এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arya | ২৩ মে ২০১১ ১৭:৪৫ | 125.16.82.195
  • হ্যা, আমিও UGHS
  • kumudini | ২৩ মে ২০১১ ১৬:৩৯ | 122.160.159.184
  • কাজু,ছবিটি আমারই,বিশ্বাস করো আর নাই করো।শিশুটি জ্যেষ্ঠপুত্র।
  • Bratin | ২৩ মে ২০১১ ১৬:৩৬ | 122.248.183.1
  • আর্য্য তুমি ও UGS ?
    নিতাই অঙ্ক টা বুঝতেই পারি নি। ঃ-((
    তোমাকে সাইট গুলো ও দেওয়া হয় নি।
  • Arya | ২৩ মে ২০১১ ১৬:১৮ | 125.16.82.195
  • ও ব্রতীনদা, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এই মেলে deb.arya123@gmail.com
  • Netai | ২৩ মে ২০১১ ১৬:০৬ | 121.241.98.225
  • ও ব্রতীনদা, আঁকটা একটু কষে দিলেনা ঃ(
  • Bratin | ২৩ মে ২০১১ ১৬:০৩ | 122.248.183.1
  • সব্বার নাম দেওয়া আছে। অর্কুটে দেখে নাও। ঃ-)
  • Kaju | ২৩ মে ২০১১ ১৫:৫৯ | 59.163.201.173
  • বোতিন্দা, ১১৪৩ নম্বরে ডান্দিকে কে উনি?
    আর, ১১৪৮ এ রুপিয়া হাতে বেশ এক্টা 'এই একদম না, আমি দেব আমি দেব' ভাব, উনি-ই বা কে? ঃ-)
  • Kaju | ২৩ মে ২০১১ ১৫:৪০ | 121.244.209.245
  • থাঙ্কু। ঃ-)

    অর্কুট আর মুখবই দু জায়গাতেই ফেরেন্ড রিকোয়েস করে দিলুম। কুমুদি কেও করে দিয়েছি। কুমুদি ছবিটা কার মুখবইতে? আর শিশুটিই বা কে?
  • Bratin | ২৩ মে ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
  • ভেজে দিয়েছি।
  • Kaju | ২৩ মে ২০১১ ১৫:৩০ | 121.244.209.245
  • মেলাইডি ? এই লও।

    kausjuit85অ্যাট গিমেল
  • Bratin | ২৩ মে ২০১১ ১৫:৩০ | 122.248.183.1
  • কাজু, অর্কুটে আছো? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট ভেজে দাও।
  • Bratin | ২৩ মে ২০১১ ১৫:২৬ | 122.248.183.1
  • ও ই তো অর্পনের পাশে।
  • Bratin | ২৩ মে ২০১১ ১৫:২৫ | 122.248.183.1
  • কাজু, মেল আই ডি দাও। ভেজে দিচ্ছি।
  • kumu | ২৩ মে ২০১১ ১৫:২৪ | 122.160.159.184
  • দেবযানীর ফটো নাই তবে?
  • kumu | ২৩ মে ২০১১ ১৫:২২ | 122.160.159.184
  • সত্যি,সত্যি তসলিমা এলে কি আর আমরা ১৫৫৪৫-এ থাকতুম?২০০০০ ছাড়িয়ে যেতুম।
  • Kaju | ২৩ মে ২০১১ ১৫:২২ | 121.244.209.245
  • দেখেছ সব ছবি নিয়ে গপ্প কচ্চে, আর আমি তকন থেকে বলচি, আমাকে পাটাচ্চে না। ক্ষি ইন্সাল ! ছিঃ।
  • Bratin | ২৩ মে ২০১১ ১৫:২২ | 122.248.183.1
  • মোট তো ২ টি মহিলা। অন্য বাচ্ছা মেয়ে টি তো দেবযানীর মেয়ে।
  • kumu | ২৩ মে ২০১১ ১৫:২০ | 122.160.159.184
  • আর দেবযানী ?তিনি কোথায়?
  • Bratin | ২৩ মে ২০১১ ১৪:৫৮ | 122.248.183.1
  • ও তো স্যান। বলছে এখন ফোটো তুলতে হবে না । আরো কেজি দুয়েক ওজন কমলে তবে। কিন্তু অতক্ষন ওয়েট করা যায় কি? তুমি ই বলো?
  • kumudini | ২৩ মে ২০১১ ১৪:৫৬ | 122.160.159.184
  • কালো কাঁথাস্টীচের কুর্তা,দুটো forkদিয়ে x বা v দেখাচ্চেন,উনি কী তবে তসলিমা নন?কিনী তবে?একানে খুলবে না,যে নং দেব।
  • Bratin | ২৩ মে ২০১১ ১৪:৫৩ | 122.248.183.1
  • সেকি ?? কই নাতো? কত নম্বর ফটক??
  • Kaju | ২৩ মে ২০১১ ১৪:৫০ | 121.244.209.245
  • কেন কেন মেলে কেন? যেতে পাল্লুম্না বলে ফটো-ও দেখতে পাব না? বলি পিকাসা ফিকাসা কি নাই?
  • Netai | ২৩ মে ২০১১ ১৪:৪২ | 121.241.98.225
  • ইউ মিন, তসলিমা নাসরিন?????
  • kumudini | ২৩ মে ২০১১ ১৪:৩৪ | 122.160.159.184
  • ফটো দেখেছি তো,তোমাকে ছাড়া বাকীদের চিনতে পারলাম না।তসলিমাও এসেছিলেন?ক্ষী ক্ষান্ড!!!!!
  • Bratin | ২৩ মে ২০১১ ১৪:১২ | 122.248.183.1
  • তোমাকে, মেলে ভাটের ফাটো পাঠালাম তো!!
  • Kaju | ২৩ মে ২০১১ ১৪:০৬ | 121.244.209.245
  • কুমুদি, ঠিকই এটা আমারও গত কয়েকদিন থেকে মনে হচ্চে। গুরু ইজ নো লঙ্গার ফর আমা হেন ম্যাঙ্গো পিপুল, ওনলি ফর স্ট্রবেরী অ্যান্ড বেদানা পিপুল, যার ফলে আমি বড়ই বেদনাহত হইতেছি। ঃ-(
  • kumudini | ২৩ মে ২০১১ ১৪:০৬ | 122.160.159.184
  • ব্রতীন,আছো নাকি?কাল কোন ফটোর কথা বলছিলে?
  • Netai | ২৩ মে ২০১১ ১৪:০৩ | 121.241.98.225
  • বাঘের চিতাচরিত নিয়ে কেউ যাত্রা লিখলে আমি এই টাইটেলটা ধার দিতে পারি।

    জ্বলেনা ছাই, ছাই হলনা, বসে মাজায় ঘাড়ে ব্যাথা।
    'চিতায় বসে কাঁদছে দ্যাখো বাচ্চা বাঘের পিতা'।
  • Netai | ২৩ মে ২০১১ ১৩:৫২ | 121.241.98.225
  • ইদিকে কবি আবার বলে গেছেন জীবন সরলরেখা নয়।
  • kumudini | ২৩ মে ২০১১ ১৩:৫০ | 122.160.159.184
  • ঃ-(
    ডিডিদা পজ্জন্ত কটিন কটিন ভাষা লিকচেন।
    গুরু কী তবে আর খেটে খাওয়া মানুষের জন্য নয়?
  • lcm | ২৩ মে ২০১১ ১৩:৪৯ | 69.236.175.29
  • ডিডিস্যারের পেথ্‌থম লাইনটায় আবার থমকে যাচ্ছিলুম প্রায় - কন্‌ফুশিয়ান না কনফিউশন - তাই নিয়ে।

    বাঘের চিতাচরিত্র নিয়ে আর দ্বিধা নাই, একটি একরৈখিক পল্লীগীতির রেফারেন্সে একদম ক্লিয়ার।

    তবে কি, চারদিকে এত একরৈখিক রচনা, অথচ হাতে গোনা কয়েকটি একরোখা মানুষ...
  • dd | ২৩ মে ২০১১ ১৩:২৯ | 124.247.203.12
  • বাঘের চিতাচরিত্র নিয়ে কনফুসন ক্যানো?

    হিন্দু বাঘেরা মারা গেলে তাদের মরদেহ চিতায় দাহ করাই বিধেয়। সেই চিতার চরিত্র অনেক সময়েই বেশ খারাব হয়, ফ্যাঁস ফ্যাঁস করে একটুক্ষন জ্বলেই নিবে যায়। (যতোবার চিতা জ্বালাতে যাই নিবে যায় বারে বারে - একটি বিখ্যাত পল্লীগীতি)। এ ছাড়াও সুকুমার রায় ও তার আবোলতাবোল বইটিয়ে তুলনামুলক কাষ্ঠচরিত্র নিয়ে একটি প্রফুল্লকর পদ্দো লিখেছিলেন।

    এই সব একরৈখিক রচনা একটু আত্মীকরণ না করলে, হে ল্যাদোষ বাবু, মর্মোপলব্ধিতে শরটফল হতে বাধ্য।
  • kumudini | ২৩ মে ২০১১ ১৩:০৭ | 122.160.159.184
  • অভাগা যেদিকে যায়,
    কটিন বিষয় পায়।

    তার চেয়ে আসুন চিদানন্দকে স্মরণ করি-
    http://en.wikipedia.org/wiki/Chidananda_Dasgupta
  • lcm | ২৩ মে ২০১১ ১৩:০১ | 69.236.175.29
  • এ কি রে ভাই, যেদিকে যাই থমকে যাই....!!

    নতুন সরকারের নীতির টই-তে এখন কথা হচ্ছে - "....একরৈখিক বিশেষ্যভিত্তিক ভাষা....' নিয়ে -
    মমতার ভাষানীতিতে জনতার মনোনিবেশ।

    ওদিকে, ফকির-এর টইতে "...বাঘের চিতাচরিত্র...' পড়া থেকে - বাঘের চিতার চরিত্র, না, চিতা বাঘের চরিত্র - এ নিয়ে ধন্ধে আছি।

    আর, এদিকে নেতাই-এর ধাঁধার কি ভাষা! এফ ইউ... ...

    নাহ্‌।
  • Netai | ২৩ মে ২০১১ ১২:২১ | 121.241.98.225
  • ঃ(
  • Netai | ২৩ মে ২০১১ ১২:২০ | 121.241.98.225
  • *F(Ue=ঊএ২)=0.02
  • Netai | ২৩ মে ২০১১ ১২:১৮ | 121.241.98.225
  • এইটা একটা ধাঁধা (????)
    ৪০ টা switching event এর জন্যে ভোল্টেজের ভ্যালুগুলো (Ue) এসেছে এরকম-
    .১ (৩ বার)
    .৩ (২০ বার)
    .৫ (১৭ বার)
    একটা ভোল্টেজ Ue2 বের করতে হবে, যার থেকে বেশী ভোল্টেজ পাওয়ার সম্ভবনা 2%F(Ue=Ue2)=0.02
  • Netai | ২৩ মে ২০১১ ১০:২৭ | 121.241.98.225
  • গুগুল সার্চে আমি % চিহ্ন (যেমন- 2% probability) রাখতে চাইছি। কিন্তু পারছিনা। এর কি কোনো উপায় আছে?
  • pi | ২৩ মে ২০১১ ০৬:২৮ | 72.83.97.171
  • চিদানন্দ দাশগুপ্ত মারা গেলেন।
  • eito eTai aami | ২৩ মে ২০১১ ০৫:৫৮ | 122.160.241.17
  • হুম, এখনো সকাল বিছানা ছাড়েনি। তাতেই জোর-জবরদস্তি হাঁকডাক লাগিয়েছে দলবল। কি করি- সব ছেড়েছুড়ে সেই গোলমালে উঠে পড়েছি - এখন যাবোই বা কোথায়, খাবোই বা কী, ভেবে পাই না।

    ফিরে আসবো জানি - হয়তো সেটাই জানাতে এলাম।
  • aka | ২৩ মে ২০১১ ০১:৪৯ | 24.42.203.194
  • সবাই যখন পার্টিজান তখন ছজনের গ্রুপে তিনজন তিনোমুল আর তিনজন সিপিএম রাখো। কামড়া কামড়ি করুক। সব কমিটিতেই এই জিনিষ কোনো দলই করবে না। কিন্তু শিক্ষাতে যাতে রাজনীতি না ঢোকে তারজন্য যে দল তৈরি সেটাই একপেশে হলে মুশকিল।
  • nk | ২৩ মে ২০১১ ০১:২০ | 151.141.84.194
  • বড়াই আজ আসবেন না? লুচি খেয়ে মনভার?
  • nk | ২৩ মে ২০১১ ০১:১৯ | 151.141.84.194
  • ব্রহ্মদত্তের কথাও আর তেমন শোনা যায় না। অথচ জাতকে এনার রাজত্ব টাইম ইনডিপেনডেন্ট, যতবার বোধিসঙ্কÄ জন্মান সবসময়েই দেখা যায় ব্রহ্মদত্ত কাশীর রাজা! বড়ই রহস্য। এই ব্যাপারে গুরুর হনু মানে বোধি হয়তো কিছু জানেন। :-)
  • nk | ২৩ মে ২০১১ ০১:১৫ | 151.141.84.194
  • পসেনদি :-)
  • nk | ২৩ মে ২০১১ ০১:১৫ | 151.141.84.194
  • বিন্দুসার বিম্বিসারে গুলিয়ে যেতো আমাদের। তখন কুইজ মাস্টার কইতেন, বিন্দু না বিম্বি? :-)
  • achintyarup | ২৩ মে ২০১১ ০১:১৪ | 121.241.214.38
  • বিম্বিসার একটু ধূসর হয়ে গেছেন। আর প্রসেনজিৎ তো এখনো টালিগঞ্জ কাঁপাচ্ছেন
  • nk | ২৩ মে ২০১১ ০১:১৩ | 151.141.84.194
  • বিম্বিসারকে মনে পড়ে অচিন্ত্য? প্রসেনজিৎকে? :-)
  • nk | ২৩ মে ২০১১ ০১:১১ | 151.141.84.194
  • সুদিন, শ্যামাকান্ত এনাদের কী হোলো? পবিত্র বাবু এখন কোথায়? সেই মিত্রবাবুর পেটে ব্যথা সেরেছে?
  • pinaki | ২৩ মে ২০১১ ০১:১০ | 122.164.144.138
  • নাঃ। ঘুমাই গে। কাল আবার পাপগত দিনক্ষয়। সুদু আকা পিবিতে গেলে সিসিতে যেন আমারে নেয় - এই দাবী রেখে ঘুমুতে গেলুম।
  • pinaki | ২৩ মে ২০১১ ০১:০৮ | 122.164.144.138
  • ন্যাড়াদার এবার ডায়রেক্ট মমতাকে এসেমেস করতে হবে মনে হচ্চে। ভূমি, ভুমিসংস্কার মমতার হাতেই। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত