এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r.h | ০২ মে ২০১১ ১৭:৫০ | 198.175.62.19
  • নোলেদা নোলেদা নোলেদা
  • byaang | ০২ মে ২০১১ ১৭:৪৬ | 122.178.234.100
  • সত্যি দে, ভেবে দ্যাখো একবার। ""ট্যাঁপার মা, এক কাপ চা খাওয়াও তো'' বলে হুকুম করতে না করতেই আম্রিগানগুলো হেলিকপ্টার চেপে উঠোনে নেমে পড়ে গুলি করে দিল। ব্রতীন, খুব সাবধান।
  • kumudini | ০২ মে ২০১১ ১৭:৪৫ | 59.178.63.97
  • এদিকে ইন্দো বল্ল ব্যাঙ খুব মিষ্টি করে কথা বলেছে!!!
  • Bratin | ০২ মে ২০১১ ১৭:৩৯ | 122.248.183.1
  • দুঃখের কথা আর বলবো কী; সেদিন ফোন করে ব্যাঙ প্রচুর মুখ করেছে ।আমার দোষ কেন ওতবার চা খাই আর বৌ কে খাটাই ঃ-((
  • de | ০২ মে ২০১১ ১৭:৩৬ | 59.163.30.4
  • দাদা, বেডটী পান কি রিস্কি! আম্রিগায় মেরে ফ্যালে!
  • byaang | ০২ মে ২০১১ ১৭:৩৪ | 122.178.234.100
  • ঃ-))
  • de | ০২ মে ২০১১ ১৭:৩২ | 59.163.30.4
  • খোকাখুকুরা বেশী রক্তারক্তি না দেখে কাজ করো মন দিয়ে!
  • byaang | ০২ মে ২০১১ ১৭:৩১ | 122.178.234.100
  • আমার তো মনে হল, বেডটি পান চলছিল।
  • Bratin | ০২ মে ২০১১ ১৭:২৮ | 122.248.183.1
  • এটাও বুঝলিনা পাগোল? রক্তে চিনি বেশী হয়ে গিয়েছিল তাই কৌটো তে ভরে রাখছিল। ভারী গুছোনো লোক ছিলেন কিনা!!
  • byaang | ০২ মে ২০১১ ১৭:২৮ | 122.178.234.100
  • * মানে সংবাদদাতা বললেন যে ওটা চিনির কৌটো।
  • byaang | ০২ মে ২০১১ ১৭:২৬ | 122.178.234.100
  • একটু আগে কোন একটা চ্যানেলে ওসামা যে বাড়িতে মরেছে, সেই বাড়ির ভিতরের একটা ঘর দেখাচ্ছিল - মেঝেতে অ্যাত্তো রক্ত, এদিকে চিনির কৌটো তখনো খোলা পড়ে আছে। (সংবাদদাতা বললেন, আমি বুঝি নি ওটা চিনির কৌটো)। বুঝলাম ওসামাই হোক বা ব্রতীন, কোনো তফাৎ নেই।
  • kumudini | ০২ মে ২০১১ ১৭:২৫ | 59.178.63.97
  • আহাহা,বিভুতিবাবুকে আমি ভুলে মেরে দিইচি,কিন্তু ব্যাঙ মনে রেখেচে। এই না হলে আর ব্যাঙ!!
  • Bratin | ০২ মে ২০১১ ১৭:১৯ | 122.248.183.1
  • সেকি কেন??

    এই বললি গরম তেলে ভাজবি। তারপরে বললি আমর বৌ কে হাতুড়ি উপহার দিবি। এখন আবার অন্য কথা। একটু মতিস্থির করতো ঃ-)
  • byaang | ০২ মে ২০১১ ১৭:১৭ | 122.178.234.100
  • ব্রতীনকে কেউ ঘেঁটি ধরে বিভূতিবাবুর আংটা থেকে ঝুলিয়ে দাও তো ।
  • Bratin | ০২ মে ২০১১ ১৭:১৪ | 122.248.183.1
  • ব্যাঙ কেমন আছিস? আড্ডা মারিস না কেন? এত ফাঁকিবাজ হলে চলবে? তোদের মতন বয়েসে কত আড্ডা মারতাম!!
  • Bratin | ০২ মে ২০১১ ১৭:১৩ | 122.248.183.1
  • এনার করা কিছু বিখ্যাত সিনেমা 'জীবনমরণ' ( 'ওপারে থাকবো আমি' -কিশোর), প্রতিশোধ ('হয়তো আমকে কারো মনে নেই'- কিশোর)।

    এছাড়া 'ধন্যি মেয়ে' তে ঘোষকের ভূমিকায়।
  • kumudini | ০২ মে ২০১১ ১৭:১২ | 59.178.63.97
  • ব্যাঙ,বাড়ী গিয়ে দেখছি,আপিসে খোলা যাবে না।
  • byaang | ০২ মে ২০১১ ১৭:১০ | 122.178.234.100
  • কুমুর জন্য
  • .. | ০২ মে ২০১১ ১৭:০৪ | 117.194.39.106
  • বাবা কেন চাকর তো স্বপন সাহার
  • m | ০২ মে ২০১১ ১৭:০২ | 117.194.39.106
  • যাদবজী উবাচঃ দিদি, লাদেনজীকো গোরে আংরেজ লোগ উঠাকে আপনে দেশ লেকে চলে গায়ে।ও মরা নেহি। আমি সন্দেহ প্রকাশ করায়ঃ
    হো সাকতা হ্যায় কে বডিপে কুচ ফ্রাক্সান হো গয়ে- লে যাকে পট্টি করাকে ফির মারেগা।
  • dd | ০২ মে ২০১১ ১৬:৫৫ | 124.247.203.12
  • সুখেন্দাস বোধয় "বাবা কেনো চাকরের'ও জনক।

    উনি এক প্রখ্যাত ক্রন্দনশিল্পী।
  • kumudini | ০২ মে ২০১১ ১৬:৩৬ | 59.178.63.97
  • হ্যাঁ,হ্যাঁ,মনে পড়েচে,থাংকু ব্রতীন ,দে।ইনিই তো ""সিঁথির সিঁদুর,চেটেছে ইঁদুর"" করে হইচই ফেলে দিয়েছিলেন!!
    ঐ যে কইলাম-বয়েস!হায়, আ ক বা।হায়,হায়।
  • Bratin | ০২ মে ২০১১ ১৫:৪০ | 122.248.183.1
  • সুখেন দাস একজন অভিনেতা। তবে ওনার বেশী খ্যাতি ভুলভাল সিনেমা র ডিরেকশান দেবার জন্যে। আর ওনার এই ভুলভাল সিনেমা গুলোর নায়ক হতেন উনি।
  • dukhe | ০২ মে ২০১১ ১৫:৩২ | 122.160.114.85
  • সুখেন দাস কে ? - এই প্রশ্নও শুনতে হল !
  • q | ০২ মে ২০১১ ১৫:২৬ | 61.12.12.83
  • আর ভাই ...
  • til | ০২ মে ২০১১ ১৫:২২ | 210.193.178.129
  • * ইঞ্চি
    অথবা
  • saikat | ০২ মে ২০১১ ১৫:২২ | 202.54.74.119
  • বাসু কেডা?
  • til | ০২ মে ২০১১ ১৫:২১ | 210.193.178.129
  • তবুতো বড়ম ছ ইঁচি লম্বা আর প্রায় কোয়ার্টার ইঁচি কিং সাইজের কেন্নো দেখেননি!
    অথনা কেঁচোর ফার্ম, বাড়ীতে সার বানাবার জন্যে লোকে কিনে আনে! কিলিবিলি.....
  • kc | ০২ মে ২০১১ ১৫:১৩ | 194.126.37.78
  • সাউথ সিটি মল নিয়ে জপেনদা বলেননি, বাসু বলেছে। ঃ-))
    একসঙ্গে উনত্রিশটা উইন্ডো খুলে পড়লে এই হয়। ঃ-)
  • kumudini | ০২ মে ২০১১ ১৫:০৮ | 59.178.47.205
  • না,না,এতো হতেই পারে,আমার ভালো লাগলো,আপনার লাগলো না-তাতে কী?
    কিন্তু রাগমাগ না করে কেউ এট্টু ধরিয়ে দেননা সুখেন দাস কে ও কেন?
    বয়স হচ্চে তো-
  • M | ০২ মে ২০১১ ১৫:০৫ | 59.93.220.132
  • জন্নো টা ক্যামন কেন্নোর মতো দেখতে।
  • saikat | ০২ মে ২০১১ ১৫:০৪ | 202.54.74.119
  • হি হি। ডিডিদাকে।
  • M | ০২ মে ২০১১ ১৫:০১ | 59.93.220.132
  • আমিও নিরুপায়।কিন্তু কি জন্নো সেটাই মনে কত্তে পাচ্ছিনা।ঃ(
  • sinfaut | ০২ মে ২০১১ ১৪:৫৯ | 203.91.193.50
  • ঃ-D
  • dd | ০২ মে ২০১১ ১৪:৫৭ | 124.247.203.12
  • আমার কথা শুনে সব্বাই,রং,জাতি, হাইট নির্বিশেষে,বড্ডো রেগে যাবেন অথচ আমি নিরুপায়।
    সত্তের পথ থেকে তো বিচ্যুত হতে পারবো না।

    জয়দেবের কবিতাটা আমার বিকট লেগেছে। পুরো সুখেন দাসের লেখা মনে হলো।
  • de | ০২ মে ২০১১ ১৪:৫৩ | 203.197.42.100
  • লাদেনের চারজন না ছজন বৌ -- ব্রতীনের লিস্টি ধরে ধরে কত্তব্ব পালন করেই সময় কাটতো :)) -- অথবা দাড়ীর পাকাচুল গুণে -

    কেসির কবিতাটা ভালো!
  • kumudini | ০২ মে ২০১১ ১৪:৩৯ | 59.178.47.205
  • কেসি,কপি করে হলেই বা,তুমি না পড়ালে পড়াই হত না।
    থাংকু, আবারো।
  • pi | ০২ মে ২০১১ ১৪:৩৫ | 72.83.97.171
  • সাউথ সিটি মল নিয়ে জপেনদা কী বলেন একটু জানার ইচ্ছে ছিল ঃ)
  • kc | ০২ মে ২০১১ ১৪:৩০ | 194.126.37.78
  • কুমুদি আমি তিন লাইনের বেশী টাইপ কত্তে পারিনা। পারলে পাই আমার দুশমন হতনা। ঃ-))
    ওটা ক্যালকম থেকে যে কপি করেছি সেটাও তো লিখে দিছি তো নাকি?
  • stoic | ০২ মে ২০১১ ১৪:২৯ | 160.103.2.224
  • সবথেকে হাস্যকর ব্যাপার ঐ কম্পাউন্ডের দু হাত দূরত্বে পাকিস্তানের এলিট মিলিটারি ট্রেনিং অ্যাকাডেমি। এছাড়াও শহরটি রীতিমতো মিলিটারি অধ্যুষিত। কেউ টের পেলনা বা জানত না ঐ কম্পাউন্ডে কে বা কারা থাকে এটা যাস্ট মানতে পারলাম না।
  • prateek | ০২ মে ২০১১ ১৪:২৬ | 67.9.224.71
  • এই দেখুন dd দা জানেনা আফ্‌গানি চিকেন তো লাদেন দার রেসিপি।।
  • Bratin | ০২ মে ২০১১ ১৪:২৪ | 122.248.183.1
  • যতদূর জানি মেনলি সময় কাটতো লোকজন কে বাঁশ দিয়ে। লোক বুঝে সেটি ছোলা বা আছোলা হত।
  • prateek | ০২ মে ২০১১ ১৪:২৩ | 67.9.224.71
  • ইনফির মূর্তি স্যার বলেছেন acquisitions mean falling in love ক্ষি ক্ষান্ড।।কত কিচুই zআনা হলনা জেবনে
  • dd | ০২ মে ২০১১ ১৪:১২ | 124.247.203.12
  • শহরের মাঝখানে তো নয়। এট্টু দুরে। কাছাকাছি জনবসতি তেমন ছিলো না ২০০৫ সাল। পরে দু একটা হয়েছে।

    এ সব ই এখন ই পড়লাম, বোধয় MSNBC'র একটা নিউজ আইটেমে।

    টিভি আর নেট ছিলো না ওতেই পল্লাম।
    লাদেনদা নিশ্চয়ই গান শুনতেন না,ভাটাতেন ও না। উনার সময় কাটতো ক্ষি ভাবে ? রান্না বান্নার সখ ছিলো কি? রেসিপি লিখে রাখতেন?

    এ সব কথা কোথাও পেলাম না।
  • Bratin | ০২ মে ২০১১ ১৪:০৫ | 122.248.183.1
  • আরে লাদেনের চোখ খারাপ ছিল। এদিকে সিরিয়াল দেখার নেশা। শেষে বাধ্য হয়ে.......
  • pi | ০২ মে ২০১১ ১৪:০৩ | 72.83.97.171
  • ওটা তো ক্যালকমের একজন টাইপেছে।
  • pi | ০২ মে ২০১১ ১৪:০২ | 72.83.97.171
  • একটা জিনিস সত্যি আশ্চর্যের। শহরের মাঝখানে অমনি একখানা অদ্ভুত বাড়ি নিয়ে লোকজন কখনো কোনো প্রশ্ন তোলেনি ! মানে, মিডিয়া ইত্যাদিতে কখনো কোনো উল্লেখ আসেনি ? নাকি ওরকম গাম্বাট উঁচু পাঁচিলওয়ালা বাড়ি ওখানে হয়েই থাকে ?

    ঐ রিপোর্ট পড়ে যেটা বুঝলাম না, তা হল,অন্য ফ্যামিলি টা যে লাদেনদের, আম্রিগা তা কীকরে ট্র্যাক ও কনফার্ম করল?

    আর, পাকিস্তানের যেকোনো বাড়িতে আম্রিগা এরকম করে নিজেরা হামলা চালাতে পারে?

    আরো একটা জিনিস বুঝিনি। ও বাড়িতে টিভি ছিল না ই বা ক্যানো ?
  • kumudini | ০২ মে ২০১১ ১৪:০০ | 59.178.47.205
  • কেসি,কবিতাটা বড় ভাল লাগল।এত লম্বা জিনিসটা আমাদের জন্য টাইপালে?থাংকু,অনেক অনেক থাংকু।
  • pi | ০২ মে ২০১১ ১৩:৫১ | 72.83.97.171
  • মানে মোদ্দা কথা কী দাঁড়ালো ? গুরু পড়তে হয়, নইলে (লাদেনের মত) মরতে হয় ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত