এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৮ | 97.81.88.118
  • হুক্কা হুয়া
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৮ | 97.81.88.118
  • মিঁউ
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৭ | 97.81.88.118
  • হুম
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৭ | 97.81.88.118
  • হাম্বাআআআআআ
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৭ | 97.81.88.118
  • হালুম
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:৩৭ | 97.81.88.118
  • ঘাউউউ ঘ্যাঁক
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:২২ | 97.81.88.118
  • তোমাকে কামড়ে কুকুরটা মরেই গিয়েছিল? পুরোপুরি?
  • aka | ০৫ মে ২০১১ ০৭:২১ | 24.42.203.194
  • কামড়াইয়াছিল কখনো একটি কুকুরে
    মোরে পায়ের উপরে
    শুনিয়াছি ব্যথা ভরিয়াছিল অন্তরে
    শেষে র‌্যাবিসেই মরে
  • aka | ০৫ মে ২০১১ ০৭:১৩ | 24.42.203.194
  • সারমেয় ষাঁড় মাঝে ভেদাভেদ নাই
    একজন বীচ খোঁজে অন্যজন গাই
  • lcm | ০৫ মে ২০১১ ০৭:০৯ | 69.236.179.251
  • কুকুরের গুঁতো,
    বা ষাঁড়ের শুক্তো,
    হয় নি খাওয়া এখনও
    সুযোগ হয়ত হবে কখনও।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৭:০৫ | 97.81.88.118
  • ল্যাদোষদা কুকুরের গুঁতো খেয়েছ কখনো? আমাকে অবশ্য আজ পর্যন্ত কখনো গরুতে কামড়ায়নি।
  • lcm | ০৫ মে ২০১১ ০৬:৫৯ | 69.236.179.251
  • সারমেয় আর ষাঁড়,
    ফারাক বোঝা ভার,
    এ যদি পায়ে কামড়ায়,
    ও তবে পিছনে গুঁতায়।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৬:৫৫ | 97.81.88.118
  • ষাঁড় শিবের বাহন। কুকুরকে একা যুধিষ্ঠির ছাড়া আর কেউ লাইক করেছে বলে শুনি নি।
  • Lama | ০৫ মে ২০১১ ০৬:৪৮ | 117.194.229.75
  • কুকুর ও ষাঁড়ের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে?
  • lcm | ০৫ মে ২০১১ ০৬:৪৮ | 69.236.179.251
  • হুতো ছবি আঁকে পদ্যে,
    রঞ্জন ছবি আঁকে গদ্যে।
    দাড়ি দিয়ে ছবি আঁকে কাবলি,
    শিবুর লুঙ্গি-দাড়ি কম্বো লাভ্‌লি।

    সিকি আঁকে ছবি উত্তরবঙ্গে,
    অপ্পোন আঁকে ছবি ভোটরঙ্গে,
    অভ্যুর এম্‌পিথ্রি গানের ছবি,
    যে যাই বলো ডিডিই আসল কবি।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৫:২৪ | 128.192.7.51
  • শুধু তাই না, ধুতিতে কী করে চাবি (আজকের দিনে জাম্প ড্রাইভ) গুঁজে রাখতে হয়, তারও একটা কায়দা আছে। বোঝাই যাচ্ছে রামকৃষ্ণ মিশন কোনো দিনই রঞ্জনদার পছন্দের জায়গা ছিল না!
  • ranjan roy | ০৫ মে ২০১১ ০৫:১৮ | 122.168.238.128
  • লসাগু,
    একদিন গুরুতে টাইপাতে টাইপাতে নিজের মনে গাইছিলাম--

    আরে, লুঙ্গী পইর‌্যা পুঙ্গির পুত
    ভঙ্গিভাঙ্গা করে।
    আর নইদ্যার ঠাকুর বইল্যা উঠে
    পইড়্যা বুঝি মরে।

    তো, সাতাশি বছরের মা বুড়ো ছেলেকে চোখ পাকিয়ে বলে গেলেন যে "" পুঙ্গির পুত'' কথাটা বাঙাল ভাষায় নাকি অশ্লীল গালাগাল! বোঝো। ঃ)))।
  • ranjan roy | ০৫ মে ২০১১ ০৫:১২ | 122.168.238.128
  • অচিন্ত্য, একদম ঠিক কথা। সেবার চিত্তরঞ্জন পার্কের বাড়িতে নায়ারদা এক বন্ধুকে নিয়ে হাজির। সেই মালয়ালী বন্ধুটির সঙ্গে মোহিনীআত্তম নাকি কথাকলির কোন বিশেষ মুদ্রা নিয়ে নায়ারদার লেগে গেল। উনি নিজে মুদ্রা নিয়ে ডেমো দিতে লাগলেন। সেই দেখে রজত বৌদির দোকান থেকে সবার জন্যে খাবার আনতে গেল।
    এসে দেখলো তখনো নায়ারদা সেই ভঙ্গীতে দাঁড়িয়ে এবং অবশ্যই মালয়ালী দো-বটে-চার স্টাইলে লুঙ্গী পরে।
  • lcm | ০৫ মে ২০১১ ০৫:১০ | 192.12.84.144
  • দ্রোণ জানে লুঙ্গি বাঁধা,
    হোক না সে তা যতই ধাঁধা,
    যদি শেখো লুঙ্গির গিঁট,
    গুরুতে হবে সুপার হিট।
  • ranjan roy | ০৫ মে ২০১১ ০৫:০৪ | 122.168.238.128
  • অভ্যু, বল্লাম তো। তুমি ও তোমার বন্ধু দ্রোণদেব ঐ বাঁধার কায়দাটা জানো, আমি জেনেও পারিনা।যেমন সব মেয়েই কি চুল বাঁধতে পারে? তাহলে কারো কারো খোঁপা ভুল সময়ে খুলে খুলে যায় কি করে!
  • aka | ০৫ মে ২০১১ ০৫:০২ | 24.42.203.194
  • পছন্দ অপছন্দ লেনে কা নেহি দেনে কা হায়।
  • lcm | ০৫ মে ২০১১ ০৫:০২ | 192.12.84.144
  • এদিকে কুম্ভমেলায় হারিয়েছে লুঙ্গি,
    ওদিকে অ্যাবেটাবাদে মেরেছে জঙ্গি,
    এদিক ওদিক হারিয়ে গেল সব সঙ্গী,
    রইল পরে শুধু ভুল বাচনভঙ্গি।
  • achintyarup | ০৫ মে ২০১১ ০৪:৫৯ | 59.93.244.250
  • নায়ারদা নিজেও ভাল নাচতে পারতেন
  • ranjan roy | ০৫ মে ২০১১ ০৪:৫৮ | 122.168.238.128
  • পাইয়ের লুঙ্গি নিয়ে ভনভনানির মধ্যে একটি দামি স্টেটমেন্ট,-- অন্যের পছন্দ-অপছন্দ আস্তে আস্তে কখন যেন নিজের পছন্দ-অপছন্দ হয়ে যায়।
    আরে, এরই নাম তো প্রেম। এইভাবেই আমি আজও এইবয়সে কারো-না-কারো প্রেমে পড়তে থাকি!
  • Abhyu | ০৫ মে ২০১১ ০৪:৫৮ | 128.192.7.51
  • আর আমার বন্ধু দ্রোণদেব যে ধুতির উপর অ্যাপ্রন পরে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করত, তার বেলা?
    আমিও ধুতি পরে সাইকেল চালাতাম। মোটেই খুলত না। তাহলে লুঙ্গিতেই বা প্রবলেম কী?
  • ranjan roy | ০৫ মে ২০১১ ০৪:৫৫ | 122.168.238.128
  • KC আমার ছোটবেলায় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই।
    লুঙ্গি আর জাঙ্গিয়া নিয়ে বকব্‌কম শুনতে শুনতে যেই ভাবছি ফ্যাতাড়ুর কবির পদ্য শুনিয়ে পায়রাগুলোকে চুপ করাবো তক্ষুণি কেসি লিখে দিলেন!
    আজকাল আমার এমন কপাল যে ঘন ঘন আত্মীয়যোগ হচ্ছে।
    সুমেরু-সামরানের কল্যাণে ( আমার নামটা নাকি সামু লিস্টিতে ঢুকিয়ে ছিল!) ই-টিভিতে হাই টেনশন খেলতে গিয়ে অবাক কান্ড! প্রতিদ্বন্দ্বী ভদ্রলোকটি আমার দূর সম্পর্কের কাকা এবং দাদা হন! সেটা আবার সায়ন মুন্সীর প্রশ্নের উত্তরে জানলাম!
    ধেৎ! আবার এমন একটি রিসার্চগর্ভিত টইয়ে ভাট বকছি!

    ব্যাঙের অতি প্রাসঙ্গিক সতর্কবাণীর সঙ্গে আমার সংযোজন।
    লুঙ্গি পরার এবং কোমরে বাঁধার একটা কায়দা আছে। সবাই পারেনা, আমিও না।
    সেটা না পারলে সেলাইকরা লুঙ্গি পরা কাম্য। নইলে অন্তর্বাস পরাও যথেষ্ট নয়। অন্তর্বাস প্রদর্শনেও সেন্সার আপত্তি করে, বাচ্চাদের মর‌্যাল প্রভাবিত হয় বলে।
    বিক্রমন নায়ার বলে একজন অতি সুলেখক সাংবাদিক ছিলেন যিনি পেরেস্ত্রৈকার সময় পূর্ব ইউরোপের কম্যুনিস্ট শাসন ভেঙে পড়ার দিনগুলিতে একের পর এক সেই দেশগুলো ঘুরেছেন এবং লিখেছেন। কোলকাতায় দক্ষিণী অঙ্গের শাস্ত্রীয় গান ও নাচের চমৎকার রিভ্যু লিখতেন। কর্কটরোগে প্রয়াত।
    ওনার সঙ্গে আড্ডাদেয়ার সুযোগ হয়ে উঠলো না। কিন্তু আমার ভাইকে প্রতিবার ওর বাড়িতে এলে মালয়ালী লুঙ্গি দিয়ে যেতেন। সাদা খোলে মাতিস বা জর্জ ব্রাকের তুলির টানের মত ডিজাইন করা লুঙ্গি।
    কোলকাতায় গেলেই আমি পরি,( হ্যাঁ, সেলাই করা) আর কোলকাতা ও কেরালার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অদেখা নায়ারদাকে স্মরণ করি।
  • achintyarup | ০৫ মে ২০১১ ০৪:৫৫ | 59.93.244.250
  • বীররস এবং বীভৎ সরস

    সং জমে সংযমে
    ঝুল জমে পিঠে
    বাদুড়েতে ঝাল ঝাড়ে
    কড়িকাঠে ইঁটে
  • lcm | ০৫ মে ২০১১ ০৪:৫৪ | 192.12.84.144
  • বাজে করুণ সুরে,
    বহু দুরে বহু দুরে,
    ধ্যারধ্যারে গোবিন্দপুরে
    এক দিনের শর্ট ট্যুরে।
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৫৩ | 198.175.62.19
  • লুঙ্গীতে ঝুল আর
    ইঙ্গিতে ঝাড়ু
    ইশারায় বুঝদার
    দিশাহীন দারু

    (দিলেন তো লক্ষ্যভ্রষ্ট করে। কত দুঃখের কথা ভেবে করুণ রস নিয়ে আসছিলাম সবে। অবশ্য এর মধ্যেও করুণ ব্যাপার আছে একটু।)
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৪৯ | 198.175.62.19
  • দাঁত মেজে আয়নাতে চুল কাটি ইঁটে
    ঘুণ ধরা কড়িকাঠ ঘুঘু চরা ভিটে

    (আস্তে আস্তে করুণ রস আসছে)
  • lcm | ০৫ মে ২০১১ ০৪:৪৯ | 192.12.84.144
  • ভুল নয় ভুল
    কুল টোটাল কুল,
    পদ্যে ফোটালে ফুল
    লুঙ্গিতে ঝুল।
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৪৭ | 198.175.62.19
  • জীবনে কিছুই হলো না। মর্মপীড়ের পূর্ণাঙ্গ পাঁচালী, চৌত্রিশ খন্ডের লুঙ্গীকাব্য, মরক্কো চামড়ায় বাঁধানো রচনাবলী, কিচ্ছুটি লেখা হলো না।
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৪৩ | 198.175.62.19
  • শনিবারে মদ সোমে ব্যথা গিঁটে গিঁটে
    দর্দে ডিস্কো জমে ঝংকার বীটে
  • aka | ০৫ মে ২০১১ ০৪:৪২ | 24.42.203.194
  • ভুল সবই ভুল
    ছিঁড়িতেছে চুল
    কচি কবিকুল
    কেঁদেই আকুল
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৪০ | 198.175.62.19
  • আমি বড় আলাভোলা তুমি খিটখিটে
    ভার্যা একটু কড়া ভর্তাটি মিঠে
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৩৯ | 198.175.62.19
  • ঝাঃ, দুবার পিঠে হয়ে গেল। ভুল সবই ভুল
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৩৮ | 198.175.62.19
  • বিধাতা নিখুঁত, তিনি বড় নিটপিটে
    পেটে নাই দানাপানি কি যাতনা পিঠে
  • r.h | ০৫ মে ২০১১ ০৪:৩৬ | 198.175.62.19
  • সং সেজে যম চলে ভঁইষের পিঠে
    সঙ্গীতে লুঙ্গীতে বং তেলচিটে
  • Tim | ০৫ মে ২০১১ ০৪:৩৩ | 198.82.24.118
  • সং যম খুব ভয়ানক জিনিস। নরকে এই গান গাওয়া হয়।
  • aka | ০৫ মে ২০১১ ০৩:৪৭ | 24.42.203.194
  • আমি কিছুই খাচ্ছি না। একে বলে সংযম।
  • achintyarup | ০৫ মে ২০১১ ০৩:৪২ | 59.93.246.47
  • ফুঃ, আমি এখন চকলেট খাচ্ছি, তারপর কেক খাব, তারপর দুধভাত-ও খেতে পারি
  • Abhyu | ০৫ মে ২০১১ ০২:৫৫ | 128.192.7.51
  • টাটা
  • byaang | ০৫ মে ২০১১ ০২:৫৪ | 122.178.250.208
  • গেলাম।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০২:৫৪ | 128.192.7.51
  • পেপসি? এ ম্যা...
  • byaang | ০৫ মে ২০১১ ০২:৫১ | 122.178.250.208
  • জিলিপি এখন কোথায় পাবো? আমি তো একটু আগেই টকমিষ্টিঝাল চানাচুর খেলাম, খেয়ে ঝাল লাগলো বলে চারটে চকোলেট ক্রীম বিস্কুট খেলাম। এখন একটু পেপসি খেয়ে ঘুমোতে যাব।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০২:৫০ | 128.192.7.51
  • আচ্ছা গুডনাইট। একটা জিলিপি খেয়ে শুয়ে পড়ো।
  • byaang | ০৫ মে ২০১১ ০২:৪৯ | 122.178.250.208
  • বচ্চেলোগ, হম আজকে লিয়ে ক্ষান্ত দেতা হ্যায়। তুমলোগ খাওপিও, মজে করো।
  • Abhyu | ০৫ মে ২০১১ ০২:৪৮ | 128.192.7.51
  • সেটা সম্ভব নয়। ভাটানো ও স্ক্যানানো আমি অফিসেই করা পছন্দ করি। বাড়িতে লুঙ্গি, অফিসে স্ক্যানার।
  • byaang | ০৫ মে ২০১১ ০২:৪৭ | 122.178.250.208
  • ২ঃ৪৬টা অভ্যুর উদ্দেশ্যে।
  • byaang | ০৫ মে ২০১১ ০২:৪৬ | 122.178.250.208
  • আমাকে আওয়াজ না মেরে নিজে যখন বাড়ি যাও তখন কয়েকটা অনন্দমেলা নিয়ে ফিরতে পারো না? ফিরে স্ক্যানাতে পারো না? রাত তিনটে অব্দি স্ক্যানিয়ে দ্যাখা আগে, তারপর আমাকে নিয়ে খিল্লি করবি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত