"The whole modern world has divided itself into Conservatives and Progressives. The business of Progressives is to go on making mistakes. The business of the Conservatives is to prevent the mistakes from being corrected."
Bratin | ১২ মে ২০১১ ১৭:৩৮ | 122.248.183.1
আজকের মতোন কাটি। কালকের 'নতুন' সকালে আবার দেখা হবে।
shrabani | ১২ মে ২০১১ ১৭:৩১ | 124.124.86.86
আমার কাছে মেল এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একশ পঞ্চাশে তার গীতাঞ্জলির থে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন "প্রাঞ্জলি" -- একশ তিরিশটা গান/কবিতা, ভক্তিগীতি, ট্রিনিটি রাধা, কালী ও রুক্মিণী (?) কে উদ্দেশ্য করে, সমস্ত রবীন্দ্রনাথ আধারিত, ইংরাজীতে! শেষ গানটি "জনগণ মন" , সেটাও অরিজিন্যাল কারণ তাতে "ভাগ্যবিধাতা" র জায়গায় মাতৃবিধাতা লেখা। এটা একটা বই ছেপে বেরিয়েছে তার পিডিএফ মেলের সঙ্গে অ্যাটাচড। আমি এখনও এই সদমার থেকে বেরোতে পারছিনা, প্রচুর খারাপ অবস্থা, দমের লিঙ্কের চেও!
Arijit | ১২ মে ২০১১ ১৭:২৭ | 115.249.42.177
সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন মিটিন শেষ করে এলুম। তার ওপর শুয়োর গাঁতানো। এগুনো কী বলছে কিছু বুঝতাসি না।
madhyapadalopee karmadhaaray | ১২ মে ২০১১ ১৭:২২ | 58.137.132.4
তবে নাচটা হল ভূমিকা। এবার থেকে যা হবে তার মূল ভূমিকায় থাকবেন ৫ এইচ টি টি। যারা পশ্চিমবঙ্গে থাকেন টেস্ট করিয়ে রাখুন।
Kaju | ১২ মে ২০১১ ১৭:২২ | 121.244.143.246
ল্যাখাটির উৎস সম্পর্কে গেসটা উইথড্র করে নিলাম। কে যে কার থেকে ল্যাখার ধরণ ঝেড়ে দেয় বোঝা মুস্কিল বাওয়া !
h | ১২ মে ২০১১ ১৭:২১ | 203.99.212.54
আর্য, কনফিডেন্স অত কিসু কারোর আসে বলে মনে হয় না। জেনেরালি নেতা র সংগে মানুষের disconnect is reasonably complete, (আমার মতে)। আর সাংবাদিকতা আর চাগরির ভয় বা অতি উৎসাহ ইত্যাদি মিশে গিয়ে যেটা হয়েছে সেটা অল আউট পোকার। তাছাড়া কেউ খেলতে নেমে 'হারবই' কথাটা কনফিডেন্টল্য অন্তত বলে না;-) আর আমরা অ্যাভারেজ করছি বিভিন্ন সংখ্যা, আর সিরিয়াস হলে চা ওয়ালা দুধ ওয়ালা র সংগে কথা বলে পুনরায় অ্যাভারেজ করছি। এই লেভেলে ডিসইনফরমেশন হলে, শখের অ্যানালিস্ট দের একটা স্পেকটাকল দেখা ছাড়া কিসু করার থাকে না।
Kaju | ১২ মে ২০১১ ১৭:১৮ | 121.244.143.246
হ্যাঁ অনিলবাবু বলুন তো মন খুলে। তবে এদের তো ব্যাপার, মানে এই চ্যানেলগুলোর, বিশেষ বিশেষ জায়গায় পিঁক পিঁক করে মাস্ক না লাগিয়ে দেয় বাড়ির বাচ্চাদের কথা ভেবে। ওদের শব্দভান্ডার ওনার বক্তৃতায় বেশ বেড়েছে এই ভোটের বাজারে। যা খুল্লম খুল্লা দেখিয়েছে সব চ্যানেলে।
Rajdeep | ১২ মে ২০১১ ১৭:১৫ | 115.111.126.179
আরে এ তো মনে হচ্ছে সেই কি মিঃ ঘাতক না পাঠকের ল্যাখা .... তবে এ কিসুই না 'ফ্যাসিবাদের সুফল" সংক্রান্ত এনার ল্যাখা পড়তেই হবে।
Kaju | ১২ মে ২০১১ ১৭:১৪ | 121.244.143.246
এটা রবিদাদুর 'লিপিকা' থেকে না? বিষয়বস্তু তো বিশ্বচরাচরে যা ঘটে চলেছে আবহমান কাল ধরে, তাহাই কবি বলতে চেয়েছেন। তবে মধ্যবাবু অন্য কোনো গভীর গূঢ় অর্থ করছেন কিনা কে জানে।
madhyapadalopee karmadhaaray | ১২ মে ২০১১ ১৭:১১ | 58.137.132.4
পরের লাইনটা বলেই দিই।
"সেই অশ্রান্ত নৃত্য মুদ্রায় সাড়ে তিন দশকের দীর্ঘ মৃত্যুর হানাদারি ঠেকিয়ে জীবনের নিক্কন বাংলার মাটিতে আবার।"
এই জন্যই কবি বলেছেন- "নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা।"
(স্বগতঃ পশ্চিমবঙ্গে করে খেতে হবে বলে "নেচে নেচে আয় মা শ্যামা"টা আর বললাম না।)
kumu | ১২ মে ২০১১ ১৭:১১ | 122.160.159.184
মক,আগে থেকে মাপ চেয়ে-নাচের প্রোগ্রামের নেমন্তন্ন?
madhyapadalopee karmadhaaray | ১২ মে ২০১১ ১৭:০৫ | 58.137.132.4
এই রচনাটির বিষয়বস্তু কেউ বলতে পারবেন?
"যখন আদিদেবের আহ্বানে সৃষ্টি উৎসব জেগেছিল তখন তার প্রথম আরম্ভ হয়েছিল আকাশে আকাশে বহ্নিমালার নৃত্যে। সূর্যচন্দ্রের নৃত্য আজও বিরাম পেল না, ষড়ঋতুর নৃত্য আজও চলেছে পৃথিবী প্রদক্ষিণ করে। সুরলোকে আলোক অন্ধকারের যুগল নৃত্য। নরলোকে অশ্রান্ত নৃত্য জন্মমৃত্যুর।"
dukhe | ১২ মে ২০১১ ১৬:৫৭ | 122.160.114.85
হ্যাঁ, যা হবার তো হয়েই গেছে - অনিলবাবুর আর ক্ষমা চাইবারও পিছুটান নেই । মন খুলে কথা বলতে পারবেন । শান্তি ।
Kaju | ১২ মে ২০১১ ১৬:৫০ | 59.163.201.173
জনগণ এখনো সেই পুরোনো কালের মত কাগজের হেডলাইন নিয়ে কথা কয়, আরে গণশক্তি আজকাল তো পরে, ২৪ ঘন্টার ব্রেকিং নিউজের ক্যাচলাইনটা কেমন হবে সেইটে বলুন। বলুন আধুনিক গৌতম-বুদ্ধ কী বলবেন? ধীমানপ্রবর বিমান বা অনিল বসু কতটা নতুন 'আলংকারিক' ভাষায় প্রতিক্রিয়া জানাবেন।
stoic | ১২ মে ২০১১ ১৬:৪৩ | 160.103.2.224
ঃ-))
Rajdeep | ১২ মে ২০১১ ১৬:৩৯ | 115.111.126.179
স্টৈকদা - তোমার চেনা লোকটি আবার প্রাক্তন লোকসভা স্পিকারকে "ফসিল" বা 'তুতেনখামেনের মমি " বলে না তো ?
একটু চেকিয়ে নিও ;-)
aka | ১২ মে ২০১১ ১৬:৩৪ | 24.42.203.194
মাইরি এটা আমিও বুঝছি না। দুই পক্ষই কি কনফিডেন্ট। আমি কথা বলেছি। অন্তত নীচু তলার লোকজন কেউ কাউকে বিভ্রান্ত করছে না, তারা সত্যিই এটা মনে করে। সিপিএমের বিশ্বাসের কারণ তাদের জেলা সংগঠন। যা কিনা বহুদিন হল কাজ করে না।
গণশক্তির সম্ভাব্য হেডলাইনঃ আমেরিকার ৯/১১, মুম্বই এর ২৬/১১ এর পর পশ্চিমবঙ্গের ১৩/৫/১১। ঃ-P
stoic | ১২ মে ২০১১ ১৬:২৪ | 160.103.2.224
কোয়ার্ক,
আমি ব্যক্তিগত ভাবে একজনকে চিনি যিনি দেশের এক বিশ্ববিদ্যালয় থেকে 'অন লীভ' নিয়ে বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে আছেন, এবং বছরের পর বছর ধরে দু দিক থেকেই মাইনে নিচ্ছেন।
Kaju | ১২ মে ২০১১ ১৬:২১ | 121.244.143.246
সবুজের গান -
'আজকাল' (কাগজে) তেরে মেরে কালো টাকা কে চর্চে লাল (পড়ুন গৌতম-বুদ্ধ) জবান পর / খুদকো মালুম নেহি আউর উসকো খবর হো গয়ি।
quark | ১২ মে ২০১১ ১৬:০৯ | 202.141.148.99
ইয়ে, এই উদাহরণটা মাথায় ছিল না। পরিচিত (অন্য) একজনের কাছে জানলাম।
Rajdeep | ১২ মে ২০১১ ১৬:০৪ | 115.111.126.179
ক্ষে বলে সরকারি দু জায়গা থেকে নেওয়া যায়না !
উপায়টা জানতে হলে নর্থ সিটি কলেজের এক নাট্যকার অধ্যাপকরে জিগান ঃ)
quark | ১২ মে ২০১১ ১৬:০০ | 202.141.148.99
এইরকম আরেকটা নিয়ম আছে জানতাম যে দুটো চাকরী (যেমন একজায়গার প্রফেসর, আরেক ইন্সটিট্যুট এর অ্যাডজাংক্ট প্রফেসর) করলে দুটো মাইনে নেওয়া যায় না। ক'দিন আগে জানতে পারলাম যায়।
lll | ১২ মে ২০১১ ১৫:৫৭ | 147.133.3.19
Rajdeep | ১২ মে ২০১১ ১৫:৩৫ | 115.111.126.179
মান্দ্রাজে ললিতা / বাংলায় মমতা
dd | ১২ মে ২০১১ ১৫:২৪ | 124.247.203.12
আজকাল ঃ
হেডলাইন
জয়ী হলো ষড়যন্ত্র,জয়ী হলো অধর্ম ও বুশ (ওবামা নয় ,টীকা) জিতে গেলো টাকার খেলা।
আমার মত ল্যাদখোর জনতা এত কিছু করবে ভাবলে কী করে বোধি ? ঃ-))
তবে আনন্দবাজারে দেখলাম এখনও বাম দল বিশ্বাস করছে ওরা ১৫৫-১৬০ টা আসন পাবে।
h | ১২ মে ২০১১ ১৫:১৬ | 203.99.212.53
কী কী হলে তার কোন কোন অংশ কি কি ভাবে বিশ্লেষণ করে বলবে "আগেই বলেছিলাম" এইটে ভেবে রাখতে পারো। বোতিন। সময় কাটবে। লড়াই ক্লোজ হলে ইনফাইনিট সম্ভাবনা।
আরেকটা করতে পারো, হেডলাইন প্রতিযোগিতা। প্রতিটি কাগজ ধরে। প্রথম দ্বিতীয় তৃতীয় পাতা, বাঁদিকের কলাম ডান দিকের কলাম, সরু সাইজ মোটা সাইজ ইত্যাদি।
Arya | ১২ মে ২০১১ ১৫:১২ | 125.16.82.195
Google doc এ কাজ হয়ে যাবে মনে হচ্ছে।
dukhe | ১২ মে ২০১১ ১৫:০২ | 122.160.114.85
Arya, dropbox.com দেখুন ।
pokaabu | ১২ মে ২০১১ ১৫:০০ | 123.242.248.130
আইনের ফাক? ওও, ফ্ ...
nyara | ১২ মে ২০১১ ১৪:৫৯ | 203.110.238.16
'একচোকোমি' নয় - ওকে বলে 'দ্বিচারিতা'। যদি নিরপেক্ষ হতে চান তাহলে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, গণশক্তি, রহস্য তদন্ত, আলোকপাত, বিকেলের খবর - সব বিশ্বাস করতে হবে।
কী আর করব - দ্বিচারীই হই। বিভ্রান্ত আর হতে পারব না।
Arya | ১২ মে ২০১১ ১৪:৫৬ | 125.16.82.195
আইন আছে, আবার আইনের ফাকও আছে। আর আমাদের দেশে এই নিয়ে এত আশ্চর্য হবার কি আছে?
saikat | ১২ মে ২০১১ ১৪:৫৪ | 202.54.74.119
বিশ্বাস না করলে ন্যাড়াদাকে "একচোকোমি"-র অপবাদ দেওয়া হবে।
Bratin | ১২ মে ২০১১ ১৪:৫১ | 122.248.183.1
শান্তনু দা, ও ইরকম একটা আমি ও শুনেছিলাম। পুলিস রেকর্ড থাকলে সরকারী চাকরী পাওয়া চাপের।
Bratin | ১২ মে ২০১১ ১৪:৪৯ | 122.248.183.1
এই ২৪ ঘন্টা। কী যে দুঃসহ!! সময় যেন কাটে না।
Arya | ১২ মে ২০১১ ১৪:৪৮ | 125.16.82.195
না হে kc, register না করলেও আপলোড করতে দিচ্ছে, আর, যে কেউ ঢুকে register না করেও ডাউনলোড করে নিতে পারে। প্রাইভেসি কম মনে হচ্ছে।
santanu | ১২ মে ২০১১ ১৪:৪৮ | 82.112.6.2
কোনো একটা কোর্টে দোষী সাবাস্ত, এখন বেল এ বাইরে আছেন - এমন লোক কে সরকারী জায়গায় নেওয়া যায়!!
গেল যখন, যায় নিশ্চয়।
ছোটবেলায় শুনতাম তিন রাত্তির জেলে থাকলে নাকি সরকারী চাকরি চলে যায় - আজকাল আর বোধহয় যায় না।
nyara | ১২ মে ২০১১ ১৪:৪৮ | 203.110.238.17
আমি গণশক্তি পড়ে ঘেঁটে গেলাম। এরা নাকি সব খবর পেয়েছে বামফ্রন্ট ক্ষমতায় আসছেই আসছে। অধিকাংশ পরিবর্তনপন্থী ও জাতীয় মিডিয়া এক্সিট পোলের নামে লোককে বিভ্রান্ত করছে। পুরো অবিশ্বাস করছি না, হতেও পারে।
কিন্তু একটা ব্যাপার পরিষ্কার - কেউ একটা ঢপ মারছে, থুড়ি বিভ্রান্ত করছে। কিন্তু গুড নিউজ হল, কালকেই জানা যাবে কে বিভ্রান্ত করছে। আমি ঠিক করেছি, যে দল বিভ্রান্ত করছে আগামী দু বছর তাদের কোন কথা বিশ্বাস করব না - যদি সে কথা অন্যদলের ক¾ট্রাডিকটরি হয়। দু বছর পরে, আই উইল রিভিজিট।
এনাফ ইজ এনাফ অফ গেটিং বিভ্রান্ত।
M | ১২ মে ২০১১ ১৪:৩২ | 59.93.199.126
এদিকে আমি এস্থার দেখলাম, দেখে একটু ক্যামন হয়ে গেলাম।তেনার সাথে কথা কইতে কইতে বললাম, একটা কিছু আমায় কত্তে হবে এমন কিছু বল।
কেন কেন?
বলই না, আমার একটা কথা বলতে ইচ্ছে কচ্ছে,কারন না পেলে বলতেও পাচ্ছিনা।
তো বলা হলো।
আমি ও দাঁত বার করে বললাম,মাই লর্ড! ইয়োর উইশ ইস মাই কম্যান্ড(যদিও হেথায় এই কথা মানে এই সিন্মায় শুনি নাই)
কি খচে গেলো।একগাদা গালি দিয়ে খটাস করে লাইন কেটে দিলো।
এদিকে আজ আবার ঘন ল্যাদের দিন।ক্ষী যে করি।ঃ(((
kc | ১২ মে ২০১১ ১৪:২৬ | 194.126.37.78
জয়বাবু দেখাই যাক না কেন? বিনায়ক সেন সম্পর্কে যতটা আমরা যানি তাতে তো মনে হয়না মানুষটা বদলে যেতে পারেন বলে। শুয়োরের খোঁয়ার বলে দূরে সরিয়ে না রেখে যদি কিছু করতে পারেন তাইলেতো হাভাতে লোকগুলোর একটু হলেও উপকার হবে। সুতরাং বিনায়ক সেনের জন্য, থাম্বস আপ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন