লেকাপড়া যাতে করতে না হয়, ঐ জন্যে আমার বৈপ্লবিক ওরাল হিস্টরি তে ভরসা খুব বেড়ে গেছে;-) রাজ্য নির্বাচনে তো আমাগো-ই পোয়া বারো।
h | ১০ মে ২০১১ ১৫:৪৯ | 203.99.212.54
ভ্যারিয়েশন আছে অবোশ্যো-
যাদবপুর থানার ওদিকে হোলে হাবিলদার তাঙ্কিÄক অবশ্য কোটব্য।
dd | ১০ মে ২০১১ ১৫:৪৯ | 124.247.203.12
আর আমাদের যৈবনে লোকে খুব ফ্রাস্টু খেতো।
ফ্রাস্টেটেড হতেই হতো, আর বোর্ড। সবাই বামপন্থী ছিলো, ঐ ৭১ পজ্জন্তো। তুই বেড়াল না মুই বেড়াল খুনোখুনি কল্লে ক্ষি হবে, সবায় বেড়াল ছিলো। নানান রংএর কিন্তু বেড়াল।
মদ খাওয়া মাস্ট ছিলো। আর গাঁজা। কেমিক্যাল ড্রাগ, ফেনসিডিল এ সব জান্তাম ই না, এম্নি নিষ্পাপ ছিলাম আমরা।
তবে দামী মদ নয়। ঠোঁট বেঁকিয়ে লাল ওয়াইন নয়। পয়সা উশুলের ভালো পুরুষ্টু মাল।
আঁতলামীর বই ছিলো হাতে গোনা। সুলভ ছিলো না বলে বিদিশি সিনিমা নিয়ে হুলিয়ে লোক দেখানো আঁতলামী করা যেতো। ভুল ভাল বলে ফেলতো লোকে।
"ওঃ। কুরুক্ষাওয়া। আমি তো কুরিক্ষাওয়ার বিকট ফ্যান। কী অদ্ভুত ফ্রেমিং..."। বেরসিক কেউ মাথায় চাঁটি মেরে কইতো নামটা উশ্চারন পজ্জন্তো কত্তে পারিস না ? ফালতু বকছিস। রসোমুন দেখেছিস?"
প্যারিস শুনলে সবাই লালে ঝোলে হতো। এখনো তেমন স্বর্গ আছে নাকি? নিউ ইয়র্ক ?
madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৫:৪৬ | 202.12.118.61
"কান খাড়া রাখা" বলতে নেই। বলতে পারো "অরাল পেডাগজি"।
Bratin | ১০ মে ২০১১ ১৫:৪৩ | 122.248.183.1
মানে ইধার কি মাল উধার? ঃ-))
h | ১০ মে ২০১১ ১৫:৩৬ | 203.99.212.54
ব্লার্ব,রিভিউ ইত্যাদির-ও খুব বিশেষ দরকার নেই, আরেকটা "লিজেন্ডারি" পদ্ধতি আছে, "কান খাড়া রাখা"। এইটে খুব ই পরীক্ষিত পদ্ধতি, বিশ্বস্ত সুত্রে, অনুভব করেছি তাই বলছি ইত্যাদি ঃ-)
madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৫:৩৪ | 202.12.118.61
তবে এটা ডিহি কলিকাতার ঐতিহাসিক চিত্র। দিল্লির ব্যাপারটা একটু আলাদা ছিল।
Bratin | ১০ মে ২০১১ ১৫:৩১ | 122.248.183.1
কুমু দি, খবর/টবর বলো....
madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৫:৩০ | 202.12.118.61
আঁতলামির জন্য পড়ার কি দরকার? ব্লার্ব এবং রিভিউ বলেও তো কিছু ব্যাপার আছে। ;-)
Bratin | ১০ মে ২০১১ ১৫:২৯ | 122.248.183.1
kc, তোমার বই র লিস্টি টা কই?
kc | ১০ মে ২০১১ ১৫:২৬ | 194.126.37.78
ডিডিদা ঃ-)
তবে রঙ্গনের দেওয়া বইএর লিস্টি গুলোতো সব সিরিয়াস রিডারদের জন্য, ঐ বইগুলো নিয়ে আঁতলামি মারাটা বেজায় রিস্কি, ঠিক করে পড়লে আর আঁতলামো করার ইচ্ছা থাকেনা, আর না পড়ে আঁতলামো মারালে ধরা পড়ে খিল্লি খাবার প্রভূত সম্ভাবনা। আর আমার দেওয়া বইএর লিস্টিটা দেখুন, সাবস্ট্যান্স বিশেষ কিছুই নাই, কিন্তু আঁতলামি বা ওপরচালাকির জন্য এক্কেবারে খাপে খাপ।
Bratin | ১০ মে ২০১১ ১৫:২৪ | 122.248.183.1
কি সাঙ্ঘাতিক!! ডি ডি দা কি আজকের লোক?? ঃ-))
saikat | ১০ মে ২০১১ ১৫:২২ | 202.54.74.119
"পোস্ট প্রিহিস্টরিক" !!!! বাপ রে।
dd | ১০ মে ২০১১ ১৫:১৯ | 124.247.203.12
আমাদের সময় আঁতলামির পরাকাষ্ঠা ছিলো।
মান্ধাতা ছিলেন একটু সিনিয়র তাই নিয়ে জাঁক ছিলো প্রচুর। সব ই যেনো জেনে বসে আছেন
পুরোনো কবিদের কেউ পাত্তা দিতো না, নতুন একজন সবে উঠছেন নাম রত্নাকর (পরে ছদ্মনাম নেন বাল্মীকি)তাঁর লেখাই পড়তাম।
সায়েন্সে আর্য্যভট তখনো আসেন নি। পলিটিক্স নিয়ে শুক্রাচার্য্য আর বৃহষ্পতির তরজাটা খুব এনজয় করতাম। সোস্যাল নেটওয়ার্কে খুব চলতো কচ আর দেবজানীর কেচ্ছা।
মেডিকেল সায়েন্সে অশ্বি ব্রাদার্সরা ফাটাচ্ছেন। দক্ষের মাথায় একটি আদ্যোপান্ত পাঁঠা বসিয়ে ইনারা যে পোস্ট প্রিহিস্টরিক জোক করলেন সেটা অনেকে বলেন বিষ্ণু স্যারের ঐ গনেশের ধড়ে হাতীর মুখ বসানোর প্রতিবাদে। গনেশ একটু মোটা ছিলেন ঠিক ই কিন্তু বিষ্ণু স্যার প্রায় পার্সোন্যাল অ্যাটাক করেছিলেন।
আর দক্ষকে দেখলেই আমাদের ক্ষিদে পেয়ে যেতো।
হায়, সে সব দিন, কোথায় গ্যালো।
Arijit | ১০ মে ২০১১ ১৫:১৯ | 115.249.42.177
মানে বেসিক্যালি ঠিকাদারেরা যেভাবে ঘন্টার হিসেবে লেবারদের কাজ করায়, ফস্টার হুইলার একদম তাই। আর ম্যাঞ্জারগুলো সব অম্বল বা বাতে ভোগা খিট্খিটে বুড়োমার্কা।
Arya | ১০ মে ২০১১ ১৫:১৮ | 125.16.82.195
বাপরে... আচ্ছা এখেনে কেউ মেরিন ডিজাইন বা ন্যাভাল আর্কিটেক্ট আছে?
Arijit | ১০ মে ২০১১ ১৫:১৪ | 115.249.42.177
হুঁ - হীরক রাজার দেশ।
উদা? আমার তো সব শোনা কথা। আমার নিজের সাথে অম্নি হলে হয় ম্যাঞ্জারের দাঁতগুলো হাতে ধরিয়ে দিতুম, নইলে তিন দিনের মধ্যে অন্য চাকরি খুঁজতুম।
আমি জেবনেও শুনি নাই যে কোনো কোম্পানি এই এখনকার দিনেও হপ্তার শেষে মেল করে জানায় অমুকের সাড়ে তিন মিনিট শর্টফল আছে, তমুকের ছয় মিনিট - এবং তাও গণমেলে, যাতে অমুকের ব্যাপরটাও তমুক জানে। টিসিএসও এম্নি হারামি ছিলো না (হারামিগিরির স্কেলে আমার দেখা সর্বোচ্চ কোম্পানি ওইটেই)।
Rajdeep | ১০ মে ২০১১ ১৫:১২ | 115.111.126.179
Arya আমি ঐ ফহু তে তিন বৎসর ছিলুম , কিছু জানতে চাইলে জিগাতে পারো rajd.ghosh অ্যাট জিমেল
madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৫:১২ | 202.12.118.61
না, দেখি নি।
kc | ১০ মে ২০১১ ১৫:১১ | 194.126.37.78
কারুর কি কখনও আখ মাড়াই কলে ফেলে মধ্যবাউকে পিষতে ইচ্ছা করেনি? আমার এখন খুব ইচ্ছা করছে। ঃ-))
Arya | ১০ মে ২০১১ ১৫:১১ | 125.16.82.195
অরিজিত একটু উদা পাওয়া যাবে, বহুকাল আগে আমি একবার জয়েন করার কথা ভেবেছিলুম।
Rajdeep | ১০ মে ২০১১ ১৫:১১ | 115.111.126.179
ধুর মধ্যযুগ নয় ... হীরক রাজার দেশ থেকে আনা
Netai | ১০ মে ২০১১ ১৫:০৯ | 121.241.98.225
গ্রেট। প্যারিসেই? নাকি অন্যত্র? আমি একবার গেছিলাম এক সপ্তাহের জন্যে। পাশ্চাত্যের বৈভব দেখে এসেছি অল্পবিস্তর। ভালই লেগেছিল বেশ। শুধু একদিন সন্ধ্যায় পাব এ এক সাদা চাম্ড়া নাক সিঁট্কালো আমি হিন্দু শুনে। খুব খারাপ লেগেছিল।
madhyapadalopee karmdhaaray | ১০ মে ২০১১ ১৫:০৮ | 202.12.118.61
আমাদের পত্রিকাটির নাম কি ছিল? দ্রিঘাংচু? ঝান্টু এডিটর ছিল। আঁতলামির জগতে টিকেট পাওয়ার জন্য হিসেবে ওটায় লিখে ফেললাম- ক্রাইসিস এণ্ড কগনিশন। জাস্ট ভাবা যায় না। কি নিয়ে কেন লেখা মনে নেই, কিন্তু এটুকু মনে আছে যে জাস্ট ভাবা যায় না। ঃ-P
Arijit | ১০ মে ২০১১ ১৫:০৬ | 115.249.42.177
নিয়েছে তো। কোশেন্ট কেম্নি ছিলো জানি নে, তবে ফস্টার হুইলার ম্যানেজমেন্ট এক্কেরে পঞ্চদশ শতাব্দীর পাতা থেকে তুলে আনা।
ফস্টার হুইলার কোশেন্ট কে কিনে নিয়েছে বলে যেন শুনেছিলুম।
Arya | ১০ মে ২০১১ ১৫:০২ | 125.16.82.195
আমি ভাবছিলুম বোধহয় ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ফস্টার হুইলার বললে কিরকম তাই মনে হয়। আর আমিও তো ঐ লাইনেই, তাই সব জায়গায় খুজে বেড়াই।
Arijit | ১০ মে ২০১১ ১৫:০২ | 115.249.42.177
হুঁ, কোশেন্টেই তো জয়েন করেছিলো। কিন্তু পূর্নেন্দু চ্যাট না রঞ্জন নন্দী? এই সেকেন লোকটাকে দেখেছি, হাবভাব দেখেই পুরো জ্বলে গেস্লো।
একদম মধ্যযুগীয় কোম্পানি।
madhyapadalopee karmdhaaray | ১০ মে ২০১১ ১৫:০২ | 202.12.118.61
কি বই?
madhhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৫:০১ | 202.12.118.61
রাইট, কাফকা-কামু। হাও ক্যান আই? আমার আবার ঐ দুটো নামের মধ্যে গুলিয়ে যেত। ঃ-P
stoic | ১০ মে ২০১১ ১৫:০১ | 160.103.2.224
থ্যাংকু নেতাই। আমি ফ্রান্সে আছি, নিউক্লিয়ার সেক্টরে। ঃ-))
saikat | ১০ মে ২০১১ ১৫:০০ | 202.54.74.119
মধ্যপদবাবুও ঐ বইটার সম্বন্ধে কিছু জানেন না, না?
stoic | ১০ মে ২০১১ ১৫:০০ | 160.103.2.224
প্রেসি তে অন্তত কাফকা-কামু নিয়ে না ভাটালে আর গ্রেটফুল ডেড না শুনলে কেউ বিশেষ পাত্তা দিত না। ;-)
Netai | ১০ মে ২০১১ ১৪:৫৮ | 121.241.98.225
Areva মুলত নিউক্লিয়র সেক্টরে কাজ করে। Areva T&D আসলে Areva র একটা পার্ট যেটা ইলেকট্রিকাল ট্রান্সমিসন ডিস্ট্রিবিউশনে কাজ করে। সারকোজি এখন Areva T&D বেচে দিয়েছে। Alstom আর Schneider কে।
Rajdeep | ১০ মে ২০১১ ১৪:৫৭ | 115.111.126.179
Procurement / supply chain
madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৪:৫৬ | 202.12.118.61
আমাদের জৈবনে আঁতলামির পরাকাষ্ঠা ছেলো স্টিফেন হকিং, গ্রামসি এবং জ্যামিতিক কবিতা। মার্কুইজ-দেব্রে তখনও চলছে। ঠেকে দেরিদা-ফুকো-লাকান আরও পরে ঢোকেন। গোদার-ত্রুফো-বেরম্যান তখনও অপ্রতিরোধ্য। পাতি আঁতেল মানে সত্যজিৎ, মাঝারি মানে ঋত্বিক-মৃণাল, আর মোক্ষলাভ হয়ে গেলে কুমার সাহনি-মণি কাউল। এম এফ হুসেন বিকাশ ভটচাজ্জি শুনলে নাক কুঁচকাতে হত। আশির দশকে আর্টিস্ট মহলে একুশে আইন মানেই গণেশ পাইন। নিয়ম ছিল কিশোরী আমোনকরের নাম শুনলেই নাক সিঁটকে মঘুবাই কুর্দিকরের নাম করতে হবে, আর হেমন্তর রবীন্দ্রসঙ্গীতকে কিছুতেই ভালো বলা যাবে না। ও, কবিতা! বিনয় মজুমদার এবং হাংরি জেনারেশন প্রেফারেবলি। আর সন্দীপন-কমলকুমার-অমিয়ভূষণ। আর একটা কি জানি খুব পড়তে হত? অক্টাভিও পাজ।
Arya | ১০ মে ২০১১ ১৪:৫৩ | 125.16.82.195
রাজদীপ, আপনি ঠিক কোন ডোমেনের লোক (বলতে যদি আপত্তি না থাকে....) ?
Netai | ১০ মে ২০১১ ১৪:৫৩ | 121.241.98.225
দিল্লীতে আসার পর প্রথম বছরটা অনুপমদা সান্নিধ্যে কেটেছে। আমরা সর্বমোট পাঁচজন জলুর পাবলিক ছিলাম। একসাথে CR parkএ খেতে যেতাম। SN Market ঘুরতে যেতাম। বাকি সময় ভাট বসতো। জলুই ঘুরেফিরে আসতো বেশীরভাগ সময়। ঝম্পুর গল্প। আমদের ডিপ এর হেড। -'ক্ষি? কাপ্তেনি হচ্চে?' আমার সংগে কাপ্তেনি? জানো আমি টাউনের ছেলে?' নকল করতে করতে মুদ্রাদোষ বানিয়ে ফেলেছিল প্রায় অনুপমদা।এখন তো আর বিশেষ কথা হয় না। কয়েকমাস আগে, অন্লাইন আছি। অনুপমদা পিং করলো-'শুনেছিস? টাউনে নতুন পাব্লিক এসেছে?' -'সেকি?' -'হ্যাঁ। আমার ছেলে হয়েছে।'
গুরু খুলে ফেলেচি,হুঁ,হুঁ,আমারে কেউ দাবায়ে---- তবে এই আপিসে বড্ড কাজ,আর সোশ্যাল সাইট সমস্ত ব্লকড থাকাই নিয়ম,তাই আগের মতো ভাটানো চলবে না। খাচ্চিলো তাঁতী তাত বুনে-ইঃ
Arya | ১০ মে ২০১১ ১৪:৪৪ | 125.16.82.195
৮-৯ বছর সেক্টর ফাইভে কাটিয়ে মরতে কি করতে যে চাকরি চেঞ্জ করতে গেলাম... ছাড়ার পর আফশোস হচ্ছে।
kc | ১০ মে ২০১১ ১৪:৪৪ | 194.126.37.78
রাজদীপ, ডাও কেমিক্যাল। ;-))
Rajdeep | ১০ মে ২০১১ ১৪:৪০ | 115.111.126.179
কেসিদা বলেই ফ্যালো ঃ)
Bratin | ১০ মে ২০১১ ১৪:৩৪ | 122.248.183.1
না এই দোকানে আমি নতুন। সবে ১.৫ বছর।
Netai | ১০ মে ২০১১ ১৪:৩৩ | 121.241.98.225
আমি ওর চেয়ে ঢের বেশী জুনিয়র। ২০০৩ পাস আউট। অনুপমদার কথা বলছিলাম ২০০২ এর। টিংটিংয়ে রোগা পাতলা। চেননা?
Bratin | ১০ মে ২০১১ ১৪:৩১ | 122.248.183.1
রঙ্গন, আমার ও খুব জানার ইচ্ছা। আঁতেল হবার necessary এবং sufficient কন্ডিশন গুলো। প্লিজ বলে ফ্যালো!!
kc | ১০ মে ২০১১ ১৪:৩১ | 194.126.37.78
রাজদীপ, একদম EPC লাইনেই, আমার বর্তমান কোম্পানির নাম শুনলে খিস্তিয়ে ভুত ভাগিয়ে দেবে।
মধ্যবাউ, একটু বিশদে নামাননা ক্যানে?
Rajdeep | ১০ মে ২০১১ ১৪:৩১ | 115.111.126.179
অরিজিত - বৌদি ফহু ব্যাঙ্গলে আছে ... বাঃ
ওটা আসলে পুর্ণেন্দু চ্যাটের কোসেন্ট বলে নাম ছিল পরে আম্রিগার ফহু বিজনেস ইউনিট অধিগ্রহণ করে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন