এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৫৫ | 122.248.183.1
  • ডি ডি দা ঃ-))
  • Arpan | ১৬ মে ২০১১ ১১:৫১ | 122.161.165.43
  • ও, আচ্ছা, থ্যাংকু। আগেরবার ক্যাব নিয়েছিলাম তাই অটোর রুটটা জানতাম না।
  • dd | ১৬ মে ২০১১ ১১:৪৯ | 124.247.203.12
  • এটা একটা লিখিত আইন করে একেবারে পাকা করে নেওয়া যেতে পারে।

    অতঃপর আর কৌশিক এবং সৈকত নামে হেথায় কেউ লিখতে পারবেন্না। ডাকনাম নেই? হুলো,পচা,ছোটকু।

    এখন থেকেই এই স্টেপ না নিলে ২০৬১ এর হাল কি হবে? তখন নাক্ষি টাইপ ও কত্তে হবে না, চিন্তা কল্লেই স্ক্রীনে লেখা ফুটে উঠবে।

    আমরা যারা এখনই এট্টু ভাম গোছের তাদের জন্য স্পেশ্যাল প্ল্যানচেটের ব্যবস্থাও থাকবে।

    এই রকম ই তো শুনলাম।
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৪৮ | 122.248.183.1
  • করুনাময়ী থেকে সেক্টর ফাইভের অটো নিও।
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৪৭ | 122.248.183.1
  • আমদের ওখানে মমতার একটা বিশাল বড় কাট আউট লাগিয়েছে। আর দামড়া টাইপের একট বক্সে দিনরাত রবীন্দ্র সঙ্গীত বাজছে।
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৪৬ | 122.248.183.1
  • এ কি করে ভাই সল্টলেকে র ছেলে আমারে জিগায়!! অটো তে আসতে পারবে মনে হয় ব্রেক করে।
  • saikat | ১৬ মে ২০১১ ১১:৪৬ | 202.54.74.119
  • অর্পন,

    হ্যাঁ, যাওয়ার ইচ্ছে আছে। প্রব্লেম হোল প্রচণ্ড সর্দি-কাশি ইত্যাদি। কোনোক্রমে আপিসে এসেছি।

    ব্রতীন,

    অপপ্রচার কোর না। ঐ সৈকত আমি নই।

    অর্পণ,

    করুণাময়ী থেকে DLF-এর অটো পাওয়া যায়। কলেজ মোড় থেকেও মেলে মনে হয়।
  • Arpan | ১৬ মে ২০১১ ১১:৪৩ | 122.161.165.43
  • বোতিন চটপট ফান্ডা দাও। বিজে ব্লক থেকে ডিএলএফ বিল্ডিং কীভাবে যাবো?
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৪০ | 122.248.183.1
  • না না এই সৈকত ই মনে হয় । ওর প্রোফাইলিয়ে লেকা ছিল যে!! সদা ও কি সৈকত? তাহলে জানি না!! ঃ-((
  • Arpan | ১৬ মে ২০১১ ১১:৩৭ | 122.161.165.43
  • বোতিন খালি ছড়ায়। ওইটা খুব সম্ভবত সদা, এই সৈকত নয়।
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:৩৬ | 122.248.183.1
  • আর আমি c++ কী করে স্বপ্ন দেখতে হয় শিখে নেব। ঃ-))

    টেকনোলজি সংক্রান্ত আমার দেখা বেস্ট স্বপ্ন হল এইরকম ' আমার দাঁতে কী একটা আটকেছে আমি সেটাকে একটা কিছু দিয়ে খোঁচাচ্ছি। তারপরে ভালে করে চেয়ে দেখি ওটা আসলে একটা পয়েন্টার !! ঃ-))
  • Arpan | ১৬ মে ২০১১ ১১:৩১ | 122.161.165.43
  • বিধাননগর জুড়ে রাস্তাঘাট, বাস, অটোর স্ট্যন্ড, চা-সিগারেটের দোকান আর পাড়ার মার্কেট সর্বত্র লোকজনের অসীম নির্লিপ্তি।
  • Arpan | ১৬ মে ২০১১ ১১:২৯ | 122.161.165.43
  • সৈকত, চলে এসো। অনেকদিন তোমার সাথে কথাবাত্তা হয় নাই।
  • Bratin | ১৬ মে ২০১১ ১১:০০ | 122.248.183.1
  • এখন অবধি

    সুদীপ্ত, ব্রতীশ, অর্পন,স্যান, দে,আমি,সামরান।

    সৈকত,মিঠু চেষ্টা করবে । নিশ্চিত নয়।

    পারবে না ঃ লামা,মানসী।

    কাজু ঃ চেষ্টা করবে।
  • saikat | ১৬ মে ২০১১ ১০:৩৭ | 202.54.74.119
  • চেষ্টা করব। আর কে কে?
  • Bratin | ১৬ মে ২০১১ ১০:৩৫ | 122.248.183.1
  • কালকে B B Nations @7:00 কলিভাট। আসতে পারবে?
  • dd | ১৬ মে ২০১১ ১০:৩৪ | 124.247.203.12
  • তামিলনাডুতে আপিস মহল্লায় কোনো তাপ উত্তাপ নেই।

    পলিটিক্স নিয়ে মাতামাতি স্ট্রিকটলি সাব অলটার্নের দখলে যেমতি ফিলিমস্টার নিয়ে নাচন কোঁদন ও ভদ্রলোকে করে না।

    আমাদের আপিসে সবাই মুখ গুঁজে কাজ কল্লো। কারুরই কোনো সাইট ব্যানড নয়। মাঝে মধ্যে একটা দুটো স্বগোতক্তি ,যাঃ তাঞ্জাভুরটা ও ভোগে গ্যালো বা অন্য কিছু খবরে একটা স্মিত আহ্লাদ।

    দীর্ঘশ্বাস টা ও চাপা, হাসি একদম নয়।

    ক্যান্টিনে মধ্যাহ্নের লাঞ্চ ও নিরুত্তাপ রসমের হুস হাস শব্দেই সীমাবদ্ধ ছিলো। সেদিন সন্ধ্যে বেলায় একটা ডিনারে গেছিলাম সারা শহর ডিঙিয়ে ,একটা ছোটো ট্র্যাফিক জ্যাম পেলাম মাত্র এক যায়গায়। শুনলাম একটা ভিজয় মিছিল চলছে। ধুপধাপ বাজী আর তুবড়ী ছিলো। ব্যাস।

    এই জন্নেই এদের কিসু হয় না।

    রেজাল্টের দিন ইসের দোকান বন্ধ ছিলো। কিন্তু আমি তৈরী ছিলাম, অসুবিদে হয় নি। চিন্তা কোরো না।
  • saikat | ১৬ মে ২০১১ ১০:৩১ | 202.54.74.119
  • ব্রতীন,

    হ্যাঁ। কলকাতায়।
  • kc | ১৬ মে ২০১১ ১০:২২ | 194.126.37.78
  • মায়াপাতায় বেথের বেশ কিছু দুশমন আছে। অনেককাল আগেও এরকম ভাবে সিকির টিসিএসের আইপি / আইডি থেকে কেউ একটা মাস্কিং করে একটা মেল করায় তখন সদ্যজাত গুচ আর বালার মধ্যে বেশ ভালো রকম ক্যাচাল বেঁধেছিল।
    শমীক না বলা অবধি আমিও ভেবে নিয়েছিলাম যে ওটা শমীকই, সেটা ভেবে বেশ সেন্টুও খেয়েছিলাম।
  • Bratin | ১৬ মে ২০১১ ১০:১৪ | 122.248.183.1
  • সৈকত দোকান কলকাতায় নাকি? তাহলে ২ টো কথা কইতাম.....
  • saikat | ১৬ মে ২০১১ ১০:০৮ | 202.54.74.119
  • কোথায় পরিবত্তন ? সেই একই

    রোদ

    গরম

    ঘাম
  • madhyapadalopee karmadhaaray | ১৬ মে ২০১১ ১০:০২ | 14.99.238.196
  • ওখানে পরিবত্তনটা ক্যামুন দ্যাখলেন?
  • dd | ১৬ মে ২০১১ ১০:০২ | 124.247.203.12
  • সাঁঝের ব্যালায় একবার কম্পু খুলে গু চ তে এসে দেখি সেই নক মাকু তিনু চলছে। চলছে তো চলছেই। এবং যথারীতি কিছু নতুন নামের লোকজন।

    বেশ কড়া করে পার্সোনাল অ্যাটাক। এ নাকি সবই অভিমান করে লেখা।

    হায়, এই টই আর ভাটপাতাতেই অন্ততঃ এক মিলিয়ন শব্দ খচ্চা হয়ে গ্যাছে নকু মাকু তিনু নিয়ে। একই কথা , সেই রেকারিং ডেসিমেল।

    দেখি, এই টেম্পো আরো কদ্দিন চলে।
  • dd | ১৬ মে ২০১১ ০৯:৫৭ | 124.247.203.12
  • এই হপ্তাটা মান্দ্রাজেই কাটাতে হোলো। ক্ষি যন্তোন্না।

    দেখলাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস,পাঁচ নং। ওঃ, ক্ষি সিনেমারে দাদ্দা;। বেশ কয়েকজন পাহাড় প্রমান লোক ক্ষি মার্পিটটাই না কল্লো। হল ফেটে পরছিলো এম্নি ভীম আওয়াজ। তবে রক্তারক্তি কিছু নেই। গা গুলাবে না।

    আর গাড়ী। শয়ে শয়ে গাড়ী ভেঙে চুরমার হয়ে গ্যালো। লোকেদের খুব ক্ষেতি হয় নি। স্ক্রীন জুড়ে শুধু গাড়ীর দেওয়ালি। আর তার সাথে বিভৎস মেটালিক আওয়াজ।

    একাধিক সুন্দরী মেয়ে মানুষ ও ছিলো। তারা খুব একটা গা ঘামিয়ে ঝাড়পিট করে নি, ভালো ই করেছে।

    পয়সা উসুল মশায়।
  • siki | ১৬ মে ২০১১ ০৮:৫৩ | 123.242.248.130
  • পরিবর্তনের বাজারে একমাত্র প্রত্যাবর্তন ঘটল সিকির।

    অত্যধিক মাত্রায় ব্যক্তিগত এবং অফিশিয়াল কাজের চাপ, ঝামেলি ইত্যাদির জন্য গত প্রায় দেড় মাস আমি আসতে পারি নি। অনেকেই খোঁজখবর নিয়েছেন, সামনের এবং পেছনের দরজায়। সবাইকে উত্তরও দেওয়া হয়ে ওঠে নি।

    চাপ কমেছে এখন, এমনও নয়, হয় তো খুব নিয়মিত আর এসে উঠতে পারব না, যতদিন না চাপ কমছে। তবে নিজের স্বার্থেই আজ সকাল সকাল এসে গেলাম।

    এই উইকেন্ডে সামনের এবং পেছনের পাতায় কিছু বিভিন্ন রকমের ফিসফিসানি কানে আসার পরে মনে হল কিছু লেখা দরকার। আইপি ঠিকানা ঘাঁটাঘাঁটি করে লোকের পরিচয় বের করার অভ্যেস আমার কোনওদিনই ছিল না। তবে কিছু আভাসে ইঙ্গিতে মনে হল, শনিবার রাতের দিকে "je keu' নামে এখানে কিছু পোস্ট যিনি করে গেছেন, সেটা আমিই বলে অনেকের ধারণা। ঐ ভার্চুয়াল ঠিকানা পরিচয় ঘাঁটাঘাঁটি ইত্যাদি করে শেষে প্রায় আমিও বিশ্বাস করতে বসেছিলাম যে ওগুলো আমারই পোস্ট, তবে ভুল বোঝাবুঝি আরো এগোবার আগে জানিয়ে দিই, সেদিনের "je keu' আমি নই। সম্ভবত আমারই এলাকার কোনও নীরব পাঠক, আমি ব্যক্তিগতভাবে চিনি কিনা তা-ও বলতে পারছি না এই মুহূর্তে, অথবা অন্য কেউ আইপি মাস্কিং করে লিখে থাকতে পারেন, না-ও পারেন, আমি জানি না, আমার আইডিয়া নেই।

    মোদ্দা কথা, ওটা আমি নই।
  • achintyarup | ১৬ মে ২০১১ ০৪:৫০ | 59.93.241.174
  • চার-পাঁচদিনের জমানো ভাট এতক্ষণে পড়ে শেষ কল্লুম। এবার ঘুমুতে যাই। হাই টাইম
  • pinaki | ১৬ মে ২০১১ ০১:০৯ | 122.164.253.41
  • বোতিন ভাই, আমি অর্কুট ফেসবুক দুজায়গাতেই আছি। ফেসবুকে নামেমাত্র। অর্কুটে আগে খুব উৎসাহ ছিল, এখন খুব অনিয়মিত।
  • madhyapadalopee karmadhaaray | ১৫ মে ২০১১ ২৩:৪৩ | 14.99.5.244
  • আর ডোমেন এক্সপার্ট এবং টেকনোক্র্যাটদের মন্ত্রী করলে বিশেষ কিছু লাভ হয় বলে আমারও মনে হয় না। আমলা এবং মন্ত্রণাদাতা হিসেবে থাকলে লাভ হয়, মন্ত্রী হিসেবে পোলিটিকাল অ্যাকিউমেনটাই আসল। আমাদের সংসদীয় গণতন্ত্রের কাঠামোতে। বামফ্রন্টকেই দেখতে পারেন। অর্থ, স্বাস্থ্য ও শিক্ষায় প্রায় সবসময়ই ডোমেন এক্সপার্টরা ছিলেন। অন্যদিকে যে ক্ষেত্রে বামফ্রন্ট সফলতম, তার কর্ণধার প্রথমে হরেকৃষ্ণ কোনার এবং পরে বিনয় চৌধুরী- সেই অর্থেই কেউই ডোমেন এক্সপার্ট ছিলেন না।
  • madhyapadalopee karmadhaaray | ১৫ মে ২০১১ ২৩:২৩ | 14.99.5.244
  • শারদ পাওয়ার সফল। তৃতীয় আর একজন যিনি সফল হবেন তার নাম জগন রেড্ডি। খুব শিগ্গিরি অন্ধ্রর কংগ্রেস সরকারের টালমাটাল অবস্থা হতে চলেছে। অন্ধ্র লোকসভায় তেত্রিশজন কংগ্রেস এম পি পাঠিয়েছিল। তার মধ্যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ মূলতঃ জগন ক্যম্পের। যদি না সোনিয়া জগনকে কোনোভাবে সামাল দিতে পারেন কেন্দ্রেও একটা ঝটকা আসবে। তখন আবার মমতার দাম আরও বাড়বে।
  • nyara | ১৫ মে ২০১১ ২৩:১৪ | 122.172.20.18
  • আজকেই এরকম আলোচনা হচ্ছিল এক বন্ধুর সঙ্গে। তো আমি বললাম, মমতার যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট পোর্টফোলিও কেরিয়ার পলিটিশিয়ানদের বাইরের লোকেদের হাতে যাবে। ডোমেন এক্সপার্ট যারা। তো বন্ধুর বক্তব্য, পলিটিকাল অ্যাকিউমেন না থাকলে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের দশা হবে, ক্রেডিবিলিটি তলায় গিয়ে ঠেকবে। আমি পাল্টা যুক্তি দিলাম, মনমোহন যখন নিজের ডোমেনের পোর্টফোলিওতে কাজ করেছেন, তখন তিনি সফল।
  • kallol | ১৫ মে ২০১১ ২৩:০৩ | 115.184.28.250
  • তবে পাইএর Date :15 May 2011 -- 08:09 AM
    পোস্টে জনৈক ডঃ জয়ন্ত যেমন ইচ্ছে প্রকাশ করেছেন বা হারের প্রতিক্রিয়ায় গৌদে যেমন বলেছেন - এবার সিঙ্গুর- নন্দীগ্রামের মতো আন্দোলন আমরাও করবো, সেটা করতে যে হিম্মত লাগে তা সিপিএমের ১৯৭২ সাল থেকেই নেই।

    ইন্দো।
    মমতা কতটা রুথলেস কর্পোরেট হতে পারবেন আমার সন্দেহ আছে। চরিত্রগতভাবে মমতার পক্ষে ওটা হতে যাওয়ায় সমস্যা আছে। ওর তাৎক্ষনিকতা, ভয়ঙ্কর আবেগ, আর গোঁয়ার্তুমী মস্তো বাধা।
    তবে, আমার কাছে মমতার দুটো ব্যাপার খুব কৌতুহলদ্দীপক ঃ ১) আজ পর্যন্ত ভারতীয় কংগ্রেসের মূল স্রোত থেকে বেরিয়ে এসে কেউ সফল হন নি। মোরারজী, ভিপি, গুজরাল, অর্জুন সিং, সাংমা-পাওয়ার, প্রফুল্ল সেন, প্রিয় মুন্সী, প্রনব মুখার্জি কেউ না। হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, নয় ফিরে গেছেন। মমতা একমাত্র ব্যতিক্রম। এবার দেখার মমতা সর্ব ভারতীয় রাজনীতিতে কি ভূমিকা নেন।
    ২) বিধান রায়ের পর এই একজন মুখ্যমন্ত্রী যিনি সংগঠনের ধার ধারেন না - নিজেই সব। সত্যি কথা বলতে কি বিধান রায়ও পার্টিতে এতটা ক্ষমতাশালী ছিলেন না। পঃবঃর রাজনীতি এবং প্রশাসনে এটা একটা নতুন দিক। এই বৈশিষ্ট কেমন কাজ করে সেটাও দেখার।
  • Bratin | ১৫ মে ২০১১ ২২:০৮ | 117.194.97.184
  • আরে আমর লেখাতে মাঝে মাঝে ই 'আ' কার বেশি/কম হয়ে যায়। ঃ-))

    যাক পিনাকী ফেসবুক এ তোমাকে পেয়েছি। কিন্তু সেখানে তেমন যাই না । তুমি ওর্কুটে নেই?
  • nyara | ১৫ মে ২০১১ ২২:০৪ | 122.172.20.18
  • আজকালে বেরিয়েছে বোধহয়। দেখলাম মনে হল।

    আজকে আবার সুশান্ত ঘোষ মিডিয়ার এগেনস্টে কী একটা বলেছেন, ঠিক বুঝলাম না।
  • pinaki | ১৫ মে ২০১১ ২২:০২ | 122.164.253.41
  • ওহে বোতিন, ওটা মঙ্গলকোট, মঙ্গলাহাট নয়। এরম সমর্থককে তিনোরা সিপিএমকে দিয়ে দেবে। ঃ-)
  • Bratin | ১৫ মে ২০১১ ২১:৫৭ | 117.194.97.184
  • আচ্ছা কোন একটা চ্যানেলে দেখছিলাম মঙ্গলাহাটে তৃনমূল মাত্র ১২৮ ভোটে হেরে রি-কাউন্টিং দাবি জানিয়েছে নাকি? কিছু শুনেছো?
  • Du | ১৫ মে ২০১১ ২১:১৩ | 71.170.233.54
  • আইপি কেন লাগবে। আমরা এত দিন ধরে এত চক্রবৎ লড়াইয়ে এত কথা বার বার বলেছি প্রত্যেকের সব কথার রিপজিটরি থেকে গুগল একটা গেম/অ্যাপ বানিয়ে দিতে পারে আমাদের অবতার বসিয়ে। সেটাই বরং ভাল -- উত্তেজনার উত্তেজনাও হল, কিন্তু বন্ধুদের বাস্তবে আঘাত করাও হল না।
  • Ishan | ১৫ মে ২০১১ ২১:১৩ | 14.99.110.216
  • বসিরহাটে গৌতম দেব দাঁড়ালে ওখানেও এবারের দমদমের রেজাল্ট হত। তখন দমদমে অবশ্য বেচারি ব্রাত্য হেরে যেত। ঃ)
  • x | ১৫ মে ২০১১ ২০:২৪ | 59.164.188.70
  • এই বাজারেও ভাঙরের আরাবুল হেরেছে।
  • Bratin | ১৫ মে ২০১১ ১৯:০৯ | 117.194.99.146
  • অয়ন , আমি তো অনেক আগে ২ লক্ষ কোটি টাকা কী করে ধার হল সেই হিসেব চাইলাম। সেটা দাও ঃ-))।

    ১। আর তেলেও দাম টা ঠিক কী ভাবে নির্ধারিত হয় যেন এখন ? ঃ-))

    ২। তোমার দাবি কি শপথ নেবার আগেই জমি ফেরতের ব্যবস্থা হবে? ঃ-))

    ৩। এক্ষুনি উত্তর দেওয়া যাচ্ছে না!!
  • aka | ১৫ মে ২০১১ ১৯:০১ | 24.42.203.194
  • আগ্গেই বলেছিলাম হারের ক্রাইসিসের মধ্যে এই সিপিএমের ঘুরে দাঁড়ানো মুশকিল। তখন মধ্যে আমারে বকে দিলে।
  • nyara | ১৫ মে ২০১১ ১৬:০৪ | 122.172.20.18
  • ২০০৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সিপিয়েমের ম্যানিফেস্টোর সফট কপি কোথায় পাওয়া যেতে পারে?
  • madhyapadalopee karmadhaaray | ১৫ মে ২০১১ ১৬:০২ | 14.96.31.7
  • গৌতমবাবু হাসনাবাদ ছেড়ে এলেন। আর এই বাজারেও সেই বসিরহাট উত্তর আর বসিরহাট দক্ষিণেই সিপিএম জিতল। ক্ষি ক্ষাণ্ড!
  • a | ১৫ মে ২০১১ ১৩:৩৫ | 208.240.243.170
  • ১) কলকাতায় পেট্রোলের দাম কত আজ?

    ২) ঐ ৪০০ একর কবে ফেরত পাচ্ছেন মানুষ?

    ৩) বিষ্‌নুপুরের স্টেডিয়াম কবে ন্যু ক্যাম্প বা নিদেন যুবভারতীর চেহারা পাচ্ছে?
  • kc | ১৫ মে ২০১১ ১৩:০২ | 194.126.37.78
  • আমি সিপিএমকে যতটুকু দেখেছি, মাস-বেস বিমান বসুর সবথেকে বেশী। কান্তি গাঙ্গুলী ছাড়া বাকিগুলোর মেন বেস হল ''পেয়ে থাকি'' লোকেদের বেস। সেটা আলগা হতে সময় লাগবেনা। উঠে আসা দরকার জেলা কমিটির লোকগুলোর। সেখানে আবার অন্য খিঁচের গল্প।
  • nyara | ১৫ মে ২০১১ ১২:৫৩ | 122.172.20.18
  • ওপরতলায় মাস-বেস আছে, সিপিয়েমে এরকম লোক এখন কে কে আছেন? বুদ্ধবাবুর নেই, বিমানবাবুর নেই। গৌতম-নিরুপম-সূর্যকান্তদের কতটা আছে জানিনা। কান্তিবাবুর আছে, রেজ্জাক মোল্লার আছে, অশোক ভটচাযের আছে।
  • kc | ১৫ মে ২০১১ ১২:৩৯ | 194.126.37.78
  • বুদ্ধ পলিটব্যুরো থেকে বোধহয় সরে যাচ্ছেন, একই কাজ বোধহয় নিরুপম সেন বিমান বসুও করতে পারেন। এর মানে হেলমে আসতে চলেছে, সেকেন্ড লেভেলের লিডারশীপটা যেটা একেবারেই পচা। ন্যাড়াদার ভাষায় ''দুগ্গিবাজ''। কঠিন দিন সামনে।
  • nyara | ১৫ মে ২০১১ ১২:৩৯ | 122.172.20.18
  • স্টার আনন্দে ব্রাত্য সুমন দে-র সঙ্গে বাতেলা করছে। আর দেবশ্রীর মুখ দেখে মনে হচ্ছে, "এ কোথায় ঢুকলাম!" ঘুমে চোখ ঢুলুঢুলু।
  • dukhe | ১৫ মে ২০১১ ১২:৩৫ | 117.194.231.129
  • এরে কয় শাঁখের কারাত ।
  • nyara | ১৫ মে ২০১১ ১২:২৯ | 122.172.20.18
  • ভোটের রেজাল্টের আগে সিপিয়েমের পজিশন ছিল - একজিট পোল আইওয়াশ, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

    ভোটের রেজাল্টের পরে সিপিয়েমের পজিশন হল - কী করে একজিট পোল রেজাল্ট মিলিয়ে, নির্ঘাৎ জালি হয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত