এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৮ মে ২০১১ ১২:৩৭ | 72.83.97.171
  • অর বম্বেতে ছিল কোলাবা কজওয়ের সার দেওয়া দোকান।
    অমনি রাস্তা আর দেখলাম না। ফুটপাথের একধারে সব ব্র্যাণ্ডেড দোকান আর উল্টোদিকেই সব ছোটো ছোটো দোকান। গ্রামাফোন থেকে শুরু করে হুঁকো, অ্যামেথিস্টের গাছ থেকে শুরু করেকোলাপুরি চকমকে চপ্পল, কাশ্মীরী সিল্ক পেন্টিং থেকে শুরু করে শান্তিনিকেতনী কাজের ব্যাগ। আর প্রতি দুটো দোকান পর পর ই এসব হাবিজাবি ঝুটামুটা গয়নার দোকান।

    একটা পার্মানেন্ট হ্যান্ডিক্রাফ্‌ট এক্সজিবিশন !

    কিচ্ছু না কিনেও স্রেফ হাঁটতে ভাল লাগত। কত্তরকমের পসরা। কত্ত রং। আর কত্ত লোক। কত্তরকমের লোক। কত্ত ধরণের পাগল পাগলী।

    জায়গাটার একটা প্রাণ আছে। রং তো আছেই। গন্ধ ও।

    বইপাড়ার পর ঐ একটা জায়গাকে অমনি ভালোবেসেছিলাম।
  • byaang | ১৮ মে ২০১১ ১২:৩৪ | 122.178.240.138
  • পামিতা আমি আমার পোস্টগুলো পড়ে দেখছি সমানে বিজিস টাইপ করে গেছি বিনিসের বদলে। লিঙ্কটা আমি একটু আগে আবার শেয়ার করলাম আমার ওয়ালে।
  • d | ১৮ মে ২০১১ ১২:৩২ | 14.99.241.67
  • ও তাহলে ঐ প্লেট করাগুলো দেখতে পার। বা কালচার্ড মুক্তোর সাথে বসানো লকেট আর ম্যাচিং দুল।
  • byaang | ১৮ মে ২০১১ ১২:২৭ | 122.178.240.138
  • ওরে বাবা, আমি ভাবছিলুম তুতোবোন আর তুতোননদগুলোকে গিফ্‌ট করার জন্য কিনবো।
  • Bratin | ১৮ মে ২০১১ ১২:২৭ | 122.248.183.1
  • যাই হোক। আমি '৬ বালিগঞ্জ প্লেস' এ খেতে গেলুম।
  • d | ১৮ মে ২০১১ ১২:২৩ | 14.99.241.67
  • লকেট খুব হালকা হলে ৫-৭ আর তারপরে যত গুড় তত মিষ্টি। ঃ) এইটে জানুয়ারীর।
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:২৩ | 202.3.120.9
  • এখানে কমার্শিয়াল স্ট্রিটটাকে আরেকটু কাল্টিভেট করতে হবে। মলগুলোয় বড্ড দাম।
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:২২ | 202.3.120.9
  • পোড়ামাটির চক্ষুপীড়া অবশ্য এখেনে নেই। আমরা যখন কলেজে পড়তাম একটা সময় ক্রিস্টালের হার উঠেছিল, একশো একশো দশ টাকা দাম ছিল। সব্বাই পরতে পরতে হেজে গেল। এখন আবার নব নব রূপে ফিরে এয়েছে। আমি খান ছয়েক কিনলাম।

    ব্যাং, দেখছি তোমার লিংক।
  • pi | ১৮ মে ২০১১ ১২:২০ | 72.83.97.171
  • আমার সবচে পছন্দের গয়নার দোকান আছে এসপ্ল্যানেড, হাতিবাগান,গড়িয়াহাটে। ফুটপাথের দোকানগুলোতে।
    সবচে পছন্দ অবশ্য নন্দনের ফুটপাথের ঢালাও দোকান ঃ)
  • byaang | ১৮ মে ২০১১ ১২:২০ | 122.178.240.138
  • পুঁতির মালার সঙ্গে সোনার লকেটগুলোর দাম কত থেকে শুরু?
  • d | ১৮ মে ২০১১ ১২:১৮ | 14.99.241.67
  • হ্যাঁ কুমু ঠিক বলেছে। ব্যবহার বড় ভাল অঞ্জলির। বিলে মোবাইল নাম্বার দিয়ে দিলে আবার অফার থাকলেই ফোন করে করে জানিয়ে দেয় (এইটা আমার মোট্টেও পছন্দ নয়)।

    অঞ্জলির ঐ বিভিন্ন রঙের পুঁতির মালার সাথে সোনার লকেটগুলো দিব্বি।

    পামিতা, চওড়া সোনার সাথে সাথে আমার আজকাল পোড়ামাটির গয়নাগাঁটিও ভাল্লাগে না দেখতে। লোকে এত পরেছে, এত পরেছে যে কি বলব!
  • pi | ১৮ মে ২০১১ ১২:১৫ | 72.83.97.171
  • কোনো দাবি নেই।
  • Bratin | ১৮ মে ২০১১ ১২:১৩ | 122.248.183.1
  • মুক্তোর গয়না নিয়ে কী দাবি জনতা র?
  • Bratin | ১৮ মে ২০১১ ১২:১২ | 122.248.183.1
  • আমি মাত্র ২ পিস বিস্কুট কিনে রেখেছি ইনভেস্টমেন্ট পারপাসে। ঃ-((
  • byaang | ১৮ মে ২০১১ ১২:১২ | 122.178.240.138
  • থ্যাংকু থ্যাংকু দমু অ্যান্ড কুমু।
  • pi | ১৮ মে ২০১১ ১২:১০ | 72.83.97.171
  • ১২ঃ০৭ কে ক।
  • d | ১৮ মে ২০১১ ১২:১০ | 14.99.241.67
  • সেনকো সম্পর্কে ওটা আমার এক প্রাক্তন কলিগের মাঅমাদের পারিবারিক ব্যবসা, এছাড়া আর কিচ্ছু জানি না,

    বসাকে খুব হালকা পাতলার ওপরে ভাল ডিজাইন আমি দেখিনি। গেছিও খুবই কম অবশ্য।

    পি সি চন্দ্র ব্যপক ডিজাইন এবং ব্যপক দাম। মানে অনেকটা করে সোনা দিয়ে বানায়। ওদের হাল্কা গয়নার একটা সিরিজ নামিয়েছে, কিন্তু তাতেও অঞ্জলির থেকে সোনা বেশি থাকে। ফলে দাম মজুরী দুইই বেড়ে যায়। এইবারে আমি যেমন কানকাটা, তাই ভারী দুল পরতে পারি না।

    অঞ্জলির হাল্কা গয়নার ডিজাইন আমার পছন্দের সাথে বেশ মেলে। মাঝে মাঝেই বিভিন্ন উপলক্ষ্যে কিছু ছাড় ফাড় দেয়। সেইসময় তুলনামূলকভাবে সস্তা হয়। আর অঞ্জলির কিছু লকেট বা দুলের ডিজাইন এমন যে শাড়ি বা জিনস দুইয়ের সাথেই যায়।

    ঠকানো সম্পর্কে কোনও আইডিয়া নেই। যেখান থেকে কেনা সেখানেই বদলানো বা বিক্রীর জন্য নিয়ে গেলে বোধহয় কিছু কাটেফাটে না। আর কাটে না হলমার্ক দেখে কিনলে। কিন্তু আবার হলমার্কে দাম এট্টুস বেড়ে যায়।
  • byaang | ১৮ মে ২০১১ ১২:০৯ | 122.178.240.138
  • ও পামিতা তাই নাকি! দাঁড়াও এবার কোলকাতা থেকে তোমার জন্যে নিয়ে আসবো বিজিসের গয়না। আমারও ওগুলো খুব ভালো লাগে, কিন্তু আর কাউকে পাই না যে ওগুলো পছন্দ করে তাই উপহার দেওয়ার জন্যও কিনতে পারি না। তুমি এক কাজ কর মুখবইতে গিয়ে আমার প্রোফাইলে বিজিসের লিংক পেয়ে যাবে, তোমার পছন্দগুলোর নম্বর আমাকে মেসেজ করে দিও।
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:০৯ | 202.3.120.9
  • আর হ্যাঁ, কাঁচ প্লাস্টিকের সঙ্গে সঙ্গে হিরে আর প্ল্যাটিনাম কি হোয়াইট গোল্ডের গয়না দেখতেও খুউউব ভালো লাগে ঃ)
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:০৭ | 202.3.120.9
  • সোনার গয়না বা সোনালী গয়না আমার দেখতে আর ভালো লাগে না। বিশেষ করে ঐ গলাজোড়া কুন্দনগুলো দেখতে দেখতে চোখ পচে গেছে। ভালো লাগে কাঁচ, কাঠ, প্লাস্টিক, মেটাল, সুতো, ক্রিস্টাল ইত্যাদির রংবেরং-এর গয়না। একটু বড়ো বড়ো, বেশী না। শপিং মলে গেলে আমি ঐগুলোই দেখি। আজকাল কি ক্রিয়েটিভ সব গয়না বানায় এরা!
  • byaang | ১৮ মে ২০১১ ১২:০৬ | 122.178.240.138
  • এখন একশোপনেরোটাকায় লাঞ্চ বাফে পাওয়া যায়, পনেরোটাকা সার্ভিস চার্জ, সাকুল্যে একশোত্রিশ। বিয়ার মাগ/মকটেল আর দেয় না। ঃ-( বাফেতে ঐ আপ্পাম দিয়ে কেরালা মাটন কারিটাই যা পোষায়।
  • kumu | ১৮ মে ২০১১ ১২:০৬ | 122.160.159.184
  • ব্যাঙ,অঞ্জলির ডিজাইন বেশ ভালো,নানারকম স্কীম আছে,আর শোনা কথা ব্যবহারও ভালো।এটা এইজন্য বল্লাম যে,গয়নার দোকানের সেল্‌সম্যানদের ব্যবহার ভালো ও নানাধরনের আইটেম দেখানোর ইচ্ছা থাকা চাই,নইলে বড় মুস্কিল।গতবছরে আমি শ্যামবাজারে বেশ নাম করা এক দোকানে গিয়ে প্রথমে উপহার দেবার জন্য দুল কিনলাম,তারপর অন্য একটা জিনিস(বালা) দেখতে চাওয়াতে যিনি দেখাচ্ছিলেন,তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন,আবার ওটাও দেখবেন?আমরা আর না ঘাঁটিয়ে বেরিয়ে এলাম।

    আর এই যে
    http://www.anjali.bz/anjalijewellery
  • madhyapadalopee karmadhaaray | ১৮ মে ২০১১ ১২:০৪ | 14.96.201.160
  • এখন কি হয়েছে জানি না তবে এককালে টিফানিজে নিরানব্বই টাকার লাঞ্চ বাফে পাওয়া যেত, উইথ একটা ফ্রি মাগ অফ বিয়ার।
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:০২ | 202.3.120.9
  • আমার দুই মেয়ে অলরেডি একজিস্টিং - তাদের নামে যদি চাট্টে চাট্টে আটটা বিশকুট কিনে রাখতাম জন্মের সঙ্গে সঙ্গে..
  • byaang | ১৮ মে ২০১১ ১২:০২ | 122.178.240.138
  • টিফ্যানিজটা রেসিডেন্সি রোডে। বিশপ কটন বয়েজের উল্টোদিকে।
  • byaang | ১৮ মে ২০১১ ১২:০১ | 122.178.240.138
  • হ্যাঁ গ্রিল হাউজেও ঐ কান্ড করে, ওয়েলডান বললেই জুতোর শুকতলা বানিয়ে ফেলে।
  • Bratin | ১৮ মে ২০১১ ১২:০০ | 122.248.183.1
  • যা বাবা!! নিজেদের জন্যে কিনলে আলাদা।

    কিন্তু এখনের ডিজাইন হল কম সোনায় হালকা টাইপের গয়না। আগে ছিল বেশী সোনায় ভারী ভারী গয়না। ( যাতে ঘাড় , কান ইত্যাদি বেঁকে যায়)। পরে কী হবে কি করে জানবি? ঃ-))
  • Paramita | ১৮ মে ২০১১ ১২:০০ | 202.3.120.9
  • অ্যাকচুয়ালি এম জি রোডের আশপশাটা এখনো আনেকটা অনএক্সপ্লোরড। ওখানে যেতে গেলে বেশ বেড়াতে যাওয়ার মত হাতে এক বেলা নিয়ে যেতে হয়। তবে মধ্য টিফানিজের কথা আগেও বলেছিলেন। ট্রাই করতে হচ্ছে।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৫৯ | 122.178.240.138
  • জানতে চাই মানে, কতটা বেশি বা কম ঠকায়? সেনকো, পি সি চন্দ্র, ডি কে বসাক, অঞ্জলি এই চারটের মধ্যে কোনটায় গেলে সস্তায় পুষ্টিকর হবে? আমার ম্যাগাজিনে দেখে দেখে অঞ্জলির ডিজাইনগুলো দিব্যি লাগে, কিন্তু মা বলে ডিকেবসাক বেশি ভালো, শাশুড়ি বলে পিসিচন্দ্র।
  • dd | ১৮ মে ২০১১ ১১:৫৯ | 124.247.203.12
  • আসলে গরুরাই বিগড়ে গেছে।
    বিজেপি সরকার গরু জবাই বোধয় ব্যান করে দিয়েছে, ফলে এখন সবই ফ্রোজেন আমদানী।
  • kc | ১৮ মে ২০১১ ১১:৫৭ | 194.126.37.78
  • ভাবী পুত্রবধূর জন্য গয়না, আমার বউও কেনে মাঝেমাঝে।
  • dd | ১৮ মে ২০১১ ১১:৫৭ | 124.247.203.12
  • লুরুতে তেমন স্টেক ভালো কখনো খাই নি। একটা ছিলো প্রায় কিংবদন্তী, নাম টাইকুন। সেটা উঠে গেছে।
    সেটা অলিপাবের মতন সুপার্ব শ্যাতেকুয়াঁ বানাতো।

    বাকী গুলো কোনোক্রমে খাওয়া যায়। আর হেথায় কখুনো ওয়েল ডান চাইতে নেই। মিডিয়াম রেয়ার না হলে ছিবড়ে সর্বস্ব করে ফ্যালে।

    মেনুতে গরু কিন্তু লেখা থাকে না। আলাদা করে চাইতে হয়।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৫৭ | 122.178.240.138
  • টিফানিজেও প্রায়ই খাওয়া হয়, দুপুরবেলায়। আর আমার এমনকিছু আহামরি লাগে না টিফানিজের স্টেক। আর আজকাল অত্যন্ত খারাপ কোয়ালিটির মাংস দেয়।
  • d | ১৮ মে ২০১১ ১১:৫৬ | 14.99.241.67
  • অঞ্জলি জুয়েলার্স সম্পর্কে (বিশেষ করে সল্লেক কোয়ালিটির দোকান) আমার কিছু কি?ণি্‌চৎ ধারণা আছে। এই গত এক বছরের। ব্যাং কি জানতে চাও?
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৫৪ | 122.178.240.138
  • ব্রতীন বেপাড়ায় পা বাড়িও না। মোদ্দা কথা হল, যা জানো না, তাই নিয়ে বাজে বোকো না।
  • madhyapadalopee karmadhaaray | ১৮ মে ২০১১ ১১:৫৩ | 14.96.201.160
  • টিফানিজ ট্রাই করুন।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৫৩ | 122.178.240.138
  • অ, আমি খাই গ্রিল হাউস আর সিজারসে। কিন্তু ওগুলোয় খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। তাই মুখ বদলাতে হবে এবার। সানিসে কয়েকবার খেয়েছি, কিন্তু আমাদের জামাকাপড় দেখে পাত্তাই দিতে চায় না। শেষ যেদিন গেছিলাম আমরা পঞ্চাশ মিনিট মত বসে, খাবার না পেয়ে বেরিয়ে এসেছিলাম।
  • Paramita | ১৮ মে ২০১১ ১১:৫৩ | 202.3.120.9
  • অঞ্জলি জুয়েলার্স সম্বন্ধে যা শুনেছি, সস্তায় পুষ্টিকর(কমপেয়ারড টু পি সি চন্দ্র ইত্যাদি)। অবশ্য এ সবই শোনা কথা ও বেশ কিছুটা পুরোনো।
  • Bratin | ১৮ মে ২০১১ ১১:৪৯ | 122.248.183.1
  • যা বুঝলাম ব্যাঙ আর কুমু দি, খুব ভালো শাশুড়ি হবে। এখন থেকে ভাবী বৌ মার জন্যে গয়না কিনছে। ভাবা যায়? ঃ-))

    তবে আমার সাজেসান 'তখন' এখানকার ডিজাইন ওবসোলেট হয়ে যাবে। তাই বাংলা সোনার বিস্কুট কিনে রাখো।
  • Paramita | ১৮ মে ২০১১ ১১:৪৯ | 202.3.120.9
  • দু জায়গায় খেয়েছি - মিলার ৪৬ আর কোবে সিজলার। স্টেকের কোয়ালিটি খুব খারাপ পেয়েছি, ছিবড়ে আঁশ ভর্তি মাংস। ঠিক করে করতেও জানে না। আর ইন্ডিয়ান স্পাইস দিয়ে একটা অদ্ভুত স্বাদ বানায়। সানিজের নাম শুনেছি, খাই নি অবিশ্যি।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৪৫ | 122.178.240.138
  • ক্যানো ক্যানো?
  • Paramita | ১৮ মে ২০১১ ১১:৪৪ | 202.3.120.9
  • আমি লুরুতে আর কক্ষুনো স্টেক ট্রাই করবো না।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৪৩ | 122.178.240.138
  • আমাকে কেউ অঞ্জলি জুয়েলার্স নিয়ে কোনো ফীডব্যাক দিতে পার?
  • Paramita | ১৮ মে ২০১১ ১১:৪৩ | 202.3.120.9
  • ডিডিদাদা, পনেরো বছর আগে! মা কি ছিলেন আর মা কি হইয়াছেন তা নিয়ে তালে একমাত্র আপনিই বক্তব্য রাখার অধিকারী।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৪০ | 122.178.240.138
  • ডিডিদা , ভালো স্টেক খাওয়ার একটা জায়গা বল না?
    তবে সানিস বোলো না বাপু, সাহেবমেম দেখে দেখে ওদের চোখ সয়ে গেছে, আমি ছেঁড়া জামা ছেঁড়া চটি পরে যাই বলে আমাকে বড্ড হ্যাক্‌থু করে। এই বয়সে বড় মনে লাগে এমন ব্যবহার।
  • Paramita | ১৮ মে ২০১১ ১১:৩৯ | 202.3.120.9
  • আমার গয়না কেনার বাসটা ধরতেও দেরী হয়ে গেল। এখন আর হবে না।
  • de | ১৮ মে ২০১১ ১১:৩৭ | 223.191.86.63
  • তাইলে তিনি ঠাকুরুণ নন, পুতুল তো ঠাকুরুণ চুরি করেন -- বানানো তার কম্মো নয় :))
  • dd | ১৮ মে ২০১১ ১১:৩৬ | 124.247.203.12
  • এক্কালে এম টি আর খুব ভালো ছিলো। এই শর্মাই দু বার খেতে গেছিলো। কিন্তু সে প্রায় বছর পনেরো আগে।

    এদানী নাকি সেই তেজ নেই। শিং নেই আর ন্যাজ নেই।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৩৫ | 122.178.240.138
  • আর ইসে, আমাকে ফোন কল্লে যদি আমি না ধরি, তবে একটা এসেমেস রেখো। কোনো এক অদ্ভুত কারণে আমার ফোনে পরপর তিনটে মিসড কল (একই নম্বর বা বিভিন্ন নম্বর থেকে হলেও) থাকলেই আপনা থেকে ডিলিট হয়ে যায় সব নম্বর। তাই এসেমেস না পেলে আমার ফোন করার উপায় নাই।
  • byaang | ১৮ মে ২০১১ ১১:৩২ | 122.178.240.138
  • ও আর ক্লিয়ার হওয়ার কিছু নাই, যদুপুর থেকে পাশ করে একজন কনফেক্‌শনারির ব্যবসা শুরু করেছেন, তিনি বানিয়েছেন। আর তিনি পুং।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত