এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:১৩ | 122.167.213.222
  • রোব্বার রাত্তিরে ফিরলাম, কুমু।
  • kumudini | ০৭ জুন ২০১১ ১২:১২ | 122.160.159.184
  • ব্যাঙ লুরু ফিরে এসেছ?এত তাড়াতাড়ি!!!
  • byaang | ০৭ জুন ২০১১ ১২:০৯ | 122.167.213.222
  • আমার কেসটা আবার বম্মার উল্টো। লে ছক্কা দেখে তার খুব ভালো লেগেছিল। এবারে কোলকাতা গিয়ে একদিন নৌকাডুবি দেখতে গেছিলাম, সারাক্ষণ সে "আর কতক্ষণ", "কখন শেষ হবে', 'আমি বাড়ি যাব', "জলতেষ্টা' এইসব বলে জ্বালাতন করতে লাগলো। বেরিয়ে বললো ""সিনেমাটা দেখার কী মানে ছিল? নাম নৌকাডুবি কিন্তু একটাও নৌকা ডুবতে দেখলাম না''
  • lcm | ০৭ জুন ২০১১ ১১:৩৯ | 69.236.173.93
  • অটোগ্রাফে আরডি-র গান নিয়ে ডায়ালগ আছে। তাই দেখে যাও বা একটু উৎসাহ পেলাম, কিন্তু যেই বলল যে অনামিকা নাকি আরডি-র আনকমন অ্যালবাম - তখনই জল ঢেলে দিল।
  • lcm | ০৭ জুন ২০১১ ১১:৩৫ | 69.236.173.93
  • অটোগ্রাফ দেখেছি। অবশ্য দেখলাম বলা ঠিক নয়, প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।
  • lcm | ০৭ জুন ২০১১ ১১:৩৪ | 69.236.173.93
  • *অন্যদিকে দেখো নিজেই নোংরা করছে
  • M | ০৭ জুন ২০১১ ১১:৩৪ | 59.93.175.12
  • আমার পোলা এখন অটোগ্রাফ দেখছে।সেদিন ফিল্মোৎসব না কিসে যেন অটোগ্রাফের গান শুনে খুব পছন্দ হয়েচে, তাই। দেখতে দেখতেও খুব উৎসাহিত হয়ে পড়ছেঃ ঐ দ্যাখো মা কটন গুলো অমন করছে না? কারোর মুখ দেখাচ্ছে না কেন? আখের রস করা দেখে বললো এটাও আমি জানি,তারপর রাজ্যের রকেট ছাড়া দেখে বললো, দেখেছো রেগে গেছে,লাস্ট যখন সেই চৌকো মুখের ছেলেটাকে(নাম ভুলে গেছি, যে কিনা ডিরেক্টর হয়েছিলো)দেখে বললো কি কিউট আমি তখন পালিয়ে এলাম। এদিকে সে জাপানিজ ওয়াইফ দেখবে আর লে ছক্কা কিনে দিতে বলেছে, আমি থৈ খুঁজে পাচ্ছি না।
  • lcm | ০৭ জুন ২০১১ ১১:৩১ | 69.236.173.93
  • ওহ! আর এই হয়েছে সিকি-র এক উপসর্গ - মাঝে মাঝে নাকঝাড়ার মতন খানিকটা করে ঘেন্না ফ্যাৎ ফ্যাৎ করে টই-তে ঝেড়ে দেয়।
    একদিকে ছেলেটা খেটেখুটে কোড সাফ্‌সুফ করে রিডিজাইন করছে, অন্যদিকে দেখো নোংরা করছে...
  • Arpan | ০৭ জুন ২০১১ ১১:২১ | 204.138.240.254
  • মনে হয় না আটকাবে তাতে। কিউসি/কিউএ-এর বেসিক প্রিন্সিপলগুলো তো একই।
  • kumudini | ০৭ জুন ২০১১ ১১:২০ | 122.160.159.184
  • কিউএ।
  • kumudini | ০৭ জুন ২০১১ ১১:২০ | 122.160.159.184
  • কিউসি অফ ফূড প্রডাক্টস তো!
  • Arpan | ০৭ জুন ২০১১ ১১:১৪ | 204.138.240.254
  • কবি বলে গেছেন, সব আইটি নয় সমান।

    তবে তোমার কোয়ালিটি অ্যাসুরেন্স, একটা ব্ল্যাক বেল্ট করে নিয়ে দিব্যি আইটিতে চলে আসতে পারো তো!
  • kumudini | ০৭ জুন ২০১১ ১১:০৯ | 122.160.159.184
  • চ্যাষ্টায় তো আছিই অর্পণ।হইয়া উঠতাসে না।
  • kumudini | ০৭ জুন ২০১১ ১১:০৭ | 122.160.159.184
  • কুমু,পরজন্মে হইও আইটি।

    মহারথীদের এট্টা কথা জিগাই-DEL VOSTRO/1015 এই মডেলের ল্যাপটপ ক্যামন হইবো?
  • Arpan | ০৭ জুন ২০১১ ১১:০৪ | 204.138.240.254
  • কুমুদি, লুরুতে কবে আসবা? ভালো একখান হোটেল দেইখ্যা রাখসি।
  • Arpan | ০৭ জুন ২০১১ ১০:৫৮ | 204.138.240.254
  • ওদের wfh অপশন আছে। ঃ(
  • kumudini | ০৭ জুন ২০১১ ১০:৫৪ | 122.160.159.184
  • ব্রতীন এত ছুটি কী ক্করে পায়?অ্যাঁ, ক্কী ক্করে?ল্যাদ খাবার ছুটি,ষষ্ঠীর ছুটি,বেড়াতে যাবার ছুটি?

    কোন আপিস ব্রতীনের?
  • Arpan | ০৭ জুন ২০১১ ১০:৫৩ | 204.138.240.254
  • লুরুতে রাতে আজকাল রাতের দিকে একটা পাতলা চাদর লাগে।

    হায়, আমার জেবনেও রাম অযোধ্যা কিছুই নাই।
  • Netai | ০৭ জুন ২০১১ ১০:৫০ | 121.241.98.225
  • আমি মূলত দুই প্রকার কারনে কয়েকফোঁটা চোখের জল ফেললাম-
    ১। দিল্লীতে বৃষ্টি না হবার দুঃখে।
    ২। ডিডিদার রামহীনতার জন্যে।
  • dd | ০৭ জুন ২০১১ ১০:১৮ | 124.247.203.12
  • ওঃ। আপুনেরা যারা বৃষ্টি প্রেমিক তারা গতোকাল সেন্নাই থাকলে খুব খুসী হতেন।

    দমফাটানো বৃষ্টি হলো তার সাথে এলোপাথারি বাজ আর একটানা বিদ্যুত। পাগলা হাওয়া।

    কিন্তু আমি নেহাৎই শুকনো,রামহীন এক নিষ্করুন সন্ধ্যা।

    কবি সাধে গেয়েছিলেন "তোমার ভুবনে মাগো কতো চাপ,উরিঃ বাপ"।
  • arindam | ০৭ জুন ২০১১ ১০:১২ | 14.139.193.50
  • অন্ধের যষ্টি
    জামাইষষ্টী ...
  • Arpan | ০৭ জুন ২০১১ ০৮:৫৯ | 112.133.206.22
  • নাঃ, সমবেদনার কিছু নাই। কড়কড়ে চেক আসে প্রতিবারই আর তা দিয়ে বাইরে ভালোমন্দ খাওয়া হয়।
  • pi | ০৭ জুন ২০১১ ০৮:৪৬ | 72.83.97.171
  • বোতিনদা তো দেখি ভারি লক্‌খী জামাই ! ঃ)
  • Bratin | ০৭ জুন ২০১১ ০৮:৩০ | 117.194.97.96
  • আজকে জামাইষষ্ঠী। একটু পরে সাজু গুজু করে বেরোবো। আজকে WFS , S = শ্বশুর বাড়ি।

    যারা প্রাবাসী জামাই, আজকের দিন টা মিস করছো তাদের জন্যে সমবেদনা রইলো।
  • pi | ০৭ জুন ২০১১ ০৮:২৯ | 72.83.97.171
  • নাকের্জ্জন্য হলে কি আর অপ্প অপ্প হইতো ? সে হতো ভারি ভারী ব্যথা।
    এ হল গানের জন্য। মূলত। ;)
  • r2h | ০৭ জুন ২০১১ ০৫:৩৬ | 67.96.80.214
  • তোমারই পথপানে চাহি, হিমাংশু দত্ত, কেউ দিবেন?
    আকাদার দেওয়া ইস্নিপ্সের ফোল্ডারটাতে সুমন সাবিনার কন্ঠে আছে, কিন্তু রেকর্ডিঙের স্পীডে গন্ডগোল আছে, এখন মাথায় ঢুকে গেছে, না শুনে পারা যাচ্ছেনা ঃ(
  • byaang | ০৭ জুন ২০১১ ০১:৪২ | 122.178.209.167
  • বচ্চেলোগ, হম ঘুমানে যাতা। তুমলোগ ভাটানা জারি রাখ।
  • Tim | ০৭ জুন ২০১১ ০১:৩৫ | 198.82.22.8
  • রূপকুমার? নির্ঘাৎ নাকেজ্জন্য ব্যথা।
  • pi | ০৭ জুন ২০১১ ০১:২০ | 128.231.22.150
  • আমার অপ্প অপ্প ব্যথা।
  • pi | ০৭ জুন ২০১১ ০১:১৫ | 128.231.22.150
  • উঁহু ! রূপুবাবু।
  • byaang | ০৭ জুন ২০১১ ০১:১১ | 122.172.245.81
  • কার গাওয়া? রাঘবের? ঐ চাঁদ কেন এল না আমার ঘরেটার কথা বলছিস?
  • byaang | ০৭ জুন ২০১১ ০১:০৯ | 122.172.245.81
  • ওদিকে ছেলে আবার আমার খেতে ক্রিস্টালের চাষ দিয়েছে। এক আঁটি ক্রিস্টালের বীজের নাকি কেনার খরচ ৫০মুদ্রা, আর বাড়ন্ত ফলন্ত এক আঁটি ক্রিস্টালের বেচার দাম ২০০মুদ্রা। আঁটি প্রতি দেড়শো মুদ্রা লাভ। ফেসবুকে খেলতে খেলতেই লাভক্ষতির অঙ্ক শিখে গেল, টেরও পেল না।
  • aka | ০৭ জুন ২০১১ ০১:০৭ | 168.26.215.13
  • ও চাঁদ গানটা হেব্বি।
  • byaang | ০৭ জুন ২০১১ ০১:০৫ | 122.172.245.81
  • এঃ, ভালো মনে করালি। আমিও একটু ট্রেজার ম্যাডনেস খেলে আসি।
  • aka | ০৭ জুন ২০১১ ০১:০৪ | 168.26.215.13
  • আকা তোদের মতন ফাঁকিবাজ নয়। মন দিয়ে কাজ করছে। সবে ফেসবুক শেষ হল।
  • byaang | ০৭ জুন ২০১১ ০১:০১ | 122.172.245.81
  • কিন্তু, আসল কোশ্নোটা হল - আঁকা কোঁথাঁয় গেঁল?
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৫৯ | 122.172.245.81
  • পেয়েছি, উত্তরও দিয়েছি।
  • Tim | ০৭ জুন ২০১১ ০০:৫৮ | 198.82.22.8
  • না না এইবার দ্যাখো। আগে পরে হয়ে গ্যাছে। ঃ-)
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৫৭ | 122.172.245.81
  • দেখলুম তো, নেই তো তোর থেকে কিছু।
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৫৭ | 122.172.245.81
  • না তক্ষুনি ছড়ানো হয়েছিল শুধুমাত্র আমার জন্যে। আমি তার আগে পনেরো মিনিট ধরে আমি কখন কোন রাস্তার কোন বাড়ির সামনে আছি এইসবের রানিং কমেϾট্র দিতে দিতে আসছিলাম কিনা। তাই উনি গোডাউন থেকে এনে ওনার রাস্তার ধারের টেবিলের উপর নামিয়ে রেখেছিলেন।
  • Tim | ০৭ জুন ২০১১ ০০:৫৬ | 198.82.22.8
  • ব্যাঙদি, মেল দ্যাখো।
  • r2h | ০৭ জুন ২০১১ ০০:৫৪ | 198.175.62.19
  • বলো কি, টেবিলে ছড়ানো ছিল? এতদিন তো এরা সব পুরনো আনন্দমেলা গুলো নিষিদ্ধ ইস্তেহারের মত লুকিয়ে রাখতো, হাজার গন্ডা জিজ্ঞাসাবাদ না করলে দেখাতেই চাইতো না। আর গড়িয়াহাট বাদে অন্য কোথাও তো পাওয়াই যায় নি। কলেজ স্ট্রীট, ধর্মতলা, যাদবপুর কেউ রাখতো না।
  • r2h | ০৭ জুন ২০১১ ০০:৫০ | 198.175.62.19
  • D
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৫০ | 122.172.245.81
  • ওরে অবোধ বালক, ৮২ থেকেই একেকটা সংখ্যায় একেকটা সম্পূর্ণ উপন্যাস বেরনো শুরু হয়েছিল।
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৪৮ | 122.172.245.81
  • তবে এবারে কিনতে গিয়ে একটা ছোট্ট মজা হল। সব কটা টেবিলের উপর ছড়ানো ছিল। একদম উপরে আর সামনে যেটা ছিল, সেটার মলাট দেখেই চমকে উঠলুম, এই বেগনি বেগনি ফুলওয়ালা এই মলাটটা তো আমি চিনি। অমনি হাতড়ে তোমাদের পাতাটা বার করলাম, তারপর একজন অষ্টমবর্ষীয় বালক এক সপ্তমবর্ষীয়ার লেখা কাব্যি পড়ে প্রথমে ফিকফিক, তারপর একটু রাগ রাগ ভাব দেখিয়ে বলল -- ""তুমি ভালো কোনো জন্তু বা পাখি নিয়ে লিখতে পারতে না?''
  • r2h | ০৭ জুন ২০১১ ০০:৪৫ | 198.175.62.19
  • নেহাৎ আজকাল রাইটার্স ব্লক (হুঁ হুঁ বাবা, রাইটার্স ব্লক) হয়েছে, নৈলে অর্বাচীন বিরাশির অনর্থক জাঁক ঐসব নিয়ে জ্বালাময়ী পদ্য লিখে দিতাম। কই ৭৬ আর কই ৮২।
  • byaang | ০৭ জুন ২০১১ ০০:৪০ | 122.172.245.81
  • তুমি খুশি থাক, নিজের আধা খেঁচড়া লিস্টির দিকে চেয়ে চেয়ে তুমি খুশি থাক।
  • r2h | ০৭ জুন ২০১১ ০০:৩৯ | 198.175.62.19
  • এই হচ্ছে ২০১০ এর মে মাসের শপিং লিস্টঃ

    1979
    18 July
    24 October
    21 November

    1980
    2 January
    13 February
    27 February
    26 March

    1981
    22 April
    20 May
    3 June
    1 July
    15 July
    29 July
    26 August
    9 September
    7 October
    21 October
    18 November
    2 December
    16 December

    1982
    7 April
    2 June
    30 June
    14 July
    22 September
    6 October
    20 October
    17 November
    1 December
    29 December

    1983
    1 June
    13 July
    19 October

    1984
    21 March

    বাকীগুলো আর লিস্টি বানাও হয়নি। তবে সেগুলো ঐ ৭৬ থেকে শুরু।
    হাহাহাহাহাহা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত