এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৬ মে ২০১১ ১৬:১৫ | 121.241.98.225
  • কাজু লাজবাব। তবে ধাঁধার জবাব বোধহয় আর এলনা।
    ঃ-(
  • saikat | ২৬ মে ২০১১ ১৬:১৪ | 202.54.74.119
  • ডিডিদাকে সেই যে ক্যাডবেরী খাওয়ার উপদেশ দিয়েছিলাম, মানছেন?
  • dd | ২৬ মে ২০১১ ১৬:১২ | 124.247.203.12
  • অ্যাট দে।
    সুদু বংগোলিপি নামালেই তো হবে না চাঁদু, সুলেইমান লিপি ডাউনলোড করে ফন্টে ভরে ফেলেতে হবে।
    অ্যান্ড সেই লিপির ফন্ট সাইজ বড় করে নিতে হবে নইলে খুব ক্ষুদে ক্ষুদে দেখাবে। বছর কুরি পরে যখন চালসে হবে তখন ক্যামনে দেখবেন ? বেলাবেলি সাবধান হওয়াই ভালো।

    আর এটা নিজে নিজে না কত্তে পার্লে ডঃ অপ্পনকে বাড়ীতে ডাকুন।

    নান্য পন্থাঃ,কি জানি বলে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:০৬ | 122.248.183.1
  • আহা লুঙ্গি নয় গুরু!!
  • Bratin | ২৬ মে ২০১১ ১৬:০৫ | 122.248.183.1
  • টানুন টানুন। ঠিক মতো টানতে পারলেই খুলে যাবে।
  • Netai | ২৬ মে ২০১১ ১৬:০৪ | 121.241.98.225
  • কাটাকুটি করে রক্ষীচাপাদিয়ে কোনমতে রক্ষে করেচেন। নইলে, মানে লুঙ্গিচাপা দিয়ে রক্ষী করলে চাপ ছিল। রক্ষক আর রক্ষক যাদের রক্ষা করতেন এই দুপক্ষের জন্যেই। রক্ষা থাকতোনা করুরই বোধহয়।
  • Kaju | ২৬ মে ২০১১ ১৬:০৪ | 121.244.209.245
  • এটা নেতাইদার জন্যি -

    সূর্যের ভোল্টেজ তীব্র এখন এ বঙ্গে
    রাজ্যবাসী গুরুভ্রাতা মেতে নব রঙ্গে
    নব সরকার এলো ভাবনাপাহাড়
    ভেঙেছে মস্তকে, তাই তক্কো ধুন্ধুমার
    চারশো চল্লিশ ভোল্ট ছুটছে বচনে
    কলহবিবাদ বুঝি লাগে প্রতিক্ষণে
    তারও পরে খোঁজো তুমি ধাঁধার জবাব?
    ভোল্টেজ বাড়লে ভাটে জ্বলে যাবে দাব।

    কুমুদি, এট্টু ফাঁকা আছি তাই। জানেনই তো, অলস মস্তিষ্ক ইত্যাদি প্রভৃতি ঃ-)
  • de | ২৬ মে ২০১১ ১৬:০২ | 59.163.30.3
  • ফাফ 4.0.01 এ ইউনিকোড-ভার্সানটা আসছে না, বঙ্গলিপি ইন্‌স্‌টল হলো কিন্তু স্ক্রিপ্টটা ঠিকঠাক আসছে না -- ঃ((, কেউ হেল্পাবে?
  • de | ২৬ মে ২০১১ ১৫:৫০ | 59.163.30.3
  • *রক্ষে
  • de | ২৬ মে ২০১১ ১৫:৪৯ | 59.163.30.3
  • দুখেকে বিছুটির হত থেকে দরকার হলে লুঙ্গী চাপা দিয়ে রক্ষী কত্তে হবে ঃ))

    গুরু খুলছে না ঃ((
  • kumu | ২৬ মে ২০১১ ১৫:৪৭ | 122.160.159.184
  • কোথায়?
  • kumudini | ২৬ মে ২০১১ ১৫:৪৬ | 122.160.159.184
  • ১।দুখেকে বিছুটি দেয়ার কথাটা বেশ পছন্দ হল,কে কইল এটা?সে বিছুটি কথায় পাবে?অ্যাসিড(৯৯%) হলে কাজ চলবে

    ২।কাজু,আপিস টাইমে বসে বসে পদ্য লিখচ কেন?
    ৩।চিকিৎসকের চিকিৎসিত হওয়ার নানাবিধ সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে এই গুরুর পাতায় ক্ষে লিখে গেছে?ক্ষে?
    কুমু ও ব্যাং-পিছিয়ে পড়ুন।
  • siki | ২৬ মে ২০১১ ১৫:৪২ | 123.242.248.130
  • ও পারেতে বিষ্টি এল, ঝাপসা গাছপালা
    এ পারেতে মেঘের মাথায় একশো মাণিক জ্বালা।

    -- দিল্লির আকাশ।
  • Netai | ২৬ মে ২০১১ ১৫:২৬ | 121.241.98.225
  • value of voltage having 2% probability of being exceeded
    ধাঁধাটার সলিউসন কই?
  • Kaju | ২৬ মে ২০১১ ১৫:০৮ | 121.244.209.245
  • ছি সিকিজেঠু, অমন বলে? আমি তোমার ভাইপো হই না? ঃ-)
  • Bratin | ২৬ মে ২০১১ ১৫:০৬ | 122.248.183.1
  • আমদের সঙ্গে বেশী হাজালে কাজু র গেঁজে যাবার সম্ভাবনা '১' র কাছাকাছি।ঃ-))
  • lcm | ২৬ মে ২০১১ ১৫:০২ | 69.236.175.29
  • জু আছে।
  • siki | ২৬ মে ২০১১ ১৫:০০ | 123.242.248.130
  • কাজুর মধ্যে কাতলিও আছে। বিচ্ছিরি খেতে।

    আর কাজুকে বেশি গেঁজিয়ে দিলে তার মধ্যে ফেনীও আছে।
  • lcm | ২৬ মে ২০১১ ১৪:৪৯ | 69.236.175.29
  • কাজুর মধ্যে বরফি আছে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৪:৪৬ | 122.248.183.1
  • পাগল পাগল!! ঃ-))

    আমি আগেই বলেছিলাম কাজু র মধ্যে জিনিস আছে। একটু নারচার করতে হবে শুধু।
  • Kaju | ২৬ মে ২০১১ ১৪:৪০ | 59.163.201.173
  • দুখেদা এইটা বলে দিন সগ্গলেরে -

    ফোড়ন কাটি বলেই শুধু
    দুখে-র পরে রাগ করো
    লেকচারে আর ঝাঁঝের জোরে
    মম-র মুন্ডু পাত করো
    তার বেলা?

    হাল্কা খোঁচা দিচ্ছি বলে
    বিছুটি ঘষার তাল করো
    কাদামাখা বর্শা ছুঁড়ে
    গুরুর পাতায় ঝড় তোলো
    তার বেলা?
  • lcm | ২৬ মে ২০১১ ১৪:৪০ | 69.236.175.29
  • ব্যাড ইকনমি জোক...

    Q: What?s the difference between an investment banker and a large pizza?
    A: A large pizza can feed a family of four.
    ----
    Q: What?s the difference between Investment Bankers and London Pigeons?
    A: The Pigeons are still capable of making deposits on new BMW?s.
  • saikat | ২৬ মে ২০১১ ১৪:৩৯ | 202.54.74.119
  • দুখেকে বিছুটির হাত থেকে চোখের মণির মত রক্ষা করতে হবে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১৪:৩২ | 122.248.183.1
  • দুখে কে কিছু বলা হলে আমি ছেড়ে দেব না। ঃ-))

    দুখে হল গুরু র সম্পদ। ওর ওয়ান লাইনার গুলো গুরু তে টাটকা বাতাস নিয়ে আসে।

    আমি RHC তে খেয়ে এসে এখন ঝিমোচ্ছি।
  • siki | ২৬ মে ২০১১ ১৪:৩২ | 123.242.248.130
  • কবি বলেছেন, গুরুর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান?
  • lcm | ২৬ মে ২০১১ ১৪:১৫ | 69.236.175.29
  • আমি শুধু দুখেকে ছেড়ে দিতে মানা করেছি। বেঁধে রাখতে বলেছি। গুরুতে।
  • siki | ২৬ মে ২০১১ ১৪:১৩ | 123.242.248.130
  • ইন্দোর চিকিৎসার ব্যাপারে একটা সুন্দর সেন্টেনস আমরা স্কুলজীবনে বলতাম, জিভের আড় ভাঙানোর জন্যঃ

    এটা খুব তাড়াতাড়ি বলতে হবে, জোরে জোরে।

    যদি কোনও চিকিৎসক অপর কোনও চিকিৎসকের চিকিৎসা করে থাকেন, তবে সেই চিকিৎসিত চিকিৎসকের, চিকিৎসাকারী চিকিৎসকের চিকিৎসা করবার অধিকার আছে কি?
  • siki | ২৬ মে ২০১১ ১৪:১০ | 123.242.248.130
  • দুখে, আমি যে আদর করে দিলাম, তার্ব্যালা?
  • dukhe | ২৬ মে ২০১১ ১৪:০৯ | 122.160.114.85
  • নাঃ - চুপ করবে না ?!? কেউ রচপাল সিংঅএর কাছে কানমলা খেতে পাঠাবে, কেউ বিছুটি লাগানোর তাল করবে - আর দুখে নাচতে নাচতে হাজির হবে ? কী আবদার মাইরি !
  • saikat | ২৬ মে ২০১১ ১৪:০৫ | 202.54.74.119
  • কিন্তু দুখে কীরকম চুপ মেরে গেছে।
  • Lama | ২৬ মে ২০১১ ১৪:০৪ | 203.132.214.11
  • আসিতেছে! আসিতেছে!!!

    সুনীল গঙ্গোর "হলদে বাড়ির রহস্য' ও শীর্ষেন্দুর "মনোজদের অদ্ভুত বাড়ি' উপন্যাসদ্বয়ের ছায়াবলম্বনে-

    "ব্রতীনদের অদ্ভুত সবুজ বাড়ি'

    সপরিবারে আসুন!
  • Lama | ২৬ মে ২০১১ ১৪:০২ | 203.132.214.11
  • ইন্দোর জন্য ডাক্তার?

    মানে চিকিৎসকের চিকিৎসক? মানে চিকিৎসিত চিকিৎসক !
  • nyara | ২৬ মে ২০১১ ১৪:০১ | 203.110.238.17
  • আমার আর জমি হবে না। অভাগা যেদিকে চায় ... । এবার দেখি খাতা-বই কি অফিস সাপ্লাইয়ের ব্যবসায় নেবে যদি কিছু হয়!
  • siki | ২৬ মে ২০১১ ১৪:০০ | 123.242.248.130
  • সত্যি বলতে আম্মো। দুখে-কে ছুটি বা বিছুটি, কোনওটাই এই মুহূর্তে পারমিট করা যাচ্ছে না।
  • P | ২৬ মে ২০১১ ১৩:৪০ | 193.28.178.61
  • দুখেকে বিছুটি-টিছুটির প্ল্যানের পোতিবাদ কচ্চি , আমি দুখের হেব্বি ফ্যান ঃ)
  • siki | ২৬ মে ২০১১ ১৩:২৩ | 123.242.248.130
  • হুঁ। আমারো কতা হেতা কেহো তো বলে না ...
  • santanu | ২৬ মে ২০১১ ১২:৪৬ | 82.112.6.2
  • সল্টলেকে ৬৪ কাঠা জমি খালি হয়ে গেল। ন্যাড়াবাবু, আর একবার এস এম এস করবে নাকি?
  • Netai | ২৬ মে ২০১১ ১২:২৩ | 121.241.98.225
  • আমি বুঝতে পারিনা এই ধরনের মামলায় হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এর রায় উল্টো কেমন করে আসে। জেসিকা লাল মামলায় রায় ওল্টানোর ব্যাপার তবু বোঝা যায়। অনেক সাক্ষী সবুদ বয়ান পুলিশের মতিগতি অনেক ব্যাপার জড়িয়ে থাকে। কিন্তু সৌরভের কেসটাতো স্রেফ ডকুমেন্ট নির্ভর। এক ই ডকু দেখে দুই আদালতে দুরকম রায়????? নাকি অনেক জটিলতা আছে- কে জানে।
  • saikat | ২৬ মে ২০১১ ১২:১১ | 202.54.74.119
  • মাঝখান থেকে কী হোল?না, গাংগুলিকে দেওয়া জমি সুপ্রীম কোর্ট বেআইনি বলে দিল।

    ধুর ধুর!

    যত ঝামেলা জমি নিয়ে।

    মানুষ এত কিছু করে/পারে/জানে, জমির বদলে হাওয়ায় থাকার বন্দোবস্ত করতে পারে না?
  • M | ২৬ মে ২০১১ ১২:১০ | 59.93.220.189
  • উঃ
    ডিডিদার আর পোষ্ট পড়ার আগে কেটে যাই।
    এই গুরুর কল্যানে আমার সব কাজ ডকে উঠে যাচ্ছে।
  • M | ২৬ মে ২০১১ ১২:০৫ | 59.93.220.189
  • ধ্যুৎ, ইন্দৈ তো ডাগতার। আর দেকেচো, ভাটের প্রান সামুকেই ডাকা হলোনি।
  • dd | ২৬ মে ২০১১ ১২:০৩ | 124.247.203.12
  • আরেঃ দাঁড়াও।
    ঘরে এতো লোকের যায়গা হবে? তায় মার্পিট চলবে। পলকা ফার্নিচার বা কাঁচের কিছু রাখা চলবে না।

    সামনের লনটা একটু বড়ো হোক। এইত্তো সবে ঘাসফুলের বীজ লাগিয়েছে।

    আর আগে মেনু ই ঠিক হলো না,এঁয়ারা সবাইকে নেমন্তন্ন কত্তে শুরু কল্লেন।

    প্রায়োরিটি বলে কিসু নেই?
  • kumudini | ২৬ মে ২০১১ ১২:০২ | 122.160.159.184
  • দেরী হয়ে যাচ্ছে।
    ডাক্তার আবার কেন?ইন্দোর জন্যি?
  • M | ২৬ মে ২০১১ ১২:০১ | 59.93.220.189
  • যাকগে তোমরা লিষ্টি, কর্ম,খাদ্য তালিকা ইত্যাদি ঠিক করো। আর আর কিকি ঘটতে পারে এসব,আমি চান খাওয়া সেরে আসি।
  • Netai | ২৬ মে ২০১১ ১২:০০ | 121.241.98.225
  • কে যেন আগে লিখেছিল। তাও। দোকানে বসে এই সব ইউটিউব, ফেসবুকের লিন্‌ক দেখলে কেমং যেন হু হু করে ওঠে বুকটা। আহা, কত সুন্দর যা যা দেখতে পাইনি চোখে ঝলকে ভেসে ওঠে চোকের সামনে। কবির ভাষায়-
    কে গা তুমি মনোহর
    মাতাল সৌরোভে মত্ত
    রূপরসে ভরাইলে হেথা
    তোমা বিনা শুন্য নীড় -
    নিঝুম নিথর দশদিক
    এ ধরনী- সবকিছু বৃথা।
  • kumudini | ২৬ মে ২০১১ ১২:০০ | 122.160.159.184
  • একটি কথা শুধু কয়ে যাই-বাড়ী রং হচ্ছে,তো ব্রতীন কেন ব্যস্ত?
    লিখতে থাকুন,দুটো নাগাদ ফিরে আসছি।
  • M | ২৬ মে ২০১১ ১১:৫৮ | 59.93.220.189
  • ইকি, তাইতো, ডাক্তারকে অতি অবিশ্যি ফার্স্টএড বক্স নিয়ে সেথায় থাকতে হবে, আর দম তো মাষ্ট, একবার চোখে বড় করে তাকালেই তো আমার কিসব পেয়ে যায়।ওকে নিলে অনেককিছু সামলে যাবে।

    এবার তিলুদা চাট্টি অভিমান কত্তে এলো বলে।
  • Bratin | ২৬ মে ২০১১ ১১:৫৮ | 122.248.183.1
  • শ্রীমতি ব্যাঙ পরের সপ্তাহে আসবে আমার বাড়ি।

    আর হুতো আর কাবলি দা বাদ গেল যে?
  • kumudini | ২৬ মে ২০১১ ১১:৫৭ | 122.160.159.184
  • সবাই নিজে নিজে চলে এসো/আসুন,নাম বলার অপেক্ষায় থেকো/থাকবেন না।ব্রতীনের সবুজ বাড়ী কি শুধু ব্রতীনের? গুরুর সক্কলের।
    বসুধেব--- ইত্যাদি।
  • M | ২৬ মে ২০১১ ১১:৫৬ | 59.93.220.189
  • ওপস!
    ওক্কে, লামা, তিমি,অভ্যু,পিনাকি আর আর সব্বাই। আর কে কি করবে তারাই ঠিক করুক।:P

    তবে, নিনাদি,দে, কুমু, ব্যাঙ, মিঠু, পাল্লিন,পিপি,পামিতা,ইত্যাদি এরা কি আর না গিয়ে পারবে,আরে এতগুলান বাচ্চা কাচ্চার ঝগড়া মারপিট সামাল দিতেও তো হবে।

    তবে আমি ফটুকে আর ভিডিওতেই দেখবো বাবা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত