এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৩:০৮ | 115.249.42.177
  • ভোট নিয়ে আগ্রহ ইত্যাদির বিরাট ফারাকটা পশ জায়গায় সবসময়েই কম, মনে হয় অন্যান্য দেশেও। পঃবঙ্গে আমি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেও গেছি, বস্তিতেও গেছি - এই তফাতটা খুব কাছ থেকে দেখা।
  • lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৩:০৮ | 69.236.179.251
  • পরিবর্তন - নামে একটি ম্যাগাজিন ছিল। সাপ্তাহিক। ভালই বিক্রি ছিল। উঠে গেল।
  • de | ২৬ এপ্রিল ২০১১ ১২:৫৯ | 59.163.30.3
  • ঠিক হ্যায়, ব্রতীন! এনিওয়ে -- কলিভাটে তো পরিবত্তনের সেলিব্রেশন হবে!

    শহর মুম্বইতে ভোট পড়ে ম্যাক্সিমাম ২০-৪০ %, পালি-হিল,জুহু,কুলাবা,মালাবার হিল এইসব পশ এরিয়ায় ২০ % এরো কম ভোট পড়ে। অদ্ভুতভাবে ধারাভি ইত্যাদী স্লাম এরিয়ার ভোটের হার প্রায় ৭০ % -- এই স্লাম এরিয়াগুলৈ যা ভোটের হারটাকে একটু ভদ্রস্থ করে!
  • shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১২:৪৯ | 124.124.86.86
  • অরিজিত, আমারও এরকমটা মনে হল বা হচ্ছে আর তার সঙ্গে দেখেশুনে মনে হচ্ছে পরিবর্তনের দলটিও যেন সদ্য মঙ্গল থেকে আসা, এসবের সৃষ্টিকর্তাদের সাবসেট নয়!
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১২:৪৩ | 114.198.46.214
  • কোয়ার্ক, ছিলাম না- ছুটির দিনে সামান্য দ্বিপ্রাহরিক নিদ্রা।
    ঐ মাইনিং টাক্সের ব্যাপারটা দু লাইনে বোঝানো যাবে না, তবে ঐ ইস্যুতে যারা বাজার মাত করে সেই মাইনিং শ্রমিকরা সবচেয়ে well paid গোষ্ঠী।
    আর ভোট যখন বাধ্য হয়ে দিতেই হবে, তখন কেন না ইস্যু নিয়ে কচাকচি নয়!
    --
    অন্য প্রসঙ্গে। এই সেদিন প্রাদেশিক ভোটে আপার হাউসের ব্যালট লিট্যারালি এক মিটার বাই এক ফুট। আর ভোটের পদ্ধতিও যা ঘোর প্যাঁচালো, ভাগ্যিস How to vote কার্ড দেয়।
    ঐ ঘুড়ি ব্যালটের স্যাম্পল বাইরে এনে সক্কলকে দেখানোর সাধ বহুদিনের, কিন্তু ক্যানসেল করেও দেখেছি, বাইরে আনা নিষেধ। কে আর এই কারণে আইনের সঙ্গে টেক্কা নেবে। তবে হ্যাঁ দেখবার মত জিনিষ বতে।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১২:২৫ | 115.249.42.177
  • ব্রতীনের দাবীদাওয়াগুলো সদ্য এজি পাওয়া বাচ্চা এসএফআইয়ের মতন;-)
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১২:২৩ | 194.126.37.78
  • ওসব সব সময়ই হয়, যারা চান্স পায়, তারাই ছাপ্পা মারে। ভোটের দিন ওসব আদর্শ ফাদর্শ সব জিজিতে যায়। সব জায়গায়, সব দলে।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:২২ | 122.248.183.1
  • তাহলে 'অবাধ' আর 'সুষ্ঠ' নির্বাচন কী শুধুই 'সোনার পাথর-বাটি'?
  • shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১২:২১ | 124.124.86.86
  • রিগিং বুথ দখল এসব তো ভারতবর্ষের ইলেকশন সিস্টেমের অঙ্গ বিশেষ, ক্ষমতা কার সে অঞ্চলে সেইমত দলের হেরফের!
    আমি ছত্তিশগড় (পূর্বের মধ্যপ্রদেশ) কোরবা জামনীপালী তে থেকেছি সাতবছর। তারমধ্যে বোধহয় দুইখান ভোটে ছিলাম, দুবারই আমাদের পুরো টাউনশিপের ভোট সাতসকালেই পড়ে গিয়েছিল, বাবুরা যখন ছুটির দিনে হেলেদুলে উঠে, ব্রেকফাস্ট করে গ্রামের স্কুলে পৌঁছল তখন ভোট প্রায় শেষ। বিদেশী চাকুরে লোকজন সব কে লোক্যাল বাহিনীর সঙ্গে হাঙ্গামা করবে, সব ফিরে এসে বাকীদের ফোনে জানিয়ে দিল, যাতে অন্যরা কষ্ট না করে!বলাই বাহুল্য সেখানে প্রথমে কংগ্রেস ও পরে বিজেপির রাজ ছিল।
    ঐ জায়গায় ওরকম যখন তখন আর একটু অজ আদিবাসীদের গ্রামে কী হচ্ছিল তা অনুমান করা অসম্ভব নয়!
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:১৮ | 122.248.183.1
  • একই সঙ্গে কাজাচ্ছি।ঃ-))

    আচ্ছা তুমি তো একজন সৎ, আদর্শবাদী বাম। তুমি কি মনেপ্রাণে বিশ্বাস করো যে বাম রা রিগিং করে না?
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১২:১৪ | 194.126.37.78
  • যাক্কলা, লিখলাম তো ইটিভি তে, নিজের চোখ দিয়ে ভাটটাতো পড় ভাল করে, ঃ-))
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:১২ | 122.248.183.1
  • আমি নিজে বালী তে একবার আমার ভোট দিতে পারি নি।

    আর আমি সিওর ওটা ২৪ ঘন্টা বা আকাশ বাংলা চ্যানেলে। ঠিক তো!! ঃ-)))
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১২:১০ | 194.126.37.78
  • সেকেণ্ড ফেজের ইলেকশনের দিন ইটিভি তে দেখাচ্ছিল এক সিপিএম সমর্থক, বীরভূমের, ভোট দিতে গিয়ে দ্যাখে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আমি শিওর তুমি এটা নিজের চোখে দ্যাখোনি। ঃ-))
  • kd | ২৬ এপ্রিল ২০১১ ১২:০৯ | 71.183.177.133
  • আমেরিকায় নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার ভোটের দিন। নর্ম্যালি।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:০৭ | 122.248.183.1
  • আর ব্রতীনের রিগিং র নয়। ব্রতীনের দেখা রিগিং র ঃ-))
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:০৬ | 122.248.183.1
  • দে, কলি ভাটে বলবো ঃ-))
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১২:০৩ | 122.248.183.1
  • হা হা kc

    এবার রিগিং করা সহজ হবে না । রাজ্যে atleast এমন একটা পরিবেশ থাকা দরকার যেখানে লোকে ভোট দিতে ভয় পাবে না। ( বাংলায় যাকে বলে সুষ্ঠ এবং অবাধ নির্বাচন) নির্বাচন কমিশন অনেক টাই সেরকম পরিবেশ দিতে পেরেছে। তাদের ধন্যবাদ। তাই তো তোমাদের কাজ টা আরো চাপের!! ঃ-))
  • de | ২৬ এপ্রিল ২০১১ ১২:০১ | 59.163.30.4
  • আমি কক্ষনো রিগিং দেখিনি -- ব্রতীনের রিগিংয়ের গপ্পো শুনতে চাই!
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১১:৫৭ | 194.126.37.78
  • ব্রতীন, এবার কী দেখছ? নিজের চোখে? কারা রিগিং করছে বা করবে? ঃ-)
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১১:৫৫ | 122.248.183.1
  • আর বামফ্রন্ট রিগিং করতো না এটাও বিশ্বাস করি না। কারন নিজের চোখে দেখেছি।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১১:৫৩ | 122.248.183.1
  • quark ,এই সময় হাতে ডেটা নেই। তবে ৮৫/৮৬/৮৭ শতাংশ তো বেশ ভালো ই মনে হচ্ছে। আমি বলতে চেয়েছিলাম ব্যাপারটা স্বতঃফুর্তঃ।
  • quark | ২৬ এপ্রিল ২০১১ ১১:৫০ | 202.141.148.99
  • ব্রতীন,

    বেশ ভালোটা ঠিক কত ভালো? মানে আগেরগুলোর চেয়ে কত বেশি? পঃ বঙ্গে তো চিরকালই অনেক বেশি লোকে ভোট দেয়। অবশ্য তখন বামফ্রন্ট রিগিং করত, আর আজকাল মানুষ পরিবর্তন চাইছে।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১১:৪৪ | 122.248.183.1
  • এবারে ভোট দেবার হার বেশ ভালো। সেটা একটা ভালো জিনিশ
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১১:৪২ | 115.249.42.177
  • এখানে ভোটকে মোটামুটি জাতীয় এমার্জেন্সী হিসেবে দেখা হয়। আইনতঃও। সেটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু জনসংখ্যার বিচারে এ ছাড়া উপায়ও বিশেষ নেই। উপায় থাকতো, যদি দেশটা পঞ্চাশ বছর এগিয়ে থাকতো।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১১:৩৪ | 115.249.42.177
  • পঃ বঙ্গের ভোটার সংখ্যা সাড়ে পাঁচ কোটির ওপর। এবং কমপ্লেক্সিটি কয়েকশোগুণ বেশি। বিলেতে বা প্রথম বিশ্বের দেশে যেভাবে ভোট হয় (অধিকাংশ পোস্টাল ব্যালট, অল্প কিছু পোলিং বুথ, তাও শনিবার) সেভাবে এখানে ব্যাপারটা ইমপ্র্যাক্টিক্যাল, অন্ততঃ এই মুহুর্তে। দশ/বিশ বছর পর আধ পার্সেন্ট ফিজিবিলিটি থাকলেও থাকতে পারে। এই তুলনাগুলোই হয় না।
  • quark | ২৬ এপ্রিল ২০১১ ১১:৩২ | 202.141.148.99
  • ওমা! এই যে ঠিক এগারো মিনিট আগে বল্লেন বাধ্যতামূলক না হ'লে ১০% লোকও ভোট দিত কিনা সন্দেহ?
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১১:২২ | 114.198.46.214
  • তাই কি, বরং উলটোটাই দেখি। মাইনিং কোম্পানীদের সুপার প্রফিটের ওপর ট্যাক্স বসবে বলাতে, কয়েক মিলিয়ন ডলারের অ্যাড ক্যাম্পেন শুরু করে দিল। সরকারও পড়ো পড়ো! অকালে ভোট হল, হাঙ পার্লামেন্ট।
  • quark | ২৬ এপ্রিল ২০১১ ১১:১৯ | 202.141.148.99
  • হুম! নব্বই শতাংশ লোকের সব পাওয়া হয়ে গেলে তাদের আর ভোট দেওয়ার দায় থাকে না।
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১১:১১ | 114.198.46.214
  • আইন তো তাই বলে। না দিতে সক্ষম হলে গ্রহণযোগ্য কারণ দর্শাতে হয়। অবশ্য ইচ্চে হলে আসল ভোটের দিনের আগে পোষ্টাল বা শপিং মলে ভোট দিয়ে আসা যায়।
    বাধ্যতামূলক না হলে বোধ হয় ১০% লোক ও ভোট দিতো কিনা সন্দেহ।
    একজন অ্যাক্টিভিস্ট প্রত্যেকবার ফাইন দিয়েই যায়।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১১:১০ | 112.133.206.18
  • আর আশ্রম ও হাসপাতাল দুইই একটু অন্যদিকে। আমার আসা যাওয়ার রাস্তায় পড়ে না। কাজেই সেইখানে কী হচ্ছে জানি না।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১১:০৭ | 112.133.206.18
  • কী অবস্থা মানে? সাঁইবাবার প্রয়াণের পরবর্তী অবস্থা?

    সব কিছু একই আছে। লোকজন আগের মতই ব্যস্ত। আপিসে আর রাস্তার চায়ের দোকানে অথবা খাবার জায়গায়। শনি রবি আমার বাড়ির পাশে নামগান হচ্ছিল। তবে লো ভল্যুমে।
  • quark | ২৬ এপ্রিল ২০১১ ১১:০৪ | 202.141.148.99
  • না দিলে ফাইন হ'লে স্বাধীনতায় হস্তক্ষেপ হয় না?

    আর এবার বঙ্গে পাঁচ (নাকি ছয়) দফায় ভোট, শুধু শণিবারে কত্তে গেলে দেড় মাসের ধাক্কা।
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১১:০৪ | 114.198.46.214
  • অর্পণ , এখন হোয়াইট ফিল্ডের কি অবস্থা?
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১০:৫৯ | 112.133.206.18
  • দুনিয়ার সব শ্রমিকেরা এক হয়েছে।
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১০:৫৭ | 114.198.46.214
  • ব্র*
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১০:৫৬ | 114.198.46.214
  • রতীন, NI Act তো কি হলো? ভোটের সঙ্গে তার কি সম্পর্ক। আরে এখানেও তো সেই একই বৃটিশ জমানার অ্যাক্টো, কমন ল, ব্যাগারা ব্যাগারা। ভোট তো শনিবারেই হয় এবং বাধ্যতামূলক, না দিলে ফাইন।
  • sinfaut | ২৬ এপ্রিল ২০১১ ১০:৫০ | 203.91.201.57
  • আচ্ছা, এই
    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    জিনিসটা কী? সেপারেটর? এমন অদ্ভুত কেন?
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১০:৫০ | 122.248.183.1
  • ম, হাসলে মোরে বালিকা !!

    মেয়েরা চিরকাল নিজেদের বুদ্ধিমান ভেবে আনন্দ পায়। আর ছেলে রা গোপনে( বা মুচকি হাসে) ঃ-))
  • sinfaut | ২৬ এপ্রিল ২০১১ ১০:৪৯ | 203.91.201.57
  • অচিন্ত্যদা, যে করেই হোক এই শর্মিলা রায় পোমো-র ক্যাসেটকে mp3 বানানোর ব্যবস্থা করুন। মাত্র মহাভারতের শুরুতে ওনার গান শুনেছি। আরও শুনতে চাই। (ভার্চুয়ালি ঘাড় ধরে ঝুলোঝুলি শুরু করলাম)
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১০:৪৮ | 122.248.183.1
  • এ ব্যাপারে আমার মা র প্রতিভা প্রবাদপ্রতিম। পরিষ্কার করতে( ঝুল ছাড়া ইত্যাদি) গিয়ে বেশ কিছু টিউব লাইটের বারোটা বাজিয়েছে।
  • M | ২৬ এপ্রিল ২০১১ ১০:৪৪ | 59.93.210.209
  • তিল,
    আমার চিমনিতে তো একটা শালিখ পাখাটাতে আটকে ছিলো,জঘন্ন ব্যাপার। আর আমি লাষ্ট বার পরিস্কার করতে গিয়ে খানিক সার্ফ এক্সেল পুরে জল ঢেলে অটো ক্লিন কর্তে গিয়ে পাম্প বিগরে দিয়েচি,যাচ্ছেতাই।

    বাবা বোতীন, তুমি যেমন তেমনটাই বেশ সুইট, ক্যানো খামোকা নিজেকে মিচকে প্রমান কর্তে চাইছো কে জানে!!! আর কেয়া সেটা জানে ( মানে আমি বলতে চাইছিনা যে তুমি বুঝতে পারছোনা দড়ি ছিড়ে যাবার কোনো চেষ্টা তোমার দেখা যাবে না জেনেই কেয়া দড়ি ঢিল দিয়ে তোমায় চড়তে ছেড়ে দিয়েছে আর কি, যেটাকে তুমি দড়ি নেই বলে ভাবতে ভালোবাসছো,মানে মেয়েরা এমন বলেনা, বোকা ছেলেদের ওটুকু আনন্দ কর্তে দেয় আর কি,)বলেই এত সুখে আছো, খামোকা যেচে অশান্তি ডাকতে চাইছো ক্যানো?
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১০:৪২ | 122.248.183.1
  • NI Act না কী একটা আছে না?

    তাতে যদি কেউ বলে আমি উইকেন্ডে কাজ করবো না। তাতে ভোট দিতে না হলেও ঠিক আছে। তাহলে?
  • til | ২৬ এপ্রিল ২০১১ ১০:৩৯ | 114.198.46.214
  • ছুটি কিঁউ?
    উইকএন্ডে কেন নয়? সেলফ এমপ্লয়েড দেরকে কে রুজি দেবে, ঐ দিন?
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১০:৩৫ | 122.248.183.1
  • কালকে আমাদের আপিসে 'মতদানের' জন্যে ছুটি দিয়েছে।
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১০:২৫ | 194.126.37.78
  • সবাই আছে ঘাপটি মেরে।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১০:১৯ | 122.248.183.1
  • ভাট শুনশান!! ছেলে পিলে সব গেল কোথায়?
  • til | ২৬ এপ্রিল ২০১১ ০৭:২৪ | 114.198.46.214
  • এইটা বড়ম'কে লিয়ে স্পেশ্যাল

    কিচেন গ্যাস স্টোভের ওপর রেঞ্জহুড( বাঙলায় চিমনী) পরিষ্কার করছিলাম।
    (১) দুটো বাল্বের একটা তো কাচটা বেরিয়ে এল। প্যাঁচ টা সকেটের মধ্যে। একে তো অ্যাকসেস নেই , মুন্ডুটা বের করা গেল অনেক মাথা খাটিয়ে, সে গল্প থাক।
    (২) আহা, এবার তো আসলী চীজ। মাসে একবার করে ক্লীন আপ হয় কিন্তু এবার পুরো সার্জারী করতে গিয়ে........, উফ।
    ভাজা মুড়ির মত মাছি পড়তে লাগলো, সেই যে আমের মাছি, নীল মাছি। মাছিদের শুকনো শব। পাখনা ইত্যাদি সমেত মুচমুচে!
    ও বড়ম'দি শুনছেন?
    যব ফ্যান একজষ্ট ঘুর ঘুর করতা হ্যায়, তখন ঐ সব গুঁড়ো হালকা করে আমার (আপনার, সকলের) রান্নায় ঐ বস্তুটি
    ...................
    আজ এই পর্য্যন্ত!
  • hu | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৫৫ | 98.226.193.54
  • হ্যাঁ, দেখুন একটু ঃ-)
    কি নাম ক্যাসেটের?
  • achintyarup | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৫৪ | 59.93.245.15
  • আমার কাছে তো ক্যাসেটে আছে। দেখি আর কোথাও পাওয়া যায় কিনা
  • hu | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৫১ | 98.226.193.54
  • কোথায় পাওয়া যাবে শর্মিলা রায় পোমোর গলায় এই গান?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত