এক্কেবারে ডীল। কোনো ক্যামেরাই চলবেনা, আমি এখনো সেই ভুখা মন্তব্য থেকে রিকভার করিনি!ঃ(
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১৭:১৫ | 59.178.135.204
শ্রাবণী,সত্যি?আমার বেলগাছেও তাই একটি দুটি কুঁড়ি। হ্যাঁ,একটু ঝামেলায় আছি,সামলে নিয়ে ঠিক চলে যাব।তবে ফরিদার ক্যামেরা নেয়া চলবে না।
shrabani | ২৮ এপ্রিল ২০১১ ১৭:০৭ | 124.30.233.85
কুমু, শুধু এদিক ওদিকের ভাটেই ফুলমালা দিচ্ছ তার চেয়ে চলে এস, সুমন শমীক কে নিয়ে, আমার বেল গাছ গুলিতে একটি দুটি কুঁড়ি দেখা যাচ্ছে!
dd | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৫১ | 124.247.203.12
অ্যাই ভুতো। এখনো আমার পাশবিক আর রিসেসন (দু কপি ইচ) আর ঈশেনের "বান্দরের সান্ধো ভাষা" থ্রু অপ্পন দিস নি কেনো?
Rajdeep | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৪৯ | 115.111.126.179
হানুদা ঃ-))
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 59.178.135.204
ভুতো,ওটা ব্রতীনের টইএর পোস্তো,ভুলে এইখানে করে ফেলেছে হয়তো।
h | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৪২ | 203.99.212.53
ভিপি সিং ১৯৮৯। প্লেন থেকে অস্ত্র ফেলা তো ১৯৯৫। সৈকত(প্রথম) এর পোস্ট টা পড়ে কনফিউস হয়ে গেলাম। আমার হয়তো মনে নেই ডেট গুলো।
সৈকত(দ্বিতীয়)ঃ জমে ক্ষীর কি অর্থে? "টাইম্স নাউ==বিজেপি==কমগ্রেস এম্বারাসমেন্ট==এই ইলেকশনে জোট এর হালকা চাপ" এই অর্থে? না "টাইম্স নাউ==বিজেপি==বিজেপি কে সিপিএম টাকা দিয়েছে== সিপিএম" এর চাপ এই অর্থে না "টাইম্স নাও ==বিগ বিজনেস(বিজি্প+কং)==সিপিএম" এই অর্থে না "টাইম্স নাও==বিগ বিজনেস==অমিত মিত্র==সিপিএম এর প্লান্ট" এই অর্থে ইত্যাদি? অবশ্য সীমাহীন ভারিয়েশন সম্ভবঃ-)
Bhuto | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৩৬ | 203.91.201.55
আহা এই দেখো তর্ক বিতর্ক কোথা থেকে এল, আমি বললাম পঃ বঃ এর পরিস্থিতি দেখে বুঝতে পারবো কবে যাওয়াটা সেফ। ঃ)
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১৮ | 122.248.183.1
আহা !! বেল ফুল আমার বড় প্রিয়। কালকেই ৫ পিস মালা কিনে এনেছিলুম।
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১৩ | 59.178.135.204
কলিভাটে সকলকে শুভেচ্ছা ও একবাটি বেলফুল।
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১২ | 122.248.183.1
ও আচ্ছা। যাই হোক । তোমার সাথে আমি তর্কে বা বিতর্কে যেতে চাই না
হু টেস্ট ই করছি, একটু আলু ভুজিয়া। দীপুর মতো কখন এনে ড্রয়ারে রাখা ছিলো। কফি দিয়ে খাচ্চি একন।
pqr | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫০ | 115.249.42.177
টেস্ট
m | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৩৭ | 117.194.33.145
আমার দাঁত তোলার স্মৃতির প্রথমাংশটি মধুর-কারসিটে 'কেউ' নেই। ছেলেকে স্কুলে রেখে দুজনে গাড়িতে চলেছি-নতুন প্রেমের মত লজ্জালজ্জা ভাব- গাড়ি থেকে নেমে একটু ভয় ভয়- দাঁত আমার বরাবরই ভালো।নেহাত আক্কেল দাঁতখানার একটা টুকরো কোথাও খুলে পড়ে গেছে তাই যাওয়া।ডাক্তার হাসি খুশি চিনে মহিলা। যত্ন করে চেয়ারে বসিয়ে দিলো ইনজিশান ঠুসে- বসে আছি, নাম্ব আর হয় না। দাঁত টানে টের পাই- বলি টের পাচ্ছি-আবার ইনজিশান-এইবার সাফল্য।বহুচেষ্টায় দাঁত খুলে এলো। সে দাঁত দেখে আমি মুচ্ছো যাই যাই।মুলোর মতো এক দাঁত,সমস্ত সারবস্তু নিয়ে মাড়ির গভীরে লুকিয়ে ছিলো। শকে হাঁ করে বাড়ি চলে এলাম। শেষ ওষুধ টা মাড়ির বদলে ঠোঁটের পাশে ঢুকেছিলো। একটা জায়গা এখনো সাড়হীন হয়ে আছে।
এরথেকে পরে একটা থিয়োরি নামিয়েছি,কখনো সার্জারি হলে যদি জেনারেল অ্যানাস্থেশিয়া হয়-আমার নির্ঘাত আর জ্ঞান ফিরবে নাঃ(((
পাগলা পাগলা। এটা ভিপি সিং আসার আগের বছরই হয়েছিল তো?
saikat | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৪৯ | 116.203.171.112
জমে ক্ষীর।
৯৫ সালের পুরুলিয়ার অস্ত্র ফেলার সাথে যুক্ত কিম ডেভি বলেছেন, ব্রিটিশ MI5, ভারতের RAW এবং সরকারের মদতে, পশ্চিমবাংলার সরকারকে ঝামেলায় ফেলার জন্য অস্ত্র ফেলা হয়েছিল।
sinfaut | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৪৭ | 203.91.201.57
কালকে লিমকা আর চিনি গুলে ইসবগুল খেলাম। কী ভালো খেতে!
sinfaut | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৪৬ | 203.91.201.57
দাঁতের যন্ত্রনার থেকে দাঁত ওপড়ানো অনেক ভালো। আমার তো বেশ মস্তিই লেগেছিল ডাক্তার যখন ঠুকে ঠেসে ধাক্কা মেরে দাঁত ওপড়াচ্ছিল। যন্ত্রনামুক্তির ফুরফুরে আনন্দ।
lcm | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৩৩ | 69.236.179.251
দাঁতের ডাক্তারের কথা হচ্ছে বুঝি.... একবার, সে কি যন্তোনা... দাঁতটা একটু নড়ছে কিন্তু বেরিয়ে আসছে না.... একটু খোঁচা লাগলেই মস্তিষ্কে যেন ছেনি দিয়ে দুম দুম করে মারছে... তার ওপর সে দিন কি বরফ, কি বরফ, তার মধ্যে দিয়ে... এক হাত স্টিয়ারিং-এ একহাত দাঁতে... বরফের চাই-এর ওপর দিয়ে এঁকেবেকে গেলুম দাঁতের ডাক্তারের কাছে.... অনেকক্ষন ধরে দেখে টেখে.... বলল, দুটো অপশন - ১) দাঁতটা রাখা যাবে, মাড়িতে গর্ত করে দাঁতটা আবার পুঁতে দেওয়া যাবে, ছবি টবি এঁকে বোঝালো, তিন মাস লাগবে, আর খরচ তিন হাজার ডলার.. ২) দাঁতটা তুলে ফেলে দেওয়া, খরচ কো-পে দশ ডলার । ভাবলাম জিগ্গেস করি যে থার্ড অপশন আছে কি না। কারণ, এই দুটি অপশন শুনে দুই ভিন্ন কারণে কিরকম বুক ধড়ফড় করতে লাগল। প্রথমটাতে খরচের বহর, ইন্সিওরেন্স কচু দেবে এই সব ভেবে ... আর, দ্বিতীয়টায় কিরকম যন্তোনা হবে সেটা ভেবে, প্লাস, কয়েকদিন আগে খবরে এসেছিল মিশিগানে না কোথায় কোন ডাক্তার নাকি কার খারাপ দাঁত রেখে একটা ভালো দাঁত তুলে দিয়েছিল। ডাক্তারকে বললাম তুলেই ফ্যালো, এখনি তোলো। ডাক্তার বলে না, আমি একা একা এসেছি, এখন দাঁত তুললে একা বাড়ি ফেরা ঠিক হবে না, কাগজে সই টই করতে হবে। দাঁত তুলে দিল, কি আশ্চর্য, একটুও লাগলো না। তারপরে কি ফুরফুরে ভাব, মুখের মধ্যে থেকে আপদ গেছে। ফেরার সময়, দু হাত স্টিয়ারিং-এ, তাও বরফে হড়কে গাড়ি উল্টোমুখো হল, কিন্তু আমার কোনো ব্যাথা নেই, টেনশন নেই। শুধু পুরো হাসতে পারছিলাম না, এক পাশে মাড়ি কিরকম জমে গেছিল, হাফ হাসি হচ্ছিল।
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০৯ | 122.248.183.1
এখানে আমার কিছু বলা উচিত নয়। আমার দাঁতের অবস্থা ও বেশ করুন!! ২ টি উইকেট গেছে। কটাকে রিপেয়ার করে চলছে ঃ-))
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
দে, ঝামেলা,মারদাঙ্গা কে চায়? আমরা বেশীর ভাগ মানুষ ই শান্তির পক্ষে।
de | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০৮ | 59.163.30.3
কব্বে থেকে বলছি ঠিকঠাক দাঁতের যত্ন নাও -- কেউ কথা শোনে না!
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০৪ | 59.178.56.137
নাঃ,সেই ভয় নাই,কোন সাঁড়াশী দিয়েই আমার বোঁচা নাক ধরা যাবে না।চোখে ভাল দেখে,সর্বদা হাসিহাসি মুখ। আমাকে গাড়ীতে তুলে দিয়ে যায়।
de | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০১ | 59.163.30.3
কাল রাতে ভাটে আসা হয়নি --
নিরাপত্তাহীনতার বোধ সবসময়েই নিজ অভিজ্ঞতা-সমৃদ্ধ হতে হবে এমন না হলেও সামান্য সহমর্মীতায় এতো কার্পণ্যের কারণ বুঝি না -- ক্লান্তি ঘিরে ধরে!
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১২:৫৯ | 122.248.183.1
ডি ডি দা ঠিক বলেছেন। এক বার শুনেছিলাম বাধা দেবার আগেই নড়ছে না এমন একট দাঁ ত তুলে দেয়ার পরে রুগী যখন ডাক্তারের ওপর খুব চোটপাট করছে তখন ডাক্তারঃ ' আহা ঘাবড়াচ্ছেন কেন? সব গুলো ই তোমার আমার ই হাতে । শুধু আগে আর পরে'
dd | ২৮ এপ্রিল ২০১১ ১২:৫৬ | 124.247.203.12
ভালো ই করেছো। ছ ফুট লম্বা, অতোটা ওপর থেকে ভালো করে ঠাহর করতে না ও পারে। হ্যান্ডু তো কি? চোখে দ্যাখে কেমন?
শেষে সাঁড়াষী দিয়ে টেনে হিঁচরে নাক টাই তুলে দিলো। তখন ?
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১২:৫৩ | 59.178.56.137
ডেন্টিস্টের অ্যাপো কেন্সেল করে দিইচি। btw আমাদের ডেন্টিস্ট ছফূট লম্বা,কাশ্মীরের ছেলে,কিন্তু কলকাতা থেকে পাশ করেছে,চুটিয়ে ছাত্র রাজনীতিও করেছে,চমৎকার বাংলা বলে ও লেখে,ডাক্তার হিসেবেও ভাল । ব্যাপক হ্যান্ডসাম-ও।
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১২:৩৮ | 122.248.183.1
আমার নিজের exp বলি। স্বামী/স্ত্রী দু জনেই ডাক্তার । বাড়ির পাশেই বসে। আমি বিদেশে যাবো। তার আগে একট ত্যাঁদোড় টাইপের দাঁতের হেস্তনেস্ত করে যাবার ইচ্ছা। তা ডাক্তার খানায় গেলাম। সেদিন মহিলা ডাক্তার। অনেকক্ষন ধরে টানাটানি করে কায়দা করতে না পেরে হন্তদন্ত হয়ে কোথায় চলে গেল। সেটা ২০০০ সাল। এত সেল ছিল না। একটু পরে দেখি ওর বর ও আসছে। তারপরে ২ জনে মিলে আরো আধ ঘন্টা ধরে ধরে টানাটানি করে সেই নাছোড়বান্দা দাঁত টিকে বিচ্ছিন্ন করা গেল। ৭ দিন মুখে ব্যথা ছিল।
dd | ২৮ এপ্রিল ২০১১ ১২:৩৩ | 124.247.203.12
ডেন্টিস্টদের কাছে যেতে ভয়ের কিসে?
খালি ঐ ওয়েটিং রুমে বসে থাকা কালীন বার বার শোনা যায় ভিতরের রোগীদের হাহাকার আর তীব্র আর্তনাদ,ঐ টা একটু অস্বস্তিকর।
আর চেয়ারে প্রায় শুইয়ে দিয়ে ডাক্তার যখন আলোর সামনে ছুরি কাঁচি গুলো ধরে ধার পরীক্ষা করেন আর অনেকবার করে ইনে্জকশনের সিরিন্জটা ফ্যাঁচ ফ্যাঁচ করেন, তখন ভালো না ও লাগতে পারে।
আর ঐ টাও একটু ইরিটেটিং লাগে যখন ডাক্তার গম্ভীর ভাবে সহকারীকে বলে "নেতাইএর মারে বলো তো আগে মেঝের থেকে রক্তটা ভালো করে মুছে দিতে। এঁঃ, হাঁটাই যাচ্ছে না।"
শুনেছি পোস্ট কমপ্লিকেশন ও প্রচুর হয়। বেশ ভয়ংকর সব ঘটনা। আমার চেনা জানা একজনের তো ..... যাগ্গে সেসব শুনলে কুমুর মন খারাপ হতে পারে। বাদ্দিন মশাই।
kumudini | ২৮ এপ্রিল ২০১১ ১২:২৪ | 59.178.56.137
আমার ডেন্টিস্টের কাছে যাওয়ার দিন শনিবার।সায়নের পোস্তো পড়ে এট্টু শেকী ফিল কচ্চি। থাকগে,অ্যাঁ!তেমন কোন অসুবিধে তো হচ্চে না।
dukhe | ২৮ এপ্রিল ২০১১ ১২:১৬ | 122.160.114.85
না না এখনো শুরু হয়নি । তবে প্রথম বাইপাসের সময় হয়তো যথেষ্ট পরিণত হব না । দু নম্বরটা হতে হতে হয়ে যাব ।
Rajdeep | ২৮ এপ্রিল ২০১১ ১২:০৮ | 115.111.126.179
প্রথম বাইপাস হয়ে গেছে? সিরিয়াসলি
ভাল থাকবেন
dukhe | ২৮ এপ্রিল ২০১১ ১১:৩২ | 122.160.114.85
পলিটিক্সে নামব । তবে এখন না । দ্বিতীয় বাইপাসের পর । ডাক্তার যখন হালকা কিছু নিয়ে থাকতে বলবে । প্রধানমন্ত্রী-টন্ত্রী কিছু একটা হব । সময়টা কেটে যাবে ।
saikat | ২৮ এপ্রিল ২০১১ ১১:২৬ | 116.203.171.112
সব কিচুর সাথে ভোট যোগ করে দেওয়া যায়।
যেমন, কে কে আর। মানে সৌরভকে বাদ দেয়া। সৌরভ মানে নির্বাচন কমিশনে তৃণমূলের নালিশ।
ফলে নির্বাচন কমিশনও সৌরভকে বাদ দেওয়া।
হুঁ হুঁ, বাওয়া, রাজনীতির ঊর্ণনাভ। কেউ বাদ নয়।
Bratin | ২৮ এপ্রিল ২০১১ ১১:২১ | 122.248.183.1
কেন আমি। প্রত্যেক টা ম্যাচ দেখছি। এমন কি বেড়াতে গিয়েও। কালকে ঈশান্ত র বিধ্বংসী বোলিং ও দেখেছি।
Ishan | ২৮ এপ্রিল ২০১১ ১১:১৬ | 122.248.183.1
আইপিএলটা এই বাজারে মাঠে মারা গেল। কে আর খবর রাখে আজ কেকেআরের ম্যাচ? ঃ)
dd | ২৮ এপ্রিল ২০১১ ১১:১৫ | 124.247.203.12
এখন এম্নি চলবে।
এখন থেকে মে মাসের শেষ পজ্জন্তো। প্রতিদিন নতুন নতুন টই খোলা হবে, একই সাবজেক্ট নিয়ে। সব কথা হোথায় হবে।
সেই নকু আর মাকু।
আর শ খানেক অভিমান হবে। গোটা দুয়েক প্রায় হাতাহাতি।
জুন মাসে থেকে মনসুন আর শান্তিকল্যাণ। ভাট আবার সুজলা সুফলা (তিন ফসলী) হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন