এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৭ মে ২০১১ ২১:০১ | 117.194.98.34
  • কিংবা তরমুজ ?
  • Tim | ২৭ মে ২০১১ ২০:১৩ | 198.82.20.229
  • তাবিজ লিখলেই বেশ একটা এক্ষপেরিমেন্ট হতো।
  • omnath | ২৭ মে ২০১১ ১৯:৩৩ | 117.194.193.90
  • নেতাই দা শ্রীজাত পড়েন না। এমা।
  • achintyarup | ২৭ মে ২০১১ ১৯:১০ | 121.241.214.38
  • আহা, তবুজ লিখলেই পাত্তেন। বেশ একটু নতুন মত হত
  • Netai | ২৭ মে ২০১১ ১৭:৪৬ | 121.241.98.225
  • সবুজের সবু র সাথে তাল মিলিয়ে তবু!!! আর 'জ' টা???? জটার মতন জটিল 'জ' টা বগলে গুঁজে হাওয়া? যাতা। ঃ)
  • Kaju | ২৭ মে ২০১১ ১৭:৪০ | 121.244.209.245
  • অনেক বড় হবার পরেও
    মন রেখেছ সবুজ
    বিশ্ব তোমার মাথার ভেতর
    হাসছ মুখে তবু

    হুঁ হুঁ, আমিও শ্রীজাত-র মত মিল দিতে পারি বাওয়া !
  • de | ২৭ মে ২০১১ ১৭:২১ | 59.163.30.6
  • ঃ))
  • Netai | ২৭ মে ২০১১ ১৭:১০ | 121.241.98.225
  • নানা। আপনি বু কেন হবেন। সবুজ হবেন। এখন আপ্নি ব। আরো ব হন। অনেক অনেক ব। একদম বু না। নো boo
  • de | ২৭ মে ২০১১ ১৬:৫৩ | 203.197.30.2
  • নেতাই, আর কি ব হবে? এবার তো বু হবে ঃ))
  • Netai | ২৭ মে ২০১১ ১৬:৪১ | 121.241.98.225
  • কাজু সঠিক পথেই এগুচ্ছিলে। ঐটা একটু প্যাঁচ কষেছিলাম। একটাই a থাকলে ওটা একটা a ও তো বটে।
  • Kaju | ২৭ মে ২০১১ ১৬:৩০ | 121.244.209.245
  • সকলেই সারাদিন ভাট বকে যায়
    আমারেই কুমুদিদি বকে কেন হায়?
  • kumudini | ২৭ মে ২০১১ ১৬:২৫ | 122.160.159.184
  • কাজুর কোন কাজ নাই?সব দেখচি কিন্তু।
  • Kaju | ২৭ মে ২০১১ ১৬:১৩ | 59.163.201.173
  • যাঃ। হল না? তো ফির আস্লি নাম ক্যা হৈ? পোসেনজিত? তাতে তো একটাই a। আপ্নি বল্লেন একটা a o হয়ে যায়, মানে আরেট্টা আছে, একই থাকে। তাই না?
  • kumudini | ২৭ মে ২০১১ ১৬:০৮ | 122.160.159.184
  • ঘি চপ্‌চপে হালুয়া,নুচি,স্বর্ণমন্দির-কী বলে রে এরা!শহর থেকে পঁচিশ কিমী দূরে ফেক্টরী দেখতে যেতে হবে,ঐ দিনেই ফেরা।
  • Netai | ২৭ মে ২০১১ ১৬:০৮ | 121.241.98.225
  • সলভ করার জন্য অন্য একটা ধাঁধা তো দিয়েই রেখেছিলাম। দেবযানীদি বড় হলে গোয়েন্দা হবে।
  • Bratin | ২৭ মে ২০১১ ১৬:০৮ | 122.248.183.1
  • না।
  • Kaju | ২৭ মে ২০১১ ১৬:০০ | 121.244.209.245
  • নেতাইদার পোকিতো নাম সৌমিত্র, রাইটো?
  • de | ২৭ মে ২০১১ ১৫:৫১ | 203.197.42.100
  • পোসেনজিৎ নাকি?

    কুমু, অমৃতসর দারুণ জায়গা, যতবার যাবে ততোবার ভালো লাগবে -- অতো ভালো খাবার আমি খুব কম জায়গায় খেয়েছি, লোকজনও ভারী দিলদরিয়া -- আর স্বর্ণমন্দিরে সন্ধেবেলা পুকুরের পাড়ে বসে ভজন শুনতেও দারুণ!
  • Netai | ২৭ মে ২০১১ ১৫:৩৭ | 121.241.98.225
  • আমার একটি a, oনার নামে "o" হয়ে যায়। এটুকুই বদলা বদলি।
  • Bratin | ২৭ মে ২০১১ ১৫:২৮ | 122.248.183.1
  • নিতাই র আসল নামের সাথে এক প্রথিতযশা বাঙালী চিত্রতারকার নামে একদম মেলে ঃ-))
  • Netai | ২৭ মে ২০১১ ১৫:২৭ | 121.241.98.225
  • চ্যাপ্টা হবার বড়োই সুবিধে। গড়ানো যায়না একদম।
  • Kaju | ২৭ মে ২০১১ ১৫:২৭ | 121.244.209.245
  • কুমুদি, আর কী যেন, সেই ঘি চপচপে পুরি আর হালোয়া খেয়ে আরেট্টু ওজন বাড়িয়ে ফিরে আসুন। ;-)
  • Bratin | ২৭ মে ২০১১ ১৫:২৫ | 122.248.183.1
  • ব্যাপক তো!! একটু চাপ নিয়ে স্বর্ণ- মন্দির টা ঘুরে নিও ।
  • Netai | ২৭ মে ২০১১ ১৫:২৪ | 121.241.98.225
  • পাঠায়ে দিলাম। আস্লি নামের সাথে। ঃ)
  • kumudini | ২৭ মে ২০১১ ১৫:২২ | 122.160.159.184
  • আমি রয়েচি,চিঁড়েচ্যাপটা।
    আপাতত অমৃতসর ট্যুর অ্যাভয়েড করার চেষ্টা কচ্চি প্রাণপণে।
  • Kaju | ২৭ মে ২০১১ ১৫:২০ | 121.244.209.245
  • নামশূন্যদা, পড়েননি পুরোটা যা বললাম? সেটাই তো বললাম, সাস্পেন কেন? এট্টু ওয়েট করার দরকার ছিল আর শোকজ এনাফ ছিল। ঠিকাছে?

    আর আগে কি উনি সি এম ছিলেন না কোনো স্টেপ নেবার অধিকার ছিল তাঁর?

    তক্কাতক্কি বড় শক্ত কাজ, আমার আসে না, তাই নির্জলা সত্যি যা মনে হয়, দ্ব্যর্থহীন বঙ্গভাষায় লিখে ফেলি। কথায় ফাঁক রাখার বিপদ তো জানি। ;-)
  • Bratin | ২৭ মে ২০১১ ১৫:১৮ | 122.248.183.1
  • হো হো ডি ডি দা!!

    যদি আপনার মতন একটা সবুজ মন পেতুম!!
  • dd | ২৭ মে ২০১১ ১৫:১২ | 124.247.203.12
  • কি পাওয়া যায় ফ্যাকটরীর ক্যান্টিনে? জানি না। আর আইডেন্টিফাই করতে পারি না।

    তিন রকমের টেক্সচার থাকে, কচকচে, ল্যাতপ্যাতে আর ছ্যাড়ছ্যাড়ে। আর রং তিন প্রকার হলদেটে, হাল্কা সবজেটে আর খুন খারাপি সবুজ।

    এ সবেরই পার্মুটেশন কম্বিনেশন করে চলে। তিন চার পদ। আর একটা একেবারে রক্তশুন্য ফ্যাকাশে দই। ব্যাস।
  • Bratin | ২৭ মে ২০১১ ১৫:০৭ | 122.248.183.1
  • ঃ-)))

    বাঙালী খাবার একেবারেই অমিল ।? যা পাওয়া যায় তাও কি চেন্নাই- আইজড?
  • dd | ২৭ মে ২০১১ ১৫:০৫ | 124.247.203.12
  • সত্যের পথ থেকে যে বিচুত হতে পারি না। ওটাই অভ্যেসে দাঁড়িয়ে গ্যাছে।

    তারপর আজকের লাঞ্চ যথার্থই বিদিকিস্রি ছিলো। নইলে আমি মমতার পথে গড়াই? নিজের চোখের সামনে ঘটলেও। স্পিকটি নট করে বসে থাকতাম।
  • Bratin | ২৭ মে ২০১১ ১৫:০১ | 122.248.183.1
  • চেন্নাই থেকে আপনার পেতোক্ষ দর্শী হবার দরকার টাই বা কী ছ্যালো!! ঃ-)))
  • dd | ২৭ মে ২০১১ ১৪:৫৮ | 124.247.203.12
  • এ তো বড়ো মুশকিল হোলো দেখছি হেথায় প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন লিখে।

    সেই ছায়া যুদ্ধ গড়াইতে গড়াইতে ভাটপাড়াতেও চলে এলো।

    নাঃ, আর সূচ্যগ্র জমি টুকু ও রইলো না।
  • saikat | ২৭ মে ২০১১ ১৪:৫৫ | 202.54.74.119
  • দুখে, জাস্ট কী আর বলি !!!!
  • Bratin | ২৭ মে ২০১১ ১৪:৫০ | 122.248.183.1
  • নিতাই, তোমার সেল নম্বর আমাকে মেসেজ করে দেবে 9830919012 তে।
  • Bratin | ২৭ মে ২০১১ ১৪:৪০ | 122.248.183.1
  • আমি রাজনীতি নিয়ে এখন আর কিছু লিখি না। আমার স্ট্যান্স হল ' ও রে অবোধ, তোর ওপরে নেই ভুবনের ভার' ঃ-))
  • Bratin | ২৭ মে ২০১১ ১৪:৩৯ | 122.248.183.1
  • নিতাই ঃ-)))
  • Kaju | ২৭ মে ২০১১ ১৪:৩৬ | 121.244.209.245
  • মম-র ওপর আমার আজ সত্যি সত্যি ভয়ানক রাগ হচ্ছে। গড়াই ঐ হাসপাতালের অধিকর্তা হয়েও নানা রকম অব্যবস্থা সম্পর্কে অ্যাদ্দিন কোনো স্টেপ নেননি কেন? আজকে চাকে ঢিল পড়ে সব বেরিয়ে যেতেই অপারেশনের অজুহাতে বিশাল দায়িত্বজ্ঞানসম্পন্ন ডাগদার সাজা হচ্ছে? যে সব বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন মমতা, তার সব কটাই ঠিক কিনা? এগুলো তো বহুকাল আছে। সরকার থেকে অর্থসহায্য মেলেনি বা ওদের করার সদিচ্ছা ছিল, বলুন তো দেখি গড়াইবাবু? তিনি বল্লেন নাই বা কেন ঠিক করে, যে, হ্যাঁ operation মিটে গেলেই বিকেলে গিয়ে রিপোর্ট দিয়ে আসব? ফোন সুইচ অফ রাখা আর অবজ্ঞা করা এক্ষেত্রে একই ব্যাপার নয় কি? তো এই দোষে আজ দিনটা ওয়েট করে তাপ্পর স্টেপ নিতে পারতেন মমতা, শোকজ বা চার্জশিট ব্যস হয়ে গেল। শুধু শুধু সাস্পেন্ড করে এক ড্রাম দুধে এক মগ চোনা ঢেলে বসে রইলেন। বাড়াবাড়িটা কেন ছাড়তে পারেন না? চারপাশে ছিদ্রান্বেষীর দল মুখিয়ে আছে একটু খুঁত পাব আর গুছিয়ে ঝাল ঝাড়ব। লোপ্পা ক্যাচ দিয়ে সুবর্ণ সুযোগ করে দেয়ার কোনো মানে আছে?
  • Netai | ২৭ মে ২০১১ ১৪:৩৬ | 121.241.98.225
  • ব্রতীনদা নিজের কাব্যপ্রতিভার মৌলিকতা নিয়ে কাল থেকে আশানিরাশার মাঝে এমন দোলাচলে দুলছে!!!!!!
  • Bratin | ২৭ মে ২০১১ ১৪:২৬ | 122.248.183.1
  • অ। ঃ-((
  • Kaju | ২৭ মে ২০১১ ১৪:২৫ | 121.244.209.245
  • এহে বোতিন্দা ভুল বুঝেছে। যেটা লিখলাম ওটা জটায়ু বলেছিলেন এবং ঐ দুটো লাইন রিপিট করেই যাচ্ছিলেন, পরের লাইন মনে ছিল না আর্কি। তাই ফেলুদা জুড়েছিল -

    কেন বাঘ এলে ডাকে ফেউ
    কুকুর করে ঘেউ ঘেউ
    খোকা কাঁদে ভেউ ভেউ
  • de | ২৭ মে ২০১১ ১৪:২২ | 203.197.42.100
  • ডিডি-দা ঃ))))

    নেতাই, বেশী গড়ায়েন না, কবে সাসপেন হয়ে যাবেন!
  • Netai | ২৭ মে ২০১১ ১৪:১১ | 121.241.98.225
  • আমি গড়াগড়ি খেলাম। হেসে।
  • de | ২৭ মে ২০১১ ১৪:১১ | 59.163.30.6
  • এরপর থেকে ডাগদারেদের মুখে মুখে তক্কো করা মানা ঃ(( -- এই তো সবে কলির সন্ধে, এটাই তো দেখবো বলে এদ্দিন ধরে বসে আছি!
  • saikat | ২৭ মে ২০১১ ১৪:০৭ | 202.54.74.119
  • শমীক, একটা প্রশ্ন ছিল।

    হরিদ্বার থেকে দিল্লী, গাড়ীতে এলে, ইদানীংকালের জমি নিয়ে ঝামেলার জন্য কোন সমস্যা হতে পারে?
  • dd | ২৭ মে ২০১১ ১৪:০০ | 124.247.203.12
  • প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন ঃ
    মমতাঃ এই ও। খবর্দার। আপ্নে কে? কৌন হ্যায় আপ?
    গড়াইঃ আমি, আমি তো। গড়াই।
    মঃ ক্ষীঃ এত্তোবড়ো সাহস? আমি খাড়িয়ে আছি আপ্নে গড়াচ্ছেন? কটা বাজলো খেয়াল আছে?
    গঃ মানে ঐ বা বা বা বারোটা বেজে গ্যাছে।
    ঃম ঃ এতো বড় আস্পোদ্দা? কার বারোটা বেজেছে যে আপুনে বা বা বা করছেন
    ?
    গ ঃ ম্ম্যা ম্ম্যা ম্ম্যা, আম্মি,মানে আম্মি
    সাংবাদিক ঃ দেখুন আপনাকে ভ্যাঙাচ্চে।
    সাংবাদিক ২ঃ এবং নির্লিপ্ত ভাবে
    মঃ তাহলে এক্ষুনি গলা কেটে ফেলুন, পরে না হয় স্যাক করা যাবে।

    (এ আমার নিজের চোখে দ্যাখা।)
  • Bratin | ২৭ মে ২০১১ ১৩:৫৭ | 122.248.183.1
  • আচ্ছা কুমু দি এই শুক্র বরের মার্কেটে কোথায় গেল? গুরু -গম্ভীর মিটিং মিছিল করছে নাকি?
  • Bratin | ২৭ মে ২০১১ ১৩:৫৫ | 122.248.183.1
  • তাহলে তো ঠিক ই আছে। সিকি পড়ে নিও কাজুর পোস্ট টা। কোথাও কোথাও ঘেউ ঘেউ নেই। তুমি মাঝে মাঝে ভালো ই 'আপন মনের মাধুরী' মেশাও। যাই হোক ঃ-))
  • Kaju | ২৭ মে ২০১১ ১৩:৪৭ | 121.244.209.245
  • কোট করতে ভুল করিচি। :-P

    ওরে তোরা কি জানিস কেউ
    জলে কেন ওঠে এত ঢেউ
  • Netai | ২৭ মে ২০১১ ১৩:৩৯ | 121.241.98.225
  • TV তে নাটকটা সরাসরি সম্প্রচার করা হয় নি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত