এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৯:১৭ | 168.26.215.13
  • এনার স্থানীর পার্টি আপিসে বসিয়া থাকেন, জমিদারদের মতন ঘরে ঘরে পারিবারিক মীমাংসা করিয়া থাকেন, স্কুলে স্কুলে বিভিন পদালংকার করিয়া নিজেদের ব্রহ্মা বলিয়া ভুল করিয়া থাকেন। এক বর্ণও ক্যাপিটাল বা আম্রিগার ধনতন্ত্র সম্বন্ধে না জানিয়াও নিজেদের এঙ্গেলস ভাবিয়া থাকেন। অনেক জন্ম আগে এনারা ভগবান দিগের সহিত লড়াই করিয়া হারিয়া গিয়াছিল। এনাদের বিনাশের কারণ খুঁজতে বহু বছর আগেকার পুঁথিপত্র ঘাঁটতে হইবে। পোরিবত্তন শুধু একটি ঘটনামাত্র যার বীজ রোপিত হয়েছিল সৃষ্টির শুরুতেই। তাই সূর্য্য, চন্দ্র, গ্রহ ও তারা যেমন নিত্য, এই পরিবত্তোনও তেমনই নিত্য। বাকি সব তাঁর ইচ্ছে। ঔঁ।
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৯:১১ | 168.26.215.13
  • মমতা কোন এক ভাষণে বলল ""আমাকে গুণ্ডা দেখাতে এসেছে? ঐ গুণ্ডাকে না ভেতরে ঢুকিয়ে দেব।"" জ্জিও মামা। কি ম্যাচিস্মো।
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৯:১০ | 115.111.126.179
  • আকার সঙ্গে এই পয়েনটায় ক্ক

    তবে তা করার জন্য পোরি কে ক্যানো দরকার তা বিতর্কের বিষয়
  • sayan | ২৬ এপ্রিল ২০১১ ১৯:০৯ | 12.20.48.10
  • একটা গোটা দিন লোক শুধু ভোট নিয়ে ভাটিয়ে গেল!
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৯:০২ | 168.26.215.13
  • কিছু লোকের আমরাই 'সব' (রাজনীতি, বাজার, চায়ের দোকান, শিল্প(সংস্কৃতির সিল্প), সিনেমা, ফ্ল্যাট, নাটক) জাতীয় হাবভাব যদি কমে তাতেই খুশী।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৫৯ | 112.133.206.18
  • আরে রাজদীপ, জানো না পকাবুরা দিনে আমেরিকাকে কাল্টিভেট করে? ঃ-)
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৫৬ | 122.252.231.10
  • তাপ্পর আর কী হবে। বড়জোর কেরালা হবে। আমার এক মাল্লু কলিগ অফিসে আমার এই আশাবাদিতাকে প্রবল সমর্থন করল। ঃ)
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৫৫ | 115.111.126.179
  • যথারীতি কমিটেড পকাবুর প্রত্যাবর্তন হল এই সন্ধেবেলা ! এসেই ক্যামন ঘুলিয়ে দেবার অপচেষ্টা ঃ)
  • stoic | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৫৩ | 160.103.2.224
  • আরে না দাদা, এবারে পরিবত্তন আসছেই, কেউ আটকাতে পারবে না। সব লাইফলং কমিটেড মার্ক্সবাদীদের মুখে শুনছি। কিন্তু তাপ্পর কি হয় সেই নিয়েই কিঞ্চিত ইয়ে মানে ইসে আর কি।
    ঃ-)
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৫৩ | 122.252.231.10
  • আমাদের পাড়াতে এরম এক কমিটেড ভোটার ফ্যামিলি আছেন (সৈকত হয়ত চিনবে)। '৯৬ অব্দি জানি তাদের দুজায়গার ভোটার লিস্টে নাম ছিল। সল্লেকে সকাল সকাল ভোট দিয়ে চাট্টি নাকেমুখে গুঁজে কলেজ স্ট্রিট অভিমুখে ধাবিত হতেন। দু'জায়গাতেই যে ভোট দিচ্ছেন সেই নিয়ে কোন লুকোছাপা ছিল না। বরং বেশ গর্বের সাথেই জানাতেন।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৪৯ | 112.133.206.18
  • বাপরে, এদের বলে সিপিয়েমের কমিটেড ভোটব্যাঙ্ক।

    প্রত্যাবর্তন এসেই না যায়!
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৪৫ | 115.111.126.179
  • আকার কাছে একটা সামান্য সিনেমাটিক রেফ চাইলুম ! আর কি সব হাইফাই ফান্ডা দিয়ে দিলে ঃ--০
  • saikat | ২৬ এপ্রিল ২০১১ ১৮:৩৭ | 202.54.74.119
  • যাঃ। ফেনোমেনন তো অনিল বসু।
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৮:২৭ | 168.26.215.13
  • রাজদীপ ওসবের আরও একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে বোধহয়। আনবায়াসড পণ্ডিতরা ভালো বলতে পারবে। হাইলি মেল শভিনিস্ট জায়গায় নিজের জায়গা তৈরি করা। করেওছে, স্বীকার করুন বা না, কিন্তু মমতা ইজ এ ফেনোমেনন ইন ইন্ডিয়ান পলিটিক্স।
  • f | ২৬ এপ্রিল ২০১১ ১৮:২৩ | 61.12.12.83
  • কলেজকালে "নলবন' নামে একটা বিখ্যাত পানু দেখেছিলাম। তাতে নলবন শব্দটা একবারই উচ্চারিত হয়েছিল।

    পরে কে যেন বলল নলবনের নায়িকা সুইসাইড করেছে।
  • d | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১৮ | 14.99.65.121
  • এত্থেকে গঙ্গাবক্ষে ভাল হত না? নলবনটা কেরম যেন।
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১৮ | 115.111.126.179
  • আর "চমকাইতলায় চমকে দেব" 'বুড়ো কবে পট করে ফুটবে" " গিল পারচেজড" (২০০১এ হারার পর), সাংবাদিকদের খুব তেল হয়েছে " আরশোলা পাখি হবে ( প্রনবকে ) - এগুলোর সিনেমাটিক রেফারেন্স ;-)
  • f | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১৭ | 61.12.12.83
  • গুন্ডার সেই এক্সপ্রেসনলেস ভিলেন এমাসে মারা গেছেন।

    হারবার্টের সিনেমাটোগ্রাফার এমাসে মারা গেছেন।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১৬ | 115.249.42.177
  • ফাগোল!!!!
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১২ | 168.26.215.13
  • তবে গৌতম দেব, বিনয় কোঙার এদের কথাবার্তা দেখলে শুনলে শক্তি সামন্তের ভিলেনদের কথা মনে পড়ে।
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৮:১১ | 117.194.38.150
  • দে, সে করা যেতেই পারে।অসুবিধা নেই।
    এসেই তোমার নাম্বারটা দিওঃ)
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৮:০৯ | 168.26.215.13
  • আমি সিওর সেদিন সেক্টর ফাইভে কাজ বাজ ফেলে লোকে সেই শিকারা ভ্রমণ দেখবে। বলা যায় না কোন এক চ্যানেল থেকে রিয়ালিটি টিভিও আসতে পারে।
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৮:০৮ | 117.194.38.150
  • @অরি
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৮:০৭ | 117.194.38.150
  • মরণ!
    না জেনে হাসার কিছু হয়নিকো। শিকারা পাওয়া যায়।ছ না আটজন চড়ে বসা যায়- একজন মাঝি লগি ঠেলে ঠেলে গোটা ভেড়ি ঘোরায়। উদ্দাম হাওয়া থাকলে খুব ভাল্লাগে।একটা গন্ধ বাদ দিলে মোটের ওপর ডাল ই মনে হবে(চক্ষুমুদে)
    আর যদি তুমি সে ভাটে উঁকি মাত্তে চাও, জিগিয়ে দেখবো,ওরা মাঝির পার্টটা তোমায় দেবে কিনাঃ)
  • aka | ২৬ এপ্রিল ২০১১ ১৮:০৭ | 168.26.215.13
  • ১। ডিডি দা নকু-মাকু-তিনুরে ক্রিকেটের থেকে কম বোরিং কইলেন। ইহা অন্যায্য। পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে মিছিল করব ভাবছি।

    ২। ভোটের পরে আমার এক সিপিএম দাদা কে বলেছে দেখে নেবে। যে বলেছে আর যারে বলেছে দুজনরেই চিনি কিস্যু করবে না। দুজনকেই ছোটবেলায় বার দুয়েক কেলিয়েছিলাম। ঃ)

    ৩। যাঃ ভুলে গেলাম।
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৮:০০ | 117.194.38.150
  • রাজদীপ, সিঙ্গুরে!!তাই নাকি! কিন্তু ওখানে তো দিদির দলের একাধিপত্য অনেক দিন থেকেই।ওরা অবশ্য ফ্ল্যাট কেনার নির্দেশ পান নি এখনো- হতে পারে ওদের জন্যে হয়তো গরম তেলের কড়া প্রস্তুত হচ্ছে।

    আমি বোধহয় খুব উদাসীন টাইপের,কিম্বা আগের সববারের মতো এইবার আর ভয়টয় লাগছে না তেমন- আমাদের গুষ্টিসুদ্ধু সবাই মার্কামারা দলের লোক। তিনজন সত্তর পেরিয়েছে। হেরে গেলে কি ওদের ওপর নানা সমস্যা নেমে আসবে!! কি জানি!
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৪৪ | 115.111.126.179
  • ছুটি পেলুম না ... তাই এবারে আর ভোট হল না ! যাদবপুরের ভোটার বলে কতা ঃ-(
  • de | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৪১ | 59.163.30.6
  • ম আর দমদিকে -- নিখিল বঙ্গ মহিলা ভাটের দিনক্ষণ আমারেও এট্টু জানিও -- সাত তারিখ থেকে কোলকাতায় দু সপ্তা থাকবো-- তার মধ্যে হলে পৌঁছে যাবো :))
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৩৯ | 115.249.42.177
  • মামীর জন্যে কাশ্মীর থেকে শিকারা আসবে;-)

    নইলে নলবনে তো শুধু প্যাড্‌ল বোট চলে দেখেছি। একটা বোটে দুজন, মানে খান পাঁচেক দড়িবাঁধা বোটে সবাই প্যাড্‌ল করতে করতে ভাট দেবে? কী চাপ;-)
  • shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৩৫ | 124.124.86.86
  • এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সঃ লেকে পাড়ায় মহিলা সমিতির থেকে ক্যাম্পেনিং য়ে দিদিরা বেরোলেই এতদিন নানা ছোঁড়া কথা শুনত সদ্য গোঁফ ওঠা পাড়ার মোড়ের তিঃ বাহিনীর থেকে, এবার সরাসরি বলছে, আর ওদিকে কেন, এদিকে কাজ কবে থেকে শুরু করবেন?ঃ)) আমি তো ষোল তারিখের টিকিট কাটিয়েছি এখানে আসার।
  • stoic | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৩৫ | 160.103.2.224
  • আমি নিজে কলকাতায় থাকলে হয়ত অতটা চিন্তা করতাম না। বাইরে থাকলেই চিন্তা বেশি হয়।
    যাকগে, আগে তো ভোটপর্ব ঠিকঠাক মিটুক, ১৩ই মে রেজাল্ট বেরোক, তাপ্পর দেখা যাবে। এমার্জেন্সি কিছু দরকার হলে ঠিক পৌছে যাব।
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৩২ | 115.111.126.179
  • সিঙ্গুরে আমার এক বন্ধুর পরিবারকে বলা হয়েছে কোলকাতায় ফেলাট দেখুন নইলে .....
  • kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৭:৩১ | 59.178.156.185
  • বা বা,কেসির উৎসাহ দেখে ভাল লাগলো।তবে আসছোই যখন,দুটোদিন থাকো না কেন?
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২৫ | 194.126.37.78
  • কুমুদি, আমি কুয়েতে থাকি।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২৪ | 115.249.42.177
  • আমার তো গোটা পরিবার নিয়েই চিন্তা। এদিকে বাবা, দিদি, জামাইবাবু, ভাগ্নী, মামার বাড়ির সবাই, মাসীর বাড়ির দিকের কিছু, শ্বশুরবাড়ির দিকেও। ইভেন ছেলে/মেয়েকে নিয়েও - ছেলে একা বাসস্ট্যান্ড থেকে ফেরে, এবং সেই জায়গা দিয়ে যেখানে গত দু বছরে অন্ততঃ চারবার নানাভাবে চোখ রাঙানি দেখেছি। তো কি আর করা যাবে? ওই যে বল্লাম - কাউচ পলিটিক্স আমি করি নি, করি না।
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২৩ | 117.194.38.150
  • দময়ন্তী,নিখিল বঙ্গ মহিলাভাট হবেই। নলবনে, শিকারা ভাড়া চড়ে।
    বোল্ড আন্ডারলাইন।

    সন্দেহ কুটিল চোখে তাকিও না- সেই 'প্ল্যান' এখনো বহাল আছে। ১৩-১৪ র পরে কোনো উইকেন্ডে যাবো।
    প্রমিস।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২৩ | 122.248.183.1
  • সত্যি শুধু ভোট দিতে আসবে ? খুব ভালো
  • kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২২ | 59.178.156.185
  • কেসি দুবাইতে থাকো না?নাকি অন্য কোনোখানে?
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • পাক্কা হারবে। তবে কটা আসন পাবে ইত্যাদি জানি না। ভোটের % র খুব বেশী তারতম্য হবে বলে মনে হয় না। তবুও হারবে।
  • kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২০ | 59.178.156.185
  • অবশ্যই।আমরা ডিডিদার সাতে দেখা কত্তে যাবো কি যাবোনা,গেলে কখন যাবো,এসব আমরা ডিসাইড করবো।
    ডিডিদার এখানে কোন বক্তব্য থাকতে পারে না।
  • kc | ২৬ এপ্রিল ২০১১ ১৭:১৭ | 194.126.37.78
  • বোতীন, কী মনে হচ্ছে? সিরিয়াসলি বামফ্রন্ট হারবে?
    আমি আজকে রাতে যাচ্ছি। বুদ্ধবাবুকে ভোট দিতে। কালকে ফেরত।
  • d | ২৬ এপ্রিল ২০১১ ১৭:১৫ | 14.99.65.121
  • নিখিল বঙ্গ মহিলা ভাটে আছি আছিই (দুহাত তুলে)। ডিডির সাথে দেখা করতে যেতেও আছি (তবে জুনের পরে)।

    তবে এই প্রস্তাবগুলো কিনা মিঠু বলছে ..... তাই খুবই সন্দেহকুটীল চক্ষে তাকিয়ে থাকলাম।
  • Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৭:১৫ | 122.248.183.1
  • রাজদীপ, নকুলদানা?
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৭:১৪ | 115.111.126.179
  • স্টৈকদা - ওটা ভেবে অনেকেরই রাতে ঘুম নেই , তবে মিডিয়া তখন চুপ করেই থাকবে নিশ্চিন্তে
  • stoic | ২৬ এপ্রিল ২০১১ ১৭:১২ | 160.103.2.224
  • আমার পক্ষে এখন যাওয়া জাস্ট ইম্পসিবল। দিল্লিতে ভাই আছে, সেটাই খানিকটা ভরসা।
  • kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৭:০৯ | 59.178.156.185
  • ম,
    তবে?গ্রেট লেডীজ --ইত্যাদি।
    হ্যাঁ,অবশ্যই,গ্রেট আইডিয়া।
  • de | ২৬ এপ্রিল ২০১১ ১৭:০৬ | 59.163.30.4
  • স্টৈকের সাথে হুবহু মিলে গেলো চিন্তাটা -- আমারও বাড়ির সত্তরোর্ধ দুজন এখন দিনরাত এক করে পার্টি অফিসে পড়ে আছেন, যখনই ফোন করছি বলে পার্টি অফিসে --
    ইচ্ছে করেই ভোটের ফল বেরনোর সময় বাড়ি যাচ্ছি, এখানে থেকে চিন্তা করা চেয়ে সেটা ভালো!
  • m | ২৬ এপ্রিল ২০১১ ১৭:০৪ | 117.194.38.150
  • কুমু, দুজনে একই ভাবনা তাও আবার এক ই সময়ে!!

    তুমি কি জুলাই কোলকাতা এলে একটা নিখিল বঙ্গ মহিলা ভাটের আয়োজন করা যেতে পারেঃ))
  • f | ২৬ এপ্রিল ২০১১ ১৭:০৪ | 61.12.12.83
  • পড়ুন ও পড়ান - http://saptaha.in/page4.htm ঃ-D
  • stoic | ২৬ এপ্রিল ২০১১ ১৭:০০ | 160.103.2.224
  • তবে ভোটের রেজাল্টের পরের রিপার্কাশান নিয়ে এবার আমার জেনুইন চিন্তা হচ্ছে। যেটা আগে কোনোবার হয়নি। মানে আমার নিজের জন্য না। মা-বাবার জন্য।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত