এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৬ মে ২০১১ ১৮:৩৮ | 121.241.98.225
  • আকাদার একদা পাকানো হাত এখন ছেলেখেলার সাথ দিচ্ছে শেষমেশ। কি দুর্দিন। দুর্বিষহ।
  • Netai | ২৬ মে ২০১১ ১৮:৩৫ | 121.241.98.225
  • কুমুদি, তোমার এই কুকামনা করা খুব অন্যায়। ভাতে মারার এই চেতাবনী তে আমি ডরাইনে।
  • kumudini | ২৬ মে ২০১১ ১৮:৩৩ | 122.160.159.184
  • ধ্যাত্তেরি,কর্ব,কর্ব কচ্ছ ক্যানো অ্যাঁ?করো তো সহী।
    এখন,এই সাড়ে ছটার সময় মিটিন-ভাবা যায়?
  • achintyarup | ২৬ মে ২০১১ ১৮:২৭ | 121.241.214.38
  • আমি তো বৈ-এর বেওসা করব
  • kumu | ২৬ মে ২০১১ ১৮:২৬ | 122.160.159.184
  • কে যেন বল্লো খাতা/পিন্সিলের ব্যবসা কর্বে?আমি তাতে জইন দেব।

    বাচ্চারা পড়াশুনো কর্বেই কর্বে,আর খাতাও কিনবে।
  • aka | ২৬ মে ২০১১ ১৮:২৩ | 168.26.215.13
  • কিসের জন্য? এমনিতে একখান আইপ্যাড আমার বস দেছে, মিটিঙে গিয়ে ভ্যালুয়েবল ইনপুট দেবার জন্য। আমি মিটিংয়ে গিয়ে তাতে গুরু দেখি। তাতে বস কইল, আগে লোকে মিটিংয়ে এলে কথা কইত, এখন দেখি শুধু তথ্য ঘাঁটে।
  • achintyarup | ২৬ মে ২০১১ ১৮:২১ | 121.241.214.38
  • @ aka : kindle বা ঐরকম কিছু ট্রাই করে দেখেছো?
  • kumudini | ২৬ মে ২০১১ ১৮:১২ | 122.160.159.184
  • কাজু,নেতাই-এদের চাগ্রী যাবে শীগ্গিরই।
    কিন্তু কুমু,দে ,ব্রতীন-এদের যাবে না,থাগবে,চিরস্থায়ী হয়ে।
  • aka | ২৬ মে ২০১১ ১৮:১২ | 168.26.215.13
  • আমার দাবার প্রতিভা আমি নিজেই দাবায়ে দিয়েছি। একবার হার্ভাড স্কোয়ারে পয়সা দিয়ে দাবা খেলতে গেলাম। আমার লেভেল দেখে পরের বার পয়সা দেওয়া সত্বেও আমার দিকে উনি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে অন্য একজনকে ডেকে নিলেন। এখানেও সিংফোট, টিম এরা বলে বলে বাঁ হাতে দাবা খেলে আমাকে হারিয়েছে। এখন শুধু আমি ছেলের সাথে খেলি।
  • Netai | ২৬ মে ২০১১ ১৮:০৮ | 121.241.98.225
  • আকাদা বাহ। দাবায় আছো তুমিও। শুধু আমি ই দেখছি দাবায়ে রেখেছি, আমার দাবার প্রতিভাটাকে।
  • aka | ২৬ মে ২০১১ ১৮:০৩ | 168.26.215.13
  • বোতীন, খবর ভালই। দাবা কেমন চলছে?
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:৫৯ | 121.241.98.225
  • ব্রতীনদা ঃ)))
  • aka | ২৬ মে ২০১১ ১৭:৫৯ | 168.26.215.13
  • টয়লেটে বসে কিছু পড়তে গেলে পায়ে ঝিঁঝিঁ ধরে। বিছানায় শুয়ে পড়তে গেলে হাত ব্যথা হয়ে যায়। নতুন একটা টেকনলজি চাই, আমি শুয়ে থাকব, বই ধরে থাকবে, সময় হলে পাতা উল্টে দেবে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৭:৫৬ | 122.248.183.1
  • না না ও ই রকম করবে না। সব কাজ শেষ করে ধীরে সুস্থে তবে বেরোবো!! ঃ-))
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:৫৪ | 121.241.98.225
  • হ্যাঁ হ্যাঁ। টোকা পড়ে। আমিও পড়ি। মাঝপথে থাকলে আমি আবার পড়িমরি করে বেরোতে পারিনা।
  • P | ২৬ মে ২০১১ ১৭:৪৯ | 193.28.178.61
  • আরো একটু খুঁজে পেতে পেয়ে গেলুম !
  • de | ২৬ মে ২০১১ ১৭:৪৮ | 203.197.42.100
  • জনপদে বুঝি টয়লেটে টোকা পড়ে না?
  • P | ২৬ মে ২০১১ ১৭:৪৫ | 193.28.178.61
  • জয় , কোন লিংকি থেকে কিনছেন উনিশপাউন্ডে ? আমি গুগলিয়ে আনন্দপাবে গে তো শুদু চৌকো বাক্সো দেখছি ঃ((
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:৪৩ | 121.241.98.225
  • প্রকাশনী বলতে মনে পড়লো, আজ সকালে একটা কবিতা লিখেছিলাম। এক আজব কলে, কালের বিপরীতে চলা এক অদ্ভুত ক্ষণজন্মা সৃষ্টি। ওর কপিরাইট ধরে রাখলাম নিজের হাতে। কবিতা, ছড়া বা বন্ধুত্বের হাত, কিছুই হাতছাড়া করতে চাইনা আমি কিছুতেই।
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:৩৬ | 121.241.98.225
  • প্রকাশনী তো খ্যাল করিনি। তবে ওটা গল্প সমগ্রই বটে। অনেক গল্পের সমাহার।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৭:৩২ | 122.248.183.1
  • অ। অন্নপুর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত 'শিবরামের গল্প সমগ্র'?
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:৩০ | 121.241.98.225
  • আমাদের ফ্ল্যাট আসলে ছোটোখাটো জনপদ। সপ্তসাথীর তপ্ত বাদানুবাদ, বার্তালাপ সহ নানাবিধ বাধার সম্মুখিন হতে হয় পদে পদে। টয়লেট ই নিরাপদ আর নিরুপদ্রব দেখেচি সবদিক থেকে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • ইয়ে, শিবরামের গপ্পো গুলো টয়লেটে বসে পড়লে কি সুবিধা হয় অ্যাঁ?
  • de | ২৬ মে ২০১১ ১৭:১৭ | 59.163.30.3
  • গল্প পড়ার জন্য অ্যাতো জায়গা থাকতে শেষে টয়লেটে? --
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:১৪ | 121.241.98.225
  • বাক্যগঠন দেখে খ্যায়াল করছেন নিশ্চয়? শিবরামিয় প্রভাব?
    সত্যটা বলেই দি। যদিও জানি, ব্যাক্তিমর্যাদার হানি হবে তাতে। আসলে, আজকাল দোকানে একটু দেরিতে আসি, ঘুম ভাঙ্গার সময় অপরিবর্তিত রেখেই। লেটে আসার জন্য পাওয়া বাড়তি সময়টুক খরচা না করে টয়লেটে ঢেলে দিই। বসে বসে শিব্রামের দ্রাম দ্রাম গল্পগুলো পড়ে।
  • de | ২৬ মে ২০১১ ১৭:০৫ | 59.163.30.4
  • *পারার, উঃ!
  • de | ২৬ মে ২০১১ ১৭:০৩ | 59.163.30.4
  • পিসিদের কোলে নিতে না পরার প্রবলেম থেকেই কোলপিসির উদ্ভব!
  • Netai | ২৬ মে ২০১১ ১৭:০০ | 121.241.98.225
  • পিসি নিয়ে মশাইরা আর কলম পিষেননা। এমনিতে জগতে পিসি বৃদ্ধির হার কমে গেছে ল্যাপির দৌরাত্মে। নিজেকে অন্যের দ্বারা সহজে বাহিত হতে না দেওয়ার প্রবনতা যে এরম সংকটপুর্ন পরিস্থিতির জন্ম দেবে তা পিসি কি ভেবেছিল কোনদিন?
  • de | ২৬ মে ২০১১ ১৬:৫৯ | 59.163.30.4
  • আমি ফাফ আর সোলাইমানলিপি রি-ইন্সটল কল্লাম -- কাল অব্দিও ঠিক ছিলো, আপডেট হওয়র পর থেকেই বেগড়বাঁই!
  • Jay | ২৬ মে ২০১১ ১৬:৫৭ | 90.200.14.204
  • ন্যাড়াদা আর তিলস্যারকে ধন্যযোগ। আমার সমিস্যে মিটেছে, উনিশ পাউন্ডে দেশ, আনন্দলোক, সানন্দা আর আনন্দমেলা বচ্ছরভর!
  • Kaju | ২৬ মে ২০১১ ১৬:৫৬ | 59.163.201.173
  • ডিডিদার কথা তো নয়, একেবারে বোহ্মাস্তর !
  • nyara | ২৬ মে ২০১১ ১৬:৫৫ | 203.110.238.17
  • আমার বঙ্গলিপি করিতেছে কর্ম । ফাফ 4.0.1, Windows XP
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৫৫ | 122.248.183.1
  • হো হো ঃ-)))
  • dd | ২৬ মে ২০১১ ১৬:৫৩ | 124.247.203.12
  • হ্যাঁ, আমারও বংগোলিপি আর কাজ করচে না।

    কে জানে কে বা কারা কোথায় কি আপডেট করে বসে আছে। মোটকথা এক বর্ণও লেখা যাচ্ছে না।

    আমাদের সিকি দেখছি বিশ্বময় দিতেছে জ্ঞান ছড়ায়ে।

    তবে আমি কম্পিটারোয়ালাদের ঘাঁটাই না, ঐ ফোনে টোনে। বাড়ীতে এসে চুপচাপ করবে তো করো।

    সেদিন ক্ষি একটা সমস্যা হতেই এক কম্পিউটারোয়ালা আমারে জিগায় আপ্নের ইউ এস বি পোর্ট কটা? আমি তো আকাশ থেকে পল্লাম। সে কে? কোথায় পাবো তারে।

    সে কইলো আপনের পিছনে কটা ছ্যাঁদা একটু দেখুন না। আমি এমত অবস্থায় বাধ্য হলাম ফোন কেটে দিতে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৫১ | 122.248.183.1
  • সেই ছবি আমাদের দেখানো হোক!!
  • Kaju | ২৬ মে ২০১১ ১৬:৫০ | 59.163.201.173
  • পিসি দু জায়গাতেই থাকতে পারে। সে পিসের কাছে হোক বা আপিসে।
  • de | ২৬ মে ২০১১ ১৬:৪৭ | 59.163.30.4
  • কুমু, আমার মুখবই নাই!

    ফোটোতে সৈকতের মুখ দেখেই আমরা হেসে কুটিপাটি!
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৪৬ | 122.248.183.1
  • পিসি তো বাড়িতেই থাকে। আফিসে পিসি থাকে শুনেছো কেউ? ঃ-))
  • de | ২৬ মে ২০১১ ১৬:৪৪ | 59.163.30.4
  • ঠিক আছে সিকি, নতুন দোকানে খুব ব্যস্ত বুঝি?

    তবে আমার বাড়ির পিসিতে প্রবলেম নাই, আপিসেই প্রবলেম --

    আর হ্যাঁ, সিকি হলো ইউনিভার্সাল দাদা -- ওখানে কোন কথা হবে না ব্রতীন!
  • Netai | ২৬ মে ২০১১ ১৬:৪৩ | 121.241.98.225
  • আমার ফাফ ইউনিকোডে বাংলা দিব্বি আসে। বাংলাপ্লেন আর আসেনা
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৩৯ | 122.248.183.1
  • আকা, দিন কাল কেমন কাটছে?
  • aka | ২৬ মে ২০১১ ১৬:৩৪ | 24.42.203.194
  • সিকি তো গ্লোবাল জগুদা। ফ্রান্স থেকে কল, মুম্বাই থেকে কল।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৩৪ | 122.248.183.1
  • ইয়ে দেবযানী বালিকে নয়, ইনফ্যাক্ট তোমার থেকে বেশ বড় ই হবে!!
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:৩২ | 122.248.183.1
  • হ্যাঁ । বেশ ক'টা ফোটো তুলেছে। দেখেছি।
  • siki | ২৬ মে ২০১১ ১৬:২৯ | 123.242.248.130
  • দেবযানী বালিকে,

    তুমি মুম্বইবাসিনীই তো এখনো? রাতের দিকে আমাকে পিঙিও তো। সারিয়ে দেব।
  • kumudini | ২৬ মে ২০১১ ১৬:২৮ | 122.160.159.184
  • ফেসবুকে দাও না কেনে।অক্কুটে অ্যাকাউন্ট নাই।
  • saikat | ২৬ মে ২০১১ ১৬:২৮ | 202.54.74.119
  • এ কী রে ভাই !
    তোমার মেয়ে আবার ছবি তুলল কখন?
    আমি স্যানের মত কাঁটা-চামচ দেখালাম।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:২৭ | 122.248.183.1
  • একটু সোজা সোজা ধাঁধা দিতে কী হর অ্যাঁ??
  • de | ২৬ মে ২০১১ ১৬:১৯ | 59.163.30.3
  • আমি কোনকালে অক্কুটে কোন ছবি দি না, ল্যাদেচ্চোটে -- কিন্তু সৈকতের খানকয়েক ছবি আমার মেয়ে এমন তুলেছে -- এই উইকএন্ডে দিয়েই দেবো!
  • de | ২৬ মে ২০১১ ১৬:১৬ | 59.163.30.3
  • ডিডিদা, সেটাও করেছি তো -- মানে সেভাবেই তো চলছিলো এদ্দিন, এর মধ্যে ফাফ-টা আপডেট হয়ে গিয়েই আর কিচ্ছু খুলছে না, আমি তো রুপালী ইত্যাদী ফন্টেও চেষ্টা কল্লাম, কিচ্চু হচ্ছে না ঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত