুন ২০১১ ১১:২৫ | 122.248.183.1
  • M, পুরো চাপ তো!! ঃ-))
  • M | ০৩ জুন ২০১১ ১০:১৪ | 59.93.214.66
  • এইরে, এখন তারামা কুইক বাম বিক্কিরির সময়,আজ বলছে কিনা বুকে পিঠে রোদ লাগাতে শ্লেষ্মা কমানোর জন্য।এই রোদে!
    ক্ষী সব্বোনাশ!
  • M | ০৩ জুন ২০১১ ১০:১২ | 59.93.214.66
  • এসব হনুর জন্য, সেদিন আমায় অমন কনফিউজ করে দিলে।এদিকে আমি সেই থেকে জনসংখ্যা ক®¾ট্রালের উপায় ভাবচি আর চিনের মডেল মুন্ডুর ধারে কাছে ঘুরে বেরাচ্ছে, এদিকে চিনের ব্যাপার হলেই লোকে ক্যামন দুচ্ছাই করে। ভাল্লাগেনা।
  • M | ০৩ জুন ২০১১ ১০:১০ | 59.93.214.66
  • আশ্চজ্জি! আমি মারপিট করিনি, কিচ্ছু করিনি,অথচ আজ সকালে উঠে দেখি আমার একটা চোখ অ্যাতো ফুলেছে যে তাকাতেও পাচ্ছিনা,আমাকে কেমন ললিতা পাওয়ারের মতো দেখাচ্ছে।সোজা টালিগঞ্জ যাবো কিনা ভাবচি।
  • a | ০৩ জুন ২০১১ ০৯:৩৬ | 208.240.243.170
  • এই a আমি নই ঃ)
  • dd | ০৩ জুন ২০১১ ০৯:২৬ | 124.247.203.12
  • না, তবে এইবার সোঁদরবন থেকে কুমীর চলে আসবে।
  • achintyarup | ০৩ জুন ২০১১ ০৫:২৩ | 59.93.246.194
  • কিন্তু এভাবে যে খালে ফেলল, তাতে পরিবেশ দূষণ হবে না?
  • lisa | ০৩ জুন ২০১১ ০৫:০০ | 128.174.77.223
  • হুব্বা কে চিনতেন নাকি? পরপর হুব্বা নিয়ে পোস্ট? মন খারাপ?
  • a | ০৩ জুন ২০১১ ০৩:৪২ | 128.103.93.220
  • জেল থেকে ছাড়া পেয়ে গেছিল তো। হুব্বা কে কেউ পেটে কেটে নাড়িভুঁড়ি বের করে নিয়ে বৈদ্যবাটির কাছে খালে ফেলে দিয়ে গেছে।
    http://www.bartamanpatrika.com/content/kolkata.htm
  • Binary | ০৩ জুন ২০১১ ০৩:২০ | 198.169.6.50
  • তাইলে 'রোগের চিকিৎসা' বা 'রোগীর বন্ধু' কোনো একটা এরকম টাইপ হবে !!!
  • nk | ০৩ জুন ২০১১ ০৩:১৪ | 151.141.84.194
  • না না। হাস্যকৌতুক ধরনের নাটক।
  • Binary | ০৩ জুন ২০১১ ০৩:১২ | 198.169.6.50
  • এইরে !! আবার ধাঁধা ?? -- গ্‌হপ্রবেশ ?
  • nk | ০৩ জুন ২০১১ ০৩:০৬ | 151.141.84.194
  • "রোজ চৈতন্য পেলে ঘরে মরবো", এটা দাড়িদাদুর কোন নাটকে ছিলো?
  • Binary | ০৩ জুন ২০১১ ০৩:০৫ | 198.169.6.50
  • বালী রবিন্দো ভবনে, সেই 'পঞ্চ নদের ছেলে, বাংলা মায়ের কোলে' দেখেছিলাম, সেটাও মনে পড়লো।

    এদিকে আজই শ্যামলের কথা হচ্ছিলো, আর আজই কি না হুব্বা শ্যামল !!!!!, জেলে মারা গেল না বাইরে ?
  • nk | ০৩ জুন ২০১১ ০২:৫৬ | 151.141.84.194
  • ঈশ, এই না সেদিন টিম অভ্যুর অরোরা দেখার কথা নিয়ে হিন্দি বলতে গিয়ে অমৃক সিং অরোরার কথা বললো? তখন আবার কে যেন বললো ওনার যখন গান গাওয়ার কাল তখন টিম তখন হামা দিতো!
    কী দ্রুত সময় চলে যায়!অভ্যুও ফিনল্যান্ড থেকে চলে এলো, টিমটাও বড় হয়ে গেলো, আজ অরোরাও....
  • a | ০৩ জুন ২০১১ ০২:৪৪ | 128.103.93.220
  • হুব্বা শ্যামল মারা গেলেন।
  • Du | ০৩ জুন ২০১১ ০২:১২ | 216.110.92.7
  • সংবাদ পরিক্রমা মনে পড়ছে। কতলোক একসাথে চলে গেলেন একদিনে !!
  • Du | ০৩ জুন ২০১১ ০১:৫৭ | 216.110.92.7
  • আমেরিকায় ভিলেজ বা স্মল টাউন কোটাও আছে যদ্দুর জানি ডাক্তারি পড়ার জন্য, সঙ্গে শর্ত হল নিজের গ্রাম/ছোট শহরে ফিরে ডাক্তারি করতে হবে।
  • Netai | ০৩ জুন ২০১১ ০০:২৭ | 182.64.70.185
  • এসব কি???
  • Bratin | ০২ জুন ২০১১ ২৩:৫২ | 117.194.99.78
  • ঐ কৌটো র প্রতি অসীম আকর্ষন আমার মায়ের ও দেখেছি। না না সাইজের কৌটো। কেন আছে, কেউ জানে না। তবু তারা আছে? ঃ-))
  • M | ০২ জুন ২০১১ ২৩:৪৯ | 59.93.255.24
  • আরে ইয়ার, পুছো মাত, আমি একহাতে সেলে তোমায় মেসেজ ভেজছি, আর তারা লেখার আগেই ধাঁ করে বেরিয়ে যাচ্ছে,তার মাঝেই স্পেন্সারের মেয়েটার মাথা চিবুচ্ছি, আর রাজ্যের কোটবাটার মাঝে ঘুরে বেরাচ্ছি।এদিকে এসব জিনিস আমি খুব একটা নজর করে দেখিনি কোনোদিন, তো সেদিন দেখি কোটোদের ও ক্ষী আকর্ষন ক্ষমতা, আমি কিছুতেই তাদের কাটাতে পারিনা, শেষে আধডজন কৌট কিনলাম মাতৃদেবীর জন্য, তাতে কোনো লাভ হলো না, ঐ চাল ডাল মসলা হ্যানা ত্যানার সাথে আমি নিজে আর কৌট সব সামলানো কি চাট্টিখানি কথা? তাও মায়ের মুখ বেজার, যা চেয়েছে তা নাকি আনিনি। ক্ষী করা যাবে।

    এখন তারা আমার ঘরেই বিচরন করছে।
  • Bratin | ০২ জুন ২০১১ ২৩:৪২ | 117.194.99.78
  • অনেকে নেই । অরিজিত, অক্ষ,বুনান,রাজদীপ এবং কে সি।

    তুমি কি সেদিন কৌটো পেলে?ঃ-))
  • M | ০২ জুন ২০১১ ২৩:৪০ | 59.93.255.24
  • কিন্তু অজ্জিতকি সত্যি বিবাগী হয়ে গ্যালো?
  • M | ০২ জুন ২০১১ ২৩:৩৯ | 59.93.255.24
  • আবার চলে যাচ্ছি।
  • M | ০২ জুন ২০১১ ২৩:৩৮ | 59.93.255.24
  • আমি যে এসেছিলেম।
  • Binary | ০২ জুন ২০১১ ২৩:২০ | 198.169.6.50
  • udayan_ray@hotmail.com
  • siki | ০২ জুন ২০১১ ২৩:১৮ | 122.162.75.192
  • বাইনারি, কোন ঠিকানায় পাঠাবো?
  • Bratin | ০২ জুন ২০১১ ২৩:১৩ | 117.194.99.78
  • ওহো। আমার ওনার গান খুব ভালো লাগতো। বেশী বয়েস নয় তো!!
  • Binary | ০২ জুন ২০১১ ২২:৫৮ | 198.169.6.50
  • হুম একটু ছিলাম, ব্যস্ত।

    থ্যাঙ্কু, সিকি।
  • Bratin | ০২ জুন ২০১১ ২২:৫৪ | 117.194.99.78
  • বাইনারী দা, অনেক দিন পরে দেখছি? খুব ব্যস্ত ছিলে নাকি?

    nk অনেক হাঁড়ির খবর জানেন দেখছি। শ্যামল বাবু র খবর অবধি.....
  • siki | ০২ জুন ২০১১ ২২:৫৪ | 122.162.75.192
  • বাইনারি, দিচ্ছি।

    অমৃক সিং অরোরা মারা গেলেন।
  • Binary | ০২ জুন ২০১১ ২২:৫৩ | 198.169.6.50
  • বিবি, বিবি .... আমি নয় .... আমি আজকাল টি খুলি না ....
  • Binary | ০২ জুন ২০১১ ২২:৫২ | 198.169.6.50
  • একজন উত্তম (কংগ্রেস) আরেকজনা সৌমিত্র (সিপিএম) ...
  • nk | ০২ জুন ২০১১ ২২:৫২ | 151.141.84.194
  • কিন্তু বাইনারি, "শ্যামল কোথায়" টই টা কি আপনি খুলেছিলেন? নাকি বিবি?
  • y | ০২ জুন ২০১১ ২২:৫২ | 59.164.189.160
  • দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মারা গেলেন।
  • nk | ০২ জুন ২০১১ ২২:৫১ | 151.141.84.194
  • আমার ধারণা ছিলো বিবি আর শ্যামল বুঝি একজন আরেকজনের চেনা, মানে বেশ জান পহচান। ঃ-)
  • Binary | ০২ জুন ২০১১ ২২:৪৯ | 198.169.6.50
  • সত্যি শ্যামলবাবু গেলে কই ? ইভিন, 'শ্যামল কোথায়/' বলে একটা টই-ও খোলা হয়েছিলো।
  • nk | ০২ জুন ২০১১ ২২:৪৫ | 151.141.84.194
  • তাইলে শ্যামল এখন ওখেনেই। ঃ-)
  • aka | ০২ জুন ২০১১ ২২:৪৪ | 168.26.215.13
  • হুতোরে ক দিলাম। আরে শ্যামলবাবু যে বাড়ি তৈরির কথা বলেছিলেন কলকাতায় তাই হচ্ছে এখন। লেখায় পড়লে দেখতে খারাপ লাগে চোখের সামনে ঘটলে অতটা না। রাজারহাট, শহরতলী সর্বত্র লক্ষ, লক্ষ, কোটি কোটি বাড়ি।
  • r2h | ০২ জুন ২০১১ ২২:৩৬ | 198.175.62.19
  • শ্যামলবাবু একটা স্মৃতিচারন ধরনের লেখা শুরু করেছিলেন একবার, মুগ্‌ধ হয়ে পড়ছিলাম। সেটি গুচ'র অনেক অসাধারন অসম্পূর্ন লেখার তালিকায় চলে গেল। শ্যামলবাবুর যুক্তি বা চিন্তাধারা নিয়ে আমার কোন বক্তব্য নেই, থাকার মত পড়াশুনোও নেই, তবে অনেক বিলো দা বেল্ট প্রতিক্রিয়াকে তাঁর ঠান্ডা মাথায় ভদ্রভাবে অ্যাড্রেস করাটা আমি উদাহরনযোগ্য মনে করি।
    আবার বিপপালদা ঢিল, পাটকেল, সেম কয়েন সব কিছু নিয়েই বিগতস্পৃহ ও নিরুদ্বিগ্নমনা ঃ)
  • Binary | ০২ জুন ২০১১ ২২:২৯ | 198.169.6.50
  • ইসে, শমীক সেই কাল আমায় একটা গানের এম্পি৩ দেবে বল্ল, কই গেল ?
  • nk | ০২ জুন ২০১১ ২২:২১ | 151.141.84.194
  • এই বিপ আর সেই শ্যামল এদের দুজনকে রিং এ নামানো হলে কী হয় সেই ব্যাপারটা দেখার একটা প্রবল ইচ্ছা হয়। কিন্তু হায় সেই শ্যামল তো আর আসেন না! ঃ-(
    এ গুরুচ বা তার পক্ষা থেকে প্রতিভূ কেউ তো "এসো শ্যামল সুন্দর" বলে একট গান ছেড়ে দিতে পারে, নাকি? ঃ-)
  • nk | ০২ জুন ২০১১ ২২:১০ | 151.141.84.194
  • বিপ্‌ বিপ্‌ বিপ্‌ এই সিগ্ন্যাল আজকাল আর নাই? আগে জেমস বন্ডের সময় এসব ছিলো। ঃ-)
  • r2h | ০২ জুন ২০১১ ২১:৪৮ | 198.175.62.19
  • সে তো আমারও কতরকম মহাকাব্য রচনা করার ইচ্ছে। ছাগল, লুঙ্গী আরও কত কি। স্পনসর ও চাইনা। শুধু একটু পীড়ের দয়া...
  • Tim | ০২ জুন ২০১১ ২১:৪৮ | 198.82.22.152
  • বিপ শুনলেই আমার রিপ কার্বির কথা মনে পড়ে।
  • Tim | ০২ জুন ২০১১ ২১:৪৫ | 198.82.22.152
  • ছাগল নিয়ে মহাকাব্য ( নামও ঠিক আছে, ছাগলাদ্য বাণী) রচনা করার ইচ্ছা ছিলো। শুধু একজন স্পনসর পেলেই হয়। হ্যায় কৈ?
  • r2h | ০২ জুন ২০১১ ২১:৪৩ | 198.175.62.19
  • বলে কিনা নামে কি আসে আয়। নাম অনুমানের ওপরেই তো পুরস্কার। ভালো করে ঘোষনাটা দেখুন গিয়ে।
  • Tim | ০২ জুন ২০১১ ২১:৪২ | 198.82.22.152
  • প্রাইজ না জেনে আমি কখুনো প্রেডিক্ট করিনা।
  • pi | ০২ জুন ২০১১ ২১:৪১ | 72.83.97.171
  • নামে কী বা আসে যায়। টপিক এই।
  • r2h | ০২ জুন ২০১১ ২১:৪০ | 198.175.62.19
  • কক্ষনো বিপপালদা এই নামে টই খুলবেননা। আমি বেটিং চক্রে টাকা লাগাতে রাজী আছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত