এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • saikat | ১৫ মে ২০১১ ০০:২১ | 180.215.22.225
  • ভেবে দেখতে হেলে নিরপেক্ষ থাকা আর নক্সী কাঁথা সেলাই করা - দুইই অতি চাপের।
  • bb | ১৫ মে ২০১১ ০০:১৭ | 117.195.170.77
  • যে কেউ আপনি অবস্থান টি বোঝেন নি বা চান নি।
    এই ভোটে আপনি হয় বামদের সমর্থন করেছেন নয় করেন নি। এর বাইরে হলে নিরপেক্ষ। এর দুটির মধ্যে একটি বলতে হলে ধক লাগে। মতামত আপনার নিজের
  • aka | ১৫ মে ২০১১ ০০:১৬ | 24.42.203.194
  • আমরা নিরপেক্ষ নই নক্সী কাঁথার পক্ষে
  • bb | ১৫ মে ২০১১ ০০:১৩ | 117.195.170.77
  • আকা Fair to be মিথ্যার বিরুদ্ধে, আর এই মিথ্যাও অনেক সময় Fabricated হয়।
  • saikat | ১৫ মে ২০১১ ০০:১২ | 180.215.22.225
  • * লোকেরা
  • je keu | ১৫ মে ২০১১ ০০:১২ | 122.162.75.227
  • এটাও জানতে হল। নিজেকে "নিরপেক্ষ নয়' বলতে নাকি ধক লাগে।

    কালে কালে কত কিছুই যে শিখতে হয়।
  • je keu | ১৫ মে ২০১১ ০০:১১ | 122.162.75.227
  • আপনি আমায় চেনেন না, টন্ট করবেন কী করে?

    জানাতে বাধ্য নই বলার পরেও জানিয়ে দিয়েছি। আগের পোস্ট পড়ে নেবেন।
  • saikat | ১৫ মে ২০১১ ০০:১১ | 180.215.22.225
  • রাত বারোটায় কী মুস্কিল !

    "নিরপেক্ষ" না "নিরপেক্ষ নয়" কোনটা বলা বেশী ধকের সেটা আবার ভাবতে হবে।

    কিন্তু বল্লেই তো হবে না, প্রমাণ দিতে হবে। কী দেব? এতে চলবে?

    ১) গড়বেতাতে সিপিএম কর্মীর মতদেহ পাওয়া গেছে। সেইজন্য কাল সেখানে ১২ ঘন্টার বনধ। বামফ্রন্টের শীর্ষ নেতারা কালকে সেখানে যাবেন।

    ২) শালবনীতে তপন-শুকুর-এর গাড়ী গ্রামের লোকরী তাড়া করে। অভিযোগ, অস্ত্র পাচার হচ্ছিল। ওনারা পালিয়ে যান, কিন্তু কয়েক জনকে ধরা হয়েছে।

    আমি কী? বা কে?
  • kc | ১৫ মে ২০১১ ০০:০৮ | 89.203.49.18
  • ওসব ধন্যবাদের দরকার নেই, 'টন্ট' টা আপনি আমাকেই করেছেন, তাই কারণতো আপনিই বলবেন। আপনাকে আমি কখন টন্ট করেছি তার হিসেবও দেবেন। না হলে 'শুভবুদ্ধি' কাজে লাগিয়ে ব্যক্তিগত আক্রমণ করার আগে ভাববেন।
  • bb | ১৫ মে ২০১১ ০০:০৮ | 117.195.170.77
  • @Duke সন্ত্রাসের প্রশ্নে আমি বুশের দলে।
    কিন্তু সন্ত্রাসবাদী কে সেটা কে ঠিক করবে? আপনি কার দলে ?
  • aka | ১৫ মে ২০১১ ০০:০৮ | 24.42.203.194
  • আমরা নিরপেক্ষ নই, মিথ্যের বিরুদ্ধে।

    কাবলি ছোলা, বাঁদর ছাড়া কাউকেই ভয় পাই না।
  • aka | ১৫ মে ২০১১ ০০:০৪ | 24.42.203.194
  • হেউ, খাসির মাংসটা বেড়ে হয়েছে। রাতে তন্দুরী চিকেন, টিক্কা কাবাব, আমার জন্য স্কচ, আর টিম বাউর জন্য সরবত।
  • dukhe | ১৫ মে ২০১১ ০০:০৪ | 117.194.241.145
  • ধুর ধুর - কতকাল আগে PTকে জিজ্ঞেস করেছিলাম - আপনি বুশের দলে, না লাদেনের ? PT পু-উ-রো চেপে গেলেন । সব ব্যাটা নিরপেক্ষ সাজে । নিরপেক্ষ নই বলার ধক থাকলে তো !
  • je keu | ১৫ মে ২০১১ ০০:০৩ | 122.162.75.227
  • কেসিবাবু,

    জানাতে আমি বাধ্য নই। আমি এর আগে কখনো গুরুচন্ডালিতে লিখি নি, হয় তো ভবিষ্যতেও লিখব না, ব লিখলেও কম। ধরে নিন আমার কোনও শুভবুদ্ধিই নেই।

    দুঃখিত। আগের পোস্টেও লিখেছি, আবারও লিখছি, দুঃখিত। কিন্তু সেদিন ঐ কুয়েত থেকে আসছি, ভোটটা সিপিএমকেই দেব ... পোস্টটা আমার চোখে বেজেছিল, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ঐ খুনীদের পার্টিকেই জেতাব ... টাইপের। খারাপ লেগেছিল। তাই আজ টন্ট করে গেলাম। সেদিন করি নি, কারণ ভবিষ্যত জানতাম না।

    ভবিষ্যত না জেনেই আপনারা অনেক বড় বড় কথা বলে গেছেন। সিপিএমের কোনও দোষের কথা তুলে ধরলেই প্রতিপক্ষকে সাথে সাথে তৃণমুলের সাপোর্টার বানিয়ে প্রতিপ্রশ্ন খাড়া করে গেছেন। সিপিএমের দোষটা স্বীকার করেন নি। বা, করলেও, আমি কী মহান, তাই দোষ স্বীকার করছি, আপনারা তো তাও করেন না, এই টাইপের অ্যাটিচিউড নিয়ে স্বীকার করেছেন।

    খারাপ লেগেছে, প্রতিবারে। লেখা অভ্যেস নেই, তাই লিখি নি। আজ লিখে গেলাম।

    ধন্যবাদ,।
  • kc | ১৫ মে ২০১১ ০০:০২ | 89.203.49.18
  • ও মশাই, 'বিলো দ্য বেল্ট' হিট করলেন কেন আগে বলুন না। আর আপনাকে গুরুচন্ডালির উকিল হিসেবে কে নিয়োগ দিল? নাকি সেল্ফ অ্যাপয়েন্টেড কেস?
  • bb | ১৫ মে ২০১১ ০০:০২ | 117.195.170.77
  • সরি ওটা 'যে কেউ' হবে ঃ(
  • bb | ১৫ মে ২০১১ ০০:০১ | 117.195.170.77
  • অন্য টই তে জানলুম আমাকে তাড়িয়ে দিলেই নাকি সিপিএম জিতে যেত, তাই নিজেকে বহিষ্কার করে পার্টি বাঁচিয়ে ফিরছি, ততক্ষন কেউ নৈ আপনাদের ব্যস্ত রাখবেন।
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৫৯ | 117.194.97.190
  • এবার আপনার ক্ষান্ত দিন। শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে কী হবে?
  • bb | ১৪ মে ২০১১ ২৩:৫৭ | 117.195.170.77
  • @je keu আমি আগেও বলেছে নিজেকে নিরপেক্ষ নয় বলতে ধক লাগে। ব্রতীন বা অরিজিৎ-এর সেটা আছে।
    যারা ভোট দিয়েছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত যেমন আপনার। তার সঙ্গে আই পি ইত্যাদি আনবেন না।
  • je keu | ১৪ মে ২০১১ ২৩:৫৭ | 122.162.75.227
  • সত্যি আসিতেছে? অপেক্ষায় রইলাম। আরেক ডাই হার্ড তো সাফ লিখে দিয়েছেন তিনি কিছু লিখবেন না।

    লিখুন। গাল পাড়ুন। নেম কলিং করুন। কিন্তু প্লিজ, গুরুচন্ডালিকে তৃণমূলের ঠেক বলে চালাবেন না। এইবার গুরুচন্ডালিও তা হলে বলতে বাধ্য হবে, ওটা "বিরোধীদের অপোপ্‌পোসার।'
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৫৭ | 117.194.97.190
  • হি হি।

    কে আসিবে? কবে আসবে? কেন আসিবে? কী ভাবে আসিবে?
  • kc | ১৪ মে ২০১১ ২৩:৫৬ | 89.203.49.18
  • এই যে মশাই, ''যে কেউ"" অজানা অচেনা লোককে ব্যক্তিগত ভাবে 'বিলো দ্য বেল্ট' হিট করতে কত কেজি 'শুভবুদ্ধি' কাজে লাগালেন জানাবেন তো। ফালতু প্যাচালটা পাড়তে হলে নিজের নামেই নামুননা কেন!!
  • dukhe | ১৪ মে ২০১১ ২৩:৫৪ | 117.194.241.145
  • 'পরিস্থিতি মিডিয়া যতটা বলে, আসলে মোটেই তেমন খারাপ নয়' -
    কোণ মিডিয়া ? বিভ্রান্তকারী মিডিয়া, না স্‌ৎ নিরপেক্ষ মিডিয়া ?
  • bb | ১৪ মে ২০১১ ২৩:৫৩ | 117.195.170.77
  • আসিতেছে আসিতেছে ... শীঘ্রই সব জল্পনার উত্তর পাবেন।
  • je keu | ১৪ মে ২০১১ ২৩:৪৮ | 122.162.75.227
  • এ তল্লাটের সব ছদ্ম নিরপেক্ষ ঘাসফুলের দল একটাও ভোট দিতে উড়ে উড়ে কলকাতায় যান নি। একমাত্র ব্রতীন ছাড়া আর কোনও তৃণমূল সমর্থক বোধ হয় প্রকাশ্যে বুক বাজিয়ে মমতাকে ভোট দিয়ে আসেন নি। এমনকি প্যারিস থেকে Mmu-ও আসেন নি।

    এসেছেন অন্য তরফে। যাঁরা কথায় কথায় গুচ তিনোমুলের ঠেক বলে কান্নাকাটি করেন, এখানে বামসমর্থনকারী লেখাপত্তর ছাপানো হয় না বলে দিনের পর দিন গোঁসা করে লেখেন না, তাঁদের কেউ কেউ কুয়েত থেকে উড়ে আসেন কেবল সিপিএমকে ভোট দেবেন বলে, কেউ দিনের পর দিন টালিগঞ্জের গলিতে অলিতে ঘুরে প্রচার চালিয়ে এসে ঘর্মাক্ত স্টেটমেন্ট দেন, পরিস্থিতি মিডিয়া যতটা বলে, আসলে মোটেই তেমন খারাপ নয়।

    তার ফসল এই। প্রাণ খুলে হা হা হাসতে ইচ্ছে করছে। সেদিন মুখের ডগায় প্রশ্নটা এসে গেছিল, একটা খুনী রেপিস্ট লোকজনে ভর্তি পার্টির সমর্থনে কীভাবে এতটা ডেডিকেটেড হতে পারে কোনও সুভবুদ্ধিসম্পন্ন মানুষ? মিডিয়ার লেখনী না হয় মিথ্যে, কিন্তু নন্দীগ্রামের ঐ ভিডিও ফুটেজগুলোও কি মিথ্যে? ... সেদিন প্রশ্নটা করতে পারি নি।

    আয়্যাম সরি। অত্যন্ত বেশি বিলো দা বেল্ট হয়ে যাচ্ছে কথাগুলো, তবু আজ আর না বলে থাকতে পারলাম না। অলরেডি হয় তো আমার আইপি অ্যাড্রেস নিয়ে ছানবিন শুরু হয়ে গেছে। এইবার চুপ করলাম।
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৪৬ | 117.194.97.190
  • যাক শুতে গেলাম। যা বুঝলাম

    হারের পেছনে প্রধান কারণঃ

    ১। কেন্দ্রীয় অর্থ সাহায্য (১৫ লক্ষ করে টাক বিলিকরতে)
    ২। আমেরিকার চক্রান্ত ( স্টারানন্দে টাকা দেওয়া এই সব)
    ৩। ছত্রধরের সহযোগিতা
    ৪। রিগিং না হওয়া ( এট লেখা কী ঠিক হবে?)

    ৫।
    ৬।
    ৭।
  • dukhe | ১৪ মে ২০১১ ২৩:৪৪ | 117.194.241.145
  • bb আসলে বিমান বোস কি বুদ্ধ ভটচাজ নন তো ? তাইলে আমি এক্ষুণি পালিয়ে যাব ।
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৪১ | 117.194.97.190
  • ও আচ্ছা!! ঃ-))
  • je keu | ১৪ মে ২০১১ ২৩:৪০ | 122.162.75.227
  • ব্রতীনও যেমন। অধীর চৌধুরি কংগ্রেস। তা সঙ্কেÄও তিনি কেন নির্দলদের সমর্থনে প্রচার করে গেলেন বলেন তো?

    ছত্রধর টিকিট পান নি। জেলখানার ভেতরে বসে গুচ্ছ ক্যাঁইম্যাঁই করেছিলেন দিদির দরবারে। দিদি কান দেন নি। তাই ছত্রধর নির্দল হয়ে লড়েছেন। আসলে উনি তৃণমূল।

    কী বিবি, ঠিক বললাম তো?
  • biman | ১৪ মে ২০১১ ২৩:৪০ | 115.241.34.253
  • কে আমার নাম বললো রে! আমি বলছি সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমেরিকা এবং সিয়াকে আমি দেখে নোবো।
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৪০ | 117.194.97.190
  • কিংবা শুণ্য থেকে ফল পেড়ে আনা গৌতম দেব,!!
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৩৮ | 117.194.97.190
  • আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম আপনার কথা সত্যি। তবে তৃণমুলের বিরুদ্ধে ছত্রধর কেন দাঁড়ালো বলুন তো?
  • pinaki | ১৪ মে ২০১১ ২৩:৩৮ | 122.164.253.41
  • বিবির কনফিডেন্স ঈর্ষণীয়। অনেকটা বিমানবাবুর মত। ঃ-)
  • je keu | ১৪ মে ২০১১ ২৩:৩৭ | 122.162.75.227
  • মাক্কালী, ছত্রধরের এই সহযোগিতার কেসটা আমিও জানতাম না। আমার বাবাও না। আমার ফিজিক্সের মাস্টারমশাই তো নয়ই।
  • bb | ১৪ মে ২০১১ ২৩:৩৭ | 117.195.170.77
  • চুড়ান্ত মতামত আসছে ..........
  • dukhe | ১৪ মে ২০১১ ২৩:৩৭ | 117.194.241.145
  • যাক, সবাই এর বাইরেও কয়েকজন আছে তাহলে । ভেরি গুড ।
  • bb | ১৪ মে ২০১১ ২৩:৩৬ | 117.195.170.77
  • ৫-৪-৩-২-১
  • je keu | ১৪ মে ২০১১ ২৩:৩৬ | 122.162.75.227
  • "গুচর সম্পাদকমণ্ডলী তৃণমূল' আসে বলে নয়, অলরেডি এসে গেছে। একথা অনেকদিন আগেই হাওয়ায় ভাসছে। আপনাদের কানে ঘাসফুল গোঁজা, তাই শুনতে পান নি।
  • bb | ১৪ মে ২০১১ ২৩:৩৫ | 117.195.170.77
  • ছত্রধর আর তার দলবল যে তৃণমুলের সহযোগি তা সবাই জানে।
    এই সবাই আপনারা কয়েকজন ছাড়া যাঁরা তর্কের খাতিরে স্বীকার করবেন না ঃ)
  • Bratin | ১৪ মে ২০১১ ২৩:৩৫ | 117.194.97.190
  • kc, ৫ দিনের ছুটিতে আসছো?
  • kc | ১৪ মে ২০১১ ২৩:৩৪ | 89.203.49.18
  • অপ্পন, অন্য পকাবুরা, এই অধম আগামী মাসের ১৪ তারিখ থেকে ১৮ তারিখ অবধি, কলকাতায় থাকবে, একটা ব্যাটে-বলে হলে বেটদায় থেকে উদ্ধার পাই।
  • nyara | ১৪ মে ২০১১ ২৩:৩৩ | 122.172.20.18
  • আমি তো ওয়েট করছি কখন 'গুচর সম্পদকমন্ডলী তৃণমূল' আসে বলে। ১০-৯-৮-৭ ...
  • dukhe | ১৪ মে ২০১১ ২৩:৩১ | 117.194.241.145
  • 'ছত্রধর আর তার দলবল সেটা সবাই জানেন' - অর্থ কী?
    ১) ছত্রধর আর তার দলবল কিছু একটা করেছেন - সেটা সবাই জানেন ।
    ২) ছত্রধর আর তার দলবল - এরা সবাই একটা কথা জানেন । তার বাইরে অন্যরা সেইটুকু জানে, কিন্তু কথাটা জানে না ।
    ৩) দুটৈ
    ৪) কোনটাই নয়
  • sayan | ১৪ মে ২০১১ ২৩:৩০ | 115.241.34.253
  • আবার নকশাল আমদানি করলেন কেন, বিবি? প্লিজ ঘাঁটানো পোস্ট মারিবেন না।
  • aka | ১৪ মে ২০১১ ২৩:৩০ | 24.42.203.194
  • খড়দহে প্রকাশ্য, চোরাগোপ্তা কোনরকম কোনো মারামারির খবর নেই। অন্তত লোকাল লোকেদের কাছে নেই। আমাদের ওখানে পাড়ার ক্লাব থেকে সিপিএমের লোকেদের গাড়ি টাড়ি গুলো তুলে নিতে বলেছে।
  • nyara | ১৪ মে ২০১১ ২৩:২৯ | 122.172.20.18
  • মানে 'সবাই জানে'-র 'সবাই'-টা।
  • nyara | ১৪ মে ২০১১ ২৩:২৮ | 122.172.20.18
  • বিবি-র 'সবাই'-টা কে?
  • dukhe | ১৪ মে ২০১১ ২৩:২৭ | 117.194.241.145
  • বিমানবাবু আমাকে যা বিভ্রান্ত করলেন শেষবেলায় - ওঃ । আইটেম বয়কেও টপকে গেলেন । মানুষের ওপর বিশ্বাসই চলে যাবার উপক্রম ।
    টই-ভাটের বিজয়মিছিলে রবীন্দ্রসঙ্গীত ছিল কি ?
  • bb | ১৪ মে ২০১১ ২৩:২৬ | 117.195.170.77
  • পিনাকী আপনার কি জ্বলে তাতে আমার কোন কৌতুহল নেই। উত্তর গুলি আপনি এত ভুলভাল দিয়েছেন যে 'ঘুড়ায় হাসব'।
    ছত্রধর আর তার দলবল সেটা সবাই জানেন, আপনাদের বিশ্বাসে কিছু এসে যায় না।
    আর আমেরিকা নিয়ে চাপের কথা এই জন্য যে নকশালরাও তো মার খেয়ে শেষ পর্যন্ত ঐ খানে গিয়ে কিছুদিন আস্ফালন করে পরে দেশে ফিরে দক্ষিণ পন্থী হয়ে যান।
    আর আমি তো দেশের বামপন্থী , সিপিএম তো সংবিধানের মধ্যেই থেকে কাজ করে। তাই আমার চাপটা বরং আমিই সামলাই ঃ)
  • nyara | ১৪ মে ২০১১ ২৩:২৪ | 122.172.20.18
  • দমদমে অঞ্চলে প্রচুর বন্ধুবান্ধব আছে। বিশেষতঃ বাঙুর, নাগের বাজার এলাকায়। আমার শৈশবের বিচরণভূমি।

    তবে জমি তো চাই সল্ট লেকে, নিদেন পক্ষে রাজারহাট-নিউ টাউন এলাকায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত