Time to show our face-book skills and unity!! We are among Top 20 now with 250 votes. Asha For Education will get $25K after round 1 if we can be among top 100. Most other charities are going up very fast, so we have to increase our momentum as well. The voting ends on 04/05...Lets start the chain reaction NOW....See below
If we proceed to Round 2 , we have a shot between another $25 -$500K!!!
Your vote can get us to #1. Please pass this along to friends and family as well.
r.h | ২৫ এপ্রিল ২০১১ ০০:০১ | 67.96.80.214
ঃ-| ঃ-o ঃ-)
pipi | ২৫ এপ্রিল ২০১১ ০০:০১ | 173.165.51.9
আরে ম্যাগি এমন একটা জিনিস যাই দিয়ে খাও ভাল হব্বেই। আমি তো প্রায়ই ম্যাগি খাই - এমনি, এমনি এবং চাট্টি শাক সব্জী দিয়ে। আজ নেহাত ম্যাগিও .....
Bratin | ২৫ এপ্রিল ২০১১ ০০:০০ | 117.194.100.58
পিপি বোধহয় আমার পোস্ট টা দেখে নি। না দেখলেই মঙ্গল ঃ-))
Arpan | ২৫ এপ্রিল ২০১১ ০০:০০ | 122.252.231.10
আমি সম্বুদ্ধ রচনাবলী শেষ করে উঠলাম। ব্যাঙের কি চাই?
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 117.194.100.58
আমি কাটলাম। শুভ রাত্রি/দিন !!
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 122.167.93.84
ধৈর্য্য, ধৈর্য্য, ধৈর্য্য
pipi | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 173.165.51.9
ব্যাঙ, বিরিয়ানি অর্ডার করার সুযোগ থাকলে অবশ্যই তাই করতাম। কিন্তু অর্ডারি খাবার বলতে যদি হয় হোৎকা চীজ গড়ানো বার্গার অথবা পাপা জোন'স পিজ্জা তাচ্চেয়ে উপুস দেওয়া ভাল। অথবা আমার মত ইনোভেটিভঃ-))
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 117.194.100.58
বাঃ শক্তপোক্ত ঘটি !! ঃ-))
r.h | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 67.96.80.214
নোলেদা নোলেদা নোলেদা
Arpan | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 112.133.206.18
বোঝো, এই সকালেই তো পেঁয়াজ ফুলকপি আর পেঁয়াজকলি (আর কিছু ছিল না ফ্রিজে) দিয়ে দিব্যি ম্যাগি রান্না করলাম। দিব্যি হয়েছিল।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 122.167.93.84
এই পিপি আর ইপ্পিই আমার অনুপ্রেরণা। আমি যদি ফ্রিজ খুলে দেখতুম, শুকনো, গাজর, কাঁচালঙ্কা আর আলু আছে, সেগুলোকে কোনো কাজের নয় ভেবে বিনে ফেলে দিয়ে আম্মি'স বিরিয়ানি অর্ডার করে খেতুম। যদি সে কিনে খাওয়ার টাকাও না থাকতো, তো চাট্টি চিনির জল খেয়ে ক্ষিদে মেরে ঘুমিয়ে পড়তুম।
Arpan | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 122.252.231.10
কমরেড, জি-টকে আইস।
kc | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৪ | 89.203.49.18
বোতীন, আমার শেষপাতে একটু মিষ্টি না হলে হয়না। ঃ-O
aka | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 24.42.203.194
কমরেড অপ্পন এক্ষেলে এই গ্রাফ আঁকব কেমনে।
ধরা যাক x axis - শহরের নাম (তিনটে)
y axis - হল মাসের নাম (১২)
আর গ্রাফে দেখাবে তিনটে শহরে ১২ মাসে কখন কেমন বৃষ্টি হয়েছে। অগ্রিম ধন্যযোগ।
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫২ | 117.194.100.58
ইয়ে, ঐ রকম রাঁধা কে আমি খুব ই উৎসাহ দি যদি আমকে না খেতে হয়।
pipi | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৫০ | 173.165.51.9
কি কাণ্ড! যে লোকে লেটুস পাতা দিয়ে মালাইকারি রাঁধে সে কি করে অকম্মার ঢেঁকি হয়? তার ক্রিয়েটিভিটি, ইনোভেশন আর অ্যাডভেঞ্চারাস স্পিরিটের তারিফ করুন মশাই! এই যে আমি, ফিরিজ খুলে দেখি দুটি আলু, চাট্টি বিগতযৌবনা গাজর, মৃত ফুলকপির দু কুচি ফুল, লজ্জায় কালো হয়ে যাওয়া একটি কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু নাই তাইতে কি ভীত হল এ বীর হৃদয়? এদের নশ্বর দেহের প্রতি শ্রদ্ধা জানাতে সবকয়জনাকে ধরে ছেঁচাপোড়া করে ফেললাম (এক যাত্রায় পৃথক ফল করে আর লাভ কি)। ফিরিজ থেকে আর বেরোল খানিকটে হুমুস। দিলাম ফেলে এক খাবলা। আহা ওদের ভাজাভাজা হওয়া জীবণটায় একটু চন্দনের প্রলেপ পড়ুক। নুন নাই। তাতে কি? সৈন্ধব লবণ দেখি আছে একটুকরো এক কোণায় পড়ে (কার্টেসি আমার রুমি)। হোঁতকা সস্প্যানের হাতলকে হাতুড়ির মত বাগিয়ে ঠুকেঠুকে সেই টুকরো ছত্রাকার করে ফেললাম। সব শেষে দেখি ঘরে চাল নাই, আটা ময়দা কিসুই নাই। আলিবাবা ও চল্লিশ চোরের সেই ফেমাস ডায়ালগ মনে আছে কারোর?
সাকিনাঃ হ্যাঁগা আলি, এখন আমরা কি খাব? আলিবাবাঃ কেন? পোলাও কালিয়া কোর্মা কোপ্তা/বাদাম কিশমিশ কাজু পেস্তা সাকিনাঃ বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাব বস্তা আ বস্তা আ।
এজ্ঞে হ্যাঁ, আধ প্যাকেট মুড়ি ছিল বটে। দিব্যি উঠে গেল। তব্বে? আমায় কি আপনেরা অকম্মার ঢেঁকি বলবেন? মোট্টেও না। দেখুন দেখুন, স্পিরিটটা একবার দেখুন। অ্যাডে্ব্হঞ্চার কারে কয় দেখুন। আর ভাবুন কেন ডাইনোরা দুনিয়া থেকে হারিয়ে গেল কিন্তু আমার আর ইপিস্তোবক্সের মত স্পিসিসরা দিব্যি টিকে রইল।
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৪৮ | 117.194.100.58
চিনি খেলে কেন?
kc | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 89.203.49.18
আমি রুটি, ডালসেদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা খেলাম। শেষ পাতে এক চামচ চিনি।
r.h | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 67.96.80.214
অভাবে ফটাস জল।
যত আজাইরা চিন্তা।
aka | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 24.42.203.194
না বাংলা কাটানো কাজের কথা নয়। লিমকা উইথ বাংলা আহা।
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 117.194.100.58
ব্যাঙ , তোকে আগেও বলেছি আবার বলছি বাংলা চাপ নিবি না। যার সাথে ভালো লাগবে তার সাথে কথা বলবি যার সাথে না তাকে বাংলা কাটিয়ে দিবি।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 122.167.93.84
দ্যাখো কাণ্ড! তোরা এত্ত সব ভালোমন্দ খেয়ে এলি! আর আমি যখন শিবুদাকে মেনু জিজ্ঞেস করলুম, তখন আমাকে বেশ মোলায়েম করে সাসপেন্সে রেখে দিলো!
Arpan | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 112.133.206.18
একই জিনিস বাঙালে লিখল ঝোল আর ঘট্স লিখল ঝাল।
সইত্য সেলুকাস ...
ঃ)
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৫ | 117.194.100.58
ভাত, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক,ইলিশ মাছ ভাজা, ইলিশের ঝাল,মাংস,চাটনি,দই,মিষ্টি।
Tim | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 173.163.204.9
আকাদাকে ক। যদিও আমি প্রথমটা করি।
ভাচ্চুয়াল জিনিস ভাচ্চুয়াল বাক্সে রেখে দিলে ভুলভাল জনতা (ও তাদের মাথাব্যথাকে ) তোল্লাই দেওয়া হয়, কারণ তাহলে তারা এইটা ভেবে আশ্বস্ত থাকবে যে তাদের গোলমালগুলো কোনোদিন এক্সপোজ্ড হবেনা। বরং ট্রান্সপারেন্সি থাকা ভালো। দুধ কা দুধ, পানি কা পানি।
Arpan | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 112.133.206.18
আমি এট্টু ভাত, ডিমসেদ্দ, ডালসেদ্দ আর পাঁপড়ভাজা খেলাম। আবার খিদে পেয়ে গেল। ঃ(
aka | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 24.42.203.194
আরে ওকে বলে পনিপচা। আমার বোনেরা নাম দিয়েছে। আমি ঠিক করতে পারি না, কিন্তু শুনতে ভালোবাসি, শোনার সময় নাকি আমার মুখে অমলিন হাসি দেখা যায়। এটাও বোনেরা বলেছে। পার্ট অফ দা কালচার। এখানেও করে লোকে।
Arpan | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৮ | 122.252.231.10
আরে জবাবদিহি করবার জন্য কে মাথার দিব্যি দিয়েছে? ব্যপারটা বিরক্তিকর সন্দেহ নেই, তেমন **জ্বালানো স্টেজে চলে গেলে আমি প্রেফার করব সেই ব্যক্তি/ব্যক্তিবর্গের সাথে ভার্চুয়াল/রিয়েল সব রকম সম্পর্ক চুকিয়ে দেওয়া।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৬ | 122.167.93.84
কী কী খেলি রে? আজ আমি মোট্টে তিন টুকরো পিজ্জা খেলাম রাত্তিরে। এখন আবার ক্ষিদে পেয়ে গেল।
kc | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৫ | 89.203.49.18
ব্যাঙ, চিয়ার আপ।
Bratin | ২৪ এপ্রিল ২০১১ ২৩:২৪ | 117.194.100.58
আমি আর ইন্দো দা শিবু দার বাড়িতে গিয়ে গুছিয়ে ভাটিয়ে এলাম। সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া। দারুণ কাটলো আজকের সন্ধ্যে দুই গুণী মানুষের সঙ্গে।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:১৮ | 122.167.93.84
ঃ-)
a | ২৪ এপ্রিল ২০১১ ২৩:১৫ | 208.240.243.170
এইজন্যেই আমার নিজের মত ভার্চুয়াল জিনিস ভার্চুয়াল রাখাই ভালো ঃ)
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২৩:১১ | 122.167.93.84
আকা শুধু চিন্তা করে মাথাব্যথা করলে তো কথাই ছিল না, মুশকিলটা হয় যখন অন্যের মাথাব্যথার কারণ নিরসন করতে জবাবদিহি করতে হয় তখন।
kc | ২৪ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 89.203.49.18
কিন্তু ব্যাঙকে সেন্টি কে দিল?
aka | ২৪ এপ্রিল ২০১১ ২৩:০১ | 24.42.203.194
তা পাব্লিক ফোরামে লিখলে লোকে তো চিন্তা করবেই। দুটো উপায় এক, একেবারেই না লেখা, দুই, কে কি চিন্তা করল তাই নিয়ে চিন্তা করে মাথাব্যথা না করা। আমি দ্বিতীয়টা করি।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ২২:৫১ | 122.167.93.84
ইপিস্তাবাক্সো, এই যে তুমি এখানে এসে লিখে যাও, তুমি ম্যাগি রাঁধতে জানো না, তুমি লেটুস পাতা দিয়ে চিংড়িমাছের মালাইকারি রাঁধো। তাতে কী প্রমাণ হয়? প্রমাণ হয় তুমি অকম্মার ঢেঁকি। আর অকম্মার ঢেঁকিদের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে না আমার মত লোকদের? তোমার প্রতিটা পোস্ট স্ক্যানারে ফেলে জুম করে দেখবো, আর তারপরেই তোমার সবটা বুঝে গিয়ে তোমাকে নিয়ে চিন্তা করে করে মাথাব্যথা করে ফেলবো। বুঝেছো?
রঞ্জনদার পোষ্ট গুলো পড়ে উত্তর দিতে গেলেই মনে হয় রঞ্জনদা আবার যে কবে ভুস করে ভেসে উঠবেন তার ঠিক নাই।কিন্তু ঐ মাস প্রনামের ঝামেলাটা আমারো হয়েছিলো একবার।
M | ২৪ এপ্রিল ২০১১ ২২:০০ | 59.93.212.103
হ্যাঁ, আমার ও আজ মাথা ব্যাথা হতে হতে হলো না, আজ বকুল কথা শেষ করে এলুম, মানে বাড়ী গেলেই আমি নিশ্চিন্তে বই কাঁধে নিজের ঘরে সেঁধিয়ে যাই,কাজেই তিনটেই শেষ হলো, তাপ্পর কি বলবো, নিজেকে খুব বঞ্চিত টঞ্চিত টাইপ ভেবে ফেলার চেষ্টা করলাম, আরেকজনকে কাঠগড়ায় ফেলে উদুম ঝাড়লাম(অবশ্যই মনে মনে)তাও কোনো শুন্যতা আনতে পাচ্ছিনা মনে।কি ঝামেলারনা!
pi | ২৪ এপ্রিল ২০১১ ২১:২৬ | 72.83.97.171
বাঃ। লোকজনের এত মাথাব্যথা দেখে আমার রোজ সকালের বরাদ্দ সাইনাসের মাথা ব্যথা টা আজ কমে গেল। কাল ও গেচিলো। গৌতম দেবের ভিডিও দেখে। নির্মল আনন্দ। তবে ঐ, কাল ও ঐ দেববাবুর কথাবার্তা কী, কেন কিছু বুঝি নাই, আজ ও লোকের এই কথাবাত্তা কী, কেন কিছুই বুইলাম না। তবে সেজন্য ই তো বোধহয় নির্মল আনন্দ ঃ)
byaang | ২৪ এপ্রিল ২০১১ ১৮:০১ | 122.167.93.84
বাঁশ তুমি কেন ঝাড়ে? এসে পড় আকার ঘাড়ে।
aka | ২৪ এপ্রিল ২০১১ ১৮:০০ | 24.42.203.194
আব্বে! আমি না থাকলে কারুর কারুর জীবনে যে কি হত ভাবলেও হাড় হিম হয়ে যায়।
byaang | ২৪ এপ্রিল ২০১১ ১৭:৫০ | 122.167.93.84
খিক খিক। আবার তোর এত কাজ! আজকেও? ঃ-)
aka | ২৪ এপ্রিল ২০১১ ১৭:৪৭ | 24.42.203.194
না না আজ এট্টু হ্যাং ওভার হয়েছে মনে হচ্ছে। আর এত কাজ!
byaang | ২৪ এপ্রিল ২০১১ ১৭:৪১ | 122.167.93.84
সে তো আমাকে খিস্তি দিতে পরিস নি বলে।
aka | ২৪ এপ্রিল ২০১১ ১৭:১৭ | 24.42.203.194
আমার আবার আজ সকালে মাথাব্যথা হয়েছে। তবে কারণটা বোধহয় অন্য।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন